IHT & MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন

 পদার্থবিজ্ঞান

Physics of IHT and MATS is 100% Common Suggestion-2023


IHT এবং MATS এর পদার্থবিজ্ঞান হল 100% কমন সাজেশন-2023

Physics of IHT and MATS is 100% Common Suggestion-2023

১। কার লেখা বইয়ের নাম থেকে আল জেবরা নামের উদ্ভব?

উঃ মুসা আল খোয়ারিজমি ।

২। পাখির উড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? 

উঃ লিউনার্দো দ্যা ভিঞ্চি ।

৩। সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবীও গ্রহগুলো তার চারিদিকে ঘুরে চলেছে এ কথা আমরা কার কাছে থেকে শুনেছিলাম?

উঃ অ্যারিষ্টাকার্স।

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৪। কপার নিষ্কাশনের মতবাদ প্রচারের জন্য আগুনে পুড়িয়ে মারা হয় কোন বিজ্ঞানীকে? 

উঃজিয়োনার্দো ব্রুনো।

৫। বস্তু থেকে আলো আমাদের চোখে আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই । এই মত কার?

উঃ আল হাজেন।

৬। সিলিন্ডারের ব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?

উঃ স্লাইড ক্যালিপার্স ।

৭। আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন তীব্রতার একক কি?

উঃ ক্যান্ডেলা

৮। স্লাইড ক্যালিপার্সের অপর নাম কি?

উঃ ভার্নিয়ার ক্যালিপার্স ।

৯। ক্রমাগত ব্যবহারের ফলে স্ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে পড়লে যে ত্রুটি ঘটে তাকে কি বলে?

উঃ পিছুট ত্রুটি ।

১০। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকতার সাপেক্ষে বস্তুর অবস্থানের  পরিবর্তনকে কি বলে?

উঃ সরণ ।

১১। বলের মাত্রা কি?

উঃ [MLT-2]

১২। সরল দোলকের প্রথম সূত্রকে কি বলে?

উঃ সমকাল সূত্র ।

১৩ । এই মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করে তাকে কি বলে?

উঃ মহাকর্ষ ।

১৪। একটি সরল দোলকের ববের সাম্যাবস্থান থেকে যে কোন একদিকের সর্বোচ্চ দূরত্বকে কি বলে ।

উঃ বিস্তার

১৫ । ইঞ্জিনে যতটুকু শক্তি পাওয়া যায় তাকে কি বলে?

উঃ কার্যকর শক্তি।

১৬ । আপেক্ষিক গুরত্বকে আর কি বলা হয়?

উঃ আপেক্ষিক ঘনত্ব।

১৭। অল্প বল প্রয়োগ করে কোন যন্ত্রের সাহায্যে প্রচন্ড ধাক্কার সৃষ্টি করা যায়? 

উঃ হাইড্রলিক প্রেস।

১৮ । কাজ সম্পাদন কারী কোন ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কি বলে?

উঃ ক্ষমতা ।

১৯ । শক্তির মাত্রা কোনটি?

উ:  [ML2T-2]

২০। পারদের ঘনত্ব কত?

উ: 13600 kgm-3

২১। সোনার তৈরি একটি মুকুটের বাতাসের ওজন 41.94 N এবং পানিতে 39.20 N মুকুটের উপাদানের আপেক্ষিক গুরুত্ব কত?

উঃ 15.3

২২। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে কি বলে?

উঃ অনুদৈর্ঘ্য তরঙ্গ।

২৩। তরল পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপের মান কিসের উপর নির্ভর করে না?

উঃ ভূমির ক্ষেত্রফল ।

২৪। পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশের উপর চাপ প্রয়োগ করলে কি ঘটে?

উঃ পদার্থের সব দিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়।

২৫। কোন বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তুর উপরের দিকে যে লদ্ধি বল অনুভব করে তাকে কি বলে?

উঃ প্লাবতা ।

২৬। বস্তুর ঘনত্ব তরলের চেয়ে কম হলে কি ঘটবে?

উঃ বস্তু তরলে ভেসে থাকবে।

২৭। বস্তুর আপেক্ষিক গুরুত্ব জানা থাকলে কি জানা যাবে? 

উঃ বস্তুটি পানিতে ডুববে কিনা ।

২৮। ডুবোজাহাজের অবস্থান নির্ণয়ে কোন শব্দ ব্যবহৃত হয়? 

উঃ শব্দোত্তর ।

২৯ । ত্রৈধ বিন্দুর তাপমাত্রাকে কত ধরা হয়?

উঃ 273K

৩০। পুরু কাঁচের গ্লাসে গরম পানীয় ঢাললে গ্লাসটি কি হয়? 

উঃ ফেটে যায় ।

৩১ । পদার্থের উপর চাপের হ্রাস বৃদ্ধির জন্য কি পরিবর্তিত হয়?

উঃ গলনাঙ্ক ।

৩২। যে সকল তরল তুলনামূলকভাবে তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় তাদেরকে কি বলে?

উঃ উদ্বায়ী তরল ।

৩৩। কোন বিজ্ঞানী উন্নত ধরনের ক্যালরিমিটার উদ্ভাবন করেন?

উঃ রেনো।

৩৪। তরল পদার্থের প্রসারণ বলতে কোন ধরণের প্রসারণ বোঝায়?

উঃ আয়তন প্রসারণ।

৩৫ । বস্তুর অন্তর্নিহিত তাপশক্তির পরিমাণ কিসের উপর নির্ভর করে না?

 উঃ বস্তুর আয়তন ।

৩৬।কোন বস্তুর তাপমাত্রা এক কেলভিন পরিমান বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলে?

উঃ তাপ ধারণ ক্ষমতা ।

৩৭ । আপেক্ষিক তাপের একক কি?

উ:  Jkg -1K-1

৩৮ । যে যন্ত্রের যাহায্যে তাপ পরিমাপ করা হয় তাকে কি বলে? 

উঃ ক্যালরিমিটার।

৩৯ । পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কি ঘটে?

উঃ মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করে না। 

৪০। বিকিরণ পদ্ধতিতে তাপ কিভাবে সঞ্চালিত হয়?

উঃ তড়িত চৌম্বক তরঙ্গর আকারে।

৪১। পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত তাপ পরিবাহকের দুই পৃষ্টের দূরত্ব এর সাথে কি সম্পর্ক বহন করে?

উঃ ব্যস্তানুপাতিক ।

৪২। তাপ পরিবাহকত্বের মান কিসের উপর নির্ভর করবে?

উঃ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।

৪৩। ক্যালরিমিটারের চোঙাকৃতি পাত্রটি কোথায় বসানো থাকে?

উঃ কাঠের বাক্সে অপরিবাহী বস্তুর উপর ।

৪৪। কোন মাধ্যমে তাপের কোন পরিবর্তন হয় না?

উঃ ভ্যাকুয়াম ।

৪৫। পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে চালু করেন কে?

উঃ ডঃ অটো ।

৪৬ । প্রেট্রোল ইঞ্জিনের একটি পূর্ণ চক্রে মোট ঘাতের সংখ্যা কতটি? 

উঃ চারটি।

৪৭। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?

উঃ প্ল্যাঙ্ক ।

৪৮। দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

উঃ বেগুনী।

৪৯ । রাতের বেলায় ভূ-পৃষ্ঠ তাপ কি করে?

উঃ বিকিরণ করে ।

৫০ । যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে তাকে কি বলে?

উঃ দর্পণ ।

৫১ । সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কিরূপ হয়?

উঃ অসদ ।

৫২ । গোলীয় দর্পণের ফোকাস দুরত্ব এর বক্রতার ব্যাসার্ধের--

উঃ অর্ধেক

৫৩ । অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির প্রতিফলনের পর কি ঘটে।

উঃ প্রধান ফোকাস দিয়ে যায়।

৫৪ । বিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলে?

উঃ রৈখিক বিবর্ধন ।

৫৫। অবতল দর্পণের প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্রে অবস্থিত লক্ষ্যবস্তুর বিম্বের প্রকৃতি কি রূপ হবে?

উঃ সদ ও উল্টো

৫৬।দুটি স্বচ্ছ মাধ্যমে বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কি বলে?

উঃ প্রতিসরণ।

৫৭। নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কোনটির উপর নির্ভর করে?

উঃ আলোর রং ।

৫৮। কোন শর্তে আলোর পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলণ ঘটবে ?

উঃ আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে ।

৫৯। মরিচীকায় কোন ঘটনা ঘটে?

উঃ আলোর পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন ।

৬০। যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত ভাগ সরু তাকে কি বলা হয় ।

উঃ উত্তল লেন্স ।

৬১। পেট্রোল ইঞ্জিনে সিলিন্ডার কোথায় অবস্থিত?

উঃ দহন প্রকোষ্ঠের নিচে।

৬২। সূর্য থেকে যে বিকীর্ণ তাপ আসে তাকে কি বলা হয়?

উঃ অবলোহিত রশ্মি।

৬৩।লেন্সের একটি পৃষ্ঠ সমতল ও অপর পৃষ্ঠ গোলীয় হলে গোলীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র থেকে সমতল পৃষ্ঠের উপর অভিলম্বকে কি বলে?

উঃ প্রধান অক্ষ ।

৬৪। উত্তল লেন্সে লক্ষ্যবস্তু 2f দূরত্বে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে?

 উঃ লক্ষ্যবস্তুর সমান।

৬৫। একটি বিবর্ধক কাঁচ কিরূপ বিম্ব গঠন করে?

উঃ সোজা ও বিবর্ধিত।

৬৬। কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য গুণ করলে কি পাওয়া যায়?

 উঃ তরঙ্গ বেগ।

৬৭। জটিল অনুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কি রকম হয়?

 উঃ উল্টো ও বিবর্ধিত।

৬৮।কোন স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে আলোক রশ্মি কিভাবে চলে?

উঃ সরল রেখায় ।

৬৯। প্রতিসরাঙ্কের একক নেই কেন?

উঃ একই জাতীয় দুটি রাশির অনুপাত বলে ।

৭০। রংধনু সৃষ্টি হয় পানির কণায় কোন আলোকীয় ঘটনার কারণে?

উঃ আলোর প্রতিফলন ও প্রতিসরণ।

৭১। প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো গমন করলে সাতটি রঙের আলোতে বিশ্লিষ্ট হয়, এদের মধ্যে কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?

উঃ বেগুনী ।

৭২ । লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কেন?

উঃ লাল আলো সবুজ পাতা দ্বারা শোষিত হয় বলে ।

৭৩ । কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি?

উঃ যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ৷

৭৪। পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকা সমূহের মৌলিক বৈশিষ্ট্য মূলক ধর্মকে কি বলে?

উঃ আধান ।

৭৫ । যে কোন পরমাণু আধান নিরপেক্ষ এর কারণ কি?

উঃ ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান।

৭৬ । তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কি কাজ করা হয়।

উঃ আধানের প্রকৃতি নির্ণয় ।

৭৭। কোন দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এদের মধ্যবর্তী বল কিরূপ হবে ? 

উঃ এক চতুর্থাংশ।

৭৮ । ডেভলোপ দ্রবন থেকে উঠিয়ে ফিল্মকে পানিতে ধুয়ে কোন দ্রবণে ডুবানো হয়?

উঃ হাইপো দ্রবণে ।

৭৯ । এক ইউনিট বিদ্যুৎ কিসের সমান?

উঃ এক কিলোওয়াট ঘন্টা।

৮০। চোখে একটি বস্তু যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে?

উঃ বীক্ষণ কোণ ।

৮১। রেটিনার উপর পতিত আলো কে গ্রহণ করে?

উঃ রড ও কোণ।

৮২। চোখের শ্বেতমগুলের সামনের অংশকে কি বলে?

 উঃ কর্ণিয়া ।

৮৩।কোন ধাতব পদার্থের তড়িৎ প্রবাহ চলার সময় এর কি হ্রাস করলে তড়িৎ বৃদ্ধি পাবে?

উঃ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।

৮৪। কোন বর্তনীতে ৩টি সমান মানের বাল্বকে সমান্তরাল সংযোগ যুক্ত করা হল, এদের থেকে আলো পাবার ব্যাপারে কি ঘটবে?

উঃ তিনটি বাল্বই সমান আলো দিবে। 

৮৫। অ্যালুমিনিয়াম কোন ধরণের পদার্থ?

উঃ অচৌম্বক পদার্থ ।

৮৬। টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতার কোন চুম্বক বহুল ব্যবহৃত হয়?

উঃ সিরামিক চুম্বক ।

৮৭। ফেরো চৌম্বক পদার্থে চৌম্বক দ্বিপোল কিভাবে থাকে?

উঃ ডোমেইন গঠন করে থাকে ।

৮৮ । আইরিশের মাঝখানে ছোট ছিদ্রকে কি বলা হয়?

উঃ চোখের মণি ।

৮৯। কিসের কার্য প্রণালীতে পারস্পারিক আবেশকে ব্যবহার করা হয়?

 উঃ ডায়নামো/ট্রান্সফর্মার।

৯০। অধিক দূরত্বে তড়িৎ প্রেরণের ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয় এতে লাভ কি?

উঃ তাপ শক্তি উৎপাদনে তড়িতের অপচয় কম হয় ।

৯১ । তড়িৎ মোটর থেকে কি পাওয়া যায়?

উঃ তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি । 

৯২ । অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কত?

উঃ 104Ωm  থেকে 1 Ωm 

৯৩। রেকটিফায়ার কি কাজ করে?

উঃ তড়িৎ প্রবাহকে একমূখী করে ।

৯৪ । রেডিওতে শব্দকে কি হিসাবে প্রেরণ করা হয়?

উঃ তড়িৎ চৌম্বক তরঙ্গ হিসাবে।

৯৫ । ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিষ্টারকে কি হিসাবে ব্যবহার করা হয়?

উঃ অ্যাম্পলিফায়ার।

৯৬। কর্ণিয়া ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ লবণাক্ত জলীয় পদার্থে পূর্ণ তাকে কি বলে?

উঃ অ্যাকুয়াস হিউমার বা অশু

৯৭। কখন আধানের প্রবাহ বন্ধ হয়ে যায়?

উঃ যখন পরিবাহী দুটির বিভব সমান হয়।

৯৮। পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে কি বলে?

উঃ রোধ ।

৯৯। ভোল্টমিটারকে বর্তনীতে কোন সংযোগে যুক্ত করতে হয়?

উঃ সমান্তরাল ।

১০০। চৌম্বকের কোথায় চৌম্বক ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী?

উঃ উভয় মেরুতে।

১০১। ফেরো শব্দটির অর্থ কি?

উঃ লোহা ।

১০২ । অসংখ্য চৌম্বক ডোমেইন নিয়ে গঠিত পদার্থকে কি বলে?

উঃ ফেরোচৌম্বক পদার্থ?

১০৩। কোন কুন্ডলীর ভেতর দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক বল রেখাকে কি বলে?

উঃ চৌম্বক ফ্লাক্স ।

১০৪। নিউক্লিয় রিয়্যাকটরে ক্যাডমিয়াম দন্ড ব্যবহার করা হয় কেন?

 উঃ অধিক শক্তির নিউট্রন শোষিত হয় বলে ।

১০৫ । তার থেকে দূরে যেতে থাকলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কেমন হয়?

উঃ কমতে থাকে ।

১০৬। কে প্রথম পদার্থের অবিভাজ্য একককে পরমাণু নাম প্রদান করেন?

উঃ ডেমোক্রিটাস।

১০৭। ‘আলকেমি' থেকে বর্তমানে কোন নামের উদ্ভব ঘটেছে?

 উঃ কেমিস্ট্রি।

১০৮। কোন বস্তুর বেগ দ্বিগুন হলে এর গতিশক্তি কয়গুণ হবে?

উঃ চারগুন ৷

১০৯ । অত্যন্ত বিশুদ্ধ অর্ধপরিবাহীকে কি বলে?

উঃ স্বকীয় অর্ধপরিবাহী।

১১০। একটি লোক চলন্ত নৌকা থেকে সোজা কিনারে লাফ দিলে নৌকাটির অবস্থা কি হবে?

উঃ লোকটি যে দিকে লাফ দিয়েছিল নৌকাটি তার ঠিক বিপরীত দিকে যাবে।

১১১। যে পরিমাণ বল 1 kg ভরের বস্তুতে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করে তার পরিমাণ কত?

উঃ 1N

১১২। g-এর মান কিসের ওপর নির্ভর করে ?

উঃ উচ্চতা, গভীরতা ও পৃথিবীর ব্যসার্ধের উপর ।

 ১১৩। পৃথিবী কোন বস্তুকে আকর্ষণ করলে তাকে কি বলে?

উঃ অভিকর্ষ।

১১৪। চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কত?

উঃ ৬ ভাগের ১ ভাগ ।

১১৫ । কোন মহাশূন্য যানে মানুষ প্রথম চন্দ্র পৃষ্ঠে অবতরণ করে?

উঃ অ্যাপোল-১১

১১৬ । মানুষ সর্বপ্রথম চাঁদে অবতরণ করে কোন সালে?

উঃ ১৯৬৯ সালে ।

১১৭। কত সালে কক্ষচ্যুত উপগ্রহকে তার মূল কক্ষ পথে ফিরিয়ে আনা সম্ভব হয়?

উঃ ১৯৯২ সালে।

১১৮। 1 অশ্বক্ষমতা (HP) = কত ওয়াট?

উঃ 746 W

১১৯। প্রযুক্ত বল ও বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলা হয়?

উঃ কাজ ।

১২০। বাংলাদেশের জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায়?

উঃ কাপ্তাই (রাঙামাটি)।

১২১। নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ উপাদানের সময় সঞ্চিত জল রাশিতে কোন শক্তিরূপে জমা করা হয়?

উঃ বিভব শক্তি ।

১২২।500 নিউটন বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 5 মিটার হলে সম্পন্ন কাজের পরিমাণ কত হবে?

উঃ2500 জুল ।

১২৩। খড়ের ছাদযুক্ত ঘর শীতকালে কেমন থাকে?

উঃ গরম।

১২৪। দুটি ভিন্ন ওজনের বস্তুর উপর একই বল প্রযুক্ত হলে কি ঘটে?

উঃ হালকা বস্তুটি বেশী বেগে চলবে।

১২৫। পানি বরফে পরিণত হলে কি ঘটে?

উঃ আয়তনে বেড়ে যাবে।

১২৬। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলো তরঙ্গের দিকের সাথে কিভাবে থাকে?

উঃ সমকোণে ।

১২৭। একই পদার্থের তৈরী ক্ষুদ্র বস্তু ও একটি বৃহৎ বস্তুতে সমান পরিমাণ তাপ সরবরাহ করা হল এ ক্ষেত্রে কি হবে?

উঃ তাপমাত্রা সমান হবে।

১২৮। পানিতে ভাসার সময় বরফের কত অংশ পানির উপরে থাকে?

 উঃ ১/১২ অংশ।

১২৯। কোন বস্তুর ওজন ও 4°C তাপমাতায় সমআয়তন পানির ওজনের অনুপাতকে বস্তুর উপাদানের কি বলা হয়?

উঃ আপেক্ষিক গুরুত্ব।

১৩০। 4°C তাপমাত্রায় পানিতে আপেক্ষিক গুরুত্ব পরিমাপের ক্ষেত্রে প্রমাণ বস্তু হিসাবে ধরা হয় কেন?

উঃ 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ।

১৩১। বরফের কত অংশ পানিতে ডুবে?

উঃ ১১/১২ অংশ।

১৩২। আপেক্ষিক গুরুত্ব কার উপর নির্ভর করে?

উঃ তাপমাত্রার উপর ।

১৩৩। প্লাবতার মাত্রা কি?

উঃ [MLT-2]

১৩৪। যে সকল মৌলের পারমানবিক সংখ্যা ৮২ এর বেশি কেবল সে সকল পরমাণু-

উঃ তেজক্রিয় হতে পারে।

১৩৫। তরঙ্গ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে?

 উঃ তরঙ্গ বেগ।

১৩৬। যে বিস্ফোরনের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্ট হয়েছিল তাকে কি বলা হয়? 

উঃ (Big Bang) মহাবিস্ফোরণ ।

১৩৭। 1°C তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি কত পরিমাণ বৃদ্ধি পায়?

 উঃ প্রায় 0.6ms"

১৩৮। বাতাস থেকে লোহাতে শব্দ কত গুণ দ্রুত চলে?

উঃ ১৫ গুণ ।

১৩৯। মানুষের মস্তিষ্কে শ্রুতির রেশ কত?

উঃ 0.1 s

১৪০। 45000Hz কম্পাংক পর্যন্ত শব্দোত্তর তরঙ্গ অনুধাবন করতে পারে কোন প্রাণী?

উঃ মাকড়সা ।

১৪১। বাদুরের শ্রাব্যতার উর্দ্ধসীমা কত?

উঃ 100,000Hz

১৪২। A Brief History of Time- এর লেখক কে? 

উঃ স্টিফেন হকিং

১৪৩। শব্দোত্তর কম্পনে অন্ধকারে চলাচল করে কোন প্রাণী?

উঃ বাদুড়।

১৪৪। উচ্চ শব্দযুক্ত শিল্প কারখানায় যে সকল শ্রমিক কাজ করে তাদের শ্রবন শক্তি কি পরিমাণ হ্রাস পায়?

উঃ ১০ বছরে অর্ধেক হ্রাস পায়।

১৪৫। শব্দ তরঙ্গের কম্পাংক কমপক্ষে কত হলে তা আমরা শুনতে পারি? 

উঃ 20Hz

১৪৬। প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?

উঃ ৬০ ভাগ থেকে ৯৫ভাগ।

১৪৭। এক ক্যালরি কত জুলের সমান?

উঃ ৪.২ জুল ।

১৪৮। সাধারণত ভার্ণিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সাথে না মিলে গেলে কি বুঝতে হবে?

উঃ যান্ত্রিক ত্রুটি আছে ।

১৪৯। বস্তুর তাপধারণ ক্ষমতার একক কি?

উঃ জুল-কেলভিন (Jk-1)।

১৫০। কোন বস্তুর তাপমাত্রা A তাপ ধারণ ক্ষমতা C আপেক্ষিক তাপ S এবং M ভর হলে সেক্ষেত্রে সঠিক সমীকরণ কি?

উঃ C = MS

১৫১। আধুনিক জেট বিমান, রকেট ইত্যাদি চালানো হয় নিউটনের কোন সূত্র দ্বারা?

উঃ ভরবেগের সংরক্ষণের সূত্র দ্বারা ।

১৫২। লোহা, পিতল, সীসা ও টিন এর মধ্যে কোনটি সবচেয়ে কম তাপ পরিবাহী পদার্থ?

উঃ সীসা ।

১৫৩। যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাকে কি বলে?

উঃ তাপ ইঞ্জিন ।

১৫৪। চতুর্ঘাত ইঞ্জিন কোনঘাতে জ্বালানি সংকুচিত করা হয়।

উঃ ১ম ঘাতে।

১৫৫। রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ কি?

উঃ গ্যাস তরল করা।

১৫৬। তাপ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে কে অবদান রেখে গেছেন। 

উঃ প্লাঙ্ক ।

১৫৭। ১৯০০ সালে কে সর্বপ্রথম কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন?

উঃ ম্যাক্সপ্ল্যাঙ্ক ।

১৫৮। দীপন তীব্রতা পরিমাপের একক কি ?

উঃ ক্যান্ডেলা

১৫৯। সিনেমার পর্দা সাদা হয় কেন?

উঃ প্রতিবিম্বের উজ্জ্বলতা বৃদ্ধি পাবার জন্য।

১৬০। গোলীয় দর্পনের প্রধান ছেদ বক্রতার কেন্দ্র যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে?

উঃ উন্মেষ।

১৬১। গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলে?

উঃ ফোকাস দূরত্ব।

১৬২। ডাক্তাররা চোখ, নাক, কান, গলা দেখার জন্য কোন ধরণের দর্পণ ব্যবহার করেন।

উঃ অবতল দর্পন।

১৬৩। ক্রান্তি কোণের জন্য প্রতিসরণ কোণ সর্বাধিক কত হবে?

উঃ 90°

১৬৪। যে লেন্সের মধ্যভাগ সরু বা পাতলা এবং প্রান্তের দিক মোটা বা পুরু তাকে কি বলা হয়?

উঃ অবতল লেন্স ।

১৬৫। আলোর কেন্দ্র থেকে লেন্সের প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলা হয়?

উঃ ফোকাস দূরত্ব।

১৬৬। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপতন কোণের পরিমাণ কত?

উঃ সংকট কোণ অপেক্ষা বড় ।

১৬৭। জলাশয়ের পাশে দাঁড়িয়ে পানিতে কোন লক্ষ্যবস্তুকে গুলি করতে হলে, বস্তু ও আপাত অবস্থানের কোথায় গুলি করতে হয়?

উঃ নিচে গুলি করতে হয়।

১৬৮। পানিতে নিমজ্জিত করলে অবতল লেন্সের ফোকাস দূরত্বের কি হয়?

উঃ বাড়ে ।

১৬৯। স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্পণের নিকটতম দূরত্ব কত? 

উঃ চক্ষু থেকে 25 সে.মি.

১৭০। চোখের ক্ষেত্রে কর্ণিয়া, অ্যাকুয়াস হিউমাস, চক্ষুলেন্স ও ভিট্রিয়াস হিউমার একত্রে কিসের মত কাজ করে?

উঃ একটি অভিসারী লেন্সের মত।

১৭১। ঘরের ভিতর কম আলোতে ফটো তুলতে কতক্ষণ সময়ের দরকার।

উঃ 1.10 সেকেন্ড ।

১৭২। 35 বছরের নিচে যাদের বয়স তাদের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?

উঃ 10 সে.মি. ।

১৭৩ । মৌলিক বিবর্ধন কি?

উঃ প্রতিবিম্ব ও বস্তুর আকারের অনুপাত।

১৭৪। ক্যামেরার ভিতরের দেয়াল কালো করা হয় কেন?

উঃ বাস্তব প্রতিবিম্ব গঠনের জন্য ।

১৭৫। চোখের ভিতর যে স্থানে ফোকাস বিন্দু পড়ে তাকে কি বলে?

 উঃ রেটিনা ।

১৭৬। কাঠের আগুন থেকে যে রশ্মি পাওয়া যায় তার নাম কি?

উঃ অবলোহিত রশ্মি ।

১৭৭। Myopia হয় কেন?

উঃ অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে।

১৭৮। Long Sight কেন হয়?

উঃ চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে ।

১৭৯। দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে কি বলে?

উঃ প্রিজম।

১৮০। নিউটন কত সালে আলোর বিচ্ছুরণ আবিস্কার করেন?

উঃ 1666 সালে

১৮১। সাদা আলো বিচ্ছুরণের ফলে পর্দায় যে সাতটি রঙের পট্টি পাওয়া যায় সেই রং পটির নাম কি?

উঃ রং বর্ণাশী।

১৮২। মূল রঙ গুলোর নামের অদ্যাক্ষর গুলো নিয়ে গঠিত সঠিক শব্দ কোনটি?

উঃ VIBGYOR

১৮৩। কোন বর্ণের আলোক রশ্মিকে মধ্য রশ্মি বলে?

উঃ হলুদ রশ্মিকে

১৮৪। কোন রঙ সবচেয়ে বেশী প্রতিসরিত হয়?

উঃ নীল

১৮৫। সাদা কালো কেন বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হয়?

উঃ বর্ণ ভেদে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন বলে ।

১৮৬। জড়তা নির্ভর করে কিসের উপর?

উঃ ভরের উপর

১৮৭। কোন আলোতে আমাদের দর্শন ক্ষমতা প্রায় শূন্য?

উঃ লাল ।

১৮৮। দৃশ্যমান আলোতে ক্ষুদ্রতম তরঙ্গ কোনটি?

উঃ বেগুনী ।

১৮৯। কে পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে, ইথার বলে কিছু নেই?

উঃ মার্লি ও মাইকেল ।

১৯০। তড়িৎ আধান কত প্রকার?

উঃ দুই প্রকার ।

১৯১ । পৃথিবী বিভব কত?

উঃ ০ ভোল্ট ।

১৯২। বিভব, কাজ ও তড়িৎ আধানের মধ্যে সঠিক সম্পর্ক কি?

উঃ W=qv.

১৯৩। জুল-কুলম্বকে সংক্ষেপে কি বলা হয়?

উঃ ভোল্ট ।

১৯৪। ব্যাটারি থেকে কোন ধরণের কারেন্ট পাওয়া যায়?

উঃ ডি. সি

১৯৫। কিসের উপর রোধ নির্ভর করে?

উঃ পরিবাহকের দৈর্ঘ্য,পরিবাহকের তাপমাত্রা, পরিবাহকের উপাদান।

১৯৬। আপেক্ষিক রোধের এককের প্রতীক কি?

উঃ 2 m

১৯৭। তড়িৎ এর এককের নাম কি?

উঃ আধান।

১৯৮। অ্যাম্পিয়ার = কি ?

উঃ কুলম্ব/সেকেন্ড। (C/s)

১৯৯। কোন গৃহে 300 ভোল্ট উৎস থেকে একটি তড়িৎ বাতি দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। এর রোধ কত?

উঃ 600 ওহম।

২০০। একটি ফিউজ তারের 55 ওহম 385 ভোল্ট তড়িৎ উৎস থেকে এতে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে?

উঃ ৭ অ্যাম্পিায়ার

২০১। বৈদ্যুতিক বর্তনীতে ভাল্বের কোন ধরণের সংযোগ অধিক আলো বিকিরণ করে?

উঃ সমান্তরাল।

২০২। এক ওয়াট ঘন্টা সমান কত জুল?

উঃ 3600 জুল

২০৩। তড়িৎ কোষ কে আবিষ্কার করেণ?

উঃ আলেসান্দ্রো ভোল্টা ।

২০৪। কত সালে তড়িৎ কোষ আবিষ্কার করা হয়?

উঃ 1794 সালে ।

২০৫। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে কি বলে?

উঃ অ্যামিটার।

২০৬। আন্তর্জাতিকভাবে বিদ্যুৎ শক্তি পরিমাপের একক কি?

উঃ কিলোওয়াট ঘন্টা ।

২০৭। বাংলাদেশে তড়িতে রয়েছে প্রতি সেকেন্ডে-

উঃ 50 সাইকেল ।

২০৮। বিভবান্তর ৫ ভোল্ট ও চার্জ ১০ কুলম্ব হলে কাজের পরিমাণ কত?

উঃ ৫০ জুল ।

২০৯। ভোল্ট মিটার দিয়ে কি পরিমাপ করা হয়?

উঃ বিভবান্তর/ বিভব পার্থক্য

২১০। কোন তারের রোধ 5 ওহম, এবং ঐ তারের দুই প্রান্তের বিভবান্তর 50 ভোল্ট হলে, তড়িৎ এর মান হবে -

উঃ 10 A

২১১। সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বকের নাম কি?

উঃ নিয়োডিমিয়াম বোরন আয়রন।

২১২। সব থেকে সাধারণ চৌম্বক পদার্থ কি?

উঃ লোহা ।

২১৩। কলিংবেল এ সাধারণত কোন ধাতুর তৈরী চুম্বক ব্যবহৃত হয়?

উঃ কাঁচা লোহা ।

২১৪। তড়িৎ চৌম্বকীয় আবেশের আবিষ্কারক কে?

উঃ মাইকেল ফ্যারাডে।

২১৫। যে বর্তনীতে তড়িৎ সরবরাহ করা হয় তাকে কি বলে?

উঃ মূখ্য বর্তনী ।

২১৬। ডায়নামোতে শক্তির কিরূপ রূপান্তর ঘটে?

উঃ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে।

২১৭। দূর-দূরান্তে শক্তি প্রেরণের জন্য কোন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। 

উঃ উচ্চাধাপী ।

২১৮। ডায়নামো কি?

উঃ যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।

২১৯। বেতার তরঙ্গের দৈর্ঘ্য কোনটি?

উঃ 10-4m থেকে 5x104m

২২০। কোন বিজ্ঞানী সর্বপ্রথম টিভি তে ছবি দূরে পাঠাতে সক্ষম হন ?

উঃ বেয়ার্ড ।

২২১। টেলিভিশনের ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র অংশে বা বিন্দুতে বিভক্ত করা হয় তাকে কি বলে?

উঃ স্ক্যানিং ।

২২২। রঙ্গিন টেলিভিশনের ক্যামেরার মৌলিক রঙ কি?

উঃ লাল, সবুজ ও আসমানী।

২২৩। যে সব অবিভাজ্য কণিকা দিয়ে বিভিন্ন বস্তু তৈরী হয় তাকে কি বলে?

উঃ মৌলিক কণিকা।

২২৪ । তেজষ্ক্রিয়তা থেকে কত প্রকার রশ্মি নির্গত হয়?

উঃ ৩ প্রকার।

২২৫। কিসের মধ্যে দিয়ে শব্দ সঞ্চারিত হয় না?

উঃ ভ্যাকিউয়াম

২২৭। ভেদন ক্ষমতা খুব বেশি কোন রশ্মির?

উঃ গামা রশ্মি ।

২২৮। সর্বপ্রথম তেজষ্ক্রিয় পদার্থ হিসাবে ব্যবহৃত হয় কোন পদার্থ? 

উঃ ইউরেনিয়াম ।

২২৯। গাড়ি, এরোপ্লোন, জাহাজ ও ট্রেন চালাতে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয়?

উঃ জীবাশ্ম জ্বালানী ।

২৩০। ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত গাজন প্রক্রিয়া-প্রণালীর মলমুত্র ও কিছু কিছু পচা উদ্ভিদ থেকে যে বস্তু তৈরী করা যায়, তার প্রধান উপাদান কি?

উঃ মিথেন ।

২৩১। পৃথিবীতে প্রাপ্ত তৈল ও প্রাকৃতিক গ্যাস দ্বারা আর কত সময় চলতে পারে?

উঃ ৪০ বছর।

২৩২। জীবাশ্ম জ্বালানি উৎপন্ন হতে কত সময় লাগে?

উঃ শত শত বছর।

২৩৩। গোবর পোড়ালে আগুনের শতকরা কত ভাগ নষ্ট হয়?

উঃ ৮৫ ভাগ।

২৩৪। কত সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে?

উঃ ১৯৪৫ সালে।

২৩৫। অভিকর্ষজ বলের দিকে কাজ করাকে কি বলে?

উঃ ধনাত্নক কাজ ।

২৩৬। পারমানবিক বোমার ধ্বংশলীলা কোন শক্তির রূপান্তর?

উঃ নিউক্লিয় শক্তির।

২৩৭। বিজ্ঞানের কোন দুটি শাখার মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে? 

উঃ জীব বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান

২৩৮। ক্রেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন?

উঃ জগদীশচন্দ্র বসু

২৩৯। এক্সরে রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত?

উঃ 10-10m এর কাছাকাছি।

২৪০। মস্তিষ্কের ভেতর রক্তক্ষরণ নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহৃত হয়?

উঃ সিটিস্ক্যান

২৪১ । রেডিওথেরাপি কয় প্রকার?

উঃ দুই প্রকার

২৪২ । কোন মৌলের আইসোটোপ সমূহে কিসের সংখ্যা সমান থাকে ?

উঃ প্রোটন 

২৪৩।14 C 6 এ কয়টি নিউট্রন আছে?

উঃ ৪টি

২৪৪। কে এক্স-রে আবিষ্কার করেন?

উঃ রন্টজেন

২৪৫ । ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল কোনটি?

উঃ রেডিওথেরাপি

২৪৬ । মানবদেহের স্বয়ংক্রিয় পাম্প বলা হয় কোনটিকে?

 উঃ হৃৎপিন্ড

২৪৭। এক্সরের কোন পদার্থ ভেদ করার ক্ষমতা কীসের উপর নির্ভর করে?

উঃ তরঙ্গদৈর্ঘ্য

২৪৮ । প্রসূতি বিদ্যায় ব্যবহৃত হয় কোনটি?

উঃ আলট্রাসনোগ্রাফি

২৪৯ । একটি পূর্ণাঙ্গ মানবদেহ কয়টি কোষ দ্বারা গঠিত?

উঃ লক্ষ কোটি

২৫০। এনজিওগ্রাফিতে ব্যবহৃত নলটির নাম কি?

উঃ ক্যাথেটার

২৫১। ব্রেনের স্ক্যানিং এ কোনটি ব্যবহৃত হয়?

উঃ টেকনিশিয়াম-99m

২৫২। ইসিজি এর পূর্ণরূপ কি?

উঃ Electrocardiogram

২৫৩। এম আর আই এর পূর্ণরূপ কী?

Magnetic Resonance Imaging

২৫৪। ১ গিগাবাইট = কত বাইট ?

উঃ 10 বাইট

২৫৫। ডা. গিলবার্ট কী জন্য বিখ্যাত ছিলেন?

উঃ চুম্বকত্ব নিয়ে গবেষণা ও তত্ত্ব প্রদানের জন্য

 কুইজ:এইচএসসি আইসিটি  অধ্যায়-৫ প্রোগ্রামিং ভাষা 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url