জীবপ্রযুক্তি সাজেশন ( অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর )
জীববিজ্ঞান(SSC) আপডেট সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
সাজেশন পেতে লিংক:জীববিজ্ঞান(SSC)
Q ➤ প্রশ্ন \ ১১ \ জীবপ্রযুক্তি কী?
Q ➤ প্রশ্ন \ ১২ \ Biotechnologyশব্দটির প্রবর্তক কে?
Q ➤ প্রশ্ন \ ১৩ \ ট্রান্সজেনিক উদ্ভিদ কাদের বলে?
Q ➤ প্রশ্ন \ ১৪ \ ট্রান্সজেনিক প্রাণী কাদের বলে?
Q ➤ প্রশ্ন \ ১৫ \ আধুনিক জীবপ্রযুক্তি কয়টি বিষয়ের সমন্বয়ে গঠিত?
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ রিকম্বিনেন্ট DNA প্রস্তুতিতে কী কী এনজাইম প্রয়োজন এবং কেন প্রয়োজন?
- ক. রেস্ট্রিকশন এনজাইম (Restriction Enzyme))
- খ. লাইগেজ এনজাইম (Ligase Enzyme)
প্রশ্ন \ ২ \ টিস্যু কালচারের ৩টি ব্যবহার লিখ।
- টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদাংশ থেকে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা সৃষ্টি করা যায়।
- যেসব উদ্ভিদের বীজের মাধ্যমে বংশবিস্তার হয় না, সেগুলোর চারা প্রাপ্তি সম্ভব হয়।
- সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাসমুক্ত চারা উৎপাদন করা যায়।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url