রাসায়নিক বিক্রিয়া সাজেশন

 অধ্যায় ৭ রাসায়নিক বিক্রিয়া

রসায়ন  আপডেট সাজেশন-2026

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


MCQ টপ টিপস

  •  অলিয়ামে সালফারের জারণ মান + 6 [রাজশাহী বোর্ড ২০২৪]
  • Cu2Cl2 + Cl2 ➡ 2CuCl2 এটি  সংযোজন বিক্রিয়া  [ঢাকা বোর্ড -২০২৪]
  •  O₂ এটি – জারক পদার্থ [সিলেট বোর্ড-2024]
  • KO₂ যৌগে O এর জারণ সংখ্যা--1/2 [ঢাকা বোর্ড ২০২০]
  • 2Mg + O2 = 2MgO এই বিক্রিয়াটি – সংযোজন ও দহন [সি: বো ২23]
  •  Na₂SO₄ যৌগে S এর জারণ সংখ্যা - +6 [রাজশাহী বোর্ড ২০২০]

অনুধাবনমূলক প্রশ্ন

  • ১. HNO₃ কে বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করা হয় কেন? ব্যাখ্যা কর। 
  • ২. জারণ সংখ্যা ও যোজনী এক নয় কেন? ব্যাখ্যা করো।
  • ৩. উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায়? 
  • ৪. প্রশমন বিক্রিয়া একটি নন-রেডক্স বিক্রিয়া কেন? 
  • ৫. পানি-বিশ্লেষণ ও পানিযোজন বিক্রিয়া এক নয় কেন? ব্যাখ্যা করো ।
  • ৬. পলিমারকরণ বিক্রিয়া বলতে কী বুঝ? 
  • ৭. পিঁপড়ার কামড়ের ক্ষতস্থানে চুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে? ব্যাখ্যা করো।
  • ৮. লোহায় মরিচা একটি রাসায়নিক পরিবর্তন-- ব্যাখ্যা করো। 
  • ৯. রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা- ব্যাখ্যা করো। 
  • ১০. লা-শাতেলিয়ের নীতিটি ব্যাখ্যা করো।
  • ১১. মৌমাছি পোকার কামড়ের ক্ষতস্থানে কেন চুন প্রয়োগ করা হয়? ব্যাখ্যা করো। 
  • ১২. সংশ্লেষণ বিক্রিয়া বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। 

জ্ঞানমূলক প্রশ্ন 

১.সমাণু কী? 

উত্তর: একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট। দুটি যৌগকে পরস্পরের সমাণু বলে।

২.জারণ সংখ্যা কাকে বলে?

উত্তর : যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন। বর্জন করে ধম্ভক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে ঐ মৌলের জারণসংখ্যা বলে।

৩.মুক্ত মৌলের বা নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা কত? 

উত্তর: মুক্ত মৌলের বা নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা শূন্য । 

৪. জারক কাকে বলে?

উত্তর : জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে। তাকে জারক বলে।

৫.বিয়োজন বিক্রিয়া কী?

উত্তর: যে বিক্রিয়ার মাধ্যমে কোন যৌগকে ভেঙ্গে একাধিক যৌগ বা মৌলে পরিণত করা হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে ।

৬. কেলাস পানি কি?

উত্তর: আয়নিক যৌগের কেলাস গঠনের সময় যুক্ত পানিকে কেলাস পানি বলে ।

৭. জারণ কাকে বলে? 

উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ
বলে।

৮. দহন তাপ কী?

উত্তর: এক মোল পরিমাণ পদার্থকে দহন করলে যে তাপের উৎপন্ন হয় তাকে দহন তাপ বলে।

৯. উভমুখী বিক্রিয়া কাকে বলে? 

উত্তর: যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং একই সাথে উৎপাদ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে।

১০. টলেন বিকারক কী? 

 উত্তর: অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলে।

১১. তাপহারী বিক্রিয়া কাকে বলে? 

উত্তর: যে বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে।

১২. পানিযোজন বিক্রিয়া কী? 

উত্তর: আয়নিক যৌগের কেলাস গঠনের সময় এক বা একাধিক র | সংখ্যক পানির অণুর সাথে আয়নিক যৌগের যুক্ত হওয়ার প্রক্রিয়াকে পানিযোজন বিক্রিয়া বলে।

১৩. চুনাপাথর কী?

উত্তর: CaCO₃ কে চুনাপাথর বলে ।

১৪. রাসায়নিক বিক্রিয়া কী? 

উত্তর: যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন অপর এক বা একাধিক বস্তুতে রূপান্তরিত হয় তাকে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলে।

১৫. মরিচা কী?  

উত্তর : একটি লোহার বস্তুকে দীর্ঘদিন আর্দ্র বাতাসে রেখে দিলে এটি অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে পানিযুক্ত | ফেরিক অক্সাইড উৎপন্ন করে যা মরিচা নামে পরিচিত।

১৬. মরিচার সংকেত লেখো। 

উত্তর: মরিচার সংকেত Fe2O3.nH2O ।

সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: 

প্রশ্ন ১ আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া বলতে কী বোঝায় ?

উত্তর: যে থিবিযোজন বিক্রিয়ায় পানি কোনো যৌগের সঙ্গে বিক্রিয়া করে এক বা একাধিক নতুন যৌগ উৎপাদন করে, আর্দ্রবিশ্লেষণ বা পানিযোজন বিক্রিয়া বলা হয়।
যেমন :এস্টারের আর্দ্রবিশ্লেষণে এসিড ও অ্যালকোহল উৎপাদিত হয়।
CH₃COOCH₂CH₃+ H₂O = CH₃COOH + CH₃CH₂OH

প্রশ্ন ২ ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। এটি কী ধরনের বিক্রিয়া?

উত্তর : ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়।
2FeCl₂ + C1₃→ 2FeCl₃ এক্ষেত্রে বিক্রিয়কে আয়রনের যোজনী 2। 
কিন্তু উৎপাদে আয়রনের যোজনী 3 বিক্রিয়ার ফলে আয়রনের যোজনী বৃদ্ধি পেয়েছে। আবার বিক্রিয়কে ক্লোরিনের যোজনী শূন্য এবং উৎপাদে ক্লোরিনের যোজনী 1। এক্ষেত্রেও ক্লোরিনের যোজনী বৃদ্ধি পেয়েছে। 
সুতরাং বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।

প্রশ্ন ৩ দেখাও যে, H₂S বিজারকরূপে কাজ করে।

উত্তর : Cl₂, পানির মধ্যে H₂S গ্যাস চালনা করলে Cl₂ বিজারিত হয়ে HCI-এ পরিণত হয়, আরH₂S জারিত হয়ে হলুদ বর্ণের S উৎপন্ন করে। এখানে Cl₂ জারক এবং H₂S বিজারক । 2S + Cl₂ = 2HCl + S

প্রশ্ন ৪ সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া তবে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়— ব্যাখ্যা কর।

উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে। সংযোজন বিক্রিয়া বলে। আর যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। যেমন :

উপরের তিনটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া। এর মধ্যে (ii) ও (iii) নং বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগ গঠন করা এ দুটি বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। সুতরাং, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া তবে সকল সংযোজন বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া নয়।

প্রশ্ন ৫ Zn + H₂SO₄ ➡ZnSO₄+ H₂ এ বিক্রিয়াটিকে কি জারণ-বিজারণ বিক্রিয়া বলা হয়, কেন ?

উত্তর : Zn + H₂SO₄ ➡ZnSO₄+ H₂-এ বিক্রিয়াটিকে জারণ-বিজারণ বিক্রিয়া বলা যায়। এখানে তড়িৎ ধনাত্মক Zn এর সঙ্গে তড়িৎ ঋণাত্মক মূলক SO₄  যুক্ত হয়ে ZnSO, উৎপন্ন করে। ফলে Zn জারিত হয় অর্থাৎ Zn বিজারক। আবার,H₂SO₄ থেকে তড়িৎ ঋণাত্মক SO₄ অপসারিত হয়ে । উৎপন্ন হয়। ফলে H₂SO₄  বিজারিত হয়। এখানে লঘু H₂SO₄ জারক হিসেবে কাজ করে। 

প্রশ্ন ৬. মোমবাতি দহনে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে ব্যাখ্যা কর।

উত্তর : একটি মোমবাতি যখন জ্বলে তখন মোমের মধ্যস্থ C এবং H2 বায়ুর O2-এর সাথে রাসায়নিক বিক্রিয়া করে CO2 এবং H2 O তে পরিণত হয়— এটি হলো মোমের রাসায়নিক পরিবর্তন। এ পরিবর্তনে যে তাপ উৎপন্ন হয় তার দ্বারা কিছু পরিমাণ মোম গলে তরুণ হয়- এটি হলো মোমের ভৌত পরিবর্তন। সুতরাং, একটি মোমবাতির দহনে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে।

প্রশ্ন :৭প্রকৃত রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য লেখ।

উত্তর : রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য :

  •  রাসায়নিক পরিবর্তন স্থায়ী। পরিবর্তিত পদার্থকে সহজে মূল পদার্থে ফিরিয়ে আনা যায় না। কারণ মূল পদার্থ এবং রাসায়নিক পরিবর্তনের পর প্রাপ্ত পদার্থের মধ্যে অণুর গঠনের আমূল পরিবর্তন হয়।
  • রাসায়নিক পরিবর্তনে তাপের পরিবর্তন অবশ্যম্ভাবী। যেকোনো রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় অথবা শোষিত হয়। 

প্রশ্ন :৮ রাসায়নিক সাম্যাবস্থাকে গতিময় অবস্থা বলা হয় কেন?

উত্তর : রাসায়নিক সাম্যাবস্থায় একই সাথে সম্মুখ ও পশ্চাৎ দুই বিক্রিয়াই সংঘটিত হয়। তবে এই অবস্থায় সম্মুখ বিক্রিয়া যে হারে ঘটে। পশ্চাৎ বিক্রিয়া একই হারে ঘটে। তাই আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় এটি একটি স্থির অবস্থা কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি গতিমা অবস্থা। তাই রাসায়নিক সাম্যাবস্থাকে গতিময় অবস্থা বলা হয়।

প্রশ্ন ৯ জারণ সংখ্যা ও যোজনী এক নয় কেন?

উত্তর : জারণ সংখ্যা হলো এমন একটি সংখ্যা, যা দ্বারা মৌলের পরমাণুতে সৃষ্ট তড়িৎ চার্জের প্রকৃতি ও সংখ্যামান উভয়ই প্রকাশ পায়। অপরদিকে যোজনী হলো একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তাছাড়া জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে, স্থির যোজনী একটি পূর্ণ সংখ্যা। এ কারণেই জারণ সংখ্যা ও যোজনী এক নয়।

৭ম অধ্যায়ের উপর আরো পড়ুন: রাসায়নিক বিক্রিয়া
৭ম অধ্যায়ের উপর আরো পড়ুন: রাসায়নিক বিক্রিয়া(কওখ )

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তত হয় না ?

 (ক)  অণুর গঠন  
 (খ)  আন্তঃআনবিক দূরত্ব 
 (গ) ঘনমাত্রা 
  (ঘ)  নিজস্ব বৈশিষ্ট্য
উত্তর: ক

২। নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ ?

 (ক) হাইড্রোজেন ও অক্রিজেনের মাধ্যমে পানি তৈরি   
 (খ) লোহার মরিচা পড়া                    
 (গ) মোমবাতি জ্বালানো   
 (ঘ) জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরি
উত্তর: ঘ

৩। একটি লোহার টুকরাকে চুম্বুক দ্বারা ঘর্ষন করলে তা চুম্বুকত্ব প্রাপ্ত হয় ।এটি কোন ধরনের পরিবর্তন ?


(ক) ভৌত ও রাসায়নিক পরিবর্তন   
(খ) ভৌত পরিবর্তন                                                   
(গ) কোন পরিবর্তনই হয় না  
  (ঘ) রাসায়নিক পরিবর্তন 
উত্তর:খ

৪। কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে ?

 (ক) পানি ও চিনি দিয়ে শরবত তৈরি করলে 
 (খ) চুনের সাথে পানি যোগ কোরলে 
(গ) মোম গলে তরলে পরিণত হলে 
(ঘ) বরফকে তাপ দিয়ে পানিতে পরিণক করলে
উত্তর: খ

৫। মোম জ্বালানোর সময় কিছু অংশ গলে যায় -এটি কোন ধরণের পরিবর্তন ? 

(ক) ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়   (খ) ভৌত পরিবর্তন হয় 
(গ) রাসায়নিক পরিবর্তন হয়                  (ঘ)  কঠিনে পরিণত হয় 
উত্তর: ক

৬। প্রাকৃতিক গ্যাস পোড়ালে নিচের কোনটি উৎপন্ন হয় ?

(ক) H2O(s)    (খ) CH4   (গ) SO2    (ঘ) CO2
উত্তর: ঘ 

৭।  FeSo4 অণুতে Fe-এর জারণ সংখ্যা কত ?

(ক) +1  (খ) -1    (গ) -2   (ঘ) +2
উত্তর: ঘ

৮। সুপার অক্রাইডে অক্রিজেনের জারণ সংখ্যা কত ?

(ক) -2   (খ) -1  (গ) -1/2   (ঘ) 0
উত্তর: গ

৯। কোন অক্রাইডে অক্রিজেনের জারণ সংখ্যা  -1/2 ?                

(ক) CaO    
(খ) Na2O2
(গ) RbO2  
(ঘ)MnO2
উত্তর: গ  

১০।সোডিয়াম থায়ো সালফেটে সালফারের জারণ সংখ্যা কত ?

(ক) +2  
(খ) 0   
(গ) +4  
(ঘ) +6
উত্তর: ক

১১। লিথিয়াম অ্যালুমিনিয়াম টিট্রা হাইড্রাইড এ হাইড্রোজেনের জারণ সংখ্যা কত ?

(ক) +1    
(খ) -1   
(গ) 0   
(ঘ) +2
উত্তর: খ

১২। নিচের কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা শূন্য হবে ?

(ক) KMnO4   
(খ) Na2CO3  
(গ) FeSO4    
(ঘ) H2CCI2
উত্তর: ঘ

১৩। CHCI 3 যৌগে কার্বনের জারণ সংখ্যা কত ?

(ক) শূন্য  
(খ) +2   
(গ) -2 
 (ঘ) +4
উত্তর: খ

১৪। Na2SO4 যৌগে সাফারের জারণ সংখ্যা কত ?

  (ক) +2   (খ) +2.5  (গ) +4   (ঘ) +6
উত্তর; ঘ

১৫। ক্রায়োলাইটে ফ্রোরিনের জারণ মান কত ?

(ক) +1   (খ) -1  (গ) -3  (ঘ) -6
উত্তর: খ

১৬। ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে ? 

(ক) সাইট্রিক এসিড 
(খ) এসিটিক এসিড  
(গ) টারটারিক এসিড
(ঘ) এসকরবিক এসিড
উত্তর: খ

১৭। KMnO4 -এ Mn এর জারণ সংখ্যা কত ? 

(ক) +8  
(খ) +7  
(গ) +6   
(ঘ) +5
উত্তর: খ

১৮। ফসফরিক এসিডে ফসফরাসের জারণ মান কত ?

(ক) +3   (খ) +5  (গ) -3   (ঘ)-5
উত্তর: খ

১৯। [Cu(NH3)4]SO4 যৌগে Cu এর জারণ মান কত ?

(ক) +3   (খ)-2  (গ) -3  (ঘ)+2
উত্তর: ঘ

২০। ওলিয়াম সালফারের জারণ সংখ্যা কত ?

(ক) 2   (খ) 4  (গ) 6  (ঘ) 8
উত্তর: গ
{ওলিয়ামের রাসায়নিক সংকেত হল H2S2O7. এতে সালফার এর জারন সংখ্যা হল 6+}

২১। পটাসিয়াম সালফাইডে সালফারের জারণ সংখ্যা কত ?

(ক) -2    (খ) 0     (গ) +4     (ঘ) +6
উত্তর: ক
ব্যাখ্যা:
পটাসিয়াম সালফাইড একটি অজৈব যৌগ। এর রাসায়নিক সংকেত K2S। বর্ণহীন এই যৌগটি সহজে সংগঠিত হয় না, কারণ এটি অতি সহজে পানির সাথে বিক্রিয়া করে পটাসিয়াম হাইড্রোসালফাইড (KSH) এবং পটাসিয়াম হাইড্রক্সাইড (KOH) উৎপন্ন করে।

২২। NH4(CNS) এ CNS  এর জারণ মান কত ?

(ক) +1   (খ) +2  (গ) -1   (ঘ) -2
উত্তর: গ

২৩। KO2 যৌগে অক্রিজেনের জারণ সংখ্যা কত ?

(ক) -2   (খ) -1  (গ) -1/2   (ঘ) +1/2
উত্তর: গ

২৪। K2O2  এ অক্রিজেনের জারণ সংখ্যা কত ?

(ক) 0   (খ) -1/2  (গ) -1   (ঘ) -2
উত্তর: গ

২৫। কপার সালফেটে সালফারের জারণ সংখ্যা কত ?

(ক) +1   (খ) +2  (গ) +4   (ঘ) +6
উত্তর: ঘ



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url