এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 

soner-tori-versity admission

সোনার তরী

রবীন্দ্রনাথ ঠাকুর

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  •  আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ— রবীন্দ্রনাথ ঠাকুর।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম— ১৮৬১ খ্রিষ্টাব্দে ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূলসুর— মানবধর্মের জয় ও সৌন্দর্যতৃষ্ণা। 
  •  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা— রবীন্দ্রনাথ ঠাকুর ।
  •  রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়— পনেরো বছর বয়সে ।
  •  রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য— 'বনফুল'।
  •  রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার পান— ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন— ১৯৪১ খ্রিষ্টাব্দে।
  •  খরপরশা অর্থ— ধারালো বর্শা।
  • অনন্ত কালস্রোতের প্রতীক হলো— বাঁকা জল ।
  •  ‘থরে বিথরে' শব্দের অর্থ— স্তরে স্তরে।
  • ‘সোনার তরী' কবিতাটি সংকলিত হয়েছে— 'সোনার তরী' কাব্যগ্রন্থ থেকে। 
  •  'সোনার তরী' কবিতাটি রচিত— মাত্রাবৃত্ত ছন্দে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে  প্রশ্ন ও উত্তরসমূহ 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১.‘সোনার তরী' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) অমিয় চক্রবর্তী

(গ) সৈয়দ আলী আহসান

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উ: ঘ

২.‘সোনার তরী’ কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে?

(ক) ৬ মাত্রার

(খ) ৮ মাত্রার

(গ) ৫ মাত্রার

(ঘ) ৪ মাত্রার

উ: খ

৩.‘সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে কি বোঝানো হয়েছে?

[ঢা. বি. গ-ইউনিট ২০১৪-২০১৫]

(ক) স্বর্ণবর্ণের ধান

(খ) দামি ধান

(গ) জীবনের সৃষ্টিকর্ম

(ঘ) বাদামি ধান

উ: গ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৪.কোন কবিতায় সম্বন্ধ পদের ব্যাপক ও বিচিত্র ব্যবহার রয়েছে?

[ঢা. বি. খ-ইউনিট ২০১৪-২০১৫]

(ক) বঙ্গভাষা

(খ) সোনারতরী

(গ) আঠারো বছর বয়স

(ঘ) আমার পূর্ব বাংলা

উ: খ

৫.‘সোনার তরী' কবিতায় কোন ঋতুর কথা আছে?

[ঢা. বি. ঘ-২০০১-২০০২; ঢা. বি. খ-২০০২; রা. বি, ২০০২]

(ক) গ্রীষ্ম

(খ) বর্ষা

(গ) শরৎ

(ঘ) বসন্ত

উ: খ

৬. “বারেক ভিড়াও তরী কূলেতে এসে।' —— কাকে আহ্বান করা হয়েছে? 

[ঢা. বি. ক-২০০৪-০৫]

(ক) নৌকার মাঝিকে

(খ) অচেনা লোকটিকে

(গ) কৃষককে

(ঘ) বারেক নামের বালকটিকে

উ: ক

৭.‘সোনার তরী' কবিতার পঙক্তিসংখ্যা——

[ঢা. বি. খ-২০০৭-০৮)

(ক) ৪০

(খ) ৪২

(গ) ৪৬

(ঘ) ৪৮

উ: খ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৮.‘সোনার তরী’ কবিতায় কৃষকের প্রত্যাশা পূরণ না হওয়ার কারণ——

[জা: বি: অ: ভ: প: (বিজ্ঞান)) ২০১১-১২]

(ক) নৌকায় ঠাঁই না পাওয়া

(খ) মাঝি অচেনা হওয়ায়

(গ) নদী পার না হওয়ায়

(ঘ) ফসলের দাম না পাওয়ায়

উ: ক

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৯. রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী?

[চ. বি. ভ. প. ২০১৪-২০১৫; ইউনিট-১]

(ক) রবীন্দ্রভারতী

(খ) বর্ধমান বিশ্ববিদ্যালয়

(গ) বিশ্বভারতী

(ঘ) কলিকাতা বিশ্ববিদ্যালয়

উ: গ

১০. ‘সোনার তরী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

[চ. বি. খ-২০০২-২০০৩, কলা ও মানবিক ২০১৪-২০১৫]

(ক) সোনার তরী

(খ) চিত্রা

(গ) পত্রপুট

(ঘ) বলাকা

উ: ক

১১. “ঠাঁই নাই, ঠাঁই নাই – ছোট সে তরী'— এর পরের পঙক্তি কোনটি?

[চ. বি. ঘ-২০০২-২০০৩]

(ক) শূন্য নদীর তীরে রহিনু পড়ি

(খ) শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে 

(গ) আমারি সোনার ধানে গিয়েছে ভরি

(ঘ) যাহা ছিল নিয়ে গেল সোনার তরী

উ: গ

১২. ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা।'-এর পরের পঙক্তি কোনটি?

[চ. বি. অ. ভ. প. ২০১৪-২০১৫ কলা ও মানববিদ্যা; চ. বি. গ-২০০২-২০০৩]

(ক) ভরা নদী ক্ষুরধারা খরপরশা

(খ) কূলে একা বসে আছি, নাহি ভরসা

(গ) কাটিতে কাটিতে ধান এল বরষা

(ঘ) রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সার

উ: খ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৩. কোন কবিতা দুটিতে ‘রাশি রাশি' শব্দযুগল পাওয়া যায়?

[জা: বি: অ: ভ: প: (মানবিক) ২০১১-১২]

(ক) সোনার তরী, কবর

(খ) সোনার তরী, একটি ফটোগ্রাফ

(গ) সোনার তরী, আমার পূর্ববাংলা 

(ঘ) সোনার তরী, পাঞ্জেরি

উ: গ

১৪. ‘সোনার তরী' কবিতায় শ্রাবণ-গগণ ঘিরে কোন মেঘ ঘুরে ফিরে?

[জা: বি: অ: ভ: প: (ব্যবসায় শিক্ষা) ২০১১-১২; জা: বি: অ: ভর্তি পরীক্ষা ১২-১৩]

(ক) কালো মেঘ

(খ) সাদা মেঘ

(গ) ছেঁড়া মেঘ

(ঘ) ঘন মেঘ

উ: ঘ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: বাংলা ১ম পত্র অধ্যায় ৮:সোনার তরী সাজেশন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url