এসএস সি জীববিজ্ঞান ১২তম অধ্যায়: জীবের বংশগতি ও বিবর্তন

SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ১২তম অধ্যায় ➤  ১২তম অধ্যায় কুইজ-12

 ১। কোনটি বংশগতি বস্তু ?

(ক) নিউক্লিওপ্লাজম   (খ) নিউক্লিওয়াস   (গ) ক্রোমোজোম   (ঘ) সেন্ট্রোজোম

উত্তর: গ

২। বংশগতিবিদ্যার জনক কে ?

(ক) লিনিয়াস   (খ) ডারউইন   (গ) ওয়াটসন   (ঘ) মেন্ডেল

উত্তর: ঘ

৩। নিচের কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলে আখ্যিায়িত করা যায় ?

(ক) ক্রোমোজোম   (খ) DNA   (গ) RNA   (ঘ) জিন

উত্তর: ক

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৪। কোনটি মানুষের চোখের রং চামড়ার গঠন বৈশিষ্ট্য বহন করে ?

(ক) রাইবোজোম   (খ) সেন্ট্রিওল   (গ) ক্রোমোজোম   (ঘ) নিউক্লিওয়াস

উত্তর: গ

৫। DNA-এর ডাবল হেরিক্সের ব্রাস কত A^০ ?

(ক) ২০   (খ) ২১    (গ) ২২    (ঘ) ২৩

উত্তর: ক

৬। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি ?

(ক) DNA   (খ) RNA   (গ) Gene   (ঘ) GMO

উত্তর: ক

৭। কোনটি পিউরিন ?

(ক) A ও T   (খ) C ও G    (গ) C ও T   (ঘ) A ও G

উত্তর: ঘ

৮। DNA গঠনে পার্শ্ববর্তী দুইটি নিউক্লিওটাইডের দূরত্ব কত ?

(ক) ২.৪ A^0

  (খ) ৩.৪ A^0  

 (গ) ৪.৪ A^0 

 (ঘ) ৫.৪ A^0

উত্তর: খ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

৯। কোনটি DNA-তে অনুপস্থিত ?

(ক) এডিনিন  

 (খ) গুয়ানিন  

 (গ) সাইটোসিন 

  (ঘ) ইউরাসিল

উত্তর: ঘ

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১০। কোনগুলো DNA ও RNA উভয়টিতে উপস্থিত ?

(ক) অ্যাডেনিন ও থায়ামিন   

(খ) সাইটোসিন ও থায়ামিন   

(গ) গুয়ানিন ও ইউরাসিল   

 (ঘ) সাইটোসিন ও গুয়ানিন

উত্তর: খ

১১। DNA -এর পূর্ণরূপ হলো?

(ক) Double Nucleic Acid  

 (খ) Deoxy-ribo Nucleic Acid 

(গ) Dexo-Nucleic Acid   

 (ঘ) Deoxy-ribo Nitric Acid 

উত্তর: খ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

১২। পিউরিন কোন দুইটি বেস এর সমন্বয়ে গঠিত হয় ?

(ক) এডিনিন ও সাইটোসিন   (খ) এডিনিন ও গুয়ানিন 

(গ) সাইটোমিন ও গুয়ানিন   (ঘ) গুয়ানিন ও থায়ামিন

উত্তর: খ

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৩। সাইটোসিন ও গুয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টি থাকে ?

(ক) ২   (খ) ৩   (গ) ৪   (ঘ) ৫

উত্তর: খ

১৪। নাইট্রোজেনঘটিত বেস হলো-

(i) এডিনিন

(ii) গুয়ানিন 

(iii) সাইটোসিন

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii 

 (খ)  i ও iii 

 (গ) ii ও iii  

(ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৫। TMV তে নিউক্লিক এসিড হিসেবে কোনটি থাকে ?

(ক) DNA   (খ) RNA   (গ) অজৈব ফসফেট   (ঘ) গ্লুকোজ

উত্তর: খ

১৬। RNA তে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে ?

(ক) এডিনিন   (খ) গুয়ানিন   (গ) থায়ামিন   (ঘ) সাইটোসিন

উত্তর: গ

১৭। ইউরাসিল কোথায় পাওয়া যায় ?

(ক) জিন   (খ) ডি এন এ   (গ) আরএনএ   (ঘ) লোকাস

উত্তর: গ

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৮। কোনটি TMV এর বংশগতির উপাদান ?

(ক) DNA   (খ) প্রোটিন  (গ) RNA   (ঘ) শর্করা

উত্তর: গ

১৯। কোনটি TMV তে N-বেসগুলো হলো-

(i) A=T

(ii) C=G

(iii) A=U

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: গ

আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১  প্রশ্নপত্রসহ উত্তর  (Commerce)

২০। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কী ?

(ক) ক্রোমোজোম   (খ) ডি. এন. এ   (গ) আর.এন. এ (ঘ) জিন

উত্তর: ঘ

২১।জীবের বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারিত হয় কোনটির মাধ্যমে ?

(ক) খাদ্য   

(খ) রক্ত   

(গ) জিন  

(ঘ) শ্বাস-প্রশ্বাস

উত্তর: গ

২২। সাধারণত শতকরা কতজন পুরুষ কালার ব্লাইন্ড ?

(ক) ১   (খ) ৫   (গ) ১০    (ঘ) ১৫

উত্তর: গ 

২৩। রক্তের DNA  পরিক্ষার মাধ্যমে নির্ণয় করা হয-

(i) সন্তানের পিতৃত্ব

(ii) সন্তানের মাতৃত্ব

(iii) অপরাধী শনাক্তকরণ

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

২৪। মানুষের জাইগোটে কত জোড়া ক্রোমজোম বিদ্যামান ?

(ক) ২১   (খ) ২২    (গ) ২৩   (ঘ) ২৪

উত্তর: খ

অন্যান্য বিষয় সমূহ:

২৫। সেক্স ক্রোমেজোম মানবদেহে কতটি আছে ?

(ক) ২টি   (খ) ৩টি   (গ) ৪টি    (ঘ) ৫টি

উত্তর: ক

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- জীবের বংশগতি ও বিবর্তন

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url