ট্রিপল-এ (AAA) মেথড কী?



আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

ট্রিপল-এ (AAA) মেথড কী?/What is the Triple-A (AAA) method?

শিক্ষার্থীদের পদ্ধতিগত শিখন, লব্ধ জ্ঞানের প্রয়োগ ও পরীক্ষা-প্রস্তুতি যাচাই করার জন্য এ বইটির সমগ্র বিষয়বস্তু সাজানো হয়েছে ট্রিপল-এ (AAA) মেথডে। প্রথমেই পাঠ্যবইয়ের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে বুঝে আয়ত্ত করার জন্য দেওয়া হয়েছে Analysis অংশ। এ অংশটি রপ্ত করে সব ধরনের প্রশ্নকাঠামোর ওপর তা প্রয়োগে দক্ষ হয়ে ওঠার জন্য দেওয়া হয়েছে Application অংশ।সবশেষে নিজে নিজে পরীক্ষা দিয়ে দক্ষতা যাচাইয়ের জন্য রয়েছে Assessment অংশ। তিনটি অংশের সমন্বয়ে ট্রিপল-এ (AAA) সম্পর্কে বিস্তারিত জেনে নাও নিচের বর্ণনা থেকে।

অ্যানালাইসিস(ANALYSIS)

পাঠ্য বিষয়বস্তু নিখুঁতভাবে রপ্ত করার জন্য প্রতি অধ্যায়ের শুরুতেই দেওয়া হয়েছে অ্যানালাইসিস অংশ ।এখানে রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ধারণা, কঠিন অংশের সহজ ব্যাখ্যা, বিষয়বস্তু পর্যালোচনা, প্রয়োজনীয় সূত্র, মনে রাখার কৌশল ইত্যাদি।এছাড়া প্রতিটি টপিকের শেষে দেয়া হয়েছে কুইজ।
এ অংশ ভালোভাবে বুঝে পড়লে পাঠ্য বিষয়ের ওপর তোমার স্বচ্ছ ধারণা তৈরি হবে। আর কুইজের উত্তর প্রদানের মাধ্যমে সে ধারণার সঠিকতা যাচাই করতে পারবে। অ্যানালাইসিস অংশের প্রস্তুতি তোমাকে অধ্যায়ের বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানে সহযোগিতা করবে। পরীক্ষার আগে রিভিশন দিতেও সহায়ক হবে এ অংশটি ।

অ্যাপ্লিকেশন(APPLICATION)

সৃজনশীল পদ্ধতিতে পাঠ্য বিষয়বস্তুর জ্ঞান বাস্তবজীবনের বিভিন্ন পরিস্থিতিতে যত বেশি প্রয়োগ করবে ততই দক্ষ হয়ে উঠবে তোমরা । তাই এ অংশটি দেওয়া হয়েছে হাতে-কলমে অনুশীলনের জন্য।
এখানে রয়েছে প্রতিটি বিষয়বস্তুর ওপর বহুনির্বাচনি প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নোত্তর, 
সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর, টাইপভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় ব্যাখ্যা, টিপস ইত্যাদি। শিখনফল বিশ্লেষণের ভিত্তিতে প্রণীত এসব প্রশ্ন অনুশীলনের মাধ্যমে অধ্যায়ের যেকোনো প্রশ্নের উত্তর করতে পারবে তুমি ।

অ্যাসেসমেন্ট(ASSESSMENT)

অধ্যায়ের প্রস্তুতি যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট অংশটিএখানে রয়েছে শিখনফলের ভিত্তিতে বাছাইকৃত সৃজনশীল রচনামূলক প্রশ্নের প্রস্তুতি যাচাই অংশ।এছাড়া রয়েছে সৃজনশীল বহুনির্বাচনি, রচনামূলক ও সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের মডেল টেস্ট। প্রতিটি টেস্টের সঙ্গে রয়েছে অ্যাসেসমেন্ট ছক। এসব প্রশ্নের উত্তর প্রদান এবং অ্যাসেসমেন্ট ছক পূরণের মাধ্যমে তুমি নিজেই নিজের দক্ষতা যাচাই করতে পারবে। আর এখানে প্রাপ্ত গ্রেড অধ্যায়টির শুরুতে প্রদত্ত ছকে লিপিবদ্ধ করে নির্ণয় করতে পারবে সমগ্র অধ্যায়টির ওপর তোমার প্রস্তুতি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url