খনিজ সম্পদ-জীবাশ্ম সাজেশন
অধ্যায় ১১ খনিজ সম্পদ-জীবাশ্ম
১০০% কমন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
MCQ টপ টিপস
- পেন্টেন যৌগের ফ্রুটসাঙ্ক – 36.1°C [ময়মনসিংহ বোর্ড ২০২০]
- প্রাকৃতিক গ্যাসে শতকরা ইথেন থাকে – 7 ভাগ [যশোর বোর্ড ২০১৫]
- অ্যালকাইল মূলকের যোজনী – 1 [যশোর বোর্ড ২০২৪]
- সাধারণ তাপমাত্রায় তরল – C6H14 [চট্টগ্রাম বোর্ড ২০২৪]
- অনুমোদিত ফুড প্রিজারভেটিভ – বেনজোয়িক এসিড [চট্টগ্রাম বোর্ড ২০২২]
- অলিক এসিড – অসম্পৃক্ত ফ্যাটি এসিড [রাজশাহী বোর্ড ২০২৪]
- ব্রোমিন দ্রবণের বর্ণ – লাল [বরিশাল বোর্ড ২০২৩]
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১.মনোমার কাকে বলে?
[ময়মনসিংহ বোর্ড ২০২৪]
উত্তর : পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী অসংখ্য ক্ষুদ্র অণুর প্রত্যেকটিকে মনোমার বলে।
উত্তর : পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী অসংখ্য ক্ষুদ্র অণুর প্রত্যেকটিকে মনোমার বলে।
২.লুব্রিকেটিং তেল কাকে বলে?
উত্তর : 271-340° সে.তাপমাত্রায় পেট্রোলিয়ামের প্রথম পৃথকীকৃত অংশকে লুব্রিকেটিং তেল বলে ।৩.হাইড্রোকার্বন কী?
[ঢাকা বোর্ড ২০১৯]
উত্তর: হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ।
উত্তর: হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ।
৪. ফ্র্যাকিং কাকে বলে?
উত্তর : বড় হাইড্রোকার্বন অণুকে ভেঙে অধিক ব্যবহার উপযোগী। তুলনামূলক ক্ষুদ্র অণুতে পরিণত করাকে ক্র্যাকিং বলে।৫.অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে?
উত্তর : যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকলে অন্তত একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে এবং কার্বনের অবশিষ্ট যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।৬. পলিমারকরণ কী?
[রাজশাহী বোর্ড ২০২১]
উত্তর : একই পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াই হলো পলিমারকরণ।
উত্তর : একই পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াই হলো পলিমারকরণ।
৭. রিফাইনিং কী ?
উত্তর : রিফাইনিং হলো অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে পৃথক করার প্রক্রিয়া।৮. ইনসুলিন পলিমারে কয়টি অ্যামাইনো এসিড থাকে ?
উত্তর : ইনসুলিন পলিমারে 22টি অ্যামাইনো এসিড থাকে।৯. থার্মোপ্লাস্টিক কাকে বলে?
উত্তর : যেসব পলিমারকে সহজে সম্প্রসারিত, বাঁকানো এবং তাপে বারবার গলানো যায় সেই ধরনের পলিমারকে থার্মোপ্লাস্টিক বলে।১০. প্রভাবকীয় বিযোজন কাকে বলে?
উত্তর : ভাঙন -বিক্রিয়ার গতি বৃদ্ধি করার জন্য প্রভাবক ব্যবহার করা হলে তাকে প্রভাবকীয় বিযোজন বলে।১১. PVCএর পূর্ণরূপ কী?
[ঢা. বো. ২০১৬]
উত্তর : PVC এর পূর্ণরূপ পলিভিনাইল ক্লোরাইড।
উত্তর : PVC এর পূর্ণরূপ পলিভিনাইল ক্লোরাইড।
আর পড়ুন: শুষ্ককারক পদার্থ (Drying Agent)মনে রাখার উপায়
১২. ডেরলিন কী?
উত্তর : নিম্ন আণবিক ভরবিশিষ্ট অ্যালডিহাইডের বা মিথান্যালের জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে যে শক্ত পলিমার | উৎপন্ন হয় তাকে ডেরলিন বলে।১৩. ফল পাকাতে ব্যবহৃত হয় এমন একটি জৈব যৌগের নাম লেখ।
[রা. বো. 2017 ]
উত্তর : ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয়।
উত্তর : ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয়।
১৪. প্যারাফিন শব্দের অর্থ কী?
[যশোর বোর্ড ২০২৪]
উত্তর : প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে ‘আসক্তিহীন'।
১৫. পলিথিন ব্যাগ কোন মনোমার থেকে তৈরি হয়?
উত্তর : পলিথিন ব্যাগ ইথিলিন নামক মনোমার থেকে তৈরি হয়।অনুধাবনমূলক প্রশ্ন
- ১. ফেনল একটি অ্যারোমেটিক যৌগ- ব্যাখ্যা কর । [চট্টগ্রাম বোর্ড ২০২৪]
- ২. ইথেনকে/অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? ব্যাখ্যা কর। [য:বোর্ড ২৩: সি. বো.১৬ ]
- ৩. সাবানায়নে খাদ্য লবণ যোগ করা হয় কেন? ব্যাখ্যা করো। [ঢকা বোর্ড ২০১৯]
- ৪. SiO2 কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যৌগ? ব্যাখ্যা করো। [কুমিল্লা বোর্ড ২০১৯]
- ৫. C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? ব্যাখ্যা করো। [চট্টগ্রাম বোর্ড ২০১৮]
- ৬. অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট এর ভূমিকা ব্যাখ্যা কর। [ঢা. বো. 2016]
- ৭. পিঁয়াজ কাটার সময় চোখে জ্বালা করে কেন, ব্যাখ্যা করো। [রা. বো. ২০১৭]
- ৮. ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা কর ।[চ. বো. ২০১৬]
সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১. প্লাস্টিককে নন-বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয় কেন?
উত্তর : প্লাস্টিক দ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা বিযোজিত হয় না বলে প্লাস্টিককে নন-বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয়।প্লাস্টিক দ্রব্যের অনেক সুবিধা থাকলেও এর কিছু অসুবিধাও আছে। অধিকাংশ প্রাকৃতিক উপাদান মাটির ব্যাকটেরিয়া দ্বারা বিযোজিত হয় কিন্তু প্লাস্টিক কোনোকিছু দ্বারা কোনোভাবেই বিযোজিত হয় না। তাই একে নন-বায়োডিগ্রেডেবল বলা হয়।প্রশ্ন ২ ফ্যাটি এসিডসমূহের প্রস্তুতি কীভাবে করা হয়?
উত্তর : পরীক্ষাগারে অ্যালকোহলকে সালফিউরিক এসিডের উপস্থিতিতে পটাসিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করে ফ্যাটি এসিড প্রস্তুত করা হয়। উদাহরণ হিসেবে ইথানয়িক এসিড প্রস্তুতির সমীকরণ দেয়া হলো : ইথানয়িক এসিড
প্রশ্ন ৩ প্লাস্টিক পোড়ালে কী কী ক্ষতিকর পদার্থ তৈরি হয়?
উত্তর : প্লাস্টিক পোড়ালে অনেক ক্ষতিকর পদার্থ তৈরি হয়। যেমন : পিভিসি পোড়ালে HCI গ্যাস নির্গত হয়। আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত পলিইউরেখেন প্লাস্টিক পোড়ালে CO ও HCN উৎপন্ন হয় ।প্রশ্ন ৪ ওষুধ ও খাদ্য শিল্প ব্যতীত অন্যান্য শিল্পে রেকটিফাইড এর সাথে মিথানল যোগ করা হয় কেন?
উত্তর : আমরা জানি, রেকটিফাইড এর সাথে মিথানল যোগ করা হলে মেথিলটেড স্পিরিট উৎপন্ন হয় যা বিষাক্ত। বিষাক্ত পদার্থ ওষুধ ও খাদ্য শিল্পে ব্যবহার করা উচিত নয়।তারপরও মিথানল যোগে বিষাক্ত করা হয় কারণ উৎপন্ন মেথিলেটেড স্পিরিট এর ব্যবহার দৈনন্দিন জীবনে ব্যাপক। কাঠ ও ধাতুর তৈরি আসবাবপত্র বার্নিশ করতে, বিকল্প জ্বালানি হিসেবে এবং আরো অনেক ক্ষেত্রে এর ব্যবহার অপরিসীম। এজন্য, ওষুধ ও খাদ্য শিল্প ব্যতীত অন্যান্য শিল্পে রেকটিফাইড-এর সাথে মিথানল যোগ করা হয়।প্রশ্ন ৫ অ্যালকেনসমূহকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন?
উত্তর : জ্বালানি হিসেবে আমরা মূলত সেই সকল যৌগ ব্যবহার করে থাকি যাদের দহনে অধিক পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এক্ষেত্রে অ্যালকেন যৌগসমূহ যেমন : CH4,C2H6 -এর দহনে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় বলে এরা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।প্রশ্ন ৬. অ্যালকিন রাসায়নিকভাবে অত্যন্ত সক্ৰিয় কেন?
উত্তর : হাইড্রোকার্বনের সক্রিয়তা নির্ভর করে কার্বন-কার্বন বন্ধন এর প্রকৃতির উপর। কার্বন-কার্বন দ্বিবন্ধনের ১ম বন্ধনটি শক্তিশালী। কিন্তু, দ্বিতীয় বন্ধনটি তুলনামূলক দুর্বল। দুর্বল হওয়ার কারণে এর সহজেই দহন, সংযোজন এবং পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে সক্রিয়তা প্রদর্শন করে।১১ম অধ্যায়ের উপর আরো পড়ুন: খনিজ সম্পদ-জীবাশ্ম
১১ম অধ্যায়ের উপর আরো পড়ুন: খনিজ সম্পদ-জীবাশ্ম(কওখ )
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। Fossil Fuel নয় কোনটি ?
(ক) কয়লা (খ) টিজেল (গ) মিথেন (ঘ) ইথানল
উত্তর: ঘ
২। কোনটি জৈব জ্বালানি ?
(ক) কয়লা (খ) ইথানল (গ) পেট্রোল (ঘ) প্রাকৃতিক গ্যাস
উত্তর: খ
৩। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি ?
(ক) বেনজিন (খ) মিথেন (গ) ইথেন (ঘ) বিউটেন
উত্তর: খ
৪। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে কোন অ্যালকেনের পরিমান সবচেয়ে বেশি ?
(ক) মিথেন (খ) ইথেন (গ) প্রোপেন (ঘ) বিউটেন
উত্তর: ক
৫। প্রাকৃতিক গ্রাসে সাধারণত প্রোপেনের শতকরা পরিমান--
(ক) 6% (খ) 7% (গ) 80% (ঘ) 99%
উত্তর: ক
৬। প্রাকৃতিক গ্রাসে শতকরা কতভাগ পেন্টেন থাকে ?
(ক) 3% (খ) 4% (গ) 6% (ঘ) 7%
উত্তর: ক
৭। প্রাকৃতিক গ্যাসের পরিমান কত ?
(ক) 80% (খ) 70% (গ) 90% (ঘ) 95%
উত্তর: ক
৮। প্রাকৃতিক গ্যাসে বিউটেন ও আইসাে বিউটেনের পরিমান কত ?
(ক) 80% (খ) 7% (গ) 5% (ঘ) 4%
উত্তর: ঘ
৯। সি.এন.জি গ্যাসের প্রধান উপাদান কী ?
(ক) CH4 (খ) C2H6 (গ) C3H8 (ঘ) C4H8
উত্তর: ক
১০। ঘরাবড়িতে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অধিক চাপে কোনটি সিলিন্ডারে রাখা হয ?
(ক) পেন্টেন (খ) পেন্টিন (গ) প্রোপেন (ঘ) প্রেপিন
উত্তর: গ
১১। পেট্রোলিয়ামে কতভাগ LPG থাকে ?
(ক) 2% (খ) 10% (গ) 20% (ঘ) 50%
উত্তর: ক
১২। পেট্রোলিয়ামে গ্যাসোলিনের পরিমান কত ?
(ক) 2% (খ) 5% (গ) 10% (ঘ) 13%
উত্তর: খ
১৩। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ পেট্রোল থাকে ?
(ক) 5% (খ) 10% (গ) 15% (ঘ) 20%
উত্তর: ক
১৪। ন্যাপথাতে কার্বন সংখ্যার পরিসর কত ?
(ক) 20-30 (খ) 17-20 (গ) 11-16 (ঘ) 7-14
উত্তর: ঘ
১৫। পেট্রোলিয়ামে ন্যাপথার পরিমান কত ?
(ক) 2% (খ) 5% (গ) 10% (ঘ) 14%
উত্তর: গ
১৬। অংশ কলামের 71-120oC তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশ কোনটি ?
(ক) গ্যাসোলিন (খ) ন্যাপথা (গ) কেরোসিন (ঘ) ডিজেল
উত্তর: খ
১৭।কেরোসিন বা প্রাকৃতিক গ্যাসে অগ্নি প্রজ্বলন প্রকৃতপক্ষে কোন মৌলের যৌগের দহন ?
(ক) C (খ) N (গ) O (ঘ) Na
উত্তর: ক
১৮। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ডিজের তেল থাকে ?
(ক) 13% (খ) 20% (গ) 35% (ঘ) 50%
উত্তর: খ
১৯। পেট্রোলিয়ামে শতকরা কতভাগ কেরোসিন থাকে ?
(ক) 5% (খ) 10% (গ) 13% (ঘ) 20%
উত্তর: গ
২০। কোনটিতে 16 থেকে 20 টি কার্বন থাকে ?
(ক) কেরোসিন (খ) পেট্রোল (গ) ডিজেল (ঘ) লুব্রিকেটিং তেল
উত্তর: গ
২১। পেট্রোলিয়ামে শতকরা কতভাগ লুব্রিকেটিং তেল ও বিটুমিন থাকে ?
(ক) 13 ভাগ (খ) 20 ভাগ (গ) 35 ভাগ (ঘ) 50 ভাগ
উত্তর: ঘ
২২। ২০-৩৫ পর্যন্ত কার্বন সংখ্যা থাকে কোনটি ?
(ক) ডিজেল তেলে (খ) লুবিকেটিং তেল
(গ) কেরোসিনে (ঘ) গ্যাসোলিনে
উত্তর: খ
২৩। জেট ইন্জিনে জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয় ?
(ক) কেরোসিন (খ) ন্যাপথা (গ) পেট্রোল (ঘ) ডিজেল
উত্তর: গ
২৪। ভ্যাসলিন তৈরিতে কোনটি ব্যবহৃত হয় ?
(ক) ন্যাপথা (খ) পিচ (গ) লুবিকেটিং তেল (ঘ) প্যারাফিন মোম
উত্তর: ঘ
২৫। রাস্তা তৈরিতে কোনটি ব্যবহৃত হয় ?
(ক) ন্যাপথা (খ) পিচ (গ) লুবিকেটিং তেল (ঘ) পেট্রোলিয়াম
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url