জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২

HSC ICT ভর্তি পরিক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২  প্রশ্নপত্রসহ উত্তর ও বুয়েট,কুয়েট,রুয়েট,মেডিকেল,বিএসসি নার্সিং,টেক্সটাইল, বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার গাণিতিক সমস্যাবলির ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ  সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..


পেজ সূচিপত্র :


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : A; সেট কোড-F)


Jahangirnagar University : 2021-22 (Unit : A; Set Code-F)


01.


Ans:    Option ভূল আছে উত্তর হবে  শূণ্য। 

02.কোন সার্কিট 16 সংখ্যক ইনপুট কে 4 টি আউটপুটে রূপান্তর করে?

(a) এনকোডার     (b) রেজিস্টার

(c) ডিকোডার      (d) ইকুউটার

Ans:    A

Solve- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার মাধ্যমে সর্বাধিক 2” টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 পাওয়া যায়। অর্থাৎ 16 টি বা 24 টি ইনপুট থাকলে 4 টি আউটপুট পাওয়া যায় ।


03. নিচের কোনটি কাউন্টারের জন্য সঠিক নয়-

(a) একটি সিকুয়েন্সিয়াল সার্কিট      

(b) শুধু সর্বাধিক পালসের সংখ্যা গণনা করতে পারে

 (c) লজিক গেইটের সমন্বয়ে গঠিত

 (d) অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে

Ans:    

Solve- যে সিকুয়েন্সিয়াল সার্কিটের সাহায্যে তাতে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে তাকে কাউন্টার বলে । অস্থায়ী মেমোরি হলো RAM ।


04. ইন্টারনেটে স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত-

(a) 1.5 Mbps  (b )4 Mbps

(c) 3 Mbps (d) 5 Mbps

Ans: B

Solve-  স্ট্রিমিং মিউজিক → 0.5 Mbps • স্ট্রিমিং ভিডিও → 0.7 Mbps • স্ট্রিমিং HD মুভি → 4 Mbps


05. (DADA) 16 থেকে (BABA) 16 কত ছোট?

(a) (2021)16 (b) (2022)16

(c) (8224)10 (d) (8021)10

Ans:    

এস এস সি  ইংরেজী ২য় পত্র  রাজশাহী বোর্ড -২০২৩ এর সমাধান 

Solve- (DADA) 16 – (BABA) 16 = (2020) 16(2020) কে দশমিকে রূপান্তর : 163 x 2 + 162 × 0 + 16' × 2 + 16° × 0 = 8192 + 32 = (8224) 10


06. মেশিন লার্নিং এর সাথে নিচের কোনটি সবচেয়ে কম সামঞ্জস্যপূর্ণ?

(a) কৃত্তিম বুদ্ধিমত্তা     (b) ডাটা এন্ট্রি 

(c) পূর্ববর্তী অভিজ্ঞতা (d) কম্পিউটার

Ans:    C


07. Web browser হলো একটি

(a) ওয়েব পেইজ (b) একটি সফ্টওয়্যার

(c) হাইপারলিংক (d) ড্যাটাবেইস

Ans:     

Solve- ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান ডাউনলোড কিংবা দেখতে পারে।


08. নিচের কোন HTML code টি নুতন খালি উইন্ডোজ স্টার্ট করার জন্য এট্রিবিউট value হিসেবে ব্যবহৃত হয়?

(a) target         (b) blank

(c) new (d) href

Ans:     D

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : A; সেট কোড-I)

Jahangirnagar University : 2021-22


01.( 3D.C6)16 +(506.47)8=?
(a) (184.62) (b) (184.60)16
(c) (182.62)16 (d) (182.62)8
Aus:   C
Solve সংখ্যা দুইটিকে বাইনারিতে রূপান্তর করে যোগ করি :-

02. কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান-
(a) কাউন্টার  (b) নিস
(c) ইকুউটার (d) হাফ অ্যাডার
Aus: D
Solve দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারের দুটি ইনপুট ও দুটি আউটপুট থাকে। আউটপুট দুটির মধ্যে একটি যোগফল অপরটি ক্যারি।

03. ইমেইলের ব্যান্ডউইথ কত-
(a) 0.7 Mbps (b) 0.2 Mbps
(c) 0.3 Mbps (d) 0.5 Mbps
Ans: D
Solve ফোন কল (VoIP), ওয়েভ ব্রাউজিং, স্ট্রিমিং মিউজিক, ই-মেইল এর ব্যান্ডউইথ 0.5 Mbps | 

04. 5 টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কয়টি?
(a) 8         (b) 16
(c) 32 (d) 64
Ans: c
Solve ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তরিত করে। ডিকোডারের ইনপুটের সংখ্যা n হলে আউটপুট 2^n হবে।

05. ছবি optimization বলতে নিচের কোনটি বুঝায় না?
(a) অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা
(B) ফাইল সাইজ ছোট করা
(c) গুণগত মান পরিবর্তন না করা
(d) ছবিকে Compress করা
Ans:
Solve ছবি অপ্টিমাইজেশন হলো ছবিগুলোকে ডেস্কটপ এবং মোবাইলে নিখুঁত দেখানোর প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় ছবির গুণগত মান পরিবর্তন না করে ছবিকে কম্প্রেস করে ফাইলের আকার ছোট করে।
6.
07. < ol Type = “f”> এইচটিএমএল ট্যাগ দিয়ে কি ধরনের ক্রমিক নম্বরযুক্ত লিস্ট ওয়েব পেইজ প্রদর্শন করা হয়?
(a) I, II, III, ..         (b)  a,b,c...
(c) 1,2,3,.. (d) কোনোটি নয় 
Ans: d
Solve < ol type = “a” > এর আউটপুট a, b, c .. < ol type = “A” > এর আউটপুট A, B, C, .. < ol type = “i” > এর আউটপুট i, ii, iii, ..< ol type = “I” > এর আউটপুট I, II, III, ..

08. সাইবার ক্রাইম ও আক্রমণ এবং হ্যাকিং এর মধ্য মিল হলো:
(a) কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়া
(b) অনুমতি না নেওয়া
(c) তথ্য চুরি করা
(d) তথ্যের পরিবর্তন কিংবা মছে ফেলা
Ans A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : A; সেট কোড-J)

Jahangirnagar University : 2021-22



01.

02. কোন সার্কিটের মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষা হতে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?
(a) এনকোডার(b) ডিকোডার
(c) রেজিস্টার  (d) কাউন্টার  
Ans: b

03. নিচের কোনটি এসিনক্রোনাস কাউন্টার- 
(a) রিপল (b) রিং
(c) মোড-১০ (d) এদের সবগুলোই
ans:
Solve এসিনক্রোনাস কাউন্টার হলো এমন ধরনের কাউন্টার যেখানে একটি ফ্লিপ-ফ্লপ -এর আউটপুট অন্যটির ক্লক- পালস্ হিসেবে ব্যবহৃত হয় ।
• এসিনক্রোনাস কাউন্টার : রিপল কাউন্টার ( Ripple Counter)• সিনক্রোনাস কাউন্টার : রিং কাউন্টার (Ring Counter), মোড-১০ (MOD-10)

04. HD ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত
(a) 0.5 Mbps (b) 4 Mbps
(c) 3 Mbps (d) 5 Mbps
Ans: B
Solve স্ট্রিমিং HD মুভি, ভিডিও কনফারেন্সিং HD, অনলাইন HD মাল্টিপ্লেয়ার গেমিং- এগুলোর ব্যান্ডউইথ 4 Mbps |

05. (01011001) BCD=?
(a) (3B)16 (b) (59)16
(c) (18) 16 (d) (2B) 16
Ans: A
Solve নিয়ম হল একটি থেকে ৪টি বাইনারী হবে কিন্তু নিয়ম টা বিপরীত ভাবে করতে হবে। অর্থাৎ 0101➡3 ও  1001 ➡B। 

06. কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে যেসব প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তাদের একটি হলো :
(a) HTML (b) CLISP
(c) PHP (d) FORTRAN
Ans: b
Solve কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাসমূহ হলো : LISP, PROLOG, C/C++, CLISP, JAVA ইত্যাদি । 

07. Cascading Style Sheet (CSS) বুঝানোর জন্য নিচের কোনটি সর্বাধিক সঠিক?
(a) পেইজের নির্দিষ্ট করা
(b) পেইজের ডিজাইন করা
(c) সহজে যেকোনো স্টাইল ব্যবহার করা
(d)টেক্সটের স্টাইল পরিবর্তনে ব্যবহার
Ans: d
Solve Cascading Style Sheet (CSS) ব্যবহার করে এলিমেন্টকে রং করা, ফন্ট বড় ছোট করতে, অবস্থান এক দিক থেকে অন্যদিকে নিতে, লেআউট তৈরির জন্য, ব্যাকগ্রাউন্ড এর রং বদলাতে এরূপ শত ধরনের স্টাইল পরিবর্তন করা যায়। 

08. ওয়েব পেইজে একটি ছবি প্রদর্শনের জন্য নিচের কোন HTML কোডটি ব্যবহার করা হয় না?
(a) length         (b) width
(c) img (d) src
Ans: c

09. (634)8  সংখ্যার বাইনারি রূপ কোনাট?
(a) 110011100         (b) 100011110
(c) 110 011 100 (d) 110000110100
ans: a

10. (10111)2-এর ডেসিমাল নম্বর কোনটি?
(a) 22 (b) 23
(c) 15 (d) 30
ans: b


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : A; সেট কোড-L)


Jahangirnagar University 2021-22 (Unit A; Set Code-L)

1.


Ans: d
02. যে বর্তনী ASCII সংখ্যাকে n বর্ণে রূপান্তর করে তাকে বলে।
(a) ডিকোডার (b) রেজিস্টার
(c) কাউন্টার (d) নিস
Ans: A
Solve ডিকোডারের ব্যবহার : i. বিভিন্ন ধরনের ডিসপ্লেতে যেমন, মনিটরে প্রদর্শনের জন্য ভিডিও কার্ডে ডিকোডার বর্তনী ব্যবহার করা হয়। ii. বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করতে।
iii. বিভিন্ন ভাষায় লিখিত সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা।
iv. ASCII ও EBCDIC কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করা ।

03. একটি হাফ অ্যাডারে যোগফলের মান 1 হতে- (i) A = 0, B = 1 (ii) A = 1, B = 1 (iii) A = 1, B = 0
(A) i ও ii     (b)  ii ও iii
(c) i ও iii     (d) i, ii 3 iii
Ans: C 
Solve হাফঅ্যাডার এর সমবায় বর্তনী দুটি বিট যোগ করে যোগফল (sum) ও ক্যারি (carry) আউটপুট দেয় । হাফ অ্যাডারের সত্যক সারণি :




04. ওয়েব ব্রাউজিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত?
(a) 1 Mbps (b) 1.44 Mbps
(c) 2 Mbps (d) 2.44 Mbps
Ans: a
solve ফোন কল (VoIP), স্ট্রিমিং মিউজিক, ই-মেইল এর ব্যান্ডউইথ → 0.5 Mbps। ওয়েব ব্রাউজিং এর ব্যান্ডউইথ → 0.5 – 1.0 Mbps। ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট গেম কসোল এর ব্যান্ডউইথ → 1 Mbps 

5. (6E.59A)16=?

(a) (110.35009765625)10
(b) (111.35009765625)10
(c) (110.3)10
(d) (101.35)10
Ans: a

06. নিচের কোনটি সর্বাধিক সঠিক, Google একটি-
(a) Rendering Engine  (b) Online Software
(c) Web Crawler  (d) Broswer

07. রোবট সোফিয়া কোন দেশে তৈরি করা হয়েছে?
(a) জাপান (b) থাইল্যান্ড
(c) হংকং (d) আমেরিকা
ans: c
Solve- হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন- এর রোবট “সোফিয়া” সারাবিশ্বে খ্যাতি লাভ করে। ২০১৭ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত ঢাকা ডিজিটাল ওয়ার্ল্ড- ২০১৭ সম্মেলনে এই নারী রোবটটি যোগ দেয়। রোবট সোফিয়াকে বিশ্বের প্রথম সামাজিক রোবট বলা হয় ।

08. HTML কোড ব্যবহারে <justified> tag টি কি কাজে ব্যবহার করা হয়?
(a) টেক্সটের শব্দের বানান নির্ভুল করা
(b)দুইপাশের মার্জিন সমান করে টেক্সট অ্যালাইন করা
(c) টেক্সটগুলোকে বিচার বিবেচনা করে বসানো
(d) টেক্সটগুলোকে কেন্দ্রে অ্যালাইন করা
ans: b

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : A; সেট কোড-O)

Jahangirnagar University 2021-22 (Unit A; Set Code-O)

01. যুক্তি অ্যালজেব্রার উদ্ভাবক কে?
(a)  জর্জ জুল (B) পাস্কাল
(C)  জর্জ বুল (D) জর্জ পাস্কাল
Ans: C
Solve জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির ওপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেবরা তৈরি করেন। জর্জ বুল ১৮৪৭ সালে তার প্রকাশিত গ্রন্থ “The Mathematical Analysis of Logic.”- এ সর্বপ্রথম বুলিয়ান/যুক্তি অ্যালজেবরা নিয়ে আলোচনা করেন ।

02. মেসেঞ্জারে ব্যবহৃত Emoji কোন কোডের মাধ্যমে উপস্থাপন করা হয়?
(a) BCD (b) EBCDIC
(c)ASCII (d) Unicode
ans:
Solve ইমোটিকন হলো একটি ইউনিকোড ব্লক যাতে ইমোটিকন বা ইমোজি রয়েছে। এগুলোর বেশিরভাগই মানুষের মুখের উপস্থাপনা বা ভঙ্গিমা হিসেবে নির্মিত হয়। ২০০৮ সালে ব্লকটি প্রথম প্রস্তাব করা হয়েছিল এবং ইউনিকোড সংস্করণ ৬.০ এ প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছিল।

03. ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ড্যাটা স্পিড কত?
(a) 35 bps (b) 45 bps
(c) 200 bps (d) 300 bps
ans: b
Solve ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 bps পর্যন্ত হয়ে থাকে। এই ব্যান্ড ধীরগতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশন-এর ক্ষেত্রে উপযোগী । টেলিগ্রাফি, সাধারণ মেসেজে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় ।

04. তথ্য ও উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত-
(a) ফ্লিপ ফ্লপ (b) ফ্লিপ-ফ্লপ ও অ্যাডার 
(c) ফ্লিপ ফ্লপ ও রেজিস্টার (d) অ্যাডার ও রেজিস্টার
ans: c
Solve ফ্লিপ ফ্লপ ও রেজিস্টার বাইনারি তথ্যসমূহ সংগ্রহ করতে পারে। রেজিস্টার তৈরিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়। আবার ফ্লিফ-ফ্লপের ডেটা ধারণক্ষমতার জন্য একে কম্পিউটার মেমোরির মূল উপাদান বলা হয় ৷

05. নিচের কোনটি দিয়ে Internet বিষয়টিকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করা যায়?
(a) নেটওয়ার্ক (B) ব্যান্ডউইথ
(c) নেটওয়ার্কগুলোর সংযোগ (d) www
ans: c
Solve ইন্টারনেটকে নেটওয়ার্কের নেটওয়ার্ক বা ইন্টারনেটওয়ার্কও বলা হয়। এককথায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থাই ইন্টারনেট ।

6.
ans: d
07. ওয়েবে ভিডিও ফাইল প্রদর্শনের জন্য নিচের কোন HTML Code টির ব্যবহার নেই?
(a) src (b) control
(c) video (d) size
ans: c
solve  html ফাইলে video ট্যাগ ব্যবহার করে ভিডিও ফাইল ব্যবহার করা যায়। এক্ষেত্রে ব্রাউজারে ফাইলটি প্রদর্শন করলে ভিডিও কন্ট্রোলার প্রদর্শিত হবে যা ব্যবহার করে ভিডিও প্রদর্শন নিয়ন্ত্রণ করা যায়।
08. বায়োমেক্স আমরা কোন কাজে ব্যবহার
(a)  ব্যক্তির identity নির্ধারণে (b) জৈবিক প্রক্রিয়া অনুধাবনে
(c) জেনেটিক রোগ নির্ণয়ে (d)কার্যকর ভ্যাক্সিন তৈরিতে
ans: a
Solve বর্তমানে নিরাপত্তার কাজে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এ প্রযুক্তি সাধারণত দু'ধরনের কাজে ব্যবহৃত হয়। যথা-১. কোনো ব্যক্তি শনাক্তকরণ (Identification) কাজে।২. সত্যতা যাচাই (Verification) কাজে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : A; সেট কোড-Q)

Jahangirnagar University 2021-22 (Unit A; Set Code-Q)


01. গ্রুপ এসএমএস হলো-
(a) ইউনিকাস্ট (b) মাল্টিকাস্ট
(c) টেলিকাস্ট (d) ব্রডকাস্ট
ans: B. 
Solve যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধু নির্দিষ্ট গ্রুপের সদস্য গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলা হয়। মাল্টিকাস্ট মোডের উদাহরণ : গ্রুপ-SMS, গ্রুপ MMS, গ্রুপ চ্যাটিং বা ভিডিও ইত্যাদি ।

02. – (657)10 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করার জন্য কমপক্ষে কত বিটের রেজিস্টার প্রয়োজন হবে?
(a) 8 (c) 32
(b) 16 (d) 64
ans: b

03. বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-
i. ড্যাটা ব্লক আকারে স্থানান্তর করা  
ii. ড্যাটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট    
iii. ব্যান্ড উইথের পরিমাণ বাড়ানো
নিচের কোনটি সঠিক?
(a) i ও ii
(b) ii ও iii
(c) i ও  iii
ans:
Solve i. ড্যাটাকে ব্লক আকারে সাজানো ও স্থানান্তর → সিনক্রোনাস ii. ড্যাটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট → অ্যাসিনক্রোনাস

04. শিফট রেজিস্টার তৈরিতে ব্যবহার হয়-
(a) S-K ফ্লিপ-ফ্লপ
(b) J-K ফ্লিপ-ফ্লপ
(c) S-K ও D ফ্লিপ ফ্লপ
(d) J-K ও D ফ্লিপ ফ্লপ
ans: D
Solve ফ্লিপ ফ্লপ বা JK ফ্লিপ-ফ্লপ ব্যবহার করে শিফট রেজিস্টার তৈরি করা যায়। নিচে D ফ্লিপ-ফ্লপ ব্যবহার করে একটি সরল 4 বিট শিফট রেজিস্টার তৈরি করা হয় ।

05. নিচের কোনটি Web Server এর কাজ নয়?
(a) তথ্য সংরক্ষণ (B) ইন্টারনেট সুবিধা প্ৰদান
(c)ক্লায়েন্টের অনুরোধ রক্ষা (d) ব্যবহারকারীকে Apps সুবিধা প্রদান
ans: d
Solve ওয়েবপেইজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। ব্রাউজারের সাহায্যে ওয়েবপেইজ বা ওয়েবসাইটকে ওয়েব সার্ভার থেকে পর্দায় প্রদর্শন করে। ওয়েব সার্ভার HTTP প্রটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েবপেইজ সংক্রান্ত অনুরোধে সাড়া দিয়ে থাকে অর্থাৎ ওয়েবপেইজ সরবরাহ করে।

6.

ans: d
07. একটি টেবিলে পরপর ওপরে নিচে অবস্থিত দুটি সেলকে মার্জ করার জন্য নিচের কোন HTML codeটি ব্যবহৃত হয়?
(a) Tabspan (b) Tabmerge
(c) Colspan (d) Rowspan
ans: a

0৪. ছদ্মবেশ ধারণ করে কম্পিউটার থেকে তথ্য চুরি করে নিয়ে যাওয়াকে বলা হয়-
(a) স্ফুফিং (b) সিফিং
(c) স্নিফিং (d) স্প্যামিং
Ans A
Solve ইলেকট্রনিক কমিউনিকেশনে ফিশিং বলতে কারো গুরুত্বপূর্ণ তথ্য হাতানোর উদ্দেশ্যে বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ছদ্মবেশ ধারণ ব্যবস্থাকে বোঝায়। যেমন— কোনো ই-মেইল প্রোভাইডার কোম্পানির লগইন পেইজকে নকল করে একটি ফেইক পেইজ (ফিশিং সাইট) তৈরি করা ।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২ (ইউনিট : A; সেট কোড - R )

Jahangirnagar University 2021-22 (Unit A; Set Code - R )



01. 
ans: D
02. রেজিস্টার ব্যবহার করা যায়-
(a) ড্যাটা স্টোর করতে     
(b) যোগ করতে
(c) ড্যাটা স্টোর ও ড্যাটা শিফ্ট করতে 
(d) ড্যাটা স্টোর, যোগ ও ড্যাটা শিফ্ট করতে
ans: c

03. ড্যাটা কমিউনিকেশনের মূল উপাদান কয়টি?
(a) 3 (b) 5
(c) 7 (d) 9
Ans b
Solve ড্যাটা কমিউনিকেশনের মূল বা মৌলিক উপাদান ৫টি। যথা: ১. উৎস; ২. প্রেরক; ৩. মাধ্যম; ৪.প্রাপক ও ৫. গন্তব্য

04. সিনক্রোনাস ড্যাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কম্পিউটারে প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়-
(a) সিপিইউ রেজিস্টার
(b) সিপিইউ রেজিস্টার ও ক্যাশ মেমোরি
(c) ক্যাশ মেমোরি ও র্যাম
(d) সিপিইউ রেজিস্টার, ক্যাশ মেমোরি ও র্যাম
ans: c
Solve সিনক্রোনাস পদ্ধতিতে প্রথমেই ড্যাটাকে প্রাইমারি স্টোরেজ তথা কম্পিউটারে ব্যবহৃত র‍্যাম, ক্যাশ অথবা সিপিইউ মেমোরিতে সংরক্ষণ করে অতঃপর তাকে ব্লক বা ফ্রেম আকারেও ভাগ করে নেওয়া হয়।

05. (A09. E2)16 + (527.06)8 = ?
(a) (B60FA)16 (b) (B60BA) 16
(c) (B61FA) 16 (d) (B60EA) 1650000
ans: উত্তর ভূল আছে সঠিক উত্তর হবে। (B60.FE)16
solve-

06. “আউটসোর্সিং” বলতে নিচের কোনটি সবচেয়ে ভালো মানায়?
(a) অন্য দেশের কাজ করা (B) অন্য প্রতিষ্ঠানে কাজ করিয়ে আনা
(c) বাইরের সফ্টওয়্যার তৈরি করা (D) সফ্টওয়্যার তৈরির জন্য লোক ভাড়া করা
ans: a
Solve আউটসোর্সিং হচ্ছে কেনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া ।

07. কোনো ডোমেইনের মালিক হতে চাইলে সর্বোচ্চ কোন কর্তৃপক্ষের কাছে যেতে হবে?
(a) ICANN
(b) ISP
(c) IANA
(d) Both ISP and ICANN
ans:
Solve সারাবিশ্বের ডোমেইন নেম বা আইপি অ্যাড্রেস যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করে তার নাম ICANN ( Internet Corporation for Assigned Names and Numbers)। এই একটি প্রতিষ্ঠান সকল দেশের সর্বোপরি সারা বিশ্বের ডোমেইন নেমই প্রদান করে ।

08. HTML ল্যাংগুয়েজে বাটনের ওপর লেখা দিতে চাইলে কোন কোডটি ব্যবহার করতে হয়?
(a) <label> (b) value
(c) <text> (D) কোনোটিই নয়
Ans C


এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url