এইচএসসি রেইনকোট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 

Raincoat

রেইনকোট 

আখতারুজ্জামান ইলিয়াস

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :রেইনকোট 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • 'রেইনকোট' গল্পে কলেজের রসায়নের লেকচারার নুরুল হুদা।
  • মুক্তিবাহিনী রাতে কলেজের মিলিটারি ক্যাম্পে হামলা চালালে সন্দেহভাজন সহযোগী হিসেবে নুরুল হুদাকে চিহ্নিত করা হয়।
  • বৃষ্টির দিন হওয়ায় নুরুল হুদার স্ত্রী আসমা তাঁর ভাইয়ের রেইনকোট স্বামীকে পরতে দেন।
  • রেইনকোর্ট পরার পর মুরুল হুদার নিজেকে মুক্তিযোদ্ধা বলে মনে হয়।
  • হানাদাররা নুরুল হুদাকে সন্দেহভাজন হিসেবে হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ভীরু প্রকৃতির নুরুল হুদা স্বীকার করেন যে, তিনি মিসক্রিয়ান্টদের ঠিকানা জানেন ।
  • আখতারুজ্জামান ইলিয়াসের 'রেইনকোট' গল্পটি ১৯৯৫ সালে প্রথম প্রকাশিত হলেও পরবর্তীতে এটি 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' নামক গল্পগ্রন্থে সংকলিত হয়। 
  • মুক্তিযুদ্ধবিষয়ক এ গল্পটি একজন সাধারণ শিক্ষককে কেন্দ্র করে আবর্তিত, যিনি মুক্তিযোদ্ধা না হয়েও হানাদারদের হাতে নির্যাতিত হন।
  • এ গল্পে রেইনকোট প্রতীকী চেতনা হিসেবে উপস্থাপিত। মিন্টুর রেইনকোটটি গায়ে দেওয়ার পর সাধারণ শিক্ষক নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১. 'মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে।' উক্তিটির অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে- 

[খ ২০-২১]

(ক) শ্লেষ 

(খ) কৌতুক

(গ) ক্ষোভ

(ঘ) অনিশ্চয়তা

উ: ঘ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২. 'রেইনকোট' গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কী? 

[ক  ১৬-১৭]

(ক) আবু ইসহাক 

(খ) আবুল ইসহাক

(গ) ইসহাক মিয়া

(ঘ) ইসহাক কবির

উ: গ

৩. নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন পূর্বপুরুষ, যার পিঠে রক্তজবার মতো ক্ষত। এই মন্তব্যের সাথে প্রাসঙ্গিক হলো— 

[খ  ১৭-১৮]

(ক) পীড়িতের প্রতিবাদ

(খ) আঘাতে অবিচল

(গ) প্রতিবাদের ধারাবাহিকতা

(ঘ) সুনিপুণ প্রত্যাঘাত

উ: খ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

GST বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪. 'রেইনকোট' গল্পের রেইনকোট কীসের প্রতীক? 

[B ২০-২১]

(ক) সহিষ্ঞুতা

(খ) ধৈর্য ও ক্ষমা 

(গ) সাহস ও দেশপ্রেম

(ঘ) মৃত্যু

উ: গ

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫. 'রেইনকোট' গল্পে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে কাকে?

[A ১৭-১৮]

(ক) মুক্তিবাহিনীকে

(খ) পুলিশ বাহিনীকে 

(গ) শহিদ মিনারকে

(ঘ) হাসপাতালকে

উ: গ

৬. ‘রেইনকোট' গল্পের পটভূমি কোন শহরের? 

[ক ১৬-১৭]

(ক) রংপুর

(খ) সিলেট

(গ) রাজশাহী

(ঘ) ঢাকা

উ: ঘ

৭. 'রেইনকোট' গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে? 

[চ ১৬-১৭।

(ক) গভীর আস্থা

(খ) প্রতিকূল পরিবেশ

(গ) বর্ষাকাল

(ঘ) সাহস ও দেশপ্রেম

উ: ঘ

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৮. আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ সংখ্যা কয়টি? 

[C ২০-২১)

(ক) ৩টি

(খ) ৪টি 

(গ) ৫টি

(ঘ) ৬টি

উ: গ

৯. রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে কী কী অনুভূতির সঞ্চার হয়।

[C ২০-২১]

(ক) উষ্ণতা, সাহস ও ভ্রাতৃপ্রীতি

(খ) উষ্ণতা, সাহস ও দেশপ্রেম

(গ) উস্তা, গর্ব ও দেশপ্রেম

(ঘ) উষ্ণতা, দ্রোহ ও মুক্তির আকাঙ্ক্ষা

উ: খ

১০. ‘রাশিয়ার ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন। উক্তিটি কার? 

[C ২০-২১]

(ক) নুরুল হুদা

(খ) নুরুল হুদার জনৈক সহকমী

(গ) আবদুস সাত্তার মৃধা

(ঘ) ছদ্মবেশী কুলি

উ: খ

১১. 'খোয়াবনামা' উপন্যাস কার রচনা? 

[C1 ১৭-১৮]

(ক) হুমায়ুন আজাদ

(খ) হুমায়ূন আহমেদ

(গ) খালেকুজ্জামান ইলিয়াস

(ঘ) আখতারুজ্জামান ইলিয়াস 

উ: ঘ

১২. কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয়? 

[I ১৭-১৮]

(ক) অন্য ঘরে অন্য স্বর

(খ) জাল স্বপ্ন স্বপ্নের জাল

(গ) জন্ম যদি তব বঙ্গে

(ঘ) দোজখের ওম

উ: গ

১৩. মুক্তিযুদ্ধকে 'পাকিস্তানের ইনটার্নাল অ্যাফেয়ার' বলেছেন- 

[C ১৯-২০]

(ক) জন এফ কেনেডি

(গ) রিচার্ড নিক্সন

(খ) হেনরি কিসিঞ্জার

(ঘ) জেরাল্ড ফোর্ড

উ: খ

১৪. 'রেইনকোট' গল্প অনুসারে গ্রাম-গঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট ছিল— 

[F ১৯-২০]

(ক) হিন্দু ঘর-বাড়ি

(খ) শহিদ মিনার

(গ) মন্দির

(ঘ) মুক্তিবাহিনীর আস্তানা

উ: খ

১৫. ‘রেইনকোট' গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়ে দিয়েছিলেন? 

[F ১৯-২০]

(ক) ২৩ মে

(খ) ২৩ জুলাই 

(গ) ২৩ জুন

(ঘ) ২৩ আগস্ট

উ: গ

 IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৬. 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' গ্রন্থের লেখক কে? 

[C ২০-২১]

(ক) আখতারুজ্জামান ইলিয়াস

(খ) হাসান আজিজুল হক 

(গ) সেলিনা হোসেন

(ঘ) রশীদ করীম

উ: ক

১৭. 'বর্ষাকালেই তো জুৎ' কথাটি 'রেইনকোট' গল্পে কবার বলা হয়েছে?

(ক) একবার 

(খ) দুইবার

(গ) তিনবার

(ঘ) চারবার

উ: খ

১৮. 'দোজখের ওম' গল্পগ্রন্থের রচয়িতা-

[D ১৭-১৮; ইনি B ১৬-১৭; চনি B1 ১৬-১৭]

(ক) শওকত ওসমান

(খ) আনিসুজ্জামান 

(গ) শওকত আলী

(ঘ) আখতারুজ্জামান ইলিয়াস

উ: ঘ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

১৯. কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

(ক) আবদুস সাত্তার মৃধা 

(খ) আফাজ আহমদ

(গ) আখতারুজ্জামান ইলিয়াস

(ঘ) নুরুল হুদা

উ: ঘ

২০. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি কার লেখা? 

[A ১৭-১৮]

(ক) মুহম্মদ জাফর ইকবাল

(খ) আখতারুজ্জামান ইলিয়াস 

(গ) শওকত আলী

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উ: খ

২১. 'রেইনকোট' গল্পটি রচনা করেন – 

[C ১৭-১৮]

(ক) গী দ্য মপাসাঁ

(খ) আখতারুজ্জামান ইলিয়াস 

(গ) শওকত ওসমান

(ঘ) শওকত আলী

উ: খ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

২২. 'রেইনকোট' গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? 

[A ১৮-১৯]

(ক) ড. আফাজ আহমদ 

(খ) নুরুল হুদা

(গ) মিন্টু

(ঘ) আবদুস সাত্তার মৃধা

উ: গ

২৩. কোনটিতে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ রয়েছে? 

[G ১৬-১৭]

(ক) জাদুঘরে কেন যাব

(খ) রেইনকোট

(গ) আমার পথ

(ঘ) আহ্বান

উ: খ

২৪. 'রেইনকোট' গল্পে আছে 'ঐ ঠিকানা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে।' কোন ঠিকানার কথা বলা হয়েছে?

[C3 ১৬-১৭]

(ক) রাজাকারদের

(খ) মুক্তিযোদ্ধাদের

(গ) প্রিনসিপ্যালের

(ঘ) উর্দু প্রফেসরের

উ: খ

২৫. 'রেইনকোট' গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?

[B ১৯-২০]

(ক) কেমিস্ট্রি

(খ) ইংরেজি

(গ) বাংলা

(ঘ) জিওগ্রাফি

উ: ক

২৬. 'রেইনকোট' গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? 

[D ১৯-২০]

(ক) জার্মানি

(খ) ইংল্যান্ড

(গ) রাশিয়া

(ঘ) পাকিস্তান

উ: গ

২৭. ‘রেইনকোট' গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন ? 

[A ১৮-১৯]

(ক) ড. আফাজ আহমদ

(খ) নুরুল হুদা

(গ) মিন্টু

(ঘ) আবদুস সাত্তার মৃধা

উ: গ

 খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২৮. 'রেইনকোট' গল্পে 'রাশিয়ার ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন' প্রসঙ্গটি কোথায় উত্থাপিত হয়েছিল? 

[B ১৭-১৮]

(ক) ওয়েল্ডিং ওয়ার্কশপ ক্যাম্পে

(খ) পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মাহিলার কথায়

(গ) প্রিন্সিপ্যালের কামরায়

(ঘ) স্টাফরুমে ফিসফিস করে কারো কথায়

উ: ঘ

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

২৯. 'রেইনকোট' গল্পটি কার রচনা? 

[AL ১৮-১৯; রাখি C ১৭-১৮; বেরোবি B ১৭-১৮]

(ক) আখতারুজ্জামান ইলিয়াস 

(খ) মোপাসাঁ 

(গ) শওকত আলী

(ঘ) আলাওল

উ: ক

৩০. 'আমার নাম? সত্যিই বলেছে? আমার নাম বলেছে?' 'রেইনকোট' গল্পে উক্তিটি কার? 

[A ১৯-২০]

(ক) আবদুস সাত্তার

(খ) নুরুল হুদা

(গ) মিন্টু

(ঘ) আফাজ আহমদ

উ: খ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩১. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন? 

[A ১৭-১৮]

(ক) বগুড়ার শেরপুর

(খ) রংপুরের পীরগাছা 

(গ) বগুড়ার নারুলি

(ঘ) নওগাঁর আত্রাই

[Note: জন্ম: গাইবান্ধার গোটিয়া গ্রামে। পিতৃনিবাস: বগুড়ার নারুলি। ]

৩২. 'রেইনকোট' গল্পে ব্যবহৃত রেইনকোটটি কার? 

[A ১৭-১৮]

(ক) আবদুস সাত্তারের

(খ) আফাজ আহমদের

(গ) কর্নেল সাহেবের

(ঘ) মুক্তিযোদ্ধা মিন্টুর

উ: ঘ

৩৩. কলেজের জিমন্যাশিয়াম 'রেইনকোট' গল্পে কী হিসেবে ব্যবহৃত হয়?

[A ১৭-১৮]

(ক) পিয়নের বাসা

(খ) মিলিটারি ক্যাম্প

(গ) মুক্তিবাহিনীর ক্যাম্প

(ঘ) অধ্যক্ষের বাসা

উ: খ

৩৪. 'রেইনকোট' গল্পটি কোন গ্রস্থ থেকে সংকলিত? 

[A ১৭-১৮]

(ক) খোয়ারি

(খ) দুধভাতে উৎপাত 

(গ) দোজখের ওম

(ঘ) জাল স্বপ্ন স্বপ্নের জাল

উ: ঘ

৩৫. 'রেইনকোট' প্রতীকটি গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে? 

[B ১৭-১৮ ]

(ক) যুদ্ধ ও নিপীড়ন

(খ) গেরিলা আক্রমণ

(গ) উষ্ঞতা, সাহস ও দেশপ্রেম

(ঘ) দেশপ্রেম ও আনুগত্য

উ: গ

৩৬. 'রেইনকোট' গল্পে কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? 

[C ১৮-১৭]

(ক) শীত

(খ) বর্ষা

(গ) হেমন্ত

(ঘ) শরৎ

উ: খ

৩৭. 'দোজখের ওম' আখতারুজ্জামান ইলিয়াসের কী জাতীয় রচনা? 

[A ১৬-১৭]

(ক) উপন্যাস

(খ) প্রবন্ধ

(গ) গল্প 

(ঘ) নাটক

উ: গ

৩৮. 'রেইনকোট' গল্পের কথক কে? 

[B ১৬-১৭]

(ক) লেখক

(খ) আবদুস সাত্তার মৃধা 

(গ) নুরুল হুদা

(ঘ) প্রিন্সিপ্যাল

উ: গ

৩৯. 'রেইনকোট' গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে? 

[A ১৯-২০]

(ক) ঢাকা

(খ) সিলেট 

(গ) কুমিল্লা

(ঘ) ফরিদপুর

উ: ক

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪০. 'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়? 

[B ১৭-১৮]

(ক) ১৯৯৫

(খ) ১৯৯৭

(গ) ১৯৯৪

(ঘ) ১৯৮৫

উ: ক

৪১. 'ফওরন' শব্দের অর্থ কী? 

[B ১৭-১৮]

(ক) ফরমান

(খ) তাড়াতাড়ি 

(গ) ধীরস্থির

(ঘ) ফরিয়াদি

উ: খ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪২. ‘দুধভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা কে? 

[C ১৭-১৮]

(ক) শওকত ওসমান

(খ) আখতারুজ্জামান ইলিয়াস 

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) হাসান আজিজুল হক

উ: খ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪৩. 'রেইনকোট' গল্পে বর্ণনা করা হয়েছে— 

[D ১৭-১৮]

(ক) মুক্তিযুদ্ধের শুরুর পর্যায়

(খ) মুক্তিযুদ্ধের শেষ পর্যায়

(গ) মুক্তিযুদ্ধের মধ্যবর্তী পর্যায়

(ঘ)  ৭৫-পরবর্তী পৰ্যায়

উ: খ

৪৪. ‘রেইনকোট' গল্পের মূল প্রতিপাদ্য— 

[E ১৬-১৭]

(ক) ভাষা আন্দোলন

(খ) মুক্তিযুদ্ধ

(গ) গণ-অভ্যুত্থান

(ঘ) গণহত্যা

উ: খ

গার্হস্থ্য অর্থনীতি কলেজপ্রশ্ন ও উত্তর

৪৫. 'রেইনকোট' গল্পে মুক্তিফৌজ বোমা ফেলেছিল কোথায়? 

[মানবিক ২০-২১]

(ক) কলেজের মাঠে

(খ) পুকুরের ঘাটে

(গ) বাজারের মধ্যে

(ঘ) অধ্যক্ষের বাড়ির ফটকে

উ: ঘ

৪৬. ‘রেইনকোট' গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপিত হয়েছিল? 

[১৬-১৭]

(ক) কলেজগেটে

(খ) কলেজের জিমন্যাশিয়ামে 

(গ) অধ্যক্ষের কক্ষে

(ঘ) ছাত্রদের মিলনায়তনে

উ: খ

৪৭. 'রেইনকোট' গল্পে লেকচারার নুরুল হুদার শ্যালকের নাম কী? 

[১৯-২০]

(ক) আলফাজ

(খ) সাত্তার 

(গ) মিন্টু

(ঘ) ইসহাক

উ: গ

এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত  MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান

এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 

 কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

 কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url