রাসায়নিক বন্ধন সাজেশন
১০০% কমন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
MCQ টপ টিপস
- নাইট্রেট যৌগমূলকের যোজনী – 1 [ঢাকা বোর্ড ২০২৪]
- কার্বন ডাইঅক্সাইড যৌগে ভ্যান্ডার ওয়ালস্ শক্তি – সবচেয়ে কম [রাজশাহী বোর্ড ২০২৪]
- অ্যালুমিনিয়াম নাইট্রেট এর একটি অণুতে – ১৩টি পরমাণু থাকে [যশোর বোর্ড ২০২৪]
- আয়ন গঠনের সময় পটাশিয়াম লাভ করে – Ar মৌলের ইলেকট্রন বিন্যাস [কুমিল্লা বোর্ড ২০২৪]
- সালফার ডাইঅক্সাইড যৌগে S এর সুপ্ত যোজনী – ২ [চট্টগ্রাম বোর্ড ২০২৪]
- সাধারণ লবণ পানিতে – দ্রবণীয় [কুমিল্লা বোর্ড ২০২৪]
তথ্য কণিকা(Information)
মৌলিক গ্যাসের অণুসমূহ সাধারণত দ্বিপরমাণুক যেমন- O2, N2, F2, Cl2, Br2 ইত্যাদি।
কোনো কোনো মৌলের অণু দুইয়ের অধিক পরমাণু নিয়ে গঠিত হয়। যেমন O3, P4, S8
সব অণুতেই পরমাণুসমূহ এক বিশেষ আকর্ষণশক্তি দ্বারা পরস্পর আবদ্ধ থাকে, এ শক্তিকে বন্ধনশক্তি বলে।
ধাতু-অধাতু মিলে সাধারণত আয়নিক বন্ধন, অধাতু-অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করে।
যোজ্যতা ইলেকট্রন: কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে।
নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা: '১৮' গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।
নিম্নে নিষ্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো :
He (2) : 1s2
Ne (10) : 1s2 2s2 2p6
Ar (18) : 1s2 2s2 2p6 3s2 3p6
Kr (36): 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6
Xe (54) : 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p2 4p6 4d10 4f14 5s2 5p6
Rn (86) : 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14 5s2 5p6 5d10 6s2 6p6
এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের কুইজ-কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং
অষ্টক ও দুই-এর নিয়ম:
বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন আদান-প্রদান এবং শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে ২ টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে দুই-এর নিয়ম বলে।
অথবা বেশির ভাগ ক্ষেত্রে আটটি ইলেকট্রনের বিন্যাস লাভ করে। এভাবে He - -এর বিন্যাস লাভ করাকে দুই-এর (duplet or duet) নিয়ম এবং যোজ্যতা স্তরে ৮ টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক (octet) নিয়ম বলে।
রাসায়নিক বন্ধন গঠনের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য আমাদের মনে রাখতে হবে--
✅১. কোনো মৌলের শেষ শক্তিস্তরের ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে।
✅২. প্রতিটি পরমাণুরই লক্ষ্য থাকে তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করা।
✅৩. ১ থেকে ১৭ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ বন্ধন গঠন করলে খুব সহজেই দুই-এর (duplet) বা অষ্টক (octet) নিয়ম মেনে চলে। তৃতীয় স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা ১৮ হওয়া সত্বেও কিছু মৌল উপরের তথ্যের ভিত্তিতে পরমাণুসমূহ বন্ধন গঠন করে এবং সে কারণেই একের প্রতি অন্যের আকর্ষণ বা আসক্তির সৃষ্টি হয়।
এসএসসি ইসলাস শিক্ষা(১,২)অধ্যায়ের কুইজ-শরিয়তের উৎস,আকাইদ ও নৈতিক জীবন
সুতরাং বলা যায় যে-যে আকর্ষণ বলের মাধ্যমে একটি পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হয় তাকে রাসায়নিক বন্ধন বলে।
ক্যাটায়ন ও অ্যানায়ন:
পাশাপাশি সোডিয়াম ও নিয়নের ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁক। কীভাবে সোডিয়াম, নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে? Na -এর পারমাণবিক সংখ্যা 11।
তার শেষ শক্তিস্তরের একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে Na+ আয়নের আধান গঠন--
Na - e- Na+
2, 8, 1 2, 8
11 টি প্রোটনের আধান = +11
10 টি ইলেকট্রনের আধান = -10
মোট আধান= +1
যে সকল মৌলের শেষ শক্তিস্তর বা যোজ্যতা স্তরে কম সংখ্যক (১, ২, ৩) ইলেকট্রন থাকে সে সকল
মৌলের ইলেকট্রন পর্যায় সরণির একই পর্যায়ের অন্যান্য মৌলের তুলনায় নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে। ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আকর্ষিত থাকে।
এই মৌলসমূহ ইলেকট্রন অপসারণ করে দুই এর বা অষ্টক পূর্ণ অবস্থায় পরিণত হতে চায়।
যার ফলে এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে। স্বাভাবিক অবস্থায় পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে।একটি ইলেকট্রন ত্যাগের কারণে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ এক একক বেড়ে যায়।
তখন এটি একক ধনাত্মক আধানযুক্ত পরমাণুতে পরিণত হয়। ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে ।
দেখা যাচ্ছে ক্লোরিনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা ৭, মোট ইলেকট্রন সংখ্যা ১৭, অপর দিকে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন সংখ্যা ১৮, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা ৮। আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলে ক্লোরিনের আরও একটি ইলেকট্রন প্রয়োজন।
Cl- আয়নের আধান গঠন-
Cl + e- Cl-
2, 8, 7 2, 8, 8
17 টি প্রোটনের আধান = +17
18 টি ইলেকট্রনের আধান = -18
মোট আধান = -1
একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন পরমাণু একক ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়নে পরিণত হয়।ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে।
ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন (ধনাত্মক আয়ন) এবং অ্যানায়নসমূহ (ঋণাত্মক আয়ন) যে আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে।
চেনার উপায়: ধাতু+ অধাতু= আয়নিক বন্ধন
যেমন:MgO,NaCl
৫ম অধ্যায়ের উপর আরো পড়ুন: রাসায়নিক বন্ধন ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন
সমযোজী বন্ধন: সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, তাকে সমযোজী বন্ধন বলে।
চেনার উপায়: অধাতু+ অধাতু= সমযোজী বন্ধন
যেমন: H2O, NH3, CO2 এবং CH4
সমযোজী বন্ধনে গঠিত মৌলিক অণুকে (যেমন O2) সমযোজী অণু এবং যৌগকে সমযোজী যৌগ (যেমন CO2 ) বলে।
কিছু সমযোজী অণু কম তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে (CO2, CH4, NH3 ইত্যাদি) কিছু তরল অবস্থায় থাকে (H2O, C2H5OH ; ইথানল ইত্যাদি)
এবং কিছু কঠিন অবস্থায় থাকে {সালফার (S8), আয়োডিন (I2) ইত্যাদি}। এদের অণুসমূহ দুর্বল ভ্যানডার ওয়ালস
(van der Waals) শক্তি দ্বারা আবদ্ধ থাকে যা কম তাপমাত্রায় ভেঙে যায়। ঈঙ২, ঈঐ৪, ঘঐ৩ ইত্যাদির অণুসমূহের মধ্যে ভ্যানডার ওয়ালস (van der Waals ) শক্তি নেই বললেই চলে, যার ফলে এরা গ্যাসীয় অবস্থায় একক অণু হিসেবে ঘুরে বেড়ায়।
চিনির আণবিক সংকেত : C12H22O11
ধাতব বন্ধন: ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণবল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে ।
চিত্র : ধাতব কেলাসে আয়ন ও ইলেকট্রন
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
উত্তর : কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে ঐ মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে ।
২. যোজ্যতা কী?
উত্তর : কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজনী বা যোজ্যতা বলে ।৩. যৌগমূলক কাকে বলে?
উত্তর: একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে যা একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে ।
৪. অষ্টক এর নিয়মটি লেখো।
উত্তর: বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান কিংবা শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে ৮টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক নিয়ম বলে।
৬. ক্যাটায়ন কাকে বলে?
উত্তর: ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা যৌগমূলককে ক্যাটায়ন বলে ।
৭. অ্যানায়ন কী? [সি. বো. ১৯]
উত্তর: ঋণাত্মক আধানযুক্ত পরমাণু বা যৌগমূলককে অ্যানায়ন বলে ।
উত্তর: রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণুগুচ্ছ
এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক চার্জগ্রন্থ হয়, তাকে আয়ন বলে ।
৯. আয়নিক বন্ধন কাকে বলে? [কু: বো. ১৭]
উত্তর: ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়নসমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে | আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে।
১০. সমযোজী বন্ধন কাকে বলে? [দি. বো. ১৭]
উত্তর: অধাতব পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, তাকে সমযোজী বন্ধন বলে ।
১১. কেলাস পানি কী?
অনুধাবনমূলক প্রশ্ন
- ১. CH₃OH/ HF একটি পোলার যৌগ- ব্যাখ্যা করো । [ব. বো. ২৩; কু. বো. ১৯; সকল বোর্ড ১৮]
- ২. সালফার পরিবর্তনশীল যোজনী দেখায় ব্যাখ্যা করো। [দি. বো. ১৯; সকল বোর্ড ২০১৮]
- ৩. 'অক্সিজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন এক নয়'- ব্যাখ্যা করো। [দি, বো. ১৯]
- ৪. যোজ্যতা ইলেকট্রন বলতে কী বোঝ? [চ. বো. ১৫]
- ৫. NH4+ একটি যৌগমূলক কেন? ব্যাখ্যা করো। [য. বো. ১৬]
- ৬. 18 নং গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? [দি. বো. ১৭]
- ৭. নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলসমূহ রাসায়নিকভাবে কেন নিষ্ক্রিয়? [চ. বো. ১৭]
- ৮. মুক্তজোড় ইলেকট্রন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। [সি. বো. ১৭]
- ১৯. বর্ষকালে খাদ্যলবণ ভেজা মনে হয় কেন? [সি. বো. ১৫]
- ১০. পানি একটি পোলার অণু ব্যাখ্যা করো। [সি. বো. ১৭]
- ১১. MgCl₂-এর গলনাঙ্ক বেশি কেন? [য. বো. ১৭]
- ১২. হীরক বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইট বিদ্যু পরিবাহী কেন? [চ. বো. ১৬]
- ১৩. ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২৫]
প্রশ্ন ১ নিষ্ক্রিয় মৌলগুলো যৌগ গঠন করে না কেন?
উত্তর : হিলিয়াম ছাড়া অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর সর্বশেষ কক্ষে ৪টি ইলেকট্রন আছে। কোনো মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যখন ৪ হয় তখনই পরমাণুটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে।বলে নিষ্ক্রিয় মৌলগুলো যৌগ গঠন করে না।প্রশ্ন ২. তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ :- ১. তড়িৎযোজী যৌগের অণুগুলোর মধ্যে আকর্ষণ তীব্র হওয়ায় এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়।
- ২. তড়িৎযোজী যৌগের অণুগুলো পোলার অর্থাৎ এ জাতীয় যৌগের অণুগুলোর প্রত্যেকটি ছোট ছোট চুম্বকের মতো আচরণ করে, ফলে অণু-অণুর মধ্যে আকর্ষণ খুব বেশি হয়।
প্রশ্ন ৩. সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ :- ১. সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে আকর্ষণ কম হওয়ায় এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়।
- ২. সমযোজী যৌগ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় না, ফলে তড়িৎপরিবহন করে না।
প্রশ্ন-৪ কার্বন আয়নিক যৌগ গঠন করে না- ব্যাখ্যা কর।
উত্তর : কার্বন মৌলের পারমাণবিক সংখ্যা 6 হওয়ায় এর ইলেকট্রন বিন্যাস 2, 4।প্রশ্ন ৫.আয়নিক যৌগের কেলাস আকৃতির কারণ কী ?
উত্তর : আয়নিক যৌগে এককভাবে কোনো অণুর অস্তিত্ব নেই। সকল আয়নিক যৌগ কঠিন অবস্থায় অসংখ্য আয়ন একত্রিত হয়ে বিশেষ ধরনের জালিকা তৈরি করে। এক্ষেত্রে আয়নিক যৌগসমূহে বিপরীতধর্মী আয়ন যথাসম্ভব পরস্পরের নিকটে এবং সমধর্মী আয়ন যথাসম্ভব পরস্পর হতে দূরে অবস্থান করে। এসব যৌগ একটি নিয়মিত জ্যামিতিক আকৃতির কাঠামো গঠন করে। তাই আয়নিক যৌগ দানাদার বা কেলাসাকার হয়।প্রশ্ন ৬. নিষ্ক্রিয় মৌলসমূহের যোজ্যতা শূন্য ধরা হয় কেন?
উত্তর : নিষ্ক্রিয় মৌলসমূহ সাধারণত অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না বলে এদের যোজ্যতা শূন্য ধরা হয়।সাধারণত যেসব মৌলের পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরে দ্বৈত বা অষ্টকপূর্ণ থাকে না, তারাই স্থিতিশীলতা অর্জনের জন্য অন্য মৌলের সাথে যুক্ত হয়ে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনবিন্যাস লাভ করতে চায়। অর্থাৎ যোজ্যতা প্রদর্শন করে। কিন্তু নিষ্ক্রিয় মৌলসমূহের সর্ববহিস্থ কক্ষপথে অষ্টকপূর্ণ থাকে বলে তারা স্থিতিশীল। কাজেই তাদের অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে হয় না। এ কারণেই নিষ্ক্রিয় মৌলসমূহ যোজ্যতা প্রদর্শন করে না। তাই তাদের যোজ্যতা শূন্য ধরা হয় ।প্রশ্ন ৭. সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না কেন?
উত্তর : সমযোজী যৌগসমূহ অপোলার হওয়ায় এরা পানিতে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগসমূহ পানিতে সাধারণত দ্রবীভূত হয় না। পানির পোলার প্রাপ্তসমূহকে যথেষ্ট শক্তভাবে আকর্ষণ করার মতো আয়ন সমযোজী যৌগে থাকে না। তবে, সমযোজী যৌগ যদি পোলার হয় তখন তা পানির অণুকে আকর্ষণ করে এবং পানিতে দ্রবীভূত হয়।প্রশ্ন ৮. রাসায়নিক বন্ধন কীভাবে গঠিত হয়?
উত্তর : রাসায়নিক কখন মূলত দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান বা শেয়ারের মাধ্যমে গঠিত হয়।বন্ধনে অংশগ্রহণকারী পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার ব্যাপক পার্থক্য থাকলে আয়নিক বন্ধন এবং তুলনামূলক কম পার্থক্য থাকলে সমযোজী বন্ধন গঠিত হয়।বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১। F ও Cl এর যোজ্যতা ইলেকট্রন কয়টি ?
(ক) 1 (খ) 2 (গ) 7 (ঘ) 6উত্তর: গ
২। কোন নিষ্ক্রিয় গ্যাসের ২টি যোজ্যতা ইলেকট্রন আছে ?
(ক) He (খ) Ne (গ) Xe (ঘ) Rnউত্তর: ক
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৩। অক্রিজেনের যোজ্যতা ইলেকট্রন কতটি ?
(ক) 2 (খ) 4 (গ) 6 (ঘ) 8উত্তর: গ
৪। ফসফরাসের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত ?
(ক) 1 (খ) 3 (গ) 2 (ঘ) 5উত্তর: ঘ
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
৫। SeF যোগটিতে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত ?
(ক) 48 (খ) 36 (গ) 25 (ঘ) 44উত্তর:ক
৬। 20 পারমানণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের যোজ্যতা ইলেকট্রন কত ?
(ক) 1 (খ) 2 (গ)3 (ঘ) 4উত্তর:খ
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
৭। কোটির যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন ?
(ক) অক্রিজেন (খ) ম্যাগনেসিয়াম (গ) অ্যালুমিনিয়াম (ঘ) হাইড্রোজেনউত্তর:ক
৮। 20^X নমুনাটি--
i. প্রকৃতপক্ষে ধাতুii. পর্যায় সারনিতে গ্রুপ-13 এ অবস্থত
iii. এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 2
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর: খ
৯। P = Is ^2 2s ^2p^6 3s^2 3p^6 3d^10 4s^2 4p^6 এই ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায় -
i.pমৌলটি Xeii.যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা 8
iii.মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রয়
নিচের কোনটি সঠিক ?
(ক) iও ii (খ) iও iii (গ) ii ও iii (ঘ) i.ii ও iii
উত্তর: গ
১০। Ne,Ra গ্যাস প্রকৃতিতে --
i. এর পরমাণুক রূপে থাকে iii.স্বাধীন অবস্থায় থাকেii. দ্বি-পরমাণুক রুপে থাকে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ)ii ও iii (ঘ) i ii ও iii
উত্তর: খ
১১। SO2 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত ?
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
১২। কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে ?
১৩। BN এর নাইট্রোজনের যোজনী কত ?
(খ) 5 (খ) 4 (গ) 3 (ঘ) 1উত্তর: গ
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- IHT&MATS এর বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন
- IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ MCQ
- IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?
১৪। একটি মৌল অক্রিজেনের তিনটি পরমাণুর সাথে যুক্ত থাকলে ঐ মৌলটির যোজনী কত ?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৬উত্তর: ঘ
১৫। কোন মৌরটির যোজনী শূন্য ?
(ক) Na (খ) Ni (গ) K (ঘ) Krউত্তর: ঘ
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: বাংলাদেশের কৃষি সাজেশন
- অধ্যায় ২: ভূমি সম্পদ ও কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায় ৩: বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায়:৪ কৃষি জলবায়ু সাজেশন
- অধ্যায়-৫ মাঠ ও উদ্যান ফসল উৎপাদন সাজেশন
- অধ্যায়-৬ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সাজেশন
১৬। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত ?
(ক) 0 (খ) 1 (গ) 2 (ঘ) 3উত্তর: ক
১৭। নিচের কোনটি যোজন 2 ?
(ক) Na (খ) F (গ) Ca (ঘ) Kউত্তর: গ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
১৮। PCI3 যৌগে ফসফরাসের সুপ্ত ও সক্রিয় যোজনী যথাক্রমে--
(ক) 3,2 (খ) 3,5 (গ) 2,3 (ঘ) 0,5উত্তর: গ
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
১৯। পটাসিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের যোজনী কত ?
(ক) -6 (খ) -7 (গ) 6 (ঘ) 7উত্তর: ঘ
২০। কোন মৌল দুটির যোজনী একই হবে ?
(ক) Ca,zN (খ) aL,cU (গ) Si,Na (ঘ) N,Clউত্তর: ক
২১। B এর যোজনী কত ?
(ক) 3 (খ) 1 (গ) 2 (ঘ) 5উত্তর: ক
২২। কোনটির যোজনী শূন্য হবে ?
(ক) Ni (খ) Na (গ) Cl (ঘ) Neউত্তর: ঘ
২৩। কোন মৌল জোড়ের পরিবর্তনশিল যোজ্যতা আছে ?
(ক) Mg, Au (খ) Sn, F (গ) Al, P (ঘ) Fe, Hgউত্তর: ঘ
২৪। আয়রণের মিশ্র অক্রাইডে আয়রনের যোজনী কত ?
(ক) 2 (খ) 3 (গ) 3, 4 (ঘ) 2, 3উত্তর: ঘ
অন্যান্য বিষয় সমূহ:
২৫। সারফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে কারণ,এটি --
(ক) একটি অধাতু(গ) যৌগ Ar এর ইলেকট্রনিক কাঠামো অর্জন করে
(ঘ) b অরবিটালের পুনঃবিন্যাস প্রদর্শন করে
উত্তর: ঘ
এসএসসি পর্যায় রাসায়নিক বন্ধন ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)


অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url