এসএসসি জীববিজ্ঞান অধ্যায় ১৪: জীবপ্রযুক্তি সাজেশন

 অধ্যায় ১৪: জীবপ্রযুক্তি

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


Biotechnology


পেজ সূচিপত্র :অধ্যায় ১৪: জীবপ্রযুক্তি

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 

  • Biology এবং Technology-র আন্তঃসম্পর্কিত বিষয়ই হলো— জীবপ্রযুক্তি। 
  • Biotechnology শব্দটি প্রবর্তিত হয়— ১৯১৯ সালে।
  • Biotechnology শব্দটি প্রথম প্রবর্তন করেন— Karl Ereky
  • কৌলিতত্ত্ব বা জেনেটিক্স এর সূত্রগুলো আবিষ্কার করেন— গ্রেগর জোহান মেন্ডেল।
  • DNA ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন— Watson ও Crick
  • DNA ডাবল হেলিক্স মডেল আবিষ্কৃত হয়— ১৯৫৩ সালে ।
  • টিস্যু কালচারের উদ্দেশ্যে ব্যবহৃত উদ্ভিদাংশই হলো— এক্সপ্ল্যান্ট।
  • আবাদ মাধ্যম জমাট বাঁধতে ব্যবহৃত হয়— অ্যাগার।
  • অবয়বহীন টিস্যুমণ্ডকে বলা হয়— ক্যালাস।
  • স্বল্প সময়ে অধিক চারা উৎপাদন করার প্রযুক্তি হলো— টিস্যু কালচার ।
  • জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন নতুন বৈশিষ্ট্যের জীবকে বলা হয়— GMO
  • মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া— Ecoli ।
  • ব্যাকটেরিয়াল ক্রোমোসোম বহির্ভূত DNA-ই হলো— প্লাজমিড।
  • ট্রান্সফরমেশনের মাধ্যমে সৃষ্ট জীব হলো— ট্রান্সজেনিক জীব। 
  • রিং স্পট ভাইরাস দ্বারা আক্রান্ত হয়— পেঁপে।
  • গোল আলুর ছত্রাকজনিত রোগ — লেট ব্লাইট।
  • ভিটামিন A সংশ্লিষ্ট জিন— বিটা-ক্যারোটিন।
  • গবাদি পশুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি করে— Protein C ।
  • CysE ও CysM জিন দুটি ব্যবহৃত হয়— ভেড়ায়।
  • ইনসুলিন তৈরিতে ব্যবহৃত ব্যাকটেরিয়া— E. coli ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. জীবপ্রযুক্তি কী? 

[দি. বো, ব. বো. ২০১১]

উত্তর: জীবের যেকোনো কোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে যে বিশেষ প্রযুক্তিতে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা হয় তাই জীবপ্রযুক্তি ।

প্রশ্ন-২. এক্সপ্ল্যান্ট কী? 

[দি. বো. ২০২০ সি. বো. ২০১৯; ঢা. বো. ২০১৭]

উত্তর: টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাই এক্সপ্ল্যান্ট।

প্রশ্ন-৩. টিস্যু কালচার কী?

[কুমিল্লা ক্যাডেট কলেজ; জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর:একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিত করণ প্রক্রিয়াই হলো টিস্যু কালচার ।

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

প্রশ্ন-৪. কোন বিজ্ঞানী সর্বপ্রথম Biotechnology শব্দটি প্রবর্তন করেন? 

[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
উত্তর: হাঙ্গেরীয় প্রকৌশলী Karl Ereky সর্বপ্রথম Biotechnology শব্দটি প্রবর্তন করেন।

প্রশ্ন-৫. Bt Corn কী?

[ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ, সিলেট]

উত্তর: ব্যাকটেরিয়ার Bt জিন ভুট্টায় স্থানান্তরের মাধ্যমে যে ট্রান্সজেনিক ভুট্টা তৈরি করা হয় সেই ভুট্টাই হলো Bt ভুট্টা বা Bt Corn ।

প্রশ্ন-৬. ট্রান্সজেনিক কী? 

[কু. বো. ২০১৯;ফেনী গার্লস ক্যাডেট কলেজ]

উত্তর: জিন প্রকৌশলের মাধ্যমে প্রাপ্ত নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবই হলো ট্রান্সজেনিক ।

প্রশ্ন-৭. Cys E কী?

[রা.বো, ২০১৭]

উত্তর: Cys E হলো ব্যাকটেরিয়ার একটি জিন যা ভেড়ার পশমের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধির জন্য ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে।

প্রশ্ন-৮. জিএমও কী? 

[ঢা. বো, চ. বো. ২০২০ ব. বো. ২০১৫]

উত্তর: জীব প্রযুক্তির সাহায্যে DNA এর কাঙ্ক্ষিত অংশ জীবে স্থানান্তরের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন যে জীবের সৃষ্টি করা হয়, তাই জিএমও বা Genetically Modified Organism |

প্রশ্ন-৯. TMGMV কী? 

[মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা; বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ]

উত্তর: Tobacco Mild Green Mozaic Virus এর সংক্ষিপ্ত রূপই হলো TMGMV ।

প্রশ্ন-১০. GMO এর পূর্ণরূপ কী? 

[ঝিনাইদহ ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

উত্তর: GMO-এর পূর্ণরূপ হলো Genetically Modified Organism.

প্রশ্ন-১১. প্লাজমিড কী? 

[রা বো., চ. বো. ২০২০: ]

উত্তর: ব্যাকটেরিয়া ক্রোমোজোম বহিভূর্ত বৃত্তাকার DNA অণুই হলো প্লাজমিড।

 IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. টিস্যু কালচার বলতে কী বোঝায়?

[কু. বো. ২০১৬: রা. বো. ২০১৭]

উত্তর: সাধারণত এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টিকে টিস্যু বলে। একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। উদ্ভিদ টিস্যুকালচারে উদ্ভিদের কোনো বিচ্ছিন্ন অংশ বা অঙ্গবিশেষ (যেমন পরাগরেণু, শীর্ষ, পর্ব ইত্যাদি) কোনো নির্দিষ্ট পুষ্টি বর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়। 

প্রশ্ন-২.জীবপ্রযুক্তি বলতে কী বোঝায়? 

[য. বো, ২০১৬]

উত্তর: জীবের যেকোনো কোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে যে বিশেষ প্রযুক্তিতে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীব। তৈরি করা হয় তাই জীবপ্রযুক্তি। জীব প্রযুক্তি দু'টিশব্দ Biology এবং Technology এর সমন্বয়ে গঠিত। Biology শব্দের অর্থ জীব সম্পর্কে বিশেষ জ্ঞান এবং Technology শব্দের অর্থ প্রযুক্তি। অর্থাৎ Biology এবং Technology-র আন্তঃসম্পর্কিত বিষয়ই হলো জীবপ্রযুক্তি। জীবপ্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে টিস্যু কালচার ও জিন প্রকৌশল পদ্ধতি কৃষি উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। 

প্রশ্ন-৩. আবাদ মাধ্যম বলতে কী বোঝ? 

[চ. বো, ২০১৫]

উত্তর: আবাদ মাধ্যম হলো টিস্যুকালচার প্রযুক্তির একটি অংশ। উদ্ভিদের বৃদ্ধির অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন,ফাইটোহরমোন গ্লুকোজ এবং প্রায় কঠিন মাধ্যম তৈরির জন্য জমাট বাধার উপাদান যেমন-অ্যাগার, প্রভৃতি সঠিক মাত্রায় মিশিয়ে যে মাধ্যম তৈরি করা হয় তাই হলো আবাদ মাধ্যম ।

প্রশ্ন-৪. জীবপ্রযুক্তিতে প্লাজমিড গুরুত্বপূর্ণ কেন? 

[রা. বো. ২০১৯]

উত্তর: জীবপ্রযুক্তিতে প্লাজমিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । জিন প্রকৌশলে প্লাজমিড ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে। কাঙ্ক্ষিত DNA অণু এই প্লাজমিডে এমনভাবে জুড়ে দেয়া হয় যেন তা বাহক অণুর অংশ মনে হয় এবং সকল বৈশিষ্ট্য বজায় রেখে বাহকের সাথে সমান তালে বিভক্ত হয়।

প্রশ্ন-৫. প্রচলিত প্রজনন ও জিন প্রজননের মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ করো।

[দি.বো,ব. বো. ২০১৯]

উত্তর: প্রচলিত প্রজনন প্রক্রিয়ায় জিন স্থানান্তর একই অথবা খুব নিকটবর্তী প্রজাতির মাঝে সীমাবদ্ধ, কিন্তু জিন প্রকৌশলের মাধ্যমে নিকটবর্তী বা দূরবর্তী যেকোনো প্রজাতির মাঝে এক বা একাধিক জিন সরাসরি রি স্থানান্তর করা সম্ভব। প্রচলিত প্রজননে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে অনেক সময়ের প্রয়োজন। জিন প্রকৌশলের সাহায্যে খুব দ্রুত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ, প্রাণী বা অণুজীব পাওয়া সম্ভব। প্রচলিত প্রজননে কাঙ্ক্ষিত জিনের সাথে অনাকাঙ্ক্ষিত জিনও স্থানান্তর হয়ে যেতে পারে এবং কাঙ্ক্ষিত জিনের স্থানান্তরও অনেকখানি অনিশ্চিত। অপরদিকে, জিন প্রকৌশলে অনাকাঙ্ক্ষিত জিন স্থানান্তরের সম্ভাবনা নেই এবং কাঙ্ক্ষিত জিন স্থানান্তরও নিশ্চিত ।

প্রশ্ন-৬. কোন জীবগুলোকে GMO বলা হয়? ব্যাখ্যা করো ।

[সি. বো. ২০১৯]

উত্তর: জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবগুলোকেই GMO (Genetically Modifed Organism) বা. ট্রান্সজেনিক জীব বলা হয়। জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে DNA এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে বা উদ্ভিদে অথবা উদ্ভিদ থেকে প্রাণীতে স্থানান্তরিত করে ইত্যাদি প্রক্রিয়ায়, GMO তৈরি করা হয়।

প্রশ্ন-৭. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বলতে কী বোঝায়?

[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বলে। এক্ষেত্রে কোষ কেন্দ্রের জিন কণার পরিবর্তন ঘটিয়ে জীবদেহের গুণগত পরিবর্তন ঘটানো হয়। এ প্রযুক্তি অবলম্বন করে একটি DNA-এর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি DNA অণুতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন DNA অণুর সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট DNA বলে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছের তেল ব্যবহার করা হয়? 

[সি. বো. ২০২০: কু. বো, ২০১৬]
(ক) জোজোবা
(খ) গ্লাডিওলাস
(গ) কার্নেশান
(ঘ) অর্কিড
উত্তর : ক

২. গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়েছে? 

[য. বো. ২০২০, ২০১৯ রা. বো. ২০১৭, ২০১৬ ব. বো.২০১৯]

(ক) Cys E
(খ) Cys M
(গ) Protein-C
(ঘ) Cys F
উত্তর : গ

৩. হেপাটাইটিস বি-ভাইরাসের ঔষুধ তৈরি হয় নিচের কোনটি থেকে?

[ঢা. বো., ২০২০, চ. বো. ২০১৭]

(ক) ব্যাকটেরিয়া
(খ) পেনিসিলিয়াম 
(গ) মাশরুম
(ঘ) ইস্ট
উত্তর : ঘ

৪. ToMV প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন স্থানান্তরের মাধ্যমে? 

(ক) লেট ব্লাইট ছত্রাক
(খ) ভাইরাল কোট প্রোটিন
(গ) রিং স্পট ভাইরাস
(ঘ) টোবাকো মোজাইক ভাইরাস
উত্তর : খ

৫. DNA কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি? 

[কু. বো. ২০১৭; দি. বো. ২০১৬]

(ক) লাইগেজ
(খ) রেস্ট্রিকশন
(গ) লেকটেজ
(ঘ) লাইপেজ
উত্তর : গ

৬. হাইড্রোকার্বন বিনাশকারী ব্যাকটেরিয়া কোনটি?

[বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]

(ক) Chlamydomonas
(খ) Pseudomonas
(গ) Volvox
(ঘ) Bacillus
উত্তর : খ

৭. জীবপ্রযুক্তি কোথায় ব্যবহৃত হয়? 

[ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ]

(ক) শ্বসনে
(খ) ফার্মেন্টেশনে
(গ) টিস্যু কালচারে
(ঘ) সালোকসংশ্লেষণে
উত্তর : গ

৮. টিস্যু কালচারের জন্য উদ্ভিদের যে অংশকে আলাদা করা হয় তাকে বলে-

[রংপুর ক্যাডেট কলেজ]

(ক) এপিকোটাইল
(খ) এক্সপ্ল্যান্ট 
(গ) ক্যালাস
(ঘ) কুঁড়ি
উত্তর : খ

৯. টিস্যু কালচার প্রযুক্তিতে কত তাপমাত্রায় আবাদ মাধ্যমকে জীবাণুমুক্তকরণ করা হয়? 

[ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম]

(ক) ১২১°
(খ) ১২২°
(গ) ১২৫°
(ঘ) ১৩০°
উত্তর : ক

১০. কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে? 

[রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

(ক) টমেটো
(খ) ভুট্টা
(গ) আলু
(ঘ) ধান
উত্তর : ঘ

১১. তিমি মাছের তেল কোন ইঞ্জিনে ব্যবহৃত হয়? 

[ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]

(ক) সাবমেরিন
(খ) কার্গো জাহাজ
(গ) কার ইঞ্জিন
(ঘ) রকেট
উত্তর : ঘ

১২. টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয়— 

[ম. বো.২০২০]
i. মূলাংশ
ii. পরাগরেণু
iii. পার্শ্বমুকুল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ঘ

১৩. উদ্দীপকের C চিহ্নিত অংশটি — 

[দি. বো. ২০১৭]
i. ব্যাকটেরিয়ার 
ii. দ্বি-সূত্রক
iii. কাঙ্ক্ষিত DNA 
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ক

১৪. রেস্ট্রিকশন এনজাইম ব্যবহৃত হয়-

[বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
i. রিকম্বিনেন্ট DNA তৈরিতে
ii. DNA টেস্টিং-এ
iii. টিস্যু কালচারে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ক

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:

জীব প্রযুক্তি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এ প্রযুক্তির সাহায্যে নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা যায়। যার ফলে আমাদের চারপাশের সমাজে ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অপর নাম “রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি”। 

[রা. বো. ২০১৯]

১৫. উদ্দীপকের শেষে যে নামটি বলা হয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে DNA এর কাঙ্খিত অংশকে স্থানান্তর করা হয়-

i. উদ্ভিদ থেকে প্রাণীতে
ii. প্রাণী থেকে উদ্ভিদে
iii. ব্যাকটেরিয়া থেকে মানুষে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ঘ

১৬. উদ্দীপকের প্রথমে যে বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টির কথা বলা হয়েছে সে জীবকে বলা হয় নিচের কোনটি?

(ক) Genetically Modified Animal 
(খ) Genetically New Animal
(গ) Genetically Modified Organism
(ঘ) Genetically New Organism

উত্তর : গ

নিচের উক্তিটি লক্ষ করো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও : 
কামাল সাহেবের আলু ক্ষেতে গত বছর আলুর ফলন ভালো হয়নি। তাই তিনি এবার রফিক সাহেবের ক্ষেতের ভালো জাতের আলু গাছ নিয়ে ল্যাবরেটরিতে বিপুল পরিমাণ চারা উৎপাদনকরে ক্ষেতে লাগাল এবং সে বিপুল পরিমাণ ফলন পেল। 
[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী]

১৭. কামাল সাহেবের আলুর ফলন বৃদ্ধিতে কোন প্রযুক্তির অবদান রয়েছে? 

(ক) জিন প্রযুক্তি
(খ) টিস্যু কালচার
(গ) বীজ কালচার
(ঘ) এনজাইম প্রযুক্তি
উত্তর : খ

১৮. উপরে বর্ণিত প্রযুক্তি ব্যবহার করা হয়-

i. ডালিয়া
ii. কাঁঠাল
iii. জুঁই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর : ঘ

সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১, ৪, ৮, ৯, ১১, ১৪, ১৭,১৮।

সৃজনশীল প্রশ্ন

১. জিনগত রূপান্তরের মাধ্যমে বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনসহ ফসলের পুষ্টিমান উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি মৎস্য, চিকিৎসা এবং পরিবেশ উন্নয়নেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

[দিনাজপুর বোর্ড ২০২০]

ক. এক্সপ্ল্যান্ট কী?
খ. CO2 কে গ্রিনহাউস গ্যাস বলা হয় কেন?
গ. উদ্দীপকের জিনগত রূপান্তরের কৌশল ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষাংশ মানব কল্যাণে কীরূপ ভূমিকা পালন করছে? বিশ্লেষণ করো ।

২. বর্তমানের কৃষিবিজ্ঞানীরা ফুলের পরাগরেণু থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে যেমন সক্ষম হয়েছেন তেমনি অণুজীবের সাহায্যে উদ্ভিদ ও প্রাণীর জিনের সংমিশ্রণে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করেছেন। [সিলেট বোর্ড ২০২০]

ক. জিন প্রকৌশল কী?
খ. লাইগেজ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উল্লিখিত প্রথম প্রক্রিয়াটি ব্যাখ্যা করো ।
ঘ. উল্লিখিত দ্বিতীয় প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো ।

৩.

 A = রিকম্বিনেন্ট DNA
 B = টিস্যু কালচার

[আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা]

ক. প্লাজমিড কাকে বলে?
খ. ঢাকা শহরের পরিবেশ দূষণ প্রতিরোধে জীবপ্রযুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের A প্রযুক্তির পদ্ধতি ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের B নির্দেশিত প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ করো।

৪. মাধবপুরে সফল সবজি চাষী বদু মিয়া কৃত্রিম প্রজননের মাধ্যমে বীজ উৎপাদন করে। ফারহান সাহেব তার ফার্মে রিকম্বিনেন্ট DNA তৈরির মাধ্যমে বীজ উৎপাদন করে ।

[মাইলস্টোন কলেজ, ঢাকা]

ক. ইন্টারফেরন কী?
খ. আবাদ মাধ্যম কীভাবে জীবাণুমুক্ত রাখা হয় ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের ফারহান সাহেবের ব্যবহৃত কৌশল বর্ণনা করো। 
ঘ. উদ্ভিদের উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত কৌশলটি প্রয়োগে উন্নত-বিশ্লেষণ করো।

৫.

চিত্র: X


চিত্র: Y


[সরকারি বিজ্ঞান হাই স্কুল, তেজগাঁও, ঢাকা]

ক. ক্যালাস কী?
খ. জিএমও এবং ট্রান্সজেনিক জীবের মধ্যে পার্থক্য লেখো ।
গ. চিত্র : X প্রযুক্তি সচিত্র বর্ণনা করো ।
ঘ. চিত্র : Y প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো ।

৬.

A → টিস্যু কালচার
B → জেনেটিক ইঞ্জিনিয়ারিং

[রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গাজীপুর]

ক. জীবপ্রযুক্তি কী?
খ. প্রচলিত প্রজনন ও জিন প্রজননের মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ করো। 
গ. উদ্দীপকে A প্রযুক্তির পদ্ধতি ব্যাখ্যা করো ।
ঘ. চিকিৎসাক্ষেত্রে ও পরিবেশ রক্ষায় B প্রযুক্তিটি আশীর্বাদস্বরূপ-মূল্যায়ন করো।

৭. বর্তমান জীবপ্রযুক্তির দুইটি পদ্ধতি বহুল ব্যবহৃত হচ্ছে। প্রথমোক্ত  পদ্ধতিটি উদ্ভিদাংশ থেকে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা সৃষ্টি করা যায়। আর শেষোক্ত পদ্ধতিটি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের নতুন প্রজাতির উদ্ভিদ সৃষ্টির উদ্দেশ্য DNA এর পরিবর্তন করা যায়। [কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ]

ক. নিউক্লিওটাইড কী?
খ. DNA অনুলিপন বলতে কী বোঝ?
গ. প্রথমোক্ত পদ্ধতিটির ধাপসমূহ চিত্রসহ বর্ণনা করো ।
ঘ. পরিবেশের সুরক্ষায় ও কৃষি উন্নয়নে শেষোক্ত পদ্ধতিটির ভূমিকা লেখো।

৮. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

জনাব রকিব একজন বিজ্ঞানী । তিনি তার প্রদর্শনী ক্ষেত্রে অধিক ফলনশীল ধান পেলেও ধানগুলো ছিল পোকা আক্রান্ত। এ সমস্যা সমাধানে তিনি পোকা প্রতিরোধী ধান উদ্ভাবন করে সেই ধানের গাছ থেকে বিশেষ পদ্ধতিতে অসংখ্য চারা উৎপাদন করেন ।[নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

ক. মেরিস্টেম কী?
খ. জিনগত রূপান্তরের মাধ্যমে কীভাবে ধানের পুষ্টিমান উন্নয়নের চেষ্টা চলছে, ব্যাখ্যা করো।
গ. জনাব রকিব এর ধান উদ্ভাবনের প্রযুক্তিটি বর্ণনা করো ।
ঘ. জনাব রকিবের চারা উৎপাদন প্রক্রিয়াটির অবদান বিশ্লেষণ করো। 

৯. বর্তমানে কৃষিবিজ্ঞানীরা ফুলের পরাগরেণু থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে যেমন সক্ষম হয়েছেন তেমনি অণুজীবের সাহায্যে উদ্ভিদ ও প্রাণীর জিনের সংমিশ্রণে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করেছেন। [আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]

ক. জিন প্রকৌশল কী?
খ. লাইগেজ বলতে কী বোঝ?
গ. উল্লিখিত ১ম প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত ২য় প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো।

১০. উদ্ভিদের অঙ্গবিশেষ ব্যবহার করে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের উন্নতজাত উদ্ভাবনে, বিলুপ্তপ্রায় উদ্ভিদ উৎপাদনে ও সংরক্ষণে বিজ্ঞানীরা প্রচুর সাফল্য পেয়েছেন । [চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়]

ক. জেনেটিক মডিফিকেশন কাকে বলে?
খ. জিএমও এবং ট্রান্সজেনিক জীব এক নয় কেন? ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকে আলোচিত প্রযুক্তিটির ধাপসমূহ বর্ণনা করো । 
ঘ. উদ্দীপকে আলোচিত প্রযুক্তিটির ব্যবহার করে বিজ্ঞানীরা কীভাবে কৃষিক্ষেত্রে প্রচুর  সাফল্য পেয়েছেন ব্যাখ্যা করো ।

সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১, ৩, ৪, ৬, ৮,৯।

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 

 কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

 কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

অন্যান্য বিষয় সমূহ:

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url