পরিচ্ছেদ:৪২ বিপরীত শব্দ

 

বিপরীত শব্দ

  • যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে তাদের বলে— বিপরীত শব্দ । 
  • বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক।
  • 'অগ্র' শব্দের বিপরীত শব্দ হলো— পশ্চাৎ ।
  • ‘আমদানি শব্দের বিপরীত শব্দ হলো- রপ্তানি । '
  • কৃপণ' শব্দের বিপরীত শব্দ হলো— উদার। 
  • ‘গৃহী' শব্দের বিপরীত শব্দ হলো- সন্ন্যাসী। 
  • 'ভর্ৎসনা' শব্দের বিপরীত শব্দ হলো- প্রশংসা। 
  • ‘মৌন' শব্দের বিপরীত শব্দ হলো— মুখর। 
  • 'সাকার' শব্দের বিপরীত শব্দ হলো— নিরাকার। 
  • 'হ্রাস' শব্দের বিপরীত শব্দ হলো— বি

পরিচ্ছেদ ৪৯,৪২,৪৩: প্রতিশব্দ, বিপরীত শব্দ,শব্দাজ়াড়

১। 'হাতি' শব্দের প্রতিশব্দ কোনটি?

 [ঢাকা বোর্ড ২০২৫)
(ক)দ্বীপ
 (খ) উরোগ
(গ) তুরগ
(ঘ) কর
উ: ক

২। 'খাতক' শব্দের বিপরীত শব্দ কোনটি?

 [ঢাকা বোর্ড ২০২৫]
(ক)পালক
 (খ) বলবান
(গ)  ঘাতক
(ঘ) মহাজন
উ: ঘ

৩। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি?

 [ময়মনসিংহ বোর্ড ২০২৫]
(ক)আগুন
 (খ) অন্তরীক্ষ
(গ) ইচ্ছা
(ঘ) পৃথিবী
উ: খ

৪। প্রতিশব্দ কী?

 [সি.বো. ২৩]
(ক)ভিন্ন শব্দ
 (খ) সমার্থক শব্দ নয়
(গ)  সমার্থক শব্দ
(ঘ) বিপরীতার্থক শব্দ
উ: গ

৫।‘চাঁদ’— এর সমার্থক শব্দ কোনটি? 

[চ.বো. ২৩; ব.বো. ২২]
(ক)নিশাকর
 (খ) অহি
(গ) পিক
(ঘ) রবি
উ:ক

৬। ‘প্রসারণ’–এর বিপরীতার্থক শব্দ কোনটি?

[য. বো. ১২, রা.বো. ০৮] 
(ক)অপসারণ
 (খ) আকুঞ্চন
(গ) অপ্রসারিত
(ঘ) কৃষ্ণিত
উ: খ

৭। ‘উপচয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? 

[রা.বো. ১১; চ. বো. ০৯]
(ক)সঞ্চয়
 (খ) উপাচার
(গ) অপচয়
(ঘ) অনাচার
উ: গ

৮।‘সাপ' শব্দের প্রতিশব্দ কোনটি?

 [চ. বো. ১০]
(ক)অহি
 (খ) করী
(গ) কর
(ঘ) সুর
উ: ক

৯।‘ঐরাবত' শব্দের সমার্থক শব্দ কোনটি? 

[য.বো, ১২: ডা.বো. ০৯]
(ক)দিপু 
 (খ) দ্বীপ
(গ) দ্বিপ
(ঘ) দীপ
উ: গ

১০. ‘কোকিল'- এর সমার্থক শব্দ কোনটি?

 [সি.বো, ০৮, ঢা বো. ১৩]
(ক)বেশ
(খ) পিক
(গ) আহি
(ঘ) রবি
উ: খ

১১. ‘অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি? 

[ঢা. বো. ১০: রা.বো, ০৭,খ.বো. ০৮; চ.বো. ০৮, চ. বো. ১৩]
(ক)আগুন
 (খ) সূর্য
(গ) পানি/সলিল
(ঘ) রবি
উ: গ

১২. 'গল্প' শব্দটির সমার্থক শব্দ কোনটি ?

 (ঢা.খো, ০৯]
(ক)দিপু 
 (খ) দ্বীপ
(গ) দ্বিপ
(ঘ) দীপ
উ: গ

১৩.'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি? 

[রা.বো. ১২; চ.বো, ১০; সি.বো. ১৩]
(ক)অশনি
(খ) ব্যোম/অভ্র/অস্ব
(গ) মাতা
(ঘ)  নীলাম্বু
উ: খ

১৪. 'বসুরা' শব্দটির প্রতিশব্দ/সমার্থক কোনটি? 

[ঢা বো. ১১ কু.বো. ০৭; সি.বো, ০৯: ব.বো, ০৫]
(ক)পর্বত
 (খ) পৃথিবী
(গ) মাতা
(ঘ) মাতা
উ:খ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url