IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন

Biology of IHT & MATS is 100% Common Suggestion-2023


জীববিজ্ঞান

IHT এবং MATS এর জীববিজ্ঞান হল 100% কমন সাজেশন-2023

Biology of IHT & MATS is 100% Common Suggestion-2023

১.Genera Plantarum বইটি কার লেখা?

উঃ ক্যারোলাস লিনিয়াস

২.ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রের উপর কয়খানা বই রচনা করেন? 

উঃ ১৬ খানা

৩.প্রাণী বিজ্ঞানের জনক কে?

উঃ এরিস্টটল

৪.জীব বিজ্ঞানের প্রধান শাখা কয়টি?

উঃ ৮টি

৫.উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?

উঃ থিওফ্রাসটাস

৬.মরফোলজি কি?

উঃ অঙ্গসংস্থান বিদ্যা

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT


৭.জীব বিজ্ঞানের কোন বিভাগে জীবের বৈশিষ্ট্য ও বংশগতি নিয়ে আলোচনা করা হয়?

উ:G:Genetics

৮.মাইকোলজিতে কিসের সম্বন্ধে আলোচনা করা হয়?

উঃ ছত্রাক

৯.এন্টোমোলজি কি?

উঃ কীটপতঙ্গ বিষয়ক বিদ্যা

১০.পৃথিবী প্রথমে কি অবস্থায় ছিল?

উঃ উত্তপ্ত গ্যাসীয় অবস্থায়

১১.সৃষ্টির প্রথম কোষে কি ছিল না?

উঃ নিউক্লিয়াস

১২.জীবনের উৎপত্তি সম্পর্কে কার মতবাদ গ্রহণযোগ্য?

উঃ ওপারিনের

১৩.জীবনের প্রথম অণু কি?

উঃ অ্যামাইনো অ্যাসিড

১৪.উদ্ভিদ দেহে কি থাকে না?

উঃ তন্ত্র

১৫.কোন পরিবেশে প্রথম জীবনের উদ্ভব হয়?

 উঃ জলজ পরিবেশে

১৬. ব্যাঙ কোন শ্রেণীর প্রাণী?

উঃ উভচর

১৭.প্যারোটিড গ্রন্থির কাজ কি?

উঃ বিষাক্ত পদার্থ নিঃসরণ

১৮.ব্যাঙের জিহ্বা কোন অংশের সাথে যুক্ত?

 উঃ নিম্নচোয়াল

১৯.মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?

 উঃ যকৃত

২০.Bios ও Logos কোন্ ভাষা থেকে গৃহীত?

 উঃ গ্রীক

২১.মানুষের জ্ঞান সামগ্রিকভাবে কিরূপ?

 উঃ অখন্ড

২২.উদ্ভিদ কোন ধরনের খাদ্য গ্রহণ করতে পারে না?

উঃ কঠিন খাদ্য

২৩.কোন অবস্থায় ব্যাঙের ফুলকা থাকে?

 উঃ ব্যাঙাচি অবস্থায়

২৪.The indian birds বইটির লেখক কে?

উঃ সলিম আলী

২৫.ফুসফুসের কাজ কি?

উঃ শ্বসনে সাহায্য করা

২৬.দ্বিপদ নামের প্রথম অংশটি কি?

উ:গণ

২৭.জীবের অভ্যন্তরীণ গঠন বিষয়কে কি বলা হয়?

উঃ এনাটমি

২৮.থমাস হাক্সলি কিসের উপর গবেষণা করেন?

উঃ পাখির উপর

২৯.জেনেটিক্স-এর জনক কে?

উঃ গ্রেগর জোহান মেন্ডেল

৩০.ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী?

উঃ সুইডেন

৩১.ওপারিনের মতবাদ অনুযায়ী জীবনের উদ্ভাবনের সময় প্রকৃতি কেমন ছিল?

উঃ অনেক গরম

৩২.কোন শিরা বিশুদ্ধ রক্ত বহন করে?

উঃ ফুসফুসীয় শিরা

৩৩.কে সর্বপ্রথম মানুষের রক্ত সঞ্চালন সম্বন্ধে সঠিক বর্ণনা দেন?

উঃ আন নাফীস

৩৪.পেনিসিলিন কে আবিস্কার করেন?

উঃ আলেকজান্ডার ফ্লেমিং

৩৫.ব্যাঙাচি কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উঃ ফুলকা

৩৬.কোন কোষে হিমোগ্লোবিন থাকে?

উঃলোহিত রক্ত কণিকা

৩৭.সর্বপ্রথম কে অণুবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন?

উঃ এন্টনি ফন লিউয়েন হুক

৩৮.কোনটি স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয়?

উঃ শুক্রাশয়

৩৯.ডিম্বাণু থেকেই সকল জীবনের সূত্রপাত-কে বলেন?

উঃ উইলিয়াম হার্ভে

৪০.চিংড়ি কোন আর্থ্রোপোডা পর্বের প্রাণী?

উঃ চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী

৪১.শ্রেণীকরণ বিদ্যার জনক কে?

উঃ ক্যারোলাস লিনিয়াস

৪২.আউশ ধান কখন লাগানো হয়?

উঃ ফাল্গুন-বৈশাখ মাসে

৪৩.লিনিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?

উঃ ১৭৭৮ সালে

৪৪.আলু কোন দেশের প্রধান খাদ্য?

উঃ আয়ারল্যান্ড

৪৫.Physiology-এর জনক কে?

উঃ উইলিয়াম হার্ভে

৪৬.আন্ নাফীস উইলিয়াম হার্ভের কত বছর আগে রক্ত সঞ্চালন পদ্ধতির বর্ণনা করেন?

উঃ ৩০০ বছর

৪৭.আম,কলা,কাঠাল থেকে কি পাওয়া যায়?

 উঃ আমিষ

৪৮.শিমুল তুলার আঁশ কোথায় থাকে?

উঃ ফলের ভিতরের গায়ে

৪৯.স্ট্রোমা ল্যামেলী কোথায় থাকে?

উঃ ক্লোরোপ্লাস্টে

৫০.সুন্দরী কাঠের রং দেখতে কিরূপ?

উঃ লালচে

৫১.রবার্ট ব্রাউন কোন পাতার কোষে নিউক্লিয়াস আবিস্কার করেন?

উঃ অর্কিড পাতা

৫২.গামারী কাঠের রঙ কিরূপ?

উঃ সাদা

৫৩.ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্যের জন্য দায়ী কে?

উঃ ক্লোরোপ্লাস্ট

৫৪.কাইটিন দিয়ে তৈরি কার কোষ প্রাচীর?

উঃ ছত্রাক

৫৫.ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়?

উঃ অ্যামাইটোসিস

৫৬.ভুট্টার তেলে কি কম থাকে?

উঃ কোলেস্টেরল

৫৬.মসুর,ছোলা,বাদাম কোন জাতীয় খাদ্য?

উঃ আমিষ

৫৭.নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোন ধাপে?

উঃ প্রোফেজ

৫৮.কোন টিস্যু উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী?

উঃ ভাজক টিস্যু

৫৯.অটোসোমের কাজ কি?

উঃ দেহের গঠনপ্রণালী ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা

৬০.আমের কোন অংশ খাওয়া হয়?

উঃ মধ্যত্বক

৬১.বেশি লৌহ আছে কোন ফলে?

উঃ কলা

৬২.পাতার ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কি বলে?

উঃ মেসোফিল

৬৩.নালীবিহীন গ্রন্থির নিঃসৃত পদার্থের নাম কি?

 উঃ হরমোন

৬৪.কতকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়।

 উঃ তন্ত্র

৬৫চিংড়ির মোট উপাঙ্গের সংখ্যা কত?

 উঃ উনিশ জোড়া

৬৬.চিংড়ি চাষের জন্য কি ধরনের আবহাওয়া প্রয়োজন?

 উঃ উষ্ণ আবহাওয়া

৬৭.নিউরণ কোন কলাতন্ত্রে পাওয়া যায়?

উঃ স্নায়ুকলায়

৬৮.সর্বপ্রথম রেশম চাষ হয় কোন দেশে?

 উঃ চীন দেশে

৬৯.সর্বাপেক্ষা উন্নত মানের রেশম কি থেকে হয়?

উঃ তুঁতজাত রেশম মথের কোকুন থেকে

৭০.পুকুরে জৈব সার দিলে কি হয়?

উঃ প্রথমে উদ্ভিদ প্লাংকটন জন্মায়

৭১.ব্যাঙের ছাতার প্রসারিত অংশকে কি বলা হয়?

 উঃ পাইলিয়াস

৭২.কার্প জাতীয় মাছের ডিম কোথায় পাওয়া যায়?

 উঃ হালদা নদীতে

৭৩.নারিকেলের বৈজ্ঞানিক নাম কি?

উঃ Cocos nucifera

৭৪.এ্যালভিওলাই কোথায় পাওয়া যায়?

উঃ শ্বসনতন্ত্রে

৭৫.একটি হৃদপিন্ডের ওজন কত গ্রাম?

উঃ প্রায় ৩০০ গ্রাম

৭৬.অ্যামিবার দেহে কয়টি নিউক্লিয়াস থাকে?

 উঃ একটি

৭৭.মাছ-শ্বাসকার্য চালায়।

উঃ ফুলকার সাহায্যে

৭৮.মূল ও কান্ডের বেড় বাড়ায় কোন টিস্যু?

উঃ সেকেন্ডারী ভাজক টিস্যু

৭৯.মাছ কি দিয়ে সাঁতার কাটে?

উঃ বক্ষ ও শ্রোণী পাখনার সাহায্যে

৮০.একটি নিউরনে কয়টি এক্সন থাকে?

উঃ একটি

৮১.অর্জুন গাছের কোন অংশ ব্যবহার করা হয়?

উঃ বাকল

৮২.সর্দি কাশিতে কি ব্যবহার করা হয়?

উঃ তুলশী

৮৩.পেটের অসুখে কি বেশি ব্যবহৃত হয়?

উঃ থানকুনি

৮৪.সুন্দরী কি ধরনের বৃক্ষ?

উঃ চির সবুজ বৃক্ষ

৮৫.কফি হয় কোন অংশ থেকে?

উঃ বীজ

৮৬.কোন ফলের রস কৃমি নাশক?

উঃ খেজুর

৮৭.শালবন কোথায় অবস্থিত?

উঃ ভাওয়াল, দিনাজপুর ও লালমাই

৮৮.জীবদেহের গঠনমূলক ও কার্যকরী একককে কি বলে?

উঃ কোষ

৮৯.যোজক কলায় মাতৃকা-

উঃ বেশি থাকে

৯০.Pseudopodium শব্দের অর্থ কি?

উঃ মিথ্যা পা

৯১.কোন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কি নিয়ে গড়ে উঠেছে?

 উঃ সেখানকার প্রকৃতি ও জীবদের নিয়ে

৯২.প্রাণী জগতের পর্বের সংখ্যা কত?

উঃ দশটি

৯৩.গোলকৃমির ডিম থেকে ভুণ নির্গমন কোথায় ঘটে?

 উঃ ক্ষুদ্রান্ত্রে

৯৪.মানুষের কান কয়টি প্রধান অংশে বিভক্ত?

 উঃ ৩টি

৯৫.চাপালিশ কোন বনাঞ্চলের উদ্ভিদ?

উঃ চট্টগ্রাম বনাঞ্চল

৯৬.কয়টি হাড় নিয়ে ব্যাঙের কারপাল গঠিত?

 উঃ ছয়টি

৯৭.যকৃত থেকে নিঃসৃত রসকে কি বলে?

উঃ পিত্তরস

৯৮. কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?

উঃ পেশীকোষে

৯৯. মানব দেহের লিঙ্গ নির্ধারক ক্রোমোসোমের সংখ্যা কত?

উঃ মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা--
এর মধ্যে ২২জোড়া বা ৪৪টি অটোজোম এবং ১ জোড়া বা ২ টি সেক্স ক্রোমোজোম। এ থেকে বলা যায় এই ১ জোড়া বা ২ টি ক্রোমোজমই মানবদেহে লিঙ্গ নির্ধারক হিসেবে কাজ করে।

১০০. Amoeba কোন পর্বের প্রাণী ?

উঃ Protozoa

১০১. হাওড় বেসিন কোন অঞ্চলকে বলা হয়?

 উঃ বৃহত্তর সিলেট

১০২. হাকালুকি হাওর কোথায় অবস্থিত?

উঃ সিলেট

১০৩.মাটি দূষণের অন্যতম কারণ-

উঃ মানুষ

১০৪.হৃৎপিন্ডকে আবৃতকারী পর্দার নাম কি?

উঃ পেরিকার্ডিয়াম

১০৫.বেশি করে গাছপালা থাকলে কোন দূষণ কমবে?

উঃ মাটি ও বায়ু দূষণ

১০৬.অকুলোমোটরস্নায়ুর কাজ কি?

উঃ চক্ষু পেশীর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করা

 ১০৭.বৃক্ককে আবৃতকারী পর্দার নাম কি?

উঃ পেরিটোনিয়াম

১০৮.ব্যাঙের ভ্রূণকয় স্তর বিশিষ্ট?

উঃ তিন স্তর

১০৯. অ্যাবডুলেন্স করোটিকান্নায়ুর-

উঃ পঞ্চম জোড়া

১১০. লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়?

 উঃ কান্ড

১১১.পর-পরাগায়িত উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি?

 উঃ দুইটি ফুলের জিনেটাইপ ভিন্নতর থাকে

১১২.অভিস্রবণ একটি বিশেষ ধরনের কি?

উঃ ব্যাপন

১১৩.ভেসেল কোষের আকার কেমন?

উঃ নলাকার

১১৪. ক্লোরোফিল কি?

উঃ জটিল রঞ্জক পদার্থ

১১৫. কোন প্রক্রিয়ায় 'ফুডকাপ' তৈরি হয়?

উঃ সারকামফ্লুয়েন্স

১১৬.কোন এনজাইম প্রোটিন পরিপাকে প্রয়োজনীয়?

 উঃ লাইপেজ

১১৭.ভুট্টা ফুলের পরাগায়ন কোন ধরনের?

উঃ বায়ু পরাগী

১১৮ আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে কত ভাগে ভাগ করা হয়েছে?

উঃ ৪ ভাগে

১১৯. অ্যামিবা শ্বসনের জন্য কোন গ্যাস গ্রহণ করে?

উঃ অক্সিজেন

১২০. অ্যামিবার দেহে প্রোটিন পরিপাক হয়ে কি উৎপন্ন হয়?

উঃ অ্যামাইনো এসিড

১২১. ইমপোর্ট প্রক্রিয়ায় অ্যামিবা কিরূপ খাদ্য গ্রহণ করে?

 উঃ স্থির খাদ্যবস্তু

১২২ প্রতিকূল পরিবেশে অ্যামিবা কিভাবে আত্মরক্ষা করে।

 উঃ শক্ত আবরণী গঠনের মাধ্যমে

১২৩. একটি পরাগ মাতৃকোষ থেকে কয়টি পরাগ রেণু উৎপন্ন হয়? 

উঃ ৪টি

১২৪. ভ্রূণ থলিতে কয়টি নিউক্লিয়াস থাকে?

উঃ ৮টি

১২৫. নারীর দেহে জরায়ুর সংখ্যা কতটি?

উঃ ১টি

১২৬.অক্সিজোম কোথায় থাকে?

উঃ মাইটোকন্ড্রিয়ার

১২৭.পতঙ্গ আকৃষ্ট করার কাজ কোন অংশের?

উঃ দলমণ্ডলের

১২৮. স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয়-

উঃ শুক্রাশয়

১২৯. কান্ডের মোটা হওয়ার সাথে জড়িত কোনটি?

উঃ ক্যাম্বিয়াম বলয়

১৩০.সেকেন্ডারী জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি হওয়ার ফলে কি হয়?

উঃ কান্ড ও মূল মোটা হয়

১৩১. ভার্নালাইজেশনের ফলে কি হয়?

উঃ অল্প সময়ে ফুল ফোটে

১৩২.গোলকৃমির পোষক দেহ-

উঃ মানুষ

১৩৩.অসংখ্য জীন নিয়ে কি গঠিত হয়?

উঃ ক্রোমোসোম

১৩৪. গোলকৃমির আক্রমণে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি?

উঃ রক্তস্বল্পতা

১৩৫. নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি?

উঃ গোলকৃমি

১৩৬. ক্রিস্টি (Cristae) কাকে বলে?

উঃ মাইটোকন্ড্রিয়ার ভাঁজকে

১৩৭. শীত গ্রীষ্ম উভয় ঋতুতে জন্মানো যায়। 

 উঃ নিরপেক্ষ দিনের উদ্ভিদ

১৩৮. প্যাপিলোমা ভাইরাস কিসের জন্য দায়ী?

উঃ ক্যান্সার

১৩৯. পাতা ঝরার জন্য দায়ী কে?

উঃ অ্যাবসেসিক এসিড

১৪০. জিবেরেলিনের প্রভাবে কি হয়?

উঃ ফুল ফোটা

১৪১.দ্রুত কোষ বিভাজন করতে হলে কি ব্যবহার করতে হয়?

 উঃ সাইটোকাইনিন

১৪২ .মাইটোসিস বিভাজনের কোন্ ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?

 উঃ প্রো-মেটাফেজ

১৪৩. ফ্লোয়েম ফাইবার কি নামে পরিচিত?

উঃ বাস্ট ফাইবার

১৪৪. কৃমির ডিম কোথায় থাকে?

উঃ স্যাত স্যাঁতে মাটিতে

১৪৫. গোলকৃমির ডিম কোথায় নিষিক্ত হয়?

উঃ স্ত্রীকমির দেহের  ভিতরে

১৪৬. কাদিয়ান কোথায় পাওয়া যায়? 

উঃ  দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে

১৪৭. আলোর দিকে কান্ডের গমনকে কি বলে?

উঃ ধনাত্বক আলোক দিকমুখিতা

১৪৮. দেহের নরম ও নাজুক অঙ্গসমূহকে কে রক্ষা করে?

উঃমস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস, হৃৎপিণ্ড 

১৪৯.কোন রক্তকণিকা হিমোগ্লোবিনযুক্ত?

উঃ লোহিত রক্তকণিকা

১৫০.পরপর দু'টো নিউরনের মধ্যবর্তী সন্ধিকে বলে-

 উঃ সিনাপ্‌স

১৫১.মূল মাটির নিচে সারের দিকে বৃদ্ধির কারণ কি?

উঃ রাসায়নিক দিক মুখিতা

১৫২. ফার্ণের পাতাকে কি বলা হয়?

উঃ ফ্রন্ড

১৫৩. কোন অঙ্গের সাহায্যে পুরুষ কৃমি বিষ্ঠা ও শুক্রাণু ত্যাগ করে?

 উঃ অবসারণী ছিদ্র

১৫৪.পাতার কোন অংশে সালোকসংশ্লেষণ বেশি হয়?

উঃ প্যালিসেড প্যারনকাইমা

১৫৫.ATP, NADPH2 এবং O2 তৈরি হয় কোন পর্যায়ে?

উঃ আলোক পর্যায়ে

১৫৬. ক্যালভিন ও ব্যাশাম চক্র হয় কোন পর্যায়ে?

.উঃ অন্ধকার পর্যায়ে

১৫৭.ফসফরাসের অভাবের লক্ষণ হল-

উঃ পাতায় মৃত অঞ্চল দেখা যায়

১৫৮.পুষ্টি উপাদানের যেগুলো উদ্ভিদ বায়ুমন্ডল থেকে সরাসরি গ্রহণ করে সেগুলি কি?

উঃ C,O

১৫৯. উদ্ভিদের পুষ্টির জন্য প্রয়োজনীয় মাইক্রোমৌল হল-

উঃ N, K, Ca, Fe, C, Mg, O, P, S

১৬০.উদ্ভিদের পুষ্টির জন্য প্রয়োজনীয় মাইক্রোমৌল কোন গুলো?

উঃ Na, Cu, Cl

১৬১. আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP ওNADPH2 তে সঞ্চারিত হয় কোন ধাপে?

উঃ আলোক পর্যায়ে

১৬২.সমস্ত পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?

উঃ ৭০০

১৬৩.যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম কি?

উঃ Fasciola hepatica

১৬৪ .উদ্ভিদ দেহের কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম কিভাবে পানি শোষণ করে?

উঃ অভিস্রবণ

১৬৫.গোলকৃমির প্রাথমিক লার্ভা পর্যায়কে কি বলে?

উঃ র‍্যাবডিটিফর্ম লার্ভা

১৬৬.গ্যাস্ট্রিকের প্রভাবে কি হয়?

 উঃ পাচক রস নিঃসৃত হয়

১৬৭.পাইরুভিক এসিড কয় কার্বন বিশিষ্ট?

উঃ ৩ কার্বন বিশিষ্ট

১৬৮.অ্যাসিটাইল কো-এ কয় কার্বন বিশিষ্ট?

উঃ দুই কার্বন বিশিষ্ট

১৬৯. ব্যাঙের মস্তিস্ক ও মেরুরজ্জুতে আবৃতকারী আবরণকে একত্রে কি বলে?

উঃ মেনেনজেস

১৭০.গ্লাইকোলাইসিসের শেষে কি উৎপন্ন হয় ?

উঃ NADPH2

১৭১.গ্লাইকোলাইসিস কোথায় হয়?

উঃ সাইটোপ্লাজমে

১৭৪।প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশে বায়ু পানির সাথে মিশে?

উঃ বায়ু কুঠুরি

১৭৫.উদ্ভিদের রস উত্তোলনের সাথে সংযুক্ত কোনটি?

উঃ জাইলেম ভেসেল

১৭৬. পানিতে রাখা একটি তাজা উদ্ভিদ লবণের দ্রবণে রাখলে-

 উঃ উদ্ভিদটি ধীরে ধীরে ঢলে পড়বে

১৭৮।‘ভার্নালাইজেশন' পদ্ধতির উদ্ভাবক কে?

উঃ টি. ডি লাইসেনকো

১৭৯.‘ফটোপিরিওডিজম' কতসালে আবিষ্কৃত হয়?

উঃ ১৯২০ সালে

১৮০. মাছ অক্সিজেন নেয়-

উঃ পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

১৮১.সকল জীব কোষে থাকে-

উঃ সাইটোপ্লাজম

১৮২.একটি নিউরন অন্য একটি নিউরনের সাথে কিসের মাধ্যমে আবদ্ধ থাকে?

উঃ সিনাপ্‌স

১৮৩.কোষ প্রাচীর কোথায় থাকে না?

উঃ প্রাণী কোষে

১৮৪.ব্যাঙের মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারের কাজ কি?

উঃ বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করা

১৮৫.কোষে খাদ্য জারিত হয়ে শক্তি উৎপাদন করে কে?

উঃ মাইটোকন্ড্রিয়া

১৮৬.কোষের ‘জ্বালানী ঘর' নামে পরিচিত-

উঃ মাইটোকন্ড্রিয়া

১৮৭. কেন্দ্রীয়স্নায়ুতন্ত্রের যে অংশ করোটিকার মধ্যে আবদ্ধ থাকে তাকে কি বলে?

উঃ সুষুম্মাকান্ড

১৮৮.জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কে?

উঃ ক্রোমোসোম

১৮৯.ক্রোমোসোম কি কি রাসায়নিক পদার্থ থাকে?

উঃ DNA ও RNA উভয়ই

১৯০.সবচেয়ে বড় কোষ কি?

উঃ উটপাখির ডিম
সবচেয়ে বড় কোষ হল উটপাখির ডিমের কোষ। দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ। মানবদেহের সবচেয়ে বড় কোষ হল স্ত্রী ডিম্বাণু। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হল পুরুষ গ্যামেট, অর্থাৎ শুক্রাণু।

১৯১. যৌন জননে অংশগ্রহণকারী জীবের জনন কোষে ক্রোমোসোমের সংখ্যা-

উঃ হ্যাপ্লয়েড

১৯২. কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে কে?

উঃ নিউক্লিয়াস

১৯৩. অপটিকস্নায়ুর কাজ কি?

উঃ দর্শন কাজে সাহায্য করা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url