এস এস সি ইসলাম শিক্ষা ১ম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন সাজেশন(MCQ)

 অধ্যায়-১ আকাইদ ও নৈতিক জীবন



১.যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয়—

(ক) মুসলিম   (খ) মুমিন 

(গ) মুসলিহ    (ঘ) মুত্তাকি

উ:ক

কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

 কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

২.ইসলামের কয়টি স্তম্ভ রয়েছে?

(ক)৩টি (খ) ২টি

(গ) ৫টি (ঘ) ৭টি

উ:গ

৩.ইসলাম শিক্ষার সাথে কোনটির সমন্বয় থাকতে হবে ?

 সিকল বোর্ড ১৯/

(ক) বিশ্বাসের       (খ) সংযমের

(গ) নৈতিকতার    (ঘ) আদর্শের

উ:গ

৪.ইসলাম শব্দের অর্থ হচ্ছে-

ক) আনুগত্য করা

খ) বিশ্বাস করা

(গ) ধর্মপরায়ণ হওয়া

(ঘ) দাসত্ব করা

উ:ক

৫. “নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা।"- পবিত্র কুরআনের এ আয়াতটি কোন সূরার অন্তর্গত? 

[ সকল বোর্ড ১৫]

(ক) সূরা আল-বাকারাহ   (খ) সূরা আলে-ইমরান

(গ)সূরা আন-নিসা           (ঘ) সূরা আল-মায়িদা

 উ:খ

৬.ইমানের মূল বিষয় কয়টি?

(ক) তিন (খ) চার

(গ)পাঁচ (ঘ) সাত

উ:ঘ

৭.রাসুল (স.)-কে বিশ্বাস করা-

(ক)মানবতার দাবি

(খ) ইমানের দাবি

(গ) মুসলমানদের দাবি

(ঘ) মানুষের দাবি

 উ:খ

৮.কিসে বিশ্বাস করা ছাড়া মুমিনও মুত্তাকি হওয়া যায় না?

 [ঘ. বো, '২০]

(ক) দানশীলতায়

(খ) আতিথেয়তায়

(গ) সিরাতে

(ঘ) উদারতায়

উ:গ

৯.ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কী?

(ক) আকাইদ    (খ) ইমান

(গ) সালাত     (ঘ) যাকাত

উ:খ

১০. ইমানের মূলকথা মানুষকে করে তোলে-

ক) আত্মমর্যাদাবান

(খ) মানবিক

(গ) জ্ঞানী ও বুদ্ধিমান

(ঘ) আত্মবিশ্বাসী

উ:ক

১১.মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরিয়তের কার্য সম্পাদনের নামই হলো—

(ক) ইমান   (খ) আকাইদ

(গ) আখলাক   (ঘ) ইহসান

উ:ক

১২.আল্লাহ তায়ালার কোন সৃষ্টি নারীও নন পুরুষও নন?

ক) মানুষ           (খ) জিন

(গ) ফেরেশতা   (ঘ) উদ্ভিদ

উ:গ

১৩.মুনকার ও নাকির ফেরেশতাদ্বয় কবরে কাদেরকে তিনটি প্রশ্ন করবেন?

[সকল বোর্ড '১৫)

(ক) সকল মানুষ  (খ) ইমানদারগণ

(গ) মুত্তাকিগণ     (ঘ) পাপিগণ

উ:ক

১৪.মানবিক মূল্যবোধ বিকাশে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? 

[য. বো. '২০]

(ক) রিসালাতের  (খ) আখিরাতের

(গ) আকাইদের   (ঘ) ইমানের

উ:ঘ

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৫. মুনাফিকরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তারা-

(ক) মিথ্যাবাদী

(খ) আমানতের খিয়ানতকারী

(গ) গায়ে পড়ে ঝগড়াকারী

(ঘ) তাওহিদে অবিশ্বাসী

উ:ক

১৬.কারা বাহ্যিকভাবে ইসলাম ও ইমান স্বীকার করে মুসলমানদের মতো

[সকল বোর্ড '১৮)

(ক)পাপী মুসলমানরা  (খ)মুনাফিকরা

(গ) মুশরিকরা             (ঘ) ফাসিকরা

উ:খ

১৭. মুনাফিক চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ-

 [সকল বোর্ড ১৬]

(ক) তাওহিদে অবিশ্বাসী        (খ) মিথ্যাবাদী

(গ)গায়ে পড়ে ঝগড়াকারী    (ঘ) খিয়ানতকারী

উ:খ

১৮. নবি-রাসুলগণ সারাজীবন মানুষকে কিসের দাওয়াত দিয়েছেন?

[রা. বো, '২০]

(ক) আল-কুরআনের  (খ) আল-হাদিসের

(গ) ইলম শিক্ষার         (ঘ) তাওহিদের

উ:ঘ

১৯.সূরা আল ইখলাসের প্রথম আয়াত দ্বারা আল্লাহ খণ্ডন করেছেন —

 [কু. বো. ২০]

(ক) তাওহিদ

(খ) শিরক

(গ) কুফর

(ঘ) নিফাক

উ:খ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

২০.“কোনো কিছুই তাঁর সদৃশ নয়।”- আয়াতটি কোন দিকে ইঙ্গিত করেছে?

(ক) আখিরাত   (খ) রিসালাত

(গ) তকদির      (ঘ) তাওহিদ

উ:ঘ

২১। স্বাধীনতার অর্থ হলো-

 ক) অন্যের মঙ্গল কামনা করা 

 খ) বাধ্য হয়ে অন্যের মঙ্গল কামনা করা

 গ) স্বেচ্ছায় পরের ভালো করা

  ঘ) স্বেচ্ছাচারী আচরণ করা।

উ: ক 

২২.আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে কী বলে?

(ক) আকাইদ   (খ) নবুয়ত 

(গ) তাওহিদ     (ঘ)রিসালাত

উ:গ

২৩. মানবজীবনে সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রে কিসের প্রভাব অপরিসীম?

(ক) তাওহিদের

(খ) রিসালাতের

(গ) আখিরাতের

(ঘ) আসমানি কিতাবের

উ:ক

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

২৪। স্বাধীনতা কোন ধরনের মানুষের আচরণ -

i. পরিণত ও রক্ষণশীল 

ii. ক্ষমতা ও দায়িত্বশীল 

iii. পরিণত ও দায়িত্বশীল ।

 কোনটি সঠিক?

ক) i 

খ) ii

গ) iii 

ঘ) i, ii ও iii

 উ: গ 

২৫। মানুষ পরাধীন হয়-

 ক) দারিদ্র্য ও অভাবের কারণে 

খ) সামাজিক চাপের প্রভাবে

 গ) শারীরিক অসুস্থতার কারণে 

ঘ) পাপ স্বভাবের কারণে। 

উ: ঘ 

২৬.সকল সৃষ্টির মধ্যে কারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী?

(ক) মানবকুল         (খ) জিন জাতি

(গ) ফেরেশতাগণ    (ঘ) নবি-রাসুলগণ

উ:ক


পড়া শেষে পরিক্ষা দেই লিংক

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১


আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url