অর্থনীতি ২য় পত্র অধ্যায়-১০উন্নয়ন পরিকল্পনা সাজেশন

 

Development-plan

১০ম অধ্যায়:উন্নয়ন পরিকল্পনা

এইচএসসি অর্থনীতি ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪

HSC Economics 2nd Paper 100% Common Suggestion-2024

প্রশ্ন-১. উন্নয়ন পরিকল্পনা কী?

[ঢা বো. ১৯; ব. বো. ১৯, ১৬; রা. বো., সি. বো. ১৭, ১৯; ঢা বো.; দি. বো., য. বো, সি. বো. ১৮; সি. বো. ১৬]

উত্তর: কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সচেতনভাবে পরিকল্পিত ও প্রণীত আর্থ-সামাজিক কর্মসূচিকে উন্নয়ন পরিকল্পনা বলে। 

প্রশ্ন-২. সর্বপ্রথম কত সালে পরিকল্পনা গৃহীত হয়?

উত্তর: ১৯২৮ সালে সোভিয়েত রাশিয়ায় সর্বপ্রথম পরিকল্পনা গৃহীত হয় ।

প্রশ্ন-৩. দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?

 [দি. বো. ১৭]

উত্তর: সাধারণত দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে । 

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

প্রশ্ন-৪. স্বল্পমেয়াদি পরিকল্পনা কাকে বলে?

[কু. বো., চ. বো. ১৯]

উত্তর: স্বল্পমেয়াদি কতকগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে ।

প্রশ্ন-৫. মধ্যমমেয়াদি পরিকল্পনা কাকে বলে?

 [দি. বো. ১৯; কু. বো. ১৬]

উত্তর: কতকগুলো সুনির্দিষ্ট আর্থ-সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ৩ বছর বা তার চেয়ে বেশি সময়কাল এবং ১০ বছরের চেয়ে কম সময়ের জন্য যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলে ।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

 প্রশ্ন-৬. প্রেক্ষিত পরিকল্পনা কী? 

[ঢা. বো. ১৭]

উত্তর: যে পরিকল্পনা দীর্ঘমেয়াদ যেমন ১০, ১৫, ২০ বছর সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে প্রেক্ষিত পরিকল্পনা বলে । 

প্রশ্ন-৭. কাঠামোগত পরিকল্পনা কী?

উত্তর: যখন কোনো দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন সাধন করে পরিকল্পনা প্রণয়ন করা হয় তখন তাকে কাঠামোগত পরিকল্পনা বলা হয় ।

প্রশ্ন-৮. আঞ্চলিক পরিকল্পনা কাকে বলে?

 [রা. বো. দি. বো. ১৬]

উত্তর: কোনো একটি দেশের বিশেষ অঞ্চলের উন্নয়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষ যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে, তাকে আঞ্চলিক পরিকল্পনা বলা হয় ।

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-৯. প্ররোচিত পরিকল্পনা কী? 

[য. বো. ১৯]

উত্তর: যে পরিকল্পনায় নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বাজার ব্যবস্থার মাধ্যমে সম্পদের বণ্টন করা হয় এবং উৎপাদন, ভোগ, বিনিময় ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া হয় তাকে প্ররোচিত পরিকল্পনা বলে ।

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

প্রশ্ন-১০. স্থানীয় পরিকল্পনা কাকে বলে?

 [সি. বো. ১৯]

উত্তর: দেশের কোনো নির্দিষ্ট স্থানের উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তখন তাকে স্থানীয় পরিকল্পনা বলে । আমাদের দেশে প্রধানত ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন প্রভৃতি সংস্থা এ ধরনের ‘স্থানীয় পরিকল্পনা’ প্রণয়ন করে থাকে।

প্রশ্ন-১১. বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কী?

 [কু. বো., চ. বো., ব. বো, রা. বো. ১৮]

উত্তর: এক আর্থিক বছরের (জুলাই-জুন) মেয়াদ বাস্তবায়নের লক্ষ্যে যেসব উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) বলে ।

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-১২. দ্বি-বার্ষিক পরিকল্পনা কী?

উত্তর: দুই বছর মেয়াদি পরিকল্পনাকে দ্বি-বার্ষিক পরিকল্পনা বলা হয়।

প্রশ্ন-১৩. পঞ্চ-বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কী?

উত্তর: এক থেকে পাঁচ আর্থিক বছরের মেয়াদ বাস্তবায়নের লক্ষ্যে যেসব উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে পশু- বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলে ।

IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-১৪.বাংলাদেশে দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত ছিল?

[য. বো. ১৭ বো. ১২]

উত্তর: বাংলাদেশে দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ছিল— ১লা জুলাই ১৯৭৮ সাল থেকে ৩০ শে জুন ১৯৮০ সাল পর্যন্ত।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. প্রেক্ষিত পরিকল্পনা কেন প্রণয়ন করা হয়? 

[ঢা. বো. ১৯]

উত্তর: দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয় ।সাধারণত দীর্ঘমেয়াদে ১০ থেকে ২৫ বছর সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্য নির্বাচন করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, তাকে প্রেক্ষিত পরিকল্পনা বলে। ধারাবাহিক উন্নয়নের জন্য এমন কিছু প্রকল্প এবং আর্থ-সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন করা প্রয়োজন হয় যা পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে বাস্তবায়ন করা যায় না।সেজন্য আরও বেশি সময় ও ব্যাপকতার নীতি ও কৌশল গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে। এসব দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন ও মৌলিক কিছু সামষ্টিক লক্ষ্য অর্জনের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করতে হয়।

প্রশ্ন-২. স্বল্পমেয়াদি পরিকল্পনা বলতে কী বোঝ?

উত্তর: স্বল্পমেয়াদি কতকগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে।স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে এমন ধরনের কর্মসূচি, প্রকল্প ও লক্ষ অন্তর্ভুক্ত থাকে যেগুলো জাতীয় স্বার্থে অল্প কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হওয়া প্রয়োজন। প্রচলিত অর্থে বাংলাদেশের দ্বিবার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলা যায়।

প্রশ্ন-৩. 'অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনার প্রয়োজন - ব্যাখ্যা করো। 

[রা.বো, কু. বো, চ. বো.ব, বো. ১৮]

উত্তর: সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি দেশে অর্থনৈতিক পরিকল্পনা একান্ত প্রয়োজন ।বাংলাদেশ বর্তমানে বহুবিধ সমস্যার সম্মুখীন। এসব সমস্যার মধ্যে খাদ্য ঘাটতি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, ব্যাপক নিরক্ষরতা, মুদ্রাস্ফীতি, লেনদেনের ভারসাম্যে ক্রমবধর্মান প্রতিকূলতা প্রভৃতি প্রধান। এসব সমস্যার আশু সমাধানের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন হয়।

প্রশ্ন-৪. অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা প্রয়োজন— ব্যাখ্যা করো। 

[কু. বো., চ. বো, ব. বো., রা. বো. ১৮; চ. বো. ১৬]

উত্তর: সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এ সমস্যাবলির সমাধান তথা দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনা একান্ত প্রয়োজন ।বাংলাদেশ বর্তমানে বহুবিধ সমস্যার সম্মুখীন। এসব সমস্যার মধ্যে খাদ্য ঘাটতি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, ব্যাপক নিরক্ষরতা, ভয়াবহ মুদ্রাস্ফীতি, লেনদেনের ভারসাম্যে ক্রমবর্ধমান প্রতিকূলতা প্রভৃতি প্রধান। এসব সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পনা গ্রহণ।

প্রশ্ন-৫. উন্নয়ন পরিকল্পনা কীভাবে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস করে? 

[দি. বো. ১৭]

উত্তর: সঠিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে মূলধনের যোগান বৃদ্ধি করে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস করা যায়। উন্নয়নশীল দেশগুলো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রায়শই বৈদেশিক সাহায্যের ধরন অনেক সময় দেশের জন্য অতি মাত্রার বোঝা সৃষ্টি করে। তাই প্রয়োজন হয় সুচিন্তিত ও সুপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা, যা বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস করে। সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে নিজস্ব তথা অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধি করতে পারলে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস পাবে

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. সোভিয়েত ইউনিয়নে কত সালে সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে?

ক. ১৯১৮

খ. ১৯২৮

গ. ১৯৩৮

ঘ. ১৯৪৮

উ: খ

২. "New Economic Policy' কোন দেশে গ্রহণ করা হয়েছিল?

ক. আমেরিকায়

খ. রাশিয়ায়

গ. গ্রিসে

ঘ. বাংলাদেশ

উ: খ

৩. ঘূর্ণায়মান পরিকল্পনার প্রবক্তা কে?

ক. এল রবিন্স

খ. বারবারা উটন

গ. গুনার মিরডাল

ঘ. হায়েক

উ: গ

৪ . কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়?

ক. ১৯৩০ সালে

খ. ১৯৩১ সালে

গ. ১৯৩২ সালে

ঘ. ১৯৩৩ সালে

উ: ক

৫. বাংলাদেশে এ পর্যন্ত কতটি পঞ্চ-বার্ষিক পরিকল্পনা গৃহীত হয়েছে?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ৭টি

উ: ঘ

৬.পরিকল্পনার মেয়াদকাল কত প্রকার?

ক. ২ প্রকার

খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার

ঘ. ৫ প্রকার

উ: খ

৭. কোনটি স্বল্পমেয়াদি পরিকল্পনার সুবিধা নয়?

ক. কম মূলধন প্রয়োজন

খ. ব্যর্থতায় ক্ষতি কম

গ. দ্রুত সিদ্ধান্ত নেওয়া 

ঘ. আয় বৈষম্য হ্রাস

উ:  ঘ

৮. পঞ্চ-বার্ষিক পরিকল্পনার সাফল্য নির্ভর করে কীসের সাফল্যের ওপর?

ক. মধ্যমেয়াদি পরিকল্পনা 

খ. দীর্ঘমেয়াদি পরিকল্পনা 

গ. বার্ষিক পরিকল্পনা

ঘ. স্বল্পমেয়াদি পরিকল্পনা 

উ:  গ

৯. বাংলাদেশ যদি ১০০ কোটি টাকা মূল্যের কাপড় তৈরির পরিকল্পনা করে তা কোন ধরনের পরিকল্পনা? 

ক. আর্থিক পরিকল্পনা

খ. বস্তুগত পরিকল্পনা

গ. কাঠামোগত পরিকল্পনা 

ঘ. কার্যগত পরিকল্পনা

উ:  ক

১০. সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কমিশন যে ধরনের পরিকল্পনা গ্রহণ করে তাকে কী বলে? 

ক. কেন্দ্রীয় পরিকল্পনা

খ. জাতীয় পরিকল্পনা

গ. স্থানীয় পরিকল্পনা

ঘ. আঞ্চলিক পরিকল্পনা

উ:  ক

১১. স্বল্পমেয়াদি পরিকল্পনার সর্বোচ্চ মেয়াদসীমা কত?

ক. ১ বছর

খ. ৪ বছর

গ. ৩ বছর

ঘ. ৭ বছর

উ: ক

১২. দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে অন্য কী নামে অভিহিত করা যায়? 

ক. কাঠামোগত পরিকল্পনা 

খ. প্ররোচিত পরিকল্পনা 

গ. প্রেক্ষিত পরিকল্পনা

ঘ. নির্দেশভিত্তিক পরিকল্পনা

উ:  গ

১৩. কোন পরিকল্পনা জরুরি ভিত্তিতে গৃহীত হয়? 

ক. দীর্ঘমেয়াদি পরিকল্পনা

খ. স্থানীয় পরিকল্পনা

গ. জাতীয় পরিকল্পনা

ঘ. স্বল্পমেয়াদি পরিকল্পনা

উ:  ঘ

১৪. নির্দেশমূলক পরিকল্পনার সমার্থক পরিকল্পনা কোনটি ?

ক. পুঁজিবাদী

খ. বিকেন্দ্রীয়

গ. প্ররোচিত

ঘ. কেন্দ্ৰীয়

উ:  ঘ

১৫. মধ্যমমেয়াদি পরিকল্পনার মেয়াদ কত বছর?

ক. ১-৫ বছর

খ. ১-১০ বছর

গ. ৫-১০ বছর

ঘ. ১-১৫ বছর

উ:  ক

১৬. দীর্ঘমেয়াদি পরিকল্পনার মেয়াদকাল কত বছর?

ক. ১-১০

খ. ১০-২৫

গ. ২০-২৫

ঘ. ২৫-৩০

উ: খ

১৭. প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সময় মেয়াদে গ্রহণ করা হয়েছিল?

ক. ১৯৭২-১৯৭৭

খ. ১৯৭৩-১৯৭৮

গ. ১৯৭৪-১৯৭৯

ঘ. ১৯৭৫-১৯৮০

উ:  খ

১৮. দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সময় মেয়াদে গ্রহণ করা হয়েছিল?

ক. ১৯৭৮-১৯৮৩

খ. ১৯৭৯-১৯৮৪

গ. ১৯৮০-১৯৮৫

ঘ. ১৯৮১-১৯৮৬

উ:  গ

১৯. তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সময় মেয়াদে গ্রহণ করা হয়েছিল?

ক. ১৯৮৪-১৯৮৯

খ. ১৯৮৫-১৯৯০

গ. ১৯৮৬-১৯৯১

ঘ. ১৯৮৭-১৯৯২

উ:  খ

২০. চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সময় মেয়াদে গ্রহণ করা হয়েছিল?

ক. ১৯৮৯-১৯৯৪

খ. ১৯৯০-১৯৯৫ 

গ. ১৯৯১-১৯৯৬

ঘ. ১৯৯২-১৯৯৭

উ:  খ

২১. রহমান মিয়া জাতিসংঘের শান্তিমিশনে আফ্রিকায় যায়, যেখানে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হয়। আফ্রিকায় কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়?

ক. কেন্দ্রীয় পরিকল্পনা

খ. স্থানীয় পরিকল্পনা 

গ. কাঠামোগত পরিকল্পনা 

ঘ. উন্নয়ন পরিকল্পনা 

উ:  ঘ

২২. জনাব সাদেক আলী ‘নাহার কোম্পানির' কর্মকর্তাদের নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য এক বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন । এটি কোন ধরনের পরিকল্পনা?

ক. স্বল্পমেয়াদি পরিকল্পনা

খ. মধ্যমেয়াদি পরিকল্পনা

গ. দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ঘ. প্রেক্ষিত পরিকল্পনা

উ:  ক

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

২৩. পরিকল্পনার প্রকারভেদ হলো— 

i. কেন্দ্রীয় পরিকল্পনা

ii. প্রণোদনামূলক পরিকল্পনা

iii. স্থানীয় পরিকল্পনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  ঘ

২৪. দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়— 

i. জনসংখ্যা নিয়ন্ত্রণে

ii. বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণে 

iii. শিক্ষার হার বৃদ্ধিতে নিচের কোনটি সঠিক?

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  খ

২৫. স্বল্পমেয়াদি পরিকল্পনার সুবিধা হলো—

i. মূলধন কম লাগে

ii. দ্রুত লক্ষ্যমাত্রা অর্জন

iii. ব্যাপ্তিকাল কম তাই পরিকল্পনা নির্ভুল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  ঘ

২৬. ADP এর উদ্দেশ্যসমূহ হলো—

i. বিভিন্ন পরিকল্পনার ত্রুটি বিচ্যুতিসমূহ দূরীক্ষরণ 

ii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও শিক্ষার প্রসার

iii. জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  ঘ

২৭. উন্নয়নশীল দেশগুলো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে থাকে মূলত জনগণের—

i. মাথাপিছু আয় বৃদ্ধির জন্য 

ii. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য 

iii. অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য

 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

গ. i ও ii

খ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  ঘ

২৮. বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকে—

i. জাতীয় উৎপাদন বৃদ্ধি

ii. কৃষি সংক্রান্ত কার্যাবলি

iii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  গ

২৯. ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য হলো- 

i. প্রবৃদ্ধি ত্বরান্বিত করা 

ii. মানব উন্নয়ন

iii. আয় বৈষম্য বৃদ্ধি 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  ক

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

উদ্দীপকটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:  

রাহী একটি বই পড়ে জানতে পেরেছে একটি নির্দিষ্ট সময়ে আফ্রিকার একটি দেশের প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সেই দেশের সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সরকার কীভাবে সুচিন্তিত কর্মসূচি ও কৌশল গ্রহণ করেছিল, এ সম্পর্কিত যাবতীয় তথ্য ।

৩০. রাহীর পঠিত বইটিতে আফ্রিকার ঐ দেশটির কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?

ক. অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার ধারণা

খ. জাতীয় বাজেটের পরিকল্পনা

গ. আমদানি পণ্য কমিয়ে আনার প্রভাব 

ঘ. রপ্তানি বাণিজ্য বৃদ্ধির ফলাফল 

উ:  ক

৩১. এই ধরনের কার্যক্রমে দেশটির— 

i. জাতীয় আয় বৃদ্ধি পাবে

ii. জন্মহার হ্রাস পাবে

iii. দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  খ

উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও: 

রহিম সাহেব মেঘনা ব্যাংকে একটি DPS খুললেন । প্রতি মাসের ৫ তারিখে এতে অর্থ জমা করতে শুরু করলেন। যেখান থেকে প্রতি পাঁচ বছরে তার টাকা দ্বিগুণ হয়ে যায়।

৩২. অনুচ্ছেদটি কোন ধরনের পরিকল্পনার কথা ইঙ্গিত করা হয়েছে?

ক. দ্বিবার্ষিক পরিকল্পনা 

খ. প্রেক্ষিত পরিকল্পনা 

গ. পঞ্চ-বার্ষিক পরিকল্পনা 

ঘ. বার্ষিক পরিকল্পনা

উ:  গ

৩৩. উক্ত পরিকল্পনার বৈশিষ্ট্য হলো—

i. অর্থনৈতিক স্থিতিশীলতা

ii. অর্থনৈতিক নিরাপত্তা

iii. সামাজিক মূল্যবোধ 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  গ

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

৩৪. কোন দেশ সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে?

[চ.বো.১৭;কু.বো.১৬]

ক. রাশিয়া

খ. ইংল্যান্ড

গ. চীন

ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র

উ:  ক

৩৫. পরিকল্পনা প্রণয়নে প্রথম কোনটি নির্ণয় করতে হয়?

[য. বো. ১৯; চ. বো. ১৬]

ক. উদ্দেশ্যাবলি

খ. লক্ষ্যমাত্রা

গ. উন্নয়নের হার

ঘ. বিনিয়োগের হার

উ:  খ

৩৬. কোনো অর্থনীতির উন্নয়ন নির্দেশক নীল-নকশা প্রণয়ন ও সম্ভাব্য বাস্তবায়নকে কী বলে? 

[সি. বো. ১৬]

ক. বাজেট

খ. পরিকল্পনা

গ. টেকসই উন্নয়ন

ঘ. অর্থায়ন

উ:  খ

৩৭. কোন অর্থব্যবস্থা কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়? 

[কু. বো. ১৯]

ক. মিশ

খ. ইসলামি

গ. সমাজতান্ত্রিক

ঘ. পুঁজিবাদী

উ: গ

৩৮. কোনটি স্থানীয় ব্যয়? 

[সি. বো. ১৯]

ক. প্রতিরক্ষা

খ. কালভার্ট নির্মাণ

গ. সাধারণ প্রশাসন

ঘ. বিচার বিভাগ

উ:  খ

৩৯. প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল কোনটি? 

[রা. বো. ১৯]

ক. ১–৫ বছর

খ. ৫-১০ বছর

গ. ১০–২৫ বছর

ঘ. ৫–১৫ বছর

উ:  গ

৪০. প্রেক্ষিত পরিকল্পনা → পঞ্চবার্ষিক পরিকল্পনা → ?
? চিহ্নিত স্থানে বসবে― 

[চ. বো. ১৯]

ক. বার্ষিক পরিকল্পনা 

খ. মধ্যমেয়াদি পরিকল্পনা 

গ. দীর্ঘমেয়াদি পরিকল্পনা 

ঘ. শাখা পরিকল্পনা 

উ:  ক

৪১. প্রেক্ষিত পরিকল্পনা 'রূপকল্প-২০১১' এর মেয়াদ কত?

[ব. বো. ১৬]

ক. ২০১১-২০২১

খ. ২০১০-২০২১ 

গ. ২০১০-২০২০

ঘ. ২০১৫-২০২১

উ:  খ

৪২. বাংলাদেশের ২০১০-২০২১ সাল মেয়াদি পরিকল্পনাকে বলা হয়— 

[কু, বো. ১৭]

ক. রূপকল্প-২০২১

খ. দশশালা পরিকল্পনা

গ. প্রেক্ষিত পরিকল্পনা

ঘ. পঞ্চবার্ষিকী পরিকল্পনা

উ:  গ

৪৩. প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল— 

[রা. বো. ১৭]

ক. ১-৩ বছর

খ. ১-৭ বছর

গ. ৩-৫ বছর

ঘ. ১০-২৫ বছর

উ:  ঘ

৪৪. স্বল্পমেয়াদি অর্থায়নের মেয়াদ কত? 

[ব. বো. ১৬]

ক. ১ বছরের কম

খ. ১-৫ বছরের মধ্যে 

গ. ৫-১০ বছরের মধ্যে

ঘ. ১০ বছরের বেশি

উ:  ক

৪৫. নির্দিষ্ট সময়ে বৈদেশিক সাহায্য ব্যবহার নিশ্চিত করার জন্য কোন ধরনের পরিকল্পনা গ্রহণযোগ্য? 

[ঢা. বো. ১৭] 

ক. প্ৰেক্ষিত

খ. দীর্ঘমেয়াদি 

গ. মধ্যমেয়াদি

ঘ. স্বল্পমেয়াদি

উ:  গ

৪৬. কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

[দি বো. ১৭]

ক. নির্দেশকমূলক

খ. কেন্দ্রীয়

গ. বিকেন্দ্রীয়

ঘ. প্ররোচিত

উ:  খ

৪৭. ADP কী? 

[সকল বোর্ড ১৮]

ক. Annual Development Plan 

খ. Asian Development Plan 

গ. Annual Development Project 

ঘ. Asian Development Project

উ:  ক

[নোট: বাংলাদেশের প্রেক্ষাপটে ADP বলতে বোঝায় Annual Developement Programme]

৪৮. ADP-এর প্রকল্প বাস্তবায়নে কার অনুমোদনের প্রয়োজন হয়? 

[ব. বো. ১৯]

ক. রাষ্ট্রপতি

খ. প্রধানমন্ত্রী

গ. ECNEC

ঘ. বাংলাদেশ ব্যাংক

উ:  গ

৪৯. উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য কী?

[চ. বো. ১৭]

ক. অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন

খ. বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ

গ. দারিদ্র্য দূরীকরণ

ঘ. মুদ্রাস্ফীতি রোধ

উ:  ক

৫০. বাংলাদেশে এখন কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলে?

[চ. বো. ১৯]

ক. ৫ম

খ. ৬ষ্ঠ

গ. ৭ম

ঘ. ৮ম

উ:  গ

৫১. কোন দেশে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়?

[সি. বো, য. বো. ১৭]

ক. চীন 

খ. জাপান

গ. রাশিয়া

ঘ. জার্মানী

উ:  গ

৫২. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে গৃহীত হয়?

[সি. বো. ১৭]

ক. ১৯৭৩

খ. ১৯৭৫

গ. ১৯৮১

ঘ. ১৯৮৫

উ:  ক

৫৩. বাংলাদেশে কোন সময়কালে কোনো পঞ্চ-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়নি? 

[রা. বো. ১৬]

ক. ১৯৯৩-২০০০

খ. ২০০৩-২০১০

গ. ১৯৯০-১৯৯৫

ঘ. ১৯৯৭-২০০২

উ:  খ

৫৪. স্বাধীনতা পরবর্তী কয়টি দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 

[ঢা. বো. ১৯. সি. বো. ১৯; দি. বো. ১৭]

ক. ১

খ. ২ 

গ. ৩

ঘ. 8

উ:  ক

৫৫. বাংলাদেশের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি? 

[য. বো. ১৯]

ক. ২০১৫-২০১৯

খ. ২০১৬-২০২০

গ. ২০১৭-২০২১

ঘ. ২০১৮-২০২২

উ:  খ

৫৬. ষষ্ঠ পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত?

[সি. বো., রা. বো. ১৯]

ক. ১৯৮৫-১৯৯০

খ. ১৯৯০-১৯৯৫

গ. ১৯৯৭-২০০২

ঘ. ২০১১-২০১৫

উ:  ঘ

৫৭. বর্তমানে বাংলাদেশে কোন পঞ্চ-বার্ষিক পরিকল্পনা ক্রিয়াশীল?

[ঢা.বো. ১৭]

ক. চতুর্থ

খ. পঞ্চম

গ. ষষ্ঠ

ঘ. সপ্তম

উ: ঘ

৫৮. ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে শুরু হয়? 

[য. বো. ১৬]

ক. ২০০৫

খ. ২০১১ 

গ. ২০১২

ঘ. ২০১৫

উ:  খ

৫৯. নিচের কোনটি ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্য? 

[য. বো. ১৬]

ক. প্রযুক্তির বিকাশ 

খ. সুশাসন 

গ. ন্যায়বিচার প্রতিষ্ঠা

ঘ. দারিদ্র্য দূরীকরণ

উ:  ঘ

৬০. দীর্ঘমেয়াদি পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে-

[দি. বো. ১৯ কু. বো. ১৬]

i. সুশাসন বৃদ্ধি

ii. টেকসই উন্নয়ন

iii. খাদ্য নিরাপত্তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  ঘ

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৬১. ADP এর উদ্দেশ্য হলো— 

[য. বো. ১৭]

i. কৃষি ও শিল্পোৎপাদন বৃদ্ধি

ii. জনসংখ্যা বৃদ্ধি

iii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  খ

৬২. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হচ্ছে— 

[দি, বো. ১৭]

i. উদ্দেশ্য নির্ধারণ

ii. লক্ষ্য নির্ধারণ

iii. সম্পদ বরাদ্দ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  ঘ

আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১  প্রশ্নপত্রসহ উত্তর  (Commerce)

উদ্দীপকটি পড়ো এবং ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও: 

একটি দেশের সরকার ৩০ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এতে ডিজিটাল বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা অর্জন ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। 

[সকল বোর্ড ১৮]

৬৩. উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনাটি কী ধরনের?

ক. স্বল্পমেয়াদি

খ. মধ্যমমেয়াদি

গ. দীর্ঘমেয়াদি

ঘ. বিশেষ

উ:  গ

৬৪. এ ধরনের পরিকল্পনার উদ্দেশ্য হলো-

i. মানবসম্পদ উন্নয়ন

ii. জন্মনিয়ন্ত্রণ

iii. জীবনযাত্রার মান বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  খ

উদ্দীপকটি পড়ো এবং ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:

'X' দেশের সরকার ২০৩৫ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য ২৫ বৎসর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির জনগণ ইতোমধ্যে এ পরিকল্পনার সুফল পেতে শুরু করেছে। 

[ব. বো. ১৭]

৬৫. উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনাটি কোন ধরনের?

ক. বার্ষিক পরিকল্পনা 

খ. স্বল্পমেয়াদি পরিকল্পনা 

গ. মধ্যমেয়াদি পরিকল্পনা 

ঘ. প্রেক্ষিত পরিকল্পনা 

উ:  ঘ

অন্যান্য বিষয় সমূহ:

৬৬. উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনার ফলে -

i. বেকারত্ব বৃদ্ধি পাবে

ii. মানবসম্পদের উন্নয়ন ঘটবে 

iii. জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  গ

উদ্দীপকটি পড়ো এবং ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাওঃ 

২০৪১ সালের মধ্যে সরকার দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে ২০ বছরের একটি পরিকল্পনা গ্রহণ করে। 

[দি. বো. ১৬]

৬৭. উদ্দীপকে উল্লিখিত সময়কাল নিচের কোন পরিকল্পনার সাথে সম্পর্কযুক্ত? 

ক. বার্ষিক

খ. স্বল্পমেয়াদি

গ. মধ্যমমেয়াদি

ঘ. দীর্ঘমেয়াদি

উ:  ঘ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

৬৮. উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে—

i. অর্থনীতির সকল চলকের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ

ii. অর্থনীতির সকল খাতের অন্তর্ভুক্ত

iii. ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন নিচের কোনটি সঠিক?

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  ঘ

কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নং প্রশ্নের উত্তর দাও:

আলহাজ স্যার ক্লাসে বাংলাদেশে গৃহীত বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে পড়ালেন। তিনি বললেন এ পর্যন্ত ৬টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সুচিন্তিত কর্মসূচি ও কৌশল গ্রহণের মাধ্যমে এ সকল পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানান। 

[দি. বো. ১৭]

৬৯. ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সালে শুরু হয়?

ক. ২০০৯

খ. ২০১০

গ. ২০১১

ঘ. ২০১২

উ:  গ

কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৭০. পরিকল্পনা বাস্তবায়ন হলে—

i. জাতীয় আয় বৃদ্ধি পাবে 

ii. অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে

iii. জন্মহার বাড়বে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:  ক

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url