তাহারেই পড়ে মনে কবিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

এইচএসসি বাংলা ১ম পত্র সমাধান রাজশাহী বোর্ড 2023

পেজ সূচিপত্র 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তাহারেই পড়ে মনে

সুফিয়া কামাল

তথ্যকণিকা(Information)

‘তাহারেই পড়ে মনে' কবিতার অন্যতম বৈশিষ্ট্য এর নাটকীয়তা এবং গঠনরীতির দিক থেকে এটি সংলাপনির্ভর রচনা ।‘তাহারেই পড়ে মনে' কবিতায় বাতাবি নেবুর ফুল ও আমের মুকুল ফোটার কথা বলা হয়েছে । বলা হয়েছে মাধবী কুঁড়ির গন্ধের কথা।

'তাহারেই পড়ে মনে' কবিতায় বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়েছে। কবিতায় মাঘ ও ফাল্গুন মাসের উল্লেখ রয়েছে। মাঘ মাসকে সন্ন্যাসী বলা হয়েছে। 'কুহেলি' দ্বারা নির্দেশ করা হয় কুয়াশাকে। ‘উত্তরী' অর্থ চাদর । কবি শীতকে কল্পনা করেছেন কুয়াশার চাদরে ঢাকা মাঘের সন্ন্যাসীরূপে।

'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৫ খ্রিষ্টাব্দে 'মাসিক মোহাম্মদী' পত্রিকায়।'তাহারেই পড়ে মনে' কবিতাটি ৮ ও ১০ মাত্রার পর্বে ও অক্ষরবৃত্ত ছন্দে রচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১. 'কুহেলী উত্তরী তলে সন্ন্যাসী' উদ্ধৃতির শূন্যস্থানে বসবে— [খ২০২১]

(ক) মাঘের

খ) পৌষের

খ) ফাল্গুনের

ঘ) শীতের

উ: ক

২.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি' বাক্যটিতে ‘স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়—

  [খ ১৭-১৮]

ক) ক্ষীণদৃষ্টি

খ) অশ্রুসিক্ত নয়ন

গ)কোমল চোখ

ঘ) উৎসুক চাহনি

উ: গ

৩.স্বগতোক্তিতে কথা বলেন- 

 [খ ১০-১১]

(ক) একজন 

খ) দুজন

(গ) তিনজন

(ঘ) চারজন

উ:ক

৪.'মাধবী' অর্থ —

 [ঘ ১১-১২]

ক) মধুকর

খ) মধুমালতী

গ) বাসন্তী ফুল

ঘ) মধুময়

উ:গ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT


৫. 'ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ... শূন্যস্থানে কী হবে?

[গ ১৫-১৬]

ক) বসন্তের সাজ

খ) ঋতুর সাজ

গ) ঋতুর সাজন

ঘ) ঋতুর রাজন

উ: ঘ

৬.‘অলখের পাথার বাহিয়া/তরী তার এসেছে কি' কার তরী 

 [ঘ ১৫-১৬]

ক) গ্রীষ্মের 

(খ) বসন্তের 

গ) বর্ষার

ঘ)শীতের

উ: খ

৭. 'তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে– কবির কাকে মনে পড়ে? 

[গ ৯১-৯২; BSMRSTU E13-14; জাককানইবি ক ১৬-১৭]

ক) কবির স্বামীকে

গ) ছেলেবেলাকে

খ) বসন্ত ঋতুকে

ঘ) শীত ঋতুকে

উ: ঘ

৮.‘তাহারেই পড়ে মনে' কবিতাটির স্তবক সংখ্যা—

 [খ ০৬–০৭; রাবি F ১৬১৭]

ক) চার

খ)পাঁচ

গ ছয়

(ঘ) সাত

উ: খ

৯. সংলাপনির্ভর রচনা—

[খ ১০-১১; চবি ঘ ১২-১৩; ঙ ১৫-১৬; ঘ ১২-১৩; জাককানবি ক ১৫-১৬]

(ক) তাহারেই পড়ে মনে

(খ) বঙ্গভাষা

গ) কবর

ঘ) একটি ফটোগ্রাফ

উ: ক

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

১০. 'তাহারেই পড়ে মনে' কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের-

[খ ১১-১২; রাবি ১৬-১৭]

ক) বাতাবি নেবু, আম

খ) আম, লিচু,

গ) বাতাবি নেবু, লিচু

ঘ) আম, পেয়ারা

উ: ক

১১. পাঠ্য কোন কবিতায় ‘বাতাবি নেবু’র উল্লেখ আছে?

 [ক ১২-১৩]

ক) তাহারেই পড়ে মনে

খএকটি ফটোগ্রাফ

গ) বাংলাদেশ

ঘ)কবর

উ: ক

১২. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?

 [খ ১৩-১৪]

ক) বরণের আগে বসন্ত এসেছে বলে

(খ) শীত কবির প্রিয় বলে

গ) বন্দনাগীতি রচিত হয়নি বলে

ঘ) রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যায় না বলে

উ;ঘ

১৩. সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?

 [ঘ ১৩-১৪; জাককানইবি]

ক)ঢাকায়

খ) কুমিল্লায়

গ বরিশালে

ঘ) হুগলিতে

উ:খ

১৪. ‘তাহড়েই পড়ে মনে' কবিতায় ব্যবহৃত ‘পুষ্পারতি' শব্দটি কীভাবে গঠিত হয়েছে? 

[ঘ ১৩-১৪]

ক)সমাসযোগে

খ) প্রত্যয়যোগে

গ) সন্ধিযোগে

ঘ) বিভক্তিযোগে

উ:গ

১৫. 'কুড়ি' শব্দটি এসছে—

 [ঘ ১৩-১৪]

ক) ‘কুঁড়ে' থেকে

খ) 'কুড়িল' থেকে

(গ) 'কোরক' থেকে

ঘ)‘পুষ্প' থেকে

উ:গ

১৬. বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে আসছে?

 [গ ০৯-১০; জাককানইবি ক ১৬-১৭]

 ক) কবিকে

খ) ফাল্গুনকে

গ) প্রিয়জনকে

ঘ) প্রকৃতিকে

উ:খ

১৭. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী'। এখানে 'কুহেলি' অর্থ—

 [ক ১০-১১; ঢাবি ক ১০-১১; বৰি গ ১১-১২; হাদাবিপ্রবি গ ১৫-১৬]

 ক) রহস্যময়ী

খ)কোকিল

গ)কুয়াশা 

ঘ) মেঘ 

উ: গ


১৮.মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে।'— উদ্ধৃতাংশটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?

 [ক ১৩-১৪]

ক) অমিয় চক্রবর্তী

খ) সুফিয়া কামাল

গ) ফররুখ আহমদ

(ঘ) সৈয়দ আলী আহসান

উ;খ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৯. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

 [C ১৯-২০]

ক) ১৩৪৭ বঙ্গাব্দে, 'প্রবাসী'

খ) ১৯৩৫ সালে, ‘মাসিক মোহাম্মদী'

গ) ১৯৩২ সালে, 'বিজলী'

ঘ) ১৩৩৫ বঙ্গাব্দে, ‘নবযুগ'

উ:খ

২০. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় কবির কাছে কী মিনতি করেছেন?

[F ১৯-২০]

ক) আগমনী গান

খ) ফাগুনের গান

গ) বসন্ত-বন্দনা শুনতে

ঘ) পুষ্পরতি

উ:গ

২১. কোনটি বেগম সুফিয়া কামালের গ্রন্থ নয়?

 [B ১৬-১৭; ঘ ১৬-১৭]

ক) ছায়াহরিণ

খ) সাঁঝের মায়া

গ) মায়া কাজল

ঘ) কেয়ার কাঁটা

উ:ক

২২.‘ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি' কোন কবিতার পড়ক্তি?

 [E ১৯-২০]

ক) আবার আসিব ফিরে

খ) তাহারেই পড়ে মনে

গ) বসন্তের গান

খ) বৃষ্টি

উ:খ

২৩. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় কবির বসন্তবিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে?

 [B ১৯-২০]

ক) অভিমান

খ) শূন্যতা

গ) ব্যর্থতা

ঘ) উদাসীনতা

উ:ঘ

২৪. তাহারেই পড়ে মনে' কবিতায় কোন কোন ফলের উল্লেখ আছে?

[F ১৮-১৯]

ক) আম ও কাঁঠাল

খ) আম ও জাম

গ) বাতাবি ও কাঁঠাল

 ঘ) বাতাবি ও আম

উ:ঘ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

২৫. ‘তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন গঠনরীতির?

 [B ২০-২১]

ক) গদ্যকবিতা

খ) সংলাপনির্ভর

গ) নাটকীয়

ঘ) প্রকৃতিনির্ভর

উ:খ

২৬. ‘অর্ঘ্য’ শব্দের অর্থ কী?

 [ক ১১-১২]

ক)পূজার উপকরণ

খ) পূজার বাদ্য

গ) পূজার মণ্ডপ

ঘ) পূজার আধার

উ:ক

২৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে?

 [খ ০৭-০৮]

ক) কামিনী রায়

খ) মানকুমারী বসু

গ) নীলিমা ইব্রাহীম

ঘ) বেগম সুফিয়া কামাল

উ:ঘ

২৮. কবি সুফিয়া কামালের জন্ম—

 [০৫-০৬]

ক)১৯১১

খ)১৯১৫

গ) ১৯১৭

ঘ) ১৯২০

উ:ক

২৯. সুফিয়া কামালের জন্মস্থান-  

[A ১৩-১৪][

ক) রাজশাহী

খ) সিলেট।

গ) খুলনা

(ঘ) বরিশাল

উ: ঘ 

৩০. 'তাহারেই পড়ে মনে' কবিতার বর্ণনাকারী চরিত্র কোনটি?

(ক) কবি স্বয়ং

খ) বৃদ্ধ দাদু

গ) কবিভক্ত 

ঘ) কুললক্ষ্মী

উ: গ

৩১. 'কহিল সে সুদূরে চাহিয়া।' পরের চরণ কোনটি?

 [E১৭-১৮]

(ক) “অলখের পাথার বাহিয়া 

খ)বসন্তেরে আনিতে বরিয়া

খ) এসেছে তা ফাগুনে স্মরিয়া

 গ) দক্ষিণ দুয়ার গেছে খুলি

উ:ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৩২. 'রচিয়া লহ না আজও গীতি' এখানে 'না' কী অর্থে ব্যবহৃত?

 [১৯-২০]

ক) অনুরোধ

খ) নিষেধ

গ) উপদেশ

ঘ) তিরস্কার

উ: ক

৩৩. এসেছে তা ফাগুনে স্মরিয়া' কোন কবিতার পদ্ধতি? 

[1 ০৯-১০।

ক) তাহারেই পড়ে মনে

খ) সোনার তরী

গ) বঙ্গভাষা

ঘ) ধন্যবাদ

উ: ক

৩৪. ‘বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি' এটি কোন কবিতার চরণ?

ক) সোনার তরী

খ) তাহারেই পড়ে মনে

গ)জীবন-বন্দনা

(ঘ) আমার পূর্ব বাংলা

উ: খ

৩৫. 'দুয়ার' শব্দটির উৎস- 

[খ ১১-১২ ]

ক) দ্বার

গ) দরজা

গ) দার

(ঘ) ফটক

উ: ক

৩৬. প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন কবিতায়?

 [ ১১-১২]

(ক) একটি ফটোগ্রাফ

খ) তাহারেই পড়ে মনে

গ) আঠারো বছর বয়স

ঘ) আমার পূর্ব বাংলা

উ: খ

৩৭. নিচের কোন চরণটি অক্ষরবৃত্ত ছন্দের উদাহরণ?।

[সি ১, ১১-১২]

ক) তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে

(খ) হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন

(গ) এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 

ঘ) গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে 

ঙ) রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি

উ: খ

৩৮. কোন কবিতায় বিষাদময় রিক্ততার অনুরণ ঘটেছে?

 [ঘ ১৩-১৪]

(ক) বঙ্গভাষা

খ) পাঞ্জেরি

গ) জীবন-বন্দনা

(ঘ) তাহারেই পড়ে মনে

উ:ঘ

৩৯. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? 

[B1১২-১৩; B1১৬-১৭; B ১৯-২০]

ক) শরৎ

খ) হেমন্ত

গ) বসন্ত

ঘ) শীত

ঙ) বর্ষা

উ: গ

৪০. কোন কবিতায় বিষাদময় রিক্ততার অনুরণন ঘটেছে?

 [ঘ ১৩-১৪]

ক) বঙ্গভাষা

খ)পাঞ্জেরি

(খ) জীবন-বন্দনা

(ঘ) তাহারেই পড়ে মনে

উ: ঘ

৪১. “উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনে' সংলাপ-প্রধান কবিতা কোনটি?

[C 15-16] 

ক) বাংলাদেশ 

খ)পাঞ্জেরি

গ) তাহারেই পড়ে মনে

(ঘ) জীবন-বন্দনা

ঙ) বঙ্গভাষা

উ: গ

৪২. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার কথা কবির মনে পড়ে? 

[D ১৫-১৬]

ক) শীত ঋতুর

গ স্বামীর

(খ) বসন্ত ঋতুর

(ঘ) কবিভক্তের

উ: ক

খুলনা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪৩. 'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি / দক্ষিণ দুয়ার গেছে খুলি?' এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে?

 [B ১৯-২০]

ক) অলসতা

খ) অনাসক্তৃতা

গ) নিস্পৃহতা

(ঘ) উদাসীনতা

উ: ঘ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর-1

[D ১৭-১৮; A ১৫-১৬]

৪৪. কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- পরের লাইন —--

ক) আমারে তুমি গিয়াছ ভুলি

খ) অলখের পাথার বাহিয়া চলি 

গ) দক্ষিণ দুয়ার গেছে খুলি

 (ঘ) অশ্রু জলে ভেসে চলি

উ: গ

৪৫. 'হে কৰি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়' এখানে 'নীরব' যে অর্থে ব্যবহৃত হয়েছে— 

[A 13-14]

ক) স্তব্ধ

খ)উচ্ছ্বাসহীন

গ) নিশ্চুপ

ঘ) উদাসীন

উ: ঘ

৪৬. শুনি নাই, রাখি নি সন্ধান – কবি কীসের সন্ধান রাখেননি?

 [A ১৯-২০]

ক) বসন্তের,

খ) হৃদয়ের

গ) অর্থের

ঘ) ফাল্গুনের

উ: ক

জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর-2

৪৭. 'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। এখানে 'নীরব' যে অর্থে ব্যবহৃত হয়েছে— 

[A ১৩-১৪]

ক) উচ্ছ্বাসহীন

খ)নিশ্চুপ

গ)উদাসীন

ঘ)স্তব্ধ

উ: গ

৪৮. ‘তরী তার এসেছে কি- চরণটি কোন কবিতার অংশ?

[ ক ১৫-১৬]

ক) সোনার তরী

খ) তাহারেই পড়ে মনে

গ) পাঞ্জেরি

ঘ) সাত সাগরের মাঝি

উ: খ

৪৯. 'তাহারেই পড়ে মনে' কবিতায় ‘দক্ষিণ দুয়ার' কীভাবে খুলেছে?

[ক ১৬-১৭; ববি ঘ ১৪-১৫]

(ক) কবি নিজে খুলেছেন

খ) উত্তরের কুয়াশায় খুলেছে

গ) ভক্তরা খুলেছে

ঘ) বসন্ত বাতাসে খুলেছে

উ: ঘ

৫০. 'কল্লোল' পত্রিকা কত সালে প্রকাশিত হয়?

 [ক ১৬-১৭]

ক) ১৯২২

থ) ১৯২৪

গ)১৯২১

ঘ) ১৯২৩

উ: ঘ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫১. “কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' চরণটি কোন কবিতার? [B ১৭-১৮]

ক)  সাম্যবাদী

খ) সেই অস্ত্র

গ) ঐকতান

ঘ) তাহারেই পড়ে মনে

উ: ঘ

৫২. ‘একাত্তরের ডায়েরি' কার রচনা?

 [H ১৭-১৮]

ক) সেলিনা রহমান

খ) জাহানারা ইমাম

গ) সুফিয়া কামাল

ঘ) মালেকা বেগম

উ: গ

৫৩. 'কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' চরণটি কোন কবিতার? 

[B ১৭-১৮]

ক) সাম্যবাদী -

খ) সেই অস্ত্র

গ) ঐকতান

(ঘ) তাহারেই পড়ে মনে

উ: ঘ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫৪. ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?' এটি কোন কবিতার পক্তি? 

 [A ১৭-১৮]

ক) সোনার তরী

খ) সাম্যবাদী

গ) ঐকতান

ঘ) তাহারেই পড়ে মনে

উ: গ

৫৫. “তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? পক্তি? 

[A ১৭-১৮]

ক) জীবন-বন্দনা

খ) ঐকতান

গ) মানব বন্দনা

ঘ) তাহারেই পড়ে মনে

উ: ঘ

৫৬. সুফিয়া কামাল সম্পর্কে কোন তথ্যটি যথার্থ—

 [A ১৫-১৬]

ক) সুফিয়া কামালের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ায়

খ)  জন্ম ১৯১১ খ্রিষ্টাব্দে যশোরে

গ) তাঁর স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন

(ঘ) তিনি ক্রীড়া আন্দোলনের পথিকৃৎ

উ: গ

৫৭. 'তাহারেই পড়ে মনে' কবিতাকে কোন সুর আচ্ছন্ন করে আছে?

 [A ১৯-২০]

ক) প্রকৃতির মর্মর সুর

খ) অফুরন্ত আনন্দ সুর

গ) পুষ্পিত বসন্তের সুর

ঘ) বিষাদময় রিক্ততার সুর

উ: ঘ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫৮. কবি সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতায় 'তাহারেই পড়ে মনে' কথাটি কত বার ব্যবহার করা হয়েছে?

 [B ১৩-১৪]

ক) একবার

খ)  তিনবার

গ) দুইবার

ঘ) চারবার

উ: ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫৯. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ—

 [C ১৯-২০]

ক) অভিমান

খ) রাগ

গ) প্রিয় বিয়োগ

ঘ) দ্বিধা

উ: গ

৬০. নিচের কোনটি সুফিয়া কামালের গ্রন্থ নয়? 

[B ১৮-১৯]

ক) সাঁঝের মায়া

খ) মায়া কাজল

গ) মায়ার খেলা

ঘ) কেয়ার কাঁটা

উ: গ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৬১. 'মাঘের সন্ন্যাসী' কথাটি আছে কোন কবিতায়?

 [A ১৬-১৭]

ক) বাংলাদেশ

খ) জীবন-বন্দনা

গ) একটি ফটোগ্রাফ

ঘ)তাহারেই পড়ে মনে

ঙ) আমার পূর্ব বাংলা

উ: ঘ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি.ওপ্র.বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৬২. 'তাহারেই পড়ে মনে' কবিতাটিতে কোনটির উল্লেখ নেই? 

[E ১৪-১৫]

(ক) আমের মুকুল

খ) বাতাবি লেবু

গ) কমল বন

ঘ) মাধবী কুঁড়ি

উ: গ

৬৩. কোন কবিতায় মানুষের হৃদয়বৃত্তিকে অনুভব করা হয়েছে?

 [E ১৪-১৫]

(ক) বঙ্গভাষা

খ পাঞ্জেরি

গ) তাহারেই পড়ে মনে

ঘ্) সোনার তরী

উ: গ

৬৪. সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী? 

[E ১৪-১৫]

ক) কামাল হোসেন

খ) সাখাওয়াত হোসেন

গ) সৈয়দ নেহাল হোসেন

ঘ ) আরিফ হোসন

উ: গ

৬৫. ‘পুষ্পারতি' শব্দের অর্থ কী? 

[D ১৮-১৯]

ক) বসন্তকাল

খ) ফুলের গহনা

গ) প্রদীপ

ঘ. ফুলের বন্দনা

উ: ঘ 

হাজী মোহাম্মদ দানেশ বি. ও প্র. বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৬৬. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় কবি কোন ফুল ফুটেছে কিনা জানতে চেয়েছেন?

 [G ১৫-১৬]

ক) বাতাবি নেবু

খ). জুঁই ফুল

গ) কদম ফুল

 ঘ) হাসনাহেনা

উ: ক

নিম্মোক্ত বোর্ড প্রশ্নগুলোর সমাধান জেনে নেই:

 এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ কৃষি শিক্ষা MCQ সমাধান

এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত  MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান

এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url