সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন

 অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট 

Global social context of Bangladesh


এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Sociology 2nd paper100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. বাংলাদেশের জাতীয় জীবনে ইউরোপের রেনেসাঁর মতো তাৎপর্যপূর্ণ ঘটনা কোনটি?

 উত্তর: বাংলাদেশের জাতীয় জীবনে ভাষা আন্দোলন ইউরোপের রেনেসাঁর মতো তাৎপর্যপূর্ণ

 প্রশ্ন-২.১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি কী ছিল?

উত্তর: ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি ছিল দ্বি-জাতি তত্ত্ব ।

প্রশ্ন-৩.তমদ্দুন মজলিশ কী?

 [ঢা. বো, কু, বো, য. বো. ২২; ঢা বো., দি, বো, সি. বো, য. বো. ১৮]

উত্তর: তমদ্দুন মজলিশ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সৃষ্ট প্রথম সাংস্কৃতিক সংগঠন

প্রশ্ন-৪. কখন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়?

উত্তর: ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় ।

প্রশ্ন-৫.প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'-এর আহবায়ক কে ছিলেন?

উত্তর: প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'-এর আহবায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক নূরুল হক ভূঁইয়া

 প্রশ্ন-৬. কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ' গঠিত হয়েছিল?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ' গঠিত হয়েছিল ।

প্রশ্ন-৭.কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ?

উত্তর: জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ।

প্রশ্ন-৮.‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির গীতিকার কে?

উত্তর: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী।

প্রশ্ন-৯.জাতীয়তাবাদী ধারণার প্রথম বহিঃপ্রকাশ দেখা যায় কোথায়?

উত্তর: জাতীয়তাবাদী ধারণার প্রথম বহিঃপ্রকাশ দেখা যায় পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে ।

প্রশ্ন-১০.“জাতীয়তাবাদ হচ্ছে এক বিশেষ মানসিকতাসম্পন্ন জনগোষ্ঠী যারা সম্মিলিতভাবে নিজেদেরকে বিশ্বের অন্যান্য জনগণ থেকে পৃথক মনে করে”— সংজ্ঞাটি কার ?

উত্তর:“জাতীয়তাবাদ হচ্ছে এক বিশেষ মানসিকতাসম্পন্ন জনগোষ্ঠী যারা সম্মিলিতভাবে নিজেদেরকে বিশ্বের অন্যান্য জনগণ থেকে পৃথক মনে করে”–সংজ্ঞাটি ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হ্যারল্ড লাস্কির ।

প্রশ্ন-১১. জাতীয়তাবাদ কী?

উত্তর:জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয়, যেখানে জাতিকে মানবসমাজের কেন্দ্রীয় অবস্থানে বসানো হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে গৌণ অবস্থানে রাখা হয় ।

প্রশ্ন-১২.লাহোর প্রস্তাব পেশ করেন কে?

 [ঢা. বো, রা. বো., দি. বো., চ. বো, সি. বো., য. বো., ব. বো. ১৬]

উত্তর: শেরে বাংলা এ.কে ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেন।

প্রশ্ন-১৩.কোন আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে?

উত্তর: ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে।

প্রশ্ন-১৪.কোন রাজনৈতিক দলের নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট' গঠিত হয়?

উত্তর: আওয়ামী লীগের নেতৃত্বে 'যুক্তফ্রন্ট' গঠিত হয়।

প্রশ্ন-১৫.'যুক্তফ্রন্ট' গঠিত হয় কখন?

উত্তর: 'যুক্তফ্রন্ট' গঠিত হয় ১৯৫৩ সালের ১৪ নভেম্বর।

প্রশ্ন-১৬.যুক্তফ্রন্ট কোন কর্মসূচির ভিত্তিতে ১৯৫৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে?

উত্তর: যুক্তফ্রন্ট ২১ দফা কর্মসূচির ভিত্তিতে ১৯৫৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ।

প্রশ্ন-১৭. যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়? 

[ঢা বো., কু. বো, য. বো. ২২: ঢা বো., রা. বো., কু. বো, সি. বো., য. বো. ১৭]

উত্তর: ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রশ্ন-১৮.১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?

উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা ।

প্রশ্ন-১৯.১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট এককভাবে কয়টি আসন লাভ করে?

উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট এককভাবে ২২৩টি আসন লাভ করে ।

প্রশ্ন-২০.ছয় দফা দাবির প্রথম দফাটি লেখ।

উত্তর: ছয় দফা দাবির প্রথম দফাটি হচ্ছে- লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে এবং এ সরকার ব্যবস্থা হবে সংসদীয় পদ্ধতির ।

প্রশ্ন-২১.পাকিস্তান রাষ্ট্রের মূলভিত্তি ছিল কী?

উত্তর: পাকিস্তান রাষ্ট্রের মূলভিত্তি ছিল, সাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় অনুভূতি ।

প্রশ্ন-২২.পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত ছিল?

উত্তর: পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় ১,০০০ মাইল দূরত্ব ছিল ।

প্রশ্ন-২৩. কার শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করে?

উত্তর: আইয়ুব খানের শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করে। 

প্রশ্ন-২৪. কোন যুদ্ধের কারণে পূর্ব বাংলার নিরাপত্তাহীনতা প্রবল হয়ে দেখা দেয়?

উত্তর: পাক-ভারত যুদ্ধের কারণে পূর্ব বাংলার নিরাপত্তাহীনতা প্রবল হয়ে দেখা দেয় ।

প্রশ্ন-২৫.সামরিক বাহিনীতে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানি সেনার সংখ্যা কত গুণ বেশি ছিল?

 উত্তর: সামরিক বাহিনীতে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানি সেনার সংখ্যা ২৫ গুণ বেশি ছিল

প্রশ্ন-২৬.পাকিস্তান আমলে শিক্ষাখাতে পূর্ব পাকিস্তানের মাথাপিছু বরাদ্দ ছিল কত?

উত্তর: পাকিস্তান আমলে শিক্ষাখাতে পূর্ব পাকিস্তানের মাথাপিছু বরাদ্দ ছিল ১ পাইয়ের ৩ ভাগের ১ ভাগ।

 প্রশ্ন-২৭.রোমান হরফে বাংলা লেখার জন্য ‘ভাষা সংস্কার কমিটি' গঠন করেন কে?

উত্তর: রোমান হরফে বাংলা লেখার জন্য ‘ভাষা সংস্কার কমিটি' গঠন করেন আইয়ুব খান ।

প্রশ্ন-২৮.কোনটিকে ‘বাঙালি জাতির মুক্তির সনদ' বলে অভিহিত করা হয়?

 [সকল বোর্ড ১৫]

উত্তর: ছয় দফাকে ‘বাঙালি জাতির মুক্তির সনদ' বলে অভিহিত করা হয়।

প্রশ্ন-২৯.ছয় দফা কত সালে উত্থাপন করা হয়? 

[ম. বো.. বা. বো.. দি. বো, চ. বো, সি. বো, ব. বো. ২২; সকল বোর্ড ১৯ বো, কু. বো., চ. বো., ব. বো. ১৮; দি. বো., চ. বো., ব. বো. ১৭]

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা দাবি উত্থাপন করেন ।

প্রশ্ন-৩০.কোন আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায় শুরু হয়?

উত্তর: ছয় দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায় শুরু হয় । 

প্রশ্ন-৩১.১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের অবসান হয় কোন চুক্তির মাধ্যমে?

 উত্তর: ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের অবসান হয় ‘তাসখন্দ’ চুক্তির মাধ্যমে ।

প্রশ্ন-৩২.১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি কাকে নির্মমভাবে হত্যা করা হয়?

উত্তর: ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রশ্ন-৩৩. কত সালে আগরতলা মামলা' দায়ের করা হয়? উত্তর: ১৯৬৮ সালে আগরতলা মামলা দায়ের করা হয়।

প্রশ্ন-৩৪. আগরতলা মামলার এক নম্বর আসামি কে ছিলেন?

উত্তর: আগরতলা মামলার এক নম্বর আসামি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-৩৫. কার নেতৃত্বে ১৯৬৯ সালের আগরতলা মামলার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে ওঠে?

উত্তর: মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালের আগরতলা মামলার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে ওঠে।

প্রশ্ন-৩৬. বঙ্গবন্ধু আগরতলা মামলার দায় এবং জেল থেকে মুক্তি পান কখন?

উত্তর: বঙ্গবন্ধু ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলার দায় এবং জেল থেকে মুক্তি পান। 

 প্রশ্ন-৩৭. আইয়ুব খান কার কাছে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেন?

উত্তর: আইয়ুব খান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেন ।

প্রশ্ন-৩৮. ইয়াহিয়া খান ‘আইনগত কাঠামো আদেশ' জারি করেন কখন?

উত্তর: ১৯৭০ সালের ৩০ মার্চ ইয়াহিয়া খান ‘আইনগত কাঠামো আদেশ' জারি করেন ।

প্রশ্ন-৩৯. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করেছিল?

 উত্তর: ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে ১৬৭টি আসন লাভ করেছিল 

প্রশ্ন-৪০. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করেছিল? 

উত্তর: ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসন লাভ করেছিল ।

প্রশ্ন-৪১. কোন নির্বাচন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয়?

উত্তর: ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয়।

প্রশ্ন-৪২. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেন?

উত্তর: ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু চারটি দাবি উত্থাপন করেন।

প্রশ্ন-৪৩. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা কে ১৯৭১ সালের ২৬ মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার থেকে দেশবাসীর উদ্দেশ্যে প্রচার করেন? 

উত্তর: বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা আওয়ামী লীগ নেতা এম. এ. হান্নান ১৯৭১ সালের ২৬ মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার থেকে দেশবাসীর উদ্দেশ্যে প্রচার করেন ।

প্রশ্ন-৪৪. যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কী দায়িত্ব পালন করেন?

উত্তর: যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

প্রশ্ন-৪৫.শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয় কখন?

উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্যারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. 'বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল'— ব্যাখ্যা কর ।

[রবো., কু. বো, চ. বো, ব. বো. ১৮: সকল ১৫]

 উত্তর: বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মধ্যে নিহিত ছিল। ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হলেও ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে তার পরিসমাপ্তি ঘটে। এই আন্দোলনের ফলশ্রুতিতে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয় । ভাষা আন্দোলন বাঙালির চেতনায় জাতীয়তাবোধ জাগ্রত করে। ভাষা আন্দোলনের ফলেই ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সাংস্কৃতিক জাতীয়তাবোধের সৃষ্টি হয়। এ জন্যই বলা হয় যে, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ভিত্তি ও প্রথম সোপান ।

প্রশ্ন-২.“ভাষা আন্দোলনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে”— ব্যাখ্যা কর।

উত্তর: ভাষা আন্দোলনের ফলে অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটে। এর মাধ্যমে পাকিস্তান সৃষ্টির সাম্প্রদায়িক ভিত্তি ভেঙে বাঙালিরা অসাম্প্রদায়িক চেতনার আন্দোলন শুরু করে। ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষার পক্ষে বক্তব্যের সমর্থনে ১৯৪৮ সালে পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ জনগণ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। এ বিক্ষোভে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই দীর্ঘদিন পর হিন্দু-মুসলিম সম্প্রীতি বৃদ্ধি পায়। ভাষা আন্দোলনের অসাম্প্রদায়িক চেতনাতেই আওয়ামী মুসলিম লীগ নামক বৃহৎ রাজনৈতিক দলের নাম থেকে ১৯৫৫ সালে ‘মুসলিম' শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়। সর্বোপরি দেশে ভাষা আন্দোলনের চেতনার ফলেই পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।

প্রশ্ন-৩. ‘জাতীয়তাবাদ হচ্ছে জাতীয়তা ও দেশপ্রেম'— ব্যাখ্যা কর। 

[সকল বোর্ড ১৯]

উত্তর: জাতীয়তাবাদ বলতে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি বিশেষ ঐক্যের অনুভূতিকে বোঝানো হলেও বস্তুত এটা হচ্ছে জাতীয়তা ও দেশপ্রেমের সমন্বিত চেতনা ।

জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয়, যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে পরে স্থান দেওয়া হয়। বস্তুত স্বদেশ তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে একটি দেশের মানুষ বা জাতির অন্তরে যে উল্লাস, স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি, চেতনা, আত্মমর্যাদা ইত্যাদি সঞ্চারিত হয় তাকেই জাতীয়তাবাদ বলে। আর ব্যক্তির মনে এ অনুভূতিগুলো জাগ্রত হয় কেবল নিজ জাতীয়তার প্রতি সচেতনতা ও দেশপ্রেম থেকে

প্রশ্ন-৪. জাতীয়তাবাদ বলতে কী বোঝ? 

[ম. বো.. রা. বো., দি, বো, চ. বো, সি. বো, ব. বো. '২২, সকল বোর্ড ১৭]

উত্তর: জাতীয়তাবাদ বলতে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি বিশেষ ঐক্যের অনুভূতিকে বোঝায়, যা দিয়ে এর অন্তর্ভুক্ত জনগোষ্ঠীকে বাকি মানব সমাজ থেকে সহজেই আলাদা করা যায়।

আধুনিক সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা জাতীয়তাবাদের বিশেষ কয়েকটি উপাদানের কথা উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে ভৌগোলিক একতা, বংশগত ঐক্য, ভাষাগত মিল, ধর্মীয় বন্ধন, আর্থিক ঐক্য, রাষ্ট্রীয় ঐক্য, রাষ্ট্রীয় সংগঠন, অভিন্ন আশা- আকাঙ্খা, ভাবগত ঐক্য ইত্যাদি উল্লেখযোগ্য। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক লাস্কির মতে, “জাতীয়তাবাদ হচ্ছে এক বিশেষ মানসিকতাসম্পন্ন জনগোষ্ঠী যারা সম্মিলিতভাবে নিজেদেরকে বিশ্বের অন্যান্য জনগণ থেকে পৃথক মনে করে।”

প্রশ্ন-৫. ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল বর্ণনা কর ।

উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে প্রদেশিক আইন পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৩০৯। এ নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট এককভাবে ২২৩টি (এর মধ্যে যুক্তফ্রন্টভুক্ত প্রধান দল আওয়ামী মুসলিম লীগ ১৩৪টি) আসন এবং প্রদত্ত ভোটের শতকরা প্রায় ৬৪ ভাগ লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পক্ষান্তরে মুসলিম লীগ লাভ করে মাত্র ৯টি আসন।

প্রশ্ন-৬.১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: ১৯৫৪ সালের নির্বাচন বাংলার রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক। ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে বাঙালি নিজেদের স্বাধিকার আদায়ের ক্ষেত্রে একধাপ এগিয়ে যায়। তারা রাজনীতি সচেতন হয়ে ওঠে এবং জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়। ১৯৫৪ সালের নির্বাচনের পরপরই কেন্দ্রীয় সরকার বাঙালির বহু কাঙ্ক্ষিত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করে। ঐক্যবদ্ধ আন্দোলনই যে বাঙালির অধিকার আদায়ের মূল হাতিয়ার তা যুক্তফ্রন্টের বিজয়ী হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যায়।

প্রশ্ন-৭.ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?

 [ঢা বো., রা, বো, কু, বো, সি. বো,, য. বো. ২০]

উত্তর: পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন লাভের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে যে দাবি উত্থাপন করেছিলেন তাই 'ছয় দফা কর্মসূচি' হিসেবে পরিচিত। ১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীনতা লাভের পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী কর্তৃক পূর্ব পাকিস্তানের জনগণ নানাভাবে নির্যাতিত ও নিপীড়িত হতে থাকে। এ অবস্থার অবসান এবং পূর্ববাংলার জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দাবিসমূহ পেশ করেন, তা ছয় দফা কর্মসূচি হিসেবে অভিহিত। ছয় দফা কর্মসূচি ছিল বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা 'ম্যাগনাকার্টা'।

প্রশ্ন-৮. ছয় দফা কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: ছয় দফা কর্মসূচি ছিল বাঙালির জাতীয় মুক্তির সনদ বা 'ম্যাগনাকার্টা'। ছয় দফার মধ্য দিয়ে পাকিস্তানি ধাঁচের বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থাকে ভেঙে বাঙালির জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের লক্ষ্য স্থির হয়। ছয় দফা কর্মসূচির মধ্যদিয়ে পাকিস্তানি ধাচের বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থাকে ভেঙে বাঙালির অধিকার পূর্ণরূপে প্রতিফলিত হয়। ছয় দফা আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত জননেতা হয়ে ওঠেন। তাই বলা যায়, ইতিহাসে ছয় দফার গুরুত্ব অপরিসীম।

প্রশ্ন-৯. পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে ছয় দফা কর্মসূচি পেশ করা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর: ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ভাষা আন্দোলনের ফলে বাঙালির মধ্যে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে তার প্রতিফলন হয় ১৯৫৪ সালের নির্বাচনে। এ নির্বাচনে জয়লাভ করে যুক্তফ্রন্ট সরকার গঠন করে, কিন্তু পাকিস্তানি সরকার তাদের বেশিদিন ক্ষমতায় থাকতে দেয়নি। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর শুরু করে ব্যাপক বৈষম্যমূলক আচরণ। বাঙালির প্রতি সকল বৈষম্য দূর করার জন্যই ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি পেশ করেন ।

প্রশ্ন-১০. আগরতলা মামলা দায়ের করার কারণ ব্যাখ্যা কর।

উত্তর: ছয় দফা কর্মসূচিভিত্তিক আন্দোলন দমন করার জন্য পাকিস্তান সরকার আগরতলা মামলা দায়ের করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী ছয় দফাকে পাকিস্তানের অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ মনে করে একে রাষ্ট্রবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনরূপে অভিহিত করে এবং সরকার ভীত, সন্ত্রস্ত ও ক্ষিপ্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন্যান্য নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দেয় এবং তাদের গ্রেপ্তার করে। মূলত ছয় দফা কর্মসূচিকে অঙ্কুরে বিনষ্ট করার জন্যই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ‘আগরতলা মামলা' দায়ের করা হয়েছিল ।

প্রশ্ন-১১. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। '৬৯ এর গণ-আন্দোলনের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। এর পূর্বে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হন। ১৯৭০ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয়। গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ ঘটে। যার চূড়ান্ত বহিঃপ্রকাশ মুক্তিযুদ্ধে আপামর বাঙালির সর্বাত্মক অংশগ্রহণ। 

প্রশ্ন-১২.শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর: বাঙালি জাতির মুক্তির জন্য অবিস্মরণীয় ভূমিকা রাখায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। এই লক্ষ্য নিয়ে তিনি ১৯৪৮ ও ১৯৫২-র ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিদান, আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান প্রভৃতি আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য। তাই ১৯৬৯ সালে ঢাকায় রেসকোর্স ময়দানে এক বিশাল ছাত্র-জনতার সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধিত ভূষিত করা হয়।

প্রশ্ন-১৩.‘অপারেশন সার্চলাইট' বলতে কী বোঝায়?

 [ঢা. বো, কু. বো., য. বো, ' 22]

উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাকাণ্ড চালায়, তা‘অপারেশন সার্চলাইট' নামে পরিচিত।

বাঙালির স্বাধিকার আন্দোলনকে চিরতরে স্তব্ধ করার জন্য ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। বহু ছাত্র-শিক্ষকসহ কয়েক হাজার মানুষকে তারা ঘুমন্ত অবস্থায় হত্যা করে । বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ এ রাত 'কালরাত্রি' নামে পরিচিত। পাকিস্তান সেনাবাহিনী এ হত্যা পরিকল্পনার নাম দেয় ‘অপারেশন সার্চলাইট' ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে কোনটির ভূমিকা ইউরোপে সংঘটিত রেনেসাঁর মতো তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী?

ক. ছয় দফা আন্দোলন

খ. ভাষা আন্দোলন

গ. ১৯৬৯-এর গণঅভ্যুত্থান

ঘ. ১৯৭০ সালের নির্বাচন

উ:খ

২.তমদ্দুন মজলিশের প্রধান উদ্যোক্তা ছিলেন কে?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ

খ. অধ্যাপক আবুল কাশেম

গ. অধ্যাপক নূরুল হক ভূঁইয়া

ঘ. কাজী মোতাহার হোসেন

উ:খ

৩.কাকে আহ্বায়ক করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়েছিল?

ক. গোলাম মাহবুব

খ. আব্দুল মতিন

গ. অলি আহাদ

ঘ. শামসুল হক

উ:খ

৪. কোন আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার ছাত্র-ছাত্রীরা প্রথম প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ে?

ক. শিক্ষা আন্দোলন

খ. ভাষা আন্দোলন

গ. '৬৯ এর গণআন্দোলন

ঘ. ছয় দফা আন্দোলন

উ:খ

৫.বর্তমান বিশ্বের কয়টি দেশে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে?

ক. ৮৮

খ. ১৮৮

গ. ২৭৮

ঘ. ২৮৮

উ:খ

৬. ভারতীয় উপমহাদেশে জাতীয়তাবাদী ধারণার উন্মেষ ঘটে কখন?

ক. চতুর্দশ শতকের শেষে

খ. ষোড়শ শতকের প্রথমভাগে

 গ. অষ্টাদশ শতকের মাঝামাঝি

 ঘ. ঊনবিংশ শতকের মধ্যভাগে

উ:ঘ

৭.কোনটিকে পাক শাসকগোষ্ঠী বিচ্ছিন্নতাবাদের নীলনকশা হিসেবে দেখেছিল?

ক. ভাষা আন্দোলনকে

খ. ছয় দফা দাবিকে

গ. '৭০ এর নির্বাচনকে 

ঘ. মুক্তিযুদ্ধকে

উ:খ

৮. ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলেন কয় জন?

ক. ৩৫

খ. ৪০

গ. ২৫

 ঘ. ৪৫

উ:ক

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

৯. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা হওয়ার কারণ—

i. সম্পদের সুষম বণ্টন না করা

ii. স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা

iii. সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ.i, ii ও iii

উ:ঘ

১০.ছয় দফা দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে থাকবে-

i.দেশরক্ষা সংক্রান্ত বিষয়

ii. পররাষ্ট্র সংক্রান্ত বিষয়

iii. অর্থ সংক্রান্ত বিষয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

১১. আইয়ুববিরোধী আন্দোলন জোরদার হয়েছিল—

i.আগরতলা মামলা করায়

ii. ছয় দফা কর্মসূচিকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়ায়

 iii. মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠা করায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

উদ্দীপকটি পড়ো এবং ১২-১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

১৯২০ সালের ১৭ মার্চ একটি শিশু জন্মগ্রহণ করে। এ শিশুটি বাল্যকালে অত্যন্ত ডানপিটে ছিল। পরিণত বয়সে এ শিশুটির নেতৃত্বে একটি দেশের অভ্যুদয় ঘটে

১২. উদ্দীপকে উল্লেখিত শিশুটি কে? 

ক. কাজী নজরুল ইসলাম

 খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী 

ঘ. জেনারেল ওসমানি

উ:খ

১৩. শিশুটি কোন স্কুলের ছাত্র ছিলেন?

ক. গোপালগঞ্জ মিশন স্কুল

 খ. টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়

 গ. গোপালগঞ্জ জেলা স্কুল

 ঘ. ফরিদপুর জেলা স্কুল

উ:ক

১৪. উদ্দীপকের শিশুটি পরিণত বয়সে হয়ে উঠেন—

 i. বাঙালি জাতির অবিসংবাদিত নেতা

ii. ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচি প্রণয়নকারী

 iii. বাংলাদেশ প্রতিষ্ঠার অনন্য নেতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ, ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

১৫.দ্বি-জাতি তত্ত্বের মূলভাব হলো— 

[সকল বোর্ড ১৬]

ক. হিন্দু ও মুসলিমদের জন্য একটি রাষ্ট্র হবে 

খ. হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হবে 

গ. সব জাতির জন্য ভিন্ন ভিন্ন রাষ্ট্র হবে 

ঘ. সব জাতির জন্য একটি রাষ্ট্র হবে

উ:খ

১৬. কোনটি ভাষা আন্দোলনের গুরুত্ব প্রকাশ করে?

ক. পাকিস্তানি এলিটের উদ্ভব 

খ. ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ

গ. নারীদের প্রগতিশীল করা

ঘ. দেশবিভাগের তাৎপর্য প্রতিষ্ঠা

উ:গ

১৭. ‘ছয় দফা আমাদের বাঁচা মরার দাবি'— উক্তিটি কার?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

গ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী 

ঘ. মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ

উ:ক

১৮. ছয় দফাকে কেন বাঙালির মুক্তি সনদ বলা হয়? 

[সকল বোর্ড ১৮-১৯]

ক. বঙ্গবন্ধু কর্তৃক “আমাদের বাঁচার দাবি” আখ্যায়িত করার কারণে

খ. আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দিক, নির্দেশনা ছিল বলে

গ. বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘোষণা করা হয় বলে

ঘ. ছয় দফার প্রতি বাঙালিদের স্বতঃস্ফূর্ত জনসমর্থনের কারণে

উ:খ

১৯. ছয় দফা কে উত্থাপন করেন?

 [সকল বোর্ড ' 22]

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী। 

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ. শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক

উ:ক

২০. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য কী ছিল?

ক. সামরিক আমলাতন্ত্র মেনে নেয়া

খ. বিরাজমান বৈষম্য দূরীকরণ

 গ. সামরিক আইনের বাস্তবায়ন

 ঘ. স্বায়ত্তশাসন মেনে না নেয়া

উ:খ

২১. আইয়ুব খানের পতন ঘটে কখন? 

[সকল বোর্ড  ২২]

ক. ১৯৫৮ সালে

খ. ১৯৬২ সালে

গ. ১৯৬৬ সালে

ঘ. ১৯৬৯ সালে

উ:ঘ

২২. কত সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়? 

[সকল বোর্ড ১৫]

ক. ১৯৬২

খ. ১৯৬৬

গ. ১৯৬৯

ঘ. ১৯৭০

উ:গ

২৩. কোনটি ৭০'র নির্বাচনের গুরুত্ব?

 [সকল বোর্ড ২২]

ক. পশ্চিম পাকিস্তানের প্রতি সমর্থন

খ. পাকিস্তানের অখণ্ডতা মেনে নেওয়া

গ. বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ 

ঘ. পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরাজয়

উ:গ

২৪. ১৯৭০ সালের সাধারণ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 

[সকল বোর্ড ২১]

ক. ৫ অক্টোবর

খ. ৪ অক্টোবর

গ. ৭ ডিসেম্বর

ঘ. ১৬ ডিসেম্বর

উ:গ

২৫. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

 [সকল বোর্ড ১৭]

ক. ১৬৭

খ. ১৮৮

গ. ২৭৮

ঘ. ২৯৮

উ:ঘ

২৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 

[সকল বোর্ড ১৭]

ক. ১৯১৬ সাল

খ. ১৯১৮ সাল

গ. ১৯২০ সাল

ঘ. ১৯২৩ সাল

উ:গ

২৭. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্র ছিল—

i. প্রাদেশিক ব্যয়

ii. শিল্পায়ন

iii. কৃষি উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও ii

উ:ঘ

২৮. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা—

i. ভাষা আন্দোলনে নেতৃত্ব দান

ii. বাঙালির বাঁচার দাবি ছয়-দফা কর্মসূচি ঘোষণা

 iii. দ্বি-জাতিভিত্তিক আন্দোলনে নেতৃত্ব দান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

 খ. i ও iii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উ:ক

নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং উত্তর দাও 

ঘটনা-১: ভাষার দাবিতে সংগ্রাম
ঘটনা-২: নির্বাচন
ঘটনা-৩: ৬টি দাবিসম্বলিত কর্মসূচি
ঘটনা-৪: তীব্র গণআন্দোলন
ঘটনা-৫: নির্বাচন
ঘটনা-৬: মুক্তিযুদ্ধ

 [সকল বোর্ড ২১]

২৯. উদ্দীপকের ঘটনাসমূহ কী নির্দেশ করে? 

ক. সামরিক শাসনের প্রয়োজনীয়তা

.খ. পাকিস্তানিদের শাসন শোষণ 

গ. বাঙালি জাতীয়তাবাদের বিকাশ 

ঘ. নির্বাচনের প্রয়োজনীয়তা

উ:খ

৩০.ঘটনা-১ থেকে ৬ এর আলোকে কোনটি সঠিক?

ক. ঘটনা-৫ সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটায়

 খ. ঘটনা-২ মহান মুক্তিযুদ্ধের প্রেরণার দিন

গ. ঘটনা-১ হচ্ছে সর্বশেষ ঘটনার প্রেরণা

ঘ. ঘটনা-৪ একটি বিচ্ছিন্ন সামাজিক ঘটনা

উ:গ

 নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 ‘ক’ অঞ্চলটি ‘খ’ অঞ্চলের শাসকদের অত্যাচারে অতিষ্ঠ । শাসকরা ‘ক’ অঞ্চলের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায়। এতে মানুষ বিদ্রোহ করে। এ আন্দোলনই পরবর্তীতে ‘ক’ অঞ্চলের স্বাধীনতার পথ প্রশস্ত করে । 

[সকল বোর্ড ২২]

৩১. উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?

ক. ৬ দফা আন্দোলন

খ. ৫২'র ভাষা আন্দোলন

গ. ৬৯'র গণ-আন্দোলন

 ঘ. ৭১'র মুক্তিযুদ্ধ

উ:খ

৩২. উদ্দীপকের বর্ণনায় বাংলাদেশের—

i. অভ্যুদয়ের ইতিহাসের মিল খুঁজে পাওয়া যায়

 ii. মানুষের শোষণ-নিপীড়নের কথা ফুটে উঠেছে

 iii. শুধুমাত্র সামাজিক ইতিহাস ফুটে উঠেছে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ক

নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

শাসকদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাটির জনগণ একসময় ঐক্যবদ্ধ হয়ে ছয়টি দাবি উত্থাপন করে। পরবর্তীকালে তাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। একসময় শাসকদল নির্বাচন দেয়। নির্বাচনে সেই এলাকার জনগণ শাসকদলকে বর্জনের মাধ্যমে তাদের নিজেদের নেতার প্রতি সমর্থন ব্যক্ত করে।

[সকল বোর্ড ১৯]

৩৩. উদ্দীপকের সাথে বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার মিল খুঁজে পাওয়া যায়?

ক. ১৯৫২-এর ভাষা আন্দোলন

খ. ১৯৬৬-এর ছয়-দফা

গ. ১৯৫৮-এর সামরিক শাসন

ঘ. ১৯৭১-এর মুক্তিযুদ্ধ

উ:খ

৩৪. উদ্দীপকে বর্ণিত ঘটনাপ্রবাহ প্রমাণ করে—

 i. বাংলাদেশের স্বাধীনতার পটভূমি

 ii. সেই সময়ের নেতৃত্বের কার্যকারিতা

 iii. আন্দোলন ও নির্বাচনের সম্পর্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

রুবায়েতের মামা মবিন সাহেব একটি ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষদর্শী। '৭০-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মবিন সাহেব গর্ব করে বললেন, “বাংলার অবিসংবাদিত নেতার প্রদত্ত সেই ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলা হয়। এটিকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্রও বলা হয়।”

 [সকল বোর্ড ২০১৬]

৩৫. উদ্দীপকে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের কথা বলা হয়েছে?

ক. ১৯৪৮ সালে কার্জন হলে জিন্নাহ প্রদত্ত ভাষণ 

খ. ১৯৭১ সালে বঙ্গবন্ধু প্রদত্ত ৭ মার্চের ভাষণ

 গ. কাগমারীতে প্রদত্ত মওলানা ভাসানীর ভাষণ

ঘ. ছয় দফা উত্থাপনকালে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ

উ:খ

 ৩৬. উক্ত ভাষণকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা বলা হয়, কারণ—

i. এতে পাকিস্তান রাষ্ট্রকে অস্বীকার করা হয়

ii. এটি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়

 iii. এতে ঘরে ঘরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে বলা হয়

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ.i, ii ও iii

উ:ঘ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url