এইচএসসি সমাজকর্ম ১ম পত্র অধ্যায়-৩ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা সাজেশন

 অধ্যায়-৩ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা

Values and principles of social work


এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Social Work 1st paper100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায়-৩ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. আধুনিক সমাজকর্ম কী হিসেবে বেশি পরিচিত?

উত্তর: আধুনিক সমাজকর্ম সক্ষমকারী প্রক্রিয়া হিসেবে বেশি পরিচিত।

প্রশ্ন-২.পেশার সংজ্ঞা দাও। 

[ঢ বো., ম. বো, দি. বো, কু. বো. চ. বো, সি. বো., য. বো. ২২]

উত্তর: বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্য এবং বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন বৃত্তিই পেশা ।

প্রশ্ন-৩.সমাজের মূল অণু কে?

উত্তর: সমাজের মূল অণু ব্যক্তি ।

প্রশ্ন-৪. বৃত্তি কী?

 [ঢা. বো.. রা. বো., দি. বো., চ. বো, সি. বো,য. বো. ’১৯]

উত্তর: জীবিকা নির্বাহের সাথে সংশ্লিষ্ট যেকোনো অর্থনৈতিক কর্মকাণ্ডই বৃত্তি ।

প্রশ্ন-৫. পেশার একটি বৈশিষ্ট্য লেখ । 

[ঢা, বো, ম. বো, দি, বো, কু. বো. চ. বো, সি. বো., য. বো. ২২]

উত্তর: পেশার একটি বৈশিষ্ট্য হলো সুশৃঙ্খল জ্ঞান ও তাত্ত্বিক ভিত্তি

প্রশ্ন-৬.পেশার মূল উদ্দেশ্য কী?

উত্তর: পেশার মূল উদ্দেশ্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করা ।

প্রশ্ন-৭. কীসের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়?

উত্তর: জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায় ।

প্রশ্ন-৮. সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কী?

উত্তর: সামাজিক ভূমিকা পালনের সক্ষমতা অর্জনই হলো সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় ।

প্রশ্ন-৯. সমাজকর্ম কীসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ?

উত্তর: সমাজকর্ম সমাজের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রশ্ন-১০.সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি কোনটি?

উত্তর: সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি হলো সকল মানুষের অন্তর্নিহিত সত্তা ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন ।

প্রশ্ন-১১.সমাজকর্মের দার্শনিক ভিত্তি কী?

উত্তর: জাতি, ধর্ম, বর্ণ, বয়স, স্তর নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা সৃষ্টি করা সমাজকর্মের দার্শনিক ভিত্তি ।

প্রশ্ন-১২."The Value Base of Social Work" গ্রন্থের লেখক কে?

 [রা. বো, কু. বো., চ. বো, ব. বো. ১৮]

উত্তর: "The Value Base of Social Work" গ্রন্থের লেখক চার্লস এস লেভি ।

প্রশ্ন-১৩. মূল্যবোধ কী? 

[রা. বো, ব, বো. ’২২; ঢা বো., ম. বো, রা. বো, দি. বো., কু. বো., চ. বো, সি. বো, য. বো., ব. বো. ২১, ঢা বো., দি. বো, সি. বো., য. বো. ১৮]

উত্তর: মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে ।

প্রশ্ন-১৪.সমাজকর্ম মূল্যবোধ কী? 

[সকল বোর্ড ১৬]

উত্তর: সমাজকর্ম পেশায় নিয়োজিত সমাজকর্মীরা মানুষের কল্যাণে তাদের জ্ঞান ও দক্ষতার প্রয়োগে যেসব মূল্যবোধ অনুসরণ করে থাকেন, তাই সমাজকর্ম মূল্যবোধ ।

প্রশ্ন-১৫.মানবজীবনের প্রতিটি পর্যায়ে কীসের উপস্থিতি বিদ্যমান?

উত্তর: মানবজীবনের প্রতিটি পর্যায়ে মূল্যবোধের উপস্থিতি বিদ্যমান ।

প্রশ্ন-১৬.সামাজিক মূল্যবোধ কী?

উত্তর: সামাজিক মূল্যবোধ হলো একটি বিচারবোধ যা ব্যক্তিগত বা দলগত কল্যাণে প্রয়োজন হয় ।

প্রশ্ন-১৭. রাজনৈতিক মূল্যবোধ কী?

উত্তর: রাজনৈতিক মূল্যবোধ হলো ক্ষমতায় আরোহণ এবং অন্য মানুষের ওপর প্রভাব বিস্তার করার লক্ষ্যে পরিচালিত মূল্যবোধ ।

প্রশ্ন-১৮. বর্তমান বিশ্ব কীসের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে?

উত্তর: বর্তমান বিশ্ব ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে।

প্রশ্ন-১৯. জাতীয় মূল্যবোধ কোন বিষয়গুলোকে প্রতিফলিত করে?

উত্তর: জাতীয় মূল্যবোধ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও অভিজ্ঞতাকে প্রতিফলিত করে ।

প্রশ্ন-২০.স্বনির্ভরতা অর্জনের মূল্যমন্ত্র কী?

উত্তর: নিজের মেধা, মননশীলতা, শ্রম, বুদ্ধি-বিবেচনা প্রভৃতিকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক জীব হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করাই স্বনির্ভরতা অর্জনের মূলমন্ত্র ।

প্রশ্ন-২১. গণতান্ত্রিক অধিকার কী?

উত্তর: গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সব নাগরিকের সমান অধিকারই হলো গণতান্ত্রিক অধিকার ।

প্রশ্ন-২২.সমাজকর্মীর প্রাথমিক দায়িত্ব কী?

উত্তর: সমাজকর্মীর প্রাথমিক দায়িত্ব হলো সাহায্যার্থীদের স্বার্থের প্রতি প্রাধান্য দেওয়া ।

প্রশ্ন-২৩. গ্রহণ নীতির অনুপস্থিতিতে কী হয়?

উত্তর: গ্রহণ নীতির অনুপস্থিতির ফলে সাহায্যার্থী কখনো প্রয়োজনীয় তথ্য প্রদান ও সেবা গ্রহণে উৎসাহী হবে না ।

প্রশ্ন-২৪.অ-অভিযুক্ত মনোভাবের নীতি বলতে কী বোঝায়?

উত্তর: অ-অভিযুক্ত মনোভাবের নীতি বলতে এমন একটি নীতিকে বোঝানো হয়, যেখানে সমস্যার জন্য সাহায্যার্থীকে দোষী হিসেবে চিহ্নিত করা হবে না।

প্রশ্ন-২৫.শ্রদ্ধাবোধ কী?

উত্তর: শ্রদ্ধাবোধ হলো মানুষের সামাজিক মর্যাদা ও অবস্থান অনুযায়ী সম্মান প্রদর্শন ।

প্রশ্ন-২৬.সমাজকর্মের অন্তর্নিহিত সর্বজনীন মূল্যবোধ কী?

উত্তর: সমাজকর্মের অন্তর্নিহিত সর্বজনীন মূল্যবোধ হলো মানবসত্তার মর্যাদা।

প্রশ্ন-২৭.সমাজকর্মের অন্যতম ব্যবহারিক মূল্যবোধ কোনটি?

উত্তর: সমাজকর্মের অন্যতম ব্যবহারিক মূল্যবোধ হলো সম্পদের সদ্বব্যবহার ।

প্রশ্ন-২৮. সুষ্ঠু সমাজ গঠন ও পরিচালনার অপরিহার্য শর্ত কোনটি?

উত্তর: সুষ্ঠু সমাজ গঠন ও পরিচালনার অপরিহার্য শর্ত হলো পারস্পরিক সহনশীলতা ও মূল্যবোধ ।

প্রশ্ন-২৯. কত সালে সমাজকর্মের প্রথম পেশাগত সংগঠনের সূত্রপাত হয়?

উত্তর: ১৯১৮ সালে সমাজকর্মের প্রথম পেশাগত সংগঠনের সূত্রপাত হয়।

প্রশ্ন-৩০.কত সালে সমাজবিজ্ঞানী গ্রিনউড সমাজকর্মকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে দাবি করেন?

উত্তর: সমাজবিজ্ঞানী গ্রিনউড ১৯৫৭ সালে সমাজকর্মকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে দাবি করেন।

প্রশ্ন-৩১. NASW-এর পূর্ণরূপ লিখ ।

 চ. বো, সি. বো, য. বো. ২১; ব., বো, রা. বো. ১৭]

উত্তর: National Association of Social Workers.

প্রশ্ন-৩২.CSWE-এর পূর্ণরূপ লিখ।

 [সকল বোর্ড ১৫]

উত্তর: CSWE -এর পূর্ণরূপ হলো "Council on Social Work Education".

প্রশ্ন-৩৩. কোনটির তত্ত্বাবধানে ‘Study Group' গঠন করা হয়?

উত্তর: জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমাজকর্মী ফেডারেশন এর সম্মিলিত তত্ত্বাবধানে ‘Study Group' গঠন করা হয়।

প্রশ্ন-৩৪.কয়টি দেশের সমাজকর্ম বিশেষজ্ঞদের নিয়ে ‘Study Group' গঠন করা হয়?

উত্তর: নয়টি 'দেশের সমাজকর্ম বিশেষজ্ঞদের নিয়ে ‘Study Group' গঠন করা হয় ।

প্রশ্ন-৩৫.কত সালে Code of Ethics এ সংস্কার করা হয়? 

উত্তর: ১৯৬৭ সালে Code of Ethics এ সংস্কার করা হয় ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. পেশা বলতে কী বোঝায়? 

[চ বো, সি. বো, য. বো. ২১; সকল বোর্ড ১৬]

উত্তর: পেশা বলতে জীবিকা নির্বাহের বিশেষ পন্থাকে বোঝায়, যেখানে নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান যথাযথ দক্ষতা ও নৈপুণ্যের সাথে প্রয়োগ করতে হয় । একটি পূর্ণাঙ্গ পেশায় জ্ঞান, জ্ঞান প্রয়োগের মনোবৃত্তি, দক্ষতা ও অনুশীলন এই চারটি উপাদান থাকে। পেশা সাধারণত জনকল্যাণমুখী হয় এবং এখানে সুনির্দিষ্ট মূল্যবোধ ও সামাজিক স্বীকৃতি বিদ্যমান ।

প্রশ্ন-২.“সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য”- ব্যাখ্যা কর। 

(ঢা. বো., দি বো, কু, বো, চ. বো, সি. বো, য. বো. ১৭)

 উত্তর: সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য । জীবিকা নির্বাহের জন্য আমরা যে সব কাজ করি তার সবগুলোকে পেশা বলা যায় না। পেশার সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। সামাজিক স্বীকৃতি এর অন্যতম। যেমন- আমাদের সমাজে ডাক্তারি, শিক্ষকতা, নার্সিং, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি কাজের সামাজিক স্বীকৃতি রয়েছে। এজন্য এগুলো পেশা হিসেবে বিবেচিত। সুতরাং সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য ।

প্রশ্ন-৩. সকলের জন্য সমান সুযোগ সৃষ্টিতে সমাজকর্ম কীভাবে কাজ করে?

উত্তর: সমাজকর্মের অন্যতম দার্শনিক ভিত্তি হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, বয়স ও স্তর নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগসৃষ্টি করা।সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে সমাজকর্ম প্রতিটি মানুষের স্বার্থ ও সুযোগকে সমানভাবে গুরুত্ব দেয়। সমাজকর্মের এ মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে নয় বরং সমাজের সর্বস্তরের জনগণের অধিকার নিশ্চিত করতে এবং সমাজকে বৈষম্যহীন ও ভেদাভেদ মুক্ত রাখতে এ মূল্যবোধ অগ্রণী ভূমিকা পালন করে ।

প্রশ্ন-৪. মূল্যবোধ বলতে কী বোঝ?

উত্তর: মূল্যবোধ হলো বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য। সামাজিক রীতিনীতির উচ্চতম মানদণ্ড হিসেবে সমাজের ভালো-মন্দ, প্রত্যাশিত-অপ্রত্যাশিত ও ন্যায়-অন্যায়ের নির্ধারক শক্তি হিসেবে কাজ করে মূল্যবোধ। তাই বলা যায়, যে সমস্ত আদর্শ, বিশ্বাস, সাধারণ মানদণ্ড, ভালো-মন্দ নির্ধারক ও প্রত্যাশিত কল্যাণ প্রবণতা সমাজের সংহতি বৃদ্ধি করে, সামাজিক সম্পর্কের সৃষ্টি করে, ভালো কাজে উৎসাহিত করে এবং খারাপ কাজে বাধা দেয় সেই সমস্ত বিমূর্ত উপাদানের সমষ্টিকে মূল্যবোধ বলে ।

প্রশ্ন-৫. সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায় ?

উত্তর: সামাজিক মূল্যবাধ বলতে সেসব নীতিমালা, বিশ্বাস, দর্শন, ধ্যান-ধারণা, সংকল্প প্রভৃতিকে বোঝায়, যা মানুষের সামাজিক সম্পর্ক এবং আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে।সামাজিক মূল্যবোধ হলো একটি বিচারবোধ যা ব্যক্তিগত বা দলগত কল্যাণে প্রয়োজন হয়। সমাজে প্রচলিত রীতিনীতি, মনোভাব, কার্যক্রম প্রভৃতির সমন্বয়ে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। সামাজিক মূল্যবোধ সমাজের মানুষের আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে ।

প্রশ্ন-৬. সমাজকর্মের অন্তর্নিহিত সর্বজনীন মূল্যবোধ বলতে কী বোঝ?

উত্তর: সমাজকর্মের অন্তর্নিহিত সর্বজনীন মূল্যবোধ হলো মানবসত্তার মর্যাদা (Respect for Human Personality). এই মূল্যবোধ বিভিন্নভাবে ও বিভিন্ন পর্যায়ে প্রকাশ পায় । সমাজকর্মের মূল্যবোধ হিসেবে মানবসত্তার মর্যাদা যে কয়টি পর্যায়ে প্রকাশিত হয়েছে, সেগুলো হলো— ব্যক্তির মর্যাদার স্বীকৃতি, ব্যক্তির অন্তর্নিহিত সত্তার স্বীকৃতি, ব্যক্তির সহজাত চেতনা ও সংহতির স্বীকৃতি, ব্যক্তির স্বাধীনতা ও অধিকারের স্বীকৃতি । এগুলোকে ভিত্তি করেই সমাজকর্মের মূল্যবোধ গড়ে উঠেছে।

প্রশ্ন-৭. সমাজকর্ম মূল্যবোধ বলতে কী বোঝ? 

[সকল বোর্ড ১৫]

উত্তর: বর্তমান যুগে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত। অন্যান্য পেশার ন্যায় এই পেশাতেও কিছু স্বীকৃত মূল্যবোধ আছে। সাধারণত যেসব আদর্শ, বিশ্বাস, ধারণা, মৌলিক নীতিমালা ও স্বীকার্য সত্যের ওপর পেশাদার সমাজকর্মের সামগ্রিক সমস্যা সমাধান প্রক্রিয়া পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেগুলোর সমষ্টিকেই সমাজকর্মের মূল্যবোধ বলে। মূলত সমাজকর্ম মূল্যবোধ বলতে সমাজকর্মীদের জ্ঞান ও দক্ষতার প্রয়োগ করার ক্ষেত্রে অনুসৃত মূল্যবোধগুলোকে বোঝানো হয় যা তারা মানুষের কল্যাণে প্রয়োগ করে থাকে ।

প্রশ্ন-৮. শ্রমের মর্যাদা বলতে কী বোঝায়?

 [রা. বো., ব. বো. ২২]

উত্তর: শ্রমের মর্যাদা সমাজকর্মের অন্যতম মূল্যবোধ হিসেবে স্বীকৃত। কারণ, মানুষের জীবনধারণ ও সমাজে সুষ্ঠু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এটি অপরিহার্য।সমাজকর্মের ধারণানুযায়ী, মানুষ যে ধরনের শ্রমের সাথেই যুক্ত থাকুক না কেন তা কখনোই আত্মসম্মানের পক্ষে হানিকর নয়। বরং তা ব্যক্তি ও সমাজের জন্য সর্বদাই মঙ্গলজনক। এজন্য আধুনিক সমাজকর্ম শ্রমের মর্যাদা প্রদানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে ।

প্রশ্ন-৯.আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?

[রোবো, ব. বো, ২২, ঢা, বো, রা, বো, দি. বো., কু, বো, চ. বো, সি. বো, য. বো, ব. বো. ১৮: সকল বোর্ড ১৬]

 উত্তর: আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে সাহায্যার্থীর নিজের ভালো সম্পর্কিত ইচ্ছা ও স্বাধীনতাকে বোঝায় ।সমাজকর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো আত্মনিয়ন্ত্রণ অধিকার। ব্যক্তির পছন্দ, চাহিদা, সামর্থ্য এবং ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । মূলত সমাজকর্ম পেশা এবং সাহায্যার্থীর কল্যাণের স্বার্থেই আত্মনিয়ন্ত্রণ অধিকারের মূল্যবোধ অনুসরণ করতে হয় ।

প্রশ্ন-১০.পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বলতে কী বোঝায়?

উত্তর: সমাজের প্রতিটি মানুষকে তাদের নিজ অবস্থানসহ সম্মান প্রদর্শন করা এবং তাদের মতামতের প্রতি গুরুত্ব প্রদর্শন করাকে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বলা হয় । পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ সমাজকর্মের অন্যতম মূল্যবোধ হিসেবে বিবেচিত। এ ধরনের মূল্যবোধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রয়াসী। আধুনিক সমাজকর্ম পেশাগত সম্পর্ক স্থাপন, সামাজিক সুসম্পর্ক এবং সৌহার্দ্যমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে প্রয়াসী। এক্ষেত্রে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বিশেষভাবে উপযোগী। সমাজকর্ম বিশ্বাস করে যে, সমাজের প্রত্যেক সদস্যই বিশেষ মর্যাদার অধিকারী। সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীরা এ মূল্যবোধের যথাযথ অনুসরণের মাধ্যমে সুন্দর ও কাঙ্ক্ষিত সমাজ গঠনে নিবেদিত হয় ।

প্রশ্ন-১১. পেশাগত সম্পর্ক বা Rapport বলতে কী বোঝায়?

উত্তর: পেশাগত সম্পর্ক বা Rapport বলতে সমস্যা সমাধান প্রক্রিয়ায় সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে বোঝায় । পেশাগত সম্পর্ক সমাজকর্ম পেশার একটি অন্যতম বৈশিষ্ট্য । একজন সমাজকর্মীর কাছে যখন কোনো সাহায্যার্থী আসে, তখন তিনি তাকে পেশাগত দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করেন এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালান। এ সম্পর্কই হলো পেশাগত সম্পর্ক। সমাজকর্ম সমস্যা অনুসন্ধানের মাধ্যমে সাহায্যার্থীর প্রকৃত সমস্যা নিরসনের প্রয়াস চালায় । ফলে সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্ক স্থাপন করা জরুরি।

প্রশ্ন-১২. সমাজের অবহেলিত ও পশ্চাৎপদ শ্রেণির স্বার্থ সংরক্ষণে সমাজকর্মীর গুরুত্ব অনস্বীকার্য— ব্যাখ্যা কর।

উত্তর: সমাজকর্ম পেশায় নিয়োজিত সমাজকর্মীরা সমাজের অবহেলিত ও পশ্চাৎপদ শ্রেণির স্বার্থ সংরক্ষণ এবং তাদের সেবায় বিশেষভাবে নিয়োজিত থাকে বলে তাদের গুরুত্ব অপরিসীম।অবহেলিত, বঞ্চিত ও শোষিত শ্রেণির অধিকার রক্ষা এবং সর্বোপরি সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে পেশাদার সমাজকর্মীর ভূমিকা বিশেষ গুরুত্ববহ। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতা পুনরুদ্ধারে সমাজকর্মীরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। সুতরাং সমাজের অবহেলিত ও পশ্চাৎপদ শ্রেণির স্বার্থ সংরক্ষণে সমাজকর্মীর গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহেরপন্থাকে কী বলা হয়?

ক. দল

খ. পেশা

গ. কর্ম

ঘ. জ্ঞান

উ:খ

২.পেশা সাধারণত কী ধরনের হয়ে থাকে?

.ক. বুদ্ধিবৃত্তিক

খ. জনকল্যাণমুখী

গ. সাহায্যকারী

ঘ. তাত্ত্বিক

উ:খ

৩. সমাজকর্মের ক্ষেত্রে পেশার কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?

ক. উপার্জন ক্ষমতা

খ. বিশেষ জ্ঞান

গ. দায়িত্ববোধ

ঘ. উচ্চতর ডিগ্রি

উ:খ

৪. পেশাজীবী হিসেবে একজন সমাজকর্মীর উদ্দেশ্য কী?

ক. সকল মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা

খ. সকল মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি দান

গ. সকল মানুষের কল্যাণ সাধন করা

ঘ. সকল মানুষের সামাজিক নিরাপত্তা দান করা 

উ:গ

৫. সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি?

 ক. মানবসম্পদ উন্নয়ন

খ. মেধার বিকাশ

গ. সামাজিক ভূমিকা পালনের সক্ষমতা অর্জন

 ঘ. শিক্ষার প্রসার

উ;গ

৬. কোন ধরনের সম্পদের উন্নয়নে সমাজকর্ম বিশেষভাবে ক্রিয়াশীল হয়?

ক. মানবসম্পদ উন্নয়নে

খ. মেধার বিকাশে

গ. দাম্পত্য সম্পর্ক উন্নয়নে

. ঘ. শিক্ষার প্রসারে

উ:ক

৭. কোনটি নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়?

ক. সামাজিক স্বীকৃতি

খ. জবাবদিহিতা

গ. সুনাম

ঘ. দক্ষ জনশক্তি

উ:খ

৮.‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই'— এই উক্তিটির সাথে সমাজকর্ম মূল্যবোধের কোনটির সম্পর্ক রয়েছে?

 ক. আত্মনিয়ন্ত্রণ অধিকার

খ. সামগ্রিক দৃষ্টিভঙ্গি

গ. সামাজিক দায়িত্ব

ঘ. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি

উ:ঘ

৯ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের আদর্শমান কোনটি?

ক. বৃত্তি

খ. সংস্কৃতি

গ. সমাজ

ঘ. মূল্যবোধ

উ:ঘ

১০. শাশ্বত ও অপরিবর্তনীয় রূপ লক্ষ করা যায় কোন মূল্যবোধে?

 ক. পারিবারিক মূল্যবোধে

 খ. আধ্যাত্মিক মূল্যবোধে 

গ. জাতীয় মূল্যবোধে 

ঘ. আন্তর্জাতিক মূল্যবোধে

উ:খ

১১. ‘সমতা' কোন ধরনের মূল্যবোধ?

ক. সামাজিক

খ. দলীয়

গ. পেশাগত

ঘ. ব্যক্তিগত

উ:ক

১২. সমাজকর্মের মূল্যবোধের ভিত্তি কয়টি?

ক. তিনটি

খ. দুটি

গ. পাঁচটি

ঘ. চারটিি

উ:ক

১৩. কোন মূল্যবোধ ব্যক্তিকে স্বকীয়তা ও যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করে দেয়?

ক. ব্যক্তির মর্যাদার স্বীকৃতি

 খ. পারস্পরিক শ্রদ্ধাবোধ

গ. ব্যক্তিস্বাধীনতা

ঘ. আত্মনিয়ন্ত্রণের অধিকার

উ:ঘ

১৪. সমাজকর্মে স্বনির্ভরতা অর্জনকে কী হিসেবে চিহ্নিত করা হয়?

ক.আত্মনিয়ন্ত্রণ

খ. সহযোগিতা

গ. সমন্বয়

ঘ. আত্মনির্ভরশীলতা

উ:ঘ

১৫.একজন সমাজকর্মীর প্রাথমিক দায়িত্ব কোনটি?

ক. পেশাগত দক্ষতা ও নৈপুণ্যতা অর্জন 

খ. সাহায্যার্থীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা

গ. সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও সৌজন্যতা প্ৰদৰ্শন

ঘ. সাহায্যার্থীর স্বার্থকে প্রাধান্য দেওয়া

উ:ঘ

১৬. সীমা গত দুইদিন ধরে জ্বরে ভুগছেন। এরপরও তাকে দেখা যাচ্ছে অফিসে এসে সাহায্যার্থীদের কাউন্সেলিং করতে। সীমার আচরণে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? 

ক. পেশাগত দায়িত্ব পালন

খ. মূল্যবোধের চর্চা

গ. সুনির্দিষ্ট জ্ঞানভাণ্ডারের অনুসরণ

ঘ. উদাসীনতা

উ:ক

১৭.কোন নীতিটি ব্যক্তি সমাজকর্মের দ্বি-মুখী প্রক্রিয়া?

ক. গ্রহণ নীতি

খ. অংশগ্রহণ নীতি

গ. যোগাযোগ নীতি

ঘ. সমাজকর্মীর আত্মসচেতনতার নীতি

উ:গ

১৮. সমাজকর্মীদের দায়িত্ববোধ নিরূপিত হয় কীসের মাধ্যমে?

ক. পেশাগত সম্পর্ক

খ. জবাবদিহিতা

গ. আনুগত্য

ঘ. নিয়মানুবর্তিতা

উ:খ

১৯. কোনটি সুষ্ঠু সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য?

ক. সচেতনতা

খ. নারী শিক্ষা

গ. নারীর ক্ষমতায়ন

ঘ. সরকারের উদ্যোগ

উ:খ

২০. সমাজকর্মের সর্বজনীন মূল্যবোধ কোনটি?

ক. মানব মর্যাদার স্বীকৃতি 

খ. স্বাধীনতার প্রতি শ্রদ্ধা

গ.গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা

ঘ.ব্যক্তির অধিকার নিশ্চিত

উ:ক

২১. পেশার মানদণ্ড নির্ধারণের মাপকাঠি কোনটি?

ক. গ্রহণযোগ্যতা

খ. মূল্যবোধ

গ. আকার

ঘ. চাহিদা

উ:খ

২২. প্রাপ্ত সম্পদের সঠিক ব্যবহারে কী নিশ্চিত হয়?

ক. সাম্য প্রতিষ্ঠা

খ. সামাজিক উন্নয়ন

গ. সুপ্ত ক্ষমতার বিকাশ

ঘ. রাষ্ট্রের উন্নয়ন

উ:ক

২৩.ওয়ার্নার ডব্লিউ বোয়েম কত সালে সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন?

ক. ১৯৫৯ সালে

খ. ১৯৬৩ সালে

গ. ১৯৬১ সালে

ঘ. ১৯৬৭ সালে

উ;ক

২৪.কত সালে সমাজকর্ম পেশার গোড়াপত্তন হয়?

ক. ১৯১৬ সালে

খ. ১৯১৭ সালে

গ. ১৯১৯ সালে

ঘ. ১৯১৮ সালে

উ:ঘ

২৫.শ্রম সাধারণত কয় ধরনের হয়?

ক. দুই ধরনের

খ. তিন ধরনের

গ. চার ধরনের

ঘ. পাঁচ ধরনের

উ;ক

২৬.কত সালে সমাজকর্মের পেশাগত নীতিমালা নির্ধারণে 'Study Group' গঠন করা হয়?

ক. ১৯৫৭ সালে

খ. ১৯৫৮ সালে

গ. ১৯৬০ সালে

ঘ. ১৯৬২ সালে

উ;ক

২৭.সমাজকর্ম পেশা ও সমাজকর্মীদের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. মূল্যবোধ ও নীতিমালা

 খ. উপাদান ও বৈশিষ্ট্য

 গ. মূল্যবোধ ও উপাদান 

;ঘ. পদ্ধতি ও নীতিমালা

উ:ক

২৮. নিচের কোনটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর পেশা?

ক. আইন ব্যবসা

খ. চিকিৎসক

গ. শিক্ষকতা

ঘ. সমাজকর্ম

উ:ঘ

২৯.কোন সমাজবিজ্ঞানী মূল্যবোধকে একটি মানদণ্ড বলছেন?

ক. মিল্টন রকইচ

খ. মেটা স্পেন্সার

গ. ফ্রান্সিস ই-মেরিল

ঘ. উইল বার্ড ই মোর

উ:খ

৩০. ব্যক্তি পৃথিবীর অন্য সবকিছুর থেকে নিজের ব্যক্তিসত্তাকে অধিক প্রাধান্য দেয় কীসের ভিত্তিতে?

ক. ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধ 

খ. পেশাগত মূল্যবোধ

 গ. আধ্যাত্মিক মূল্যবোধ 

ঘ. ধর্মীয় মূল্যবোধ

উ:গ

৩১.কোনটি মানবিক মূল্যবোধের উৎকর্ষ সাধনে সহায়ক হিসেবে কাজ করে?

ক. ব্যক্তি স্বাধীনতা

খ. সামাজিক দায়িত্ববোধ

গ. শ্রমের মর্যাদা

ঘ. ব্যক্তির মর্যাদা ও স্বীকৃতি

উ:ঘ

৩২.সমাজকর্মে মূল্যবোধ ও নীতিমালার যথাযথ অনুশীলনের ওপর কোন পেশার সফলতা নির্ভর করে?

ক. সমাজকর্ম

খ. শিক্ষকতা

গ. চিকিৎসা

ঘ. ডাক্তারি

উ:ক

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

৩৩. যেকোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে-

i. রাষ্ট্রের স্বীকৃতি অর্জন জরুরি

ii. সেবামূলক মানসিকতা আবশ্যক

 iii. সুশৃঙ্খল জ্ঞানভাণ্ডারের প্রয়োজনীয়তা 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ.i, ii ও iii

উ:গ

৩৪.অনেকে সমাজকর্মকে পেশা হিসেবে অস্বীকার করেন-

i. জ্ঞানের সীমাবদ্ধতা থাকার কারণে

ii. সমাজকর্মীদের নেতিবাচক প্রচারণার কারণে

iii. অর্থনৈতিক সমস্যার কারণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:খ

৩৫. শ্রমকল্যাণে সমাজকর্ম যেসব কাজে সক্রিয় থাকে—

i. শ্রমিকের শ্রমে নিয়োগের ব্যবস্থা করা

ii. শ্রমিকের স্বার্থ বা অধিকার রক্ষা

iii. অবসর ও গঠনমূলক বিনোদনের ব্যবস্থা করা

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:গ

৩৬.মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্যক্তির যেসব কর্মকাণ্ড পরিচালিত হয় তা হলো—

i. দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন

ii. নিজের আচার-আচরণ ও কার্যপ্রণালি নিয়ন্ত্রণ

iii. অপরের ভালো-মন্দের দিক নির্দেশনা প্রদান

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

৩৭.সম্পদের সদ্ব্যবহার গুরুত্ব প্রদান করে—

i. আত্মনির্ভর ও আত্মসচেতন হতে

ii. সম্পদের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে

 iii. অপচয় রোধ করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:খ

৩৮.সমাজকর্মী তার সহকর্মীদের—

i. ধারণার প্রতি সম্মান দেখাবেন

 ii. মতামতকে গুরুত্ব দিবেন

iii. কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

৩৯.গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় যে সমস্ত বিষয়গুলো নাগরিক অধিকার হিসেবে স্বীকৃত তা হলো—

i. ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা

ii. ভোট প্রদান ও বাক স্বাধীনতা

iii. সুস্থ জীবন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

৪০.সকল মানুষকে সমস্যার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার উদ্দেশ্য হলো-

i. সম-অধিকার ভোগের নিশ্চয়তা

ii. প্রাপ্ত সম্পদের সদ্ব্যবহার

iii. নিজ নিজ ক্ষমতার পূর্ণ প্রয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. ii ও iii

খ. i ও ii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ;ঘ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি পড় এবং ৪১ ও ৪২নং প্রশ্নের উত্তর দাও:

সামাজিক মূল্যবোধ    -     মূল্যবোধ

                  ?

৪১. ছকের ‘?’ চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?

ক. অর্থনৈতিক মূল্যবোধ 

খ. রাজনৈতিক মূল্যবোধ 

গ. ধর্মীয় মূল্যবোধ

ঘ. সাংস্কৃতিক মূল্যবোধ

উ:গ

৪২. এ মূল্যবোধ ব্যক্তিকে দান করে—

i. জীবনধারণের ক্ষেত্রে আদর্শ ও নৈতিকতার জ্ঞান

 ii. কর্ম ও আচরণের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা

iii. পেশাগত ক্ষেত্রে আদর্শ ও নৈতিকতার জ্ঞান

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:গ


নিচের উদ্দীপকটি পড় এবং ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও:

 ‘ক’ তার ব্যক্তিগত সমস্যা সমাধানের প্রত্যাশায় একজন সমাজকর্মীর কাছে গেলেন। সমাজকর্মীকে বিষয়টি প্রকাশ না করার শর্তে খুলে বললেন। সমাজকর্মী বিষয়টি অনুধাবন করে তাকে সমস্যা সমাধানে সহায়তা করলেন।

৪৩.সমাজকর্মী এক্ষেত্রে সমাজকর্মের কোন নীতিটি করলেন?

ক. যোগাযোগ নীতি

খ. অংশগ্রহণ নীতি

 গ. গোপনীয়তার নীতি

ঘ. আত্মসচেতনতার নীতি

উ:গ

৪৪. উক্ত নীতি গ্রহণের ফলে – অনুসরণ

i. পেশাগত সম্পর্ক গভীর হবে

ii. সমস্যাগ্রস্ত ব্যক্তি দ্বিধাহীনভাবে সমস্যা বর্ণনা করবে

iii. সমস্যার দ্রুত সমাধান হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৫. পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য হলো, উভয়ই— 

[সকল বোর্ড ১৮]

ক. জীবিকা অর্জনের পন্থা

খ. নীতি ও মূল্যবোধ মেনে চলে

গ. দায়িত্ব ও জবাবদিহিতার আওতাধীন

ঘ. বিশেষ জ্ঞান ও নৈপুণ্যসম্পন্ন

উ:ক

৪৬. কোন ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে? 

[ সকল বোর্ড ১৬]

ক. ফারসি

খ. ল্যাটিন

গ. গ্রিক

ঘ.english

উ:ক

৪৭. সামাজিক পরিবর্তনের বাহক কে?

 [সকল বোর্ড ২২]

ক. সমাজকর্মী

খ. চিকিৎসক

গ. প্রকৌশলী

ঘ. সাহায্যার্থী

উ:ক

৪৮. মূল্যবোধ কয় প্রকার? /

[সকল বোর্ড ১৬]

ক. ২

খ, ৩

গ.৪

ঘ. ৫

উ:খ

৪৯. “সমাজকর্ম এমন একটি পেশা, যা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন দ্বারা জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”— উক্তিটি কার? 

[সকল বোর্ড '২২]

ক.. Skidmore and Thackeray

খ. Morales and Sheafor

গ. Warner W Boehm

ঘ. Walter A Friedlander

উ:খ

৫০. সাহায্যার্থীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে—

[সকল বোর্ড ১৬]

ক. আত্মনিয়ন্ত্রণ অধিকার

 খ. আত্মসচেতনতা

গ. ব্যক্তিস্বাতন্ত্র্যীকরণ

ঘ. সামাজিক ন্যায়বিচার

উ:ক

৫১. নিচের কোনটি সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ দিক? 

[সকল বোর্ড ২১]

ক. সমাজকর্ম পেশা সকল পেশার জ্ঞানের উৎস

খ. সমস্যার তাৎক্ষণিক সমাধান

গ. সমস্যার কার্যকর সমাধান

ঘ. সুনির্দিষ্ট মূল্যবোধ ও নীতিমালার অপরিহার্যতা নেই

উ:গ

৫২. সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে বোঝায়—

i. সমাজকর্মীর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া

 ii. সাহায্যার্থীর মতামতকে গুরুত্ব দেয়া

iii. সাহায্যার্থীর পছন্দকে গুরুত্ব দেয়া 

নিচের কোনটি সঠিক?

[সকল বোর্ড ২২]

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:গ

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:

জয়ন্তিকা একজন পেশাদার সমাজকর্মী। তিনি বর্তমানে একটি কিশোর অপরাধ সংশোধনী প্রতিষ্ঠানে কর্মরত। সেখানে তিনি কিশোরদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণে উৎসাহী করে তোলেন যাতে পরবর্তী জীবনে তাদের অন্যের সাহায্য ও দয়ার জন্য অপেক্ষা করতে না হয়।

 [সকল বোর্ড ১৮]

৫৩. জয়ন্তিকা সমাজকর্মের কোন মূল্যবোধটির অনুশীলন করেছেন?

ক. সকলের সমান সুযোগ দান

খ. আত্মনিয়ন্ত্রণ অধিকার

গ. স্বনির্ভরতা

ঘ. ব্যক্তির মর্যাদার স্বীকৃতি

উ:গ

উদ্দীপকটি পড়ে ৫৪ ও ৫৫ নং প্রশ্নের উত্তর দাও:

টমাস মুর একজন পেশাদার সমাজকর্মী। তিনি সমস্যাগ্রস্তদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন না। কিন্তু তাদের মতামতকে মূল্যায়ন না করে নিজের মতামত তাদের উপর চাপিয়ে দেন এবং সাহায্যার্থীর প্রয়োজনীয় তথ্য অন্যের কাছে প্রকাশ করে দেন ।

[সকল বোর্ড ১৭/

৫৪.উদ্দীপকে টমাস মুর সমাজকর্মের কোন মূল্যবোধ গুরুত্বের সাথে গ্রহণ করেছেন?

ক. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি

খ. সকলের সমান সুযোগ

গ. গণতান্ত্রিক অধিকার 

ঘ. ব্যক্তি স্বাধীনতা

উ:খ

৫৫. উদ্দীপকে টমাস মুর সমাজকর্ম পেশার যে নীতি লঙ্ঘন করেছেন—

i. সাহায্যাথীর আত্মনিয়ন্ত্রণ অধিকার

ii. সামাজিক দায়িত্ববোধ

iii. গোপনীয়তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:খ

উদ্দীপকটি পড় এবং ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:

জারিফ কৃতিত্বের সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকুরিতে যোগদান করে জীবিকা নির্বাহ করছে ।

৫৬. জারিফের চাকুরি কোন ধরনের আয় ব্যবস্থা?

 [সকল বোর্ড ২১]

ক. চাকুরি

খ. পেশা

গ. বৃত্তি

ঘ. আত্মকর্মসংস্থান

উ:খ

৫৭. পেশা নির্বাচিত হয়— মোলা

ক. দেশে বিদেশে অবস্থানের ভিত্তিতে

খ. পেশার মানদণ্ডের ভিত্তিতে

গ. জ্ঞানের প্রয়োগের ভিত্তিতে

ঘ. বেশি বেশি উপার্জনের ভিত্তিতে

উ:খ

সমাজকর্ম ১ম পত্র  উপর আরো পড়ুন 





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url