এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 

masi pisi admission

মাসি-পিসি

মানিক বন্দ্যোপাধ্যায়

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র : মাসি-পিসি 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • 'মাসি-পিসি' গল্পের প্রধান দুই নারী চরিত্র মাসি ও পিসি। দুজনই বিধবা, নিঃসন্তান, অত্যন্ত গরিব,তাদের টিকে থাকার সংগ্রামই এ গল্পের আলেখ্য। 
  •  'মাসি-পিসি' গল্পের আহ্লাদি অনাথ ও বিবাহিতা
  •  জগু 'মাসি-পিসি' গল্পের প্রধান পুরুষ চরিত্র। সে মদ্যপ, স্ত্রী নির্যাতনকারী ও সম্পদলোভী।
  •  কৈলাশকে ‘মাসি-পিসি' গল্পে তোষামুদে হিসেবে পাওয়া যায়। সে মূলত জগুর পক্ষ নিয়ে মাসি-পিসির কাছে উমেদারি করে।
  • বুড়ো রহমান এ গল্পে অপ্রধান চরিত্র। তাকে সন্তানহারা, স্নেহপরায়ণ পিতা হিসেবে পাওয়া যায় ।স্ত্রীকে ঘরে নিতে না পারায় মাসি-পিসিকে জব্দ করতে জগু গভীর রাতে আহ্লাদিদের বাড়িতে জমিদারের পেয়াদা ও অজ্ঞাত কিছু খারাপ লোক পাঠায় । 
  • রাতের আঁধারে শত্রু বাড়িতে এলে মাসি-পিসি অস্ত্র হাতে রুখে দাঁড়ায়। ভয় পেয়ে তখন শত্রুরা বাড়ি ছাড়তে বাধ্য হয় ।
  •  দুর্ভিক্ষ, মহামারি ইত্যাদি কারণে আহ্লাদি বাবা-মা ও ভাইকে হারায়। 
  •  মাসি- পিসিও একই পরিস্থিতিতে জীবিকার জন্য ঘরের বাহির হয় ।
  • সালতি বলতে শালকাঠ বা তালগাছের গুঁড়ি দিয়ে নির্মিত নৌকাকে বোঝায় । কাটারি হলো এক প্রকার ধারালো দা-জাতীয় অস্ত্র ।
  • ‘পাঁশুটে’ মানে ফ্যাকাশে, হাসি-তামাশাযুক্ত বিবাদ বা ক্ষণস্থায়ী ঝগড়াকে খুনসুটি বলা হয় ।
  • মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'মাসি-পিসি' গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩৫২ বঙ্গাব্দে কলকাতার 
  •    'পূর্বাশা' পত্রিকার চৈত্র সংখ্যায়। পরে এ গল্পটি ‘পরিস্থিতি' নামক গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়।
  • তৎকালীন সমাজে নারীদের হীন অবস্থান ও দৈন্যক্লিষ্ট জীবনের চরম রূপ 'মাসি-পিসি' গল্পের প্রধান সামাজিক প্রেক্ষাপট ।
  • মাসি ও পিসি এ দুটি চরিত্র নির্মাণের মাধ্যমে এ গল্পে সমাজের প্রান্তিক ও অসহায় নারীদের জীবনযুদ্ধকে ফুটিয়ে তোলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১. 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ? 

[ক ১৯-২০]

(ক) কৈলেশ

(খ) জগু

(গ) রহমান

(ঘ) কানাই

উ: গ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২. 'মাসি-পিসি' গল্পে চৌকিদার কে? 

[ক ১৭-১৮]

(ক) বৈলেশে

(খ) গোকুল

(গ) বুড়ো রহমান

(ঘ) কানাই

উ: ঘ

৩. 'হা-ঘরে' কোন সমাস? 

[ঘ  ১৫-১৬]

(ক) দ্বন্দ্ব

(খ) তৎপুরুষ

(গ) বহুব্রীহি

(ঘ) অব্যয়ীভাব

উ: ঘ

৪. 'মাসি-পিসি' গল্পে দুই বিধবার চরিত্রে মিল কিসে? 

[খ ১৬-১৭]

(ক) জামাইকে ঠকানোর চিন্তায়

(খ) দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধে

(গ) ব্যবসায় বুদ্ধিতে

(ঘ) নৌকা চালানোর পারদর্শিতায়

উ: খ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৫. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? 

[E ১৭-১৮]

(ক) জননী

(খ) প্রাগৈতিহাসিক

(গ) পদ্মানদীর মাঝি

(ঘ) দিবারাত্রির কাব্য

উ: খ

৬. 'মাসি-পিসি' গল্পের মূল উপজীব্য হচ্ছে— 

[A ১৭-১৮]

(ক) পুরুষতান্ত্রিকতা

(খ) স্বামী কর্তৃক নির্যাতন

(গ) নারীর অসহায়ত্ব

(ঘ) নারীর দারিদ্র্য

উ: গ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৭. কোন উপন্যাসগুচ্ছ মানিক বন্দ্যোপাধ্যায়ের? 

[C ১৯-২০]

(ক) পুতুলনাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি, জননী

(খ) চোট্টি মুণ্ডা এবং তার তীর, হাজার চুরাশির মা, হরিরাম মাহাতো 

(গ) আরণ্যক, পথের পাঁচালী, মৃত্যুক্ষুধা

(ঘ) সময় অবসময়ের বৃত্তান্ত, তিস্তাপারের বৃত্তান্ত, আত্মীয় বৃত্তান্ত

উ: ক

৮. 'দিবরাত্রির কাব্য' কী? 

[I ১৭-১৮]

(ক) একটি কাব্যগ্রন্থ

(খ) একটি উপন্যাস

(গ) একটি কবিতা

(ঘ) একটি গল্পগ্রন্থ

উ: খ

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৯.'মাসি-পিসি' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

[C ১৯-২০]

(ক) কল্লোল

(খ) পূর্বাশা

(গ) কালি-কলম

(ঘ) প্ৰগতি

উ: খ

১০. 'মাসি-পিসি' গল্পে 'ডরাসনি' ডর কীসের? কোন প্রসঙ্গে এ উক্তি করা হয়েছে? 

[C ১৯-২০]

(ক) স্বামীর ঘর করা

(খ) কাছারিবাড়ি যাওয়া

(গ) বাবার জমিজমা দেখা

(ঘ) রাতে একা থাকা

উ: ক

১১. 'মাসি-পিসি' গল্পে কানাই মাসি-পিসিকে কোথায় যেতে বলেছে?

[C ১৯-২০]

(ক) জমিদারবাড়ি

(খ) থানায়

(গ) কাছারিবাড়ি

(ঘ) চৌকিদারবাড়ি

উ: গ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

১২. 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির পরিবারের সদস্যরা মারা গিয়েছিল -

[F ১৯-২০]

(ক) মহামারিতে

(খ) দুর্ভিক্ষে 

(গ) কলেরায়

(ঘ) ম্যালেরিয়ায়

উ: গ

১৩. 'মাসি-পিসি' গল্পে অবলম্বনে 'পিসির হাতে ছিল - মাসি নিয়ে আসে –

[F ১৯-২০]

(ক) কাটারি, বঁটি

(খ) বঁটি, কাটারি

(গ) রামদা, বঁটি

(ঘ) কাটারি, রামদা

উ: ক

১৪. কানাই চৌকিদার কখন মাসি-পিসির সন্ধান করতে আসে? 

[F ১৯-২০]

(ক) শুল্কপক্ষের একাদশীর দিন

(খ) দ্বাদশীর দিন

(গ) দ্বাদশীর রাত্রে

(ঘ) অমাবস্যার অন্ধকার

উ: গ

 রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১৫. 'মাসি-পিসি' কার রচনা? 

[I ১৭-১৮]

(ক) আবুল ফজল

(খ) ) আব্দুল হক

(গ) দ্বিজ কানাই

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উ: ঘ

১৬. কোনটি উপন্যাস? 

[K ১৭-১৮]

(ক) শেষলেখা

(খ) কবিতার কথা

(গ) দিবারাত্রির কাব্য

(ঘ) একজন হত্যাকারীর গল্প

উ: গ

১৭. 'বেমক্কা' শব্দের অর্থ— 

[B ১৭-১৮]

(ক) অসতর্ক

(খ) অসংযত

(গ) অসংগত

(ঘ) অসমর্থ

উ: গ

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৮. ‘আঁতের খবর' বের করায় সংবাদ আছে কোন উপন্যাসে? 

[C ১৮-১৯]

(ক) চোখের বালি

(খ) দুর্গেশনন্দিনী

(গ) পদ্মানদীর মাঝি

(ঘ) কবি

উ: গ

১৯. “নিজেকে তার ছ্যাচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কে বলেছে?

[B ১৭-১৮]

(ক) কল্যাণী

(খ) আমিনা

(গ) জমিলা

(ঘ) আহ্লাদি

উ: ঘ

২০. ‘ও মাসি, ওগো পিসি, রাখো রাখো। খপর আছে শুনে যাও।'— উক্তিটি কার লেখা থেকে নেওয়া? 

[E ১৫-১৬]

(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(গ) দ্বিজকানাই

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উ: ঘ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

২১. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম কোনটি? 

[A ১৬-১৭; চবি খ ১৬-১৭]

(ক) শরৎকুমার বন্দ্যোপাধ্যায়

(খ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

(গ) সরোজকুমার বন্দ্যোপাধ্যায়

(ঘ) তরুণকুমার বন্দ্যোপাধ্যায়

উ: খ

২২. 'মাসি-পিসি' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

[E ১৬-১৭|

(ক) ঐতিহ্য

(খ) পূর্বাশা

(গ) আনন্দবাজার

(ঘ) সবুজপত্র

উ: খ

২৩. 'মাসি-পিসি' গল্পে 'আয় না বজ্জাত হারমজাদারা'। উক্তিটি করেছে—

[E ১৬-১৭]

(ক) পিসি

(খ) মাসি

(গ) কানাই

(ঘ) দারোগাবাবু

উ: ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২৪.  ‘প্রাগৈতিহাসিক' গল্পটির রচয়িতা কে? 

[B ২০-২১]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মানিক বন্দ্যোপাধ্যায়

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ্

উ: খ

 IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

২৫. 'মাসি-পিসি' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

[B1 ২০-২১]

(ক) কল্লোল

(খ) প্ৰগতি

(গ) কালি-কলম

(ঘ) পূর্বাশা

উ: ঘ

২৬. নিচের কোন রচনায় কলেরা মহামারির প্রসঙ্গ আছে? 

[D ২০-২১]

(ক) আহ্বান

(খ) মাসি-পিসি

(গ) চাষার দুক্ষু

(ঘ) নেকলেস

উ: খ

২৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায়? 

[B ১৯-২০]

(ক) কলকাতা

(খ) ফরিদপুর

(গ) চট্টগ্রাম

(ঘ) ঢাকা

উ: ঘ

২৮. ‘পদ্মানদীর মাঝি' এর লেখকের প্রকৃত নাম কী? 

[D ১৭-১৮; বেরিাবি B ১৭-১৮]

(ক) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

(খ) মানিক বন্দ্যোপাধ্যায়

(গ) প্রবোধচন্দ্র সেন

(ঘ) আবু ইসহাক

উ: ক

২৯. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র? 

[D ১৫-১৬]

(ক) মহেশ

(খ) হোসেন মিয়া

(গ) আদরিণী

(ঘ) ফটিক

উ: খ

৩০. নিচের কোন বইটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা? 

[B ১৬-১৭ ]

(ক) সাত সাগরের মাঝি

(খ) কর্ণফুলীর মাঝি

(গ) রঙিলা নায়ের মাঝি

(ঘ) পদ্মানদীর মাঝি

উ: ঘ

৩১. মাসি-পিসি কেন কাছারি বাড়িতে যেতে রাজি হয়নি? 

[D1 ১৬-১৭]

(ক) উপোস থাকায়

(খ) শ্রান্তিবশত

(গ) আহ্লাদির নিরাপত্তার কথা ভেবে 

(ঘ) নির্যাতনের আশঙ্কায়

উ: গ

খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩২. 'মাসি-পিসি' গল্পে চৌকিদারের নাম কী? 

[A ১৯-২০]

(ক) কানাই

(খ) ওসমান

(গ) রহমান

(ঘ) কৈলেশ

উ: ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩৩. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র?

[A ১৭-১৮; D চবি ১৫-১৬]

(ক) মহেশ

(খ) হোসেন মিয়া 

(গ) আদরিণী

(ঘ) ফটিক

উ: খ

৩৪. 'মাসি-পিসি' গল্পের উপজীব্য বিষয় কোনটি? 

[A ১৬-১৭]

(ক) বিধবাবিবাহ

(খ) পিতৃমাতৃহীন তরুণীর কাহিনি

(গ) নারীজীবনের অস্তিত্বের সংকট

(ঘ) যৌতুকপ্রথা

উ: গ

৩৫. মাসি-পিসি গল্পের চরিত্র কোনগুলো? 

[A ১৬-১৭] 

(ক) কৈলেশ, আহ্লাদি, ঘুঁটি গোয়ালিনী

(খ) হাজরা ব্যাটার বৌ, মা-পিসিমা, খুড়ো মশায় 

(গ) গোপাল, কৈলাশ, আহ্লাদি 

(ঘ) কৈলাশ, রহমান, কানাই

উ: ঘ

৩৬. শুড়িখানায় পড়ে থাকে বার মাস' কে পড়ে থাকে? 

[B ১৬-১৭]

(ক) কৈলাশ

(খ) জগু

(গ) বড় বাবু

(ঘ) দারোগা বাবু

উ: খ

৩৭. 'মাসি-পিসি' গল্পটি কোন গ্রন্থভুক্ত? 

[A ১৯-২০]

(ক) সরীসৃপ

(খ) হলুদ পোড়া

(গ) পরিস্থিতি

(ঘ) সমুদ্রের স্বাদ

উ: গ

৩৮. ‘মাসি-পিসি' গল্পে শকুন কীসের প্রতীক? 

[A ১৭-১৮]

(ক) অপশক্তির

(খ) দীর্ঘশ্বাসের

(গ) হাহাকারে

(ঘ) মন্বন্তরের

উ: ঘ

৩৯. ‘মাসি-পিসি' গল্পের মূল বিষয় কী? 

[C ১৬-১৭]

(ক) সত্য-মিথ্যার দ্বন্দ্ব

(খ) বিধবা-জীবনের সংকট

(গ) পুরুষতান্ত্রিক সমাজের বিপরীতে নারীর টিকে থাকার লড়াই 

(ঘ) স্বামীর নির্মম নির্যাতনের শিকার আহ্লাদির করুণ পরিণতি

উ: গ

ইসলামী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪০. মাসি-পিসি' গল্পের আহ্লাদি কার নির্যাতনের শিকার? 

[H ১৭-১৮]

(ক) মাসি ও পিসির

(খ) ভাই-বোনের

(গ) স্বামীর

(ঘ) ননদের

উ: গ

৪১. ‘মাসি-পিসি' গল্পে আহ্লাদির স্বামীর নাম কী? 

[B ১৭-১৮]

(ক) কৈলাস

(খ) জগু

(গ) কানাই

(ঘ) রহমান

উ: খ

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪২. 'মাসি-পিসি' গল্পের খলনায়ক কে? 

[D ১৬-১৭]

(ক) জগু

(খ) কৈলেশ

(গ) কর্তাবাবু

(ঘ) গোকুল

উ: ঘ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি. ও প্র. বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়? 

[G ১৭-১৮]

(ক) মানিকগঞ্জ

(খ) গোপালগঞ্জ

(গ) বিক্রমপুর

(ঘ) ভোলা

উ: গ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রশ্ন ও উত্তর

৪৪. মাসি-পিসিকে কজন পেয়াদা কাছারি বাড়িতে নিয়ে যেতে এসেছিল?

[বেরোবি B ১৭-১৮]

(ক) দুজন

(খ) তিনজন

(গ) পাঁচজন

(ঘ) একজন

উ: খ

৪৫. 'মাসি-পিসি' গল্পে শ্বশুরবাড়িরতে মারা যার যার মেয়ে তার নাম- 

[১৬-১৭]

(ক) কৈলাশ

(খ) রহমান

(গ) কানাই

(ঘ) জগু

উ: খ

এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত  MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান

এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url