এইচ এস সি রসায়ন ২য় পত্র ১ম অধ্যায় পরিবেশ ও রসায়ন (MCQ) exam-1

বহুনির্বাচনি প্রশ্ন ( Multiple Choice Questions)

1.প্রধান বায়ু দূষক কোনটি?

ক. SO2  খ. NO2 

গ. CO2  ঘ. CO

2.কোন দূষকটি প্রধান উৎস হলো জীবাশ্ম জ্বালানির দহন?

ক. CO2

খ. Co

গ. SO2

ঘ. বায়ুতে ভাসমান সূক্ষ্মকণা

3.নিচের কোন জ্বালানির ক্যালরিফিক মান সবচেয়ে অধিক?

ক. CNG

খ. LPG

গ. প্রোডিউসার গ্যাস

ঘ. ওয়াটার গ্যাস

ঘ. SO 2

4.নিচের কোনটিকে প্রাইমারি দূষক হিসেবে গণ্য?

ক. CO 

খ. H2SO4

গ. CO2

ঘ . SO2

5.নিচের কোনটি সাধারণ দূষক হিসেবে গণ্য?

ক. CO 

খ. H2SO4

গ. CO2

ঘ . SO2

6.মটরযান থেকে নিঃসৃত ধোঁয়ায় উপস্থিত গ্যাসগুলোর মধ্যে কোনটি পরিবেশ দূষণ ঘটায়?

ক. CO 

খ. H2SO4

গ. CO2

ঘ . SO2

7.নিচের কোনটির হিমোগ্লোবিনের প্রতি তীব্র আসক্তি বর্তমান? 

ক. CO2 

খ. SO2 

গ. NO 

ঘ. CO 

8.হাইড্রোকার্বন শ্রেণিভুক্ত কোন দূষকটির প্রাচুর্য্য পরিবেশে সবচেয়ে অধিক?

ক. CH4

গ. CH3-CH2-CH2-CH3

খ. CH3-CH3

ঘ. C6H6

9.নিচের কোন বায়ু দূষকটি মটরযান থেকে নিঃসৃত হয় না?

ক. CO 

খ.SO2

গ.CxHy

ঘ. ফ্লাইঅ্যাস

10.বড় শহরগুলোতে বায়ুমণ্ডল দূষিত হয় প্রধানত-

ক. তেজস্ক্রিয় বর্জ্য দ্বারা

খ. গৃহস্থালির বর্জ্য দ্বারা

গ. মটরযান নিঃসৃত বর্জ্য দ্বারা

ঘ. কীটনাশক রাসায়নিক অবশেষ

11. নিচের কোনটির প্রভাবে ওজোন গহ্বর সৃষ্টি হয়?

ক. CHA

খ. CO2 

গ. CFC

ঘ. HCFC

12. কোনটি লুইস এসিড বা লুইস ক্ষার কোনটিই নয়?

ক. H2SO4 

খ. H2O

গ. H3O+

ঘ. CO2

13. নিচের কোনটি লুইস এসিড?

ক. N2

খ. O2

গ. F

ঘ. Fe

14. নিচের কোনটি লুইস এসিড নয়?

ক. BCl 3

খ. SnCl4

গ. BaCl 2

ঘ. AlCl3

15.জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমানু আচরণ করে কী হিসেবে?

ক. লুইস এসিড

গ. আরহেনিয়াস এসিড 

খ. লুইস ক্ষার

 ঘ. ব্রনস্টেড ক্ষার

16.পরিমাপের 'SI একক' কোনটি? [ চ.বি. 19-2020]

ক.g

খ. ppm

গ. kg

ঘ.mol

17.৪২. কোন গ্যাসটি "photochemical smog" সৃষ্টির জন্য দায়ী? [চ.বি. 19-20]-

ক. CO

খ.H2O

গ.CO2

ঘ. NOX

18.অম্ল ও ক্ষার সম্পর্কিত কোন মতবাদটিতে পানির প্রয়োজন হয়?

ক. উসানোভিচ মতবাদ

খ.লুইস মতবাদ

গ. ব্রনষ্টেড মতবাদ 

ঘ. আরহেনিয়াস মতবাদ

19. কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ অনুসরণ করে? [চ.বি. 19-20]-

ক. কম চাপ ও অধিক তাপমাত্রায়

খ. বেশি চাপ ও কম তাপমাত্রায়

গ.অধিক তাপমাত্রায়

ঘ.কম তাপমাত্রায়

20.কোন পানির TDS (Total Dissolved Solid) এর মান কত অতিক্রম করলে, তা পানের উপযোগী থাকে না? [ চ.বি. 19-20]

ক.500 ppm

খ. 1000 ppm

গ. 450 ppm

ঘ100 ppm

21. বৃষ্টির পানির নমুনাতে pH এর মান কোনটির কম হলে এসিড বৃষ্টি হিসাবে গণ্য করা হবে? [ চ.বি. 19-20]

ক 6.8

খ 6.5

গ 5.8

ঘ 5.6

22. আন্তর্জাতিকভাবে স্বীকৃত জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে সর্ব প্রথম সম্মেলন হয়েছিল কোন শহরে ?

(ক) লন্ডন 

(খ) হেগ  

 (গ) প্যারিশ

 (ঘ) জেনেভা 

23. অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কোন্টি সঠিক নয়? 

(ক) বেনজিনের সমধর্মী যৌগসমূহ

 (খ)  কার্বোসাইক্লিক যৌগসমূহ

(গ)  বেনজিনের জাতক সমূহ 

(ঘ)  বেনজিন বলয়বিশিষ্ট যৌগসমূহ 

উত্তর:খ

24. নিচের কোন্টি অ্যারোমেটিক যৌগ? 

 (ক) ইথিলিন অক্সাইড

 (খ) গ্যামাক্সিন 

(গ) সাইক্লোপ্রোপিন 

(ঘ) ক্লোরোফরম 

25.C5H12 এর সমাণু সংখ্যা কত? 

 (ক) 6

(খ)  3 

(গ)  4 

(ঘ)  2
































 

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url