এইচএসসি সমাজকর্ম ১ম পত্র অধ্যায়-২সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট সাজেশন

Historical-Context-of-Social-Work-Profession-Suggestion


সমাজকর্ম -২য় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Social work 1st paper100% Common Suggestion-2023

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. কোন ধরনের প্রচেষ্টার মাধ্যমে সমাজকল্যাণের যাত্রা শুরু হয়?

উত্তর: কল্যাণমূলক প্রচেষ্টা থেকেই সমাজকল্যাণের যাত্রা শুরু হয় ।

 প্রশ্ন-২. কোন দেশে সমাজকল্যাণের আধুনিকতার বিকাশ হয়?

 উত্তর: সমাজকল্যাণের আধুনিকতার বিকাশ হয় ইংল্যান্ডে ।

প্রশ্ন-৩. ইংল্যান্ডে প্রচলিত দরিদ্র আইনগুলোর লক্ষ্য কী ছিলো?

উত্তর: ইংল্যান্ডে প্রচলিত দরিদ্র আইনগুলোর লক্ষ্য ছিলো দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সামাজিক নিরাপত্তা প্রণয়ন করা।

প্রশ্ন-৪. ১৩৪৯ সালের শ্রম আইন কার শাসনামলে প্রণীত হয়?

উত্তর: ১৩৪৯ সালের শ্রম আইন প্রণীত হয় রাজা ৩য় এডওয়ার্ডের শাসনামলে ।

প্রশ্ন-৫.১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি কততম প্রয়াস? 

[ঢা বো.. রা. বো.., দি. বো, চ. বো, সি. বো. ১৯]

উত্তর: ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি ৪৩তম প্রয়াস ।

প্রশ্ন-৬. ১৮৩৪ সালের দরিদ্র (সংস্কার) আইনকে কী হিসেবে আখ্যায়িত করা হয়?

উত্তর: ১৮৩৪ সালের দরিদ্র (সংস্কার) আইনকে Framework of Repression বা দমন নীতির কাঠামোস্বরূপ আখ্যায়িত করা হয়।

প্রশ্ন-৭. কোন যুগে ইংল্যান্ডে দারিদ্র্য সমস্যা প্রকট আকার ধারণ করে?

 উত্তর: প্রাক-শিল্প যুগে ইংল্যান্ডে দারিদ্র্য সমস্যা প্রকট আকার ধারণ করে।

প্রশ্ন-৮. কত শতাব্দীতে এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়ন করা হয়?

উত্তর: ষষ্ঠদশ শতাব্দীতে এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়ন করা হয়।

প্রশ্ন-৯. ইংল্যান্ডে বসতি আইনটি কত সালে প্রণীত হয়? 

[ঢা. বো.. দি. বো, সি. বো, য. বো. ১৮]

উত্তর: ইংল্যান্ডে ১৫৫২ সালে বসতি আইন প্রণয়ন করা হয়।

প্রশ্ন-১০.প্যারিশ (Parish) কী? 

[সকল বোর্ড ১৫]

উত্তর: যুক্তরাজ্যের প্রশাসনিক বিভাগের অন্তর্গত স্থানীয় প্রশাসনভিত্তিক কাউন্টি অঞ্চল হলো প্যারিশ ।

প্রশ্ন-১১. ১৬০১ সালের দরিদ্র আইনে কাদেরকে সক্ষম দরিদ্র বলা হতো?

উত্তর: সবল বা কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বা Sturdy Beggar বলা হতো।

প্রশ্ন-১২.অক্ষম দরিদ্র কারা? 

[ঢা. বো, রা. বো., দি. বো, কু. বো., চ. বো., য. বো, সি. বো., ব. বো. ১৯]

উত্তর: রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ এবং সন্তানাদিসহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নন তারাই অক্ষম দরিদ্রদের পর্যায়ভুক্ত।

প্রশ্ন-১৩. ওভারসিয়াররা কাদের মাধ্যমে নিযুক্ত হতো?

উত্তর: ওভারসিয়াররা ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিযুক্ত হতো

প্রশ্ন-১৪. কোন সালে দরিদ্র আইন সংস্কার করা হয়? 

[ঢা. বো., ম. বো., দি. বো, কু. বো. চ. বো., সি. বো., য. বো. ২২]

উত্তর: ১৮৩৪ সালে দরিদ্র আইন সংস্কার করা হয়।

প্রশ্ন-১৫,১৮৩৪ সালে ইংল্যান্ডে তিন সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়েছিলো কেন?

উত্তর: সুষ্ঠুভাবে দরিদ্র আইন নীতি প্রণয়নের উদ্দেশ্যে ১৮৩৪ সালে ইংল্যান্ডে তিন সদস্যবিশিষ্ট একটি স্থায়ী কমিটি গঠিত হয় ।

প্রশ্ন-১৬. কখন ইংল্যান্ড ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়?

উত্তর: বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়।

প্রশ্ন-১৭. কোন আইনের মাধ্যমে স্বল্প আয়ের শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হয়?

উত্তর: ১৯১১ সালের জাতীয় বিমা আইনের মাধ্যমে স্বল্প আয়ের শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হয় ।

প্রশ্ন-১৮. কখন ইংল্যান্ডে জাতীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি গৃহীত হয়?

উত্তর: ১৯৪৮ সালের ৫ জুলাই ইংল্যান্ডে জাতীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি গৃহীত হয় ।

প্রশ্ন-১৯. কার সুপারিশমালার ওপর ভিত্তি করে বিভারিজ রিপোর্ট প্রণীত হয়?

উত্তর: স্যার উইলিয়াম বিভারিজের সুপারিশমালার ওপর ভিত্তি করে বিভারিজ রিপোর্ট প্রণীত হয় ।

প্রশ্ন-২০. উইলিয়াম বিভারিজ কোনটিকে শিল্পায়িত সমাজে সৃষ্ট সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন?

 উত্তর: উইলিয়াম বিভারিজ উপার্জনহীনতাকে শিল্পায়িত সমাজে সৃষ্ট সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। 

প্রশ্ন-২১. বিভারিজ রিপোর্টে উল্লিখিত পঞ্চদৈত্য কী?

উত্তর: বিভারিজ রিপোর্টে উল্লিখিত পঙ্গুদৈত্য হলো অভাব, রোগ, অজ্ঞতা, মলিনতা ও অলসতা ।

 প্রশ্ন-২২.১৯৪২ সালের বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতিতে কয়টি অন্তরায় দেখানো হয়েছে?

 উত্তর: ১৯৪২ সালের বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতিতে ৫টি অন্তরায় দেখানো হয়েছে ।

 প্রশ্ন-২৩. বিভারিজ রিপোর্টে সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করার জন্য কয়টি নীতি উল্লেখ করা হয়?

 উত্তর: বিভারিজ রিপোর্টে সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করার জন্য ৬টি নীতি উল্লেখ করা হয়। 

প্রশ্ন-২৪. বিভারিজ রিপোর্ট কোথায় আধুনিক সমাজকল্যাণমূলক আইনের ভিত্তি রচনা করে?

 উত্তর: বিভারিজ রিপোর্ট গ্রেট ব্রিটেনে আধুনিক সমাজকল্যাণমূলক আইনের ভিত্তি রচনা করে ।

জাতীয় সমাজকর্মী সমিতি; কাউন্সিল ফর সোস্যাল ওয়ার্ক এডুকেশন

প্রশ্ন-২৫. COS গঠনে কোন নীতি অনুসৃত হয়?

উত্তর: COS গঠনে ‘আত্মসাহায্যের দর্শন' নীতি অনুসৃত হয় ।

প্রশ্ন-২৬. NASW তে কয়টি সংগঠন সমন্বিত হয়?

উত্তর: NASW তে ৭টি বিশেষায়িত সংগঠন সমন্বিত হয় ।

প্রশ্ন-২৭. ১৯১০ সালে Charities Review পত্রিকাটি অন্যান্য পত্রিকার সাথে যুক্ত হয়ে কী নামে প্রকাশিত হয়?

উত্তর: ১৯১০ সালে Charities Review পত্রিকাটি অন্যান্য পত্রিকার সাথে যুক্ত হয়ে The Survey নামে প্রকাশিত হয় ।

 প্রশ্ন-২৮. কোন দেশে আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয়?

 [ঢা. বো, দি. বো, কু. বো., চ. বো, সি. বো. ১৭]

উত্তর: আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন-২৯. COS এর পূর্ণরূপ কী?

 [ঢা বো., দি. বো, কু. বো., চ. বো, সি. বো. ১৭; সকল বোর্ড ১৬]

উত্তর: COS এর পূর্ণরূপ হলো Charity Organization Society |

প্রশ্ন-৩০. কত সালে লন্ডনে দান সংগঠন সমিতি প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৬৯ সালে লন্ডনে দান সংগঠন সমিতি প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন-৩১. ১৮৯৩ সালে কে সমাজসেবায় পেশাগত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন?

উত্তর: ১৮৯৩ সালে এনা এল ডয়েস সমাজসেবায় পেশাগত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন ।

প্রশ্ন-৩২. দান সংগঠন সমিতির কার্যক্রম বাস্তবায়নের জন্য কী খোলা হয়?

উত্তর: দান সংগঠন সমিতির কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি অনুসন্ধান বিভাগ খোলা হয় ।

প্রশ্ন-৩৩. কে Training School for Applied Philanthropy প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকর্মের ক্ষেত্রে পেশাগত শিক্ষাব্যবস্থা চালু করেন।

উত্তর: ম্যারি রিচমন্ড Training School for Applied Philanthropy প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকর্মের ক্ষেত্রে পেশাগত  শিক্ষাব্যবস্থা চালু করেন।

প্রশ্ন-৩৪, "Charities Review" পত্রিকা কত সালে প্রকাশিত হয়?

উত্তর: "Charities Review" পত্রিকা ১৮৯১ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন-৩৫. NASW-এর পূর্ণরূপ লেখ।

[ রা বো, ব. বো. 22]

উত্তর: NASW-এর পূর্ণরূপ National Association of Social Workers.

প্রশ্ন-৩৬, NASW কত সালে প্রতিষ্ঠিত হয়? 

[ বো, দি বো, কু, বো, চ, বোঁ,, সি. বো. ১৭]

উত্তর: ১৯৫৫ সালে NASW প্রতিষ্ঠিত হয়।

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT


 প্রশ্ন-৩৭. বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

 [ঢা বো., দি. বো.. সি. বো, য. বো. ১৮]

উত্তর: বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ "Revolution" । 

প্রশ্ন-৩৮. শিল্প বিপ্লবের প্রত্যক্ষ ফলাফল কী?

উত্তর: শিল্প বিপ্লবের প্রত্যক্ষ ফলাফল হলো শিল্পায়ন ও নগরায়ণ ।

প্রশ্ন-৩৯. কোন আইনকে আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?

উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনকে আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।

 প্রশ্ন-৪০. কোন কমিশনের পরিবর্তে ১৮৪৭ সালে 'Poor Law Board' গঠন করা হয়েছিল?

উত্তর: Poor Law Commission-এর পরিবর্তে ১৮৪৭ সালে 'Poor Law Board' গঠন করা হয়েছিল ।

প্রশ্ন-৪১. কত সালে বিধবা, এতিম ও বৃদ্ধকালীন পেনশন আইন প্রণীত হয়?

উত্তর: ১৯২৫ সালে বিধবা, এতিম ও বৃদ্ধকালীন পেনশন আইন প্রণীত হয় ।

প্রশ্ন-৪২. কোনটির পরিবর্তে ১৮৩৪ সালে ইংল্যান্ডে কাউন্টি কাউন্সিল গঠন করা হয়?

উত্তর: দরিদ্র আইন ইউনিয়ন এবং অভিভাবক বোর্ডের পরিবর্তে ১৮৩৪ সালে ইংল্যান্ডে কাউন্টি কাউন্সিল গঠন করা হয়।

 প্রশ্ন-৪৩.বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?

 [ঢা বো., ম. বো, রা, বো, দি, বো, কু, বো, ব. বো. ২১: ব. বো. ১৭]

 উত্তর: ১৯৪২ সালে বিভারিজ রিপোর্ট পেশ করা হয় ।

প্রশ্ন-৪৪. সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি প্রণয়নে কোনটির ভূমিকা মুখ্য?

উত্তর: সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি প্রণয়নে বিভারিজ রিপোর্টের ভূমিকা মুখ্য ।

প্রশ্ন-৪৫. নগরায়ণ কী?

 [ঢা বো., দি. বো.. কু. বো., চ. বো, সি. বো. ১৭]

উত্তর: নগরায়ণ হলো গ্রামীণ জীবন থেকে নগরের জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়া ।

প্রশ্ন-৪৬. 'Industry' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? 

[ব. বো., রা. বো. ১৭]

 উত্তর: ল্যাটিন শব্দ Industria থেকে Industry শব্দের উৎপত্তি ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. দরিদ্র আইন বলতে কী বোঝ? 

(ঢা. বো., ম. বো.. রা. বো., দি. বো, কু, বো, ব. বো. ২১; সকল বোর্ড '১৫]

উত্তর: মূলত দারিদ্র্য দূরীকরণ ও ভিক্ষাবৃত্তি মোকাবিলায় চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ড ও আমেরিকাতে সরকার কর্তৃক যে সব আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় সেগুলোকেই দরিদ্র আইন বলা হয় ।দরিদ্র আইন একটি সামগ্রিক ও সাধারণ পরিভাষা। দরিদ্র আইনের ভিত্তিভূমি হিসেবে ইংল্যান্ডকে বিবেচনা করা হয়ে থাকে। দরিদ্র আইনগুলোর মধ্যে রাজা অষ্টম হেনরি প্রণীত দরিদ্র আইন-১৩৪৯, এলিজাবেথীয় দরিদ্র আইন-১৬০১, শ্রমিক আইন, দরিদ্র আইন সংস্কার ১৮৩৪ বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রশ্ন-২.কোন আইনে অক্ষম দরিদ্রদের চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্যা কর ।

[ঢা বো., দি.বো., কু.বো., চ. বো. সি. বো., য. বো. ১৭]

উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনের মাধ্যমে অক্ষম দরিদ্রদের চিহ্নিত করা হয়েছে। এ আইন অনুসারে রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ এবং সন্তানাদিসহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নয় তারাই অক্ষম দরিদ্র। অক্ষম দরিদ্রদেরকে দরিদ্রাগারে রেখে তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। কারো যদি আশ্রয়ের ব্যবস্থা থাকতো এবং সেখানে ভরণপোষণের খরচ কম হলে তাদেরকে সেখানে রেখে বাহ্যিকভাবে সাহায্যদান করা হতো।

প্রশ্ন-৩. অক্ষম দরিদ্র বলতে কী বোঝায়? 

[চ. ব, মা, ব, দ, বৌ, কু, বো. চ. বো, সি., ব, য, বো, 22]

 উত্তর: রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ এবং সন্তানাদিসহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নয়, তারাই অক্ষম দরিদ্রদের পর্যায়ভুক্ত।

১৬০১ সালে ইংল্যান্ডে প্রণীত এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রদের শ্রেণিবিভাগের মাধ্যমে সাহায্য দানের ব্যবস্থা করা হয়। এ আইন অনুযায়ী যারা অক্ষম দরিদ্র ছিল, তাদেরকে দরিদ্রাগারে রেখে সক্ষমতা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। কারও যদি আশ্রয়ের ব্যবস্থা থাকত এবং সেখানে ভরণপোষণের খরচ কম হতো তবে তাদেরকে সেখানে রেখে ওভারসিয়ার (Overseer)-এর মাধ্যমে সাহায্যদানের ব্যবস্থা করা হতো ।

প্রশ্ন-৪. পঞ্চদৈত্য বলতে কী বোঝায়?

 [চ বো, সি. বো.., য, বো, '২১: রা, বো,; ব. বো. ১৭]

উত্তর: পঞ্চদৈত্য বলতে বিভারিজ রিপোর্টে উল্লিখিত মানবসমাজের অগ্রগতির প্রধান পাঁচটি অন্তরায়— অভাব, রোগ, অজ্ঞতা, মলিনতা ও অলসতাকে বোঝায়।

বিভারিজ রিপোর্টে উল্লিখিত পাঁচটি অন্তরায় শুধু ইংল্যান্ডের সামাজিক অগ্রগতিতে দুষ্টচক্রের মতো বাধার সৃষ্টি করেছিল তা নয় বরং সমগ্র বিশ্বের সমাজব্যবস্থাতে এর নেতিবাচক প্রভাব পড়েছিল। অভাবযুক্ত ইংল্যান্ডের সমাজজীবনকে যে পঞ্চদৈত্য অক্টোপাসের মতো জড়িয়ে রেখেছে অর্থনীতিবিদ উইলিয়াম বিভারিজ তাদেরকে মানবসমাজের অগ্রগতির প্রধান অন্তরায় ও প্রতিন্ধকতার কারণ হিসেবে দেখিয়েছেন । 

প্রশ্ন-৫.সামাজিক বিমা বলতে কী বোঝায়? 

[ঢা বো., দি, বো, সি. বো., য. বো. ’১৮]

উত্তর: সামাজিক বিমা বলতে কোনো ব্যক্তির স্বীয় সামর্থ্য ও দূরদৃষ্টির সাহায্যে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নিজের ও তার পরিবারের ভবিষ্যৎ বিপর্যয়ের প্রাক্কালে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তাকে বোঝায় ।

সামাজিক বিমা ব্যক্তিকে আর্থিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা থেকে রক্ষা করে ব্যক্তির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে। সামাজিক বিমার মধ্যে রয়েছে শিল্প দুর্ঘটনা বিমা, স্বাস্থ্য বিমা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, যৌথ বিমা ইত্যাদি। 

প্রশ্ন-৬. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সমাজকর্মী সমিতি সম্পর্কে ধারণা দাও ।

উত্তর: সমাজকর্মকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতেই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সমাজকর্মী সমিতি (NASW)-এর সৃষ্টি । যেকোনো পেশায় পেশাগত সংগঠনের প্রয়োজনীয়তা অপরিহার্য। এদিক থেকে সমাজকর্ম পেশার বিশ্বজনীন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত NASW হলো সুসংগঠিত পেশাগত সংগঠন। এ সংগঠনের মাধ্যমেই আধুনিককালে সমাজকর্ম পেশার সার্বিক ভিত্তি গড়ে উঠেছে; যেখানে সমাজকর্মীদের পেশাগত দিক বিবেচনায় সকল প্রকার নৈতিক মানদণ্ড ও ব্যবহারিক নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

প্রশ্ন-৭.শিল্প বিপ্লব বলতে কী বোঝায়? 

[রা. বো, ব. বো. ১৭]

উত্তর: যেসব প্রচেষ্টা ও পরিবর্তনের প্রেক্ষিতে শিল্প যুগের সূচনা হয় তাদের সমষ্টিই হলো শিল্প বিপ্লব।

শিল্প বিপ্লব শব্দটি ‘শিল্প' ও 'বিপ্লব' এ দুটি শব্দের সমন্বিত রূপ। যার সমন্বিত অর্থ শিল্প সংক্রান্ত বিপ্লব। এর সূচনা হয় ইংল্যান্ডে এবং পরে তা দ্রুত সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে । এক কথায় বলা যায়, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে ইংল্যান্ড ও বিশ্বের অন্যান্য দেশের উৎপাদন ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন আসে, তার প্রভাবে যে নতুন যুগের আবির্ভাব ঘটে ঐতিহাসিকগণ তাকে ‘শিল্প বিপ্লব' বলে আখ্যায়িত করেছেন ।

 প্রশ্ন-৮. সামাজিক বিচ্ছিন্নতা বলতে কী বোঝায়? 

[ঢা. বো, রা. বো, দি. বো, চ, বো, য. বো, সি. বো. ১৯]

 উত্তর: শিল্প বিপ্লবের ফলে উন্নত জীবনের প্রত্যাশায় প্রতিযোগিতামূলক ব্যবস্থার উদ্ভবের কারণে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের যে অবনতি ঘটে, তাই সামাজিক বিচ্ছিন্নতা। শিল্প বিপ্লব মানুষকে শিল্প ও শহরমুখী করে তোলে। এসব মানুষ ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির অধিকারী হওয়ায় তাদের মাঝে গঠনমূলক পারস্পরিক সম্পর্ক সৃষ্টি সহজ হয় না। ফলে শিল্প বিপ্লবোত্তর সমাজে সামাজিক বিচ্ছিন্নতা দেখা দেয়। 

 প্রশ্ন-৯. শিল্প বিপ্লব কীভাবে নগরায়ণ ও নগর সভ্যতার বিকাশ ঘটায়?

উত্তর: শিল্প বিপ্লবের ফলে বড় বড় নগরের পত্তন হয় । শিল্পের স্থানীয়করণের প্রভাবে নগরায়ণ প্রক্রিয়া দ্রুত হয় । গ্রামীণ জনগণ ক্রমান্বয়ে শহরে স্থানান

শিল্প বিপ্লবের ফলে ব্যাপকহারে শিল্পকারখানা গড়ে ওঠে। আর অধিকাংশ শিল্পকারখানা নগরকেন্দ্রিক হওয়াতে জনগণ অধিকহারে নগরমুখী হয় এবং নগরসভ্যতা বিস্তৃতি লাভ করে। এভাবেই শিল্প বিপ্লব নতুন নতুন নগরের সৃষ্টি করে এবং নগর সভ্যতার ব্যাপক বিকাশ ঘটায়।

প্রশ্ন-১০. পেশাগত দুর্ঘটনা বলতে কী বোঝায়? 

[ঢা. বো.. ম. বো., দি. বো., কু. বো. চ. বো, সি. বো, য. বো. 22]

 উত্তর: সাধারণত কর্মস্থলে কাজ করার সময় আকস্মিক যে সব দুর্ঘটনা ঘটে সেগুলোই পেশাগত দুর্ঘটনা । শিল্প বিপ্লব পরবর্তী সময়ে শিল্পকারখানাগুলোতে যন্ত্রের ব্যবহার বাড়তে থাকে। এই যান্ত্রিক উৎপাদনব্যবস্থায় শ্রমিকদের বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে হয়। এতে পেশাগত দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়। পেশাগত দুর্ঘটনার কারণে অনেক সময় শ্রমিকদের অকাল মৃত্যু ঘটে। অনেক সময় দুর্ঘটনাজনিত বিকলাঙ্গতার কারণে তারা কর্মক্ষমতাও হারিয়ে ফেলে । শিল্প-কারখানায় ঘটে যাওয়া এ সব আকস্মিক ঘটনাই পেশাগত দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়।

প্রশ্ন-১১. শিল্প বিপ্লব কীভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে?

উত্তর: শিল্প বিপ্লবের ফলে শিল্পায়ন ও নগরায়ণের প্রসার ঘটে ও বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ।

শিল্প বিল্পবের ফলে শিল্পভিত্তিক পেশার উদ্ভব হয়। ফলে শ্রমের চলনশীলতা এবং মাথাপিছু শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। পেশাগত দিক হতে কৃষির ওপর নির্ভরশীলতা হ্রাস পায়। শিল্পের স্থানীয়করণের ফলে নগরায়ণ ত্বরান্বিত হয়। এছাড়া নগরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের প্রয়োজনে নতুন নতুন বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে । এতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয় ।

প্রশ্ন-১২. শিল্প বিপ্লব কীভাবে আধুনিক সমাজকর্মের বিকাশ ঘটায়?

উত্তর: শিল্প বিপ্লবের প্রভাবে সৃষ্ট বহুমুখী জটিল সমস্যা সমাধানের লক্ষ্যে সুপরিকল্পিত ও সুসংগঠিত সমাজসেবা কার্যক্রমের প্রয়োজনীয়তা দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে আধুনিক সমাজকর্মের বিকাশ ঘটে।

শিল্প বিপ্লবই বিংশ শতাব্দীতে আধুনিক সমাজকল্যাণের প্রয়োজন সৃষ্টি করে। শিল্প বিপ্লবের প্রভাবে সৃষ্ট সমস্যা মোকাবিলায় শিশুকল্যাণ, শ্রমকল্যাণ, অপরাধ সংশোধন, চিকিৎসা সমাজকর্ম, সামাজিক নিরাপত্তা প্রভৃতি নতুন নতুন কার্যক্রমের বিকাশ ঘটে। আর এভাবেই বিকাশ ঘটে সমাজকর্মের।

প্রশ্ন-১৩. সমাজকর্মের বিকাশে শিল্প বিপ্লবের বুদ্ধিবৃত্তিক সমাজকল্যাণ দর্শনের উদ্ভব কীভাবে ঘটে?

উত্তর: শিল্প বিপ্লব উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসে। একই সাথে এটি সমাজব্যবস্থার ক্ষেত্রেও সুদূরপ্রসারী পরিবর্তনের সূচনা করে। যেমন— শ্রমিক-মালিক বিরোধ, শিল্প শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, পেশাগত দুর্ঘটনা, বাসস্থান সমস্যা, বস্তি ও নগর সমাজের প্রসার, নতুন নতুন সামাজিক শ্রেণির উদ্ভব, মূল্যবোধের দ্বন্দ্ব প্রভৃতি। শিল্প সমাজের জটিল ও বহুমুখী সমস্যা সমাধানের তাগিদে সমাজকল্যাণে ধর্মীয় এবং মানবপ্রেমের আদর্শের চেয়ে মানবিক ও বুদ্ধিভিত্তিক আদর্শের প্রতি গুরুত্ব দেওয়া হয়। আর এ প্রেক্ষিতেই বুদ্ধিভিত্তিক সমাজকল্যাণের উদ্ভব ঘটে।

 প্রশ্ন-১৪. শিল্প বিপ্লব কীভাবে সমাজকল্যাণকে পেশাদারি মর্যাদায় উন্নীত করেছে?

উত্তর: শিল্প বিপ্লবের ফলে সমাজে যে জটিল পরিস্থিতির সৃষ্টি করেছিল তা উত্তরণে সমাজকল্যাণের সাহায্যদান প্রক্রিয়া পরিবর্তিত হয়ে আধুনিক সমাজকর্মের রূপ নেওয়ার মাধ্যমে সমাজকল্যাণকে পেশাদারি মর্যাদায় উন্নীত করেছে ।

শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট জটিল ও পরস্পর সম্পর্কযুক্ত সমস্যা সমাধানে সমাজকল্যাণে পেশাগত শিক্ষা কার্যক্রমের সূত্রপাত ঘটে। শিল্প বিপ্লব সনাতন সমাজকল্যাণ ধারাকে সংগঠিত করে প্রাতিষ্ঠানিক এবং পদ্ধতিগত ধারায় রূপান্তরিত করেছে, যাকে পেশাদার সমাজকর্ম বলা হয় ।

প্রশ্ন-১৫. সমাজে শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাব বলতে কী বোঝায়?

উত্তর: শিল্প বিপ্লবের ফলে মানুষের সার্বিক জীবন ব্যবস্থায় যেসব সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোকেই এর নেতিবাচকপ্রভাব বলা হয় ।

শিল্প বিপ্লবের কারণে যে শিল্পায়ন হয়েছে, সমাজে তার প্রভাব অবিমিশ্র আশীর্বাদ স্বরূপ নয়। এর ফলে মানুষের সাথে মানুষের, মানুষের সাথে পরিবারের, পরিবারের সাথে সমাজের, শহরের সাথে গ্রামের নানারকম মানবীয় পরিবর্তন ঘটে। শিল্প বিপ্লব কুটির শিল্পকে ধ্বংস করেছে, যৌথ পরিবারে ভাঙন ধরিয়েছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়েছে। যা সমাজে সৃষ্টি করেছে নেতিবাচক পরিস্থিতির

 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. প্রাক-শিল্প যুগে ইংল্যান্ডে প্রণীত আইনে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি কোনটি নিশ্চিত করা অন্যতম লক্ষ্য ছিল?

ক. আইনের শাসন

খ.সামাজিক নিরাপত্তা

গ. অর্থনৈতিক নিরাপত্ত

 ঘ. ধর্মীয় নিরাপত্তা

উ: খ

২. তৎকালীন ইউরোপের নানা বিচ্ছিন্ন ঘটনা ইংল্যান্ডের সমাজজীবনকে বিপর্যস্ত করেছিল। এখানে বিচ্ছিন্ন ঘটনা বলতে কী বোঝানো হয়েছে?

ক. শিল্পবিপ্লব

খ. স্বাধীনতা আন্দোলন

গ. রেনেসাঁ আন্দোলন

ঘ. জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব

উ:ঘ

৩.১৩৪৮ সালের ব্ল্যাক ডেথে ইংল্যান্ডের কত শতাংশ লোক প্রাণ হারায়?

ক. এক-তৃতীয়াংশ 

খ. দুই-তৃতীয়াংশ

গ. এক-চতুর্থাংশ

ঘ. এক-পঞ্চমাংশ

উ: খ

৪. দরিদ্র আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিলো?

ক. ধনীদের আইনের আওতায় আনা

খ. সমাজজীবন থেকে দারিদ্র্য দূরীকরণ

গ. সামন্তবাদের অবসান

ঘ. শাসকদের মন রক্ষা

উ: খ

৫. কত সালে প্রথম দরিদ্র আইন প্রণীত হয়?

ক. ১৪৪৯ সালে

খ. ১৩৪৯ সালে

গ. ১৬৪৯ সালে

ঘ. ১৫৪৯ সালে

উ: খ

৬. ১৬০১ সালের দরিদ্র আইন অনুযায়ী প্যারিশের ব্যবহৃত প্রতিটি পুরাতন বাড়ি সংশোধনাগার ও দরিদ্রাগার হিসেবে ব্যবহৃত হবে। এটি কোন ধরনের ব্যবস্থা?

ক. আয়ের উৎসগত 

খ. অবকাঠামোগত

গ. প্রশাসনিক কাঠামোগত

 ঘ. উন্নত যোগাযোগ

উ: খ

৭. ১৬০১ সালের দরিদ্র আইনের প্রশাসনিক দায়িত্ব কার হাতে অর্পিত হয়?

ক ম্যাজিস্টেট

খ. ওভারসিয়ার

গ. স্থানীয় প্রশাসক

ঘ পুলিশ সুপার

উ:খ

৮. আধুনিক সমাজকর্ম পেশা ১৬০১ সালের দরিদ্র আইনের কাছে ঋণী। এ কথা বলার কারণ কী?

ক. সামাজিক কল্যাণে সুসংগঠিত পদক্ষেপ গ্রহণ

খ. দরিদ্রদের কল্যাণ সাধন

গ. সামাজিক সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগ গ্রহণ 

ঘ. স্থানীয় পর্যায়ে সাহায্য প্রদান

উ: ক

৯. ত্রাণের ব্যয়ভার বহন করতে ওভারসিয়ারদের কী আদায় করতে হতো?

ক. দরিদ্র কর

খ.রপ্তানি কর

গ. ব্যবসা কর

ঘ.ভূমি কর

উ: ক

১০. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সভাপতি কে ছিলেন?

ক. জন স্মিথ

খ.লর্ড জর্জ হ্যামিল্টন

গ. ম্যারি রিচমন্ড

ঘ.এডউইন চ্যাডউইক

উ: খ

১১. কত সালে জনস্বাস্থ্য আইন প্রণয়নের মাধ্যমে ‘General Board of Health' গঠন করা হয়?

ক. ১৮৪৭ সালে

খ.১৮৪৮ সালে

গ. ১৯৪৭ সালে

ঘ.১৯৪৮ সালে

উ: ক

১২. কখন থেকে রাষ্ট্রীয়ভাবে বিভারিজ রিপোর্ট বাস্তবায়ন শুরু হয়?

ক. ১৯৪৩ সাল থেকে

খ.১৯৪৪ সাল থেকে

গ. ১৯৪২ সাল থেকে

ঘ১৯৪০ সাল থেকে 

উ:খ

১৩. কোন বিষয়টিকে ইংল্যান্ডের হিসেবে চিহ্নিত করা হয়?

ক. রোগব্যাধির ব্যাপকতা 

খ.অসচেতনতা 

গ. নিরক্ষরতা

ঘ. রাজনৈতিক অস্থিরতা

উ: ক

১৪. কোন সময়ে ইংল্যান্ডে ১৯৪২ সালের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সূত্রপাত হয়?

ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে

খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়ে 

গ. প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে

ঘ. প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়ে

উ: খ

১৫. বিভারিজ রিপোর্টে প্রদত্ত সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করার জন্য কয়টি নীতি উল্লেখ করা হয়?

ক. ৫টি

খ. ৬টি

গ. ৯টি

ঘ. ১০টি

উ:খ

১৬. কত সালে শিল্প দুর্ঘটনা আইন মোতাবেক শ্রমিক ক্ষতিপূরণ বা শিল্প দুর্ঘটনা বিমা কর্মসূচি গ্রহণ করা হয়?

ক. ১৯৪৫ সালে

খ. ১৯৪৬ সালে

গ. ১৯৫০ সালে

ঘ.১৯৫৬ সালে

উ: খ

১৭. সামাজিক নিরাপত্তা রিপোর্ট প্রণয়ন কমিটি ১৯৪২ সালের কোন মাসে সরকারের কাছে একটি প্রতিবেদন পেশ করে?

 ক. সেপ্টেম্বর

খ. নভেম্বর

গ. অক্টোবর

ঘ. ডিসেম্বর

উ: খ

১৮. ১৮৭৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহরে দান সংগঠন সমিতি গড়ে ওঠে?

ক. আলাস্কায়

খ. শিকাগোতে

গ. ক্যালিফোর্নিয়ায়

ঘ. বাফেলোতে

উ:ঘ 

১৯. লন্ডনে COS কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৮৭৩ সালে

খ. ১৮৬৯ সালে

গ. ১৮৭৯ সালে

ঘ. ১৮৭৭ সালে

উ: খ

২০. আধুনিক সমাজব্যবস্থার মূলমন্ত্র কী?

 ক. পেশাদার সমাজকর্মের বিকাশ

 খ. শিল্পায়ন ও শহরায়ন

গ. বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর

ঘ. উন্নত জীবনের আকর্ষণ

উ:ক

২১. কত সালে NASW এর প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়?

ক.১ অক্টোবর ১৯৬০

খ.৫ অক্টোবর ১৯৬০

গ.১০ অক্টোবর ১৯৬০

 ঘ.১৩ অক্টোবর ১৯৬০

উ:ঘ

২২. কয়টি সংগঠন একত্রিত হয়ে NASW গঠিত হয়?

ক. ৭টি

গ. ৮টি

খ. ৯টি

ঘ. ৬টি

উ”:ক

২৩. কত সালে NASW সর্বপ্রথম পেশাগত নৈতিক মানদণ্ড নির্ধারণের প্রয়োজনীয়তা অনুভব করে?

ক.১৯৫১ সালে

খ. ১৯৫৭ সালে

গ.১৯৫৯ সালে

ঘ. ১৯৬০ সালে

উ:ক

২৪. NASW কীসের মাধ্যমে পেশাদার সমাজকর্মীদের লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ করে?

ক. Delegate Assembly 

খ.ACSW

গ..MSW

ঘ. National Assembly

উ:ক

২৫. সমাজকর্মীদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে পরীক্ষার বিকল্প হিসেবে কোন সংগঠন সদস্যপদ প্রাপ্তিকে শর্ত হিসেবে গ্রহণ করে?

ক. ACSW

খ. ASCW

গ. ASWF

ঘ.NASW

উ:ক

২৬. কোন প্রতিষ্ঠান সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ড (Ethical Codes) নির্ধারণ করে?

ক. COS

খ. CSWE

গ.NASW

ঘ. AASSW

উ:গ

২৭. কীসের কারণে শিল্প বিপ্লবের পর অতীতের উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তন সাধন হয়?

ক. বিজ্ঞান ও জ্ঞানের বিকাশের জন্য

খ.সহজ বিনিময় মাধ্যমের জন্য

গ.যান্ত্রিক প্রযুক্তি ও শক্তির ব্যবহারের জন্য

ঘ.পেশাগত সমাজকর্মের বিকাশের ফলে

উ:গ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

২৮. যে উদ্দেশ্যকে সামনে রেখে ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন প্রণীত হয়, তা হলো—

i. ত্রাণ কার্যক্রমে বিশৃঙ্খলা দূরীকরণ

ii. শ্রমাগারে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণ

iii. উচ্চহারে দরিদ্র করের হার ধার্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.ii ও iii

গ.i ও iii

ঘ.i, ii ও iii

উ:ঘ

২৯. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪-এর আওতায় বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়-

i.প্রায় দুইশত শ্রমাগার নির্মাণ করে

ii. হিমাগার সংস্কারের মাধ্যমে

iii. দরিদ্রাগার সংস্কারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ”:গ

৩০. ১৮৩৪ সালের আইন প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয়-

i.কম যোগ্যতার নীতি

ii. শ্রমাগার পরীক্ষার নীতি

iii. নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিকেন্দ্রিকরণ নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও ii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

৩১. দরিদ্র আইন কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে যে সামাজিক আইন প্রণীত হয় তা হলো-

i. ১৯০৬ সালের খাদ্য আইন

ii. ১৯০৭ সালের শিক্ষা আইন

iii. ১৯০৮ সালের বৃদ্ধকালীন পেনশন আইন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ.i ও iii

ঘ.i, ii ও iii

উ:ঘ

৩২. ১৮৪৮ সালে 'General Board of Health'-এর মাধ্যমে যেসব কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়-

i.বস্তি এলাকার বাসস্থান উন্নয়ন

ii. পয়ঃনিষ্কাশন ব্যবস্থা

iii. সামাজিক নিরাপত্তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

৩৩. বিভারিজ রিপোর্টের মূল লক্ষ্য ছিল-

 i.দরিদ্রদের শাস্তি প্রদানের মাধ্যমে কাজে আ

ii.সমাজজীবনকে অভাবমুক্ত করা

iii. দরিদ্রতার প্রতিবন্ধকতা দূর করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:গ

৩৪. দান সংগঠন সমিতি গড়ে তোলার উদ্দেশ্য ছিল—

i.দরিদ্রদের কার্যকরভাবে সহায়তা দেওয়া

.ii.দান কার্যক্রমের পরিধি বৃদ্ধি

iii. দান কাজের দ্বৈততা প্রতিরোধ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উ:খ

৩৫. আধুনিক সমাজকর্মীদের পেশাগত দিক বিবেচনায় NASW-র আওতায়-

i .নৈতিক মানদণ্ড প্রণয়ন করা হয়

ii. লাইসেন্স প্রদান করা হয়

iii. ব্যবহারিক নীতিমালা প্রণয়ন করা হয়।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ i ও iii

ঘ. i, ii ও iii

উ:গ

৩৬. NASW প্রতিষ্ঠানটি CSWE-এর কর্মসূচির সাথে সম্পর্কিত বিভিন্ন-

i. শিক্ষানীতি প্রণয়নে কাজ করছে

ii.প্রকল্প প্রণয়নে কাজ করছে

iii. পরিকল্পনা প্রণয়নে কাজ করছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ.i ও iii

ঘ.i, ii ও iii

উ:গ

৩৭. শিল্পভিত্তিক পেশার উদ্ভব বৃদ্ধি করে-

i. শ্রমের চলনশীলতা

ii.সেবামূলক প্রতিষ্ঠান

iii. মাথাপিছু শ্রমিকের উৎপাদন ক্ষমতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ.i ও ii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উ:ক

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৮-৪০ নং প্রশ্নের উত্তর দাও: আফ্রিকা মহাদেশের চরম দারিদ্র্যপীড়িত দেশ সোমালিয়া। দেশটির জনগণের আর্থিক অসচ্ছলতা মারাত্মক আকার ধারণ করেছে। মৌলিক চাহিদা পূরণের জন্য দেশটির জনগণ ভিক্ষাবৃত্তি এবং অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। এ অবস্থার উত্তরণে বিশেষজ্ঞগণ সরকারিভাবে বিশেষ উদ্যোগ = গ্রহণের পরামর্শ দিয়েছেন।

৩৮. সোমালিয়ার বর্তমান অবস্থা প্রাক-শিল্প যুগের কোন দেশের পরিস্থিতিকে তুলে ধরে?

ক. আমেরিকা

খ. জাপান

গ. ইংল্যান্ড

ঘ. ফ্রান্স

উ:গ

৩৯. এ ধরনের পরিস্থিতি উত্তরণে উক্ত দেশে গ্রহণ করা হয়েছিল—

i.সামাজিক নিরাপত্তামূলক আইন

ii. দরিদ্র পুনর্বাসন আইন

 iii. দরিদ্র শ্রমাগার আইন নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ..i ও iii

ঘ. i, ii ও iii

উ:খ

৪০. এ ধরনের উদ্যোগ গ্রহণের ফলে উক্ত দেশের জনগণের—

i.জীবনমান উন্নত হয়

ii. দারিদ্র্যের হার বৃদ্ধি পায়

iii. আর্থিক অসচ্ছলতা হ্রাস পায়।

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উ:খ

** নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও:

ঘূর্ণিঝড় সিডরে আক্রান্ত উপকূলীয় জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ত্রাণ কার্যক্রম বিতরণ করেছে। তবে তাদের কাজের মধ্যে সমন্বয় না থাকায় ভুক্তভোগীরা খুব বেশি উপকৃত হয়নি । এ অবস্থায় 'আশার আলো' নামের একটি সংগঠন বিভিন্ন সাহায্যের মধ্যে সমন্বয় সাধন করে এমনভাবে ত্রাণ কাজ পরিচালনা করছে, যাতে ভুক্তভোগীরা আত্মনির্ভরশীল হতে পারে ।

 ৪১. 'আশার আলো' সংগঠনটি নিচের কোন সংগঠনের কত প্রতিনিধিত্ব করছে?

ক. জাতীয় সমাজকর্মী সমিতি

খ.দান সংগঠন সমিতি

গ. সমাজকর্মী শিক্ষা কাউন্সিল

ঘ. সমাজকর্ম সংগঠন

উ:খ

৪২. ‘আশার আলো' এবং উক্ত সংগঠনের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক হলো-

 i .সাহায্য কার্যক্রমের সমন্বয় নীতি গ্রহণ

ii.স্বাবলম্বন নীতি গ্রহণ

iii. সাম্যনীতি গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ,..i ও iii 

ঘ. i, ii ও iii

উ:ক

নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও:

খুলনা রেলওয়ে স্টেশনের পাশের বস্তিতে বসবাসকারী কিশোরদের বেশিরভাগই নেশার ভয়াল থাবায় নিমজ্জিত। তারা নেশার টাকা যোগাতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

 ৪৩. উদ্দীপকের সমস্যাটি কোন ধরনের সমস্যা?

ক. শিল্পায়ন ও নগরায়ণজনিত

খ. পারিবারিক

গ. অশিক্ষাজনিত

ঘ,.স্বভাবগত

উ:ক

৪৪. এরূপ অপরাধপ্রবণতার কারণ—

i.দরিদ্রতা

ii. অনিশ্চিত জীবনযাত্রা

iii. অপরিকল্পিত নগরায়ণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ.i ও iii

ঘ.i, ii ও iii

উ:ঘ

বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

৪৫. সরকারি পর্যায়ে দারিদ্র্য সমস্যা মোকাবিলা করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে?

[সকল বোর্ড ১৬, ১৮]

ক. রানি এলিজাবেথ

খ. রাজা তৃতীয় এডওয়ার্ড

গ. রাজা অষ্টম হেনরি

ঘ. স্যার উইলিয়াম হেনরি বিভারিজ

উ:গ

৪৬. ইংল্যান্ডের দারিদ্র্য সমস্যা মোকাবিলায় ১৫৩১ সালে দরিদ্র আইনটি প্রণয়ন করেন কে? 

[সকল বোর্ড ১৭]

ক. রানি এলিজাবেথ

খ. রাজা তৃতীয় এডওয়ার্ড

গ. রাজা অষ্টম হেনরি

 ঘ. উইলিয়াম বিভারিজ

উ:গ

৪৭. রানি এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে প্রণীত হয়?

[সকল বোর্ড ২২]

ক. ১৫৩১

খ. ১৬০১

গ. ১৫৩৬

ঘ. ১৮৩৪

উ:খ

৪৮. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রদের ক শ্রেণিতে ভাগ করা হয়?

 [সকল বোর্ড ২২]

ক. ৩

খ.৪

গ. ৫

ঘ. ৬

উ:ক

৪৯.১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন নিম্নের কোনটির জন্য সুপারিশ করে? 

[সকল বোর্ড ১৬]

ক. সমন্বিত পর্যাপ্ত সামাজিক বিমা কর্মসূচি

 খ. মিশ্র দরিদ্রাগার বিলোপ

গ. শিশুর জন্য সাপ্তাহিক শিশু ভাতা

ঘ. বিনামূল্যে স্বাস্থ্য ও পুনর্বাসনমূলক কর্মসূচি

উ:ক

 ৫০. আমেরিকায় দান সংগঠন সমিতি কত সালে গড়ে ওঠে?

[সকল বোর্ড ২১]

ক. ১৮৭৩

খ. ১৮৭৭

গ. ১৮৯৩

ঘ. ১৮৯৭

উ:খ

৫১. সর্বপ্রথম কে সমাজসেবায় পেশাগত প্রশিক্ষণদানের প্রস্তাব উপস্থাপন করেন? 

[সকল বোর্ড ১৬]

ক. এনা এল ডয়েস

খ. আরনল্ড টয়েনবি

গ. ম্যারি রিচমন্ড

 ঘ. উইলিয়াম বিভারিজ

উ:ক

৫২. আমেরিকায় কত সালে CSWE গঠিত হয়?

 [সকল বোর্ড ১৮]

ক. ১৮৬৯

খ. ১৯৫২

গ. ১৮৭৩

ঘ. ১৯৫৫

উ:খ

৫৩. ‘এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক' নামে সমাজকর্মের জ্ঞানকোষ প্রকাশে সফলকাম হয়েছে কোন সংস্থা? 

[সকল বোর্ড ১৮]

ক. NASW

খ. CSWE

গ. COS

ঘ. NASSW

:উ:ক

৫৪. ১৩৪৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি দরিদ্র আইন প্রণীত হয়? 

[সকল বোর্ড ২১]

ক. ৪১

খ ৪৩

গ. ৪২

ঘ. 88

উ:খ

৫৫. শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেন কে? 

[সকল বোর্ড ১৯, ১৭]

 ক. ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার

 খ. আরনল্ড টয়েনবি

গ. এল বার্কার

ঘ. পি. বি. হর্টন

উ:খ

৫৬. ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন, ১৩৪৯ প্রণয়নের মূল লক্ষ্য ছিল– 

[সকল বোর্ড ১৮]

i. সক্ষম শ্রমিকদের যে কোনো ইচ্ছুক মালিকদের অধীনে নিজ এলাকায় কাজ করাতে বাধ্য করা

ii. ভবঘুরেমি ও ভিক্ষাবৃত্তি বন্ধ করা

iii. সক্ষম দরিদ্রদের ভিক্ষাদানে জনগণকে উৎসাহিত করা

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

উ:খ



নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও

 ১৭৬০ সাল থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে উৎপাদন ক্ষেত্রে যুগান্তকারী ও আকস্মিক পরিবর্তন ঘটে। হস্তচালিত শিল্পের পরিবর্তে যন্ত্রচালিত শিল্পের বিকাশ ঘটে। মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটে।

 [সকল বোর্ড '২২]

৫৯. উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন ইতিহাসে কী নামে পরিচিত?

ক. ব্ল্যাক ডেথ

খ. প্রযুক্তির উৎকর্ষতা

গ. শিল্প বিপ্লব

ঘ. রেনেসাঁ

উ:গ

৬০. উদ্দীপকে উল্লিখিত ঘটনার ফলে উদ্ভব ঘটে—

i. নগরায়ণ

ii. শিল্পায়ন

iii. সমাজকর্ম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

সমাজকর্ম ১ম পত্র  উপর আরো পড়ুন 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url