সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন

  অধ্যায়:৮  বাংলাদেশের সামাজিক পরিবর্তন 


এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Sociology 2nd paper100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র : অধ্যায়:৮  বাংলাদেশের সামাজিক পরিবর্তন 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১.“সামাজিক পরিবর্তন হলো মানুষের জীবনযাত্রার ধরনের রূপান্তর”— সংজ্ঞাটি কার?

উত্তর: “সামাজিক পরিবর্তন হলো মানুষের জীবনযাত্রার ধরনের রূপান্তর”— সংজ্ঞাটি আমেরিকান সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোয়েনিগের।

প্রশ্ন-২. সামাজিক পরিবর্তন কাকে বলে?

[দি বো,, চ. বো,, ব, বো, '১৭]
উত্তর: সামাজিক পরিবর্তন বলতে মূল্যবোধ, সংস্কৃতি, জীবন ও আদর্শের পরিবর্তনকে বোঝায় ।

প্রশ্ন-৩. সামাজিক পরিবর্তন প্রধানত কত প্রকার?

উত্তর: সামাজিক পরিবর্তন প্রধানত দুই প্রকার। যথা- পরিকল্পিত ও অপরিকল্পিত পরিবর্তন।

প্রশ্ন-৪. সমাজবিজ্ঞানী হাইমস ও মুর সামাজিক পরিবর্তন বিশ্লেষণে কয়টি মাত্রা চিহ্নিত করেছেন?

উত্তর: আমেরিকান সমাজবিজ্ঞানী হাইমস ও মুর সামাজিক পরিবর্তন বিশ্লেষণে তিনটি মাত্রা চিহ্নিত করেছেন। 

প্রশ্ন-৫. ম্যাকাইভার ও পেজ সামাজিক পরিবর্তনের কয়টি ধরনের কথা উল্লেখ করেছেন ? 

উত্তর: ম্যাকাইভার ও পেজ সামাজিক পরিবর্তনের তিনটি ধরনের কথা উল্লেখ করেছেন ।
. সামাজিক পরিবর্তনের কারণ, উপাদান এবং বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তন

প্রশ্ন-৬. সমাজবিজ্ঞানী রবার্ট বাস্টেড-এর মতে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের জন্য কয়টি কারণ দায়ী?

উত্তর: আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট বাস্টেড-এর মতে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের জন্য সাতটি কারণ দায়ী।

প্রশ্ন-৭. গত চার দশক যাবত বাংলাদেশের গ্রামীণ এলাকায় উন্নয়ন অণুঘটক হিসেবে কাজ করছে কোনটি?

উত্তর: গত চার দশক যাবত বাংলাদেশের গ্রামীণ এলাকায় বেসরকারি সংস্থাগুলো উন্নয়ন অণুঘটক হিসেবে কাজ করছে ।

প্রশ্ন-৮. কী কারণে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে মিশ্র ধারার সৃষ্টি হচ্ছে?

উত্তর: স্থানান্তরের ফলে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে মিশ্র ধারার সৃষ্টি হচ্ছে।

প্রশ্ন-৯. বাংলাদেশে আশির দশকে সামাজিক পরিবর্তন দ্রুত হওয়ার কারণ কী?

উত্তর: যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির ফলে বাংলাদেশে আশির দশকে সামাজিক পরিবর্তন দ্রুত হয়েছে। 

প্রশ্ন-১০.সামাজিক পরিবর্তনে ভৌগোলিক কারণের একটি উদাহরণ দাও ।

উত্তর: সাগরে চর জেগে উঠলে বা কোনো নদী শুকিয়ে গেলে মৎস্যজীবী সম্প্রদায় কৃষি পেশার দিকে ঝুঁকে পড়ে । 

প্রশ্ন-১১.কী কারণে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন পরিবর্তন সূচিত হচ্ছে?

উত্তর: দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন পরিবর্তন সূচিত হচ্ছে

প্রশ্ন-১২. সমকালীন বাংলাদেশের সমাজে পরিবর্তনের পিছনে ভূমিকা রাখছে এমন একটি সামাজিক কারণ লেখ ।

উত্তর: সমকালীন বাংলাদেশের সমাজে পরিবর্তনের পিছনে ভূমিকা রাখছে এমন একটি সামাজিক কারণ হলো নারীর ক্ষমতায়ন।

প্রশ্ন-১৩. বাংলাদেশের সমাজে নারীদের প্রগতি ত্বরান্বিত হয়েছে কার প্রচেষ্টায়?

উত্তর: বাংলাদেশের সমাজে নারীদের প্রগতি ত্বরান্বিত হয়েছে বেগম রোকেয়ার প্রচেষ্টায়।

প্রশ্ন-১৪. কোন শ্রেণির মানুষ সামাজিক পরিবর্তনকে দ্রুত গতিসম্পন্ন করেছে?

উত্তর: মধ্যবিত্ত শ্রেণির মানুষ সামাজিক পরিবর্তনকে দ্রুত গতিসম্পন্ন করেছে।

প্রশ্ন-১৫. নগরায়ণ কী? 

[সকল বোর্ড ১৯]
উত্তর: নগরায়ণ হচ্ছে গ্রামীণ অবস্থা থেকে নগর বা শহরে রূপান্তরিত করার প্রক্রিয়া ।

প্রশ্ন-১৬.নগরায়ণের উদ্দেশ্য কী?

উত্তর: নগরায়ণের উদ্দেশ্য হলো নাগরিকদের অবস্থার উন্নতি সাধন ।

প্রশ্ন-১৭. কোনটির ফলে মানুষের বংশানুক্রমিক পেশার পরিবর্তন ঘটে?

 উত্তর: নগরায়ণের ফলে মানুষের বংশানুক্রমিক পেশার পরিবর্তন ঘটে। 

প্রশ্ন-১৮. রাজনীতি চর্চার কেন্দ্র হিসেবে মানুষ সাধারণত কোন অঞ্চল বেছে নেয়? 

উত্তর: রাজনীতি চর্চার কেন্দ্র হিসেবে মানুষ সাধারণত নগর অঞ্চল বেছে নেয় ।

প্রশ্ন-১৯. শিল্পায়ন কী?

উত্তর: শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়ার নাম যাতে যান্ত্রিক পদ্ধতিতে অকৃষিজ পণ্য উৎপাদিত হয়।

প্রশ্ন-২০. তথ্য প্রযুক্তি কী?

 [সকল বোর্ড ১৫]
উত্তর: তথ্য প্রযুক্তি হলো তথ্য আদান-প্রদানের কৌশল ।

প্রশ্ন-২১. ই-কমার্স কী?

 [ঢা. বো, রা. বো., দি, বো, চ. বো, সি. বো, য. বো,, ব. বো. ১৬]
উত্তর: ই-কমার্স হচ্ছে পণ্য কেনাবেচা ও আর্থিক লেনদেনের ইলেক্ট্রনিক পদ্ধতি।

প্রশ্ন-২২. ই-গভর্নেন্স কী? 

[ঢা বো., দি বো, সি. বো, য. বো. ১৮]
উত্তর: তথ্য প্রযুক্তির সহায়তায় শাসনক্ষমতা পরিচালনা করাই হচ্ছে ই-গভর্নেন্স । সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে বিশ্বায়ন। 

প্রশ্ন-২৩. Globalization শব্দের বাংলা প্রতিশব্দ কী?

[রা, বো, কু, বো, চ, বো, ব. বো. ১৮; ঢা বো., রা., বো, কু, বো, সি. বো, য. বো. ১৭]
উত্তর: Globalization শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশ্বায়ন। 

প্রশ্ন-২৪. বিশ্বায়নের প্রথম তাত্ত্বিক কে?

উত্তর: বিশ্বায়নের প্রথম তাত্ত্বিক স্কটিশ সমাজবিজ্ঞানী রোল্যান্ড রবার্টসন ।

প্রশ্ন-২৫. বিশ্বায়নের নিয়ন্ত্রক উপাদান কয়টি?

উত্তর: বিশ্বায়নের নিয়ন্ত্রক উপাদান চারটি।

প্রশ্ন-২৬. বিশ্বায়নের মধ্যে কয়টি মৌলিক বিষয় বিদ্যমান?

উত্তর: বিশ্বায়নের মধ্যে তিনটি মৌলিক বিষয় বিদ্যমান

প্রশ্ন-২৭. বিশ্বায়নের ফলে কোন ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে? 

উত্তর: বিশ্বায়নের ফলে সেবাখাতগুলোতে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। 

প্রশ্ন-২৮.বিশ্বায়নের ফলে কোনটি অধিকতর হুমকির মুখোমুখি হয়ে পড়েছে?

 উত্তর: বিশ্বায়নের ফলে পরিবেশ অধিকতর হুমকির মুখোমুখি হয়ে পড়েছে। 

প্রশ্ন-২৯. বিশ্বায়নের ফলে কোন শ্রেণি সম্পূর্ণরূপে নিঃশেষিত হয়ে যাচ্ছে? 

উত্তর: বিশ্বায়নের ফলে ক্ষুদ্র উৎপাদন শ্রেণি সম্পূর্ণরূপে নিঃশেষিত হয়ে যাচ্ছে। 

প্রশ্ন-৩০.বিশ্বায়নের ফলে কোন ক্ষেত্রে কর্মসংস্থান সংকুচিত হয়েছে? 

উত্তর: বিশ্বায়নের ফলে শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান সংকুচিত হয়েছে।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. সমকালীন বাংলাদেশে সামাজিক পরিবর্তনের প্রধান কারণ কী? ব্যাখ্যা কর। 

[সকল বোর্ড ১৫]
উত্তর: সমকালীন বাংলাদেশে সামাজিক পরিবর্তনের প্রধান কারণ হলো শিক্ষা ।
শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া, যা ব্যক্তিকে সামাজিক করে তোলে । শিক্ষার সম্প্রসারণের ফলে সমাজকাঠামোতে আসে নানা পরিবর্তন। শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে । শিক্ষার সম্প্রসারণে সমাজে জন্মহার ও মৃত্যুহার হ্রাস পায়। দারিদ্র্য দূরীকরণে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় তারা ঘরের বাইরে গিয়েও অর্থ উপার্জন করছে এবং জাতীয় অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে সমাজে জেন্ডার ভূমিকারও পরিবর্তন হচ্ছে । 

প্রশ্ন-২. জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি কীভাবে সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

[ঢা বো., রা. বো., দি, বো, চ, বো, সি. বো, য, বো, ব. বো. ১৬]
উত্তর: জনসংখ্যার হ্রাসবৃদ্ধি জনসংখ্যা কাঠামোর পরিবর্তন ঘটিয়ে সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো সমাজের জনসংখ্যা হ্রাসবৃদ্ধি এবং গঠন-প্রকৃতির পরিবর্তনের ফলে সমাজের পারিবারিক জীবন, দলীয় জীবন ও সামাজিক জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তনের সূচনা হয়ে থাকে। আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেটুকু ভূমি রয়েছে তার তুলনায় জনসংখ্যা কম বা বেশি হলে সমাজে বিভিন্ন পরিবর্তন সাধিত হয়। তাই বলা যায় যে, জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত

প্রশ্ন-৩. সামাজিক পরিবর্তন কেন হচ্ছে? ব্যাখ্যা কর ।

উত্তর: ব্যক্তির ভূমিকা, কার্যাবলি এবং বস্তুগত উপাদান ও আদর্শের আপেক্ষিক প্রভাবের কারণে সামাজিক পরিবর্তন হচ্ছে। সামাজিক পরিবর্তন হচ্ছে এক ধরনের কাঠামোগত পরিবর্তন যা উৎপাদন শক্তি এবং উপাদান সম্পর্কের মধ্যে পরিবর্তন আনে। আবার অনেক সময় বিভিন্ন আর্থ-রাজনৈতিক উপাদানের ঘাত-প্রতিঘাতে কোনো বিশেষ সামাজিক শক্তি সামাজিক পরিবর্তন আনয়ন করে থাকে। এমনিভাবে বাহ্যিক প্রভাব, প্রভাবশালী ব্যক্তিত্ব, ঔপনিবেশিক শাসন, গোষ্ঠীর কোনো সাধারণ ইচ্ছা ইত্যাদি বিষয়াবলির মাধ্যমে সামাজিক পরিবর্তন সংঘটিত হয় ।

প্রশ্ন-৪. শিল্পায়নের ফলে কীভাবে সামাজিক পরিবর্তন ঘটে? ব্যাখ্যা কর।

উত্তর: শিল্পায়ন মানুষের জীবনযাত্রায় রদবদল এনে সামাজিক পরিবর্তন সংঘটিত করে ।
সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান হলো শিল্পায়ন। যে অঞ্চলে শিল্পায়ন তথা শিল্প-কলকারখানা গড়ে ওঠে, সে অঞ্চলে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হওয়ায় মানুষ কৃষিজ পেশা ছেড়ে অকৃষিজ পেশায় গ্রহণ করে। ফলে ওই এলাকায় পেশাগত পরিবর্তন দেখা দেয়। এছাড়াও শিল্পাঞ্চল এলাকায় আয়ের সুযোগ বেশি থাকায় মানুষের সঞ্চয় বৃদ্ধি পায় যা মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখে। শিল্পায়নের অবশ্যম্ভাবী ফল হলো নগরায়ণ। নগরায়ণের ফলে মানুষের মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি তথা সামগ্রিক সংস্কৃতির পরিবর্তন সাধিত হয় যা সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । 

প্রশ্ন-৫. বিশ্বায়ন বলতে কী বোঝায়?

উত্তর: বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে রাষ্ট্রকেন্দ্রিক সংস্থাসমূহ বিশ্বজুড়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলে । ব্রিটিশ সমাজবিজ্ঞানী এন্থনি গিডেন্সের মতে, “বিশ্বায়ন হচ্ছে ব্যক্তি, গোষ্ঠী ও জাতিসমূহের আরও বেশি পরস্পর নির্ভরশীল হওয়ার উদ্দেশ্যে ক্রমবর্ধমান এক বিশ্বে বাস করা।” এ পদ্ধতির চালিকাশক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ। আর প্রধান সহায়কশক্তি হচ্ছে তথ্যপ্রযুক্তি। পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন, প্রগতি এবং মানবিক ও সামাজিক অগ্রগতি সকল কিছুর ওপরই এর সুস্পষ্ট প্রভাব বিদ্যমান ।

প্রশ্ন-৬. বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের কীরূপ প্রভাব পড়ছে? ব্যাখ্যা কর।

উত্তর: বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়ছে।
বিশ্বায়ন সমাজজীবনের নানা ক্ষেত্রে এনেছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশের মানুষের ভাষা, পোশাকসহ জীবনযাপনের বিভিন্নক্ষেত্রে পড়েছে ভিনদেশি সংস্কৃতির ছাপ। আবার উল্টোটাও ঘটছে। বিশ্বায়নের কল্যাণে পহেলা বৈশাখের মতো নিজস্ব সংস্কৃতি সমাদৃত হয়ে উঠেছে বিশ্বের মানুষের কাছে। আবার বিশ্বায়নের প্রভাবে তথাকথিত ইংরেজিয়ানা বা বিদেশিয়ানার দাপট ক্রমশই বাড়ছে। শুধু তাই নয়, বিশ্বায়নের ফলে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে পাশ্চাত্য ধাঁচে জীবনযাপন করছে। ফলে ছেলেময়েদের আচার-আচরণ, রীতিনীতি ও মূল্যবোধের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে, যা দেশীয় সংস্কৃতিকে বাধাগ্রস্ত করছে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. “সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবনধারার পরিবর্তন”— উক্তিটি কার?

ক. রবার্টসনের
খ. স্যামুয়েল কোয়েনিগের
গ. রোজার্সের
ঘ. কিংসলে ডেভিসের
উ: খ

২. সমাজবিজ্ঞানীদের মৌলিক কাজ কী?

ক. সামাজিক সমস্যা সমাধান
খ. সমাজ পরিবর্তনের সূত্র নির্ণয়
গ. সমাজের স্বরূপ উন্মোচন
ঘ. সংস্কৃতির মিশ্রণ চিহ্নিত করা
উ: খ

৩. সামাজিক দূরত্বের দিকের পরিবর্তন সমাজের কোন মাত্রাকে চিহ্নিত করে?

ক. সাংস্কৃতিক
গ. কাঠামোগত
খ. উপযোগিতার
ঘ. মিথস্ক্রিয়াগত
উ: ঘ

৪. নিচের কোনটি বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে পরিবর্তনের অন্যতম কারণ?

ক. খেলাধুলার প্রসার
খ. পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণ
গ. দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
ঘ. প্রাকৃতিক দুর্যোগ
উ: গ

৫. ‘ক’ গ্রামের চেয়ারম্যান সাহেব গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য দুটি কারখানা স্থাপন করেছেন। ‘ক’ গ্রামের চেয়ারম্যান সাহেবের কার্যক্রমের সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?

ক. পরিকল্পিত পরিবর্তন
 খ. অপরিকল্পিত পরিবর্তন
 গ. কাঠামোগত মাত্রা 
ঘ. সাংস্কৃতিক মাত্রা 
উ: ক

৬. বিশ্বায়ন নিয়ে প্রথম কে আলোচনা করেন?

ক. অ্যান্থনি গিডেন্স
খ. টনি জে. ওয়াটসন
 গ. ইয়ান ক্লার্ক
ঘ. রোল্যান্ড রবার্টসন
উ: ঘ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

৭. বৃহৎ পরিসরে সামাজিক পরিবর্তন বলতে বোঝায়—

i. রাজনৈতিক স্বাধীনতা
ii. প্রযুক্তির উদ্ভাবন
iii. উৎপাদন প্রণালির পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ

৮. বিশ্বায়নের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত—

i. তথ্যের অবাধ প্রবাহ
ii. শ্রমের অবাধ প্রবাহ
 iii. আন্তর্জাতিকীকরণ
 নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ:ঘ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

তামিমের দাদা বললেন, আমাদের গ্রামের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় উপকরণ লবণ ও লোহা ছাড়া সব আমরা নিজেরাই উৎপাদন করি, ফলে আমাদের সমাজে কোনোরূপ পরিবর্তন ঘটে না।

৯.তানিমের দাদা গ্রামের খাদ্য উৎপাদন ব্যবস্থা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা কোন বিষয়টিকে সমর্থন করে?

ক. শহরের ওপর নির্ভরশীলতা
খ. স্বয়ংসম্পূর্ণ উৎপাদন ব্যবস্থা
গ. মানুষের দক্ষতা
ঘ. বিনিময় ভিত্তিক উৎপাদন ব্যবস্থা
উ: খ

১০.তানিমের গ্রামের পরিবর্তন করতে হলে যে বিষয়গুলো অধিক উপযোগী—

i. কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার
ii. শিক্ষার হার বৃদ্ধি
iii. ধর্মীয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ক

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

১১.পরিবর্তিত সামাজিক পরিস্থিতি মোকাবেলার উপায় কোনটি? 

[সকল বোর্ড ১৯]
ক. সংস্কৃতির অনুপ্রবেশ রোধ করা
খ. খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি করা
 গ. সামাজিক নিরাপত্তা হ্রাস করা
ঘ. সংস্কৃতির উদ্ভাবন বন্ধ করা
উ: খ

১২. নিচের কোনটি সামাজিক পরিবর্তন?

 [সকল বোর্ড ১৬]
ক. নদী ভাঙন
গ. পরিবেশগত বিপর্যয়
খ. স্বাধীনতা যুদ্ধ
ঘ. 'যৌথ পরিবারে ভাঙন
উ: ঘ

১৩. নগরায়ণের ফলে সমাজে—

 [সকল বোর্ড ১৬]
ক. বেকারত্ব বৃদ্ধি পায় 
গ. সংহতি দৃঢ় হয় 
খ. অপরাধপ্রবণতা হ্রাস পায় 
ঘ.বস্তির প্রসার ঘটে ই-গভর্নেন্স ব্যবস্থা চালু
উ: ঘ

১৪. কোনটির ওপর ভিত্তি করে হয়েছে?

 [সকল বোর্ড ১৫]
ক. ATM ব্যবস্থা
গ. ইন্টারনেট
খ. মোবাইল ব্যাংকিং
ঘ. তথ্য প্ৰযুক্তি
উ: গ

১৫. বিশ্বায়নের প্রভাব কোনটি?

 (সকল বোর্ড ১৮/ 
ক. আন্তঃরাষ্ট্রসমূহের নির্ভরশীলতা বৃদ্ধি 
খ. রাজনৈতিক বিশৃঙ্খলার ব্যাপকতা
গ. দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
ঘ. বাজার ব্যবস্থার সংকোচন
উ: ক

১৬. যে প্রক্রিয়া একটি লক্ষ্যে সমগ্র পৃথিবীকে একই পরিবারভুক্ত করে— 

[সকল বোর্ড ১৭]
ক.শিল্পায়ন
গ. বিশ্বায়ন
খ. নগরায়ণ
ঘ. তথ্যপ্রযুক্তি
উ: গ

১৭. বিশ্বায়নের ফলে সমাজে—

 [সকল বোর্ড ১৬]
ক. ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে
খ. সমতা প্রতিষ্ঠিত হয়
গ. জ্ঞাতিসম্পর্ক সুদৃঢ় হয়
ঘ. সংহতি বৃদ্ধি পায়
উ: ক

১৮. সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের —

 [সকল বোর্ড '১৮]
i. কাঠামোগত রূপান্তর
ii. ব্যক্তিবর্গের সম্পর্কের পরিবর্তন
iii. মানবিক চাহিদার পরিপূরণ
 নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

এক সময়ের অনুন্নত অঞ্চলটি আজ যোগাযোগ ব্যবস্থায় খুবই উন্নত হয়েছে। কৃষিজীবী মানুষ খুব সহজেই শহরে আসা-যাওয়া করতে পারে। নারীরা শহরের কলেজে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারছে। এর ফলে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। 

[সকল বোর্ড ১৯]

১৯. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কারণ কোনটি? 

ক. নারী শিক্ষার প্রসার
খ. কৃষকের শহরে স্থানান্তর
গ. অবকাঠামোগত পরিবর্তন
 ঘ. সচেতন জনগোষ্ঠী উত্তরম
উ: গ

২০. উদ্দীপকের গ্রামটির আর্থ-সামাজিক অবস্থা কীরূপ হবে? 

ক. রাজনৈতিক প্রভাবমুক্ত হবে
খ. রক্ষণশীল দৃষ্টিভঙ্গি দেখা দিবে 
গ. ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হবে 
ঘ. সংস্কৃতির রূপান্তর ঘটবে
উ: ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ

 ফুলতলী গ্রামের অধিকাংশ মানুষ কাজের খোঁজে শহরে এসে ভীড় জমাতো। বর্তমানে সেখানে প্রায় ১২টির মতো কারখানা গড়ে উঠায় বেকারত্ব হ্রাস পেয়েছে। পাশাপাশি এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গ্রামের নারীরাও এ কারখানাগুলোতে কাজ করছে।

 [সকল বোর্ড ১৮]

২১. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব রয়েছে?

ক. নগরায়ণ
গ. তথ্য-প্রযুক্তি
খ. শিল্পায়ন
ঘ. বিশ্বায়ন
উ: খ

২২. উদ্দীপকের পরিস্থিতির ফলাফল হতে পারে—

i. পরিবেশ দূষণ
ii. যৌথ পরিবার ব্যবস্থায় ভাঙন
 iii. শিক্ষার হারের নিম্নগতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

জেবুন নেছার বয়স ৬৫ বছর। এই বৃদ্ধ বয়সে পাশে কেউ নেই। ছেলে-মেয়ে, নাতি-নাতনি সবাই বিদেশে। তবে প্রতিদিন জেবুন নেছার সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ছেলে- মেয়ে, নাতি-নাতনির সাথে কথা হয়। 

[সকল বোর্ড ১৭]

২৩. উদ্দীপকে বাংলাদেশের সমকালীন সমাজে কীরূপ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে?

ক. সামাজিক পরিবর্তন
খ. মনস্তাত্ত্বিক পরিবর্তন
গ. প্রযুক্তিগত পরিবর্তন
ঘ. ধর্মীয় পরিবর্তন
উ: গ

২৪. উক্ত পরিবর্তনের ফলে—

i. যোগাযোগ সহজতর হয়েছে
 ii. কৃষিক্ষেত্রে পরিবর্তন হয়েছে
 iii. শিল্পের প্রসার বৃদ্ধি পেয়েছে
 নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url