পর্যায় সারণি সাজেশন
রসায়ন আপডেট সাজেশন-2026
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
অধ্যায় ৪ পর্যায় সারণি
MCQ টপ টিপস
- আধুনিক রসায়নের জনক – ল্যাভয়সিয়ে [দিনাজপুর বোর্ড ২০২০]
- অ্যাকটিনাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা হলো: 89 – 103 [দিনাজপুর বোর্ড ২০২৪।
- পর্যায় সারণির ৫ম পর্যায়ে মৌলের সংখ্যা – ১৮টি [চট্টগ্রাম বোর্ড ২০১৯।
- পর্যায় সারণিতে প্রাথমিক মৌল বলা হয় ৮৪টি মৌলকে [সি. বো. ১৯; দি. বো. ১৫]
- পর্যায় সারণির মূল ভিত্তি – ইলেকট্রন বিন্যাস [সকল বোর্ড ২০১৮]
- অষ্টক তত্ত্বের প্রবর্তক - জন নিউল্যান্ড [ঢা. বো. ১৫]
- মেন্ডেলিফ ১৮৬৯ সালে পর্যায় সূত্র প্রদান করেন [কুমিল্লা বোর্ড ২০১৫]
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. মুদ্রা ধাতু কী?
উত্তর : যে সমস্ত ধাতু উজ্জ্বল, চকচকে এবং ঐতিহাসিকভাবে সেসব ধাতু দ্বারা মুদ্রা তৈরি করে এদেরকে ক্রয়-বিক্রয় ও অন্যান্য প্রয়োজনে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, তাদেরকে মুদ্রা ধাতু বলা হয়।২. সংশোধিত মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো।
উত্তর : “মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়।”৩. পর্যায় সারণির অষ্টক তত্ত্বটি লেখো।
উত্তর: মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায়, যা পর্যায় সারণির ‘অষ্টকতত্ত্ব’ নামে পরিচিত।৪. পর্যায় সারণি কাকে বলে?
উত্তর: এ পর্যন্ত আবিষ্কৃত 'মৌলগুলোকে তাদের ধর্ম, বৈশিষ্ট্য ও ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানোর জন্য যে ছক ব্যবহার করা হয়েছে তাকে পর্যায় সারণি বলে ।৫. আর্সেনিক এর পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: আর্সেনিক এর পারমাণবিক সংখ্যা হলো 33 ।৬. আয়নীকরণ শক্তি কাকে বলে?
উত্তর: গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমোল বিছিন্ন পরমাণু থেকে সবচেয়ে শিথিলভাবে যুক্ত একমোল ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সে মৌলের আয়নীকরণ শক্তি বলে ।৭. তড়িৎ ঋণাত্মকতা কী?
উত্তর: সমযোজী বন্ধন দ্বারা যুক্ত কোন পরমাণুর নিজের দিকে শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতাকে সংশিষ্টষ্ট মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।৮. হ্যালোজেন কাকে বলে?
উত্তর : পর্যায় সারণীর গ্রুপ-17 তে অবস্থিত মৌল F, Cl, Br, I এবং At এই 5টি মৌলকে একত্রে হ্যালোজেন বলে।৯.মৃৎক্ষার ধাতু কাকে বলে?
উত্তর: গ্রুপ-2 এ অবস্থিত Be থেকে শুরু করে Ra পর্যন্ত মৌলসমূহকে মৃৎক্ষারক ধাতু বলা হয়।অনুধাবনমূলক প্রশ্ন
- ১. ক্লোরিন একটি হ্যালোজেন মৌল – ব্যাখ্যা কর।
- ২.নাইট্রোজেন এবং ক্লোরিন মৌল দুটির মধ্যে কোনটির আকার ছোট? ব্যাখ্যা করো।
- ৩.পটাসিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? ব্যাখ্যা করো।
- ৪. হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস— ব্যাখ্যা করো।
- ৫. ‘ত্রয়ীসূত্র’ ব্যাখ্যা করো।
- ৬.সিলিকনের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণিতে তার অবস্থান নির্ণয় করো।
- ৭. ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি কেন? ব্যাখ্যা করো ।
- ৮. Li ও Li+ এর মধ্যে কোনটির পারমাণবিক আকার বড়? ব্যাখ্যা করো।
- ৯. K এর গলনাংক Na এর চেয়ে কম কেন? ব্যাখ্যা করো।
- ১০. আর্গন কেন নিষ্ক্রিয় গ্যাস?
সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১.পর্যায় সারণির একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকমের হয় কেন?
উত্তর : একই গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস একই রকম হয় বলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকম হয় ।মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসের ওপর তাদের রাসায়নিক এবং ভৌত ধর্ম নির্ভর করে। যেহেতু একই গ্রুপের মৌলসমূহের পরমাণুতে সর্ব বহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস একই রকমের হয়, তাই তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকমের হয়।
প্রশ্ন ২ অ্যাক্টিনাইডস বলতে কী বোঝ ?
উত্তর : পর্যায় সারণির সপ্তম পর্যায়ের 3নং গ্রুপে Ac এর পর Th থেকে Lr পর্যন্ত 15টি মৌল আছে। এ মৌলগুলোকে অ্যাক্টিনাইডস বলে। এ. মৌলগুলোর মধ্যে Ac, Th, Pa, U প্রকৃতিতে পাওয়া যায়। বাকি মৌলগুলো কৃত্রিমভাবে পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। এ পর্যায়ের মৌলগুলো তেজস্ক্রিয়।
প্রশ্ন ৩ পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলোর একই গ্রুপ অবস্থানের পক্ষে যুক্তি দেখাও।
যেমন : সকল মৌলগুলো গ্যাসীয় এবং এক পরমাণুক। এরা সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাই এদের যোজনী শূন্য এবং এদের নিষ্ক্রিয় মৌল বলে। He ছাড়া সব গ্যাসের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ৪টি ইলেকট্রন আছে। একমাত্র He পরমাণুর ক্ষেত্রে বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকে। অতএব, যুক্তিসঙ্গত কারণেই পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলো একই গ্রুপে অবস্থান করে ।
প্রশ্ন ৪ অবস্থান্তর মৌলের দুইটি প্রধান বৈশিষ্ট্য লিখ।
উত্তর : অবস্থান্তর মৌলের প্রধান দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপ-- i. অবস্থান্তর মৌলসমূহের নিজস্ব বর্ণ রয়েছে।
- ii. অবস্থান্তর মৌলসমূহ ধাতব পদার্থের ন্যায় সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন প্রদান করে আয়নিক যৌগ তৈরি করে।
প্রশ্ন ৫ পর্যায় সারণির সুবিধাগুলো কী কী?
উত্তর : রসায়নশাস্ত্র অধ্যয়ন ও প্রয়োগকারীদের জন্য পর্যায় সারণি একটি অপরিহার্য হাতিয়ার। পর্যায় সারণিতে সন্নিবেশিত মৌলের অবস্থানের মাধ্যমে তার ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা সহজেই ধারণা করতে পারি। বাহ্যিক দিক থেকে পর্যায় সারণিতে ছকে মৌলসমূহকে সন্নিবেশ করা হয়েছে মনে হলেও বাস্তবে এর তাৎপর্য অপরিসীম।প্রশ্ন ৬ গাঢ় H2SO4 কে নিরুদক বলা হয় কেন?
উত্তর : গাঢ় H2SO4 এর সাথে পানি মেশালে প্রচুর তাপ নির্গত হয়। পানির প্রতি গাঢ় H2SO4 ,-এর প্রবল আসক্তির কারণে তা বিভিন্ন যৌগ হতে পানি বের করে নিতে পারে। এজন্য, গাঢ় H2SO4 কে নিরুদক বলা হয়।
প্রশ্ন ৭ গ্রুপ-1 এর মৌলসমূহ একযোজী কেন?
উত্তর : গ্রুপ-1 এর মৌলগুলোর সর্ববহিঃস্থ স্তরে একটি ইলেকট্রন থাকায় এরা একযোজী। গ্রুপ-1 এর ক্ষারধাতুগুলোর সর্ববহিঃস্থ স্তরে একটি করে ইলেকট্রন থাকায় রাসায়নিক বিক্রিয়ার সময় এরা 1টি ইলেকট্রন দান করে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভকরে। এজন্য, গ্রুপ-1 এর মৌলসমূহ একযোজী।এসএসসি পর্যায় সারণি ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
এসএসসি ৪র্থ অধ্যায় পর্যায় সারণি জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (ক ও খ )
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। কত সালে ল্যাভয়সিয়ে মৌলিক পদার্থসমূহকে দুইভাগে ভাগ করেন ?
২। ত্রয়ীসূত্র কে প্রদান করেন ?
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
৩। জে. ডব্লিউ ডোবেরাইনারের ত্রয়ী কোনটি
৪। ডোবেরাইনারের ত্রয়ী হিসেবে পরিচিত মৌলগুলোর যোজ্যতা ইরেকট্রন সংখ্যা কত ?
৫। কোন তিনটি মেীলেক ক্ষেত্রে ত্রয়ী সূত্র প্রযোজ্য ?
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
৬। নিউল্যান্ডের অষ্টক সূত্ররে মূল ভিত্তি কি?
৭। ল্যাভয়সিয়ে কতটি মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন?
৮। মেন্ডেলিফ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কতটি ছিল?
৯। মেন্ডেলিফের পর্যায় সারণির মূল ভিত্তি ছিল-
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
১০। মেন্ডেলিফ প্রবর্তিত পরযায় সারনিতে মৌলের সংখ্যা কতটি ছিল ?
১১।মেন্ডেলিফের পর্য ায় সারণির মূলভিত্তি ছিল--
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
১২।মেন্ডেরিফের পরযায় সারণিতে কতটি খাড়া কলাম ছিল ?
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
১৩। মেন্ডেলিফের পর্যায় সারণিতে কতটি আনুভূমিক সারি ছিল ?
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
১৪। আধিুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে?
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
১৫। কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন?
১৬। আর্গনের পারমাণবিক সংখ্যা কত?
১৭। IUPAC কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি?
১৮। 2019 সাল পর্যন্ত কতটি মৌল শনাক্ত করা হয়েছে?
অন্যান্য বিষয় সমূহ:
১৯। পর্যায় সারণির সর্বশেষ মৌলটির সংকেত কী?
২০। পর্যায় সারণিতে কতটি স্তম্ভ খাড়া?
২১। পর্যায় সারণিতে কতটি পর্যায় আছে?
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
২২। পর্যায় সারণিতে ৬ষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?
২৩।সোনার পারমাণবিক সংখ্যা কত?
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
২৩। As এর পারমাণবিক সংখ্যা কত?
২৪। পর্যায় সারেণিতে গ্রুপে-18 এ কতটি মৌল আছে?
২৫। ল্যান্থানাইড সিরিজের মৌল কোনটি?
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url