বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 100% প্রশ্ন কমন Part-5

University Admission Test 100% Questions Common Part-5


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট

মডেল টেস্ট-৫

01. কোনটিকে মিডরেঞ্জ কম্পিউটার বলা হয়?

(A) সুপার কম্পিউটার

(B) মেইনফ্রেম কম্পিউটার

(C) মিনি কম্পিউটার

(D) মাইক্রো কম্পিউটার

উত্তর : C

02. মাইক্রো শব্দের অর্থ-

(A) অতি ক্ষুদ্র

(B) ক্ষুদ্র

(C) বড়

(D) অতি বড়

উত্তর : B

03. PDA কোন ধরনের কম্পিউটার?

(A) সুপার কম্পিউটার

(B) মিনি কম্পিউটার

(C) মেইনফ্রেম কম্পিউটার

(D) মাইক্রো কম্পিউটার

উত্তর : D

04. হার্ডওয়্যার এর প্রধান অংশ কয়টি?

(A) দুটি

(B) তিনটি

(C) চারটি

(D) পাঁচটি

উত্তর : B

05. কম্পিউটারের প্রাণ কোনটি?

(A) হার্ডওয়্যার

(B) সফটওয়্যার

(C) মাইক্রোপ্রসেসর

(D) সিপিইউ

উত্তর : B

06. বর্তমানে ব্যবহৃত পিসি ----- প্রজন্মের ৷

(A) দ্বিতীয়

(B) তৃতীয়

(C) চতুর্থ

(D) পঞ্চম

উত্তর : C

07. মাইক্রো কম্পিউটার কোন প্রজন্মের অন্তর্গত?

(A) প্রথম

(B) দ্বিতীয়

(C) তৃতীয়

(D) চতুর্থ

উত্তর : D

08. প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান?

(A) অ্যাপল

(B) আইবিএম

(C) জেরোক্স

(D) ইনটেল

উত্তর : D

09. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?

(A) ডিভিডি রম ড্রাইভ

(B) মডেম

(C) পেন ড্রাইভ

(D) টাচস্ক্রিন

উত্তর : B

10. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার ওপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?

(A) মডেম

(B) অডিও কার্ড

(C) সিম কার্ড

(D) ভিজিএ কার্ড

উত্তর : D

11. কোনো প্রোগ্রামের ভুল বের করাকে কী বলে?

(A) এররিং

(B) কারেক্টিং

(C) ম্যানেজিং

(D) ডিবাগিং

উত্তর : D

12. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?

(A) TCP/IP

(B) DVD

(C) VLSI

(D) CPU

উত্তর : A

13. নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?

(A) SQL

(B) Blue-Ray

(C) SPSS

(D) CIH

উত্তর : D

14. ROM এর পূর্ণরূপ কোনটি?

(A) Random Access Memory

(B) Root Only Memory 

(C) Read Only Memory

(D) Red Only Memory

উত্তর : C

15. নিচের কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি?

(A) হার্ডডিস্ক

(B) সিডি

(C) ম্যাগনেটিক রিবন

(D) রম

উত্তর : D

16. নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ নয়?

(A) সিডি

(B) ফ্লপি ডিস্ক

(C) মনিটর

(D) মাউস

উত্তর : D

17. কী-বোর্ডের Shift, Ctrl, Alt কীগুলোকে বলা হয়-

(A) Function key

(B) Numeric key

(C) Modifier key

(D) Space key

উত্তর : C

18. আউটপুট যন্ত্র বা ডিভাইস কোনটি?

(A) প্লটার

(B) স্ক্যানার

(C) গ্রাফিক্স ট্যাবলেট

(D) মাইক্রোফোন

উত্তর : A

19. প্লুটার হচ্ছে এক ধরনের-

(A) বিনোদন যন্ত্র

(B) তথ্য বিনিময় যন্ত্র

(C) গণনা যন্ত্র

(D) প্রিন্টার

উত্তর : D

20. মানচিত্র ও অন্যান্য নকশা প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় কোনটি?

(A) ডট মেট্রিক্স প্রিন্টার

(B) লেজার প্রিন্টার

(C) ইঙ্কজেট প্রিন্টার

(D) প্লটার

উত্তর : D

21. নিচের কোনটি Word Processing Software নয়?

(A) MS Word

(B) Word Perfect

(C) Word Count

(D) Word Star

উত্তর : C

22. Word Processing Program-এ ফাইল সংরক্ষণ করার জন্য কোন মেনু প্রয়োজন?

(A) Edit Menu

(B) File Menu

(C) Tools Menu

(D) Format Menu 

উত্তর : B

23. স্প্রেডশিট হচ্ছে-

(A) হিসাব-নিকাশের প্রোগ্রাম

(B) তথ্য ব্যবস্থাপনার প্রোগ্রাম

(C) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

(D) BASIC-এর সংক্ষিপ্ত সংস্করণ

উত্তর : A

24. কোনো একটি সংখ্যার পরিবর্তনে সম্পর্কযুক্ত হিসাব আপনা আপনিই পরিবর্তিত হয়-

(A) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে

(B) স্প্রেডশিট প্রোগ্রামে

(C) ডেটাবেজ প্রোগ্রামে

(D) সেবামূলক প্রোগ্রামে

উত্তর : B

25. পৃথিবীর ১ম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?

(A) মাইক্রোসফট এক্সেল

(B) ভিসিক্যাল্ক

(C) লোটাস ১-২-৩

(D) মাইক্রোসফট ওয়ার্ড

উত্তর : B

অন্যান্য বিষয় সমূহ:

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url