IHT & MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন



রসায়ন

IHT এবং MATS এর রসায়ন হল 100% কমন সাজেশন-2023

Chemistry of IHT and MATS is 100% Common Suggestion-2023

১.কোন বস্তুর ভিতরের পদার্থের পরিমাণকে বলা হয়? 

উঃ ভর 

২.কোন বস্তুর আন্তঃআণবিক শক্তি খুব বেশী হলে তা-

উঃ উচ্চ গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট কঠিন পদার্থ

৩.কোন কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়াকে কি বলে?

উঃ উর্ধ্বপাতন। 

৪.পদার্থের একটি বৈশিষ্ট্য- 

উঃ পদার্থ স্থান দখল করে

৫.কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন?

উঃ মোসলে

৬.চিনির শরবত হচ্ছে-

উঃ সমসত্ব মিশ্রণ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

১০.পানি কি পদার্থ?

উঃ যৌগিক পদার্থ

১১. কোনটি অগ্নি নির্বাপক গ্যাস?

উঃ কার্বন ডাই অক্সাইড 

১২. জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরী করলে কি পরিবর্তন হয়?

উঃ ভৌত পরিবর্তন

১৪. বস্তুর ধর্ম ধারণ করে এ রকম ক্ষুদ্রতম কণিকার নাম?

উঃ অণু

১৫.ফসফরাসের অবস্থান পর্যায় সারণীতে VA শ্রেণীতে কারণ-

উঃ ফসফরাসের পরমাণুতে সর্বশেষ স্তরে ৫টি ইলেকট্রন আছে। 

১৬. পানির এক মোল কত গ্রাম?

উঃ 18 গ্রাম

১৭. অক্সিজেনের এক মোল কত গ্রাম?

উঃ 32 গ্রাম

১৮. রাসায়নিক সংযোগ সূত্র সমূহের একটি ভরের সাথে সরাসরি যুক্ত নয়। এটি কোনটি?

উঃ গ্যাস আয়তন সূত্র

১৯.একটি ব্রহ্ম পারে কিছু তৈল রেখে পোড়ানো হয়, দেখা গেলো যে তৈল অদৃশ্য হলেও পাত্রের ভরের কোন পরিবর্তন আসেনি। এ তথ্য কোন সূত্রকে সমর্থন করেন?

উঃ ভরের অধিনাশিতাবাদ

২০.একটি গ্লাসের পানি নিয়ে তাতে এক ফোটা কালি এমনভাবে যোগ করা হলো যেন তা পানির তলদেশে থাকে। কয়েক ঘন্টা পরে দেখা গেল যে কালি সহ পানিতে মনে গেছে। এ ঘটনার নাম কি?

উঃ ব্যাপন

২১.অণু ধারণার প্রবর্তক কে?

উঃ অ্যাভোগেড্রো

১.প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কি বুঝায়?

উঃ ০° সে. ও এক অ্যাটমোসফিয়ার চাপ / 1 atm চাপ

২৩. অ্যাভোগেড্রোর সংখ্যা বলতে কি বুঝায়—

উঃ এক মোল বস্তুতে অণুর সংখ্যা।

২৪. অ্যাভোগেড্রো সংখ্যার মান হচ্ছে-

উঃ  6.023x1023

২৫. প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন কত? 

উঃ ২২.৪ লিটার

২৬. অ্যালুমিনিয়ামের যোজনী কত?

উঃ 3

২৭. জিংক সালফেটের সংকেত হচ্ছে-

উঃ ZnSO4

২৮. পটাসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে-

উঃ K3PO4

২৯. ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে—

উঃ Mg3(PO4)2

৩০. এ্যালুমিনিয়াম সালফেটের সংকেত হচ্ছে- 

উঃ Al2(SO4)3

৩১. কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে- 

উঃ তার পরমানুস্থিত প্রোটনের সংখ্যা ।  

৩২ তার পরমানুস্থিত প্রোটনের সংখ্যা দুটি আইসোটোপের কি সমান হয়?

উ: পরমানুর সংখ্যা 

৩৩.. নিস্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর কোন গ্রুপে স্থান পেয়েছে?

উঃ শূন্য গ্রুপে

৩৪. পরমাণু অবিভাজ্য- এটি কার মতবাদ?

 উঃ ডাল্টনের

৩৫. লেডের ল্যাটিন নাম কি?

 উঃ: Plumbum

৩৬. যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে কি বলে?

উঃ তাপোৎপাদী বিক্রিয়া

৩৭. ইলেকট্রন সাধারণত কোন শক্তিস্তরে প্রথম প্রবেশ করে?

উঃ নিম্নশক্তি স্তরে

৩৮. 0°C তাপমাত্রা সমান কত কেলভিন তাপয়াত্রা?

উ:$:273k

৩৯.প্রায় সকল প্রায়নিক যৌগ কোন তরল পদার্থে দ্রবীভূত হয়।

 উঃ পানি

৪০. কোন মৌল অন্য মৌলের সাথে সংযুক্ত হতে চায় না?

উ:নিস্ক্রিয় মৌল

৪১. পেট্রোলিয়াম কি?

উঃ হাইড্রোকার্বন

৪২.- হীরক বিদ্যুৎ পরিবাহী নয় কেন? 

উ: এতে কোন মুক্ত ইলেক্ট্রন নেই।

৪৩.রেডন গ্যাস কি কাজে ব্যবহৃত হয়? 

উঃ ক্যান্সার চিকিৎসায়

৪৪. ক্রিপটনের শেষ কক্ষপানো কাটি ইলেকট্রন আছো? 

উঃ ৮ টি

৪৫. যে শক্তির বলে অণুতে পরমাণু সমূহ আবদ্ধ থাকে তাকে কি বলে?

উঃ বন্ধন

৪৬. রং বেরং আলোক সজ্জায় কোন গ্যাস ব্যবহৃত হয়?

উঃ নিয়ন গ্যাস

৪৭. কিসের বহু সংখ্যক অণু একত্রিত হয়ে পলিথিন তৈরী করে? 

উঃ ইথিলিন

৪৮. কোন মাধ্যমে কলোয়েড কণার ইতস্তত ভ্রমণকে কি বলে?

উঃ ব্রাউনীয় গতি

৪৯. 1 মোল পরিমাণ বস্তুর আয়তনকে সেই বস্তুর কি বলে?

উঃ মোলার আয়তন

৫০. ধাতুগুলি ভালো বিদ্যুৎ পরিবাহী কেন?

উঃ ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে

৫১. পানির অণুর আকৃতি কিরূপ?

উঃ কৌনিক

৫২. পর্যায় সারণীর সত্যিকার ভিত্তি কি?

উঃ ইলেকট্রন বিন্যাস

৫৩. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2, 8. 18, 8, 2 পর্যায় সারণিতে তার অবস্থান?

উঃ ৫ম পর্যায় IIA শ্রেণীতে

৫৪. অ্যালুমিনিয়ামের অবস্থান পর্যায় সারণীতে ৩য় পর্যায়ে কারণ-

 উঃ অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলেকট্রন সমূহ তিনটি স্তরে থাকে।

 ৫৫. ফসফরাসের অবস্থান পর্যায় সারণীর ৫ম শ্রেণীতে কারণ-

উঃ ফসফরাসের পরমাণুর বহিঃশেলে সর্বমোট ৫টি ইলেকট্রন আছে।

 ৫৬. পর্যায় সারণীতে হ্যালোজেন সমূহের অবস্থান কোথায়? 

উঃ গ্রুপVIIA

৫৭. পর্যায় সারণীতে নাইট্রোজেনের অবস্থান কোথায়?

উঃ গ্রুপVA

৫৮. কোন যৌগের ক্ষেত্রে যৌগস্থিত কোন মৌলের যে যোজনী কার্যকরী থাকে তাকে কি বলে?

উঃ সক্রিয় যোজনী

৫৯. রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি অবশ্যই প্রয়োজনীয়?

উঃ বিক্রিয়কসমূহের মধ্যে সংস্পর্শ ।

৬০. ’CuO+C = Cu+CO এটি কি বিক্রিয়া?

উঃ জারণ-বিজারণ বিক্রিয়া

৬১. Ca(OH)2+2HCl = CaCl+2HO এটি কি বিক্রিয়া?

 উঃ প্রশমন বিক্রিয়া

৬২. H2+Cl2 = 2HCI এটি কি বিক্রিয়া?

উঃ সংশ্লেষণ বিক্রিয়া

৬৩. যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয় তাকে কি বলে?

উঃ রাসায়নিক বিক্রিয়া

৬৪. তাপ রাসায়নিক সমীকরণে প্রমাণ তাপমাত্রা কত?

উঃ 25°C

৬৫. 2Na+F2 + 2NaF এ বিক্রিয়ায় কিসের আদান প্রদান ঘটে?

উঃ ইলেকট্রনের

৬৬.তাপমাত্রা বাড়লে---

উঃ বিক্রিয়ার গতি বাড়বে

৬৭. বিক্রিয়ার গতির উপর প্রভাব নেই-

 উঃ বিক্রিয়া পাত্রের আকার

৬৮. নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য- 

উঃ চিনি

৬৯. তাপ রাসায়নিক সমীকরণে প্রমাণ তাপমাত্রা হচ্ছে?

উ: 25°C

৭০. সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন পদার্থটি উৎপন্ন হয় না?

উঃ সোডিয়াম ধাতু

৭১.আকরিক হতে মুক্ত ধাতু উৎপন্ন করাকে কি বলে?

উঃ ধাতু নিষ্কাশন

৭২. ডেনিয়েল সেলে ধনাত্মক প্রান্ত হচ্ছে-

উঃ কপার

৭৩. লেকল্যান্স সেলে ঋণাত্মক প্রান্ত হচ্ছে-

উঃ জিংক দণ্ড

৭৪. গ্যালভানিক সেলে কোথা থেকে বিদ্যুৎ প্রবাহিত করতে হয়। 

উঃ বাহির থেকে

৭৫.একটি তীব্র এসিড ও তীব্র ক্ষারকের মধ্যে প্রশমন বিক্রিয়ার তাপ কত?

উঃ 57.3 কিলোজুল /KS

৭৬.কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করতে হয়?

উঃ অ্যালুমিনিয়াম

৭৭. কোন ধাতুটি সক্রিয়ভাবে সিরিজে সবার উপরে?

উঃ লিথিয়াম

৭৮. কোন ধাতুটি সক্রিয়তার সিরিজে সবার নিচে?

উঃ গোল্ড

৭৯.কোন ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয়?

 উঃ জিংক

৮০. ইস্পাত হচ্ছে-

উঃ স্বল্প পরিমাণ কার্বন যুক্ত আয়রণ

৮১. তড়িৎ বিশ্লেষণ দ্বারা-

উঃ কপার ধাতুর নিষ্কাশন করা হয়

৮২. কোন মৌলের ভিন্ন ভিন্ন রুপকে কি বলে?

উঃ বহুরূপতা

৮৩. কোন বৈশিষ্ট্য অধাতুর বেলায় সাধারণত প্রযোজ্য নয়?

উঃ ঘাত সহনতা

৮৪. কোনটি ধাতুর সবচেয়ে ভালো সংজ্ঞা?

উঃ যে মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করে তা ধাতু।

৮৫. কার্বক্সিল মূলক বিশিষ্ট অ্যালিফেটিক জৈব যৌগসমূহকে কি বলে?

 উঃ ফ্যাটি এসিড

 ৮৬. পানির স্ফুটনাংক কত?

উঃ 100° সে.

৮৭. সোডিয়ামের সাথে কোন মৌলটির ধর্মের মিল সবচেয়ে বেশি?

উঃ পটাসিয়াম

৮৮. ক্যালসিয়ামের সাথে কোন ধাতুর রাসায়নিক ধর্মে সবচেয়ে বেশি মিল?

উঃ ম্যাগনেসিয়াম

৮৯.প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল কোনটি?

উঃ ইউরেনিয়াম

৯০.আধুনিক রসায়নের ভিত্তি কি?

উঃ ডাল্টনের পরমাণুবাদ

৯১.আয়রণ যৌগসমূহের সাধারণ বর্ণ কি?

উঃ হলুদ বা লাল

৯২.কপার যৌগ সমূহের সাধারণত কোন বর্ণ দেখায়?

 উঃ সবুজ বা নীল

৯৩.একটি লবণের বর্ণ গাঢ় সবুজ এটি কোন আয়নের লবণ হওয়া প্রত্যাশিত?

উঃ আয়রন

৯৪.যে কোন গ্যাসের আনবিক ভর তার বাষ্প ঘনত্বের কত গুণ?

 উঃ দ্বিগু

৯৫.কক্ষ তাপমাত্রার কোন ধাতুটি পানির সাথে দ্রুত বিক্রিয়া করে?

উঃ ম্যাগনেসিয়াম

৯৬. উচ্চ তাপমাত্রাতেও কোন ধাতু পানির সাথে বিক্রয়া করে না?

উঃ কপার

৯৭.একটি লবণ অনুজ্জ্বল বুনসেন প্রদীপে প্রবেশ করানোর পর শিখার বর্ণ বেগুণী হলে লবণটি কোন ধাতু? 

উঃ পটাসিয়াম

৯৮.কোন ধাতুর লবণ শিখা পরীক্ষায় উজ্জ্বল সোনালী হলুদ বর্ণ দেখায়?

উঃ সোডিয়াম

৯৯.কোন ধাতুর শিখা পরীক্ষায় কোন বর্ণ দেখা যায় না?

 উঃ ম্যাগনেসিয়াম

১০০.একটি লবণের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করায় নোংরা সবুজ অধঃক্ষেপ পড়লো লবণটি কোন আয়নের?

উঃ আয়রণ (II)

১০১. কাঁচ হচ্ছে-

উঃ বিভিন্ন সিলিকেটের মিশ্রণ

১০২. সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগে কোন ক্যাটায়নের লবণের দ্রবণ হতে লালচে বাদামী অধঃক্ষেপ পড়ে?

উঃ আয়রণ (III)

১০৩.সোডিয়াম আয়োডাইড যোগে কোন ধাতুর দ্রবণ হতে হলুদ অধঃক্ষেপ পড়ে?

উঃ ক্যালসিয়াম

১০৪.পটাসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগে কোন ক্যাটায়নের লবণের দ্রবণ হাতে হলুদ অধঃক্ষেপ পড়ে?

উঃ লেড

১০৫. সোডিয়াম অক্সালেট দ্রবণ যোগে কোন ধাতুর লবণের দ্রবণ হতে সাদা অধঃক্ষেপ সৃষ্টি হয়?

উঃ ক্যালসিয়াম

১০৬. সোডিয়াম অক্সালেট দ্রবণ যোগে কোন ধাতুর লবণের দ্রবণ হতে সাদা অধঃক্ষেপ সৃষ্টি হয়?

উঃ ক্যালসিয়াম

১০৭. পটাসিয়াম আয়োডাইড যোগে কোন ধাতুর দ্রবণ হতে হলুদ অধঃক্ষেপ পড়ে?

উঃ লেড

১০৮. বহুরূপতা বলতে কি বুঝ?

উঃ একই মৌলের বিভিন্ন রূপ বিদ্যমান থাকা

১০৯. কোন অধাতুর অন্ততঃ একটি রূপভেদ ভাল বিদ্যুৎ পরিবাহী? 

উঃ কার্বন

১১০. অধাতু হওয়া সত্ত্বেও কোন মৌল বিজারক?

উঃ কার্বন

১১১.কোন মৌলের অক্সাইড সর্বোচ্চ গলনাংক বিশিষ্ট?

উঃ কার্বন

১১২. নিম্নে কোন মৌলটি উদ্ভিদের জন্য অপ্রয়োজনীয় বা সবচেয়ে কম প্রয়োজনীয়?

উঃ ক্লোরিন

১১৩. কোন মৌলের যৌগের সংখ্যা সবচেয়ে বেশী?

উঃ কার্বন

১১৪. কোন যৌগটি খুবই বিষাক্ত?

উঃ কার্বন মনোক্সাইড

১১৫. কোন গ্যাসকে চুনের পানির ভিতর দিয়ে চালনা করলে ঘোলাটে হয়?

উঃ CO2

১১৬. কোন গ্যাসের বর্ণ বাদামী?

উঃ NO2

১১৭. কোন গ্যাস ক্ষারীয়?

উঃ NH3

১১৮, নাইট্রেট লবণে কপার চূর্ণ ও গাঢ় সালফিউরিক এসিড যোগ করে তাপ দিলে কোন গ্যাস নির্গত হয়?

উঃ NO 3

১১৯. লঘু অবস্থায় কোন এসিডে জিংক বা অন্য সক্রিয় ধাতু যোগ করলে হাইড্রোজেন গ্যাস সৃষ্টি না হয়ে কোন যৌগ উৎপন্ন হয়? 

উঃ নাইট্রিক এসিড

১২০.অ্যামোনিয়া লবণ সমূহের সাথে কোন লবণের গভীর মিল বিদ্যমান?

উঃ পটাসিয়াম

১২২.কোন আয়ন বলয় পরীক্ষা দেয়?

উঃ নাইট্রেট

১২৩. কোন গ্যাস নেসলার দ্রবণের সাথে বিক্রিয়া করে বাদামী অধঃক্ষেপ সৃষ্টি করে?

উঃ NH3

১২৪. প্রকৃতিতে কোন মৌল সবচেয়ে বেশী পরিমাণে বিদ্যমান?

উঃ অক্সিজেন

১২৫.ZnO কি ?

উঃ উভধর্মী

১২৬. কোন অক্সাইড অম্লীয় নয়?

উঃ N2O

১২৭. কোন লৰণে এসিড যোগ করলে পঁচা ডিমের গন্ধযুক্ত গ্যাস বের হয়?

উঃ সালফাইড

১২৮.কোন লবণের দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে অধঃক্ষেপ-সৃষ্টি হয় না?

 উঃ নাইট্রেট

১২৯. কোন লবণের দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে দধির মত সাদা অধঃক্ষেপ সৃষ্টি হয়?

উঃ ক্লোরাইড

১৩০. শুষ্ক নাইট্রেট লবণে কোন এসিড যোগ করে উত্তপ্ত করলে নাইট্রিক এসিড পাওয়া যাবে?

উঃ H2SO4

১৩১. সবচেয়ে শক্তিশালী জারক কোনটি?

উঃ ফ্লোরিন

১৩২.স্পর্শ পদ্ধতিতে কোন এসিড উৎপাদিত হয়?

উঃ H2SO4

১৩৩. CH3-CH2-CH2-C=CH যৌগটির নাম কি?

উঃ ১-পেন্টাইন

১৩৪.CH2-CH=CH-CH3; যৌগটির নাম কি?

উঃ ২-বিউটিন

১৩৫. CH3-CH2-1 যৌগটির সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে?

উঃ C4H10

১৩৬. অ্যারোমেটিক যৌগের উদাহরণ হচ্ছে-

উঃ C6H6

১৩৭. অ্যালকোহলের ক্রিয়াশীল মূলক হচ্ছে-

উঃ -OH

১৩৮. জৈব এসিডের ক্রিয়াশীল মূলক হচ্ছে-

উঃ -COOH

১৩৯. বিউটেনের আণবিক সংকেত হচ্ছে-

উঃ C4H10

১৪০.জৈব যৌগ কাকে বলে?

উঃ কার্বন ও হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগ

১৪১. অ্যালকাইন যৌগ পদার্থগুলোর সাধারণ সংকেত কোনটি?

উ:CnH2n-2

১৪২. কার্বনের যৌগ পদার্থগুলোকে সাধারণ ভাষায় কি বলা হয় ?

উঃ জৈব যৌগ

১৪৩.ইথেনের সংকেত হচ্ছে

উঃ C2H6

১৪৪. মিথেনের সংকেত হচ্ছে-

উঃ CH4

১৪৫. প্রোপেনের সংকেত হচ্ছে-

উঃ C3H8

১৪৬, বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তা প্রায় সম্পূর্ণ রূপে কি?

উঃ মিথেন

১৪৭. এষ্টারের কার্যকরী মূলক কোনটি?

উঃ -COOR

১৪৮. অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে-

উ:-CHO

১৪৯. অ্যালকেন শ্রেণীর সাধারণ সংকেত কি?

উঃ CnH2n+2

১৫০. অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেত কি?

উঃ CnH2n

১৫১. CH3COOH কি?

উঃ জৈব এসিড

১৫২.সাবানের রাসায়নিক নাম কি?

উঃ সোডিয়াম স্টিয়ারেট

১৫৩. ফ্যাটি এসিড সমূহের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?

উ: HCOOH

১৫৪.কার্বন পরমাণু বিহীন প্রায় সকল যৌগকে কি বলে?

উঃ অজৈব যৌগ

১৫৫ অ্যালকিনের কার্যকরী মূলক?

উঃ >C=C<

১৫৬. একটি বস্তুর ওজন পৃথিবীর পৃষ্ঠে কিসের উপর নির্ভরশীল?

উঃ অবস্থানের উপর

১৫৭.নভোচারী পৃথিবী হতে যত দূরে যায় তত তার কি হয়?

উঃ ওজন কমে

১৫৮.কোন গুলো উপধাতু?

উঃ বোরন, সিলিকন, আর্সেনাইড

১৫৯. এ পর্যন্ত আবষ্কৃত মৌলের সংখ্যা কত?

উঃ118 টি

১৬০  সাধারণ লবণে সোডিয়াম ও ক্লোরিনের ভরের অনুপাত হল? 

উ:3:23:36.5

১৬১. এক টুকরো স্বর্ণকে কত ডিগ্রী তাপমাত্রায় গলানো হয়?

উঃ 1063° সে.

১৬২. এক টুকরো স্বণ কত ডিগ্রী তাপমাত্রায় বাষ্পীভূত হয়? 

উঃ 2808° সে.

১৬৩.হাইড্রোজেনের একটি পরমানুর ভর কত?

উ: 1.673×10-24 গ্রাম

১৬৪. অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে?

উ:CH2n-2

১৬৫. কোন বিজ্ঞানী শক্তির অবিনাশিতাবাদ সূত্র আবিষ্কার করেন?

 উঃ ল্যাভয়সিয়ে

১৬৬.সর্বদা ভরের নির্দিষ্ট অনুপাত সত্যতার কোন সূত্র? 

উঃ স্থিরানুপাত সূত্র

১৬৭. আদর্শ উষ্ণতা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন কত? 

উঃ 22.4 লিটার

১৬৮. অণু ও পরমাণুর মধ্যে সর্বপ্রথম কে পার্থক্য দেখান?

উঃ অ্যাভোগেড্রো

১৬৯. একই উষ্ণতা ও চাপে সমান আয়তনের সকল গ্যাস সমান সংখ্যক অণু থাকে এ প্রকল্পটি কার?

উঃ অ্যাভোগেড্রো

১৭০. অণু ও পরমাণুর বর্তমান সংজ্ঞা প্রদান করেন কে?

উঃ অ্যাভোগেড্রো

১৭১. সোডিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে-

উঃ NaNO3

১৭২. গ্লুকোজের স্থুল সংকেত হচ্ছে-

উঃ CH2O

১৭৩. জিংক ফসফেটের সংকেত কি?

উঃ Zn3(PO4)2

১৭৪. K2CrOযৌগে ক্রোমিয়ামের যোজ্যতা কত?

উঃ 6

১৭৫. Fe3(PO4)2 এ Fe এর যোজ্যতা কত?

উঃ 2

১৭৬.গ্রীন ভিট্রিয়লের সংকেত হচ্ছে-

উঃ FeSO4.7H2O

১৭৭. পটাসিয়াম থায়াসালফেটের আণবিক সংকেত কোনটি?

উঃ K2S2O3

১৭৮. সালফারের যোজনী কত?

উঃ 2,4,6

১৭৯. H2SO4 এর আণবিক ভর কত?

উঃ 98.00 গ্রাম

১৮০. NH, এর আণবিক ভর কত?

উঃ 17

১৮১. HCI এর আণবিক ভর কত?

উঃ36.5

১৮২. গ্লুকোজের (C6H12O6) আণবিক ভর কত?

উঃ 180

১৮৩. পানির আণবিক ভর কত?

উঃ 18

১৮৪.কে আবিষ্কার করেন যে, পরমাণুর একটি কেন্দ্র আছে?

উঃ রাদারফোর্ড

১৮৫. রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রের কি নাম দিয়েছেন?

উঃ নিউক্লিয়াস

১৮৬. কোন শেলে সর্বোচ্চ 32টি ইলেকট্রন ধারণ করার ক্ষমতা কত?

উঃ ৪র্থ

১৮৭. হিলিয়ামের সর্বোচ্চ ইলেক্ট্রন ধারণ করার ক্ষমতা কত?

উঃ 2

১৮৮. রাসায়নিক বন্ধন কত প্রকার?

উঃ চার প্রকার

১৮৯. আয়নিক বন্ধন কেমন?

উঃ খুব শক্তিশালী বন্ধন

১৯০.আয়নিক বন্ধন ছিন্ন করতে প্রচুর কি ব্যয় করতে হয়?

উঃ শক্তি

১৯১.সোডিয়াম ক্লোরাইডের কত ডিগ্রী তাপমাত্রায় উত্তপ্ত করলে আয়নিক বন্ধন পুরোপুরি ছিন্ন হয়?

উঃ 1465° সে.

১৯২. ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে কি বলা হয়?

উঃ সমযোজী বন্ধন

১৯৩. কোন পরমাণুর শেষ কক্ষ পথের ইলেকট্রন কে কি বলে? 

উঃ যোজনী ইলেকট্রন

১৯৪, নাইট্রোজেনের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি?

 উঃ 5টি

১৯৫. পর্যায় সারণীর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কয়টি করে মৌল বিদ্যমান?

উঃ ৮টি

১৯৬.সালফারের ইলেকট্রন বিন্যাস 2,6,8 তাহলে সালফার কোন গ্রুপের অন্তর্ভূক্ত হবে?

উঃ VIA

১৯৭. পর্যায় সারণীর গ্রুপ) কে কি নামে বিশেষভাবে আখ্যায়িত করা হয়?

উঃ নিষ্ক্রিয় গ্যাস

১৯৮.পর্যায় সারণীর গ্রুপVIIA কে কি নামে আখ্যায়িত করা হয়?

উঃ হ্যালোজেন

১৯৯. কোনটি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস?

উঃ 2,8,2

২০০. Na2SiO3 কি?

উঃ ক্ষার

২০১. পর্যায় সারণীর মূল ভিত্তি হিসাবে কোনটিকে ধরা হয়?

উঃ ইলেকট্রন বিন্যাস

২০২. সাধারণত ধাতুর অক্সাইড কি ধরনের হয়?

উঃ ক্ষারধর্মী

২০৩. হ্যালোজেনভূক্ত মৌল কয়টি?

উঃ 5

২০৪, রসায়ন বিজ্ঞানের জনক কে?

উঃ জাবির - ইবনে হাইয়ান ।

২০৫. ফসফরিক এসিডের সংকেত কোনটি?

উঃ H3PO4

২০৬. ক্লোরিন হেপ্টোক্সাইডের সংকেত কোনটি?

উঃ Cl2O3

২০৭.পার ক্লোরিক এসিডের সংকেত কোনটি?

উ:HCIO4

২০৮. অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত কোনটি?

উ:NH4CNO

২০৯. ইউরিয়ার সংকেত কোনটি?

উ:NH2-CO-H2N

২১০.অক্সিজেন কোন ধরনের মৌল ? 

উঃ  তড়িৎ মৌল

২১১. যে পদার্থটির জারণ ঘটে তাকে কি বলে?

উঃ বিজারক

২১২. যার দ্বারা জারণ সংঘটিত হয় তাকে কি বলা হয়?

 উঃ জারক 

২১৩. কার্বন কি?

উঃ কৃষ্ণ বর্ণের অধাতু

২১৪. N2+O2 = 2NOকোন ধরনের বিক্রিয়া?

উঃ তাপহারী বিক্রিয়া

২১৫. কিসের পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া উৎপন্ন হয়?

উঃ NH4CNO

২১৬. অ্যামেয়িাম সায়ানেট থেকে ইউরিয়া উৎপন্ন হয়?

 উঃ পুনর্বিন্যাস

২১৭. 2H2+O2=2H2O এ বিক্রিয়াটি কিসের দ্বারা সবচেয়ে বেশী প্রভাবিত হয়?

উঃ উচ্চ তাপমাত্রা

২১৮. সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি?

উঃ Na2S2O3

২১৯. অ্যাসিটিক এসিডের সংকেত কি?

উঃ CH3COOH

২২০. ইথাইল এসিটেটের সংকেত কি?

উ:CH3COOCH2CH3

২২১. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের কোন ক্ষেত্রে তাপ উৎপাদিত হয়?

উঃ সংশ্লেষণ

২২২. ফেরোসোফেরিক অক্সাইডের সংকেত কোনটি?

উ:Fe304

২২৩.বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধির জন্য পানিতে কি যোগ করতে হয়?

উঃ সালফিউরিক এসিড

২২৪. 1 ক্যালরি সমান কত জুল?

উঃ 4.2 জুল

২২৫. রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিবর্তনের পরিমাণকে কোন এককে প্রকাশ করা যায়?

 উঃ কিলোজুল

২২৬. ডেনিয়েল কোষে কত ভোল্টের বিদ্যুৎ উৎপাদিত হয়?

উঃ 1.1 ভোল্ট

২২৭. যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নাম কি?

উঃ ভোল্টমিটার

২২৮. ড্রাইসেলের তড়িৎ চালক বল কত?

উঃ 1.5 ভোল্ট

২২৯. কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করতে হয়?

উ: অ্যালুমািনিয়াম

২৩০. কোন ধাতুকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? 

উঃ গোল্ড

২৩১.কোন ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয়? 

উ: জিংক

২৩২.লেডের প্রধান আকরিক কোনটি?

উ:  গ্যালেনা

২৬৩.গ্যালেনার সংকেত কি? 

উ:  PbS

২৩৪. ইস্পাতে শতকরা কত ভাগ কার্বন থাকে?

উ: 0.15-1.5%

২৩৫. ঢালাই লোহায় শতকরা কত ভাগ কার্বন থাকে?

উ: 2-4.5%

২৩৬.সোডিয়াম এসিটেটের সংকেত কোনটি?

উ:  CH3CONa

২৩৭. লোহার কোন আকরিক থেকে প্রধানত লোহাকে নিষ্কাশন করা যায় না?

উঃ আয়রণ পাইরাইট

২৩৮. আয়রণ পাইরাইট এর সংকেত কোনটি?

উঃ FeS2

২৩৯.লৌহ নিষ্কাশনের সময় বাত্যাচুল্লির নিচের দিকের তাপমাত্রা কত থাকে?

উঃ 1500° সে.

২৪০. লৌহের আকরিক থেকে লৌহ নিষ্কাশন কালে বিগলক হিসাবে কোনটি ব্যবহৃত হয়?

উ: CaCO3

২৪১. কপার পাইরাইটস এর সংকেত কোনটি?

উ: CuFeS2

২৪২.লেডের আকরিক কি?

উঃ গ্যালেনা

২৪৩. লিমোনাইট এর সংকেত কি?

উঃ Fe2O3.3H2O

২৪৪.দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি কত?

উঃ 435 কিলোজুল

২০৫. প্রশমন বলতে কি বুঝায়?

উঃ একটি এসিডের সাথে একটি ক্ষারকের বিক্রিয়া

২০৬. প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?

উঃ লৰণ ও পানি

২৪৭. জারণ-বিজারণ বিক্রিয়ায় যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?

উঃ বিজারক

২৪৮ . সাধারণত ধাতুসমূহ প্রকৃতিতে কি অবস্থায় থাকে?

উঃ আকরিক

২৪৯. সক্রিয়তা সিরিজের প্রথম ছয়টি ধাতুতে কিভাবে নিষ্কাশন করা হয়?

উঃ তড়িৎ বিশ্লেষণ দ্বারা। 

২৫০. আকরিক হতে মুক্ত ধাতু উৎপন্ন করাকে কি বলে ? 

উ: ধাতু নিষ্কাশন

২৫১. প্রাচুর্যের দিক হতে পৃথিবীতে প্রথম শ্রেণীর মৌল কোনটি?

উঃ অক্সিজেন

২৫২. ব্লিস্টার কপার শতকরা কত ভাগ বিশুদ্ধ?

উ:  95%

২৫৩. অধাতুসমূহ কোন ধরনের ক্লোরাইড উৎপাদন করে?

উঃ সমযোজী ক্লোরাইড

২৫৪. সকল সোডিয়াম লবণ দেখতে কিরূপ?

উঃ অনুজ্জ্বল

২৫৫.বৈদ্যুতিক কেবল হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় কেন?

উঃ কপারের তুলনায় সস্তা বলে

২৫৬. লাল বর্ণের রেড অক্সাইড কি নামে পরিচিত?

উঃ রেড লেড

২৫৭. পটাসিয়াম প্লাম্বাইড এর সংকেত কি?

উ: K2PbO2

২৫৮. কার্বনের যৌগ পদার্থগুলোকে সাধারণত কি বলা হয়?

উঃ জৈব পদার্থ

২৫৯. গ্রাফাইট নরম ও পিচ্ছিল হয় কেন?

উঃ গ্রাফাইট অণুগুলোর মধ্যে সমযোজী বন্ধন থাকে না।

২৬০. কিভাবে আসল হীরক চেনা যায়?

উঃ রঞ্জন রশ্মির সাহায্যে

২৬১. গ্রাফাইটের প্রতিটি স্তরে কিসের সৃষ্টি হয়?

উঃ ষড়যোজী জালের

২৬২. কাঠ পেন্সিলের শীষ হিসাবে কি ব্যবহার করা হয়?

উঃ গ্রাফাইট

263. সাধারণত অধাতুগুলো-

উঃ তীব্র জারক

২৬৪. রক্তে হিমোগ্লোবিনের রং কি রকম?

উঃ লাল

২৬৫. উদ্ভিদে কার্বহাইড্রেটের প্রধান উৎস কি?

উঃ কার্বন-ডাই-অক্সাইড

২৬৬. কার্বন-ডাই-অক্সাইড নিজে জ্বলে না আবার দহনেও সাহায্য করে না কেন?

উঃ এটি সহজে বিয়োজিত হয় না বলে

২৬৭. কার্বন-ডাই-অক্সাইড অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয় কেন? 

উঃ এটি নিজেও জ্বলেনা বা দহনেও সাহায্য করে না।

২৬৮. কাপড় ধোয়ার সোডা ও খাওয়ার সোডা প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়?

উঃ কার্বন-ডাই-অক্সাইড

২৬৯. অ্যামোনিয়াম সালফেটের সাথে চুনাপাথরের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?

উঃ অ্যামোনিয়াম কার্বনেট

২৭০. বেকারিতে পাউরুটি ফোলাতে ব্যবহৃত হয়?

উঃ অ্যামোনিয়াম কার্বনেট

২৭১.পানি কাঁচ কাকে বলে?

উঃ সোডিয়াম সিলিকেট (Na2SiO3)

২৭২. ম্যাগনেসিয়াম সালফেট এর সংকেত কি? 

উঃ MgSO4

২৭৩.কাঁদা মাটির প্রধান উপাদান কি?

উঃ অ্যালুমিনিয়াম সিলিকেট

২৭৪.সিমেন্ট তৈরীর প্রধান উপাদান কি?

উঃ সিলিকা ও কাঁচ

২৭৫. হ্যালোজেন সমূহের মধ্যে সবচেয়ে শক্তিশালী জারক কাকে বলা হয়? 

উঃ ফ্লোরিন

২৭৬. Na3PO4 ও P এর যোজনী কত?

উঃ  3

২৭৭.ফেরিক সালফেটের সংকেত কি?

উঃ Fe2(SO4)3

২৭৮. CS2 এই যৌগটির নাম কি?

উঃ কার্বন-ডাই-সালফাইড

২৭৯. বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হয় তাকে কি বলে?

উঃ উৎপাদ

২৮০.পরমাণুর সকল আধান ও প্রায় সম্পূর্ণ ভর কোথায় কেন্দ্রীভূত থাকে?

উঃ নিউক্লিয়াসে

২৮১. পরমাণুর কেন্দ্র কোন আধান বিশিষ্ট?

উঃ ধনাত্মক

২৮২. যে যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান তাকে কি বলে?

উঃ আয়নিক যৌগ

২৮৩. কোন বন্ধন খুব শক্তিশালী বন্ধন?

উঃ আয়নিক বন্ধ

২৮৪. পর্যায় সারণী উদ্ভাবন করেন কোন বিজ্ঞানী?

উঃ মেন্ডেলিফ

২৮৫.পর্যায় সারণীতে কতটি পর্যায় বিদ্যমান?

উঃ 7টি

২৮৬. পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন?

উঃ মোসলে

২৮৭, কোন প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ায় গতিবেগ কমে?

উঃ ঋণাত্মক প্রভাবক

২৮৮.ক্লোরিন হেপ্টাক্সাইডের সংকেত কি?

উঃ Cl2O7

২৮৯.বিক্রিয়ায় অণু সংখ্যা বৃদ্ধি ও চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যায়?

উঃ সামনের দিকে

২৯০. ZnO এ যৌগটি কি ধর্মী?

উঃ উভধর্মী

২৯১. রাবারের ভলকানাইজিং করতে কোন ধাতু ব্যবহৃত হয়?

উঃ সালফার

২৯২. C4H18 এটি কার আণবিক সংকেত?

উঃ অক্টেন

২৯৩. মিথাইল অ্যালকোহলের সংকেত কি?

উঃ [CH3OH]

২৯৪. পটাস এলাম কোন কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?

উঃ পানি পরিশোধনে

২৯৫. অ্যামোনিয়াম জলীয় দ্রবণকে কি বলে?

উঃ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড

২৯৬. সোডিয়াম আর্সেনাইট এর সংকেত কি?

উঃ Na3AsO3

২৯৭. তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র কয়টি?

উঃ দুইটি

২৯৮. স্পর্শ পদ্ধতিতে কোন এসিড উৎপাদিত হয়?

উঃ H2SO4

২৯৯. আমাদের দেশে খাবার লবণে সাথে কোন আয়ন মিশানো হয়?

উঃ আয়োডাইড আয়ন

৩০০. সাধারণত ধাতুগুলো ?

উঃ তীব্র জারক

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url