এইচএসসি মহাজাগতিক কিউরেটর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

Mohajagotik-Curator


 মহাজাগতিক কিউরেটর

মুহম্মদ জাফর ইকবাল

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :  মহাজাগতিক কিউরেটর

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • পৃথিবীতে এক থেকে শুরু করে লক্ষ-কোটি কোষের প্রাণী আছে। সকল প্রাণীর মূলগঠন হলো ডিএনএ ।
  • ভাইরাসকে প্রাণহীন বলা যায়। কারণ অন্য প্রাণের স্পর্শে এলেই এদের মাঝে প্রাণের লক্ষণ সঞ্চারিত হয়।
  • প্রাণীদের মধ্যে নীল তিমি আর হাতি সবচেয়ে বড়। ডাইনোসর সবচেয়ে আদিম প্রাণী ।
  • সরীসৃপ প্রাণিজগতের পিছিয়ে পড়া অংশ ।
  • সভ্যতা গড়ার পেছনে মানুষের আত্মত্যাগ সবচেয়ে বেশি। আবার এরাই প্রকৃতি, মানুষ ও অন্য প্রাণীদের সবচেয়ে বেশি ধ্বংস করছে।
  • মানুষ পৃথিবীতে প্রায় দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে ।
  • ডাইনোসরের যুগ থেকেই পৃথিবীতে পিঁপড়া বসবাস করছে। 
  • ডাইনোসর হলো লুপ্ত হওয়া বৃহদাকার প্রাগৈতিহাসিক প্রাণী ।
  • এ রচনায় পিঁপড়াকে সবচেয়ে সুশৃঙ্খল প্রাণী হিসেবে উপস্থাপনের মাধ্যমে মানুষকে আরও সুশৃঙ্খল হওয়ার প্রেরণা জোগানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১.‘এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী।' কাব্যটি যে রচনা থেকে উদ্ধৃত— 

[খ  ১৭-১৮]

(ক) চাষার দুক্ষু

(খ) আমার পথ

(গ) মহাজাগতিক কিউরেটর

(ঘ) জীবন ও বৃক্ষ

উ: গ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২. “এখানে প্রাণের বিকাশ ঘটেছে'— উক্তিটি কার? 

[E ১৬-১৭]

(ক) প্রথম কিউরেটরের

(খ) দ্বিতীয় কিউরেটরের

(গ) তৃতীয় কিউরেটরের

(ঘ) চতুর্থ কিউরেটরের

উ: ক

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩.‘মহাজাগতিক কিউরেটর' গল্পটি মুহম্মদ জাফর ইকবালের কোন গ্রন্থের অন্তর্গত? 

[E ১৯-২০]

(ক) নিঃসঙ্গ প্রহচারী

(খ) জলজ 

(গ) মানুষ

(ঘ) আমি তপু

উ: খ

৪. মুহম্মদ জাফর ইকবালের পৈতৃক নিবাস কোন জেলায়? 

[E ১৯-২০]

(ক) ঢাকা

(খ) বগুড়া

(গ) সিলেট

(ঘ) নেত্রকোনা

উ: ঘ

৫. ‘এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোটো; এর গঠন এত সহজ এর মাঝে কোনো বৈচিত্র্য নেই।' উক্তিটি কোন লেখার অন্তর্গত? 

[E ১৯-২০]

(ক) আত্মচরিত

(খ) জীবন ও বৃক্ষ

(গ) নেকলেস

(ঘ) মহাজাগতিক কিউরেটর

উ: ঘ

৬.‘মহাজাগতিক কিউরেটর' অনুযায়ী, মানুষ – 

[C ১৯-২০]

(ক) স্বেচ্ছা উপকারী প্রাণী

(খ) স্বেচ্ছা দণ্ডধারী প্রাণী

(গ) স্বেচ্ছা সৃষ্টিশীল প্রাণী

(ঘ) স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী

উ: ঘ

৭. ‘মহাজাগতিক কিউরেটর'— এ নিচের কোনটি নেই? 

[C ১৯-২০]

(ক)  জীবনদৃষ্টির প্রতিফলন

(খ) দেশকালের প্রভাব

(গ) জগতের আনন্দযজ্ঞ

(ঘ) বৈজ্ঞানিক কল্পকাহিনি

উ: গ

রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৮. ‘মহাজাগতিক কিউরেটর' গল্পে মানুষের বয়স কত বছর বলে উল্লেখ করা হয়েছে? 

[E ১৭-১৮; বেরোবি B ১৬-১৭; জাককানইবি - AL ১৭-১৮]

(ক) দুই মিলিয়ন

(খ) এক মিলিয়ন

(গ) চার মিলিয়ন

(ঘ) তিন মিলিয়ন

উ: ক

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৯. ‘এখানে প্রাণের বিকাশ ঘটেছে'— উক্তিটি কার? 

[E ১৬-১৭]

(ক) প্রথম কিউরেটর

(খ) দ্বিতীয় কিউরেটর

(গ) তৃতীয় কিউরেটর

(ঘ) গল্পলেখকের

উ: ক

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১০. পিঁপড়া একসময় এ পৃথিবাকে নিয়ন্ত্রণ করবে, কারণ তারা— 

[A ১৯-২০] 

(ক) অত্যন্ত সুবিবেচক

(খ) সুশৃঙ্খল

(গ) সহিষ্ণু

(ঘ) সংখ্যায় অধিক

উ: ক

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১১. মহাজাগতিক কিউরেটর পৃথিবী থেকে শেষে কী তুলে নেয়? 

[A ১৭-১৮]

(ক) ডাইনোসর

(খ) পিঁপড়া

(গ) পাখি

(ঘ) মানুষ

উ: খ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

১২. 'কী আশ্চর্য! আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী।' মহাজাগতিক কিউরেটর গল্পে উক্তিটি কাদের সম্পর্কে বলা হয়েছে? 

[C ১৬-১৭]

(ক) মানুষ

(খ) বানর

(গ) রোবট

(ঘ) এলিয়ন

উ: ক

১৩. প্রথম কিউরেটর পৃথিবীতে কিসের বিকাশ ঘটেছে বলে জানালো?

(ক) মানুষের 

(খ) সভ্যতার

(গ) প্রাণের

(ঘ)  জীবজগতের

উ: গ

১৪. সৌরজগতের তৃতীয় গ্রহ কোনটি? 

[A ১৯-২০]

(ক) পৃথিবী

(খ) বৃহস্পতি

(গ) মঙ্গল

(ঘ) ইউরেনাস

উ: ক

 IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৫.‘মহাজাগতিক কিউরেটর' রচনা অনুসারে কোন প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে? 

[C ১৯-২০] 

(ক) বিড়াল

(খ) বাঘ

(গ) কুকুর

(ঘ) সাপ

উ: গ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১৬. প্রাণিজগতের কোনটি একটু পিছিয়ে পড়া প্রাণী? 

[B ১৮-১৯] 

(ক) স্তন্যপায়ী প্রাণী

(খ) এককোষী প্রাণী

(গ) সরীসৃপ

(ঘ) গৃহপালিত প্রাণী

উ: গ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১৭. “মহাজাগতিক কিউরেটর' গল্পটি মুহম্মদ জাফর ইকবালের 'সায়েন্স' ফিকশন সমগ্র' এর কততম খণ্ড থেকে গৃহীত? 

[F ১৭-১৮]

(ক) প্রথম 

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয় 

(ঘ) চতুর্থ

উ: গ

১৮. ‘মহাজাগতিক কিউরেটর' গল্পে কোন প্রাণীকে শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে? 

[D ১৬-১৭]

(ক) মানুষ

(খ) হরিণ

(গ) হনুমান 

(ঘ) পিঁপড়া

উ: ঘ

এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত  MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান

এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url