এইচএসসি আহ্বান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

ahoban


 'আহ্বান'

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :আহ্বান

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • ‘আহ্বান' গল্পে লেখকের জীবনের একটা হৃদয়স্পর্শী ঘটনা প্রকাশ পেয়েছে। 
  • বুড়ি গোপালকে কাফনের কাপড় কিনে দেওয়ার অনুরোধ করে।
  • বুড়ি যেদিন মারা যায়, গোপাল সেদিন এ সংবাদ না জেনেই কলকাতা থেকে গ্রামে আসে। এ কাকতালীয় 
  • সম্পর্কের মাধ্যমে গোপালের সাথে বুড়ির আত্মিক হৃদ্যতার গভীরতা প্রকাশ পেয়েছে।
  • 'আহ্বান' গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি থেকে সংকলন করা হয়েছে।
  • ‘আহ্বান’ গল্প মূলত মানুষের মধ্যকার বিরাজমান বৈষম্য, যেমন, অর্থ-বৈষম্য, শ্রেণি বৈষম্য ইত্যাদিকে রোধ করার প্রেরণাস্বরূপ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১. 'আহ্বান' গল্পে বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখকৃত শরতের কটূতিক্ত গন্ধ ওঠা বনঝোপ' পদবন্ধটি সঞ্চার করে। — 

[খ ২০-২১]

(ক) নিগূঢ় বেদনা 

(খ) স্মৃতিকাতরতা

(গ) বিহ্বলতা

(ঘ) অনুশোচনা

উ: ক

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

২. 'পরদিন কলকাতা চলে গেলাম।' 'আহ্বান' গল্পে কার সম্পর্কে বলা হয়েছে? 

[ক-১৮-১৯]

(ক) আবদুল 

(খ) আবেদালি 

(গ) গল্পকথক

(ঘ) নসর

উ: গ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

৩. 'আহ্বান' গল্পের বৃদ্ধা মারা গেছেন কোন ঋতুতে? 

[ক ১৭-১৮]

(ক) শীতকালে 

(খ) বর্ষাকালে 

(গ) শরৎকালে 

(ঘ) বসন্তকালে 

উ: গ

৪. 'আহ্বান' গল্পের বুড়িকে কোন গাছের নিচে কবর দেয়া হয়েছে? 

[খ ১৬-১৭] 

(ক) ডালিম 

(খ) তিত্তিরাজ 

(গ) ছাতিম

(ঘ) সোঁদাল

উ: খ

৫.'আহ্বান' গল্পে গল্পকথক বুড়ির কাছ থেকে পেত— 

[ঘ ১৬-১৭] 

(ক) বেল, চাঁপকলা, জাম, আমড়া

(খ) লেবু, আম, কুমড়ো, কাঁচকলা 

(গ) আম, পেয়ারা, কাঁঠাল, কুমড়ো

(ঘ) কাঁচকলা, লেবু, আম, লাউ

উ: খ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৬. 'আহ্বান' গল্পে তিত্তিরাজ কী? 

[B ১৭-১৮]

(ক) খাদ্যদ্রব্য

(খ) আঞ্চলিক রাজা

(গ) বকজাতীয় পাখি

(ঘ) একধরনের গাছ

উ: ঘ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৭. ‘আহ্বান' গল্পের কথকের কাছে, 'অ গোপাল আমার, তোর জন্যি নিয়ে আলাম।' কী অর্থ ধারণ করে? 

[C ১৯-২০]

(ক) একটা স্নেহ ও শান্তির সম্বোধন

(খ) একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন 

(গ) একটা আদর ও অধিকারের সম্বোধন 

(ঘ) একটা গভীর ও স্নেহের সম্বোধন

উ: খ


৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আহ্বান’ একটি— 

[C ১৯-২০]

(ক) স্নেহ ও সম্পর্ক বিষয়ক গল্প 

(খ) দারিদ্র্য ও মৃত্যু বিষয়ক গল্প 

(গ) উদার মানবিক সম্পর্কের গল্প 

(ঘ) গ্রাম ও শহর সম্পর্কিত গল্প 

উ: গ

৯. কোন উপন্যাসগুচ্ছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের? 

[C ১৭-১৮] 

(ক) শেষের পরিচয়, শেষলেখা

(খ) বামুনের মেয়ে, অরণ্যের অধিকার 

(গ) আরণ্যক, পথের পাঁচালী, ইছামতী 

(ঘ) পূর্ব-পশ্চিম, সময় অসময়ের বৃত্তান্ত

উ: গ

১০. “দ্যাও বাবা, তুমিও দ্যাও’– 'আহ্বান' গল্পের এ উক্তিটি কার? 

[C ১৯–২০]

(ক) নসর মিয়া

(খ) আবদুল মিয়া

(গ) শুকুর মিয়া

(ঘ) গনি মিয়া

উ: গ

১১. ‘পুনরায় গ্রামে এলাম – মাস পরে,–মাসের শেষে।' শূন্যস্থানে নিচের কোন শব্দ দুটি হবে? 

[C ১৯-২০]

(ক) পাঁচ-সাত, আশ্বিন

(খ) চার-পাঁচ, কার্তিক

(গ) পাঁচ-ছয়, আশ্বিন

(ঘ) ছয়-সাত, ফাল্গুন

উ: গ

১২. 'আহ্বান' গল্পের বুড়ি— 

[C ১৯-২০]

(ক) জাবির করাতির স্ত্রী

(খ) ছমির করাতির স্ত্রী

(গ) জমির করাতির স্ত্রী

(ঘ) ছাবির করাতির স্ত্রী

উ: গ

১৩. 'আহ্বান' গল্পে বুড়িকে কোথায় কবর দেওয়া হয়েছিলো? 

[F ১৯-২০]

(ক) বন-ঝোপে

(খ) মাকাল গাছ তলায়

(গ) প্রাচীন গাছের তলায়

(ঘ) মাঠের শেষে

উ: গ

১৪. 'আহ্বান' গল্পে বুড়িকে কে মা ডাকত? 

[F ১৯-২০]

(ক) ব্যাটার বউ

(খ) হাজরা ব্যাটার বউ

(গ) গোপালের বউ

(ঘ) দিগম্বরী

উ: খ

রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় ছিলেন — 

[A ১৭-১৮]

(ক) কলেজের অধ্যাপক

(খ) স্কুল শিক্ষক 

(গ) ডাক্তার

(ঘ) পত্রিকা সম্পাদক

উ: খ

১৬. বিভূতিভূষণের উপন্যাস 'পথের পাঁচালী' অলবন্ধনে চলচ্চিত্র নির্মাণ করেছেন— 

[A ১৭-১৮]

(ক) মৃণাল সেন

(খ) জহির রায়হান

(গ) সত্যজিৎ রায়

(ঘ) তারেক মাসুদ

উ: গ

১৭. বুড়ির কাফনের কাপড় দিতে এসেছিল কে? 

[B ১৭-১৮]

(ক) হাজরা বেটার বউ

(খ) নাতি

(গ) নাতজামাই

(ঘ) গনি

উ: গ

১৮. কোন উপন্যাসটি বিভূতিভূষণের লেখা নয়? 

[A ১৮-১৯]

(ক) আরণ্যক

(খ) পথের পাঁচালী 

(গ) কাজল

(ঘ) ইছামতি

উ: গ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১৯. 'দৃষ্টিপ্রদীপ' উপন্যাসটি কে রচনা করেছেন? 

[B1 ২০-২১] 

(ক) মানিক বন্দ্যোপাধ্যায় 

(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 

(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উ: গ 

২০. 'আহ্বান' গল্পে বৃদ্ধার মৃত্যু হয় কোন ঋতুতে? 

[B1 ২০-২১]

(ক) শীত

(খ) হেমন্ত 

(গ) শরৎ 

(ঘ) বসন্ত 

উ: গ

২১. পাঠ্যসূচিভুক্ত 'আহ্বান' গল্পের বুড়ির স্বামীর নাম কী? 

[D ১৭-১৮] 

(ক) জমির 

(খ) আবদুল 

(গ) শুকুর মিয়া 

(ঘ) আকবর 

উ: ক

২২. ‘অপরাজিত' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

[B ১৬-১৭]

(ক) শিখা 

(খ) প্রবাসী 

(গ) পরিচয় 

(ঘ) সবুজপত্র

উ: খ

২৩. 'আহ্বান' গল্পে কোন ভাববস্তু প্রতিফলিত হয়েছে?

[E ১৬-১৭; মাভাবিপ্রবি ঘ ১৬-১৭]

(ক) রক্ষণশীলতা

(খ) ধর্মান্ধতা

(গ) সাম্প্রদায়িক ভেদাভেদ

(ঘ) অপসংস্কৃতি

(ঙ) উদার মানবিকতা

উ: ঙ

২৪. ‘কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা’– 'আহ্বান' গল্পে এ উক্তি কে করেছিলেন? 

[B ১৬-১৭]

(ক) খুড়ো মশায় 

(খ) গল্পকথক

(গ) চক্কোত্তি মশায় 

(ঘ) শুকুর মিয়া

উ: গ

২৫. ‘আহ্বান’ গল্পে বৃদ্ধা পরদিন কথকের বাড়িতে হাজির হয়েছিল কেন?

[D3 ১৬-১৭]

(ক) টাকা চাইতে

(খ) অভ্যাসবশত

(গ) স্নেহবশত

(ঘ) অভাব জানাতে

উ: গ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত যুগল উপন্যাস কোনটি? 

[AL ১৭-১৮] 

(ক) ইছামতি-দেবযান

(খ) দৃষ্টিপ্রদীপ-আরণ্যক 

(গ) চাঁদের পাহাড়-অশনি সংকেত 

(ঘ) পথের পাঁচালী-অপরাজিত

উ: ঘ

২৭. বিভূতিভূষণের কোন উপন্যাসটির চলচ্চিত্রায়ন এখনও হয়নি? 

[AL ১৭-১৮]

(ক) পথের পাঁচালী

(খ) ইছামতি

(গ) অপরাজিত

(ঘ) অশনি-সংকেত

উ: খ

২৮. ‘আরণ্যক' উপন্যাসটি কার রচনা? 

[AP ১৭-১৮]

(ক) হুমায়ূন আহমেদ

(খ) আনিসুল হক

(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(ঘ)শিরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উ: গ

২৯. ‘আহ্বান’ গল্পে বুড়ি লেখকের জন্য কী এনেছিলেন? 

[D ১৭-১৮]

(ক) কলা

(খ) আম

(গ) লিচু

(ঘ) কমলা

উ: খ

৩০. ‘আহ্বান’ ছোটগল্পে 'তিত্তিরাজ' কী? 

[A ১৯-২০]

(ক) খাদ্যদ্রব্য

(খ) পাখি

(গ) একধরনের গাছ

(ঘ) আঞ্চলিক রাজা

উ: গ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩১. ‘আহ্বান’ গল্পে কথকের সহপাঠী কে? 

[A ১৬-১৭; রাবি K ১৭-১৮] 

(ক) আবদুল 

(খ) গনি

(গ) আবেদালি 

(ঘ) নসর

উ: গ

৩২. “আজ্ঞে সামান্য মাইনে পাই' কথাটি কোন গল্পের অংশ? 

[A ১৬-১৭]

(ক) মাসি-পিসি

(খ) আহ্বান

(গ) অপরিচিতা

(ঘ) নেকলেস

উ: খ

৩৩. ‘আহ্বান’ গল্পে পরশু সর্দারের বউ-এর নাম কী? 

[C ১৬-১৭]

(ক) কাদম্বরী

(খ) দিগম্বরী

(গ)  ঊষা

(ঘ) মালিনী

উ: খ

৩৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যের ধরন কেমন? 

[A ১৯-২০ চিত্রাত্মক]

(ক) হাস্যরসাত্মক

(খ) ব্যঙ্গাত্মক

(গ) কৌতুকপ্রধান

(ঘ) বুদ্ধিপ্রধান

উ: ক

৩৫. ‘আহ্বান’ গল্পের বুড়ি গল্পকথককে কী নামে ডাকত? 

[B ১৯-২০]

(ক) ভাইজান

(খ) গোপাল 

(গ) কেষ্ট

(ঘ) দাদাঠাকুর

উ: খ

ইসলামী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩৬. ‘আহ্বান’ গল্পে ‘দাওয়া' বলতে কী বুঝিয়েছেন? 

[H ১৭-১৮]

(ক) বারান্দা

(খ) দালান 

(গ) মেঝে

(ঘ) উঠান

উ: ক

৩৭. ‘পথের পাঁচালী' উপন্যাসের দ্বিতীয় খণ্ড বলা হয় কোনটিকে? 

[B ১৮-১৯]

(ক) অপরাজিত

(খ) আরণ্যক

(গ) দৃষ্টিপ্রদীপ

(ঘ) অনুবর্তন

উ: ক

৩৮. বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতেন? 

[H ১৬-১৭]

(ক) পয়সা পাওয়ার লোভে

(খ) স্নেহ-ভালোবাসার টানে

(গ) নিঃসঙ্গতা দূর করতে

(ঘ) অতিথিপরায়ণ বলে

উ: খ

৩৯. ‘দৃষ্টিপ্রদীপ' উপন্যাসের লেখক কে? 

[B ১৬-১৭; ববি G ১৬-১৭,]

(ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(গ) মানিক বন্দ্যোপাধ্যায়

(ঘ) সৈয়দ শামসুল হক

উ: খ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪০. 'পথের পাঁচালী' উপন্যাসের লেখক কে? 

[B ১৭-১৮]

(ক) মানিক বন্দ্যোপাধ্যায়

(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়

(ঘ) শংকর

উ: খ

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪১. ‘আহ্বান' গল্পের স্নেহময়ী বৃদ্ধার স্বামীর নাম কী? 

[B ১৯-২০]

(ক) আবুল করাতি

(খ) জমির করাতি

(গ) শুকুর করাতি

(ঘ) নসর করাতি

উ: খ

৪২. ‘আহ্বান’ গল্পটিতে বিভূতিভূষণ কোন বিষয়টিকে অবলম্বন করেছেন?

[C ১৮-১৯; D ১৮-১৯]

(ক) উদার মানবিক সম্পর্ককে

(খ) প্রেমের সম্পর্ককে 

(গ) আত্মীয়তার সম্পর্ককে

(ঘ) প্রতিবেশীর সম্পর্ককে

উ: ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি.ওপ্র. বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪৩. উদার মানবিক সম্পর্কের গল্প কোনটি? 

[D ১৮-১৯]

(ক) রেইনকোট

(খ) অপরিচিতা

(গ) মানুষ

(ঘ) আহ্বান

উ: ঘ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪৪. উদার মানবিকতার গল্প কোনটি? 

[C ১৬-১৭]

(ক) আহ্বান

(খ) মাসি-পিসি

(গ) চাষার দুক্ষু

(ঘ) অপরিচিতা

উ: ক

গার্হস্থ্য অর্থনীতি কলেজপ্রশ্ন ও উত্তর

৪৫. 'আহ্বান' গল্পের গল্পকথক পুনরায় কোন মাসে গ্রামে এসেছিলেন?

[মানবিক ২০-২১]

(ক) আষাঢ় 

(খ) শ্রাবণ

(গ) ভাদ্র

(ঘ) আশ্বিন

উ: ঘ

৪৬. 'আহ্বান' গল্পে বৃদ্ধার মৃত্যু হয় কোন ঋতুতে? 

[১৯-২০]

(ক) শরৎ

(খ) হেমন্ত

(গ) শীত

(ঘ) বসন্ত

উ: ক

 IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত  MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান

এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url