শুষ্ককারক পদার্থ (Drying Agent)মনে রাখার উপায়


আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

Drying Agent Tricks


শুষ্ককারক পদার্থ বা drying agent:

এদের ডেসিকেটিং এজেন্টও বলা হয়।

কঠিন শুষ্ককারক:

অনার্দ্র CaCl2,KCl,MgSO4, সাদা দানাদার P2O5, সিলিকা (SiO2) জেল 
মনে রাখার উপায়:

 "কপাল ফাটা মাসি"

  • ক-  CaCl2
  • প- KCl
  • ফ- P2O5
  • ম- MgSO4
  • স- SiO2

তরল শুষ্ককারক:

  • গাঢ় H2SO4

নিরুদক পদার্থ বা dehydrating agent:

  • কঠিন নিরুদক: অ্যালুমিনা (Al2O3),অনার্দ্র KHSO4
  • তরল নিরুদক: গাঢ় H2SO4 , গাঢ় H3PO4

N.B: গাঢ় H2SO4 ও P2O5 উভয়েই শুষ্ককারক ও নিরুদক পদার্থ রূপে ক্রিয়া করে। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url