অর্থনীতি ২য় পত্র অধ্যায় ৯ :সরকারি অর্থব্যবস্থা সাজেশন

 

Government finance

অধ্যায় ৯ :সরকারি অর্থব্যবস্থা

এইচএসসি অর্থনীতি ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪

HSC Economics 2nd Paper 100% Common Suggestion-2024

১. সরকারি অর্থব্যবস্থা কাকে বলে? 

[দি.বো.১৯;সি.বো.,ব.বো.১৭]

উত্তর: অর্থনীতির যে শাখায় সরকারের আয়-ব্যয় ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।

আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস 

প্রশ্ন-২. সরকারি ব্যয় কী?

[ঢা. বো. ১৭]

উত্তর: দেশের ভেতরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ, সামাজিক কল্যাণ সাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকেই সরকারি ব্যয় বলে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

প্রশ্ন-৩. সরকারি আয় কী? 

[ম.বো. ২২;ঢা. বো. ১৯; রা. বো. ১৭; সি. বো. ১৬]

উত্তর: প্রত্যেক দেশেই সরকার তার সাধারণ প্রশাসনিক কার্যাবলি ও বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে।

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-৪. রাজস্ব ব্যয় কী?

উত্তর: সরকার নিয়মিত কার্যাবলি সম্পন্ন করতে যে ব্যয় করে তাই রাজস্ব ব্যয়।

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

প্রশ্ন-৫. কর কাকে বলে? 

[দি. বো. ২২: রা. বো. ১৯; চ. বো. ১৬]

উত্তর: কোন ধরনের প্রত্যক্ষ উপকারের আশা না করে রাষ্ট্রের বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-৬. প্রত্যক্ষ কর কী? 

[য. বো. ২২: ক. বো. ১৯, ১৭: ক. বো. ১৬]

উত্তর: যে করের আপাতভার ও চূড়ান্তভার একই ব্যক্তির ওপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে। যেমন- আয়কর, সম্পনকর, ভ্রমণকর ইত্যাদি।

প্রশ্ন-৭. পরোক্ষ কর কাকে বলে? 

[কু. বো. ২২.সি. বো.,রা. বো. ১৯; ঢা. বো; দি, বো, য, বো; সি. বো. ১৮]

উত্তর: কোনো ব্যক্তির ওপর কর আরোপ করা হলে সেই ব্যক্তি যদি করের ভার অন্যের ওপর চাপাতে পারে তাহলে তাকে পরোক্ষ কর বলে।

IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-৮. সম্পূরক শুল্ক কী?

[চ.বো.২২]

উ: কিছু কিছু দ্রব্যের ওপর আমদানি বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরেও যে অতিরিক্ত কর আরোপ করা হয় তা সম্পূরক শুল্ক বা কর হিসেবে পরিচিতি।

প্রশ্ন-৯. Excise duty কী?

উত্তর: দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের ওপর আরোপিত শুল্ককে Excise duty আবগারি শুল্ক বলা হয় ।

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-১০. ফি  কী?

উত্তর: সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বদলে তার কাছে থেকে পূর্ব নির্ধারিত হারে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। যেমন- কোর্ট ফি ।

প্রশ্ন-১১. পণ্য কর কী?

উত্তর: পণ্যদ্রব্য বিক্রির ওপর একক প্রতি অথবা তার মূল্যের ভিত্তিতে যে কর ধার্য করা হয় তাকে পণ্য কর বলে।

আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১  প্রশ্নপত্রসহ উত্তর  (Commerce)

প্রশ্ন-১২. আবগারি শুল্ক কী? 

[ঢা.বো., রা. বো. কু. বো. ২২, কু, বো; চ. বো; ব., বো; রা, বো, ১৮]

উত্তর: দেশে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যাদির ওপর ধার্য শুল্ককে আবগারি শুল্ক বলে।

অন্যান্য বিষয় সমূহ:

প্রশ্ন-১৩. মুসক কী?

উত্তর: উৎপাদনের প্রতিটি ধাপে ধাপে যে মূল্য সংযোজন ঘটে তার ওপর আরোপিত করকে মূসক (মূল্য সংযোজন কর) বলে।

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

প্রশ্ন-১৪. আয়কর কাকে বলে? 

[কু. বো. ১৯]

উত্তর: কোনো ব্যক্তি অথবা ব্যবসায় প্রতিষ্ঠান তার অর্জিত আয়ের ওপর যে কর প্রদান করে তাকে আয়কর বলে ।

কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-১৫. পুঁজি বিনিয়োগ কর কাকে বলে?

উত্তর: কোনো ব্যবসায়িক কার্যক্রমে বিনিয়োগকৃত পুঁজি হতে অর্জিত আয়ের ওপর পরিশোধিত করকে পুঁজি বিনিয়োগ কর বলে।

কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-১৬. অনুদান কী?

উত্তর: কতকগুলো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য এক দেশের সরকার অন্য দেশের সরকারকে যে অর্থ সাহায্য দিয়ে থাকে তাকে অনুদান বলে।

প্রশ্ন-১৭. মৃতভার ঋণ কী?

উত্তর: যে ঋণ প্রত্যক্ষ আয়ের অন্তর্ভুক্ত হয় না, দেশের উৎপাদন ও নিয়োগ বৃদ্ধি পায় না এবং কল্যাণ বৃদ্ধি পায় না তাকে মৃতভার ঋণ বলে।

প্রশ্ন-১৮. নিষ্ক্রিয় ঋণ কী?

উত্তর: যে ঋণ থেকে প্রত্যক্ষ কোনো আয় আসে না, তবে কল্যাণ সৃষ্টি হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পরবর্তীতে সহায়তা করে তাকে নিষ্ক্রিয় ঋণ বলে। যেমন- শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঋণ।

প্রশ্ন-১৯. সরকারি ঋণ কী?

উত্তর; সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি বা সংস্থার নিকট হতে অথবা বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের নিকট হতে যে ঋণ গ্রহণ করে তাকে সরকারি ঋণ বলে।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. সরকার আয় করে কেন? 

[সি. বো. ১৯]

উত্তর: দেশের জন্য প্রয়োজনীয় সকল প্রকার কাজের ব্যয় নির্বাহের জন্য সরকারের আয়ের প্রয়োজন হয়। প্রতিটি দেশের সরকারই নাগরিকের কল্যাণ করার জন্য প্রতি। এ লক্ষ্য অর্জনের জন্য দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি থেকে শুরু করে আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সরকারকে বিভিন্ন উৎস থেকে আয় বা রাজস্ব সংগ্রহ করতে হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সরকারের অর্থনৈতিক কার্যক্রম ক্রমেই বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে সরকারকে তার আয় বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিতে হয়। সুতরাং বলা যায় প্রয়োজনীয় সকল প্রকার ব্যয় নির্বাহের জন্যই সরকার আয় করে।

প্রশ্ন-২. মূল্য সংযোজন কর (VAT) কে পরোক্ষ কর বলা হয় কেন? 

]কু. বো.. চ. বো, ২২: ক. বো. চ. বো. ১৯; চ. বো. ১৭]

উত্তর: মূল্য সংযোজন কর (VAT) এর ক্ষেত্রে সরকার বিক্রেতার নিকট থেকে কর আদায় করলেও বিক্রেতা পরবর্তীতে উক্ত করের সমপরিমাণ অর্থ ক্রেতার কাছ থেকে আদায় করে নেয়। তাই এ করকে পরোক্ষ কর বলা হয়। পরোক্ষ কর বলতে ওই করকে বোঝায় যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। অন্যকথায়, পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিতে পারে। মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে। এজন্য এ করকে পরোক্ষ কর বলা হয়। 

প্রশ্ন-৩. ফি বাধ্যতামূলক দেয় নয় কেন?

 [ঢা. বো. ১৯]

উত্তর: সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। কোর্ট ফি, জমি রেজিস্ট্রেশন ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি ইত্যাদি ফি এর উদাহরণ। ফি এর বৈশিষ্ট্য হলো এই যে, এটি করের মতো বাধ্যতামূলক ও সুবিধাহীন নয়; কোনো ব্যক্তিকে কেবল সরকারি সুবিধা প্রদানের জন্যই এটি আদায় করা হয় । তাই ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদত্ত সেবার অনুপাতে ফি প্রদান করে থাকে। তাই ফি বাধ্যতামূলক দেয় নয় । 

প্রশ্ন-৪. ব্যক্তিগত অর্থব্যবস্থার তুলনায় সরকারি অর্থব্যবস্থা উদার- ব্যাখ্যা করো।

[দি. বো. ১৯]

উত্তর: ব্যক্তিগত অর্থব্যবস্থার তুলনায় সরকারি অর্থব্যবস্থা অধিক উদার।ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি তার আয় অনুযায়ী ব্যয় করে। অর্থাৎ ব্যক্তি তার আয়ের সাথে ব্যয়ের সমন্বয় সাধন করে। অপরদিকে সরকার সাধারণত ব্যয় অনুযায়ী আয় করে এবং ব্যয়ের সাথে আয়ের সমন্বয় সাধন করে। এছাড়া নিরাপত্তা, লোকের ঈর্ষা, কর ফাঁকি প্রভৃতি কারণে ব্যক্তি তার আয়-ব্যয়ের হিসাব গোপন রাখে। কিন্তু সরকারি আয়-ব্যয়ের হিসাব গোপন রাখা হয় না । যেমন- বিভিন্ন বক্তৃতায়, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র প্রভৃতির মাধ্যমে সরকারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয় । 

তাই বলা যায়, ব্যক্তিগত অর্থব্যবস্থার তুলনায় সরকারি অর্থব্যবস্থা উদার।

প্রশ্ন-৫. ‘প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।'- ব্যাখ্যা করো। 

[ঢা. বো. ২২, ১৭]

উত্তর: প্রত্যক্ষ করের ভার অন্যের ওপর চাপানো যায় না বলে এ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।যে ব্যক্তির ওপর কর আরোপ করা হয় তাকেই যদি করের বোঝা বহন করতে হয় তাহলে উক্ত করকে প্রত্যক্ষ কর বলে। অর্থাৎ, এ করের করঘাত ও করপাত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর পড়ে। যেমন— আয়কর, ভূমিকর, সম্পদকর ইত্যাদি। এ সকল করের ভার সরাসরি করদাতাকেই বহন করতে হয়। এজন্যই এ সকল কর ফাঁকি দেয়ার প্রবণতা বেশি থাকে ।

প্রশ্ন-৬. সরকারি ঋণের উৎসসমূহ কী কী?

[রা. বো. ১৮]

উত্তর: সরকারি ঋণের উৎসগুলোকে প্রধানত  ১. অভ্যন্তরীণ উৎস এবং ২. বৈদেশিক উৎস এ দু ভাগে ভাগ করা যায়। কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণের অভ্যন্তরীণ শেষ উৎসস্থল। সরকার বিভিন্ন বন্ড, ঋণপত্র ইত্যাদি ক্রয়ের মাধ্যমে ব্যাংক ঋণ সৃষ্টি করতে পারে। তাছাড়া বাণিজ্যক ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকেও ঋণ গ্রহণ করে। সরকার বিশ্বব্যাংক (WB), আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF), আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA), এশিয়া উন্নয়ন ব্যাংক (ADB) প্রভৃতি অর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করতে পারে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বিনিময়ে তার কাছ থেকে কোনটি আদায় করে?

ক. কর

খ. বাণিজ্যিক আয়

গ. প্রশাসনিক ফি 

ঘ. বিশেষ কর

উত্তর : গ

২. জনগণ সরকারকে কিসের ওপর ভিত্তি করে দলিলপত্র রেজিস্ট্রি করার সময় রেজিস্ট্রেশন ফি প্রদান করে থাকে?

ক. সম্পত্তির মূল্যের ওপর

খ. এলাকার উন্নয়নের ওপর

গ. ব্যক্তির আয়ের ওপর

ঘ. স্ট্যাম্প ও দলিলের ওপর

উত্তর : ক

৩. কোন প্রতিষ্ঠান থেকে সরকার সবচেয়ে বেশি আয় করে থাকে?

ক. পানি উন্নয়ন বোর্ড 

খ. পল্লি উন্নয়ন বোর্ড

গ. জাতীয় রাজস্ব বোর্ড 

ঘ. জাতীয় তুলা উন্নয়ন বোর্ড 

উত্তর : গ

৪. জনাব শিবলী একজন সামরিক বাহিনীর লোক। তিনি প্রতি মাসে বেতন ভাতা পান। তার বেতন ভাতা সরকারি ব্যয়ের কোন খাত থেকে আসে?

ক. বেসরকারি প্রশাসন 

খ. সামরিক খাত 

গ. প্রতিরক্ষা খাত 

ঘ. পুলিশ বিভাগ

উত্তর : গ

৫. সরকারের আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয়াদি আলোচনাকে কী বলা হয়?

ক. সরকারি আয় 

খ. সরকারি ব্যয়

গ. বাজেট

ঘ. সরকারি অর্থব্যবস্থা

উত্তর : ঘ

৬. কোনটি জনগণের নিকট থেকে বাধ্যতামূলক আদায় করা হয়?

ক. কর

খ. সরকারি ঋণ 

গ. প্রশাসনিক ফি

ঘ. অনুদান

উত্তর : ক

৭. সরকারের অপ্রত্যাশিত ব্যয় কোনটি?

ক. বিদ্যালয় স্থাপন

খ. বন্যায় ক্ষতিপূরণ

গ. স্টেডিয়াম নির্মাণ

ঘ. পার্ক স্থাপন

উত্তর : খ

৮. কোনটি পরোক্ষ কর ?

ক. মূল্য সংযোজন কর

খ. রেজিস্ট্রেশন ফি

গ. ভূমি রাজস্ব

ঘ. আয়কর

উত্তর : ক

৯. যে করের আপাতভার ও চূড়ান্তভার ভিন্ন ভিন্ন ব্যক্তি বহন করে তাকে কী বলে?

ক. প্রত্যক্ষ কর

খ. পরোক্ষ কর

গ. মূল্যসংযোজন কর

ঘ. বিশেষ কর

উত্তর : খ

১০. নিচের কোনটি সরকারের রাজস্ব ব্যয়?

ক. সেতু নির্মাণ

খ. রাস্তাঘাট তৈরি

গ. মন্ত্রণালয় খাতে ব্যয় 

ঘ. কৃষি উন্নয়ন

উত্তর : গ

১১. নিচের কোনটি প্রত্যক্ষ কর?

ক. আয়কর

খ. আবগারি শুল্ক

গ. ভ্যাট

ঘ. বাণিজ্য শুল্ক

উত্তর : ক

১২. জনাব রায়হান ভারত থেকে মোটর পার্টস আমদানি করেন। বিধায় সরকারকে কর দিতে হয়। জনাব রায়হান কোন ধরনের কর প্রদান করেন?

ক. আয়কর

খ. বাণিজ্য শুল্ক

গ. আবগারি শুল্ক

ঘ. মূল্য সংযোজন কর

উত্তর : খ

১৩. প্রকৃতপক্ষে কোন করকে পণ্য কর বলা হয়?

ক. আয়করকে

খ. প্রত্যক্ষ করকে

গ. পরোক্ষ করকে

ঘ. মুনাফা করকে

উত্তর : গ

১৪. Custom Duties অর্থ কী?

ক. সম্পূরক শুল্ক

খ. আমদানি শুল্ক

গ. আবগারি শুল্ক

ঘ. মাদক শুল্ক

উত্তর : খ

১৫. Excise Duties অর্থ কী?

ক. সম্পূরক শুল্ক

খ. আমদানি শুল্ক

গ. আবগারি শুল্ক

ঘ. মাদক শুল্ক

উত্তর : গ

১৬. ট্যারিফ কী?

ক. সম্পূরক শুল্ক

খ. আবগারি শুল্ক

গ. বাণিজ্য শুল্ক

ঘ. রপ্তানি শুল্ক

উত্তর : গ

১৭. S ফার্মাসিউটিক্যালস্ বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদন করে। তার ওপর সরকারকে ২০ কোটি টাকা 'মুসক' দিল। এটি কোন ধরনের কর?

ক. আমদানি শুল্ক

খ. বাণিজ্য শুল্ক

গ. মূল্য সংযোজন কর 

ঘ. রপ্তানি শুল্ক

উত্তর : গ

১৮. সরকারি ব্যয় বৃদ্ধি পেলে কী হবে?

ক. সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে

খ. দ্রব্যমূল্য হ্রাস পাবে

গ. সামাজিক কল্যাণ হ্রাস পাবে

ঘ. বেকার সমস্যা বৃদ্ধি পাবে

উত্তর : ক

১৯. বাজেট ঘাটতি পূরণকল্পে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিভিন্ন উৎস থেকে গৃহীত ঋণকে কী বলা হয়?

ক. সরকারি ঋণ

খ. বেসরকারি ঋণ

গ. অনুদান

ঘ. ভর্তুকি

উত্তর : ক

২০. বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের কোন ঋণের উৎস?

ক. বৈদেশিক ঋণের উৎস

খ. অভ্যন্তরীণ ঋণের উৎস

গ. বেসরকারি ঋণের উৎস

ঘ. ব্যাংক বহির্ভূত উৎস

উত্তর : খ

২১. মি. রেজা সাহেব বিদেশ থেকে বিলাসজাত দ্রব্য করে থাকেন। এজন্য তিনি কোন কর দেবেন?

ক. বাণিজ্য শুল্ক

খ. সম্পূরক শুল্ক

গ. আবগারি শুল্ক

ঘ. মূল্য সংযোজন কর

উত্তর : ক

২২. রাজস্ব নীতি বলতে কী বোঝায়?

ক. সরকারের ব্যয় বৃদ্ধি নীতি

খ. সরকারের সঞ্চয় বৃদ্ধি

গ. সরকারের আয় সংগ্রহের নীতি

ঘ. সরকারের নানা কর্মসূচি

উত্তর : গ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

২৩. বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো—

i. মূল্য সংযোজন কর

ii. আবগারি শুল্ক

iii. বাণিজ্য শুল্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

২৪. দেশ পরিচালনার কাজে সরকারের অনেক দায়িত্ব রয়েছে।সরকারের অন্যতম প্রধান কাজ—

i. আইন শৃঙ্খলা রক্ষা

ii. শিক্ষার প্রসার

iii. বিদেশি আক্রমণ হতে দেশকে রক্ষা

নিচের কোনটি সঠি

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

২৫. কর বহির্ভূত রাজস্বের উৎস হলো—

i. প্রশাসনিক রাজস্ব

ii. বাণিজ্যিক রাজস্ব

iii. অনুদান বা দান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

২৬. সরকারি ব্যয়ের উদ্দেশ্য—

i. জনকল্যাণ সাধন করা

ii. সার্বভৌমত্ব রক্ষা করা

iii. বেকারত্ব হ্রাস করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

২৭. রাজস্ব বোর্ড কর্তৃক আদায়কারি বিভাগ হলো—

i. আয়কর বিভাগ

ii. বাণিজ্য শুল্ক বিভাগ

iii. ভূমি রাজস্ব বিভাগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

২৮. আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান—

i. ইসলামি উন্নয়ন ব্যাংক

ii. আন্তর্জাতিক মুদ্রা তহবিল

iii. বিশ্বব্যাংক

নিচের কোনটি সঠি

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও: 

মামুন একজন সামরিক বাহিনীর সদস্য। তিনি প্রতি মাসে বেতন ভাতা পান। এ ছাড়াও তিনি গত বছর ৬ মাসের বৈদেশিক প্রশিক্ষণ নিয়েছেন। অন্যদিকে সরকার দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য আধুনিক অস্ত্র ক্রয় করে থাকে। এভাবে সরকার এই খাতে অনেক ব্যয় করে থাকে।

২৯. মামুনের বেতন ভাতা সরকারি ব্যয়ের কোন খাত থেকে আসে?

ক. বেসরকারি প্রশাসন 

খ. সামরিক খাত

গ. প্রতিরক্ষা

ঘ. পুলিশ

উত্তর : গ

৩০. প্রতিরক্ষা খাতের প্রধান ব্যয় হলো—

i. বেতন ভাতা

ii. প্রশিক্ষণ ব্যয়

iii. আধুনিক অস্ত্র ক্রয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:

জনাব শহীদুল্লাহ একজন ডাক্তার। তার বাৎসরিক আয় ৫০ লক্ষ টাকা। তিনি সরকারকে নিয়মিত কর দিয়ে থাকেন। তবে তার ছোট ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সরকারের অর্থ দিয়ে বড় সেতু নির্মাণে সাহায্য করে থাকেন ।

৩১. জনাব শহীদুল্লাহ যে কর দেন সেটি কোন ধরনের কর? 

ক. ব্যক্তিগত কর

খ. পরোক্ষ কর

গ. আয়কর

ঘ. লভ্যাংশ ও মুনাফা

উত্তর : গ

৩২. জনাব শহীদুল্লাহর ভাই-এর অর্থ—

i. রাজস্বের উৎস

ii. ব্যয়ের খাত

iii. স্বেচ্ছামূলক দান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও: 

সালাম সাহেবের বন্ধু প্রকৌশলী শোভন আশরাফ ঢাকায় মেট্রোরেল নির্মাণ কাজের সাথে যুক্ত যা রাজধানীবাসীর জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। 

৩৩. উদ্দীপকে প্রকৌশলীর বেতন সরকারি ব্যয়ের কোন খাতে ধরা হয়?

ক. কেন্দ্রীয় ব্যয়

খ. অনুৎপাদনশীল

গ. উৎপাদনশীল

ঘ. রাজস্ব ব্যয়

উত্তর : ঘ

৩৪. মেট্রোরেলের নির্মাণ ব্যয় ধরা হয়—

i. ঘাটতি বাজেটে

ii. মূলধনী ব্যয়ে

iii. উন্নয়নমূলক খাতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:

মতিন তার বন্ধুকে বলল, অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে সরকার ২০১৬ সালে মোটা অংকের ঋণ গ্রহণ করেছে। উক্ত ঋণের ভার কর রাজস্ব থেকে পরিশোধ করতে হলেও সম্পদ দেশে থেকে যাবে। কিন্তু বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করলে দেশের সম্পদ বাহিরে চলে যাবে।

৩৫. উক্ত ঋণ সরকার কীভবে পরিশোধ করে?

ক. জনগণের প্রদানকৃত রাজস্ব থেকে

খ. বিশ্বব্যাংক থেকে ঋণ গ্রহণ করে

গ. বৈদেশিক সাহায্য থেকে

ঘ. অনুদান থেকে

উত্তর : ক

৩৬. শেষের উৎস থেকে প্রাপ্ত ঋণের—

i. ঋণভার বেশি

ii. ঋণভার কম

iii. সম্পদ বিদেশে স্থানান্তরিত হয় 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

৩৭. সরকারি অর্থব্যবস্থায় ---

[কু.বো. ২২]

ক. ব্যয় অনুযায়ী আয় করা হয় 

খ. আয় অনুযায়ী ব্যয় করা হয়

গ. আয়-ব্যয় গোপনীয়তা রক্ষা করা হয় 

ঘ. আয়-ব্যয় হিসাব করা হয় না

উত্তর : ক

৩৮. অনুৎপাদনশীল ব্যয় কোনটি? 

[কু.বো. ১৭]

ক. শিক্ষা

খ. স্বাস্থ্য

গ. যুদ্ধ

ঘ. অবকাঠামো

উত্তর : গ

৩৯. কোন খাতে বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ ব্যয় বহন করতে হয়? 

[ব. বো. ১৭]

ক. শিক্ষা ও প্রযুক্তি

খ. কৃষি

গ. স্বাস্থ্য

ঘ. পরিবহণ

উত্তর : ক

৪০. বাংলাদেশ ব্যাংক সরকারের কোন ধরনের ঋণের উৎস?

[কু.বো. ২২]

ক. বাণিজ্যিক

খ. বৈদেশিক

গ. অভ্যন্তরীণ

ঘ. বেসরকারি

উত্তর : গ

৪১. সরকারের রাজস্ব ব্যয় কোনটি? 

[রা. বো. ১৬]

ক. সেতু নির্মাণ

খ. রাস্তা নির্মাণ

গ. কর্মচারীদের বেতন

ঘ. কৃষি উন্নয়ন

উত্তর : গ

৪২. কোনটি রাজস্ব আয়? 

[দি. বো. ২২]

ক. দেশের ব্যাংক থেকে ঋণ

খ. বিদেশি অনুদান

গ. বিশ্ব ব্যাংক থেকে ঋণ

ঘ. মূল্য সংযোজন কর

উত্তর : ঘ

৪৩. কর বহির্ভূত রাজস্ব কোনটি? 

[য.বো. ২২]

ক. পরোক্ষ কর

খ. বাণিজ্যিক রাজস্ব

গ. সম্পূরক শুল্ক

ঘ. টোল ও লেভি

উত্তর : ঘ

৪৪. সরকারি আয়ের উৎস প্রধানত কত প্রকার? 

[দি. বো. ১৯;সকল বোর্ড’১৮]

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর : ক

৪৫. সরকারের আয়ের প্রধান খাত কোনটি?

ক. সরকারি ঋণ

খ. কর রাজস্ব

গ. কর-বহির্ভূত রাজস্ব

ঘ. বৈদেশিক অনুদান 

উত্তর : খ

৪৬. NBR এর পূর্ণরূপ কী? 

[সি.বো.১৯]

ক. Nominal Board of Revenue

খ. National Board of Revenue

গ. National Bank of Revenue

ঘ. National Bank of Reserve

উত্তর : খ

৪৭. কর রাজস্ব কত প্রকার?

[ব.বো.১৯]

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর : ক

৪৮. মূল্য সংযোজন কর (VAT) কোন ধরনের কর? 

[ব.বো.১৯]

ক. প্রত্যক্ষ কর 

খ. পরোক্ষ কর

গ. দান কর

খ. প্রমোদ কর

উত্তর : খ

৪৯. যে করের করাঘাত ও করাপাত একই ব্যক্তির উপর পড়ে এ ধরনের করের উদাহরণ হলো—

[কু.বো. ১৯]

ক. বিক্রয় কর

খ. আয়কর

গ. আমদানি শুল্ক

ঘ. রপ্তানি শুল্ক

উত্তর : খ

৫০. কর বহির্ভূত রাজস্ব কোনটি? 

[চ. বো. ১৯]

ক. প্রশাসনিক রাজস্ব

খ. বাণিজ্যিক রাজস্ব 

গ. পরোক্ষ কর 

ঘ. অনুদান

উত্তর : ঘ

৫১. দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যসামগ্রীর ওপর আরোপিত কর—

[চ. বো. ১৯]

ক. টার্নওভার কর

খ. বাণিজ্য শুল্ক

গ. আবগারি শুল্ক

ঘ. সম্পূরক শুল্ক

উত্তর : গ

৫২. সরকারের রাজস্ব ব্যয় কোনটি?

[রা. বো. ১৯]

ক. সেতু নির্মাণ

খ. বয়স্ক ভাতা

গ. কর্মচারী বেতন

খ. কৃষি উন্নয়ন

উত্তর : গ

৫৩. বাংলাদেশে উৎপাদিত ঔষধে আরোপিত করকে বলে—

[সকল বোর্ড’১৮]

ক. রপ্তানি শুল্ক

খ. আমদানি শুল্ক

গ. সম্পূরক শুল্ক

ঘ. আবগারি শুল্ক

উত্তর : ঘ

৫৪. প্রশাসনিক ফি সরকারের কোন ধরনের প্রাপ্তি?

[সকল বোর্ড’১৮]

ক. NBR ভুক্ত

খ. NBR বহির্ভূত

গ. বাধ্যতামূলক

ঘ. কর বহির্ভূত

উত্তর : ঘ

৫৫. কোনটি রাজস্ব বহির্ভূত আয়? 

[দি. বো. ১৭]

ক. মূল্য সংযোজন কর (মূসক)

খ. সরকারি ঋণ

গ. আয়কর

ঘ. আবগারি শুল্ক

উত্তর : খ

৫৬. কোনোরূপ সুবিধা ছাড়াই সরকারকে যে অর্থ দেওয়া হয়। তাকে কী বলে? 

[চ. বো. ২২; সি. বো. ১৭]

ক. ফি

খ. সুদ

গ. কর

ঘ. ঋণ

উত্তর : গ

৫৭. NBR বহির্ভূত কর কোনটি?

[কু. বো. ১৭]

ক. যানবাহন কর

খ. মূল্য সংযোজন কর

গ. আমদানি শুল্ক

ঘ. আয়কর

উত্তর : ক

৫৮. VAT এর পুরো নাম কী? 

[রা. বো. ২২; কু. বো., রা. বো., ব. বো. ১৬]

ক. Value and tax

খ. Value of tax

গ. Value accept tax

ঘ. Value Added Tax

উত্তর : ঘ

৫৯. যার উপর ধার্য করা হয়, তিনি নিজেই যদি করের বোঝা বহন করে তবে তাকে বলে— 

[দি বো, ২২]

ক. আয়কর

খ. বিক্রয় কর

গ. মূল্য সংযোজন কর

ঘ. প্রমোদ কর

উত্তর : ক

৬০. প্রত্যক্ষ কর কোনটি? 

[রা. বো. ২২]

ক. বাণিজ্য শুল্ক

খ. আবগারি শুল্ক

গ. আয়কর

ঘ. মূল্য সংযোজন কর

উত্তর : গ

৬১. দেশীয় কোন প্রতিষ্ঠান থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় পেয়ে থাকে?

ক. বিভিন্ন শিক্ষা বোর্ড 

খ. পানি উন্নয়ন বোর্ড 

গ. জাতীয় রাজস্ব বোর্ড 

ঘ. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

উত্তর : গ

৬২.  কর-রাজস্ব কত প্রকার? 

[ব.বো.১৯]

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর : ক

৬৩. মূল্য সংযোজন কর (VAT) কোন ধরনের কর?

[ব. বো. ১৯]

ক. প্রত্যক্ষ কর

খ. পরোক্ষ কর

গ. দান কর

ঘ. প্রমোদ কর

উত্তর : খ

৬৪. কর হলো—

[চ. বো. ১৭]

ক. স্বেচ্ছাধীন ও প্রত্যাশাহীন প্রদান

খ. স্বেচ্ছাধীন ও প্রত্যাশাভিত্তিক প্রদান

গ. বাধ্যতামূলক ও প্রত্যাশাহীন প্রদান

ঘ. বাধ্যতামূলক ও প্রত্যশাভিত্তিক প্রদান

উত্তর : গ

৬৫. প্রত্যক্ষ করের ক্ষেত্রে— 

[ব. বো. ১৭]

ক. করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে

খ. করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে

গ. করের ভার অন্যের উপর সঞ্চালন করা যায়

ঘ. সমাজের সকলকেই প্রদান করতে হয়

উত্তর : ক

৬৬. কোনটি প্রত্যক্ষ কর? 

[চ. বো. ২২, য. বো. ১৭]

ক. প্রমোদ কর

খ. সম্পত্তি কর

গ. মুসক

ঘ. বিক্রয় কর

উত্তর : খ

৬৭. নিচের কোনটি প্রত্যক্ষ কর? 

[ঢা. বো. ১৭; চ. বো. ১৬. সি. বো. ১৬]

ক. আয়কর

খ. মূল্য সংযোজন কর

গ. বিক্রয় কর

ঘ. আবগারি শুল্ক

উত্তর : ক

৬৮. কোনটি পরোক্ষ কর? 

[ঢা. বো. ১৬]

ক. সম্পত্তি কর

খ. প্রমোদ কর

গ. সঞ্চয় কর

ঘ. মুনাফা কর

উত্তর : খ

৬৯. দেশের অভ্যন্তরের উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর কোন ধরনের কর আরোপ করা হয়? 

[রা. বো.. সি. বো. ১৬]

ক. সম্পূরক শুল্ক

খ. বিক্রয় কর

গ. রপ্তানি শুল্ক

ঘ. আবগারি শুল্ক

উত্তর : ঘ

৭০. সরকারের জনপ্রশাসন পরিচালনার ব্যয় কোনটি? 

[য.বো.১৬]

ক. উন্নয়ন ব্যয় 

খ. উৎপাদনশীল ব্যয় 

গ. রাজস্ব ব্যয়

ঘ. মূলধন ব্যয় 

উত্তর : গ

৭১. সরকারি ঋণের বৈদেশিক উৎস কোনটি?

[রা. বো. ২২]

ক. বাংলাদেশ ব্যাংক

খ. কর্মসংস্থান ব্যাংক

গ. আই. এম. এফ.

ঘ. সোনালী ব্যাংক

উত্তর : গ

৭২. অনুৎপাদনশীল ঋণ কোনটি? 

[সকল বোর্ড ১৮]

ক. সেবা খাতে ঋণ

খ. যুদ্ধের জন্য ঋণ 

গ. কৃষি ঋণ

ঘ. শিল্প ঋণ

উত্তর : খ

৭৩. সরকারি ব্যয়ের উদ্দেশ্য হলো— 

[ঢা. বো. ১৭]

i. মুনাফা অর্জন

ii. জনকল্যাণ

iii. মানবসম্পদ উন্নয়ন 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

৭৪. পরোক্ষ করের উদাহরণ হচ্ছে— 

[রা. বো. ১৯]

i. বাণিজ্য শুল্ক

ii. আয়কর

iii. ভ্যাট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

৭৫. প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে— 

[দি. বো. ১৭]

i. সম্পদ কর

ii. মুনাফা কর

iii. আয়কর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

৭৬. বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত হলো—

[কু. বো. ২২]

i. জনকল্যাণ সাধন করা

ii. সার্বভৌমত্ব রক্ষা করা

iii. শিক্ষার প্রসার করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

৭৭. সরকার ঋণ নেয় কারণ—

[রা. বো. ২২. য. বো. ১৭]

i. মুদ্রাস্ফীতি হ্রাস

ii. ঘাটতি বাজেট অর্থায়ন

iii. উৎপাদন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

৭৮. সরকারি ঋণের প্রধান উদ্দেশ্য হলো— 

[য. বো. ২২: চ. বো. ১৬]

i. জরুরি অবস্থা মোকাবিলা

ii. ঘাটতি বাজেটে অর্থায়ন

iii. আর্থিক সাহায্য প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

৭৯. সরকারের প্রশাসনিক রাজস্বের উৎস হলো—

[সি. বো. ২২]

i. ফি

ii. জরিমানা

iii. সরকারি ঋণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

৮০. বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার ঋণ গ্রহণ করে — 

[রা. বো. ১৯]

i. প্রাইজবন্ড বিক্রি করে

ii. সঞ্চয়পত্র বিক্রি করে

iii. ট্রেজারি বিল বিক্রি করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও ।

মি. X একজন শিল্পপতি। তাকে প্রতিবছর প্রায় ৫ লক্ষ টাকা আয়কর দিতে হয়। তার উৎপাদিত পণ্য বিক্রির সময়ও কর দিতে হয়। এতেও সে অখুশি নয়। 

[ম. বো. ২২]

৮১. উদ্দীপকে কর কয় প্রকার?

ক. ২

খ. ৩

গ. 8

ঘ. ৫

উত্তর : ক

৮২. মি. X অখুশি নয়, কারণ—

i. কর আয় বৈষম্য হ্রাস করে।

ii. এই অর্থ দেশের কল্যাণে ব্যয় হয়

iii. কর দ্বারা দেশের সার্বিক উন্নয়ন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও:

খোকা সাহেব মাসিক দুই লক্ষ টাকা বেতনে চাকরি করেন এবং নিয়মিত কর প্রদান করেন। তিনি সম্প্রতি এক খণ্ড জমি ক্রয় করেন এবং নিজের নামে রেজিস্ট্রেশন করেন। 

[দি. বো. ২২]

৮৩. খোকা সাহেবের নিয়মিত প্রদেয় কর কোন ধরনের? 

ক. বিক্রয় কর

খ. আয়কর

গ. মূল্য সংযোজন কর 

ঘ. প্রমোদ কর

উত্তর : খ

৮৪.  জমি রেজিস্ট্রেশনের জন্য দেওয়া অর্থকে কী বলা হয়?

ক. অনুদান 

খ. জরিমানা

গ. ফি

ঘ. কর

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও:

'ব' একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যার তুলনায় দেশটির সম্পদ কম বিধায় রাষ্ট্র পরিচালনায় সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। 

[ব. বো. ১৯]

৮৫. উদ্দীপকে কোন বিষয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে?

ক. উন্নয়নশীল দেশ

খ. সম্পদহীনতা

গ. অর্থনৈতিক উন্নয়ন

ঘ. অযথা সরকারি ব্যয়

উত্তর : গ

৮৬. 'ব' দেশের সরকারি ব্যয়ের যৌক্তিকতার কারণ হলো—

i. বেকার ও বয়স্ক ভাতা প্রদান

ii. ঋণ পরিশোধ ও ভর্তুকি প্রদান

iii. তথ্য ও প্রযুক্তিগত ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও:

সত্তর বছরের বৃদ্ধা হাজেরা বিবি গ্রামের প্রান্তে এক কুঁড়েঘরে বাস করেন। তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। আয় রোজগারেরও কেউ নেই।সরকার তার অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। 

[দি. বো. ১৯]

৮৭. সরকারের কার্যক্রমে সরকারি ব্যয়ের কোন উদ্দেশ্য অর্জিত হবে?

ক. সামাজিক নিরাপত্তা 

খ. রাজনৈতিক উদ্দেশ্য

গ. পূর্ণ নিয়োগ 

ঘ. শান্তি-শৃঙ্খলা

উত্তর : ক

৮৮. হাজেরা বিবিকে সরকার প্রদত্ত সাহায্য কোন ধরনের হতে পারে?

ক. চাকরি

খ. বয়স্ক ভাতা

গ. কাজের বিনিময়ে খাদ্য 

ঘ. ব্যাংক ঋণ

উত্তর : খ

উদ্দীপকটি পড়ো এবং ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও:

ইয়াসমিন একটি বুটিক হাউস থেকে থ্রি পিস ক্রয় করে দাম পরিশোধের সময় লক্ষ করেন যে, জামার গায়ে যে দাম লেখা আছে তার ওপর নির্দিষ্ট হারে তাকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। 

[রা. বো. ১৯]

৮৯. ইয়াসমিন যে অতিরিক্ত টাকা দেন তা কোন ধরনের কর? 

ক. প্রত্যক্ষ কর

খ. পরোক্ষ কর 

গ. আবগারি শুল্ক

ঘ. আমদানি শুল্ক

উত্তর : খ

৯০. থ্রি পিসটির ক্ষেত্রে আরও যে সকল সময়ে কর দিতে হয়েছে তা হলো—

i. কাঁচামাল থাকা অবস্থায়

ii. চূড়ান্ত পণ্য অবস্থায়

iii. মাধ্যমিক পণ্য অবস্থায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

উদ্দীপকটি পড়ো এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও: 

সরকারের ব্যয় নির্বাহের জন্য নিম্নলিখিত খাতগুলো থেকে আয় করে থাকে, যেমন- আয়কর, সম্পত্তি কর, মূল্য সংযোজন কর,ভূমি রাজস্ব ইত্যাদি। 

[সি. বো. ১৯]

৯১. কোনটি পরোক্ষ কর?

ক. মূল্য সংযোজন কর 

খ. ভূমি রাজস্ব

গ. আয়কর

ঘ. সম্পত্তি কর

উত্তর : ক

৯২. কর প্রদানে—

i. রাজস্ব বাড়ে

ii. নাগরিক সুবিধা বাড়ে

iii. সম্পদ বৈষম্য কমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও: 

X দেশের সরকার প্রশাসন, যুদ্ধ, অবকাঠামো, কল্যাণ ভাতা প্রভৃতি  কারণে অর্থ ব্যয় করে। এই অর্থ আবার কর, শুল্ক, জরিমানা ফি প্রভৃতি উৎস হতে সংগ্রহ করে। 

[য.বো.১৭]

৯৩. উদ্দীপকের আলোকে কোনটি উন্নয়ন ব্যয়?

ক. যুদ্ধ

খ. প্রশাসন

গ. অবোকাঠামো

ঘ. কল্যাণ ভাতা

উত্তর : গ

৯৪. X দেশের সরকারের আয়ের অভ্যন্তরীণ উৎস হলো—

i. কর রাজস্ব

ii. জরিমানা

iii. শুল্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

উদীপকটি পড়ো এবং ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও: 

আজাদ সাহেব একটি প্রতিষ্ঠিত কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। প্রতি বছর তার মোট বেতনের উপর একটি নির্দিষ্ট পরমাণ অর্থ সরকারকে দিতে হয়। তিনি মাঝে মাঝে সুপার শপে দ্রব্য ক্রয় করতে গিয়ে দেখতে পান বিক্রেতা পণ্যের ধার্যকৃত মুল্যের সাথে অতিরিক্ত অর্থ যোগ করে অর্থ দাবী করে। 

[রা.বো.১৭]

৯৫.  আজাদ সাহেবের সরকারকে প্রদানকৃত অতিরিক্ত অর্থ হলো—

ক. বিক্রয় কর

খ. আয়কর

গ. সম্পদ কর

ঘ. মুনাফা কর

উত্তর : খ

৯৬. সুপার শপে ধার্যকৃত কর হলো-

i. সম্পূরক কর

ii. আবগারি কর

iii. মুল্যসংযোজন কর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

উদ্দীপকটি পড়ো এবং ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশ সরকার কর রাজস্ব  ও অ-কর রাজস্বের মাধ্যমে আয় সংগ্রহ করে।কর রাজস্বের মধ্যে সিংহভাগই সংগ্রহীত হয় পরোক্ষ কর থেকে।

[কু.বো. ১৯]

৯৭. উদ্দীপকে উল্লিখিত পরোক্ষ করের সিংহভাগ কোন ধরনের কর থেকে সংগ্রহীত হয়?

ক. একক কর

খ. মূল্যানুপাতিক কর 

গ. প্রমোদ কর

ঘ. মূল্য সংযোজন কর

উত্তর : ঘ

৯৮.  উদ্দীপকে উল্লিখিত অ-কর রাজস্বের উপাদান হলো—

i. ভূমি রাজস্ব

ii. জরিমানা

iii. টোল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

উদ্দীপকটি পড়ো এবং ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) মোট কর রাজস্বের ৬২% নিয়ন্ত্রণ করে। অবশিষ্ট রাজস্ব সংগৃহী হয় কর বহির্ভূত বিভিন্ন খাত থেকে।

[য.বো.১৯]

৯৯.উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান নিচের কোন উৎস থেকে সর্বাধিক কর রাজস্ব সংগ্রহ করে?

ক. মূল্য সংযোজন কর

খ. আয়কর

গ. আমদানি শুল্ক

ঘ. আবগারি শুল্ক

উত্তর : ক

১০০. উদ্দীপকে উল্লিখিত কর বহির্ভূত রাজস্বের উপাদান হলো- 

i. রপ্তানি শুল্ক

ii. সুদ প্রাপ্তি

iii. ফি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

উদ্দীপকটি পড়ো এবং ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশ সরকার দেশে উৎপাদিত পণ্য ও সেবার উপর কর আরোপ করে। এটি তার আয়ের একটি উৎস। এছাড়াও আয় বৃদ্ধির জন্য সরকারি চাকরিজীবী ও দেশের ধনী ব্যক্তিদের উপরও কর আরোপ করে। 

[চ.বো. ১৭]

১০১. দেশের উৎপাদিত পণ্য সেবার উপর আরোপিত করকে---

ক. বিক্রয় কর

খ. পণ্য কর

গ. উৎপাদন কর

ঘ. আবগারি শুল্ক

উত্তর : ঘ

১০২. ধনী ব্যক্তিদের উপর ধার্যকৃত কর হলো- 

i. প্রত্যক্ষ কর

ii. আয়কর

iii. বিশেষ কর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও:

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটে মোট ব্যয় ধরা হয় ৬ লাখ ৩ হাজার ১১৮ কোটি টাকা। এ বিশাল অর্থসংস্থানের প্রধান ও স্থায়ী উৎস হলো NBR নিয়ন্ত্রিত করসমূহ। এর পাশাপাশি কর বহির্ভূত রাজস্বের বাইরে সরকার প্রয়োজনে  ঋণ গ্রহণের মাধ্যমে অর্থসংস্থানের পরিকল্পনা গ্রহণ করেছে।

[ঢা.বো. ২২]

১০৩.  সরকারি ব্যয়ের অর্থসংস্থানের উল্লিখিত স্থায়ী উৎসে নিচের কোনটির অবদান সবচেয়ে বেশি?

ক. আমদানি শুল্ক

খ. মূল্য সংযোজন কর

গ. আয়কর

ঘ. আবগারি শুল্ক

উত্তর : খ

১০৪. সরকারি ব্যয়ের অর্থসংস্থানের শেষোক্ত উৎস হতে অর্থায়নের উদ্দেশ্য কী?

i. সরকার ও জনপ্রশাসন পরিচালনা

ii. আর্থ-সামাজিক অবকাঠামো বিনির্মাণ 

iii. ঘাটতি বাজেটে অর্থায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও:

রাজেশের দেশের চাকরিজীবী জয়নব খানম প্রত্যেক অর্থবছরে শেষে জাতীয় রাজস্ব বোর্ডে বাধ্যতামূলকভাবে কিছু টাকা জমা দেন। অন্যদিকে বাড়ির মালিক রুশো আহম্মেদ সিটি কর্পোরে অফিসে হোল্ডিং ট্যাক্স বাবদ টাকা জমা দেন।

[চ. বো. ২২]

১০৫. উদ্দীপক অনুযায়ী জয়নব খানম নিচের কোনটি জমা দেন? 

ক. আয়কর

খ. নাবয়ন ফি

গ. মূল্য সংযোজন কর

ঘ. প্রমোদ কর

উত্তর : ক

১০৬. উদ্দীপক অনুযায়ী রুশো আহম্মেদের অর্থ প্রদানের ক্ষেত্রটি-

ক. বাধ্যতামূলক

খ. বিশেষ সুবিধা প্রাপ্তি

গ. জরিমানা

ঘ. বাণিজ্যিক আয়ের অংশ

উত্তর : খ

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url