বাংলা ১ম পত্র অধ্যায় ৮:সোনার তরী সাজেশন

 কবিতাংশ

সোনার তরী 

রবীন্দ্রনাথ ঠাকুর

Soner tori

এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায় ৮:সোনার তরী 

সৃজনশীল রচনামূলক

১.একসময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজখবর নেওয়ার সময় নেই তাদের কারও। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা। 

ক. 'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

খ. শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'—উক্তিটি ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা করো।

ঘ. 'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'—উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।

২. এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে,

    সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।

    তোমার টাকাকড়ি সুন্দর বাড়ি সবই পড়ে রবে,

    তুমি আর থাকবে না এই জরাকীর্ণ ভবে ।

ক. ‘সোনার তরী' কবিতায় মাঝি কীসের প্রতীক?

খ. “শূন্য নদীর তীরে রহিনু পড়ি”— কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে ‘সোনার তরী' কবিতার কোন ভাব প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো।

ঘ. “উদ্দীপকের শেষ চরণ দুটি যেন ‘সোনর তরী' কবিতার কবির জীবনদর্শনের প্রতিচ্ছবি”

 — 'সোনার তরী' কবিতার আলোকে মূল্যায়ন করো।

৩. আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে

    হারায়ে সেই মানুষ তার উদ্দেশ্যে দেশ বিদেশে, 

    আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে।

    কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম  'বনফুল' ।

প্রশ্ন-২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ 'বনফুল' প্রকাশিত হয় কত সালে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ 'বনফুল' প্রকাশিত হয় ১৮৮০  সালে।

প্রশ্ন-৩. 'আমি একেলা —এখানে 'আমি' কে?

উত্তর: 'আমি একেলা —এখানে 'আমি'হলো কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবি।

প্রশ্ন-৪. 'সোনার তরী' কবিতায় ‘বাঁকা জল' কীসের প্রতীক? 

উত্তর:  'সোনার তরী' কবিতায় ‘বাঁকা জল' অনন্ত কালস্রোতের প্রতীক।

প্রশ্ন-৫. 'সোনার তরী' কবিতায় উল্লিখিত মাঝি কীসের প্রতীক? 

উত্তর: 'সোনার তরী' কবিতায় উল্লিখিত মাঝি মহাকালের প্রতীক।

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. ‘ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি’- ব্যাখ্যা করো ।

প্রশ্ন-২. 'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'—উক্তিটি ব্যাখ্যা করো। 

প্রশ্ন-৩. “ভরা নদী ক্ষুরধারা খরপরশা” – বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা করো।

প্রশ্ন-৪. ‘দেখে যেন মনে হয় চিনি উহারে' বলতে কী বোঝানো হয়েছে? 

প্রশ্ন-৫. সোনার তরীতে কৃষকের ঠাঁই হলো না কেন?

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.‘সোনার তরী’ ও ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতা দুটির সাদৃশ্য কোন দিক থেকে —

(ক) বিষয়বিন্যাসে

(খ) ইতিহাস ও ঐতিহ্য প্রীতিতে

(গ) নাম কবিতা বলে

(ঘ) উপস্থাপনায়

উত্তর: গ

২. সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কী বোঝানো হয়েছে?

(ক) মূল্যবান সম্পদ

(খ) মূল্যবান কর্ম

(গ) মূল্যবান রত্ন

(ঘ) মূল্যবান ফসল

উত্তর: খ

৩.‘সোনার তরী' কবিতাটির নামকরণ 'নিষ্ঠুর মহাকাল' রাখা যেত নিচের কোন যুক্তিতে? 

(ক) চরিত্রের ভিত্তিতে

(খ) বিষয়ের ভিত্তিতে

(গ) অন্তর্নিহিত তাৎপর্যয়ের ভিত্তিতে 

(ঘ) দার্শনিকতার ভিত্তিতে

উত্তর: গ

৪. সোনার তরী কবিতায় ভরা পালে কে চলে যায়?

(ক) মাঝি

(খ) কবি 

(গ) কৃষক

(ঘ) নাবিক

উত্তর: ক

৫.'সোনার তরী' কবিতায় ‘খরপরশা' বলতে কী বোঝানো হয়েছে?

(ক) তলোয়ারের মতো

(খ) ধারালোর বর্শার মতো

(গ) বাঁকা ছুরির মতো

(ঘ) ধারালো চাকুর মতো

উত্তর: খ

৬.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

(ক) স্বরবৃত্ত

(খ) অক্ষরবৃত্ত

(গ) মাত্রাবৃত্ত

(ঘ) গদ্যছন্দ

উত্তর: গ

৭.‘সোনার তরী' কবিতায় কোনটি প্রকাশ পেয়েছে?

(ক) ব্যক্তিসত্তার অমরত্ব

(খ) ব্যক্তিসত্তার নশ্বরতা

(গ) মানবসত্তার অমরত্ব

(ঘ) জীবনসত্তার অবিনশ্বরতা

উত্তর: খ

৮.'যাহা লয়ে ছিনু ভুলে'- 'সোনার তরী' কবিতার এ পঙক্তিটির মধ্যে কী প্রচ্ছন্ন রয়েছে?

(ক) অনুশোচনা

(খ) আক্ষেপ

(গ) আত্মসমালোচনা.

(ঘ) শূন্যতাবোধ

উত্তর: গ

৯.'সোনার তরী' কবিতায় ব্যক্তিসত্তাকে বিসর্জনের ইঙ্গিত পাওয়া যায় কোনটিতে?

(ক)  কৃষকের অসহায় আত্মসমর্পণে 

(খ)  মাঝির নির্মোহ আচরণে 

(গ) কৃষকের প্রতীক্ষায়

(ঘ)  নৌকা ফসল পূর্ণ করায়

উত্তর: ক

১০. 'সোনার তরী' কবিতায় নৌকার মাঝি কীভাবে চলে যায়?

(ক)  দ্রুতগতিতে

(খ) ভরা পালে

(গ) ভরা হালে

(ঘ) রিক্ত অবস্থায়

উত্তর: খ

১১. ‘পরপারে’ রূপকের মধ্য দিয়ে 'সোনার তরী' কবিতাটিতে মূলত কী বোঝানো হয়েছে? 

(ক) ওপারের গ্রাম

(খ) মৃত্যুপরবর্তী  জগৎ

(গ) কল্পনার জগৎ

(ঘ) দূরবর্তী গ্রাম

উত্তর: খ

১২. ‘সোনার তরী' কবিতায় সোনার ধান আসলে কী?

(ক) সোনার তৈরি ধান

(খ) সোনামুখী ধান 

(গ) মূল্যবান রত্ন

(ঘ) সৃষ্টিকর্ম

উত্তর: ঘ

১৩. মহাকালের স্রোতে কী ভেসে যায়?

(ক) মানুষের ধর্ম

(খ) সোনার ফসল

(গ) জীবন-যৌবন

(ঘ) সোনার তরী

উত্তর: ঘ

১৪. “সোনার তরী” কবিতার অধিকাংশ পক্তির পূর্ণ পর্বের মাত্রা কত?

(ক) ৮

(খ) ৫

(গ) ৬

(ঘ) ৪

উত্তর: ক

১৫. 'সোনার তরী' কবিতায় 'আমি' শব্দটির প্রতীকী অর্থ কী?

(ক) কৃষক

(খ) কবি নিজে 

(গ) মাঝি

(ঘ) সোনার ধান

উত্তর: খ

১৬. রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতায় 'সারা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? 

(ক) শুরু

(খ) শেষ 

(গ) ক্ষান্ত

(ঘ) ইশারা

উত্তর: খ

১৭. 'সোনার তরী' কবিতায় নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? 

(ক) কবিকে

(খ) শিল্পীকে

(গ) অভিনেতাকে

(ঘ) গায়ককে

উত্তর: ক

১৮. কৃষক মাঝিকে কী নিয়ে যেতে বলেছে?

(ক) সোনালি পার্ট

(খ) সোনার ধান

(গ) রুপালি ইলিশ

(ঘ) রুপার ধান

উত্তর: খ

১৯. ‘সোনার তরী' কবিতায় ফসলের চারপাশে বেষ্টিত জলরাশি বলতে কী বোঝানো হয়েছে? 

(ক) নির্বিকারিত্ব

(খ) অসহায়ত্ব

(গ)  নিঃসঙ্গতা

(ঘ) কালস্রোত

উত্তর: ঘ

২০. 'সোনার তরী' কবিতায় কোনটি অবিনশ্বর ?

(ক) মানবসত্তা

(খ) জীবসত্তা

(গ) ব্যক্তিসত্তা

(ঘ) কবিসত্তা

উত্তর: ঘ

২১. 'সোনার তরী' কবিতার অধিকাংশ পঙক্তি কত মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত?

(ক) ৮+৫

(খ) ৮+৬

(গ) ৬+৪

(ঘ) ৬+৫

উত্তর: ক

২২. ধান কাটা শেষ হওয়ার মধ্যদিয়ে 'সোনার তরী' কবিতাটিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) কর্মের পরিণতি

(খ) কর্মময় জীবন

(গ) ফসলের কাজ সম্পন্ন হওয়া 

(ঘ) ফসল তোলার তাড়া

উত্তর: ক

২৩. 'সোনার তরী' কবিতায় কোন পঙ্ক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে?

(ক) ভরা পালে চলে যায়

(খ) কোনো দিকে নাহি চায়

(গ) দেখে যেন মনে হয় চিনি উহাকে

(ঘ) গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে

উত্তর: খ

২৪. সোনার তরী' কবিতায় যে দৃশ্যপট চিত্রিত হয়েছে তা হলো-

i. কৃষক একা কূলে বসে আছে

ii. মাঝি তীরে নৌকা ভিড়াচ্ছে

iii. সোনার ফসল নিয়ে মাঝি চলে যাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

২৫. ‘সোনার তরী' কবিতায় শূন্য নদীর তীর' কীসের ইঙ্গিত বহন করে—

i. নিঃসঙ্গ বেদনাবোধের

ii. জনশূন্য পরিবেশের

iii. অনিবার্য/আসন্ন বিলয়ের 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ

২৬. 'যাহা ছিল নিয়ে গেল সোনার তরী' চরণটি নির্দেশ করে—

i. কৃষকের অসহায়ত্ব

ii. মৃত্যু অপরিহার্যতা

iii. মহাকালের কাছে ব্যক্তি মানুষ মূল্যহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

“মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে;

২৭. উদ্দীপকের সাথে 'সোনার তরী' কবিতার পার্থক্য কোথায়—

(ক) বিষয়বস্তুতে

(খ) মৃত্যুর অনিবার্যতায়

(গ) মৃত্যুর ভাবনায়

(ঘ) পারমার্থিক চিন্তায়

উত্তর: গ

২৮. উক্ত পার্থক্যের অন্তর্নিহিত কারণ

i. বিষয়বস্তুতে

ii. কবিদ্বয়ের ভিন্ন দৃষ্টিভঙ্গি

iii. উদ্দীপকের কবির আশাবাদ 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ

নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে গীত-শেষে বীণা, পড়ে থাকে ধুলি-মাঝে ।

২৯. উদ্দীপকের ‘বীণা' 'সোনার তরী' কবিতায় কীসের সাথে তুলনীয়?

(ক) তরী

(খ) ধান

(গ) কবি

(ঘ) মাঝি

উত্তর: গ

৩০. উদ্দীপক ও কবিতায় যে ভাব ফুটে উঠেছে-

i. কর্মের প্রতি গুরুত্ব

ii. কর্মীর প্রতি অবহেলা

iii. সময়ের অনন্ত প্রবহমানতা 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক

নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসবে পরিচিত। 'বিদ্রোহী' কবিতা লেখার 'প্রথমে তিনি 'বিদ্রোহীর কবি' এবং পরে 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত পান। 'বিদ্রোহী' কবিতা আমাদের ব্রিটিশবিরোধী আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর কবর রয়েছে।

৩১. উদ্দীপকের 'বিদ্রোহী' কবিতার সাথে 'সোনার তরী' কবিতার কীসের মিল আছে?

(ক) নদী

(খ) নৌকা 

(গ) কৃষক

(ঘ) ধান

উত্তর: ঘ

৩২. উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার ভাববস্তুর আলোকে বলা যায় - 

i. ব্যক্তিসত্তা চূড়ান্তভাবে নিঃসঙ্গ

ii. মহাকালের বুকে ব্যক্তির ঠাঁই নেই

iii. মানুষের মহৎকর্ম অবিনশ্বর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ






আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: বাংলা ১ম পত্র অধ্যায় ৮:সোনার তরী সাজেশন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url