এস এস সি বাংলা ২য় পত্র পরিচ্চেদ ৪৩ : শব্দজোড়

 

SSC  বাংলা ২য় পত্র  Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

 পরিচ্ছেদ -43➤   অধ্যায় কুইজ-43

১। বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক বা প্রায় এক হলেও অর্থ পৃথক হয়, এরকম যুগল শব্দকে বলে-

(ক) শব্দজোড় 
(খ) প্রতিশব্দ   
(গ) সমার্থক শব্দ  
(ঘ) শব্দদ্বৈত
উত্তর: ক

২। শব্দজোড়গুলোর উচ্চারণ এক হওয়ার কানে শুনে কী বোঝা যায় না ?

(ক) বিশ্লেষন  
(খ) সংযোজন 
 (গ) বিয়োজন  
(ঘ) পার্থক্য
উত্তর: ঘ

৩।  শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে ?

(ক) প্রসঙ্গ বিবেচনায়  (খ) সমাজ বিবেচনায়  
(গ) স্থান বিবেচনায়       (ঘ) কাল বিবেচনায়
উত্তর: ক

৪। ‘অকুল‘ শব্দের অর্থ নীচ বংশ; ‘অকুল‘ শব্দের অর্থ কী ?

(ক) উচ্চবংশ   
(খ) নিম্নবংশ 
(গ) তীরহীন 
(ঘ) তীরযুক্ত
উত্তর:গ

৫। ‘অবিরাম‘ শব্দের অর্থ কী ?

 (ক) অলংকার 
(খ) অসুন্দর   
(গ) অনবরত  
(ঘ) মাঝে মাঝে
উত্তর: গ

৬। উপাদান= উপকরণ হলে, ‘উপাধান‘ অর্থ নিচের কোনটি ?

(ক) বালিশ 
(খ) লেপ 
(গ) চাদর
 (ঘ) জামা
উত্তর:ক

৭। ‘কী‘ দিয়ে বোঝানো হয় -

(ক) অব্যয়  
(খ) সর্বনাম/বিশেষন 
(গ) ক্রিয়াবিশেষণ 
(ঘ) ক্রিয়া
উত্তর: খ

 কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

 কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৮। ‘কুজন‘ শব্দের অর্থ-

(ক) পাখির ডাক 
(খ) কোকিলের ডাক 
(গ) খারাপ লোক
(ঘ) আত্মীয়
উত্তর: গ

৯। কুট= পর্বত হলে, ‘কূট‘ অর্থ কী ?

(ক) কঠিন   
(খ) ছোট পাথর
 (গ) জটিল 
 (ঘ) সরল
উত্তর: গ

১০। ‘ক্রীত‘ শব্দের অর্থ-

(ক) কেনা  
(খ) ক্রিয়া  
(গ) অর্জন   
(ঘ) ধ্বংস
উত্তর:ক

১১। চির অর্থ দীর্ঘ হলে ‘চীর‘ অর্থ কী ?

(ক) চিরদিন  
(খ) বহু বৎসর 
(গ) ভাঙা  
(ঘ) ছিন্নবস্ত্র
উত্তর:ঘ

১২। ডোল অর্থ কী, যখন ‘ঢোল‘ মানে বাদ্যযন্ত্র ?

(ক) বাদক 
 (খ) মোটা 
 (গ) মাটির পাত্র  
(ঘ) ধান রাখার পাত্র
উত্তর: ঘ

১৩। ‘নিবৃত‘ ও ‘নিভৃত‘- শব্দজোড়ের মধ্যে মিল কোথায় ?

(ক) উচ্চারণে 
 (খ) বানানে  
(গ) অর্থে   
(ঘ) শব্দশ্রেণিতে
উত্তর: গ

১৪। নিড় মানে পাখির বাসা, ‘নীর‘ অর্থ কোনটি ?

(ক) বাসস্থান 
 (খ) পক্ষ   
(গ) পানি  
(ঘ) দেয়াল
উত্তর:গ

১৫। ‘পারিষদ‘ শব্দের সঠিক অর্থ হচ্ছে-

(ক) সভা  
(খ) কাউন্সিল   
(গ) সভাসদ  
(ঘ) সদস্য
উত্তর:গ

১৬। ‘পাণি‘ শব্দের সঠিক অর্থ-

(ক) জল   
(খ) হাত   
(গ) পিপাসা   
(ঘ) পানীয়
উত্তর:খ

১৭। ‘পরুষ‘ শব্দের অর্থ কী ? 

(ক) কঠোর   
(খ) নিয়ম  
(গ) নর   
(ঘ) যথার্থ
উত্তর:  ক

১৮। নিচের কোন শব্দটির অর্থ ‘দেয়াল‘ ?

(ক) প্রকার   
(খ) প্রকৃতি   
(গ) প্রাকার   
(ঘ) রকম 
উত্তর:গ

১৯।  প্রকৃত অর্থ যথার্থ হলে,‘ প্রাকৃত‘ অর্থ-

(ক) সঠিক  
(খ) স্বাভাবিক    
(গ) অনুগ্রহ   
(ঘ) বন্ধন
উত্তর:খ

২০। বর্ষা মানে ঋতু তাহলে, ‘বর্শা‘ অর্থ কী ?

(ক) বৃষ্টি   
(খ) বন্যা  
(গ) অস্ত্রবিশেষ   
(ঘ) পরিচ্ছন্ন
উত্তর: গ

২১। ‘সারি‘ শব্দের অর্থ-

(ক) দাঁড়ি   
(খ) পঙক্তি    
(গ) সাজানাে   
(ঘ) সুন্দর
উত্তর: খ

২২। ‘শুচি‘ শব্দের অর্থ হলো -

(ক) পবিত্র   
(খ) নির্ঘণ্ট   
(গ) তালিকা   
(ঘ) মূল্য
উত্তর: ক

২৩। ‘শ্বশ্রূ‘ শব্দের অর্থ নিচের কোনটি ?

(ক) শাশুড়ি   
(খ) চোখের জল  
(গ) শ্মশান  
(ঘ) দাড়ি
উত্তর: ক

২৪। ‘সর্গ‘ শব্দের অর্থ কী ?

(ক) বেহেশত  
(খ) গর্ত   
(গ) গহ্বর  
(ঘ) অধ্যায়
উত্তর: ঘ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি বাংলা ২য় পত্র -শব্দজোড়

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url