বাংলা ১ম পত্র অধ্যায় ১: অপরিচিতা সাজেশন
অধ্যায় ১: অপরিচিতা
গদ্যাংশ
অপরিচিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩
HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2023
পেজ সূচিপত্র : অধ্যায় ১: অপরিচিতা
সৃজনশীল রচনামূলক
১. সবেমাত্র ডাক্তারি পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেছে পরেশ। এর মধ্যেই তার বাবা তাকে না জানিয়ে পাশের গ্রামের সুন্দরী শিক্ষিত এক মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলেছেন। ঘটকের মাধ্যমে পরেশ জানতে পেরেছে, ঘর সাজিয়ে দেওয়া ছাড়াও বর পক্ষকে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা রয়েছে। সবকিছু জানার পর, কোনো বিনিময় ছাড়াই পরেশ বিয়ের পক্ষে মত দেয় এবং শেষ পর্যন্ত তার কথা সবাই মেনে নেয়।
ক. বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করে?
খ. “এটা আপনাদের জিনিস, আপনাদের কাছেই থাক।”—এরূপ মন্তব্যের কারণ কী?
গ. উদ্দীপকের পরেশ 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের বিপরীত? ব্যাখ্যা করো।
ঘ. 'অপরিচিতা' গল্পের উদ্দিষ্ট চরিত্র যদি উদ্দীপকের পরেশের মতো হতো, তাহলে গল্পের পরিণতি কেমন হতো?— বিশ্লেষণ করো ।
২. লিটন শীল আর চন্দনা একে অপরের ভালো বন্ধু। ছাত্রজীবন থেকে তাদের মাঝে বেশ সখ্য আর জানাশোনা। উভয়ই উচ্চশিক্ষিত। চন্দনা এমএ পাশ করে স্বল্প বেতনের একটা চাকরি করে। স্বল্প বেতনের জন্য মা-বাবাকে সাথে নিয়ে শরতলিতে একটা পুরোনো ভাড়া বাসায় বাস করে। তার যাপিত জীবন আভিজাত্যের নয় নিম্নমধ্যবিত্তের। লিটন শীল সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা বিক্রম শীলের কাছে চন্দনাকে বিয়ে করার কথা জানালে বাবা বিক্রম শীল মেয়েকে এবং মেয়ের পরিবারকে দেখতে চান। মেয়ের পারিবারিক অবস্থা দেখে ফিরে এসে বাবা গম্ভীর কণ্ঠে বলেন, “মেয়ে দেখতে সুন্দর তবে এ বিয়ে হবে না।” বাবার এরূপ মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি লিটন শীল। কারণ বাল্যকাল থেকেই সে তার বাবার কথার অবাধ্য হয়নি কখনো ।
ক. বিনুদাদা অনুপমের কেমন ভাই?
খ. “মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাঁহার কাছে গুরুত্বর।”- ব্যাখ্যা করো।
গ. ওপরের উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের কোন বক্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে? বিচার করো ।
ঘ. “উদ্দীপকের বিক্রম শীল এবং “অপরিচিতা' গল্পের অনুপমের মামা মতো মানুষের হীনমানসিকতার
কারণেই তৎকালীন সমাজে যৌতুক প্রথা মারাত্মক রূপ ধারণ করেছিল।”–আলোচনা করো ।
৩. প্রজাপতির দুই পক্ষ। বরপক্ষ এবং কন্যাপক্ষ। বরপক্ষ কন্যাপক্ষের কাছে নগদ পঞ্চাশ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার চেয়ে বসল । নিত্যানন্দ রায় কোনো কিছু বিবেচনা না করে তাতেই মেয়ের বিয়ে দিতে সম্মত হয়ে গেল। তার মতে, এমন শিক্ষিত ছেলে আর বনেদি পরিবার কিছুতেই হাতছাড়া করা যায় না। তার ইচ্ছায় যথারীতি আশীর্বাদ পর্ব শেষে শুভ বিবাহের দিন ধার্য হয়ে গেল। নিত্যানন্দ অনেক কষ্ট স্বীকার ১. করে বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করার পরও নিতান্ত এক তুচ্ছ কারণে বিয়ের আসরেই এই বিয়ে ভেঙে যায়।
ক. ‘অপরিচিতা' গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়ো?
খ. “একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক-ভাঙা পণ” – এই কথার অর্থ বুঝিয়ে দাও ।
গ. উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে ‘অপরিচিতা' গল্পের শম্ভুনাথের সাদৃশ্য নির্ণয় করো ।
ঘ. তুমি কি মনে করো যৌতুক প্রথাই বিয়ে ভেঙে যাওয়ার একমাত্র কারণ?
উদ্দীপক ও ‘অপরিচিতা' গল্পের আলোকে বিচার করো ।
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
প্রশ্ন-১. অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে?
উত্তর: অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে ।
প্রশ্ন-২. মামার একমাত্র লক্ষ্য কী ছিল?
উত্তর: মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনোমতেই কারও কাছে ঠকবেন না।
প্রশ্ন-৩. বিনুদাদা অনুপমের কেমন ভাই?
উত্তর: বিনুদাদা অনুপমের পিসতুতো ভাই ।
প্রশ্ন-৪. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন'?
উত্তর: গায়েহলুদে কনের বাড়িতে যে সংখ্যক বাহক গিয়েছিল , তাদের আপ্যায়নে কল্যানীদের কী রকম নাকাল হতে হবে,সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন।
প্রশ্ন-৫. বরের হাট কেমন?
উত্তর: বরের হাট মহার্ঘ ।
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. ‘বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না।'- ব্যাখ্যা করো।
প্রশ্ন-২. “এটা আপনাদের জিনিস, আপনাদের কাছেই থাক এরূপ মন্তব্যের কারণ কী?
প্রশ্ন-৩. “এই তো আমি জায়গা পাইয়াছি।”- ব্যাখ্যা করো।
প্রশ্ন-৪. “একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক-ভাঙা পণ”— এই কথার অর্থ বুঝিয়ে দাও ।
প্রশ্ন-৫. 'কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি।'— বক্তার এমন অনুভূতির কারণ বুঝিয়ে লেখো ।
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সরস রসনার গুণ আছে কার?
(ক) হরিশের
(খ) বিনু দাদার
(গ) কল্যাণীর
(ঘ) মামার
উত্তর: ক
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
২.'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কী ছিল?
(ক) লোকলজ্জা
(খ) অপবাদ
(গ) পিতার আদেশ
ঘ) আত্মমর্যাদা
উত্তর: ঘ
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
৩. ‘ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই'— এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে।
(ক) দুর্বলতা
(খ) বদান্যতা
(গ) বলিষ্ঠতা
(ঘ) হীনম্মন্যতা
উত্তর: গ
৪. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'অপরিচিতা' গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?
(ক) কন্যার পিতা গরিব হওয়া
(খ) যৌতুক দিতে না পারা
(গ) মামার হীন ব্যবহার
(ঘ) শম্ভুনাথ বাবুর অনিচ্ছা
উত্তর: গ
৫. অনুপমের শ্বশুরবাড়িতে কে বরযাত্রীদের সাথে অজস্র বিনয় দেখাচ্ছিল?
(ক) শম্ভুনাথের ব্যবসায়ী বন্ধু
(খ) শম্ভুনাথের শিক্ষক বন্ধু
(গ) শম্ভুনাথের ডাক্তার বন্ধু
(ঘ) শম্ভুনাথের উকিল বন্ধু
উত্তর: ঘ
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- IHT&MATS এর বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন
- IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ MCQ
- IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?
৬. ঘারে হাত দিয়ে মালা দিতে পারেনি কেন মনে রাখো তারে? 'অপরিচিতা' গল্পে এ উপদেশবাণী কার জন্য প্রযোজ্য?
(ক) অনুপমের
(খ) মামার
(গ) কল্যাণীর
(ঘ) শম্ভুনাথের
উত্তর: ক
৭. কল্যাণীর গায়ের গহনাগুলো কোন আমলের ছিল? -
ক) প্রাচীন
(খ) জমিদার
(গ) পিতৃদেব
(ঘ) পিতামহী
উত্তর: ঘ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)
৮. অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?
(ক) আন্দামান পর্যন্ত
(খ) কোন্নগর পর্যন্ত
(গ) কানপুর পর্যন্ত
(ঘ) হাওড়া পর্যন্ত
উত্তর: খ
৯. ‘অপরিচিতা' গল্পে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শান্তির উপায় কী? উক্তিটিতে প্রকাশ পেয়েছে—
(ক) আগামী সময়ের ইঙ্গিত
(খ) পরিবর্তিত সমাজব্যবস্থা
(গ) শম্ভুনাথ বাবুর সাহসিকতা
(ঘ) শম্ভুনাথ বাবুর নির্বিকারতা
উত্তর: গ
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
১০. ‘জড়িমা' শব্দের অর্থ কী?
(ক) জড়িয়ে থাকা
(খ) আড়ষ্টতা
(গ) চাকচিক্য
(ঘ) ঝং ধরা
উত্তর: খ
১১. ‘অপরিচিতা’ গল্পে বিয়েবাড়ি যাত্রাকালে নিচের কোন বাদ্যযন্ত্রটি ব্যবহৃত হয়নি?
(ক) শখের কন্সার্ট
(খ) করতাল
(গ) বাঁশি
(ঘ) বেহালা
উত্তর: ঘ
১২. অর্থলোভ ত্যাগ করে উদার ও মানবিক হতে হবে।'- এ মর্মকথা 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের জীবনদর্শন?
(ক) অনুপম
(খ) কল্যাণী
(গ) হরিশ
(ঘ) বিনু
উত্তর: খ
১৩. শম্ভুনাথ সেন পেশায় কী ছিলেন?
(ক) উকিল
(খ) শিক্ষক
(গ) ডাক্তার
(ঘ) ব্যবসায়ী
উত্তর: গ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
১৪. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
(ক) ২১
(খ) ২৩
(গ) ২৫
(ঘ) ২৭
উত্তর: খ
১৫. 'অপরিচিতা' গল্পের নায়কের চেয়ে তার মামা কত বছরের বড়ো?
(ক) ছয় বছর
(খ) চার বছর
(গ) সাত বছর
(ঘ) পাঁচ বছর
উত্তর: গ
অন্যান্য বিষয় সমূহ:
১৬. ‘আমার কন্যার গহনা আমি চুরি করিব, একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) রাগ
(খ) অভিমান
(গ) একগুঁয়েমি
(ঘ) আত্মসম্মান বোধ
উত্তর: ঘ
১৭. স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে ওঠে?
(ক) বই
(খ) ব্যাগ
(গ) ক্যামেরা
(ঘ) চশমা
উত্তর: গ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
১৮. কল্যাণী মাতৃআজ্ঞা বলতে কী বুঝিয়েছে?
(ক) মায়ের আদেশ
(খ) মামার নিষেধ
(গ) নারীদের শিক্ষার ব্রত
(ঘ) দেশের প্রতি দায়বদ্ধতা
উত্তর: ঘ
১৯. ট্রেনের কামরার অপরিচিতা মেয়েটি কোন স্টেশনে নেমে গেল?
(ক) হাওড়া
(খ) কোলকাতা
(গ) কানপুর
(ঘ) শিয়ালদহ
উত্তর: গ
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
২০. অপরিচিতা' গল্পে কন্যাকে আশীর্বাদ করে কে?
(ক) হরিশ
(খ) মামা
(গ) বিনুদা
(ঘ) মা
উত্তর: গ
২১. আসর জমাতে অদ্বিতীয় কে?
(ক) অনুপম
(খ) কল্যাণী
(গ) বিনু দাদা
(ঘ) হরিশ
উত্তর: ঘ
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: বাংলাদেশের কৃষি সাজেশন
- অধ্যায় ২: ভূমি সম্পদ ও কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায় ৩: বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায়:৪ কৃষি জলবায়ু সাজেশন
- অধ্যায়-৫ মাঠ ও উদ্যান ফসল উৎপাদন সাজেশন
- অধ্যায়-৬ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সাজেশন
২২. ‘অপরিচিতা' গল্পে কল্যাণীর ক্ষেত্রে প্রযোজ্য—
হিলিক্রস কলেজ, ঢাকা।
(ক) প্রতিবাদী
(খ) নিরপেক্ষ
(গ) স্বয়ংসম্পূর্ণ
(ঘ) বলিষ্ঠ ব্যক্তিত্ব
উত্তর: ঘ
২৩. বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল?
(ক) আঠারো
(খ) সতেরো
(গ) ষোলো
(ঘ) পনেরো
উত্তর: ঘ
২৪. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করে?
(ক) ডাক্তারি
(খ) ওকালতি
(গ) মাস্টারি
(ঘ) ব্যাবসা
উত্তর: খ
২৫. ‘ফল্গু' নদী কোথায় অবস্থিত?
(ক) ভারত
(খ) বাংলাদেশ
(গ) মালদ্বীপ
(ঘ) মায়ানমার
উত্তর: ক
২৬. অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে?
(ক) তামাক
(খ) মল
(গ) চুরুট
(ঘ) কফি
উত্তর: ক
২৭. শ্বশুরের সামনে অনুপম মাথা হেঁট করে রইল কেন?
(ক) বিয়ে বাড়ির আয়োজন দেখে
(খ) শম্ভুনাথের ব্যবহারে
(গ) মামার গহনা পরীক্ষার কারণে
(ঘ) মামার আত্মগরিমার কারণে
উত্তর: গ
২৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৩৮
(খ) ১৮৪১
(গ) ১৮৬১
(ঘ) ১৮৯১
উত্তর: গ
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৮৯১
(খ) ১৮৯৪
(গ) ১৯৪১
(ঘ) ১৯৪৬
উত্তর: গ
৩০. “তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না।”— 'তিনি' বলতে ‘অপরিচিতা' গল্পে কাকে বোঝানো হয়েছে?
(ক) মামা
(খ) শম্ভুনাথ
(গ) হরিশ
(ঘ) অনুপম
উত্তর: ক
৩১. আসর জমাতে অদ্বিতীয় কে?
(ক) অনুপম
(খ) কল্যাণী
(গ) বিনু দাদা
(ঘ) হরিশ
উত্তর: ঘ
৩২. ফল্গুর বালির যত তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন' উক্তিটিতে মামার যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো—
i. দায়-দায়িত্ব পালনে প্রধান ভূমিকা
ii. অন্যের উপকার করে তৃপ্তি পাওয়া
iii. অনুপমের পরিবারে ব্যাপক প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
৩৩. 'অপরিচিতা' গল্পে ফুটে উঠেছে—
রংপুর ক্যাডেট কলেজ।
i. তৎকালীন হিন্দু সমাজের চিত্র
ii. তৎকালীন সমাজব্যবস্থার চিত্র
iii. নিম্নবিত্ত মানুষের জীবন চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাসের সুপারভাইজার অমির কাছে বেশি ভাড়া দাবি করে। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে সুপারভাইজার নকল টিকেট বের করলে অমি তা ছিড়ে ফেলে ।
৩৪. অমি ও কল্যাণীর মধ্যে কোন দিক থেকে মিল রয়েছে?
(ক) সংকোচ
(খ) লজ্জা
(গ) প্রতিবাদ
(ঘ) দ্বিধা
উত্তর: গ
৩৫. অমির সঙ্গে সাদৃশ্য নেই—
i. কল্যাণীর
ii. বিনুদাদার
iii. অনুপমের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অনিমেষ ও পলাশ দুই বন্ধু। অনিমেষ অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য। অন্যদিকে পলাশ উচ্ছল রসিক। পলাশ যেকোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয় । সে হয়ে ওঠে আলোচনার মধ্যমণি।
৩৬. উদ্দীপকের পলাশ ‘অপরিচিতা' গল্পের কোন চরিত্রের প্রতিনিধি ?
(ক) অনুপম
(খ) হরিশ
(গ) বিনুদা
(ঘ) শম্ভুনাথ
উত্তর: খ
৩৭. কোন কারণে উদ্দীপকের অনিমেষের সাথে ‘অপরিচিতা' গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ?
i. অহমিকায়
ii. নিস্পৃহতায়
iii. মেরুদণ্ডহীনতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
স্বাতী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী। বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর-শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয় । তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়।
৩৮. ‘অপরিচিতা' গল্পের সঙ্গে উদ্দীপকের স্বাতীর বৈসাদৃশ্য কোথায়?
(ক) নারীর প্রতি বৈষম্যে
(খ) আপসহীনতায়
(গ) আপসকামিতায়
(ঘ) স্বার্থসিদ্ধিতে
উত্তর: গ
৩৯. উদ্দীপকের শ্বশুর-শাশুড়ির মানসিকতার সাথে ‘অপরিচিতা' গল্পের কোন উক্তিটির মিল রয়েছে?
(ক) আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়াই আসিবে
(খ) বেহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের
(গ) অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ
করিয়া আমার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন ।
(ঘ) ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই
উত্তর: ক
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url