IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?

 
IHT is better or MATS is better (Diploma Nursing) which one should study?


পেজ সূচিপত্র 

মেডিকেল টেকনোলজিস্ট হতে হলে কি  যা জানা দরকার

মেডিকেল টেকনোলজিস্ট হতে  হলে  আমাদের যে সকল বিষয় পড়াশোনা করতে হবে।
IHT তে পড়ে আপনি একজন মেডিকেল টেকনোলোজিস্ট হতে পারবেন। IHT এর কোর্স 3 বছরের ডিপ্লোমা কোর্স. ডিপ্লোমা শেষে BSC করা যায়। SSC এর পর ভর্তি পরীক্ষার মাধ্যমে IHT তে ভর্তি হতে হয়।

IHT কি? 

উত্তর: IHT হল- Institute of HealthTechnology অর্থাৎ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এর অধীনে বাংলাদেশে সরকারি পর্যায়ে মোট 13 টি প্রতিষ্ঠান ডিপ্লোমা এবং বিএসসি কোর্স এ পাঠদান করায়।3 বৎসর মেয়াদী বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ডিপ্লোমা কোর্স চালু করেন।পরে এইটাকে পরিবর্তিত করে  2023 সালে 4 বৎসর মেয়াদী বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ডিপ্লোমা কোর্স চালু করেন।

পরবর্তীতে ২৩টি IHT তে সিট  বাড়িয়ে IHT সিট সংখ্যা=3619 টি করা হয় । 

IHT পড়ে কি হওয়া যায়?

উত্তর:IHTতে পড়ে আপনি একজন মেডিকেল টেকনোলোজিস্ট হতে পারবেন। IHT এর কোর্স 3 (2023 সাল থেকে 4 বৎসর করা হয়েছে) বছরের ডিপ্লোমা কোর্স।  ডিপ্লোমা শেষে BSC করা যায়। SSC এর পর ভর্তি পরীক্ষার মাধ্যমে IHT তে ভর্তি হতে হয়।

MATS কি? 

উত্তর: MATS বলতে বুঝায়  Medical Assistant Training School  হল এক ধরনের বিশেষায়িত মেডিক্যাল ডিপ্লোমা স্কুল। হলো গ্রাম বাংলার জনগনের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবার লক্ষ্য নিয়ে – 1976 সালে সরকার প্রথম মধ্যম মানের চিকিৎসক তৈরির উদ্দেশ্য 3 বৎসর মেয়াদী বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ডিপ্লোমা কোর্স চালু করেন।

পরে এইটাকে পরিবর্তিত করে  2023 সালে 4 বৎসর মেয়াদী বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ডিপ্লোমা কোর্স চালু করেন।

পরবতীতে 16 টি  MATS প্রতিষ্ঠান বাড়িয়ে  MATS সিট সংখ্যা=1082টি করা হয় । 

MATS থেকে পড়াশোনা করলে কি হয়?

স্বাস্থ্য খাতে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর ম্যাটস্ থেকে পাশ করা "ডিএমএফ"(DMF: Diploma in Medical Faculty এটা এ্যালোপ্যাথিক চিকিৎসা বিদ্যায় সারাবিশ্বে স্বীকৃত একটা ডিপ্লোমা ডিগ্রি। ) এদের নিয়োগ প্রদান করে থাকে। যাদের কর্মস্থল হয়, জেলা,উপজেলা,ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে, যাদের পদবী "উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার" হিসেবে।

ডিপ্লোমা কি এইচএসসি সমমান?/ডিপ্লোমা কিসের সমমান? 

উত্তর: ডিপ্লোমা মূলত এইচএসসি সমমান তবে ডিপ্লোমার সাথে এইচএসসির তুলনা চলেনা কারণ ডিপ্লোমা পাস করে আপনি এইচএসসি এবং ডিপ্লোমার চাকরিতে আবেদন করতে পারবেন আর এইচএসসি দিয়ে শুধু এইচএসসি পাশের আবেদন করতে পারবেন। 

এইচএসসি পাস করে চাকরি হয় 16 তম গ্রেডের আর ডিপ্লোমা পাস করে চাকরি হয় 10ম গ্রেডের।

IHT ভালো নাকি MATS ভালো?

কোনটাতে সিট সংখ্যা কত?? 

IHT সিট সংখ্যা=3619 টি। 

MATS সিট সংখ্যা= 1082 টি।  

কারা ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং কোনটাতে চান্স পেতে হলে কত মার্ক লাগবে?? 

কোন IHT তে সিট সংখ্যা কতটি ? এবং কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে।

উত্তর:  ডিপার্টমেন্টঃ- ৯ টি 

সারা বাংলাদেশে IHT রয়েছে 23 টিঃ

1. ঢাকা

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=111টি

    রেডিওগ্রাফী সিট=112টি 

    ফিজিওথেরাপি সিট=113টি 

    ডেন্টাল সিট= 114টি

    ফার্মেসী সিট=115টি

   রেডিওথেরাপি সিট=116টি 

    ওটিএ সিট=117টি  

   আইসিএ  সিট=118টি  

 ঢাকা IHT সিট সংখ্যা মোট =916 টি।

2.রাজশাহী

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=121টি

    রেডিওগ্রাফী সিট=122টি 

    ফিজিওথেরাপি সিট=123টি 

    ডেন্টাল সিট= 124টি

    ফার্মেসী সিট=125টি

   রেডিওথেরাপি সিট=126টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0 টি  

রাজশাহী IHT সিট সংখ্যা মোট =741 টি।

3.বগুড়া

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=131টি

    রেডিওগ্রাফী সিট=132টি 

    ফিজিওথেরাপি সিট=133টি 

    ডেন্টাল সিট= 134টি

    ফার্মেসী সিট=135টি

   রেডিওথেরাপি সিট=136টি 

    ওটিএ সিট=0 টি  

   আইসিএ  সিট=0 টি  

 বগুড়া IHT সিট সংখ্যা মোট =801 টি।

4.চট্টগ্রাম

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=141টি

    রেডিওগ্রাফী সিট=142টি 

    ফিজিওথেরাপি সিট=143টি 

    ডেন্টাল সিট= 144টি

    ফার্মেসী সিট=145টি

   রেডিওথেরাপি সিট=146টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

চট্টগ্রাম IHT সিট সংখ্যা মোট =861 টি।

5.বরিশাল

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=151টি

    রেডিওগ্রাফী সিট=152টি 

    ফিজিওথেরাপি সিট=153টি 

    ডেন্টাল সিট= 154টি

    ফার্মেসী সিট=155টি

   রেডিওথেরাপি সিট=156টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

 বরিশাল IHT সিট সংখ্যা মোট =921 টি।

6.রংপুর

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=161টি

    রেডিওগ্রাফী সিট=162টি 

    ফিজিওথেরাপি সিট=163টি 

    ডেন্টাল সিট= 164টি

    ফার্মেসী সিট=165টি

   রেডিওথেরাপি সিট=166টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

 রংপুর IHT সিট সংখ্যা মোট =981 টি।

7.ঝিনাইদহ

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=171টি

    রেডিওগ্রাফী সিট=172টি 

    ফিজিওথেরাপি সিট=173টি 

    ডেন্টাল সিট= 174টি

    ফার্মেসী সিট=175টি

   রেডিওথেরাপি সিট=176টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

ঝিনাইদহ IHT সিট সংখ্যা মোট =1041 টি।

8.সিলেট

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=181টি

    রেডিওগ্রাফী সিট=182টি 

    ফিজিওথেরাপি সিট=183টি 

    ডেন্টাল সিট= 184টি

    ফার্মেসী সিট=185টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

সিলেট IHT সিট সংখ্যা মোট =915 টি।

9.সিরাজগঞ্জ 

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=191টি

    রেডিওগ্রাফী সিট=0টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=195টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

সিরাজগঞ্জ  IHT সিট সংখ্যা মোট =386 টি।

10.সাতক্ষীরা

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=201টি

    রেডিওগ্রাফী সিট=202টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=0টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

 সাতক্ষীরা IHT সিট সংখ্যা মোট =403 টি।

11.জামালপুর

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=211টি

    রেডিওগ্রাফী সিট=212টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 114টি

    ফার্মেসী সিট=215টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

জামালপুর IHT সিট সংখ্যা মোট =832 টি।

12.টুঙ্গিপারা,গোপালগঞ্জ

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=221টি

    রেডিওগ্রাফী সিট=0টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=225টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

টুঙ্গিপারা,গোপালগঞ্জ IHT সিট সংখ্যা মোট =446 টি।

13.গাজীপুর

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=231টি

    রেডিওগ্রাফী সিট=0টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=235টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

গাজীপুর IHT সিট সংখ্যা মোট =466 টি।

14.কাশিয়ানী গোপালগঞ্জ

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=241টি

    রেডিওগ্রাফী সিট=0টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=245টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

 কাশিয়ানী গোপালগঞ্জ IHT সিট সংখ্যা মোট =486 টি।

15.জয়পুরহাট

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=251টি

    রেডিওগ্রাফী সিট=0টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=255টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

জয়পুরহাট IHT সিট সংখ্যা মোট =506 টি।

16.মাদারীপুর

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=261টি

    রেডিওগ্রাফী সিট=262টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=265টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

মাদারীপুর IHT সিট সংখ্যা মোট =788 টি।

17.মানিকগঞ্জ 

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=271টি

    রেডিওগ্রাফী সিট=272টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=0টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

মানিকগঞ্জ IHT সিট সংখ্যা মোট =543 টি।

18.মুন্সীগঞ্জ 

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=281টি

    রেডিওগ্রাফী সিট=282টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=0টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

মুন্সীগঞ্জ  IHT সিট সংখ্যা মোট =563 টি।

19.নোয়াখালী

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=291টি

    রেডিওগ্রাফী সিট=292টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=0টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

 ঢাকা IHT সিট সংখ্যা মোট =583 টি।

20.নওগাঁ

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=301টি

    রেডিওগ্রাফী সিট=302টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=0টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

নওগাঁ IHT সিট সংখ্যা মোট =603 টি।

21.কুড়িগ্রাম

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=311টি

    রেডিওগ্রাফী সিট=312টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=0টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

কুড়িগ্রাম IHT সিট সংখ্যা মোট =623 টি।

22.ময়মনসিংহ

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=321টি

    রেডিওগ্রাফী সিট=322টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=0টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

ময়মনসিংহ IHT সিট সংখ্যা মোট =643টি।

23.শিবচোর, মাদারীপুর

ডিপার্টমেন্ট:

     ল্যাবরেটরি সিট=261টি

    রেডিওগ্রাফী সিট=262টি 

    ফিজিওথেরাপি সিট=0টি 

    ডেন্টাল সিট= 0টি

    ফার্মেসী সিট=265টি

   রেডিওথেরাপি সিট=0টি 

    ওটিএ সিট=0টি  

   আইসিএ  সিট=0টি  

শিবচোর,মাদারীপুর IHT সিট সংখ্যা মোট =788 টি।

N.B: 

  • এসআইটি ডিপার্টমেন্ট শুধু সরকারি চাকুরিজীবীদের জন্য। 
  • কোটা, মেধাভিত্তিক সিট ৭০% এবং বিভাগীয় সিট ৩০%,উপজাতি  এবং মুক্তিযোদ্ধা কোটা নির্দিষ্ট নাই,সেটা কলেজ প্রশাসনের হাতে। 

MATS এ কোন ডিপার্টমেন্ট নেই।

সারা বাংলাদেশে MATS রয়েছে 16 টিঃ

1.বাগেরহাট ম্যাটস

       সিট সংখ্যা= 152 টি।  

মেধাভিত্তিক সিট=75  টি।  

বিভাগীয় সিট=75 টি।  

কোটা সিট= MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট।   


2.কুষ্টিয়া ম্যাটস

       সিট সংখ্যা= 102 টি।  

মেধাভিত্তিক সিট=50  টি।  

বিভাগীয় সিট=50 টি।  

কোটা সিট= MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট। 

3.নোয়াখালী ম্যাটস

         সিট সংখ্যা= 102 টি।  

মেধাভিত্তিক সিট=৫০  টি।  

বিভাগীয় সিট=৫০ টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট। 

4.সিরাজগঞ্জ ম্যাটস

        সিট সংখ্যা= 102 টি।  

মেধাভিত্তিক সিট=50  টি।  

বিভাগীয় সিট=50 টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট। 

5.টাঙ্গাইল ম্যাটস

       সিট সংখ্যা= 102 টি।  

মেধাভিত্তিক সিট=50  টি।  

বিভাগীয় সিট=50 টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট

6.কুমিল্লা ম্যাটস

     সিট সংখ্যা= 52 টি।  

মেধাভিত্তিক সিট=25  টি।  

বিভাগীয় সিট=25 টি।  

কোটা সিট= MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট। 

7.ফরিদপুর ম্যাটস

       সিট সংখ্যা= 102 টি।  

মেধাভিত্তিক সিট=50  টি।  

বিভাগীয় সিট=50 টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট

8. ঝিনাইদহ ম্যাটস

     সিট সংখ্যা= 52 টি।  

মেধাভিত্তিক সিট=25  টি।  

বিভাগীয় সিট=25 টি।  

কোটা সিট= MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট

9.সাতক্ষীরা ম্যাটস

     সিট সংখ্যা= 52 টি।  

মেধাভিত্তিক সিট=25  টি।  

বিভাগীয় সিট=25 টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট

10.টুঙ্গিপাড়া ম্যাটস

      সিট সংখ্যা= 52 টি। 

মেধাভিত্তিক সিট=25  টি।  

বিভাগীয় সিট=25 টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট

11.নওগাঁ ম্যাটস

      সিট সংখ্যা= 52 টি।  

মেধাভিত্তিক সিট=25 টি।  

বিভাগীয় সিট=25 টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট

12.মানিকগঞ্জ ম্যাটস

       সিট সংখ্যা= 32 টি।  

মেধাভিত্তিক সিট=15 টি।  

বিভাগীয় সিট=15 টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট

13.গাজীপুর ম্যাটস

      সিট সংখ্যা= 32 টি।  

মেধাভিত্তিক সিট=15 টি।  

বিভাগীয় সিট=15 টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট

14.রাজবাড়ী ম্যাটস

      সিট সংখ্যা= 32 টি।   

মেধাভিত্তিক সিট=15  টি।  

বিভাগীয় সিট=15 টি।  

কোটা সিট=MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট 


15.মাদারীপুর ম্যাটস

     সিট সংখ্যা= 32 টি।  

মেধাভিত্তিক সিট=15  টি।  

বিভাগীয় সিট=15 টি।  

কোটা সিট= MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট

16.গাজিপুর, সিরাজগঞ্জ ম্যাটস

       সিট সংখ্যা= 32 টি।  

মেধাভিত্তিক সিট=15  টি।  

বিভাগীয় সিট=15 টি।  

কোটা সিট= MATS এ উপজাতি এবং 

মুক্তিযোদ্ধা কোটাতে 1 টি করে সিট।

যারা ভর্তির জন্য আবেদন করতে পারবে 

যাদের SSC 2020-2023 পর্যন্ত এবং  সাইন্স থেকে 2.50 জিপিএ নিয়ে  যারা উত্তীর্ণ হয়েছেন  তারাই আবেদন করতে পারবেন। 

যে সকল  সাবজেক্ট থেকে  কতটি প্রশ্ন আসবে। 

1.বাংলা=15

2.ইংরেজি=15

3.গণিত=15

4.রসায়ন=15

5.পদার্থ=15 

6.জীববিজ্ঞান=15

7.সাধারণ জ্ঞান=10

সর্বমোট:100 মার্ক। 

কত পেলে কোথা চান্স হবে? 

পরীক্ষায় প্রাপ্ত GPA এর ২০ গুন যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। 

অর্থাৎ এসএসসি GPA X ২০ + লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর । 

SSC জিপিএ এর উপর থাকে ১০০ মার্ক আর এডমিশন টেস্টে ১০০ মার্ক মোট ২০০ মার্ক। 

কত মার্ক পেলে চান্স হবে সেটা নির্ভর করে পরিক্ষার্থীর উপর তবে আশা করা যায় । 

IHT তে 150 এবং ম্যাটসে 160 আপ করতে পারলে চান্স হতে পারে।

 (আমাদের মতে কম বেশি হতে পারে)

IHT & MATS কোনটি ভালো?  

IHT & MATS দুটাই এক সুতাতেই গাথা। 

২ টাতেই সরকারি জব সার্কুলার বন্ধ আছে। (2023জব সার্কুলার হয়েছে পরিক্ষা হয়নি।  )


IHT & MATS এ ভর্তি হতে কত টাকা লাগে?

  • আবেদন ফিঃ ৭০০ টাকা ( টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে পরিশোধ করতে হবে)।
  •  স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভর্তি পরীক্ষার ফলাফল ও অপেক্ষমান তালিকা উভয় ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

 কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

ম্যাটস এ পাস  করে কার কার সাথে কাজ করতে পারবে?/ অথবা ম্যাটস এ পাস  করে কি কি করতে পারবে? 

MATSপড়লে কোন MBBS ডাঃ এর  সহকারী হিসাবে যোগদান করতে পারবে। অথবা গ্রামে চেম্বার দিয়ে রোগী দেখতে পারবেন কিন্তু  চেম্বার দিয়ে  শহরে পারবে না। কারণ মাটসে পড়ে চেম্বার দেওয়া অনুমতি নেই, তাই শহরে দিলে একটু ঝামেলা হতে পারে।  

IHTএ পাস  করে কার কার সাথে কাজ করতে পারবে?/ অথবা IHT এ পাস  করে কি কি করতে পারবে? 

আর IHT তে যারা ফিজিওথেরাপি এবং ডেন্টাল ডিপার্টমেন্টে পড়বেন তারা চেম্বার দিয়ে  রোগী দেখতে পারবেন।  আর বাকি ডিপার্টমেন্টে যারা পড়বেন তাদের  বে-সরকারি জব অনেক আছে। 

IHTটি ভালো নাকি  MATS ভালো? 

উত্তর:  লক্ষ্য যদি হয় মানব সেবা তাহলে দুটিই ভালো,আপনি যেটাতেই চান্স পান না কেন, আপনি ভালো ভাবে না পড়ালেখা করলে আপনার  কোনো মূল্য নেই, তাই IHT টি ভালো নাকি ম্যাটস ভালো এটার চাইতেও গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনি এখান থেকে কতটুকু শিখতে পারলেন৷

N.B: 2 দুটোই ভাল । তবে আমাদের মতে  IHT টি ভাল  হবে।

সরকারীতে চান্স না পাইলে কি করবেন?

প্রশ্ন:সরকারি না  বেসরকারী (IHT/MATS)তে পড়ব?

প্রশ্ন: সরকারী তে পড়া ভালো নাকি বেসরকারী তে পড়া ভালো? 

উত্তর:  অবশ্যই সরকারি তে, সরকারিতে পড়ালেখার মান, মান সম্মত শিক্ষক, ল্যাব রুম এবং কি চাকরী ক্ষেত্রে সরকারি থেকে পাশকৃত রা বেশি মূল্যায়ন হয়৷

✅ বেসরকারি IHTটি ম্যাটসে ভর্তি হলে অবশ্যই লক্ষ্য করবেন প্রতিষ্ঠান টি রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে নাকি কারিগরীর অধীনে। চাকরির ক্ষেত্রে কারিগরীদের মূল্যায়ন করে না৷ 

✅ম্যাটসে ভর্তি হওয়ার আগে লক্ষ্য করবেন প্রতিষ্ঠান টি বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত কি না৷ 

✅ বিএমডিসি কি? 

উত্তর: বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল।  এ কাউন্সিল এমবিবিএস বিডিএস ম্যাটস দের রেজিস্ট্রেশন প্রদান করে৷ 

✅বেসরকারী IHT/MATS প্রতিষ্ঠান রা সার্কুলারের আগেই ভর্তি নিতে চায়, এটা থেকে দূরে থাকতে হবে।  

বেসরকারী তে পড়তে হলেও আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, ২৫ টি MCQ রাইট করতে হবে তারপর ভর্তি হতে পারবেন। 

IHTটি ম্যাটস বেসরকারী ভবে করতে কত টাকা খরচ হয় ? 

= 1 লক্ষ থেকে দেড় লক্ষ্য টাকা। (আনুমানিক কম বেশি হতে পারে)

(প্রতিষ্ঠান গুলো লোক দেখে টাকা চায়, কারো কাছে বেশি কারো কাছে কম। তাই দরদাম করে ভর্তি হবেন৷  চার বছরের কোর্স করতে ৫০ হাজার টাকাই যথেষ্ট , এর বেশি কেউ দিবেন না।

  IHT/MATS ভর্তি হলে টাকা টা কিভাবে পরিশোধ করবেন ? 

উত্তর : প্রথমত প্রতিষ্ঠানটি ভালো ভাবে ঘুরে দেখবেন, ভর্তির আগেই 8 দিন ক্লাস করবেন, ভালো লাগার পর ভর্তি হবেন৷ 

টাকা পরিশোধের নিয়ম : 

ভর্তির সময় দশ হাজার, আর  চুক্তির বাকি টাকা টা মাসে মাসে দিবেন। প্রতি বছর চুড়ান্ত পরীক্ষা দেওয়ার আগে ফর্ম ফিলামের সময় বছরের টাকা  দিবেন। 

অর্থাৎ একেবারে না দিয়ে চার বছরে শোধ করবেন এবং অবশ্যই লিখিত চুক্তি করবেন। 

উদাহরন :  ১০০ হাজার টাকায় তারা কোর্স করাতে রাজি হয়েছে৷ ভর্তির সময় দিলেন ১০ হাজার। বাকি থাকলো ৯০ হাজার৷ ৪  বছরে ২২৫০০ হাজার টাকা করে দিবেন। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url