বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICT প্রশ্ন সমূহ

HSI ICT ১০০% কমনের   নিশ্চয়তায়… আমাদের প্রচেষ্টা-- বিভিন্ন ধরনের  বিশ্ববিদ্যালয়ের ,
টেষ্ট পেপার ও মূলবই থেকে কমন উপযোগী প্রশ্ন গুলো নিয়ে আমাদের সাজেশন ,আশা করি অনেক কমন আসবে ইনশাআল্লাহ্…
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা  ICT  প্রশ্ন সমূহ

আমাদের  ওয়েবসাইট ও  চ্যানেলে তোমাদের  স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি ।
তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।
পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী! 
এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!

শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ! 

বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা, 
জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস।
সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ  ।

পোষ্ট সূচিপত্র

 এইচ এস সি রসায়ন ২য় পত্র ১ম অধ্যায় পরিবেশ ও রসায়ন (MCQ) exam-1

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২১; ইউনিট-চ [চারুকলা অনুষদ )

01. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

(a) মাইক্রোসফট ওয়ার্ড

(b) মাইক্রোসফ্‌ট পাওয়ার পয়েন্ট

(c) মাইক্রোসফট এক্সেল

(d) মাইক্রোসফট অ্যাকসেস

Ans: c

Solve মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার, প্রেজেন্টেশন স্লাইড, অ্যানিমেশন ভিডিও,লোগো, ভিডিওসহ অনেক কাজ করা যায় মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে 

02. বাংলাদেশে তথ্য অধিকার আইন প্রচলিত হয় কত সালে?

(a) ২০০৮

(b) ২০০৯

(c) ২০১০

(d) ২০১১

Ans: b

Solve তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইনকে তথ্য অধিকার আইন বলে। ২০০৯ সালে এ আইন পাশ হয়।

03. 'হটস্পট' কী?

(a) নির্দিষ্ট উত্তপ্ত এলাকা

(b) তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা

(c) তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা

(d) বিশ্বব্যপী নেটওয়ার্ক ব্যবস্থা

Ans: C

Solve হটস্পট (Hotspot) হলো একধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক (তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা) যা মোবাইল বর্তমানে জনপ্রিয় তিনটি হটস্পট প্রযুক্তি হলো: কম্পিউটার ও ডিভাইস যেমন- স্মার্ট ফোন, পিডিএ, ট্যাব, নোটবুক বা ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে।১. Bluetooth 2. Wi-Fi 3. WiMax

04. মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটি?

(a) ফেসবুক

(b) টুইটার

(c) আমাজন

(d) গুগল

Ans: B 

Solve টুইটারে স্ট্যাটাস দেয়াকে বলা হয় টুইট। টুইটার ব্যবহারকারীরা একটি টুইটে ২৮০টি ক্যারেকটার ব্যবহার  করতে পারেন। পূর্বে এটি ছিল ১৪০ ক্যারেক্টার। ক্যারেক্টার ব্যবহারের এই সীমাবদ্ধতার কারণে টুইটারকে মাইক্রোব্লগিং ওয়েবসাইট বলা হয়ে থাকে

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত
ভর্তি পরীক্ষা ২০২০-২১; ইউনিট- A [বিজ্ঞান শাখা]; সেট- ৪

01. প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কী বলে?

(a) এনকোডিং

(b) ডিবাগিং

(c) কোডিং

(d) ডিকোডিং

Ans: B

Solve ডিবাগিং অর্থ পোকা বাছা । প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করাকে ডিবাগিং বলে। 

02. HTML কোড <p>CH<sub>3</sub>CH</p> এর ফলাফল কোনটি?

(a) CH3CH

(b) CH3CH

(c) OCH3CH

(d) DCH-CH

Ans: B 

Solve <sub> মানে অধস্থান, HTML কোডে 3 এর < sub> করা হয়েছে, যে কারণে <P>CH <sub> 3 </sub> CH </p> এর ফলাফল হবে CH3CH ।

03. কোনটি অ্যাসিনক্রোনাস কাউন্টার?

(a) রিং কাউন্টার

(b) MOD-10 কাউন্টার 

(c) রিপল কাউন্টার

(D) সবগুলো

Ans: c

Solve রিপল কাউন্টার হলো অ্যাসিনক্রোনাস বাইনারি কাউন্টার। রিপল কাউন্টারে একটি ফ্লিপফ্লপের অবস্থার পরিবর্তনের সাথে অপর ফ্লিপফ্লপকে প্রভাবিত করে। রিপল কাউন্টার দুই প্রকার: ১. রিপল আপ কাউন্টার ২. রিপল ডাউন কাউন্টার।

4.(1F) 10 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হবে?

(a) (HF) 16

(b) (2F) 16

(c) (20)16

(d) (21)16

Ans c

Solve F হচ্ছে হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় অঙ্ক। তাই এর সাথে । যোগ করলে তা দুই অঙ্কের ঘরে পৌঁছাবে এককস্থানীয় অঙ্কটি শূন্য হয়ে যাবে এবং এর বামপাশে। বসবে। অর্থাৎ (F)16 + (1) 16 = (10) 16 তদ্রূপ (1F)16 + ( 1) 16 = (20) 16 ।

05. বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত?

(a) BCD

(b) ASCII 

(c) UNICODE

(d) EBCDIC

Ans: c 

Solve বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ইউনিকোড বলে। এটি 2 বাইট বা 16 বিটের কোড যা 216 বা ৬৫৫৩৬ টি চিহ্নকে নির্দিষ্ট করতে পরে।

06. UPDATE এবং ALTER কমান্ডদ্বয় যথাক্রমে কোন ধরনের স্টেটমেন্ট?

(a) DML DDL

(b) DDL DDL

(c) DDL DML

(D) DML DML

Ans: A

Solve UPDATE কমান্ড একটি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (DML)। এটি ডেটা রেকর্ড আপডেট করতে ব্যবহৃত হয়। ALTER কমান্ড হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (DDL)। এটি ডেটা লেভেলের স্ট্রাকচার লেভেলে কাজ করে । 

love1107. WiMAX প্রযুক্তিতে ব্যপ্ত এলাকা (মিটার) কত?

(A) 10-15

(b) 100-500 

(c) 1000-5000

(d) 10000-50000

Ans: D 

Solve WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access। এর নেটওয়ার্ক কভারেজ এরিয়া 10000 - 50000 মিটার হয়ে থাকে। খুব অল্পসংখ্যক টাওয়ার স্থাপন করে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া সম্ভব।

08. কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

(a) (100000)2

(b) (32) 10

(c) (40) 8

(d) (24)16

Ans: d

Solve (100000) 2, (32) 10, (40)g এই তিনটি সংখ্যার মান একই। (24)16 এর মান → (36) 10, (44)8, (100100)21

09. কোনটি সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তরিত করে?

(a) কম্পাইলার

(b) ইন্টারপ্রেটার রুটি ঠান্ড

(c) অ্যাসেম্বলার

(D) সবকয়টি

Ans: d

Solve উৎস (source) প্রোগ্রামকে বস্তু (object) প্রোগ্রামে পরিণত করতে যে সফ্টওয়্যারের প্রয়োজন তাকে বলে অনুবাদক। কম্পিউটার একমাত্র মেশিন ভাষা বুঝতে পারে বলে অন্য ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ না করে নিলে কম্পিউটার তা কার্যকর করতে পারে না। অনুবাদক সফ্টওয়্যার আছে তিন ধরনের। যথা: ১. কম্পাইলার  ২. ইন্টারপ্রেটার) ৩. এ্যাসেম্বলার

10. কোনটি অনলাইন ভিডিও মিটিং প্ল্যাটফর্ম নয়? 

(a) হোয়াট্‌অ্যাপ

(b) ওয়েবেক্স

(c) জুম

(d) গুগল মিট

Ans: a

Solve ওয়েবেক্স, জুম, গুগল মিটে একই সঙ্গে শতাধিক ডিভাইস কানেক্ট করা যায় তাই অনলাইন ভিডিও প্লাটফর্মে এগুলো ব্যবহার করা হয়। যা হোয়াট্‌অ্যাপে সীমাবদ্ধতা থাকার কারণে সম্ভব নয়।

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২০-২১; ইউনিট- B [মানবিক শাখা]; সেট- ১

01. প্রোগ্রাম তৈরিতে ডিজাইন ধাপের পরবর্তী ধাপ কোনটি?

(a) সমস্যা বিশ্লেষণ

(b) প্রোগ্রাম কোডিং

(c) প্রোগ্রাম চালানো

(d) প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ

Ans: b

Solve প্রোগ্রাম তৈরির ধাপসমূহ—

i. Problem identification

ii. Problem analysis

iii. Program design

iv. Program development or Coding

v. Program implementation

vi. Program documentation

vii. Program maintenance

02. 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ?

(a) অক্টাল

(b) ডেসিমেল

(c) হেক্সাডেসিমেল

(d) সবগুলো

Ans: d

03. C ভাষায় ‘B’ কোন ডাটা টাইপের উদাহরণ?

(a) integer

(b) float

(c) character

(d) কোনোটিই নয়

Ans: c

04. Boolean Algebra- এর ক্ষেত্রে কোনটি ঠিক?

(a) A+A=1

(b) A+A=0

(c) A+1=0

(d) A+1=0

Ans: d

05. হটস্পট কী?

(a) নিরাপত্তা ব্যবস্থা

(b) এক ধরনের সফ্টওয়্যার

(c) তারবিহীন নেটওয়ার্ক

(d) কোনোটিই নয়

Ans: c

Solve হটস্পট হচ্ছে একটি নির্দিষ্ট ওয়্যারলেস কভারেজ এরিয়া। অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট এলাকা বা জায়গাকে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য প্রস্তুত করা হয় তবে তাকে হটস্পট বলা হয়।

06. কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়?

(a) Hub

(b) Switch

(c) Router

(d) TCP

Ans: D 

Solve Hub, swith এবং Router প্রত্যেকটিই একটি Network ডিভাইস। অপরদিকে TCP একটি ডেটা ট্রান্সমিশন প্রোটোকল ।

07. ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব?

(a) 2^8 (c) 2^15

(b) 2^16 (d) 2^16

Ans: D 

Solve ইউনিকোড বা ইউনিভারসাল কোড একটি 16 বিটের আলফানিউমেরিক কোড। কাজেই এটি ব্যবহার করে 2^16 টি অক্ষর লিখা সম্ভব।

08. C ভাষায় || কে কোন ধরনের অপারেটর বলা হয়?

(a) Arithmetic

(b) Relational

(c) Logical

(d) Assignment

Ans: c

Solve লজিক্যাল অ্যান্ড → &&

লজিক্যাল অর→ ।।

লজিক্যাল নট → !

09. রবিনের বর্তমান বয়স (19)10। কতো বছর পর তার বয়স (100110)2 হবে?

(a) (10010)2

(b) (10011)2

(c) (100110)2

(d) (100011)2

Ans: b

Solve (19)10 → (010011) 2

(100110)2- (010011)2 = (010011)2

সুতরাং (010011)2 বছর পর বয়স (100110)2 হবে।

10. C প্রোগ্রামিংয়ে কোনটি ভুল ডেটা টাইপ?

(a) short int

(b) long double

(c) signed float

(d) signed char

Ans: C

11. কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান?

(a) হাফ এডার

(b) ফুল এডার

(c) এনকোডার

(d) কাউন্টার

Ans: a

12. কোন পদ্ধতিটি ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহার করা হয়?

(a) সর্টিং

(b) সিলেক্টিং

(c) জয়েনিং

(d) ইনডেক্সিং

Ans: b

Solve সর্টিং → ডেটাকে নিম্নক্রম বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো ।

ইনডেক্সিং → ডেটার সূচি তৈরি ।

সিলেক্টিং → ডেটা খুঁজে বের করা।

13. কোনটি উপগ্রহে ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত?

(a) Downlink

(b) Modulate

(c) Demodulate

(d) Uplink

Ans: d

14. কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা যায়?

(a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

(b) বায়োমেট্রিক্স

(c) ন্যানো টেকনোলজি হাসের মাধ্যমে জো

(d) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

Ans: b

15. কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়?

(a) বাস টপোলজি

(b) রিং টপোলজি

(c) স্টার টপোলজি

(d) মেশ টপোলজি

Ans: d

Solve মেশ টপোলজিতে যেকোনো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত অন্য সকল কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হয়। ফলে সবচেয়ে বেশি ক্যাবলের দরকার হয়।

16. https://-এর s কী নির্দেশ করে?

(a) server

(b) service

(c) security

(d) save

Ans: c

17. C ভাষায় লেখা প্রোগ্রাম কীসের সাহায্যে মেশিন কোডে রূপান্তরিত হয়?

(a) এডিটর

(b) কম্পাইলার

(c) ডাটাবেজ

(d) ডিকশনারি

Ans: b

Solve কম্পাইলার হলো এমন একটি সফ্টওয়্যার যা কোনো হাইলেভেল ল্যাঙ্গুয়েজে লিখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। C ভাষার কোনো প্রোগ্রামকে কনভার্ট করতে কম্পাইলার ব্যবহার করা হয় ।

18. একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? 

(a) LAN

(b) MAN

(c) WAN

(d) PAN

Ans: a

19. gmail.com কী নির্দেশ করে?

(a) সার্চ ইঞ্জিন

(b) ই-মেইল এড্রেস

(c) মেইল সার্ভার

(d) প্রোটোকল

Ans: c

Solve gmail.com হলো একটি মেইল সার্ভার যা ইমেইল আদান প্রদান করার সার্ভিসটি এর ব্যবহারকারীদের দিয়ে

20. কোনটি ক্লাউড স্টোরেজ নয়?

(a) ওয়ান ড্রাইভ

(b) গল ড্রাইভ 

(c) হার্ড ড্রাইভ

(d) ড্রপবক্স

Ans: c

21. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স' মোডে কাজ করে?

(a) মোবাইল ফোন

(b) ওয়াকিটকি

(c) রেডিও ব্রডকাস্টিং যন্ত্রাংশ

(d) সবগুলো

Ans: a

23. কোন কমান্ডটি একটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়?

(a) SELECT ALL

(b) SELECT ALL*

(c) SELECT*

(d) SELECT **

Ans: c

24. ওয়েব এড্রেস-এ .ac ডোমেইন কোন ধরনের প্রতিষ্ঠানকে নির্দেশ করে?

(a) একাউন্টিং প্রতিষ্ঠান

(b) এয়ারক্র্যাফট্ প্রতিষ্ঠান

(c) আর্মি কোর প্রতিষ্ঠান

(d) শিক্ষা প্রতিষ্ঠান

Ans: d

25. ভিডিও কনফারেন্সিং-এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো

(a) মাল্টিকাস্ট

(b) ব্রডকাস্ট জাতী

(c) সিমপ্লেক্স

(d) ইউনিকাস্ট

Ans A

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২০-২১; ইউনিট- C [বাণিজ্য শাখা]; সেট- ২


01. 


02. C ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয় ?

(a) ফাইল 

(b) পয়েন্টার

(c) স্ট্রাকচার

(d) অ্যারে

Ans: D 

Solve একই ধরনের বা সমপ্রকৃতির ডেটার সমাবেশকে অ্যারে বলে। অ্যারের একটি নাম থাকে এবং এর সদস্য বা আইটেমসমূহকে বন্ধনীর মধ্যে রাখা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। অ্যারে একটি মুহূর্তে একের অধিক মান ধারন করতে পারে । 

03. 2's Complement ব্যবহার করে কীভাবে বিয়োগ করা হয় ?

(a) যোগ করে

(b) বিয়োগ করে

(c) ভাগ করে

(d) গুণ করে

Ans: a

Solve ২ এর পরিপূরক পদ্ধতিতে যোগের সাহায্যে বিয়োগের কাজ করা হয়। যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজক (Minuend) এবং যে সংখ্যাটি বিয়োগ করা হবে তাকে বিয়োজ্য (Subtrahend) বলা হয় ।

04. গ্লোবাল ভিলেজ-এর backbone কোনটি?

(a) হার্ডওয়্যার

(b) সফট্ওয়্যার

(c) কানেক্টিভিটি

(d) ডেটা

Ans: C

Solve বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করার নেটওয়ার্ক বা কানেকটিভিটি যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত ও তথ্য এই গ্রামের প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে পারে। নিরাপদ তথ্য আদান প্রদানই হচ্ছে বিশ্বগ্রামের মূল ভিত্তি।

love4205. 4, 8, C, অনুক্রমটির পরের মান কত?

(a) D

(b) F

(c) 10

(d) 22

Ans: c

Solve 4, 8, C অনুক্রমের ধারাবাহিকতা হলো = 4, 8/(4 + 4), C/(8 + 4), সুতরাং C এর পরবর্তি সংখ্যা হবে + 4 = 10, কারণ উপরের ধারাটি হেক্সাডেসিমেল সংখ্যাপদ্ধতিতে আছে।

06. RJ45 কানেক্টর ব্যবহার করে ৩০টি কম্পিউটার একটি সুইচের সাথে সংযোগ স্থাপন করা হলো। নেটওয়ার্কটিতে কোন টপোলজির ব্যবহার হয়েছে?

(a) স্টার

(b) রিং

(c) বাস

(d) মেশ

Ans: a

Solve স্টার নেটওয়ার্কে প্রত্যেকটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো ডিভাইস) একটি হাব (HUB) বা স্যুইচের (Switch) মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসসমূহ হাব বা স্যুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান-প্রদান করে ।

07. কোন প্রজন্মের মোবাইলে IP ডেটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে?

(a) ১ম

(b) ২য়

(c) ৩য়

(d) ৪র্থ

Ans: D 

Solve চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। এর ফলে মোবাইল টেলিফোন সিস্টেমে ইন্টারনেট প্রোটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে ডেটা আদান-প্রদান করা সম্ভব হয়।

08. ডেটার গোপনীয়তা নিশ্চিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? 

(a) ইনডেক্সিং

(b) এনক্রিপশন

(c) ডিক্রিপশন

(d) ইনফরমাটিক্স

Ans: b

Solve এনক্রিপশন হলো মেসেজ, ডেটা বা তথ্যকে এনকোড করার এমন একটি বিশেষ প্রক্রিয়া যা অনুমোদনহীন কেউ পড়তে বা বুঝতে না পারে। এর ফলে অনুমোদনহীনদের কাছে মেসেজ, ডেটা বা তথ্য দুর্বোধ্য হয়ে থাকে। কমিউনিকেশন নেটওয়ার্কের পাবলিক পথ দ্বারা যে সকল গোপনীয় ডেটা স্থানান্তরিত হয় তাদেরকে সাধারণত বিশেষ কোডের মাধ্যমে এনক্রিপ্ট করে প্রেরণ করা হয়। অর্থাৎ ডেটার গোপনীয়তা রক্ষা বা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয়।

09. কোনটি তারবিহীন MAN-এর সাথে সম্পর্কিত?

(a) স্যাটেলাইট

(b) WIMAX

(c) Wi-Fi

(d) ইনফ্রারেড

Ans: b

solve ব্লুটুথ→ PAN (পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক)

ওয়াই-ম্যাক → MAN (মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক) 

10. সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?

(a) <h6>

(b) <h3>

(c) <h2>

(d) <h1>

Ans: d

11. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়?

(a) BASIC

(b) LISP

(c) FORTRAN

(d) PASCAL

Ans: b

Solve LISP কৃত্রিম বুদ্ধিমত্তা (Al) প্রোগ্রামিংয়ের জন্য একটি সাধারণ ভাষা। আংশিকভাবে AMIT তে LISP এবং Al কাজের সংমিশ্রণের কারণে এবং আংশিকভাবে কারণ “লার্নিং” করতে সক্ষম A। প্রোগ্রামগুলোকে স্বপরিবর্তনকারী প্রোগ্রাম হিসেবে LISP-তে লেখা হয়।

12. ইন্টারনেট ওয়েবপেইজ ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়?

(a) FTP

(b) IP

(c) TCP

(d) HTTP

Ans: D 

Solve ইন্টারনেটে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট-এর মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে HTTP বলে। ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ওয়েবপেইজের জন্য সার্ভারকে অনুরোধ পাঠাতে পারে। সার্ভার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওয়েবপেইজকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পায়

13. যে সিকোয়েন্সিয়াল সার্কিট ইনপুট পাসের সংখ্যা গণনা করতে পারে তাকে কী বলে? 

(a) রেজিস্টার

(b) শিফ্ট রেজিস্টার

(c) অ্যাডার

(d) কাউন্টার

Ans: D 

Solve যে সিকুয়েন্সিয়াল সার্কিটের সাহায্যে তাতে প্রদানকৃত ইনপুট সিগন্যালের সংখ্যা গণনা করতে পারে তাকে কাউন্টার বলে ।

14. IPv6-এর IP অ্যাড্রেস কতো বিটের?

(a) 32

(b) 64

(c) 128

(d) 256

Ans:  D 

Solve আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6 যা 128 বিটের। আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৪টি ভাগ থাকে এবং প্রতিটি ভাগ 16 বিটের হয়ে থাকে। যার সাহয্যে 2128 বা 3.4 × 108 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে শনাক্ত করা যায়।

15. কোনটি ইটের দেয়াল ভেদ করতে পারে না?

(a) রেডিও ওয়েভ

(b) মাইক্রোওয়েভ

(c) ইনফ্রারেড

(d) কোনোটিই নয়

Ans: c

solve 300 গিগাহার্জ হতে 400 টেরাহার্জ পর্যন্ত ফ্রিকুয়েন্সিকে বলা হয় ইনফ্রারেড। মাঝে কোনো বাধা না থাকলে এ ধরনের ট্রান্সমিশন সিগনাল সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত যেতে পারে। ইনফ্রারেড সিগনালের অসুবিধা হচ্ছে এটি ঘরের দেয়াল বা শক্ত বস্তু ভেদ করতে পারে না। তবে কাঁচের মধ্য দিয়ে কোনো রকম ট্রান্সমিশন লস ছাড়াই তথ্য পরিবাহিত হতে পারে তাই ফাইবার অপটিক্স ক্যাবলের মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয়।

16. ক্রিকেটের লাইভ স্কোর পেতে আমরা কোন ধরনের ওয়েবসাইট ব্যবহার করি?

(a) স্ট্যাটিক

(b) ডাইনামিক

(c) রিমোট

(d) সবগুলো

Ans: B 

Solve যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP বা ASP ভাষা এবং এর সাথে ডেটাবেজ প্রয়োজন।

17. কোনটি সোর্স কোডকে এক লাইন করে মেশিন কোডে রূপান্তর করে?

(a) কম্পাইলার

(b) ইন্টারপ্রেটার

(c) লিঙ্কার

(d) ডিবাগার

Ans: B 

Solve ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং সর্বশেষ ফলাফল প্রদর্শন করে। কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর না করে লাইন বাই লাইন নির্বাহ করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে ।

18. ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজে ব্যবহার করা হয়?

(a) একমাত্রিক

(b) দ্বিমাত্রিক

(c) ত্রিমাত্রিক

(d) বহুমাত্রিক

Ans: c 

Solve ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে মূলত দুটি ধাপে। প্রথমত কম্পিউটারের তৈরি ত্রিমাত্রিক ছবি দিয়ে ভার্চুয়াল পরিবেশ বা পরিমণ্ডল তৈরি হয়। পরের ধাপে ব্যবহারকারীর গতিবিধি অনুসরণ করে ত্রিমাত্রিক ছবি অনুসারে পরিবর্তন করতে করতে হবে। এই নাড়াচড়াগুলো অনুসরণ করার জন্য সেন্সর ব্যবহার করা হয়। হয়। ডান দিকে তাকালে ডান দিকের ছবি দেখাবে। গেইমে শত্রু সামনে এলে প্রয়োজন অনুসারে হাত নেড়ে তার সঙ্গে লড়াই

19. কোনটি (250)g এক পূর্ববর্তী সংখ্যা?

(a) 10100111

(b) 10100101

(c) 10110111

(d) 11011111

Ans: a

20. ভিন্ন ভিন্ন প্রোটোকলের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়?

(a) রিপিটার 

(b) গেটওয়ে

(c) ব্রিজ

(d) হাব

Ans: b

Solve গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। এটি একই বা ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদানের সুযোগ তৈরি করে দেয়। বিভিন্ন প্রোটোকল গুলোকে জড়ো করে বিভিন্ন এপ্লিকেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করে। একটি প্রোটোকল এর সাথে অন্য একটি প্রোটোকল যুক্ত করতে হলে গেটওয়ে যুক্ত করতে হয় ৷

21. RGB (255,255,0) কোন রং নির্দেশ করে?

(a) সাদা

(b) লাল

(c) হলুদ

(d) মেজেন্টা 

Ans: c

22. কোন লুপটি কমপক্ষে একবার চলবে?

(a) do-while

(b) while 

(c) for

(d) সবকয়টি

Ans: a

Solve 'সি' প্রোগ্রামের শর্ত সাপেক্ষে এক বা একাধিকবার কোনো স্টেটমেন্টকে সম্পাদনের জন্য do while while লুপ একই রকম কাজ করে, পার্থক্য হলো শুধু while লুপ আগে স্টেটমেন্ট ব্যবহার করা হয়। while এবং do while লুপ আগে কোড এক্সিকিউট করে এবং টেস্ট কন্ডিশনটি চেক করে এবং তারপর কোড এক্সিকিউট করে অনুরূপ do while লুপ কমপক্ষে একবার এক্সিকিউশন হয় ।

23. কোনটি C ভাষায় ফাংশন নির্দেশ করে ?

(a) int

(b) breakraf

(c) getch

(d) stdio.h

Ans: C 

Solve সি ভাষাতে অনেক ধরনের লাইব্রেরি ফাংশন আছে। তার মধ্যে কিছু Standard হলো : getchar (), gets (), scanf (), putchar(), printf (), getch(),

24. কোন ধরনের ওয়েবসাইট ডেটাবেসের সাথে সংযুক্ত থাকে?

(a) Static

(b) Dynamic

(c) Global

(d) Local

Ans: b

Solve যে সকল ওয়েবসাইটে ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা পেইজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডায়নামিক ওয়েবসাইট উন্নয়নে ডেটাবেজ ব্যবহৃত হয় এবং ডেটাবেজে কুয়েরির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কন্টেন্ট তৈরি করতে পারে ।

25. 192.168.0.254 কী নির্দেশ করে ?

(a) URL

(b) Broadcast address

(c) IP address

(d) Domain name

Ans: c

Solve বাইনারি সংখ্যা মনে রাখা অসুবিধাজনক বিধায় এর সমকক্ষ ডেসিমেল সংখ্যা দিয়েও আইপি অ্যাড্রেস লেখা হয়। 11000000. 1010 1000.000000000011 0110 আইপি অ্যাড্রেসের ডেসিমেল সমকক্ষ হলো 192.168.0.54

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২১; ইউনিট-C; গ্রুপ-৩; সেট-১ [সাইনোভ্যাক

01. (x + y). (x + y) বুলিয়ান ফাংশনটির সরণ করলে হবে-

(a) X

(b) y

(c) x'

(d) y'

Ans: b

Solve বুলিয়ান নিয়মানুসারে আমরা জানি,

x.x' = 0, x + x' = 1, x + x = x

'', (x + y) (x + y) কে সরল করে পাই,

(x + y). (x' + y)

= x. x' + xy + x'y + yy

= 0 + y (x + x') + y

= y + y

=y

02.8 bit কম্পিউটার মেমোরিতে (00000000), থেকে (10000000), আড্রেসে কতোগুলো বাইট সংরক্ষণ করা যাবে? 

(a) 256টি

(b) 255টি

(c) 129টি

(d) 128টি

Ans: c

Solve (10000000)2 bit = 128 টি বাইট

(00000000) 2 থেকে (10000000)2 এর বাইট

নির্ণয় করতে হবে সেহেতু (00000000) কেও এক বাইট হিসেবে ধরে 1 যোগ করতে হবে

.:. বাইট সংরক্ষণ হবে 128 + 1 = 129 টি

03. নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?

(a) Barcode Scanner

(b) Web Camera

(c) Touch Screen

(d) Pen Drivve

Ans: d

Solve যেসব যন্ত্র বা ডিভাইস দ্বারা কম্পিউটারে কোনো তথ্য দেয়া হয় সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। যেমন: কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ক্যামেরা, টাচ স্কিন্, ওসিআর, ওএমআর, জয়স্টিক ইত্যাদি ।

04. কোন কম্পিউটার নেটওয়ার্কিং টপোলজিতে সবগুলো কম্পিউটার পরস্পর যুক্ত থাকে ?

(a) Bus

(b) Ring

(c) Mesh

(d) কোনোটিই নয়

Ans:  D 

solve মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রত্যেকটি নোড একে অপরের সাথে যুক্ত থাকে তাহলে প্রতিটি নোডে (n – 1) টি সংযোগের প্রয়োজন এবং এই নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে " (n-1)

05. প্রোগ্রাম ফ্লোচার্টে > প্রতীকটি কোন কাজ নির্দেশ করে?

(a) ডেটা আউটপুট

(b) শুরু শেষ 

(c) প্রক্রিয়াকরণ

(d) সিদ্ধান্ত গ্রহণ।

Ans: D 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২১; ইউনিট-C; গ্রুপ-১; সেট-২ [অ্যাস্ট্রা যেনেকা

01. কোনো নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহণে সক্ষমতাকে বলে-

(a) মেগাবাইট (Megabyte)

(b) ইন্টারনেট (Internet )

(c) ব্যান্ডউইড্থ (Bandwidth)

(d) লেটেন্সি (Letency)

Ans: c

Solve কোনো নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহণের সক্ষমতাকে ব্যান্ডউইড্থ বলে। ব্যান্ডউথ   তিন প্রকার ১. ন্যারোব্যান্ড ২. ভয়েসব্যান্ড ৩. ব্রডব্যান্ড। ব্যান্ডউইড্‌থকে বিট রেট বা ডেটা পার সেকেন্ড বলা হয়।

02. IPv6 অ্যাড্রেসে কতো বিট ব্যবহার করা হয়?

(a) 32 বিট

(b) 64-বিট

(c) 128-বিট

(d) 256-বিট

Ans: c

Solve IPv6 আইপি প্রটোকলের একটি নতুন ও উন্নত সংস্করণ। IPv6 এর বিট সংখ্যা 128 

03. ANSIC এর Double Data Type কম্পিউটার মেমরিতে কত বাইট জায়গা নেয়?

(a) 1 বাইট

(b) 2 বাইট

(c) 4 বাইট

(d) 8 বাইট

Ans: d

Solve ডাবল ডেটা টাইপ ৪ বাইট, যা আকারে 64 বিট এর সমান। ডাবল ডেটা টাইপে, সাইন রিপ্রেজেন্টেশনের জন্য 1 বিট, এক্সপোনেন্টের জন্য 11 বিট এবং ম্যান্টিসার জন্য বাকি 52 বিট ব্যবহার ।

4. yz' + y'z' + yz বুলিয়ান ফাংশনটি সরল করলে পাওয়া যায়—

(a) y+z'

(b) y' + z

(c) y+z

(d) y'+z'

Ans: A 

Solve yz' + y'z' + yz

= z' (y + y') + yz = z' + yz = (z' + y) . (z' + z) = z' + y = y + z

5. x = 4 এবং y = 10 হলে y%x এর মান কত হবে?

(a) 6

(b) B 2.5

(c) 2

(d) কোনোটিই নয়

Ans: c

Solve y% = x ⇒ y = y% x ⇒ y = 10% 4 ⇒ y = 2 4)10 (2

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২১; ইউনিট-C; গ্রুপ-২; সেট-৩ [মর্ডানা]

1. (1011.11)2 এবং (101.1)-এর বিয়োগফল হবে?

(a) (110.10)2

(b) (1010.01)2 

(c) (100.10)2

(d) (100.11)2

Ans: 101.01

2. কোন গেইটের সকল ইনপুট ০ হলে, আউটপুট ০ হবে?

(a) NOR

(b) NAND

(c) X-OR

(d) X-NOR

Ans: c

03. নিম্নলিখিত ফাইল সিস্টেমগুলোর মধ্যে কোনটি Windows 10 দ্বারা সমর্থিত (Supported)?

(a) NTFS

(b) FAT32

(c) exFAT

(d) সবগুলোই

Ans: d

04.a = a + b; b = a – b; a = a - b এই তিন স্টেটমেন্ট পরপর execute হওয়ার পরে কী ঘটবে?

(a) a ও b এর মান একই থাকবে

(b) B শুধু a এর মান পরিবর্তিত হবে

(c) শুধু b এর মান পরিবর্তিত হবে

(d) a ও b এর মান বিনিময় হবে

Ans: d

05. (10101.01 ) 2 এর সমকক্ষ অক্টাল সংখ্যা

(a) (52.2)8

(b) (52.2)8

(c) (25.2)8

(d) (25.1)8

Ans: c

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : ২০২০-২১; ইউনিট-B; গ্রুপ-১; সেট-১ [অ-বাণিজ্য]

01. মোডেমের কাজ কী?

(a) তথ্য প্রেরণ

(b) তথ্য সংরক্ষণ

(c) তথ্য সংশোধন

(d) তথ্য মুদ্ৰণ

ANs: A 

Solve প্রেরক বা প্রাপক হিসেবে ব্যবহৃত যে ডিভাইস বা যন্ত্র ডেটা কমিউনিকেশন সিস্টেমে মডুলেশন ও ডিমডুলেশন প্রক্রিয়ার সাহায্যে উৎস ও গন্তব্যের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে মোডেম বলে। তথ্য প্রেরণে মোডেমের ব্যবহার সাধারণত টেলিফোন লাইন ও মাইক্রোওয়েভ যোগাযোগ উল্লেখযোগ্য ।

02. সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতি হলো—।

(a)ওয়াইফাই

(b) ওয়াইম্যাক্স

(c) ব্লুটুথ

(d) স্যাটেলাইট

Ans: D 

Solve সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগ পদ্ধতি হলো স্যাটেলাইট। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ, টেলিভিশন সিগন্যাল, আবহাওয়া, GPS প্রভৃতির সাথে তথ্য সরবরাহ করা যায় ৷

03. ‘ওয়েইবো” কোন দেশের স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ? 

(a) জাপান 

(b) তাইওয়ান)  

(c) চীন

(d) থাইল্যান্ড

Ans: c

Solve চীনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ওয়েইবো’ এটি চীনের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মিডিয়া সাইট, চীনে ৩০% এর বেশি ইন্টারনেট ব্যবহারকারীরা এটা ব্যবহার করে ।

04. কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে?

(a) দশমিক

(b) বাইনারি

(c) অক্টাল 10.10

(d) হেক্সাডেসিমেল

Ans: B 

Solve কম্পিউটার ডিজাইন অন্যান্য সংখ্যাপদ্ধতির তুলনায় বাইনারি সংখ্যা পদ্ধতি বহুল ব্যবহৃত। মাত্র দুটি অবস্থান থাকায় যেকোনো ইলেকট্রনিক যন্ত্র তৈরির বর্তনী বা সার্কিট অনেক ছোট হয়। বাইনারি বিট ব্যবহারের ফলে দ্রুততার সাথে তথ্য ব্যবহার করা সম্ভব হচ্ছে । দশমিক পদ্ধতির সকল হিসাব বাইনারি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা যায়। 

05. গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড কোনটি? 

(a) হার্ডওয়্যার

(b) সফ্টওয়্যার

(c) কানেকটিভিটি

(d) ডেটা

Ans: c

Solve বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেকটিভিটি সে কারণেই মানুষ যখন যেখানেই অবস্থান করেন না কেনো সবসময়ই মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকতে পারছে। বিশ্বের তথ্য ভান্ডারের সাথে সার্বক্ষনিকভাবে বা প্রয়োজনে সংযুক্ত থেকে তথ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য কানেকটিভিটি মূল ভূমিকা পালন করে ।

06. কোন IEEE টি Wi-Fi স্টান্ডার্ড?

(a) 802.11

(b) 802.11u

(c) 802.15

(d) 802.16

Ans: a

Solve WiFi এর স্ট্যান্ডার্ড IEEE হলো ৮০২.১১। প্রযুক্তিগতভাবে IEEE ৮০২.১১ বি স্ট্যান্ডার্ড নামে পরিচিত। দ্রুততর সংস্করণ হলো IEEE ৮০২.১১ জি যার গতি ৫৪ এমবিপিএস।

07. কম্পিউটার Queue হিসাবে পরিচিত কোনটি ?

(a) FIFO Memory

(b) FILO memory

(c) Flash Memory

(d) কোনোটিই নয়

Ans: a

Solve FIFO এর পূর্ণরূপ হলো First In First Out মানে যে প্রথমে প্রবেশ করবে সে প্রথমে বের হবে। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত হয় FIFO এবং LIFO |

08. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি?

(a) বাফার 

(b) ক্ল্যাডিং 

(c) জ্যাকেট

(d) কোর

Ans: d 

Solve অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম কোর। ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।

09. ওয়েবপেজে ব্যবহারকারীর সাথে অ্যানিমেশন এবং ইন্টারঅ্যাক্টিভিটি করা যায় কোন মাধ্যমে ৷

(a) Java Script

(b) PHP

(c) Visual Basic

(d) Visual C+

Ans: A

Solve Java Script একটি জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যা ওয়েবপেজের অ্যানিমেশন, ইন্ট্রারঅ্যাক্টিভিটি ও ফাংশনালিটি বৃদ্ধি, ফরম ভেলিডেশন, ব্রাউজার নির্দেশ, সময় ও তারিখ নির্দেশ ইত্যাদি কাজে ব্যবহৃত হয় ।

10. কৃত্তিম বৃদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়?

(a) বায়োমেট্রিক্স

(b) রোবটিক্স 

(c) বায়োইনফরমেটিক্স

(d) ন্যানোটেকনোলজি

Ans: b

Solve যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচলন পক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়। রোবটে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়। কম্পিউটার রোবটের সকল কাজকর্ম নিয়ন্ত্রণ করে। সকল রোবটের কাজের ধারা পূর্ব থেকেই ঠিক করে দেয়া থাকে ।

11. শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কী?

(a) .gov

(b) .com

(c) .edu

(d) .org

Ans: c

Solve ডোমেন নেইমের রুট লেভেল/টপ লেভেল অংশ থেকে ডোমেইনের ধরন বোঝা যায়। যেমন- .com থাকলে কমার্শিয়াল প্রতিষ্ঠান, .edu থাকলে শিক্ষা প্রতিষ্ঠান, .net থাকলে নেটওয়ার্ক, .org থাকলে প্রতিষ্ঠান ইত্যাদি।

12. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?

(a) মোবাইল 

(b) ওয়াকিটকি 

(c) টেলিফোন

(d) রেডিও

Ans: D 

Solve সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে কেবল একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। উদাহরণ: রেডিও ব্রডকাস্ট, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

13. গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে?

(a) IE

(b) Firefox

(c) Safari

(d) Chrome

Ans: d

14. বুলিয়ান বীজগণিতে বার চিহ্ন - কি  নির্দেশ করে  

(a) OR 

(b) AND

(c) NOT

(d) কোনোটিই নয়

Ans: c

Solve বুলিয়ান অ্যালজেব্রায় দুটি সম্ভাব্য মান () এবং । কে একটি অপরটির পূরক বলা হয়। পূরককে (-) অথবা ( ) চিহ্নদ্বারা প্রকাশ করা হয়। পূরক (-) বা বার চিহ্ন NOT অপারেশন।

15. কম্পিউটার প্রোগ্রামের রুটিকে বলা হয়-

(a) Follies

(b) Mistake

(c) Bugs

(d) Spam

Ans: c

Solve কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ। প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং।

16. নিচের কোনটি ১৬ বিটের কোড?

(a) ASCII

(b) BCD

(c) EBCDIC

(d) UNICODE

Ans: D

Solve বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোড ২ বাইট বা ১৬ বিটের কোড। এই কোডের মাধ্যমে ৬৫,৫৩৬ বা ২১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় ।

17. নিচের কোন স্মৃতিটি নন ভোলাটাইল?

(a) ROM

(b) DRAM

(c) SRAM

(d) কোনোটিই নয়

Ans: a

18. দুইজন ব্যক্তির মোবাইলে কথপোকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে?

(a) ফুল-ডুপ্লেক্স সিমপ্লেক্স.

(b) হাফ-ডুপ্লেক্স

(c) সিমপ্লেক্স 

(d) মাল্টিকাস্ট

Ans: A

Solve ফুল-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যেকোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণও করতে পারবে। উদাহরণ : টেলিফোন, মোবাইল ।

19. ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হলো-

(a) URL

(b) ISP

(c) GH

(d) Norton

Ans: A 

Solve একটি ওয়েবসাইট বা পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে। URL হলো Uniform Resource Locator এর সংক্ষিপ্ত রূপ। ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হলো URL ।

20. সংক্ষিপ্ত ডেটা গ্রুপ আকারে প্রদর্শিত হয় কোন রিপোর্টে?

(a) সামারি রিপোর্ট

(b) ক্রসটেবুলেশন রিপোর্ট 

(c) রিপোর্টস ফরম

(d) রিপোর্ট উইথ লেবেল

Ans: B

Solve ক্রস-টেবুলেশন হলো একটি দ্বি-মাত্রিক টেবিল যা সারনির ঘরগুলোতে বর্ণিত নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোর উত্তরদাতাদের সংখ্যা রেকর্ড করে।

21. ওয়াইম্যাক্স ব্যবহৃত হয় – এর ক্ষেত্রে।

(a) PAN 

(b) LAN

(c) MAN

(d) WAN

Ans: c

Solve WiMAX → Worldwide Interoperability for Microwave Access.

MAN → Metropolitan Area Network

সুবিশাল এলাকায় নেটওয়ার্ক সংযোগে ব্যবহৃত হয়।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url