এসএসি আইসিটি ৩য় অধ্যায়: আমার শিক্ষায় ইন্টারনেট



SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

 ৩য় অধ্যায় ➤  প্রথম অধ্যায় কুইজ-3

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য , ছবি ও শব্দকে কী বলে ?

(ক) অ্যানিমেশন        (খ) গ্রাফিক্স        (গ) ডিজিটাল কনটেন্ট       (ঘ) ডিজিটাল টেক্সট 

উত্তর:  গ

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন: 

২। ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয় ?

(ক)  ২       (খ)  ৩      (গ) ৪      (ঘ)  ৫

উত্তর:  গ

৩। ডিজিটাল কনটেন্ট-এ যুক্ত থাকে -

i. ভিডিও ও অডিও 

ii. ছবি ও টেক্স 

iii. এনিমেশন 

নিচের কোনটি সঠকি ?

(ক)  i ও ii     (খ) i  ও iii       (গ)  ii ও iii     (ঘ) i,ii ও iii

উত্তর:ঘ 

৪। ডিজিটাল কনটন্টে -এ কোন ধরনের উপকার বেশি থাকে ?

(ক) ছবি        (খ)  টেক্সট      (গ) ভিডিও      (ঘ) এনিমেটেড ছবি 

উত্তর:খ

৫। শ্বেতপত্র কী ধরনের কননেন্টে ?

(ক) ছবি       (খ) এনিমেটেড     (গ) ই-বুক      (ঘ) টেক্সট

উত্তর: খ

৬। শ্বেতপত্র কী ?

(ক) এনিমেশন     (খ) কার্টুন      (গ) ব্লগ      (ঘ) টেক্সট

উত্তর:  ঘ

৭। কার্টুন কী ?

(ক)  ছবি      (খ) এনিমেশন       (গ)  ব্লগ     (ঘ) ভিডিও

উত্তর:  ক

৮। ইন্টারনেট প্রচারিত ওয়েবিনারো কোনটির অন্তর্ভুক্ত ?

(ক) টেক্সট      (খ) অডিও       (গ) এনিমেশন     (ঘ) ভিডিও

উত্তর:  খ

৯। ইন্টারনেট কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কী বলে ?

(ক) লাইভ ভিডিও      (খ)  লাইভ ব্রডকাস্ট      (গ) ভিডিও স্ট্রিমিং      (ঘ) লাইভ টেলিকাস্ট

উত্তর:  গ

১০। যার কারণে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা হলো-

i. মোবাইল

ii. ইনফো-গ্রফিক্স

iii. ই-বুক

নিচের কোনটি সঠিক ?

(ক)  i     (খ) i  ও ii      (গ)  ii ও iii     (ঘ) i,ii ও iii

উত্তর:ক

১১। ই-বুক পড়ার জন্য নিচের কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয় ?

(ক)  ইমেইল     (খ) ভিডিও প্লেয়ার সফটওয়্যার      

(গ) ই-বুক রিডার      (ঘ) এনিমেশন

উত্তর: গ

১২। নিচের কোনটি ই-বুক রিডার ?

(ক) উইন-৩২     (খ) কিন্ডল     (গ) পিডিএফ      (ঘ) পাওয়ার পয়েন্ট

উত্তর:খ

১৩। যে বই গুলো কেবল অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে ? 

(ক) CYMK      (খ) HTML       (গ) RGB      (ঘ) EPB

উত্তর:  খ

১৪। ইন্টারনেটে বই কোন ফরম্যঅটে পাওয়া যায় ?

(ক) ফাইল      (খ) টাইপ       (গ)  PDF     (ঘ) ইমেজ

উত্তর: গ

১৫। আয়বুক কোন যন্ত্রে ভালোভাবে পড়া যায় ?

(ক) আইপ্যাড      (খ) ক্যালকুলেটর      (গ) ফ্যাক্স         (ঘ) প্রিন্টার

উত্তর: ক

১৬। Internet -এর পূর্ণরুপ কী ?

(ক)  Internet Network       (খ) International Network      

(গ)  Intermix Network      (ঘ) Initial Network

উত্তর:  খ

১৭। Bandwidth কী ?

(ক) ডাটা পরিমাণ                     (খ) তথ্য ডাউন লােডের উপায়

(গ) তথ্য অপ লোডের উপায়   (ঘ) ডাটা প্রবাহের গতির হার 

উত্তর: ঘ

১৮। ইন্টারনেটে কোনো তথ্য দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম কী ?

(ক) ফেসবুকে       (খ) ই-মেইল       (গ) টুইটার       (ঘ) সার্চ ইঞ্জিন

উত্তর: ঘ

১৯। ই-বুক হলো -

i. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ

ii. যে বই ইন্টারনেটে পড়া যায়

iii. অডিও,ভিডিও েএনিমেশন সংযুক্ত বই 

নিচের কোনটি সঠকি ?

(ক)  i ও ii     (খ) i  ও iii       (গ)  ii ও iii     (ঘ) i,ii ও iii

উত্তর:ঘ

২০। ই-বুককে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ?

(ক)  ২     (খ)  ৩      (গ)  ৪     (ঘ)  ৫

উত্তর: ঘ

২১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি ?

(ক)  কম্পিউটার     (খ)  টেলিভিশন      (গ) ইন্টারনেট      (ঘ) মোবাইল

উত্তর: ক

২২। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে ?

(ক)  ওয়েব ডিজাইনিং     (খ)  গ্রাফিক্স ডিজাইনিং     

 (গ)  প্রোগ্রামিং            (ঘ) নেটওয়ারকিং

উত্তর:গ

২৩। কোনটির কর্মক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ?

(ক) ফ্যাক্স       (খ) ফ্লপিডিস্ক       (গ) টাইপারাইটার      (ঘ) ইলেকট্রনিক্স ডিভাইস

উত্তর:  ঘ

২৪। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে কী প্রয়োজন ?

(ক)  চাকুরি     (খ) ধৈর্য্য      (গ) আত্মসম্মান       (ঘ) অবস্থান

উত্তর: খ

২৫। সফটওয়ার তৈরিকারী প্রতিষ্ঠান-

i. Microsoft

ii. Facebook

iii. Google

নিচের কোনটি সঠকি ?

(ক)  i ও ii     (খ) i  ও iii       (গ)  ii ও iii     (ঘ) i,ii ও iii

উত্তর:ঘ 

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-   আমার শিক্ষায় ইন্টারনেট




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url