সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন

 অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন

development-Bangladesh


এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Sociology 2nd paper100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১.“উন্নয়ন হলো পশ্চাৎপদ অবস্থা থেকে ইতিবাচক রূপান্তরের দিকে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন প্রক্রিয়া”— সংজ্ঞাটি কার?

উত্তর: “উন্নয়ন হলো পশ্চাৎপদ অবস্থা থেকে ইতিবাচক রূপান্তরের দিকে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন প্রক্রিয়া” – সংজ্ঞাটি সুইডিস অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিক গুনার মিরডালের

প্রশ্ন-২.‘World Summit of Social Development' অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ‘World Summit of Social Development' অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে ।

প্রশ্ন-৩. সামাজিক উন্নয়ন কী?

উত্তর: সামাজিক উন্নয়ন বলতে সমাজের কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকে বোঝায় ।

প্রশ্ন-৪. বটোমর সামাজিক উন্নয়ন বলতে কী বুঝিয়েছেন?

উত্তর: ব্রিটিশ সমাজবিজ্ঞানী টি. বি. বটোমর সামাজিক উন্নয়ন বলতে জ্ঞানের উন্নয়ন এবং প্রযুক্তি ও অর্থনৈতিক দক্ষতার মাধ্যমে প্রাকৃতিক নিয়ন্ত্রণে ক্ষমতার বৃদ্ধিকে বুঝিয়েছেন।

প্রশ্ন-৫. সামাজিক উন্নয়ন প্রত্যয়টি কখন থেকে ব্যবহৃত হতে থাকে?

উত্তর: সামাজিক উন্নয়ন প্রত্যয়টি ষাটের দশকের শুরু থেকে ব্যবহৃত হতে থাকে ।

প্রশ্ন-৬. টেকসই উন্নয়নের বাস্তব রূপ কী?

উত্তর: টেকসই উন্নয়নের বাস্তব রূপ হলো দরিদ্রদের জীবনের উন্নতি করা ।

প্রশ্ন-৭. সামাজিক উন্নয়ন কীসের সাথে সম্পর্কযুক্ত?

উত্তর: সামাজিক উন্নয়ন সামাজিক নীতি ও পরিকল্পনার সাথে সম্পর্কযুক্ত।

প্রশ্ন-৮. সরকারি সংস্থা কীসের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: সরকারি সংস্থা আইনগত ও প্রশাসনিক ক্ষমতাবলে প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন-৯. সরকারি সংস্থা কী?

 [ঢা. বো, রা. বো, কু. বো, সি. বো, য. বো. ১৭]

উত্তর: সরকারি সংস্থা বলতে সম্পূর্ণরূপে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠানকে বোঝায় ৷

 প্রশ্ন-১০. NGO-এর পূর্ণরূপ লেখ ।

[সকল বোর্ড ২২; রা. বো, কু.বো., চ. বো, ব. বো. ১৮; দি. বো., চ. বো, ব. বো. ১৭: সকল বোর্ড ১৫]

 উত্তর: NGO-এর পূর্ণরূপ হচ্ছে— Non Government Organization.

প্রশ্ন-১১ বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থাকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 

উত্তর: বাংলাদেশের কর্মরত বেসরকারি সংস্থাকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়।

 প্রশ্ন-১২. কাজের পরিধির ভিত্তিতে বেসরকারি সংস্থাকে কয় ভাগে ভাগ করা হয়?

 উত্তর: কাজের পরিধির ভিত্তিতে বেসরকারি সংস্থাকে তিনভাগে ভাগ করা হয়। 

প্রশ্ন-১৩. কখন থেকে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ শুরু হয়? 

উত্তর: আশির দশকের শুরুতে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ শুরু হয় । | 

প্রশ্ন-১৪. ভিলেজ এইড প্রোগ্রাম গ্রহণ করা হয় কত সালে? 

উত্তর: ভিলেজ এইড প্রোগ্রাম গ্রহণ করা হয় ১৯৫২ সালে।

 প্রশ্ন-১৫. ‘এলাকা উন্নয়ন প্রকল্প' চালু করা হয় কত সালে?

 উত্তর: ‘এলাকা উন্নয়ন প্রকল্প' চালু করা হয় ১৯৭৫-৭৬ সালে ।

প্রশ্ন-১৬. BRDB-এর পূর্ণরূপ কী?

উত্তর: BRDB-এর পূর্ণরূপ হলো, Bangladesh Rural Development Board.

 প্রশ্ন-১৭. গ্রাম উন্নয়ন কী?

উত্তর: গ্রাম উন্নয়ন হলো গ্রামের সব শ্রেণি বা সকল স্তরের মানুষের সম-উন্নয়ন

প্রশ্ন-১৮. পাকিস্তান সরকার কত সালে কুমিল্লায় পল্লি উন্নয়ন একাডেমি স্থাপন করে? 

উত্তর: পাকিস্তান সরকার ১৯৫৯ সালে কুমিল্লায় পল্লি উন্নয়ন একাডেমি স্থাপন করে।

 প্রশ্ন-১৯. কত সালে কুমিল্লা সমবায় সমিতি চালু করা হয়?

উত্তর: ১৯৬০ সালে কুমিল্লা সমবায় সমিতি চালু করা হয়।

প্রশ্ন-২০. সমবায়ের মূলনীতি কী?

উত্তর: সমবায়ের মূলনীতি হলো, ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।”

প্রশ্ন-২১. BARD-এর পূর্ণরূপ কী? 

[ঢা. বো, কু. বো., য. বো. ২২; ঢা বো., দি, বো, সি. বো, য. বো. ১৮]

উত্তর: BARD-এর পূর্ণরূপ হচ্ছে ‘Bangladesh Academy for Rural Development' ।

প্রশ্ন-২২. কত সালে স্বনির্ভর আন্দোলনের সূত্রপাত ঘটে? উত্তর: ১৯৭৫ সালে স্বনির্ভর আন্দোলনের সূত্রপাত ঘটে।

 প্রশ্ন-২৩. সমবায় সংগঠনের প্রধান কেন্দ্রবিন্দু কী? উত্তর: সমবায় সংগঠনের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে গ্রাম ।

প্রশ্ন-২৪. বাংলাদেশে কতটি নিবন্ধনকৃত বেসরকারি সংস্থা রয়েছে?

উত্তর: বাংলাদেশে ২২৪০টি নিবন্ধনকৃত বেসরকারি সংস্থা রয়েছে।

প্রশ্ন-২৫. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পল্লি উন্নয়ন কার্যক্রম শুরু করেন?

উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮০ সালে পল্লি উন্নয়ন কার্যক্রম শুরু করেন ।

প্রশ্ন-২৬. কত সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন-২৭. প্রশিকার মূল লক্ষ্য কী?

উত্তর: প্রশিকার মূল লক্ষ্য হলো দরিদ্রদের ক্ষমতায়নের মাধ্যমে ব্যাপক ও নিবিড় অংশগ্রহণ মূলক টেকসই উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা।

প্রশ্ন-২৮. গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?

 [দি. বো.. চ. বো, ব. বো. ১৭]

উত্তর: গ্রামীণ ব্যাংক বেসরকারি আর্থিক সংস্থা।

প্রশ্ন-২৯. ASA-এর পূর্ণরূপ কী? 

[সকল বোর্ড ১৯]

উত্তর: ASA-এর পূর্ণরূপ হচ্ছে ‘Association for Social Advancement'. সামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ের গুরুত্ব

প্রশ্ন-৩০.সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমন্বয় কী?

উত্তর: সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমন্বয় হলো, উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ।

প্রশ্ন-৩১. সমন্বয় দরিদ্র জনগণের কোন বিষয়টি নিশ্চিত করে?

উত্তর: সমন্বয় দরিদ্র জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।

প্রশ্ন-৩২, প্রকল্প বাস্তবায়নের জন্য বেসরকারি সংস্থা কী হিসেবে ভূমিকা পালন করে থাকে?

উত্তর: প্রকল্প বাস্তবায়নের জন্য বেসরকারি সংস্থা সবর্দা মধ্যস্থতার ভূমিকা পালন করে থাকে ।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?

[ম. বো.. রা. বো, দি, বো, চ. বো,, সি. বো, ব, বো, ২২: চা, বো, রা, বো, কু. বো, সি. বো, য, বো. ১৭]

 উত্তর: সামাজিক উন্নয়ন বলতে সমাজের সার্বিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকে বোঝায়।

সামাজিক উন্নয়ন একটি বিমূর্ত বিষয়। কার্যত সমাজের বিদ্যমান অবস্থা থেকে উন্নততর অবস্থায় উত্তরণকে সামাজিক উন্নয়ন বলা হয়। সমাজবিজ্ঞানী জেমস মিজলে বলেন, “সামাজিক উন্নয়ন বলতে পরিকল্পিত সামাজিক পরিবর্তনের এমন এক প্রক্রিয়াকে বোঝায়, যা গতিশীল অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে সমগ্র জনগোষ্ঠীর জন্য কল্যাণকর অবস্থার উন্নয়ন সাধনের প্রচেষ্টা চালায়।”

প্রশ্ন-২. সরকারি সংস্থা বলতে কী বোঝ? 

[সকল বোর্ড ১৫]

উত্তর: সরকার কর্তৃক পরিচালিত কোনো দপ্তর বা প্রতিষ্ঠানকে সরকারি সংস্থা বলা হয়।

সরকারি সংস্থা হলো সরকারের প্রশাসনিক কার্যক্রম সম্পাদনের এক-একটি একক। সরকার তার নানামুখী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংশ্লিষ্ট নির্দিষ্ট মন্ত্রাণালয়, বিভাগ ও দপ্তরের ওপর নির্ভরশীল থাকে। তাই সরকারি সংস্থা বলতে এসব মন্ত্রণালয়ের অধীন বিভাগ, দপ্তর ও প্রতিষ্ঠানকে বোঝানো হয়। এসব সংস্থা, দপ্তর বা প্রতিষ্ঠান আইনগত বা প্রশাসনিক ক্ষমতাবলে প্রতিষ্ঠিত।

প্রশ্ন-৩. সরকারি সংস্থার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

উত্তর: সরকারি সংস্থা হচ্ছে সরকারের প্রশাসনিক একক ।

সরকারি সংস্থার কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে । এগুলো হলো- ১. বৃহৎ পরিসরের কর্ম এলাকা বিদ্যমান, ২. সীমিত সেবা এবং সব এলাকার জন্য কর্মসূচি, ৩. উপকারভোগীদের সাথে মিথস্ক্রিয়ার অভাব, ৪. পদক্ষেপ গ্রহণ ও প্রেষণার অভাব, ৫. কঠোর ও ক্রমসোপান ভিত্তিক আমলাতান্ত্রিক কাঠামো, ৬. সাধারণ জনগণের কাছে দায়বদ্ধতা ইত্যাদি ।

প্রশ্ন-৪. ভিলেজ এইড প্রোগ্রাম কী? বুঝিয়ে লেখ।

উত্তর: ভিলেজ এইড প্রোগ্রাম বাংলাদেশের গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নের দায়িত্বে নিয়োজিত একটি কর্মসূচি। 

গ্রামীণ সমাজের অগ্রগতি, সম্পদের সুষ্ঠু ব্যবহার, জনসাধারণের আয় বৃদ্ধি, উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৫২ সালে ভিলেজ এইড কর্মসূচির অগ্রযাত্রা শুরু হয়। ভিলেজ এইড প্রোগ্রামের মাধ্যমে সরকার কৃষি উৎপাদন বাড়ানোর জন্য নতুন উদ্যোগ নেয়। এই কর্মসূচি উৎপাদন বৃদ্ধির জন্য পল্লির সার্বিক উন্নয়নের প্রতি গুরুত্ব দেয়, যা পল্লি উন্নয়নের কৌশলে প্রথম সুপরিকল্পিত কর্মসূচি বলা যেতে পারে ।

প্রশ্ন-৫. সমবায় বলতে কী বোঝ?

উত্তর: সমবায় এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান, যা একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন। আন্তর্জাতিক সমবায় মৈত্রী (International Co-operative Alliance) তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায়ের সংজ্ঞা দিয়েছে যে, “সমবায় হলো সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ভূমিকা পালন এবং এ লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনা করে।” বর্তমানে যে ধরনের সমবায় সমিতি দেখা যায়, তার সাংগঠনিক রূপ শিল্প বিপ্লবের পরেই প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন-৬. স্বনির্ভর আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: স্বনির্ভর আন্দোলন গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সরকারি উদ্যোগে পরিচালিত একটি কর্মসূচি।বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও সত্তর ও আশির দশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ১৯৭৫ সালে প্রথম স্বনির্ভর আন্দোলনের সূত্রপাত হয় । দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচি নানা নামে পরিচিত। যেমন- সবুজ কুমিল্লা, শ্যামল সিলেট, সোনালী বরিশাল ইত্যাদি। দেশে স্বনির্ভর আন্দোলনের প্রথম পদক্ষেপ হলো উলশী-যদুনাথপুর প্রকল্প। এ প্রকল্পের অধীনে উলশী-যদুনাপুরে বেতনা নদী খনন করা হয়। এ কার্যক্রম অনুসরণ করে দেশব্যাপী সে সময়ে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয় । এছাড়াও এ কর্মসূচির আওতায় গ্রামের সার্বিক উন্নতির জন্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় । 

প্রশ্ন-৭. ‘কুমিল্লা মডেল' বলতে কী বোঝায়? 

[ছা, বো, কু. বো., য. বো. ২২; দি. বো., চ. বো., ব. বো. ১৭]

উত্তর: বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (বার্ড) থেকে উদ্ভূত ও বিকশিত একটি গ্রামোন্নয়ন উদ্যোগ হলো ‘কুমিল্লা মডেল' ।

 কুমিল্লা মডেল হলো কুমিল্লা জেলা শহরে অবস্থিত এমন একটি প্রশিক্ষণ গবেষণা প্রতিষ্ঠান, যা তৃণমূল পর্যায়ের জনগণ তথা কৃষকদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ও সমবায়ের ভিত্তিতে কৃষি ও পল্লি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে।উন্নত কৃষি পদ্ধতির প্রসার ঘটানো, প্রযুক্তিগত উদ্ভাবনসমূহ প্রয়োগে কৃষকদের উৎসাহ দান, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, পুজিগঠনে উৎসাহ দান, ঋণপ্রাপ্তিতে সাহায্য প্রভৃতির মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধিপূর্বক গ্রামীন সমাজজীবনের সমস্যা সমাধান করা তথা সার্বিক গ্রামোন্নয়নই কুমিল্লা মডেলের মূল লক্ষ্য।

প্রশ্ন-৮. পরিপূর্ত কর্মসূচির মুখ্য উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর।

উত্তর: পরিপূর্ত কর্মসূচি একটি সরকারি উদ্যোগ।

পরিপূর্ত কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হলো— সেচব্যবস্থা বাস্তবায়ন ও পাম্প সংরক্ষণের জন্য গুদাম, মেরামত কারখানা প্রভৃতি বাস্তবায়ন। এছাড়া থানা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স এবং বন্যাকবলিত স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং পল্লির হাট-বাজার উন্নয়ন ও পতিত পুকুর সংস্কার সাধনের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধিও এ কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। 

প্রশ্ন-৯.বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড কেন গঠন করা হয়?

উত্তর: বাংলাদেশের পল্লি অঞ্চলের উন্নয়ন এবং বিভিন্ন সমস্যাবলি দূর করে পল্লি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড গঠন করা হয়।পল্লি উন্নয়নের জন্য ১৯৭০ সালে সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচি (IRDP) গ্রহণ করা হলেও ১৯৮২ সালে সরকার এক ঘোষণা বলে এ কর্মসূচিকে জাতীয় কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে 'বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড' গঠন করে। 

প্রশ্ন-১০. বেসরকারি সংস্থা বলতে কী বোঝায়?

উত্তর: বেসরকারি সংস্থা বলতে সাধারণত মানবতাবাদী ব্যক্তিগত সংগঠন বা সংস্থাকে বোঝানো হয় ।

বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বেসরকারি সংস্থা বলতে কার্যত সব ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী মুনাফাহীন সংগঠনকে বোঝায়, যারা মানবতার পক্ষে কাজ করে। বাংলাদেশের প্রেক্ষিতে বেসরকারি সংস্থা বলতে কার্যত ব্যক্তিগত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাকে বোঝানো হয়। এসব সংস্থা সরকারি কাঠামোর বাইরে দেশের আইনগত কাঠামোর মধ্যে কাজ করে থাকে।

প্রশ্ন-১১. টার্গেট গ্রুপ পদ্ধতি কী? ব্যাখ্যা কর।

উত্তর: টার্গেট গ্রুপ পদ্ধতি হলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন পন্থা বা কর্মসূচি।

দেশে বেসরকারি সংস্থাসমূহ কর্তৃক পরিচালিত গ্রামোন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রবর্তন ঘটে টার্গেট গ্রুপ পদ্ধতি বা অংশগ্রহণমূলক কৌশলের। এই কৌশলের আওতায় বেসরকারি সংস্থাসমূহ শুধু গ্রামীণ দরিদ্রদেরকে টার্গেট গ্রুপ হিসেবে সংগঠিত করে দারিদ্রমোচনে কার্যক্রম পরিচালনা করে। এক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহ অগ্রণী ভূমিকা পালন করে ।

 প্রশ্ন-১২.বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা ব্যাখ্যা কর ।

উত্তর: বাংলাদেশে বিভিন্ন বেসরকারি সংস্থা আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দারিদ্র্যবিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবাধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেসরকারি সংস্থাসমূহ। বর্তমানে দেশে প্রায় ২২৪০টি দেশি-বিদেশি বেসরকারি সংস্থা প্রায় দুই কোটি উপকারভোগীর সংখ্যা তৈরি করেছে। সুতরাং নিশ্চিতভাবেই বলা যায়, দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার ভূমিকা অপরিসীম ।

প্রশ্ন-১৩. কৃষকদের মাঝে প্রাতিষ্ঠানিক ঋণ প্রদান বাড়াতে হবে কেন? ব্যাখ্যা কর।

উত্তর: মহাজনের শোষণ থেকে কৃষকদের রক্ষা করার জন্য প্রাতিষ্ঠানিক ঋণ প্রদান বাড়াতে হবে ।

কৃষিঋণের অভাবে কৃষকরা জমি চাষের ক্ষেত্রে ঠিকমতো উপকরণ ব্যবহার করতে পারে না। তাছাড়া প্রাতিষ্ঠানিক উৎস থেকেও তারা চাহিদামতো ঋণ পায় না। এতে বাধ্য হয়ে তারা অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে অত্যন্ত চড়া সুদে ঋণ গ্রহণ করে। তাই কৃষকরা যাতে সহজশর্তে কম সুদে পর্যন্ত ঋণ পায় সে ব্যবস্থা নিতে হবে। এ উদ্দেশ্যে গ্রামাঞ্চলে বেশি পরিমাণে ব্যাংক ও আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থাসমূহের শাখা স্থাপন করতে হবে ।

প্রশ্ন-১৪.সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় থাকা জরুরি কেন? ব্যাখ্যা কর।

উত্তর: যথার্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় থাকা জরুরি। উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় থাকা অতীব জরুরি। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় না থাকলে একই ধরনের কর্মসূচি একটি এলাকায় একাধিক প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হবে এবং তাতে সীমিত সম্পদের অপচয় ঘটবে। এলাকায় বসবাসকারী বিত্তহীন জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে উন্নয়ন কর্মকাণ্ড কোনোদিন পৌঁছবে না। এ কারণেই সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় থাকা অতীব প্রয়োজন ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.সামাজিক উন্নয়ন কী?

ক. একটি সামাজিক প্রক্রিয়া

খ. কাঠামোগত রূপান্তর

গ. অর্থনৈতিক উন্নয়নের একটি অংশ মাত্র

ঘ. সার্বিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন 

উ:ঘ

২. বাংলাদেশে সর্বপ্রথম গ্রামীণ উন্নয়ন কর্মসূচি চালু করেন কে? 

ক. আখতার হামিদ খান

২. ফজলে হাসান আবেদ 

গ. ড. মুহম্মদ ইউনূস

ঘ. এ কে ফজলুল করিম

উ: ক

৩.বাংলাদেশ সরকার'এলাকা উন্নয়ন প্রকল্প' চালু করেছে কেন ?

ক. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য

খ. পল্লি এলাকার উন্নয়নের জন্য

গ. শহর এলাকার উন্নয়নের জন্য

ঘ. বস্তির জনগণের জীবনমানের উন্নয়নের জন্য

উ: খ

৪. স্বনির্ভর আন্দোলনের প্রথম পদক্ষেপ কোনটি?

ক. এলাকা উন্নয়ন প্রকল্প

খ. কুমিল্লা সমবায় পদ্ধতি

গ. পল্লিপূর্ত কর্মসূচি

ঘ. উলশী-যদুনাথপুর প্রকল্প

উ: ঘ

৫. কত সালে নারী উন্নয়ন নীতি ঘোষিত হয়?

ক. ২০০৮

খ. ২০০৯

গ. ২০১০

ঘ. ২০১১

উ: ঘ

৬.বেসরকারি সংস্থা সরকারি কর্মচারীকে কোন বিষয়ে পরামর্শ ও প্রেষণা দেয়?

ক. বিভিন্ন নীতিকে পুনঃবিবেচনার বিষয়ে

খ. বৃহৎ অবকাঠামোগত বিনিয়োগের বিষয়ে 

গ. কৌশলগত উদ্ভাবনের বিষয়ে

ঘ. জনগণের সাথে সম্পৃক্ততার বিষয়ে

উ: ঘ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

৭. সামাজিক উন্নয়ন বলতে বোঝায়—

i. সামাজিক উন্নয়ন একটি সামাজিক প্রক্রিয়া

 ii. সামাজিক উন্নয়ন সামাজিক কাঠামোগত রূপান্তর

 iii. সামাজিক উন্নয়ন প্রাতিষ্ঠানিক মূল্যবোধগত পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

৮.গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন—

i. দরিদ্র পরিবারকে চিহ্নিত করা

ii. সঞ্চয় করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা

iii. ক্ষুদ্র ঋণ দেয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

৯. বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থার উদ্দেশ্য হলো—

i. জীবনযাত্রার সার্বিক মানোন্নয়ন

ii. কৃষি উন্নয়নে সহায়তা প্রদান

iii. মানবাধিকার সংরক্ষণ করা

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

গ্রামে বসবাসকারী রুবিদের এলাকায় ১৯৫২ সাল থেকে একটি সরকার পরিচালিত একটি কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। এছাড়া কর্মসূচিটির দায়িত্বপ্রাপ্তরা গ্রামবাসীর স্বাস্থ্যরক্ষার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে।

১০. উদ্দীপকে কোন সরকারি কর্মসূচির কথা ইঙ্গিত রয়েছে?

 ক. পল্লিপূর্ত কর্মসূচি

 খ. কুমিল্লা সমবায় কর্মসূচি

 গ. এলাকা উন্নয়ন প্রকল্প

 ঘ. ভিলেজ এইড প্রোগ্রাম

উ:ঘ

১১. উক্ত কর্মসূচির ফলে - 

i. খাদ্য ঘাটতি কমবে

ii. সামাজিক উন্নয়ন ব্যাহত হবে

iii. স্বাস্থ্যসেবার মান উন্নত হবে

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:খ

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

১২. বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ হলো—

[সকল বোর্ড ১৭]

ক. দেশের জনগণের উন্নয়ন

খ. বেসরকারি সংস্থার উন্নয়ন

গ. অবকাঠামোগত উন্নয়ন

ঘ. কারিগরি শিক্ষার উন্নয়ন

উ:ক

১৩.“আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষের আয় অথবা সম্পদ বৃদ্ধির প্রক্রিয়া”— উক্তিটি কার? 

[সকল বোর্ড ১৭]

ক. এডাম স্মিথ

গ. কার্ল মার্কস

খ. ড. মুহাম্মদ ইউনূস

ঘ. ডাডলি সিয়ার্স

উ:খ

১৪. নিচের কোনটি সামাজিক উন্নয়ন নির্দেশ করে?

[সকল বোর্ড ১৬]

ক. শিক্ষার হার বৃদ্ধি

খ. সামাজিক অসমতার ব্যাপকতা

গ. শিল্পের প্রসার

ঘ. রাজনৈতিক ক্ষমতার পালাবদল

উ:ক

১৫. বিংশ শতকের কোন দশক থেকে উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানে ব্যবহৃত হয়? 

[সকল বোর্ড "১৫]

ক. চল্লিশের

খ. পঞ্চাশের

গ. ষাটের

ঘ. সত্তরের

উ:গ

১৬. নিচের কোনটি বেসরকারি সংস্থা?

 [সকল বোর্ড ১৮]

ক. BRDB

খ. BRAC

গ, BARD

ঘ. RDA

উ:খ

১৭. নিচের কোনটি সরকারি সংস্থা?

 [সকল বোর্ড ১৬]

ক. BRAC

খ. BARD

গ, ASA

ঘ. USAID

উ:খ

১৮. V-AID কী? 

[সকল বোর্ড (22: ১৯]

ক. একটি কর্মসূচি

খ. একটি সাহায্য সংস্থা

গ. ক্ষুদ্র ঋণ সংস্থা

ঘ. বিদেশি NGO

উ:ক

১৯.গ্রামীণ ব্যাংক কী?

 [সকল বোর্ড ২২]

ক. সরকারি ব্যাংক

খ. সরকারি সংস্থা

গ. বেসরকারি ব্যাংক

ঘ. বেসরকারি সংস্থা

উ:ঘ

২০.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (BARD) - প্রতিষ্ঠাতা কে?

 [সকল বোর্ড ১৭]

ক. স্যার ফজলে হাসান আবেদ

খ. শফিকুল ইসলাম

গ. ড. হোসনে আরা

ঘ. ড. আখতার হামিদ খান

উ:ঘ

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

নাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শীতের ছুটিতে গ্রামে গিয়ে দেখল গ্রামীণ দুস্থ ও মহিলা শ্রমিকরা এলাকার রাস্তাঘাট মেরামত এবং নদী-নালা পুনঃখননের কাজ করছে। দিন শেষে তাদের পারিশ্রমিক হিসেবে টাকার পরিবর্তে বিশ কেজি করে গম দেয়া হলো । 

[সকল বোর্ড ১৫]

২১. উদ্দীপকের নাইমের গ্রামের কার্যক্রমটি কোন কর্মসূচিকে নির্দেশ করে ?

ক. গ্রামীণ কৃষি ও শিল্প উন্নয়ন কর্মসূচি

খ. সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচি

গ. কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি 

ঘ. স্বনির্ভর আন্দোলন কর্মসূচি

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

স্বপ্না তার গ্রামের একটি প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে সেলাই মেশিন ক্রয় করে। সে তার সন্তানদের এখন ওই প্রতিষ্ঠান পরিচালিত একটি বিদ্যালয়ে পড়াচ্ছে।

 [সকল বোর্ড ১৯]

২২. উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হচ্ছে—

 i. এরা সরকারি কাঠামোর মধ্যে কাজ করে

 ii. এদের অর্থের উৎস সরকার ও ট্রাস্ট

 iii. এরা নগর ও গ্রামীণ উন্নয়নে কাজ করে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

গ. ii ও iii

খ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

শরীফা একটি সংস্থা থেকে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। সংস্থাটি গত ১৫ বছরে গ্রামে এমন অনেক মহিলাকে ঋণ দিয়ে স্বাবলম্বী করেছে। এক সময়ের পিছিয়ে পড়া গ্রামটি আজ শিক্ষায়, কৃষিতে এগিয়ে গেছে।

 [সকল বোর্ড ২২]

 ২৩. উদ্দীপকের বর্ণনায় কোন ধারণাটি লক্ষ করা যায়? 

ক. সামাজিক সমস্যা

খ. নারীবাদ

গ. সামাজিক উন্নয়ন

ঘ. প্ৰগতি

উ:গ

২৪. উদ্দীপকে বর্ণিত সংস্থাটির ভূমিকা কীরূপ?

ক. নারীর ক্ষমতায়নে সহায়ক 

খ. জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি 

গ. সামাজিক দ্বন্দ্বের সৃষ্টি 

ঘ. পরিবেশের ব্যাপক ক্ষতি

উ:ক



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url