মোলের ধারণা ও রাসায়নিক গণনা সাজেশন
১০০% কমন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
অধ্যায় :৬ মোলের ধারণা ও রাসায়নিক গণনা
MCQ টপ টিপস
- অ্যালুমিনিয়াম সালফেটের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা – ১৭টি
- অ্যানালারে ভেজাল থাকে – সর্বোচ্চ ১ ভাগ
- গ্লুকোজের স্থুল সংকেত – CHO [সিলেট বোর্ড ২০১১]
- 4g ক্যালসিয়ামের 0.1 মোল [কুমিল্লা বোর্ড ২০২০!
- পানিতে হাইড্রোজেন এর শতকরা পরিমাণ - 11.11 [চট্টগ্রাম বোর্ড ২০১৫] ।
- সেমিমোলার বলতে বুঝায় - 0.5 মোলার [সি. বো. ১৭]
সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১ 2H2(g) + O2(g) = 2H2O(g) এ সমীকরণ থেকে কী কী তথ্য জানা যায়?
উত্তর : 2H2(g) + O2(g) = 2H2O(g)
এ সমীকরণ থেকে নিচের বিষয়গুলো জানা যায়-
- ১. বিক্রিয়ায় H2,O2( এবং H2O- এর ভৌত অবস্থা জানা যায়।
- ২. বিক্রিয়াতে অংশগ্রহণকারী অণু বা মৌলসমূহের এবং বিক্রিয়া থেকে উৎপন্ন যৌগের নাম, প্রতীক, সংকেত, মোল সংখ্যা এবং শতকরা সংযুতি জানা যায় ।
- ৩. বিক্রিয়কসমূহের অনুপাত এবং বিক্রিয়ক ও উৎপাদের অনুপাত জানা যায়।
প্রশ্ন-২ অ্যাভোগেড্রো সংখ্যার তাৎপর্য লেখ।
উত্তর : অ্যাভোগেড্রো সংখ্যার তাৎপর্য নিম্নরূপ :
- i. কোনো পদার্থের গ্রাম আণবিক ভর থেকে ঐ পদার্থের একটি অণুর ভর নির্ণয় করতে অ্যাভোগেড্রো সংখ্যা ব্যবহৃত হয় ।
- ii. কোনো মৌলের গ্রাম পারমাণবিক ভর থেকে একটি পরমাণুর ভর নির্ণয় করতে অ্যাভোগেড্রো সংখ্যা ব্যবহৃত হয়।
৩.একটি পানির অণুর ভর কত?
উত্তর :নিজে করো
৪ .এক গ্রাম পানিতে কতটি অণু আছে?
উত্তর :নিজে করো
প্রশ্ন ৫. 1g হীরকে কয়টি কার্বন পরমাণু বিদ্যমান?
উত্তর : নিজে করো
প্রশ্ন ৬ গ্যাসীয় পদার্থের আয়তন হিসাব করার সময় চাপ ও তাপমাত্রা উল্লেখ করতে হয় কেন?
উত্তর : গ্যাসের আয়তন চাপ ও তাপমাত্রার উপর নির্ভরশীল বলে গ্যাসীয় পদার্থের চাপ ও তাপমাত্রা উল্লেখ করতে হয়। তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে পদার্থের আয়তনও বৃদ্ধি বা হ্রাস পায়। অপরদিকে, চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। অর্থাৎ তাপমাত্রা ও চাপ পরিবর্তনে গ্যাসীয় পদার্থের আয়তন পরিবর্তিত হয়। তাই গ্যাসীয় পদার্থের আয়তন হিসাব করার সময় চাপ ও তাপমাত্রা উল্লেখ করতে হয়
প্রশ্ন ৭. স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হলে আণবিক ভর প্রয়োজন হয় কেন?
উত্তর : যৌগের মোট আণবিক ভর তার স্থুল সংকেতের আণবিক ভরের সরল গুণিতক বলে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হলে আণবিক ভর প্রয়োজন হয়।স্থূল সংকেত দ্বারা যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ পায়। পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা জানা যায় আণবিক সংকেত থেকে। অর্থাৎ স্থূল সংকেত CH হলে আণবিক সংকেত (CH)n। তাই যৌগের আণবিক ভর জানা থাকলেই কেবল n এর মান নির্ণয় করে আণবিক সংকেত নির্ণয় করা যায়। এ কারণেই স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়ে আণবিক ভর প্রয়োজন হয়।
প্রশ্ন ৮ : আণবিক সংকেতের তাৎপর্য লিখ।
উত্তর : কোনো যৌগের আণবিক সংকেত থেকে একটি মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু অপর মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হয় তা জানা যায়। কার্বনের একটি পরমাণু অক্সিজেনের দুইটি পরমাণুর সাথে যুক্ত হয়ে CO2 অণু গঠিত হয়। এক মোল কার্বন পরমাণু দুই মোল অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক মোল CO2 অণু গঠন করে। কোনো পদার্থে যুক্ত মৌলের ভর থেকে মোলসংখ্যা হিসাব করে আণবিক সংকেত নির্ণয় করা যায়।
প্রশ্ন ৯ কার্বনের দহন প্রক্রিয়াটি কীভাবে ঘটে?
উত্তর : কার্বনকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে কার্বন (iv) ডাইঅক্সাইড উৎপান। বিক্রিয়ক কার্বন কঠিন, অক্সিজেন গ্যাসীয় এবং উৎপাদ কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ।
প্রশ্ন ১০. যৌগে মৌলের শতকরা সংযুতি কীভাবে নির্ণয় করা হয়?
উত্তর : নির্দিষ্ট যৌগে মৌলের শতকরা সংযুতি নির্দিষ্ট হয়। মৌলের বা কোনো নির্দিষ্ট অংশের শতকরা সংযুতি নির্ণয়ের জন্য যৌগের আণবিক সংকেত লিখে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে হবে। অতঃপর পৃথকভাবে প্রতিটি মৌলের ভর এবং প্রয়োজনে নির্দিষ্ট অংশের ভর নির্ণয় করে যৌগে মৌলের শতকরা সংযুতি নির্ণয় করা যায়।
আর পড়ুন :মোলের ধারণা ও রাসায়নিক গণনা ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। গ্লকোজের আপেক্ষিক আণবিক ভর কত?
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
২। প্রমাণ অবস্থায় 0.224 লিটার আয়তনে কত মোল ক্লোরিন বিদ্যামান?
৩। 1.7g NH3 তে কতটি অণু বিদ্যমান ?
৪। প্রমাণ অবস্থায় 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত ?
৫। প্রমান অবস্থায় 5g CO 2 গ্যসের আয়তন কত ?
৬। STP তে 0.5 মোল H2 এর আয়তন কত ?
৭। প্রমান অবস্থায় 11.5g NH3 গ্যাসের আয়তন কত ?
৮। STP তে 8g SO2 এর আয়তন কত ?
৯। প্রমান অবস্থায় 1g নাইট্রোজেন গ্যাসের আয়তন কত ?
১০। 0.25M 500mL Na2 CO3 দ্রবণ প্রস্তুতিতে কী পরিমাণ Na2 CO3 লাগবে ?
১১। 2লিটার 0.1মোলার CuSO3.5H2 O প্রস্তুতির জন্য দ্রব প্রয়োজন--
১২। 0.2 M0.5 mL Na2 CO3 দ্রবণে কত গ্রাম Na2 CO3 থাকে ?
১৩। 2 লিটার 0.5 মোলের CaCO3 দ্রবণে কী প্ররিমান CaCO3 বিদ্যমান ?
১৪। 200mL ডেসিমোলার সোডিয়াম সালফেট দ্রবন প্রস্তুত করতে কত গ্রাম লবণটি লাগবে ?
১৫। 250 mL 0.25M পটাশিয়াম কার্বনেট দ্র্রবন প্রস্তুত করতে লবণটির কী পরিমান লাগবে ?
১৬। 49 গ্রাম H2 SO4 কে দ্রবীভূত করে 1 মোলার দ্রবণ তৈরি করতে আয়তনের পরিমান কত ?
১৭। একটি যৌগে C= 93.75%, H=6.25% এবং বাষ্প ঘনত্ব 64 হলে যৌগের আণবিক সংকেত কী ?
১৮। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় 9গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন ?
১৯। 4 গ্রাম হাইড্রোজেন ও72 গ্রাম ফ্লোরিনের বিক্রিয়ায় কত গ্রাম উৎপাদ পাওয়া যাবে ?
২০। 200 g চুনাপাথোরকে খোলা পাত্রে উত্তপ্ত করলে CaO পাওয়া যাবে ?
২১। 24 গ্রাম Mg হতে কত গ্রাম MgO তৈরি হয় ?
২২। 2NH4CI+ Ca(OH)2 →2NH3+CaCI2+2H2O; বিক্রিয়াটিতে 11 g লবণ তৈরিতে কত গ্রাম ক্ষরক প্রয়োজন ?
২৩।5 g হাইড্রোজেন গ্যাস 75g ক্লোরিন গ্যাসের সাথে মিশ্রিত করা হলো। অবশিষ্ট বিক্রিয়কের মোল সংখ্যা কত ?
২৪। NH3 গঠনের জন্য 6গ্রাম হাইড্রোজেন কত গ্রাম নাইট্রোজেনের সাথে যুক্ত হবে ?
২৫। 24 g Mg সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে কত লিটার H2গ্যাস উৎপন্ন করে ?
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url