পরিচ্ছেদ ৬: স্বরধ্বনি
স্বরধ্বনি
- উচ্চারণের সময়ে জিভের উপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি— চার ভাগে বিভক্ত
- উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জিভ-- উপরে ওঠে
- নিম্ন স্বরধ্বনি উচ্চারণে জিভ- নিচে নামে ।
- জিভের সম্মুখ-পশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনি— তিন ভাগে বিভক্ত ।
- স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট কী পরিমাণ উন্মুক্ত হয় তার ভিত্তিতে ভাগে বিভক্ত।
- সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়- ঠোঁট কম খোলে।
- বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় — ঠোঁট বেশি খোলে।
1.উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?
(ক) উচ্চতা
(খ) পশ্চাৎ
(গ) সম্মুখ
(ঘ) সবগুলোই সঠিক
উ:(ঘ) সবগুলোই সঠিক
2.‘উ' উচ্চারণের সময়ে জিভের অবস্থান---
(ক) উচ্চ-সম্মুখ
(খ) নিম্ন-সম্মুখ
(গ) উচ্চ-পশ্চাৎ
(ঘ) নিম্ন-সম্মুখ
উ:(গ) উচ্চ-পশ্চাৎ
3.বাংলা স্বরবর্ণের ওপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
ক) হ্রস্বস্বর
খ) দীর্ঘস্বর
গ) অনুনাসিকতা
ঘ) ব্যঞ্জনা
উ:গ) অনুনাসিকতা
4.উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি কোনটি?
(ক) অ
(খ) ই
(গ) উ
(ঘ) ও
উ: (খ) ই
5.বিবৃত স্বরধ্বনি কোনটি?
(ক) এ
(খ) ও
(গ) অ
(ঘ) আ
উ:(ঘ) আ
৬. উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
(ক) উ
(খ) এ
(গ) ও
(ঘ) অ্যা
উ:(গ) ও
৭ নিম্ন-মধ্য সম্মুখ অর্ধবিবৃত স্বরধ্বনি হলো-
(ক) উ
(খ) এ
(গ) আ
(ঘ) অ্যা
উ:(ঘ) অ্যা
৮. উচ্চারণের সময় জিভের অবস্থানের দিক থেকে 'আ' কোন ধরনের স্বরধ্বনি?
(ক) সম্মুখ
(খ) মধ্য
(গ) পশ্চাৎ
(ঘ)উচ্চ-মধ্য
উ:(খ) মধ্য
৯. জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৩ প্রকার
(ঘ) ৫ প্রকার
উ:(খ) ৩ প্রকার
১০. উচ্চারণের সময়ে জিভের ওপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয়ভাগে বিভক্ত?
(ক) ৪ ভাগে
(খ ) ৫ ভাগে
(গ) ৬ ভাগে
(ঘ) ৭ ভাগে
উ:(ক) ৪ ভাগে

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url