JOB & BCS প্রিপারেশন সাম্প্রতিক বাংলাদেশ

 

সাম্প্রতিক বিষয়াবলি

সাম্প্রতিক বাংলাদেশ

Job and BCS Preparation Latest Bangladesh

সর্বজনীন পেনশন স্কিম

 •  সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন হয়— ১৭ আগস্ট ২০২৩। 
 • সর্বজনীন পেনশন স্কিম— ৪টি (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা)। 
 • বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য পেনশন স্কিম — প্ৰগতি ৷ 
 • স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য পেনশন স্কিম— সুরক্ষা।
 • প্রবাসী বাংলাদেশিদের জন্য পেনশন স্কিম – প্রবাস ।
 • দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য পেনশন স্কিম— সমতা ।

পেনশনের চাঁদার হার

 • স্কিম মাসিক চাঁদার হার
 • প্রবাস ৫,০০০, ৭৫০০ ও ১০,০০০ টাকা
 • প্রগতি ২,০০০, ৩,০০০ ও ৫,০০০ টাকা
 • সুরক্ষা ১,০০০, ২,০০০, ৩,০০০ ও ৫,০০০ টাকা
 • সমতা ১,০০০ টাকা (চাঁদাদাতা ৫০০ টাকা + সরকার ৫০০ টাকা)

 1.  মাসিক পেনশন পাওয়ার যোগ্য বিবেচিত হতে ধারাবাহিকভাবে চাঁদা প্রদান করতে হবে — কমপক্ষে ১০ বছর।
 2. পেনশন স্কিমে অন্তর্ভুক্তির বয়স— ১৮-৫০ বছর।
 3. পেনশন স্কিমে চাঁদা প্রদানের সর্বোচ্চ সময়— ৪২ বছর।
 4. জাতীয় সংসদে 'সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল ২০২৩' পাশ হয়— ২৪ জানুয়ারি ২০২৩ ।
 5. তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে— চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে ।
 6. জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হয়— ২ এপ্রিল ২০২৩।
 7. জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবে— ১ জন নির্বাহী চেয়ারম্যান ও ৪ জন সদস্যের সমন্বয়ে। 
 8. জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সদস্য— ১৬ জন ।
 9. পরিচালনা পরিষদের চেয়ারম্যান হবেন— অর্থমন্ত্রী।
 10. রাষ্ট্রপতি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩-এর অনুমোদন দেন— ৩১ জানুয়ারি ২০২৩।
 11. জাতীয় পেনশন স্কিম বিধিমালা ২০২৩' গেজেট আকারে প্রকাশিত হয়— ১৩ আগস্ট ২০২৩।
 12. পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলে চাঁদাদাতা পেনশন সুবিধা পাবে—- ৬০ বছর বয়সের পর থেকে আজীবন ।
 13. চাঁদাদাতা মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন— চাঁদাদাতার ৭৫ বছর বয়স পর্যন্ত।
 14. নমিনি বা উত্তরাধিকারী পেনশন সুবিধা ভোগ করতে পারবে— সর্বোচ্চ ১৫ বছর।

 জাতীয় বাজেট ২০২৩-২৪

 •  ২০২৩-২৪ অর্থবছরের বাজেট— ৫২তম (অন্তবর্তীকালীন বাজেট বাদে) বাজেট ঘোষণা ০১ জুন ২০২৩।
 •  মোট জিডিপি – ৫০,০৬,৭৮২ কোটি টাকা ।
 • মোট বাজেট— ৭,৬১,৭৮৫ কোটি টাকা (জিডিপি'র ১৫.২%) ।
 • সামগ্রিক আয় (রাজস্ব ও অনুদানসহ) – ৫,০৩,৯০০ কোটি টাকা (জিডিপি'র ১০.১%; বাজেটের ৬৬.১%)।
 • রাজস্ব আয় ধরা হয়েছে— ৫,০০,০০০ কোটি টাকা (জিডিপি'র ১০%; বাজেটের ৬৫.৬%)।
 •  বৈদেশিক অনুদান— ৩,৯০০ কোটি টাকা (জিডিপি'র ০.০৮%; বাজেটের ০.৫%)।
 • সামগ্রিক ঘাটতি (অনুদানসহ) – ২,৫৭,৮৮৫ কোটি টাকা (জিডিপির ৫.২% ও বাজেটের ৩৩.৯%)।
 •  সামগ্রিক ঘাটতি (অনুদানছাড়া) – ২,৬১,৭৮৫ কোটি টাকা (জিডিপি'র ৫.২% ও বাজেটের ৩৪.৪%)।
 •  সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে – ১,৬৭,৮৮০ কোটি টাকা যা মোট বাজেটের ২২%। 
 • শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ— ১,০৪,১৩৭ কোটি টাকা যা মোট বাজেটের ১৩.৭%।
 • প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ – ৪১,৭৩২ কোটি টাকা ।
 • পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দের পরিমাণ— ৮৭,৬২৯ কোটি টাকা ।
 •  স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৮,০৫২ কোটি টাকা এবং কৃষি খাতে বরাদ্দ— ৪৩,৭০০ কোটি টাকা।
 • সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দ— ৪০,৩৪৭ কোটি টাকা ।
 • বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) মোট বরাদ্দ— ২,৬৩,০০০ কোটি টাকা 
 •      (জিডিপি'র ৫.৩%; বাজেটের ৩৪.৫%)।
 • স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ— ৪৯,৩৪২ কোটি টাকা ।
 • জিডিপির প্রবৃদ্ধি (অনুমিত) – ৭.৫% ।
 • ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে – ৬.০% ।

জনশুমারি ও গৃহগণনা-২০২২

 • জনশুমারি পরিচালনা করে যে সংস্থা— বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)। 
 • ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়— ১৫-২১ জুন ২০২২।
 • চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়— ৯ এপ্রিল ২০২৩।
 • ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য—জনশুমারিতে তথ্য দিন,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন ।
 • প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়— ২৭ জুলাই ২০২২। 
 • সমন্বয়কৃত মোট জনসংখ্যা — ১৬,৯৮,২৮,৯১১ জন।
 • পুরুষ : ৮,৪০,৭৭,২০৩ (৪৯.৫১%) ও নারী : ৮,৫৬,৫৩,১২০ (৫০.৪৩%)।
 • গ্রামে বাস করে— ১১,৬০,৬৬,৯২৫ জন (৬৮.৩৪%)।
 • শহরে বাস করে— ৫,৩৭,৬১,৯৮৬ (৩১.৬৬%)। 
 • মুসলিম জনসংখ্যা— ১৫,৪৫,৪২,০৭৮ জন (৯১%)। 
 •  নন মুসলিম জনসংখ্যা— ১,৫২,০০,৮৭৬ জন (৮.৯৫%)। 
 • জনসংখ্যা বৃদ্ধির হার— ১.২২%।
 • জনসংখ্যার ঘনত্ব— প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন। 
 • পুরুষ ও নারীর অনুপাত— ৯৮ : ১০০।
 • দেশের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব)— ৭৪.৬৬% । 
 • পুরুষ : ৭৬.৫৬% ও নারী : ৭২.৮২% ।
 • খানার সংখ্যা – ৪,১০,১০,০৫১ জন । 
 • খানা প্রতি গড় সদস্য– ৪.০।
 • জনসংখ্যা বৃদ্ধির হার বেশি যে বিভাগে— ঢাকা (১.৭৪%)। 
 • সাক্ষরতার হার সর্বাধিক যে বিভাগে— ঢাকা; ৭৮.০৯% ।
 • সাক্ষরতার হার সর্বনিম্ন যে বিভাগে— ময়মনসিংহ; ৬৭.০৯% ।
 • সাক্ষরতার হার সর্বাধিক যে জেলায়— পিরোজপুর; ৮৫.৪১% । 
 • সাক্ষরতার হার সর্বনিম্ন যে জেলায় – জামালপুর; ৬১.৫৩% । 
 • জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম যে বিভাগে— বরিশাল (০.৭৯%)। 
 • জনসংখ্যার ঘনত্ব বেশি যে জেলায়— ঢাকা (প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন।
 • জনসংখ্যার ঘনত্ব কম যে জেলায়— রাঙ্গামাটি (প্রতি বর্গকিমি ১০৬ জন)। 
 • মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা— ১৬,৫০,১৫৯ জন ।
 • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার— ১.০০% ।
 • যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি— চাকমা; ৪,৮৩,২৯৯ জন ৷ 
 • যে ক্ষুদ্র নৃ-গোষষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম— ভিল; ৯৫ জন ।
 • ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ করা হয়— ৩৫ ধরনের ।
 • ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার পরিচালনা করা হয়— মডিফাইড ডি ফ্যাক্টো পদ্ধতি

মেট্রোরেল

 • MRT'র পূর্ণরূপ— Mass Rapid Transit 
 • মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে— ঢাকা ম্যাস ট্রানজিট । কোম্পানি লিমিটেড (DMTCL)।
 • মোট স্টেশন হবে— ১০৫টি।
 •  DMTCL-এর আওতায় মেট্রোরেলের মোট দৈর্ঘ্য ১২৯.৯০ কিমি ।
 • ঢাকা মহানগরীর যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে মেট্রোরেল নির্মাণ প্রকল্প হবে—৬টি ।
 • সবগুলো এমআরটি লাইন নির্মাণ সমাপ্ত হবে— ২০৩০ সালে।
 • উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের (MRT Line- 6) দৈর্ঘ্য— ২০.১০ কিমি ৷
 •  MRT line-6-এর নির্মাণ কাজের সম্ভাব্য সমাপ্তি – ২০২৪ সাল । 
 • এমআরটি লাইন-৬ নির্মাণে সহায়তাকারী সংস্থা – জাইকা (জাপান) । 
 •  প্রথম মেট্রোরেলে প্রতি ঘণ্টায় যাত্রী পরিবহণ হবে— ৬০ হাজার । 
 • মেট্রোরেল উদ্বোধন করা হয়— ২৮ ডিসেম্বর ২০২২।
 • প্রাথমিকভাবে মেট্রোরেল চালু হয়— উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত । 
 • মেট্রোরেলের কিলোমিটার প্রতি ভাড়া— ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া—২০ টাকা,  উত্তরা থেকে  আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিলের ভাড়া— ১০০ টাকা ।
 •  প্রকল্প ব্যয়— ৩৩,৪৭২ কোটি টাকা (সর্বশেষ ব্যয় বৃদ্ধি-৯ জুলাই, ২০২২)। 
 • নির্মাণ কাজ উদ্বোধন করা হয়— ২৬ জুন ২০১৬।
 • দেশের প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হয়— ২৯ আগস্ট ২০২১।
 •  বাংলাদেশ বিদ্যুৎচালিত মেট্রোরেল ব্যবস্থার যুগে প্রবেশ করে – ২৮ ডিসেম্বর ২০২২। । 
 • প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
 • মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা (রামগঞ্জ, লক্ষ্মীপুর)।
 • সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয়— ২৯ ডিসেম্বর ২০২২।
 • স্টেশন সংখ্যা ১৭টি— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০,   কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর ।
 • কোচগুলোর নির্মাতা— জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম ।
 • ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬)এর দৈর্ঘ্য—– ২১.২৬ কিমি।
 •  ২৮ ডিসেম্বর ২০২২ যে স্থান থেকে যে স্থান পর্যন্ত মেট্রোরেল চালু হয়— উত্তরা থেকে আগারগাঁও অংশে ।
 •  উত্তরা থেকে আগারগাঁও অংশের দৈর্ঘ্য— ১১.৭৩ কিমি, স্টেশন— ৯টি ।
 • মেট্রোরেলকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মেট্রোরেলে ঘুরানো হয়—বিপিএল-এর ৯ম আসরের ট্রফি ।
 • আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে ২০২৩ সালের শেষের দিকে । 
 • আগারগাঁও থেকে মতিঝিল  অংশের দৈর্ঘ্য— ৮.৩৭ কিমি, স্টেশন— ৭টি ।
 • মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চালু হবে—২০২৫ সালে । 
 • মতিঝিল থেকে কমলাপুর অংশের দৈর্ঘ্য – ১.১৬ কিমি ।

পদ্মা বহুমুখী সেতু

 •  পদ্মাসেতুর সমীক্ষা চালানো হয়— ১৯৯৯ সালে ।
 •  ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়— ৪ জুলাই ২০০১। 
 • নির্মাণকাজ উদ্বোধন করা হয়— ১২ ডিসেম্বর ২০১৫।
 • নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম— চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. (চীন) । 
 • পদ্মাসেতু যুক্ত করেছে— মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে । 
 • দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে— ৬.১৫ কিমি ও ১৮.১০ মি । 
 •  সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য— ৯.৩০ কিমি
 • স্প্যান ও পিলার সংখ্যা যথাক্রমে— ৪১টি ও ৪২টি।
 • পদ্মাসেতুর পাইল–২৯৪ টি (সর্বোচ্চ গভীরতা-১২২ মিটার)।
 •  প্রথম স্প্যান বসানো হয়— ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭ ও ৩৮ নং পিলারে)।
 •  ৪১তম বা শেষ স্প্যান বসানো হয়— ১০ ডিসেম্বর ২০২০ (১২ ও ১৩নং পিলারে) । 
 • Padma সেতুর একটি Span-এর Length – ১৫০ মিটার ।
 • পদ্মাসেতুর লেন— ৪টি ।
 • পদ্মাসেতুর স্প্যানের ওজন— ৩২০০ টন।
 • স্প্যান বসানোর ক্রেনবাহী জাহাজ— তিয়ান-ই (Tian-E)
 • পদ্মাসেতুর ডিজাইনার প্রতিষ্ঠান— AECOM (যুক্তরাষ্ট্র)
 • সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান—JICA (জাপান)।
 • পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয়— কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (KEC), দক্ষিণ কোরিয়া ।
 • নদী শাসন প্রতিষ্ঠানের নাম— সিনোহাইড্রো করপোরেশন (চীন) । 
 • পদ্মাসেতুর আয়ুষ্কাল— ১০০ বছর।
 • রিখটার স্কেলে পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা— ৯।
 • পদ্মাসেতুর ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং সক্ষমতা— ১০ হাজার টন।
 • পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নোট প্রকাশ করে— ১০০ টাকার (২৩ জুন ২০২২)।
 • পদ্মাসেতু উদ্বোধন করা হয়— ২৫ জুন ২০২২
 • পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়— ২৬ জুন ২০২২
 • পদ্মাসেতুর নিরাপত্তায় গঠিত সেনানিবাস – শেখ রাসেল সেনানিবাস (জাজিরা, শরীয়তপুর)।

সরকার ও প্রশাসন

 • বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক সংক্রান্ত 'জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২' 
 •  সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়— ২৫ এপ্রিল ২০২৩ (গেজেট প্রকাশিত হয়- ২৬ এপ্রিল ২০২৩)।
 • বাংলাদেশের বর্তমান (২২তম) রাষ্ট্রপতি— মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। 
 • একাদশ জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার— মো. শামছুল হক টুকু।
 • বর্তমান জাতীয় সংসদের সংসদ উপনেতা— মতিয়া চৌধুরী (শেরপুর-২)।
 • জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়— ২ এপ্রিল ২০২৩।
 • বর্তমানে দেশে মোট ডিজিটাল সেন্টার— ৫,২৮৬টি।
 • ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ করা হয়— ১২ ডিসেম্বর ২০২২।
 • স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা— ২০৪১ সাল।
 •  স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি— ৪টি (স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট সমাজ)।
 • ২১ জুলাই ২০২২ দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষিত জেলা— পঞ্চগড় ও মাগুরা।
 •  ২১ সেপ্টেম্বর ২০২২ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information 
 •   Infrastructure-CII) ঘোষিত প্রতিষ্ঠান— ২৯টি।
 • বাংলাদেশের জাতীয় স্লোগান— জয় বাংলা (গেজেট প্রকাশিত হয় ২ মার্চ ২০২২)। 
 • দেশের সর্বশেষ পঞ্চম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) – সিলেট ওয়াসা।
 • 'বীর মুক্তিযোদ্ধা'র ইংরেজি প্রতিশব্দ— Heroic Freedom Fighter ।
 • দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ— গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ।
 • বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল— ৪৪টি [সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)]।
 •  বাংলাদেশে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়— ১০ বছর পর পর ।
 •  বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা— যশোর।
 • ১৩ নভেম্বর ২০১৮ বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS)— ইকনমিক ক্যাডার  বিলুপ্ত করা হয় । [বর্তমান ক্যাডার সংখ্যা ২৬টি]
 • ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) বর্তমান থানার সংখ্যা— ৫০টি (৭ জুলাই ২০১৮ হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হয়)।
 •  দেশের ১২তম সিটি কর্পোরেশন— ময়মনসিংহ সিটি কর্পোরেশন (অনুমোদন ২ এপ্রিল ২০১৮)।
 • বর্তমানে ঢাকা মহানগরের আয়তন— ২৬৯.৯৬ বর্গকিমি ।
 •  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধিত দিবস— ৬ অক্টোবর।
 • বর্তমানে উপজেলা— ৪৯৫টি [সর্বশেষ উপজেলা ঈদগাঁও, (কক্সবাজার); ডাসার, (মাদারীপুর) ও মধ্যনগর, (সুনামগঞ্জ)]।
 •  বর্তমানে পৌরসভার সংখ্যা— ৩৩০টি, সর্বশেষ ৩৩০তম পৌরসভা শ্যামনগর (সাতক্ষীরা)। 
 •  বর্তমানে থানার সংখ্যা ৭১৩টি ।
 •  দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ২৮ ডিসেম্বর ২০১৬।
 •  প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়— ৩০ ডিসেম্বর ২০১৫।
 •  প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ সংশ্লিষ্ট 'আমার গ্রাম আমার শহর'  প্রকল্পটির স্বপ্নদ্রষ্টা – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 •  বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)— ডাক, টেলিযোগাযোগ ও 
 •  তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ।
 • বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন BRiCM'র পূর্ণরূপ — Bangladesh Reference 
 • Institute for Chemical Measurements (প্রধানের পদবি মহাপরিচালক) ।
 • পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম— জনকূটনীতি অনুবিভাগ ৷
 • জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০' 
 • অনুমোদিত হয়— ৪ সেপ্টেম্বর ২০১৮।
 • বাংলাদেশ ট্যারিফ কমিশনের বর্তমান নাম— বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ।
 • বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন নামকরণ কার্যকর করা হয়— ২৮ জানুয়ারি ২০২০[বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন কার্যকরের মাধ্যমে]।
 • প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি— ১০টি ।
 •  তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় । 
 • ACR-এর পূর্ণরূপ— Annual Confidential Report ।
 • জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)— প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ।
 • জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী প্রধানের পদবি— চেয়ারম্যান ।

বাংলাদেশের সচিব

সংসদ, আইন ও বিচার

 • জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে— ৬-১০ এপ্রিল ২০২৩ ।
 • বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য – ২৪ জন।
 • হাইকোর্ট কাবিননামায় ‘কুমারী' শব্দটি বাতিল ঘোষণা করে— ১৭ নভেম্বর ২০২২। 
 • সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০' সংশোধন করে অধ্যাদেশ জারি করে কবে ১৩ অক্টোবর ২০২০। 
 • ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডের প্রথম রায় প্রদান করেন— বিচারক খালেদা ইয়াসমিন । 
 • ভার্চুয়াল আদালত সম্পর্কিত আদালত কর্তৃক 'তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০' জারি করা হয়— ৯ মে ২০২০; 
 • কার্যক্রম শুরু—১১ মে ২০২০। 
 • একাদশ জাতীয় সংসদে নারী মন্ত্রী রয়েছে— ৫ জন; টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছে— ২ জন এবং টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী রয়েছে-১ জন ।
 • দেশের বর্তমান প্রধান বিচারপতি— হাসান ফয়েজ ছিদ্দিকী (২৩তম) । 
 • বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান— বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ।
 • আইন কমিশনের চেয়ারম্যান— বিচারপতি এবিএম খায়রুল হক; ২৩ জুলাই ২০১৩-বর্তমান ।
 • বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক— বিচারপতি নাজমুন আরা সুলতানা ।
 • সুপ্রিম কোর্ট লিগাল এইড কমিটির প্রথম নারী চেয়ারম্যান — নাইমা হায়দার।
 • বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি — কৃষ্ণা দেবনাথ ।
 • বাংলাদেশ পেটেন্ট আইন ২০২১ অনুযায়ী বর্তমানে পেটেন্ট মালিকের স্বত্ব সংরক্ষিত— ২০ বছরের জন্য।
 • ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠা করা হবে— শিবচর, মাদারীপুর।

জাতীয় সংসদের নেতা-উপনেতা, চিফ হুইপ ও হুইপ

বিষয় নাম সংসদীয় আসন

সংসদ নেতা শেখ হাসিনা গোপালগঞ্জ-৩

উপনেতা মতিয়া চৌধুরী শেরপুর-২

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ময়মনসিংহ-৪

বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট-৩

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর-১

বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা রংপুর-১

সরকার দলীয় হুইপ মো. আতিউর রহমান আতিক শেরপুর-১

পঞ্চানন বিশ্বাস খুলনা-১

ইকবালুর রহিম দিনাজপুর-৩

মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২

সামশুল হক চৌধুরী চট্টগ্রাম-১২

আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২

আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা

 •  মেট্রোরেল ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এমআরটি পুলিশ ইউনিটের অনুমোদন দেওয়া হয়— ২১ মে ২০২৩।
 • এমআরটি পুলিশের প্রথম ডিআইজি— জিহাদুল কবির ৷
 • বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস অবস্থিত মিঠামইন, কিশোরগঞ্জ । 
 • বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা' অবস্থিত— পেকুয়া, কক্সবাজার।
 • বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেট কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন – ড. সালমা সিদ্দিকা ।
 • শিক্ষা মন্ত্রণালয় র‍্যাগিং ও বুলিং নীতিমালা জারি করে — ২ মে ২০২৩। 
 • শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত— লেবুখালী, পটুয়াখালী ।
 •  'সংগ্রাম' ও 'প্রত্যাশা’– বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ।
 •  দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত — কুয়াকাটা, পটুয়াখালী ।
 •  বাংলাদেশ সেনাবাহিনীর ফাইটিং ফোর্সের প্রথম নারী ব্যাটালিয়ন অধিনায়ক নিয়োগ দেয়া হয়— ২৪ জানুয়ারি ২০১৯।
 •  'বানৌজা শেখ মুজিব' নৌঘাঁটি অবস্থিত খিলক্ষেত, ঢাকা।
 • বর্তমানে মেট্রোপলিটন পুলিশ এলাকা— ৮টি।
 • বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান— জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ।
 •  বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধান— এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
 •  বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান— এডমিরাল এম নাজমুল হাসান (২৪ জুলাই ২০২৩-বর্তমান)।
 • বিজিবির বর্তমান মহাপরিচালক — মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান।
 • বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত সমুদ্র টহল বিমান (মেরিটাইম 
 •      প্যাট্রল এয়ারক্রাফট)-এর নাম – ডর্নিয়ার ২২৮ এনজি ।
 • বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম— বানৌজা পদ্মা ।
 •  বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ— বানৌজা সমুদ্র জয় ।
 • বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বর্তমান পদবি হলো— চিফ অব আর্মি স্টাফ ।
 • ১২ মার্চ ২০১৭ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া সাবমেরিন দুটির নাম— বানৌজা জয়যাত্রা ও বানৌজা নবযাত্রা ।
 •  বিশ্বের প্রথম দেশ হিসেবে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক-এর ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরোপ করে— বাংলাদেশ।
 • সাইবার সাপোর্ট ফর উইমেন সেবা চালু হয়— ১৬ নভেম্বর ২০২০ ।
 • তৃতীয় ফরেনসিক ল্যাব অবস্থিত- রাজশাহীতে।
 • CID'র ডিএনএ ল্যাবের বর্তমান নাম – ডিএনএ ব্যাংক।
 • বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে চিকিৎসা প্রশাসন থেকে প্রথম নারী কর্মকর্তা 
 •   হিসেবে ‘ব্রিগেডিয়ার জেনারেল' পদে পদোন্নতি পান— নাজমা বেগম ।
 • শেখ রাসেল সেনানিবাস অবস্থিত — জাজিরা, শরীয়তপুর।
 • বাংলাদেশ সেনাবাহিনী অধ্যাধুনিক এমএলআরএস টাইগার মিসাইল ক্রয় করে— তুরস্ক হতে ।

 বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা

 •  বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশে গোদরোগ নির্মূলের ঘোষণা করে— ১৩ মে ২০২৩। 
 • বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল অবস্থিত – নীলফামারীর সৈয়দপুরে । 
 • বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৩ অনুযায়ী বাংলাদেশে স্বাক্ষরতার হার— ৭৬.৪%। 
 • বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা— ৫৪টি।
 • ৩০ আগস্ট ২০২২ জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পান— এমকিউকে তালুকদার ।
 • বাংলাদেশে মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে  যাচ্ছে— রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় ।
 • দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় – ৭টি।
 • দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়— ১৩টি ।
 • দেশে বেসরকারি মেডিকেল কলেজ— ৭৭টি (সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছয়টিসহ)।
 • দেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে— ২৫ ধরনের ।
 •  পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী আদমশুমারির বর্তমান নাম— জনশুমারি ও গৃহগণনা । 
 • বর্তমানে (আগস্ট ২০২৩ পর্যন্ত) দেশে কার্যক্রম চালু বেসরকারি বিশ্ববিদ্যালয়— ১১৩টি
 •  বর্তমানে দেশে শিক্ষা বোর্ড রয়েছে— ১১টি (১১তম ময়মনসিংহ শিক্ষা বোর্ড) ।
 • পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্যের নাম— ড. ফারজানা ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
 •  দেশে বর্তমানে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়— ৫টি
 • রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেন— শাবিপ্রবি'র গবেষকরা।
 •  বাংলাদেশ ম্যালেরিয়ামুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা ২০৩০ সালে।
 • বাংলাদেশের বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন অ্যান্টিবায়োটিক হোমিকসিন। 
 • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার । 
 • বর্তমানে প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা — ২ বছর।
 • বর্তমানে প্রাক-প্রাথমিকে ভর্তির জন্য বয়সসীমা— ৪ বছর।
 • উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪' কার্যকর করা হয়— ৬ জুলাই ২০১৫; গেজেট প্রকাশ ১৩ সেপ্টেম্বর ২০২০।
 • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হলের নাম— শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ।
 • বাংলাদেশের ইতিহাসে উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়— ২০২০ সালে (COVID 19-এর কারণে) ।

সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রধান

 • প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক (CGA) — ফাহমিদা ইসলাম। 
 • দুদকের প্রথম নারী কমিশনার— মোছা. আছিয়া খাতুন ।
 • বাংলাদেশে 'জাইকা' কাজ করছে— সার্বিক উন্নয়ন বিষয়ের উপর।
 • কলেরা রোগ নিরাময়ে কাজ করছে— আন্তর্জাতিক সংস্থা (ICDDR,B)। 
 • দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি— রাজশাহীতে ।
 • দেশে Northeast Bangladesh Economic Corridor গঠনের প্রস্তাব দেয়— এডিবি ।
 •  চামড়া গবেষণা ইনস্টিটিউট (LRI) অবস্থিত— নয়ারহাট, সাভার, ঢাকা। 
 •  বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (BORI) অবস্থিত — রামু, কক্সবাজার । 
 • বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বর্তমান নাম–বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ।
 • বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের পরিবর্তিত নাম— বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
 • এশিয়ার প্রথম চিফ হিট অফিসার— বুশরা আফরিন।
 • বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের একীভূত নাম— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)।
 • জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান (৫ম) চেয়ারম্যান— কামাল উদ্দিন আহমেদ ।
 • পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর বর্তমান (১৪তম) চেয়ারম্যান — মো. সোহরাব হোসাইন ।
 • দেশের ১৩তম মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন— মো. নুরুল ইসলাম ।
 • বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার — কাজী হাবিবুল আউয়াল ।
 • দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ৬ষ্ঠ ও বর্তমান চেয়ারম্যান — মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
 • বাংলা একাডেমির বর্তমান সভাপতি— কথা সাহিত্যিক সেলিনা হোসেন; মহাপরিচালক— মুহাম্মদ নূরুল হুদা।

জাতীয় অর্জন ও আবিষ্কার-উদ্ভাবনে বাংলাদেশ

 • বর্তমানে দেশে মোট গ্যাস ক্ষেত্র— ২৯টি (সর্বশেষ : ইলিশা-১)।
 • দেশের ২৯তম গ্যাসক্ষেত্র আবিস্কার করে— বাপেক্স।
 •  ইলিশা-১ গ্যাস ক্ষেত্র অবস্থিত – ভোলা সদর।
 • দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – কক্সবাজারের খুরুশকুলে (৬০ মেগাওয়াট)।
 • দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – সুন্দরগঞ্জ, গাইবান্ধা (নাম তিস্তা সোলার লিমিটেড)।
 • ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন— ২১ মার্চ২০২২।
 •  পাটের জিন আবিষ্কার করেন– বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।
 •  বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের জন্য মোট মানদণ্ড (Criteria) পূরণ করতে হয়েছে— ৩টি।
 • বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি লোহার খনির সন্ধান পাওয়া গেছে— দিনাজপুর জেলায় ।
 • রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পাদন হলে বছরে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে— ২৪০০ মেগাওয়াট।
 •  বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ— রাশিয়া।
 • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে— রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন (রোসাটম)।
 • ‘ক্যাগোমে কোয়ান্টাম চুম্বক' আবিষ্কার করেন— বাংলাদেশের বিজ্ঞানী অধ্যাপক ড. জাহিদ হাসান ।
 • বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য— ৩২তম ।
 • ইলিশের জীবনরহস্য উন্মোচনে নেতৃত্ব দেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ।
 • ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য আবিষ্কার করেন— অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার।
 • বাংলাদেশের প্রথম ধূমকেতু রকেট তৈরি করেছে যে কলেজের শিক্ষার্থীরা— ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ।
 • বাংলাদেশে প্রথম ই-সিম ( embedded SIM) চালু করে যে মোবাইল কোম্পানি— গ্রামীণফোন।
 • ৬ জুলাই ২০২২ যে বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস  ইনকিউবেটর উদ্বোধন করা হয়— চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

বাংলাদেশের সীমানা ইস্যুতে অর্জন

 • বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয়— ৭ জুলাই ২০১৪ স্থায়ী সালিশি আদালতে (নেদারল্যান্ডস)।
 • বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ লাভ করে— ১৯,৪৬৭ বর্গ কিমি ।
 • বাংলাদেশের মোট সমুদ্রসীমা— ১,১৮,৮১৩ বর্গ কিমি ।
 • বাংলাদেশ-ভারতের মধ্যে সমুদ্র বিরোধপূর্ণ এলাকা ছিল— ২৫,৬০২ বর্গ কিমি । 
 • বাংলাদেশ-মিয়ানমারের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয়— ১৪ মার্চ ২০১২ (ITLOS, হামবুর্গ, জার্মানি)।
 • বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় কার্যকর হয়— ১ আগস্ট ২০১৫।

ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য

 • ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়— ১৭ আগস্ট ২০১৭ ।
 • বর্তমানে (আগস্ট ২০২৩ পর্যন্ত)বাংলাদেশের মোট সনদপ্রাপ্ত ভৌগোলিক নির্দেশক পণ্য— ১৭টি ।
 •  সাধারণত জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন – বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)।
 • WIPO বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন দেয়ার এখতিয়ার দেয় যে সংস্থাকে— শিল্প 
 • মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) ।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ

 • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'এশিয়ার আয়রন লেডি' উপাধি প্রদান করে— ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।
 • প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের 'অ্যাডভাইজারি বোর্ড অব এমিনেন্ট পারসন্স অন জিরো ওয়েস্ট'-এর সদস্য হিসেবে নিয়োগ পান— ড. মোহাম্মদ ইউনুস।
 • ২৪ এপ্রিল ২০২৩ একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দেয়— International Association of  Genocide Scholars (IAGS) |
 • এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী— ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী ও ড. সেঁজুতি সাহা।
 • দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় পুনরায় আর্জেন্টিনার দূতাবাস চালু করে— ২৭ ফেব্রুয়ারি ২০২৩।
 • বিশ্বের যতটি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে— ৪৩ দেশের ৫৫টি শান্তিরক্ষা মশনে ।
 • দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (MIGA ) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) পদে নিয়োগ পান – জুনায়েদ কামাল আহমদ (প্রথম বাংলাদেশি ফয়সাল চৌধুরী)।
 • বাংলাদেশ ‘আইএলও কনভেনশন-১৩৮' অনুসমর্থন করে— ২২ মার্চ ২০২২। 
 • ৯ জুন ২০২২ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন— রাবাব ফাতিমা । 
 • ২০২২ সালে বাংলাদেশের সাথে যে দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়— ওমান ।
 • প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন K2'র চূড়া জয় করেন— ওয়াসফিয়া নাজরীন।
 • যুক্তরাষ্ট্রে মেয়র পদে জয়ী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক— মাহবুবুল তৈয়ব ।
 • যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক— সোমা সাঈদ কুইন্স ।
 • বাংলাদেশ এলডিসি (LDC) থেকে বের হবে— ২০২৬ সালে ।
 • ডিসেম্বর ২০২০-এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়—৭টি।
 • বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে— পাটের জিনতত্ত্ব আবিষ্কারের ক্ষেত্রে।
 • বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করেছে বিশ্বে ১১৯তম দেশ হিসেবে।
 • বর্তমানে বাংলাদেশের মিশন (দূতাবাস) রয়েছে— বিশ্বের ৬০টি দেশে।
 •  বর্তমান বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে — ৮১টি।
 • ‘বাংলাদেশি বুলেভার্ড' সড়ক অবস্থিত— যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন শহরে ।
 • পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন— অধ্যাপক মোবারক আহমদ খান ।
 • প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের শীর্ষ সাতটি পর্বত চূড়া (সেভেন সামিট) জয় করেন— ওয়াসফিয়া নাজরীন ।
 • বাংলাদেশের প্রথম ব্যাক্তি হিসেবে স্থায়ী সালিশি আদালতের (PCA) বিচারপতি নিযুক্ত হন— বিচারপতি মো: তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি মো. আওলাদ আলি ।
 • জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ১৬তম ও বর্তমান স্থায়ী প্রতিনিধি— মোহাম্মদ আব্দুল মুহিত ।
 •  ৮ এপ্রিল ২০২১ প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর প্রতিনিধি (মালদ্বীপে) নিযুক্ত হন— ডা. নাজনীন আনোয়ার ।
 •  ১৩ অক্টোবর ২০২০ বাংলাদেশ কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থন করে— পঞ্চম দেশ হিসেবে।
 • বাংলাদেশ United Nation Public Service Award 2020 (UNPSA) লাভ করে – ই-মিউটেশন' কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ।
 • প্রথম বাংলাদেশি হিসেবে icddr,b'র নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান— ড. তাহমিদ আহমেদ।
 • ২০২১ সালে বাংলাদেশের যে ব্যক্তি কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন— ফয়সাল ইসলাম।
 • বর্তমানে বাংলাদেশ যে দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি করে— মিয়ানমার ।
 • বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক— ড. আহমদ কায়কাউস ।

আর পড়ুন:মৌলিক সংখ্যা মনে রাখার সহজ টেকনিক(BCS Math)

 আর পড়ুন :Admission ICTএই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url