এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন-২০২৬
২. বাংলা দ্বিতীয় পত্র ( ১০২) এক্সাম হবে- ১০০ মার্ক
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
MCQ-30 (ব্যাকরণ অংশ থেকে MCQ থাকবে)
- পরিচ্ছেদ-৫- ধ্বনি ও বর্ণ
- পরিচ্ছেদ-৬-স্বরধ্বনি
- পরিচ্ছেদ-৭-ব্যঞ্জনধ্বনি
- পরিচ্ছেদ-৮-বর্ণের উচ্চারণ
- পরিচ্ছেদ-৯-শব্দ ও পদের গঠন
- পরিচ্ছেদ-১০-উপসর্গ দিয়ে শব্দ গঠন
- পরিচ্ছেদ-১১-প্রত্যয় দিয়ে শব্দ গঠন
- পরিচ্ছেদ-১২-সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন
- পরিচ্ছেদ-১৭-শব্দের শ্রেণীবিভাগ
- পরিচ্ছেদ-১৮-বিশেষ্য
- পরিচ্ছেদ-১৮-সর্বনাম
- পরিচ্ছেদ-২০-বিশ্লেষণ
- পরিচ্ছেদ- ২১-ক্রিয়া
- পরিচ্ছেদ- ২২-ক্রিয়া বিশ্লেষণ
- পরিচ্ছেদ-২৩-অনুসর্গ
- পরিচ্ছেদ- ২৪-যোজক
- পরিচ্ছেদ- ২৫-আবেগ
- পরিচ্ছেদ- ৩১-বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ
- পরিচ্ছেদ-৩২-বাক্যের বর্গ
- পরিচ্ছেদ- ৩৩-উদ্দেশ্য বিধেয়
- পরিচ্ছেদ-৩৪-সরল জটিল ও যৌগিক বাক্য
- পরিচ্ছেদ-৩৯-বাগার্থ
- পরিচ্ছেদ-৪০-বাগধারা
- পরিচ্ছেদ-৪১-প্রতিশব্দ
- পরিচ্ছেদ-৪২-বিপরীত শব্দ
- পরিচ্ছেদ-৪৩-শব্দজোড়
নিমির্তি অংশ-৭০
অনুচ্ছেদ -১০
- ১. বইমেলা ***99%
- ২.বিশ্ববিদ্যালয়***99%
- ৩. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস***99%
- ৪. বৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষরোপণ***99%
- ৫. জাদুঘর***99%
- ৬. নারীশিক্ষা***99%
- ৭: স্বাধীনতা দিবস
- ৮. জাতীয় পতাকা
- ৯. বই পড়ার আনন্দ***99%
- ১০. যৌতুকপ্রথা
- ১১. কম্পিউটার***99%
- ১২. মোবাইল ফোন
- ১৩. শৈশবস্মৃতি
- ১৪. জন্মদিনের সন্ধ্যা
- ১৫. শিষ্টাচার***99%
- ১৬. যানজট ***99%
- ১৭. শীতের সকাল***99%
- ১৮. অতিথি পাখি ।
- ১৯. ইন্টারনেট ***99%
- ২০. একুশে বইমেলা বা অমর একুশে গ্রন্থমেলা ***99%
- ২১. বিজয় দিবস
- ২২. খাদ্যে ভেজাল***99%
- ২৩. গ্রন্থাগার
- ২৪. গ্রাম্যমেলা
- ২৫. ডিজিটাল বাংলাদেশ***99%
- ২৬. তথ্যপ্রযুক্তি
- ২৭. নিয়মানুবর্তিতা
- ২৮. পরিবেশদূষণ
- ২৯. বই পড়া***99%
- ৩০. বসন্তকাল
- ৩১. বাংলা নববর্ষ***99%
- ৩২. সড়ক দুর্ঘটনা
- ৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
সারাংশ /সারমর্ম-১০
সারমর্ম
- ১. অভাব আছে বলিয়া সার্থকতা লাভ করিয়াছে।***99%
- ২.বিদ্যা মানুষের মূল্যবান বিষয়ে সতর্কতা জরুরি। ***99%
- ৩. মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ উন্নয়ন আনয়নে সক্ষম।***99%
- ৪. মাতৃস্নেহের তুলনা নাই করিতে ব্যস্ত হয়।***99%
- ৫. অভ্যাস ভয়ানক জিনিস। সব পণ্ড হবে।***99%
- ৬. মহাসমুদ্রের শত বৎসরের কে বাঁধিয়া রাখিয়াছে।
- ৭. মানুষের মূল্য কোথায়? চরিত্রবান মানে এই।***99%
- ৮. তুমি বসন্তের কোকিল বর্ষার কেহ নও।
- ৯. অপরের জন্য তুমি রাখতে গৌরববোধ করেন।
- ১০. এ কথা নিশ্চিত যে, জনশক্তির অপচয় ঘটানো।
- ১১. আজকের দুনিয়াটা সন্দেহ থাকে না।
- ১২. অতীতকে ভুলে যাও। জীবন নিয়ে বাঁচতে।
- ১৩. তুমি জীবনকে সার্থক, সুন্দর হইয়া উঠিবে।
- ১৪. শ্রমকে শ্রদ্ধার সঙ্গে হয় সংসারের কর্মক্ষেত্রে।***99%
- ১৫. বাল্যকাল হইতেই ফল লাভ করে।
- ১৬. কীসে হয় মর্যাদা? অবজ্ঞায় বলব- যাও। ***99%
সারাংশ
- ১. বসুমতী, কেন তুমি তাহে নিতান্তই ছাড়ে।***99%
- ২. কোথায় স্বৰ্গ? কোথায় .. আমাদেরি কুঁড়ে ঘরে।***99%
- ৩. ছোট ছোট বালু নিত্য দেয় আনি।***99%
- ৪. আসিতেছে শুভদিন ---আসে নব উত্থান! ***99%
- ৫. শৈশবে সদুপদেশ যাহার...... না আসিলে ফিরে?***99%
- ৬. নদী কভু নাহি করে নিজ জল পান। ***99%
- ৭. নিখিলের এত শোভা .. ভালোবাসাবাসি।
- ৮. ওরে নবীন, ওরে রে আমার কাঁচা।
- ৯. দৈন্য যদি আসে ঊর্ধ্বে দু'হাত বাড়াস।
- ১০. বিশ্বজোড়া পাঠশালা মোর নেই দ্বিধা লেশমাত্র।
- ১১. তরুতলে বসে পার্শ্ব ধন্য তরুর মতন।
- ১২. বিপদে মোরে রক্ষা....... মানি ক্ষয়।
- ১৩. পরের মুখে শেখা বুলি... চলিস।
- ১৪. পরের কারণে স্বার্থ ..... মোরা পরের তরে।
- ১৫. নিন্দুকেরে বাসি আমি তাহার কৃপা ভরে।
- ১৬. সার্থক জনম আমার ..... মুদব নয়ন শেষে।
- ১৭. হউক সে মহাজ্ঞানী... সেই পাষণ্ড বর্বর। ***99%
- ১৮. দণ্ডিতের সাথে তুমি তার কাছে। ***99%
ভাব সম্প্রসারণ-১০
- ১. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,--নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।***99%
- ২. প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয়, না। ***99%
- ৩. অন্যায় যে করে আর অন্যায় যে সহে---তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
- ৪. মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।***99%
- ৫. দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।***99%
- ৬. পাপীকে নয়, পাপকে ঘৃণা করো।***99%
- ৭. নানান দেশের নানান ভাষা---বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?***99%
- ৮. শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।
- ৯. যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।
- ১০. আলো বলে, 'অন্ধকার, তুই বড় কালো' অন্ধকার বলে, 'ভাই, তাই তুমি আলো।
- ১১. যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই---পাইলেও পাইতে পার, অমূল্য রতন।
- ১২. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন,----নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
- ১৩. স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেইজন।
- ১৪. ‘কত বড়ো আমি', কহে নকল হীরাটি তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।
- ১৫. যে জাতি জীবনহারা অচল অসাড়,তারে জীর্ণ লোকাচার।
- ১৬. অর্থসম্পদের বিনাশ আছে, কিন্তু জ্ঞানসম্পদ কখনো বিনষ্ট হয় না।
- ১৭. দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার।
- ১৮. বিশ্রাম কাজের অঙ্গ একসঙ্গে গাঁথা
- নয়নের অংশ যেন নয়নের পাতা।
- ১৯. পরের অভাব মনে করিলে চিন্তন----আপন অভাব ক্ষোভ থাকে কতক্ষণ?
- ২০. এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
- ২১. কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা।
- ২২. কীর্তিমানের মৃত্যু নেই।
- ২৩. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর---অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
- ২৪. ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ।
- ২৫. আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
- ২৬. সকলের তরে সকলে আমরা----প্রত্যেকে মোরা পরের তরে।
- ২৭. দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়।
- ২৮. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;---পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
- ২৯. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
- ৩০. দুঃখের মতো এতো বড়ো পরশ পাথর আর নাই।
- ৩১. কর্তব্যের কাছে ভাই বন্ধু কেহই নাই।
- ৩২.জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
- ৩৩. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।***99%
- ৩৪. শিক্ষাই জাতির মেরুদণ্ড। ***99%
চিঠিপত্র/আবেদনপত্র-10/পত্রিকায় প্রকাশের জন্য-10
- চিঠিপত্র (২টির মধ্য হতে ১টি): ১০ নম্বর
- সংবাদ প্রতিবেদন (২টি থেকে ১টি): ১০ নম্বর
- ১.সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লেখ।***99%
- ২.এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে চিঠি লেখো।***99%
- ৩. এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো।
- ৪. দুর্ঘটনায় আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে একটি পত্র লেখো।
- ৫. মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে পত্র লেখো।
- ৬. ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো।
- ৭. সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে একখানা পত্র লেখো।
- ৮. বিদ্যালয়ের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে তোমার বন্ধুর কাছে একখানা পত্র লেখো।
- ৯. শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে একটি পত্র লেখো।
- ১০. পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো।
- ১১. বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুকে একটি পত্র লেখো।
- ১২. তোমার বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আমন্ত্রণপত্র লেখো।
- ১৩. গ্রামকে নিরক্ষরতা থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো।
- ১৪. স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি।
- ১৫.সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। ***99%
- ১৬. তোমার এলাকায় একটি ডাকঘর স্থাপনেরপ্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
- ১৭. তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।
- ১৮. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্র প্রকাশের উপযোগী পত্র লেখো।
- ১৯. তোমার এলাকায় গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
- ২০. তোমার এলাকায় বিশুদ্ধ পানির অভাব সম্পর্কে দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য সংবাদপত্রের সম্পাদকের নিকট একটি পত্র রচনা করো।
- ২১. যানজট নিরসনকল্পে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
- ২২. তোমার এলাকায় এডিস মশার উপদ্রব বেড়ে যাওয়ায় এডিস মশা নিধনের গুরুত্ব উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
সংবাদ ও প্রতিবেদন-১০
১. বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন
বালুটিলা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠিত
মনীষা তঞ্চঙ্গ্যা, বান্দরবান, ২৯ জানুয়ারি ২০২১ ॥ বান্দরবান জেলার থানচি উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৮শে জানুয়ারি ২০২১ রবিবার বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুটিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উদয় কুমার চাকমা। তিনি বলেন, এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।এ বছর বিদ্যালয়টির মানবিক শাখা থেকে পঞ্চাশ জন, বিজ্ঞান শাখা থেকে চল্লিশ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে পঁচিশ জনসহ সর্বমোট একশ পনেরো জন পরীক্ষার্থী আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বালুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় ত্রিপুরা এই নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তির মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজকর্মী ললিত সরকার, বালুটিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিতুল আলম প্রমুখ ।
অনুষ্ঠানে অনেক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারমধ্য দিয়ে এ দিনের সাড়ম্বর আয়োজন সমাপ্ত হয় ।
২. এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন সড়কের বেহাল দশা:
যাত্রীদের দুর্ভোগ
হাসিবুল আলম, চাটখিল (নোয়াখালী), ২২ জুলাই ২০২১ ॥ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ বাজার থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ পর্যন্ত শহিদ মুক্তিযোদ্ধা একরামুল হক সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় এক যুগ ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। সড়কের এ বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বারো কিলোমিটার দীর্ঘ সড়কটির পুরোটাই বড়ো বড়ো গর্ত ও খানাখন্দে ভরা। জয়াগ বাজার থেকে মোহাম্মদপুর ইউনিয়নের নগরপাড়া সেতু পর্যন্ত দুই কিলোমিটার অংশে দুই পাশের মাটি সরে গেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি, কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাজার হাজার বাসিন্দা চলাচল করে। এছাড়া কমপক্ষে ত্রিশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে থাকে। এলাকাবাসী জানান, সড়কটির তিন কিলোমিটার সোনাইমুড়ি এবং বাকি নয় কিলোমিটার চাটখিল উপজেলায় পড়েছে। বিগত ২০১৯ সালের বন্যায় সড়কটির সুরকির স্তর দেবে গিয়ে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় খানাখন্দের। এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়, যা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত বুধবার একটি পিকআপ ভ্যান ভাওরকোট গ্রামের কাছে রাস্তার গর্তে পড়ে যায়, এতে চালকসহ তিন জন যাত্রী আহতহন।চাটখিল ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ মনে করে, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের। অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোনো নজর নেই। এটি মেরামতের জন্য স্থানীয় লোকজন সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করলেও কোনো প্রতিকার পায়নি। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ।
৩. বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন
রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 'মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদযাপিত
জবেদ হোসেন, মিরপুর, ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২১ ॥ ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ২১শে ফেব্রুয়ারি ২০২১ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে সবার কণ্ঠে ধ্বনিত হতে থাকে একুশের গান –
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। ভাষা-শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহিদ মিনার প্রাঙ্গণে আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের প্রখ্যাত কবিদের নির্বাচিত কবিতা আবৃত্তি করে। আবৃত্তি শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করে বিদ্যালয়ের সাংস্কৃতিক দল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা-সভা। 'মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'-এর উপরে আলোচনা করেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবেদুর রহমান। তিনি বলেন, ‘মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধিকার আন্দোলনে। বর্তমান প্রজন্মের কাছে তা প্রেরণার উৎস।' এরপর আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।
৪. বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন
রৌমারীতে বৃক্ষরোপণ উৎসব
পিয়াস বাড়ৈ, রৌমারী, কুড়িগ্রাম, ২২ জুলাই ২০২১ ॥ রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২১শে জুলাই বুধবার রৌমারী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে রৌমারী উচ্চবিদ্যালয়সহ উপজেলার দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শত শিক্ষার্থীর প্রত্যেকের
মধ্যে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এর আগে রৌমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমীন। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আমীন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্বের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হতে বলেন। প্রতি বছর প্রত্যেকের বাড়ির ফাঁকা জায়গায় অন্তত দুইটি গাছের চারা রোপণের পরামর্শ দেন। এরপর বিদ্যালয়েরখেলার মাঠের উত্তর প্রান্তে একশো মেহগনি, শিশু ও সেগুন গাছের চারা রোপণ করা হয়।
৫. সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন
চারুকলায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২১ ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় । রাজধানী ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে। সকাল নয়টায় অনুষদ প্রাঙ্গণের বকুলতলায় প্রতিযোগিতা শুরু হয়। নির্দিষ্ট রচনা থেকে লেখার জন্য শিক্ষার্থীদের এক ঘণ্টা সময় দেওয়া হয়। দুটি বিভাগে ছিল এ আয়োজন – বাংলা ও ইংরেজি। বিকালে ছিল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বিভাগে তিন জন করে মোট ছয় জনকে পুরস্কৃত করা হয়। বিচারক হিসেবে ছিলেন এই চারুকলা অনুষদের শিক্ষক অধ্যাপক মুকুল কুমার মিত্র, ড. আয়শা সুলতানা ও ড. আফজাল হোসেন খান। জয়নুল আবেদিন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতিকর্মী জনাব ফজলুল হক। এরপর চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন উপস্থিত দর্শক ও অতিথিবৃন্দ।
প্রবন্ধ-২০
- 1.বাংলাদেশের মুক্তিযুদ্ধ ****99%
- 2.স্বদেশপ্রেম****99%
- 3.শ্রমের মর্যাদা****99%
- 4. বাংলাদেশের ষড়ঋতু বা বাংলাদেশের ঋতুবৈচিত্র্য
- 5. কৃষিকাজে বিজ্ঞান****99%
- 6.সময়ানুবর্তিতা ****99%
- 7.শীতের একটি সকাল
- 8.মাদকাসক্তি ও তার প্রতিকার ****99%
- 9. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- 10.অধ্যবসায় কোন****99%
- 11.বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ/বন্যা
- 12.পরিবেশ দূষণ ও তার প্রতিকার সরে
- 13.জাতি গঠনে নারীসমাজের ভূমিকা
- 14.পরিবেশ সংরক্ষণে বনায়ন বা বৃক্ষরোপণ
- 15. দৈনন্দিন জীবনে বিজ্ঞান****99%

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url