সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন

 অধ্যায়:৯  বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় 


এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Sociology 2nd paper100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায়:৯  বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায়

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. গ্রিক 'Problema' শব্দটির অর্থ কী?

উত্তর. গ্রিক ‘Problema' শব্দটির অর্থ হচ্ছে এমন একটি নিক্ষেপিত ঘটনা যা মানুষের চিন্তাভাবনা বা মনোযোগ আকর্ষণে মারাত্মক চাপ সৃষ্টি করে ।

প্রশ্ন-২. সামাজিক সমস্যা কী?

উত্তর: সামাজিক সমস্যা হচ্ছে এমন একটি সামাজিক অবস্থা, যা সমাজের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং অগ্রগতিকে বাধা সৃষ্টি করে,সমাজের সচেতন মানুষ যা দূরীকরণে সচেষ্ট থাকে ।

প্রশ্ন-৩. কখন সামাজিক সমস্যা দেখা দেয়?

উত্তর: সমাজে প্রচলিত আদর্শের সাথে বাস্তবতার সংঘাত সৃষ্টি হলে সামাজিক সমস্যা দেখা যায় ।

প্রশ্ন-৪. বর্তমান বিশ্বে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কততম?

উত্তর: বর্তমান বিশ্বে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান দশম।

প্রশ্ন-৫. কত সালে বাংলাদেশের জনসংখ্যা সমস্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা হয়?

উত্তর: ১৯৭৬ সালে বাংলাদেশের জনসংখ্যা সমস্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা হয় । 

প্রশ্ন-৬. বাংলাদেশের সকল সমস্যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হিসেবে কোনটিকে দায়ী করা যায়?

উত্তর: বাংলাদেশের সকল সমস্যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হিসেবে অধিক জনসংখ্যাকে দায়ী করা যায়।

প্রশ্ন-৭. ‘An Essay on the Principle of Population' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: An Essay on the Principle of Population' গ্রন্থটির রচয়িতা প্রখ্যাত ইংরেজ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস ।

প্রশ্ন-৮. বর্ধিত জনসংখ্যার জন্য বাংলাদেশে প্রতিবছর কত লাখ অতিরিক্ত বাড়ির প্রয়োজন?

উত্তর: বাংলাদেশে প্রতিবছর বর্ধিত জনসংখ্যার জন্য ৪ লাখ অতিরিক্ত বাড়ির প্রয়োজন ।

প্রশ্ন-৯. পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ বাংলাদেশে বাস করে?

উত্তর: পৃথিবীর মোট জনসংখ্যার ২.১৯ শতাংশ বাংলাদেশে বাস করে।

প্রশ্ন-১০. নিরক্ষরতা কী? 

 [ম, বো, রা, বো, দি, বো, চ. বো, সি. বো, ব. বো. ২২, সকল বোর্ড ১৯]

উত্তর: নিরক্ষরতা বলতে স্বাক্ষরজ্ঞানের অভাবকে বোঝায় ।

প্রশ্ন-১১. কোনটিকে বাংলাদেশের নিরক্ষরতার প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়? 

উত্তর: দারিদ্র্যকে বাংলাদেশের নিরক্ষরতার প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়।

প্রশ্ন-১২.বাংলাদেশে বর্তমান স্বাক্ষরতার হার কত?

উত্তর: বাংলাদেশে বর্তমান শিক্ষার হার ৭৩.৯ শতাংশ।

প্রশ্ন-১৩.কীসের ব্যয়ভার কমাতে পারলে দেশ থেকে নিরক্ষরতা অভিশাপ দূর হবে? 

উত্তর, শিক্ষার ব্যয়ভার কমাতে পারলে দেশ থেকে নিরক্ষরতার অভিশাপ দূর হবে ।

প্রশ্ন-১৪. বেকারত্ব কী? 

[ফা বো, কু, বো, য, বো, 22]

উত্তর: বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব।

প্রশ্ন-১৫. বেকার কাকে বলে? 

[সকল বোর্ড '১৯]

উত্তর: শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন তাকে বেকার বলে ।

প্রশ্ন-১৬. পূর্ণ বেকারত্ব কাকে বলে?

উত্তর: কর্মদক্ষতার অভাবে কোনো কাজ না পাওয়াকে পূর্ণ বেকারত্ব বলে ।

প্রশ্ন-১৭. প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে?

উত্তর. কোনো কাজে প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ হলে অতিরিক্ত শ্রমিককে প্রচ্ছন্ন বেকারত্ব বলে ।

প্রশ্ন-১৮. বাংলাদেশে বেকারের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে কেন?

উত্তর. আশানুরূপ শিল্প-কারখানা গড়ে না ওঠায় বাংলাদেশে বেকারের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। 

প্রশ্ন-১৯. বর্তমান বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা কত?

উত্তর: বর্তমান বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ৬৬ লাখ ।

প্রশ্ন-২০. জাতিসংঘ কত তারিখকে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে?

উত্তর: জাতিসংঘ ১৬ জুন তারিখকে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে।

প্রশ্ন-২১. মাদকাসক্তি কী?

 [দি, বো, চ. বো, ব. বো. ১৭]

উত্তর: মাদকাসক্তি বলতে এমন ক্ষতিকারক দ্রব্যসামগ্রী ব্যবহারকে বোঝায়, যা ব্যক্তির মানসিক ও ব্যবহারিক আচরণকে প্রভাবিত করে এবং দ্রব্যসামগ্রীর ওপর ব্যক্তি আসক্ত হয়ে পড়ে ।

প্রশ্ন-২২. বাংলাদেশ সরকার জাতিসংঘের মাদক সংক্রান্ত কতটি কনভেনশন স্বাক্ষর করেছে?

উত্তর: বাংলাদেশ সরকার জাতিসংঘের মাদক সংক্রান্ত ৩টি কনভেনশন স্বাক্ষর করেছে।

প্রশ্ন-২৩. মাদকাসক্তি বৃদ্ধিতে কোনটি পরোক্ষভাবে দায়ী?

উত্তর. মাদকাসক্তি বৃদ্ধিতে শিল্পায়ন ও নগরায়ণ পরোক্ষভাবে দায়ী ।

প্রশ্ন-২৪. ২০৩০ সালের মধ্যে পৃথিবীজুড়ে ধূমপানে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা হবে কত?

উত্তর: ২০৩০ সালের মধ্যে পৃথিবীজুড়ে ধূমপানে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা হবে বছরে প্রায় ৮০ লাখ । 

প্রশ্ন-২৫. নারীর বিরুদ্ধে সহিংসতার মাত্রার দিক থেকে বাংলাদেশের স্থান বিশ্বে কত?

উত্তর: নারীর বিরুদ্ধে সহিংসতার মাত্রার দিক থেকে বাংলাদেশের স্থান বিশ্বে চতুর্থ। 

প্রশ্ন-২৬. ইভটিজিং-এর বাংলা প্রতিশব্দ কী? 

[রা. বো., কু. বো, চ. বো., ব. বো. ১৮]

উত্তর: ইভটিজিং-এর বাংলা প্রতিশব্দ ‘নারীকে উত্যক্তকরণ'।

প্রশ্ন-২৭. ইভটিজিং কী?

 [ঢা বো., কু. বো, য, বো, ' 22]

উত্তর: সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে ইভটিজিং বলা হয় ।

প্রশ্ন-২৮. জেন্ডার শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়?

উত্তর: জেন্ডার শব্দটি নারী ও পুরুষের সামাজিক সম্পর্ককে বোঝানোর জন্য ব্যবহার করা হয়।

প্রশ্ন-২৯. জেন্ডার বৈষম্য কী? 

[ঢা. বো.. দি. বো, সি. বো, য. বো. ১৮]

উত্তর: মানুষের লিঙ্গের ভিত্তিতে সৃষ্ট বৈষম্যই হচ্ছে জেন্ডার বৈষম্য ।

প্রশ্ন-৩০. বাংলাদেশের অধিকাংশ নারীরা কোন ধরনের কাজের সাথে জড়িত?

উত্তর: বাংলাদেশের অধিকাংশ নারীরা গৃহস্থালির অনুৎপাদনশীল কাজের সাথে জড়িত ।

প্রশ্ন-৩১. যৌতুক কী ?

উত্তর: বিয়ের সময় বরপক্ষকে কন্যাপক্ষ বা কন্যাপক্ষকে বরপক্ষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে উপঢৌকন দেয়, তাকেই যৌতুক বলে ।

প্রশ্ন-৩২. বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ কী?

উত্তর: বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ যৌতুক

প্রশ্ন-৩৩. বাংলাদেশের নারীদের সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার প্রধান রূপ কোনটি?

উত্তর. বাংলাদেশের নারীদের সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার একটি প্রধান রূপ হলো যৌতুক ।

প্রশ্ন-৩৪. বাংলাদেশে যৌতুক প্রতিরোধের জন্য কত সালে আইন প্রণয়ন করা হয়?

উত্তর: বাংলাদেশে যৌতুক প্রতিরোধের জন্য ১৯৮০ সালে আইন প্রণয়ন করা হয় ।

প্রশ্ন-৩৫. বাংলাদেশে বাল্যবিবাহের হার কত?

উত্তর: বাংলাদেশে বাল্যবিবাহের হার ৫২ শতাংশ ।

প্রশ্ন-৩৬. আইন অনুযায়ী বাংলাদেশে ছেলেদের বিবাহের সর্বনিম্ন বয়স কত?

উত্তর: আইন অনুযায়ী বাংলাদেশে ছেলেদের বিবাহের সর্বনিম্ন বয়স ২১ বছর।

প্রশ্ন-৩৭. বাংলাদেশে বিবাহের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়স কত?

উত্তর: বাংলাদেশে বিবাহের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়স ১৮।

প্রশ্ন-৩৮. বাংলাদেশে ১৫-৪৯ বছর বয়সী কত শতাংশ নারীর বিবাহ তাদের ১৫তম জন্মদিনের পূর্বেই সম্পন্ন হয়ে থাকে?

 উত্তর: বাংলাদেশে ১৫-৪৯ বছর বয়সী ৩৩.১০ শতাংশ নারীর বিবাহ তাদের ১৫তম জন্মদিনের পূর্বেই সম্পন্ন হয়ে থাকে ।

প্রশ্ন-৩৯. বাংলাদেশে বাল্যবিবাহের ক্ষেত্রে কয় ধরনের বিয়েকে অপরাধ বলে গণ্য করা হয়?

উত্তর: বাংলাদেশে বাল্যবিবাহের ক্ষেত্রে তিন ধরনের বিয়েকে অপরাধ বলে গণ্য করা হয় ।

প্রশ্ন-৪০. বর্তমানে কর্মজীবী জনগোষ্ঠীর শতকরা কত শতাংশ নারী?

উত্তর: বর্তমানে কর্মজীবী জনগোষ্ঠীর শতকরা ৩৯.১ শতাংশ নারী

প্রশ্ন-৪১. কর্মজীবী নারী কাকে বলে?

উত্তর. সাধারণত যেসব নারী কাজের বিনিময়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে ‘কর্মজীবী নারী' বলে ।

প্রশ্ন-৪২. বাংলাদেশের কর্মজীবী নারীদের প্রধান সমস্যা কী?

উত্তর, বাংলাদেশের কর্মজীবী নারীদের প্রধান সমস্যা কর্মস্থলে যাওয়ার জন্য অপর্যাপ্ত যানবাহন ।

প্রশ্ন-৪৩. কর্মজীবী নারীদের সমস্যার সমাধানে কীসের পরিবর্তন জরুরি?

উত্তর. কর্মজীবী নারীদের সমস্যার সমাধানে পিতৃতান্ত্রিক মনোভাবের পরিবর্তন জরুরি।

প্রশ্ন-৪৪. জীবনচক্রের স্বাভাবিক পরিণতি কোনটি?

উত্তর: জীবনচক্রের স্বাভাবিক পরিণতি হলো বার্ধক্য ।

প্রশ্ন-৪৫. বাংলাদেশে মোট জনসংখ্যার কত শতাংশ প্রবীণ? 

উত্তর: বাংলাদেশে মোট জনসংখ্যার ৮ শতাংশ প্রবীণ ।

প্রশ্ন-৪৬. বাংলাদেশে শারীরিকভাবে সুস্থ প্রবীণদের মধ্যে কত শতাংশ বেকার? 

উত্তর: বাংলাদেশে শারীরিকভাবে সুস্থ প্রবীণদের মধ্যে ৪৬ শতাংশ বেকার। 

প্রশ্ন-৪৭. Ageism শব্দের অর্থ কী?

 [ঢা বো., রা. বো, কু, বো, সি. বো, য. বো. ১৭] 

উত্তর. Ageism শব্দের অর্থ বয়স বৈষম্যবাদ ।

প্রশ্ন-৪৮. বার্ধক্য সমস্যা কী?

 [ঢা বো.. রা. বো.. দি. বো, চ. বো, সি. বো, য. বো, ব. বো. ১৬]

উত্তর: বার্ধক্য জীবনে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিকের সমস্যাই হচ্ছে বার্ধক্য সমস্যা।

প্রশ্ন-৪৯. কোন শব্দ থেকে জঙ্গিবাদ শব্দটির উৎপত্তি হয়েছে?

উত্তর: ল্যাটিন শব্দ Militare থেকে জঙ্গিবাদ শব্দটির উৎপত্তি হয়েছে।

প্রশ্ন-৫০. বাংলাদেশে উগ্র ধর্মীয় জঙ্গিবাদের প্রসার ঘটে কখন?

উত্তর: বাংলাদেশে উগ্র ধর্মীয় কৃষিবাদের প্রসার ঘটে ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যবর্তী সময়ে ।

প্রশ্ন-৫১. কোনটি বর্তমান বিশ্বে একটি অন্যতম সামাজিক, রাষ্ট্রীয় ও জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে? 

উত্তর: জঙ্গিবাদ বর্তমান বিশ্বে একটি অন্যতম সামাজিক, রাষ্ট্রীয় ও জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। 

প্রশ্ন-৫২. গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলা হয় কত সালে?

উত্তর: গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলা হয় ২০১৬ সালে ।

প্রশ্ন-৫৩. Pollution শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: ‘Pollution' শব্দটি ল্যাটিন শব্দ 'Pollutus' থেকে এসেছে।

প্রশ্ন-৫৪. IPCC-এর প্রতিবেদন অনুযায়ী গত শতাব্দীতে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে কত শতাংশ? 

উত্তর: IPCC-এর প্রতিবেদন অনুযায়ী গত শতাব্দীতে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে প্রায় ২৩ শতাংশ ।

প্রশ্ন-৫৫. শব্দ দূষণ কী? 

[দি, বো, চ. বো., ব. বো. ১৭]

উত্তর: উচ্চ আওয়াজের ফলে যখন মানুষের স্বাভাবিক জীবন বিনষ্ট এবং মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয় তখন তাকে শব্দ দূষণ বলে ।

প্রশ্ন-৫৬. মানুষ সর্বোচ্চ কত ডেসিবেল পর্যন্ত শব্দ সহ্য করতে পারে?

উত্তর: মানুষ সর্বোচ্চ ৭০ ডেসিবেল পর্যন্ত শব্দ সহ্য করতে পারে।

প্রশ্ন-৫৭. বায়ু দূষণের প্রধান উৎস কয়টি?

উত্তর: বায়ু দূষণের প্রধান উৎস চারটি

প্রশ্ন-৫৮. বাংলাদেশে বায়ু দূষণের অন্যতম কারণ কোনটি?

উত্তর: বাংলাদেশে বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে, বিভিন্ন ধরনের মোটরযানের কালো ধোঁয়া ।

প্রশ্ন-৫৯. পানি দূষণ কী?

উত্তর. বিভিন্ন উৎসের পানিতে যখন ক্ষতিকর পদার্থ যেমন শিল্প-কারখানার বর্জ্য, আর্সেনিক ইত্যাদির পরিমাণ বেড়ে যায় তখন তাকে পানি দূষণ বলে ।

প্রশ্ন-৬০. উন্নয়নশীল ও অনুন্নত দেশে প্রতি পাঁচজনে কয়জন নিরাপদ পানি পায় না?

উত্তর: উন্নয়নশীল ও অনুন্নত দেশে প্রতি পাঁচজনে তিনজন নিরাপদ পানি পায় না।

প্রশ্ন-৬১. শতকরা কত ভাগ রোগ বিশুদ্ধ খাবার পানির অভাবে হয়?

উত্তর. বিশুদ্ধ খাবার পানির অভাবে শতকরা ৮০ ভাগ রোগ হয় ।

প্রশ্ন-৬২. মাটি দূষণ কী ?

উত্তর. যে সব জিনিসপত্র দ্রুত বা কখনোই জৈব বা অজৈব প্রক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত না হয়ে নির্দিষ্ট ভূমিমণ্ডলকে অব্যবহার্য ও অকার্যকর করে তোলে  সে সব জিনিসপত্র মাটিতে জমতে থাকলে তাকে মাটি দূষণ বলে ।

প্রশ্ন-৬৩. রাসায়নিক সার ব্যবহারের ফলে কোনটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়?

উত্তর. রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

প্রশ্ন-৬৪. বাংলাদেশে মাটি দূষণের কারণে ২০৫০ সাল নাগাদ ধানের উৎপাদন সম্ভাব্য কত শতাংশ কমতে পারে?

 উত্তর: বাংলাদেশে মাটি দূষণের  কারণে ২০৫০ সাল নাগাদ ধানের উৎপাদন কমতে পারে সম্ভাব্য ৮.৮ শতাংশ।

প্রশ্ন-৬৫. জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে উদ্বাস্তুতে পরিণত হবে কত মানুষ?

উত্তর: জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রায় ৩ কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে ।

প্রশ্ন-৬৬. কোন দেশ জলবায়ু পরিবর্তনের নিরব শিকার?

উত্তর. বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নিরব শিকার।

প্রশ্ন-৬৭. জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার কী প্রণয়ন করেছে?

উত্তর. জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার 'ভিশন-২০২১' প্রণয়ন করেছে।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. “সামাজিক সমস্যা সামাজিক মূল্যবোধ ও আদর্শের পরিপন্থি”- ব্যাখ্যা কর।

উত্তর: যখন কোনো অস্বাভাবিক অবস্থা প্রচলিত সামাজিক মূল্যবোধ ও আদর্শের প্রতি হুমকি সৃষ্টি করে তখন সমাজে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত অবস্থা সৃষ্টি হয়, যা সামাজিকমূল্যবোধ ও আদর্শের পরিপন্থি। সমাজের প্রতিটি মানুষই কোনো না কোনো মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। মূল্যবোধ ছাড়া কোনো মানুষ সমাজে বেঁচে থাকতে পারে না।একজন ব্যক্তি তার নিজস্ব, পারিবারিক, প্রাতিষ্ঠানিক ও সামাজিক সকল প্রকার মূল্যবোধ দ্বারাই প্রভাবিত হয়। এমনকি মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনায় সামাজিক মূল্যবোধ শক্তিশালী ভূমিকা রাখে। সুতরাং, যখনই এই মূল্যবোধ ও আদর্শ সমাজ বিরুদ্ধ হয়ে যায় তখনই সেটা সামাজিক সমস্যায় পরিণত হয়।

প্রশ্ন-২. শিক্ষিত সমাজে জনসংখ্যা বৃদ্ধির হার কম থাকে কেন?

উত্তর: শিক্ষিত সমাজে সচেতনতা বেশি থাকে এ কারণে এ সমাজে জনসংখ্যা বৃদ্ধির হার কম থাকে। শিক্ষিত সমাজে অধিকাংশ ছেলেমেয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে  শিক্ষাগ্রহণে ব্যস্ত থাকে। আর শিক্ষাগ্রহণে ব্যস্ত থাকার কারণে তাদের পক্ষে কম বয়সে বিয়ে করা সম্ভবপর হয়ে ওঠে না। তাছাড়া শিক্ষিত ছেলেমেয়েরা তাদের জীবনধারণ এবং  ভবিষ্যৎ কর্মপন্থার ওপর একটি পরিকল্পনা তৈরি করে থাকে। যে পরিকল্পনায় স্বাভাবিকভাবেই কম সন্তান গ্রহণের বিষয়টির ওপর জোর দেওয়া হয় । আর এ জন্যই শিক্ষিত সমাজে জনসংখ্যা বৃদ্ধির হার কম থাকে ।

প্রশ্ন-৩. বাল্যবিবাহ কীভাবে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী? 

[ঢা বো., রা. বো., দি. বো., চ. বো, সি. বো., য, বো, ব. বো. ১৬]

উত্তর: জনসংখ্যা বৃদ্ধির জন্য যেসব কারণ রয়েছে বাল্যবিবাহ তার অন্যতম। বাল্যবিবাহের ফলে দম্পতি অল্প সময়েই অনেকগুলো সন্তানের জন্ম দেয়ার সুযোগ লাভ করে। যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। বাল্যবিবাহ একটি সামাজিক বিষবৃক্ষ সামাজিক সমস্যা সৃষ্টির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেব কাজ করে। যারা বাল্যবিবাহ করে তারা জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কেও সচেতন না হয়ে অপরিকল্পিতভাবে সন্তান জন্ম দিতে থাকে, যে কারণে জনসংখ্যা বৃদ্ধি পায় ।

প্রশ্ন-৪. নিরক্ষরতা কি সামাজিক সমস্যা? বুঝিয়ে লেখ।

 [ঢা বো.. রা. বো.. দি. বো, চ. বো, সি. বো, য. বো, ব. বো. ১৬]

উত্তর: নিঃসন্দেহে নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা।অশিক্ষিত জনশক্তি তখনই দেশের মূলধন হিসেবে বিবেচিত হবে যখন তাদের শিক্ষিত করে তোলা হবে। নিরক্ষর জনগণ নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে উদাসীন থাকে বলে তারা দেশের বোঝা হিসেবে পরিগণিত হয়। শুধু তাই নয়, নিরক্ষরতা যেমন একটি সমস্যা তেমনি অন্যান্য  সমস্যা সৃষ্টির ক্ষেত্রেও নিয়ামক হিসেবে কাজ করে ।

প্রশ্ন-৫. “নিরক্ষরতা দূরীকরণে নারী শিক্ষার বিকল্প নেই”— ব্যাখ্যা কর ।

উত্তর: নিরক্ষরতা দূরীকরণে নারী শিক্ষার ভূমিকা অগ্রগণ্য। নারীকে বাদ দিয়ে নিরক্ষরতা দূরীকরণ কল্পনাবিলাস মাত্র। বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৪৮.৫ ভাগ নারী ।  এ বৃহৎ জনগোষ্ঠীকে উপেক্ষা করে নিরক্ষরতা সমস্যা দূর করা সম্ভব নয়। উন্নত দেশগুলোতে সবার আগে নারী শিক্ষার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। সে তুলনায় বাংলাদেশের নারীরা  অনেক পিছিয়ে। তাই নারীদের জন্য আলাদা বিদ্যালয় স্থাপন করে বিশেষ সুযোগ প্রদানের মাধ্যমে এবং শিক্ষার প্রতি সচেতনতা সৃষ্টি করে নিরক্ষরতা দূর করার জন্য প্রয়োজনীয়  পরিকল্পনা গ্রহণ করা দরকার। কারণ নারীরা শিক্ষিত না হলে নিরক্ষরতা দূর করা আকাশ কুসুম কল্পনা মাত্র ।

প্রশ্ন-৬. বেকারত্ব বলতে কী বোঝ? 

[ম. বো, রা, বো, দিবো, চ, বো, সি. বো, ব. বো, '২২: রা. বো, ব. বো. (২১]

উত্তর: বেকারত্ব বলতে কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাবকে বোঝায় ।

শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় না তখন তাকে বেকার বলে । 

অর্থাৎ বেকারত্ব হচ্ছে শ্রম বাজারের এমন একটি পরিস্থিতি যেখানে চাকরির সংখ্যা থেকে শ্রমের সরবরাহ বেশি। 

প্রশ্ন-৭. মৌসুমি বেকারত্ব বলতে কী বোঝায়?

উত্তর: ঋতুকালীন বৈশিষ্ট্যের কারণে কর্মসংস্থানের অভাবকে মৌসুমি বেকারত্ব বলে ।

গ্রামীণ বাংলাদেশে কোনো বিশেষ ঋতুকালীন ফসল বোনা বা ফসল কাটার পর কিছুদিন কাজ না থাকায় সাময়িক বেকারত্ব দেখা দেয় । অর্থাৎ বিশেষ বিশেষ ঋতুতে কাজ না থাকায় 

কিছু মানুষ সাময়িককালের জন্য বেকার হয়ে পড়ে। শুধু গ্রাম নয়, শিল্প এলাকায়ও মাঝে মাঝে এমনটি দেখা যায়। এরূপ বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলে ।

প্রশ্ন-৮. মাদকাসক্তি কীভাবে পরিবারের সুখ-শান্তি বিপন্ন করে?

উত্তর: মাদকাসক্ত ব্যক্তি তার পরিবার পরিজনকে নিয়ে পরিবারের ঘরে বাইরে সর্বত্র নানা ধরনের সমস্যায় পতিত হয়। মাদকাসক্তের আচার-আচরণ ও কার্যকলাপ প্রায়ই বিরক্তিকর, 

অবাঞ্ছিত, অবৈধ, ক্ষতিকর এবং ক্ষেত্রবিশেষে জীবন ও সম্পত্তির প্রতি হুমকিস্বরূপ। ফলে মাদকাসক্ত ব্যক্তির পরিবারে শান্তি বিঘ্নিত হয়। এ ধরনের পরিবার সমাজের চোখেও হেয় প্রতিপন্ন হয় । 

কোনো পরিবারের কিশোর ও যুবক বয়সী সন্তান-সন্ততি যদি মাদকাসক্ত হয় তবে তাদের বাবা-মা দারুণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং পরিবারের সুখ-শান্তি সমূলে বিনষ্ট হয় ।

প্রশ্ন-৯. কর্মজীবী নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে কেন? 

[ঢা. বো, রা. বো, কু, বো, সি. বো, য. বো. ১৭]

উত্তর: কর্মজীবী নারীরা সামাজিক ও পরিবেশগত কারণে নিরাপত্তাহীনতায় ভোগে। বর্তমানে সমাজে প্রতিটি ক্ষেত্রেই নারীরা অবহেলিত ও নির্যাতিত হচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্রে নারীরা  নানাভাবে সমস্যার শিকার হচ্ছে। যেমন- যৌন নির্যাতন, অধিক কাজে বাধ্য করা, মানসিকভাবে চাপে রাখা, পুরুষ সহকর্মীর চেয়ে বেতন কম পাওয়া ইত্যাদি। যার ফলে নারীরা কর্মস্থলে  বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় ভোগে ।

প্রশ্ন-১০. যৌন নিপীড়ন বলতে কী বোঝায়?

উত্তর: সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলা হয়। নারীকে উদ্দেশ্যে করে অশ্লীল গান  বাজানো বা গাওয়া, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়ানো, শিস দেওয়া ইত্যাদি যৌন নিপীড়নের অন্তর্ভুক্ত। এছাড়া যৌন ইঙ্গিতপূর্ণ  মন্তব্য, পর্নোগ্রাফি, টেলিফোন, মোবাইল কল, ই-মেইল, ফেসবুক ইত্যাদির মাধ্যমে নারীদের যৌন নিপীড়ন করা হয়।

প্রশ্ন-১১. “বার্ধক্য হচ্ছে দ্বিতীয় শৈশব”- ব্যাখ্যা কর।

উত্তর: বার্ধক্য মানুষের শারীরিক ক্ষমতা হ্রাস করে পরনির্ভরশীল করে তোলায় এ সময়কে দ্বিতীয় শৈশব বলা হয় । শৈশব তথা শিশু বয়সে মানুষ একা চলতে পারে না, নিজের যত্ন নিতে পারে না,  সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কিংবা শ্রমসাধ্য কাজ করতে পারে না । অন্যের সাহায্যে তাদের জীবন নির্বাহ করতে হয়। বাধ্যকেও মানুষ এই সব সমস্যার কারণে পরিবারের অন্যদের ওপর  নির্ভরশীল হয়ে পড়ে। এজন্যই বার্ধক্যকে দ্বিতীয় শৈশব বলা হয় ।

প্রশ্ন-১২. জঙ্গিবাদ বলতে কী বোঝ? 

[দি বো, চ. বো., ব. বো. ১৭]

উত্তর: সাধারণভাবে বলা যায়, যারা কোনো একটি নির্দিষ্ট আদর্শ সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাদেরকে জঙ্গি বলা হয়। অন্যভাবে বলা যায়, যারা নীতি বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে  ভীতি প্রদর্শন করে ব্যক্তিগত ও জাতীয় সম্পদের ক্ষতিসাধন করে তারাই জঙ্গি। জঙ্গিবাদের কোনো সুনির্দিষ্ট দর্শন থাকতেও পারে নাও থাকতে পারে । জঙ্গিদের একমাত্র লক্ষ্য থাকে, সমাজ বা রাষ্ট্রকে  অস্থিতিশীল ও আতংকগ্রস্ত করে তোলা এবং সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করা ।

প্রশ্ন-১৩.পানি দূষণ বলতে কী বোঝ?

উত্তর: পানি দূষণ বলতে পানির ভিতর কোনো অপদ্রব্য মিশ্রিত হওয়াকে বোঝায়। বিশুদ্ধ পানি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন। কিন্তু এ পানি যদি ময়লা-আবর্জনা, বিষাক্ত জীবাণু, রাসায়নিক পদার্থ,  বর্জ্য ইত্যাদি দ্বারা দূষিত হয়, তখন পানির স্বাভাবিক ধর্ম বজায় থাকে না। এরূপ পানি দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মে ব্যবহার করা যায় না। এটিই পানি দূষণ ।

প্রশ্ন-১৪. বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে? 

 [সকল বোর্ড ১৭, ১৫]

উত্তর: বৃক্ষ নিধনের ফলে সমাজে নানা সমস্যা সৃষ্টি হতে পারে। বনভূমি উজাড় হওয়া ছাড়াও বিশ্ব ক্রমশ বৃক্ষহীন হওয়ার উপক্রম হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে মাটির ওপর ।  মাটির উপরিভাগ বৃক্ষ আচ্ছাদিত না হলে মাটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং মরুপ্রবণতার দিকে ধাবিত হয়। পাশাপাশি বৃক্ষ নিধনের ফলে অনিয়মিত বৃষ্টিপাত, উষ্ণতা বৃদ্ধিসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।  এসব প্রাকৃতিক দুর্যোগ যেমন প্রাকৃতিক পরিবেশকে বিনষ্ট করে তেমনিভাবে মানুষের সামাজিক জীবনকে করে তোলে বিপর্যস্ত ।

প্রশ্ন-১৫. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?  

[দি, বো, চ. বো, ব. বো. ১৭]

উত্তর: জলবায়ু পরিবর্তন বলতে ৩০ বছর বা তার বেশি সময়ে জলবায়ুর উপাদানসমূহের উল্লেখযোগ্য পরিবর্তনকে বোঝায়। জলবায়ু পরিবর্তন মূলত একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু শিল্পায়ন ও আধুনিক সভ্যতা  এই পরিবর্তনের গতি বাড়িয়ে এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছে। অর্থাৎ- ব্যাপক শিল্পায়ন, নগরায়ণ প্রভৃতির প্রভাবে জলবায়ুর স্বাভাবিক আচরণের যে পরিবর্তন সংঘটিত হয় তাকে জলবায়ু পরিবর্তন বলে ।


প্রশ্ন-১৬. জলবায়ু পরিবর্তন কীভাবে জীববৈচিত্র্য ধ্বংস করে? বুঝিয়ে লেখ । 

[ম. বো, রা. বো.. দি. বো., চ. বো, সি. বো., ব. বো. ২২ সকল বোর্ড ১৯]

উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশে বিদ্যমান জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন (ঝড়, টর্নেডো, খরা ইত্যাদি) প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা  অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগ সরাসরি জীববৈচিত্র্যের ওপর আঘাত হানে। উদাহরণস্বরূপ বলা যায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় আগামী ১০ বছরের মধ্যে সুন্দরবনের প্রায় ১৫ শতাংশ  এলাকা তলিয়ে যাবে। সেইসাথে এ বনাঞ্চলের বিপুল সংখ্যক প্রাণি ও বৃক্ষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আবার বাংলাদেশের উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে তীব্র খরার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে অসংখ্য  বন্যপ্রাণিসহ নানা প্রজাতির বৃক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং এটা স্পষ্ট যে, জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতিতে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয় ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.কোনটি সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধকে উপেক্ষা করে বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দেয়?

ক. মূল্যবোধের অবক্ষয়

খ. সামাজিক পরিবর্তন

গ. সামাজিক সমস্যা

ঘ. রাজনৈতিক অস্থিতিশীলতা

উত্তর:গ

২.বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক. ১.৩৭%

খ. ১.৪১%

গ. ১.৪২%

ঘ. ১.৪৮%

উত্তর:খ

৩.বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রাকৃতিক কারণ কোনটি?

ক. বাল্যবিবাহ

খ. উচ্চ প্রজনন ক্ষমতা

গ. খাদ্যাভ্যাস

ঘ. কৃষি জমির উর্বরতা

উত্তর:খ

৪.বাংলাদেশে নিরক্ষরতার প্রধান কারণ কোনটি?

ক. রক্ষণশীল দৃষ্টিভঙ্গি

খ. দারিদ্র্য

গ. অসচেতনতা

ঘ. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা

উত্তর:খ

৫.বাংলাদেশে নিরক্ষরতার পরোক্ষ কারণ হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়?

ক. প্রাচীনপন্থি মনোভাব

খ. ধর্মীয় সংস্কৃতি

গ. দারিদ্র্য

ঘ. অপর্যাপ্ত বিদ্যালয়

উত্তর:ক

৬. মৌসুমি বেকারত্ব বলতে বোঝায়—

ক. ঋতু পরিবর্তনের ফলে বেকারত্ব

খ. বন্যার কারণে বেকারত্ব

গ. খরার কারণে বেকারত্ব

ঘ. ঘূর্ণিঝড়ের কারণে বেকারত্ব

উত্তর:ক

৭. নারীর সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়? 

ক. যা রাষ্ট্র নারীকে প্রদান করে

খ. যা সমাজ নারীকে দিয়ে থাকে 

গ. যা আইনের মাধ্যমে সংরক্ষিত হয় 

ঘ. যা পরিবার নারীর জন্য নিশ্চিত করে

উত্তর:খ

৮. নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে কত সালে?

ক. ২০০০

খ. ২০০১

গ. ২০০২

ঘ. ২০০৩

উত্তর:ঘ

৯. সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে কী বলে?

ক. যৌন নিপীড়ন

খ. যৌন হয়রানি

গ. নারী নির্যাতন

ঘ. সন্ত্রাস

উত্তর:ক

১০. পরিবেশ তার নিজস্বতা হারিয়ে ফেলছে কেন?

ক. ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগের ফলে

খ. গ্রিন হাউজ ইফেক্টের কারণে 

গ. প্রকৃতির স্বাভাবিক নিয়মের কারণে

ঘ. মানুষের নিষ্ঠুর ব্যবহারের জন্য

উত্তর:ক

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

১১. যা থেকে সামাজিক সমস্যার উদ্ভব ঘটে— 

i. সমাজস্থ মানুষের পারস্পরিক ক্রিয়া প্ৰতিক্ৰিয়া 

ii. উপাদানসমূহের মধ্যকার পারস্পরিক মিথস্ক্রিয়া 

iii. রাষ্ট্রের সামাজিক আদর্শ ও মূল্যবোধ 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:ঘ

১২. জনসংখ্যা বৃদ্ধির ফলাফল হলো—

i. দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে

ii. দেশের সম্পদ কমে যাচ্ছে

iii. মাথাপিছু আয় বাড়ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:ক

১৩. জেন্ডার প্রকাশ করে নারী ও পুরুষের—

i. পোশাক পরিচ্ছদ কী রকম হবে

ii. শিক্ষার মান কী রকম হবে

iii. আচার-আচরণ কী রকম হবে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:খ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

মিসেস ‘ক' কে কয়েক লক্ষ টাকার মালামাল দিয়ে বিয়ে দেয়া হয়েছে। তার স্বামীর বর্তমানে আরো তিনটি বউ আছে।  তার স্বামীর কাছে বহুবিবাহের কারণ জানতে চাইলে তার স্বামী বলল, আমার বেশি বেশি পুত্র সন্তান দরকার ।

১৪. মিসেস ‘ক’ কে বিয়ে দেওয়ার সময় কী দেয়া হয়েছে?

ক. চাকরি

খ. যৌতুক

গ. উত্তরাধিকার

ঘ. মানবাধিকার

উত্তর:খ

১৫. উদ্দীপকের স্বামীর মতো পুত্র সন্তান কামনা ও বহুবিবাহের  ফলে -

i. জনসংখ্যা বৃদ্ধি পায়

ii. অভাব বাড়ে

iii. মর্যাদা বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:ক

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

১৬. সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক?

 [সকল বোর্ড ২১]

ক. এটি সাধারণ পরিস্থিতি

খ. স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক

গ. কখনই নিরাময়যোগ্য নয়

ঘ. ইতিবাচক প্রভাব ফেলে

উত্তর:খ

১৭. বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা কোনটি?

[সকল বোর্ড ২১]

ক. জনসংখ্যাধিক্য

খ. দারিদ্র্য

গ. মাদকাসক্তি

ঘ. নিরক্ষরতা

উত্তর:ক

১৮. নিরক্ষরতা কী?

 [সকল বোর্ড ১৯]

ক. বক্তব্য বুঝতে না পারা

খ.লিখার অক্ষমতা

গ. পড়তে ও লিখতে না পারা 

ঘ. শুধু অক্ষরজ্ঞান থাকা

উত্তর:গ

১৯. ছদ্ম বেকারত্ব কোনটি?

 [সকল বোর্ড ১৯]

ক. ৫ জনের স্থলে ৭ জন কাজ করা

খ. ৭ জনের স্থলে ৫ জন কাজ করা 

গ. ৫ জনের মধ্যে ৫ জনই বেকার থাকা

ঘ. ৫ জনের মধ্যে ৪ জন বেকার থাকা 

উত্তর:ক

২০. নিরক্ষরতার কারণে কী ঘটে? 

[সকল বোর্ড ২২]

ক. কর্মসংস্থান সংকুচিত হয়

খ. রক্ষণশীলতা ক্রমশ হ্রাস পায় 

গ. জনসংখ্যা দ্রুত হ্রাস হয় 

ঘ. দক্ষ জনশক্তি বৃদ্ধি পায়

উত্তর:ক

২১. বেকার কে? 

[সকল বোর্ড ১৫]

ক. প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, কর্মে ইচ্ছুক নয়

খ. প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, কর্মে ইচ্ছুক 

গ. অপ্রাপ্তবয়স্ক, শিক্ষিত, কর্মে ইচ্ছুক

ঘ. অপ্রাপ্তবয়স্ক, দক্ষ, কর্মে ইচ্ছুক

উত্তর:খ

২২. কোনটি সামাজিক-অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্ট সমস্যা? 

[সকল বোর্ড ২২]

ক. বার্ধক্যজনিত সমস্যা 

খ. নিরক্ষরতা

গ. বেকারত্ব

ঘ. যৌন নিপীড়ন

উত্তর:গ

২৩. নিচের কোনটি নারীর নিরাপত্তাজনিত সমস্যা? 

[সকল বোর্ড ১৮]

ক. বার্ধক্য

খ. নিরক্ষরতা

গ, যৌতুক প্রথা

ঘ. পানি দূষণ

উত্তর:গ

২৪. বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে পাস হয়?

[সকল বোর্ড ১৫]

ক. ১৯৮০

খ. ১৯৮১

গ. ১৯৮২

ঘ. ১৯৮৩

উত্তর:ক

২৫. জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়সসীমাকে নির্দেশ করেছে? 

[সকল বোর্ড ২১]

ক. ৪৫ +

খ. ৬০ +

গ. ৬৫ +

ঘ. ৭০ +

উত্তর:খ

২৬. জঙ্গিবাদী কর্মকাণ্ড –

 [সকল বোর্ড ১৬]

ক. সমাজের আইন ও রাষ্ট্রবিরোধী

খ. ধর্মীয় আদর্শের সমর্থক 

গ. জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ

ঘ. ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক

উত্তর:ক

২৭. শব্দ দূষণের প্রভাব কোনটি?

 [সকল বোর্ড ২১]

ক.বধিরতা

খ. দুর্ভিক্ষ

গ. তাপমাত্রা বৃদ্ধি 

ঘ. মরুকরণ

উত্তর:ক 

২৮. জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব কোনটি?

[সকল বোর্ড ১৯]

ক. ছিন্নমূল জনগোষ্ঠী বৃদ্ধি

খ. নতুন প্রজাতির সৃষ্টি

গ. খাদ্যের নতুন চাহিদা

ঘ. বস্তির ক্রমাগত হ্রাস

উত্তর:ক

২৯.জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে— 

[সকল বোর্ড ১৬]

i. নারী নির্যাতন বৃদ্ধি পায়

ii. মানবাধিকার লঙ্ঘিত হয়

iii. সামাজিক উন্নয়ন ব্যাহত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর:ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

উচ্চশিক্ষিত ‘ক’কে তার পিতা-মাতা লক্ষ করেন যে, সে বেশ কিছুদিন যাবৎ উদাসীন ও অস্বাভাবিক আচার-আচরণ করে। ইদানিং তাকে পাড়ার  কিছু বখাটে ছেলের সাথে মেলামেশা করতে দেখা যায়। মা-বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে সে টাকা পয়সা নেয়। তার মা লক্ষ করেন যে, 'ক' এর শরীর ক্রমান্বয়ে খারাপ হয়ে যাচ্ছে। 

[সকল বোর্ড ২১]

৩০. উদ্দীপকটি কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? 

ক. নিরক্ষরতা

খ. দারিদ্র্য

গ. মাদকাসক্তি

ঘ. যৌতুক প্রথা

উত্তর:গ

নিচের উদ্দীপকটি পড়ে ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রুমার দাদার এগারজন ছেলেমেয়ে ছিল। তিনি সবাইকে সমানভাবে পড়ালেখা করাতে পারেননি। অল্প জমি সবার মধ্যে বণ্টন করতে গিয়ে ফসল  উৎপাদনও হ্রাস পেয়েছে।

[সকল বোর্ড ১৯]

৩১. উদ্দীপকে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে?

ক. খাদ্য স্বল্পতা

খ. ভূমির খণ্ডায়ন 

গ. জনসংখ্যাধিক্য

ঘ. শিক্ষাব্যবস্থার ত্রুটি

উত্তর:গ

নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায়শই তার দেরি হয়। যানবাহন- এর আধিক্য ও ধীরগতি এর কারণ।

[সকল বোর্ড '১৮]

৩২. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

ক. পরিবেশ দূষণ

খ. রাজনৈতিক বিশৃঙ্খলা

গ. যানজট

ঘ. কর্মহীনতা

উত্তর:গ

৩৩.এ ধরনের সমস্যার কারণ কোনটি?

ক. আর্থিক সংকট

খ. আবাসন সমস্যা

গ. অপরিকল্পিত নগরায়ণ

ঘ. যানবাহনের স্বল্পতা 

উত্তর:গ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ 

মামুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। উৎপাদিত পোশাকের চাহিদা কমে যাওয়ায় মালিক উৎপাদন ব্যয় কমাতে শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগ নেয়। এতে মামুনসহ বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।

 [সকল বোর্ড ১৬]

৩৪. উদ্দীপকে মামুনের বেকারত্বকে বলা হয়— 

ক. আকস্মিক বেকারত্ব

খ. প্রযুক্তিজনিত বেকারত্ব

গ. বাণিজ্য চক্রজনিত বেকারত্ব

ঘ. মৌসুমি বেকারত্ব

উত্তর:ক

৩৫. উদ্দীপকের অনুরূপ বেকারত্বের ফলে সমাজে—

i. আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে

ii. বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে

iii. উৎপাদিত পণ্যের দাম কমতে পারে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:ক

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

‘ক'-এর মধ্যে আজকাল কেমন অস্থিরতা লক্ষ করে তার পিতা-মাতা শঙ্কিত। সে কিছু বন্ধু-বান্ধবের সাথে মিশে দিন দিন নিষিদ্ধ বস্তুতে আসক্ত হয়ে পড়ছে। 

[সকল বোর্ড ২২]

৩৬. উদ্দীপকে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? 

ক. জঙ্গিবাদ

খ. নিরক্ষরতা

গ. মাদকাসক্তি

ঘ. সঙ্গদোষ

উত্তর:গ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

দশম শ্রেণির ছাত্র রুমনের স্কুলে আসা-যাওয়ার পথে এক দোকানে মাদকদ্রব্য কেনাবেচা হয়। একদিন এক মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদক গ্রহণে বাধ্য করে ।  মাদকাসক্ত রুমন বর্তমানে তার পরিবার ও সমাজের জন্য অভিশাপস্বরূপ । 

[সকল বোর্ড ১৬]

৩৭. উদ্দীপকের রুমনের মাদকাসক্তির কারণ কোনটি? 

ক. পারিবারিক বিশৃঙ্খলা

খ. মাদকের সহজলভ্যতা

গ. অসৎ সঙ্গ

ঘ. মূল্যবোধের অবক্ষয়

উত্তর:খ

৩৮. মাদকাসক্তির প্রভাবে রুমন—

i. শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে 

ii. মানসিক ভারসাম্য হারাতে পারে

iii. অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর:ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

সঞ্চিতার বিয়েতে তার বাবা-মা স্বর্ণালংকার ও গৃহস্থালি সামগ্রীসহ নানান উপহারসামগ্রী প্রদান করেন। এতে শ্বশুরবাড়িতে সঞ্চিতার কদর সাময়িকভাবে বৃদ্ধি পায় বটে, কিন্তু বিপুল খরচ নির্বাহ করতে গিয়ে তার পিতা ঋণগ্রস্ত হয়ে পড়েন। 

[সকল বোর্ড ১৬]

৩৯. সঞ্চিতার বিয়েতে প্রদত্ত উপহারসামগ্রীকে বলা হয়—

ক. কনে পণ

খ. যৌতুক

গ. উপঢৌকন

ঘ. সম্মানী

উত্তর:খ

৪০.উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি একটি সামাজিক সমস্যা। কারণ এতে—

i. সমাজের কিছু মানুষ লাভবান হয়

ii. কনের পিতামাতা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় 

iii. বিদ্যমান আইনের লঙ্ঘন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:গ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

নদীভাঙনে সর্বস্ব হারিয়ে বৃদ্ধ রহিম মিয়া স্ত্রীকে নিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিয়েছেন। তাদের সন্তানেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। রহিম মিয়া রিকশা চালিয়ে কোনোমতে নিজের ও  স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা করতে সক্ষম হলেও অসুস্থ স্ত্রীর ঔষধপত্র ও পথ্য কিনতে পারেন না ।

 [সকল বোর্ড ১৬]

৪১.উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটি হলো-

ক. নিরক্ষরতা

খ. বার্ধক্য

গ. স্বাস্থ্যহীনতা

ঘ. আবাসন

উত্তর:খ

৪২. উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য করণীয় হলো—

i. বেকার সমস্যার সমাধান

ii. বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা 

iii. প্রবীণ জনগোষ্ঠীর জন্য ভাতা প্রবর্তন 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর:গ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

অঞ্চলটিতে ইদানিং বন্যা, খরা, নদীভাঙন, ভূমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। মানুষ তাদের কৃষি পেশা ত্যাগ করছে। উৎপাদন হ্রাস পাচ্ছে এবং দারিদ্র্য বৃদ্ধি পাওয়ায় শিক্ষাও ব্যাহত হচ্ছে ।

[সকল বোর্ড ২১]

৪৩. উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাসমূহের মূল কারণ কোনটি?

ক. দারিদ্র্য

খ. নিরক্ষরতা

গ. জলবায়ু পরিবর্তন

ঘ. বেকারত্ব

উত্তর:গ













এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url