HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)

 রাজশাহী বিশ্ববিদ্যালয়

 ভর্তি পরিক্ষা-২০২০-২০২১

unit-B      Set-3    (Commerce)

HSC ICT Admission

ভিডিও ক্লাস: HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১  প্রশ্নপত্রসহ উত্তর  (Commerce)

এইচএস সি ICT ৩য় অধ্যায়  সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস   Admission Part-2 

ভিডিও ক্লাস: এইচ এস সি   ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় Admission Part-2 

ভিডিও ক্লাস: এইচ এস সি   ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় Admission Part-1 

এইচএস সি ICT ৩য় অধ্যায়  সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস   Admission Part-২ গুরুত্বপূর্ণ MCQ সমূহ

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১


১। কৃত্রিম বুদ্ধিমতত্তা কোথায় ব্যবহৃত হয়? 

A. বায়োমেট্রিক্স              B.রোবোট্রিক্স  

C.বায়োইনফরমেট্রিক্স   D.ন্যানোটেকনোলজি

Answer:B.রোবোট্রিক্স  

২। কম্পিউটার প্রোগামিং ত্রুটিকে কি বলে---

A. Bugs      B. Follies

 C. Mistake  D. Spam 

Answer:  A. Bugs 

৩।মডেমের কাজ কি? 

 A.তথ্য প্রেরন        B.তথ্য সংরক্ষরণ 

 C.তথ্য সংশোধন   D . তথ্য মুদ্রণ

Answer: A.তথ্য প্রেরন

৪। কোন IEEE টি WiFiস্টান্ডর্ড ? 

A.803. 12    B.820.11 

C.801.11     D .802.11 

Answer: D .802.11 

৫। নিচের কোনটি মেমরি নন ভোলাটাইল ? 

A. DRAM       B.SRAM 

C.ROM           D . কোনটিও নয়। 

Answer: C.ROM   

৬। ইন্টারনেট ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হলো-----

A. Norton     B.GH 

C. ISP     D . URL

Answer:  D . URL 

৭। সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতি হলো----

A. ওয়াইফাই     B. ওয়াইম্যাক্স 

C. Bluetooth    D . স্যাটেলাইট

Answer: D. স্যাটেলাইট 

৮। গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে? 

A. IE     B.FireFox 

C. Safari     D . Chrome

Answer:   D . Chrome 

৯। অপটিক্যাল  ফাইবারের সবচেয়ে ভিতরে অংশ কোনটি? 

A. বাফার      B. ক্ল্যাডিং 

C. জ্যাকেট     D .কোর  

Answer: D .কোর  

১০। কোনটি হাইব্রিড সিকিউরিটি? 

A. শেয়ার                          B. ডিবেঞ্জার

C. অগ্রাধিকার  শেয়ার     D . বন্ড

Answer: C. অগ্রাধিকার  শেয়ার 

১১। সংক্ষিপ্ত ডেটা গুপ আকার প্রদর্শিত হয় কোন রিপোর্টে? 

A. সামারি  রিপোর্টে      B. রিপোটার্স রিপোর্টে

C.ক্রসটেবুলেশন  রিপোর্টে      D . রিপোর্টে  

Answer:  C.ক্রসটেবুলেশন  রিপোর্টে   

১২। সিমপ্লেক্স পদ্ধতির উদাহরন কোনটি? 

A.  মোবাইল     B. ওয়াকিটকি

C. টেলিফোন     D . রেডিও

Answer:    D . রেডিও 

১৩। কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার আভ্যন্তরীন কাজ করে? 

A. Octal               B. Decimal 

C. Hexadecimal    D . Binary

Answer:    D . Binary 

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-এইচএস সি  ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১  প্রশ্নপত্রসহ উত্তর 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url