বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 100% প্রশ্ন কমন Part-4

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট

100-university-exam-part-4

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট

মডেল টেস্ট-৪

01. বিজয় কী-বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়?

(A) Ctrl+Alt+B

(B) Ctrl+Alt+V

(C) Shift+Alt+B

(D) Shift+Alt+V

উত্তর : A

 02. পেস্ট করার কী-বোর্ড কমান্ড-

(A) Ctrl + P

(B) Ctrl + V

(C) Ctrl + X

(D) Ctrl + C

উত্তর : B

03. Print ডায়ালগ বক্স-এর জন্য কী-বোর্ড কমান্ড-

(A) Ctrl + P

(B) Ctrl + N

(C) Ctrl + W

(D) Ctrl + E 

উত্তর : A

04. বাংলা সফটওয়্যার শহিদ লিপি ব্যবহার করা হয়-

(A) সুপার কম্পিউটারে

(B) মেকিনটশ কম্পিউটারে

(C) মেইনফ্রেম কম্পিউটারে

(D) মিনি কম্পিউটারে

উত্তর : B

05. এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে-

(A) সেল

(B) স্প্রেডশিট 

(C) রো কলাম

(D) ওপরের সবগুলো

উত্তর : A

06. বস্তুত কত সালে মেকিনটোশ কম্পিউটার জন্ম নেয়?

(A) ১৯৮০ সালে

(B) ১৯৮২ সালে

(C) ১৯৮৪ সালে

(D) ১৯৮৫ সালে

উত্তর : C

07. মাল্টিমিডিয়ার একটি বৃহৎ প্রয়োগক্ষেত্র হলো -

(A) শিক্ষা

(B) নিরাপত্তা

(C) ব্যবসা

(D) বিজ্ঞান ও গবেষণা

উত্তর : A

08. একটি ওয়ার্কশিটের ৩য় কলাম ও ৫ম সারির সেল অ্যাড্রেস-

(A) C3

(B) E3

(C) C5

(D) E5

উত্তর : C

09. 11 তম কলাম এবং 20 নং সারির সেল অ্যাড্রেস-

(A) K20

(B) 20K

(C) K/20

(D) 20/K

উত্তর : A

10. 13 তম কলাম ও 14 নং সারির সেল অ্যাড্রেস হলো-

(A) 14M

(B) M14

(C) M/14

(D) M/>14

উত্তর : B

11. কোনটি ফাংশন?

(A) C9

(B) AVG

(C) LET

(D) FALSE

উত্তর : B

12. = AVG(C9 : C19), এখানে AVG কী?

(A) Function

(B) Formula

(C) Sum

(D) Advantage

উত্তর : A

13. = Sum (C 9: C 12), এখানে Sum কী? অথবা, = Sum (A9 : A16), এখানে Sum কী?

(A) Summation

(B) Formula

(C) Function

(D) Addition

উত্তর : C

14. Visual BASIC-এ সাধারণত --- ধরনের Operator ব্যবহার করা হয়।

(A) ১

(B) ২

(C) ৩

(D) ৪

উত্তর : C

15. কোনটি গাণিতিক অপারেটর?

(A) >

(B) =

(C) +

(D) <

উত্তর : C

16. কম্পিউটারে কোনো হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী?

(A) পেইন্ট

(B) এমএস ওয়ার্ড

(C) এমএস এক্সেল

(D) এন্টিভাইরাস

উত্তর : C

17. নিচের কোনটি ডেটা (data) পরিবহনের জন্য সুবিধাজনক?

(A) স্পিকার

(B) পেন ড্রাইভ

(C) প্রসেসর

(D) পাওয়ার সাপ্লাই

উত্তর : B

18. কোনো ই-মেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয়?

(A) প্রাপকের ই-মেইল ঠিকানা

(B) ই-মেইল বিষয়

(C) তারিখ

(D) সময়

উত্তর : A

19. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?

(A) বিজয়

(B) সুলেখা

(C) সুতন্বী

(D) রূপসা

উত্তর : A

20. বিজয় লে-আউটে বাংলা লেখার সময় ‘ন' বর্ণটি লিখতে কী-বোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হবে?

(A) N

(B) K

(C) G

(D) B

উত্তর : D

21. নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

(A) সি-মস

(B) ওয়াই ম্যাক্স

(C) ব্রড ব্যান্ড

(D) ব্লু-টুথ

উত্তর : B

22. কোন ওয়েবসাইটের নামের শুরুতে ব্যবহৃত ‘www' এর অর্থ কী?

(A) Worldwide Wireless Windows

(B) World Wide Web

(C) World Wide WAN

(D) Worldwide Wire-free Wooter

উত্তর : B

23. কোন ই-মেইলে ‘Cc' এর অর্থ কী?

(A) close circuit

(B) Carbon copy

(C) close contact

(D) contact center

উত্তর : B

24. নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? 

(A) এমএস ওয়ার্ড

(B) উইন্ডোজ

(C) লিনাক্স

(D) ডস

উত্তর : A

25. কম্পিউটারের ভাইরাস কী?

(A) একটি ক্ষতিকারক জীবাণু

(B) একটি ক্ষতিকারক প্রোগ্রাম

(C) একটি ক্ষতিকারক বর্তনী

(D) একটি ক্ষতিকারক চৌম্বক ক্ষেত্র 

উত্তর : B


প্রয়োজনীয় লিংক সমূহঃ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url