ব্যঞ্জনধ্বনি
ব্যঞ্জনধ্বনি
- উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিবেচনায় ব্যঞ্জনধ্বনি- চার ধরনের।
- উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি – সাত প্রকার ।
- দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামে পরিচিত— ওষ্ঠ্য ব্যঞ্জন।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় ধ্বনিগুলো — মূর্ধন্য ব্যঞ্জন।
- কণ্ঠ্য ব্যঞ্জনের মুখ্য বাক্প্রতঙ্গ হলো- জিভের পেছনের অংশ ।
- দুটি বাপ্রতঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনি— স্পৃষ্ট ব্যঞ্জন ।
- . বর্ণের উচ্চারণ- 'রি'-এর মতো [ঋতু (রিতু)]।
- .এফ' বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই; এর উচ্চারণ— অঁ (মিঞা), নৃ (চঞ্চল (চ)।
- .ফলা হিসেবে 'ব'-এর উচ্চারণে— স্বাতন্ত্র্য রয়েছে।
- .শব্দের মধ্যে ম-ফলা থাকলে – ম-ফলা যুক্ত বর্ণটি দ্বিত্ব ও সামান্য অনুনাসিক হয়।
- .শব্দের মাঝে বা শেষে য-ফলা থাকলে- য-ফলা যুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়, কিন্তু 'j'-এর উচ্চারণ হয় না।
- .শ'-এর দুই রকম উচ্চারণ দেখা যায়— শত (শতো), শ্রমিক (স্লোমিক)। '.
- .আ' বর্ণ দুই ভাবে উচ্চারিত হয়— স্বাভাবিক [আকাশ], 'অ্যা'-এর মতো [জ্ঞান (গ্যান)]।
MCQ প্রশ্ন ও উত্তর
০১। 'ঘোষ ব্যঞ্জন' ধ্বনি কোনগুলো?
[ঢা.বো.’২৫]
(ক) গ, ঘ
(খ) ক, খ
(গ) প, ফ
(ঘ) ট, ঠ
উ:(ক) গ, ঘ
০২। কোনগুলো তাড়িত ব্যঞ্জন?
[চ.বো.’২৫]
(ক) ব, ম
(খ) ড়, ঢ়
(গ) প, ত
(ঘ) স, হ
উ:(খ) ড়, ঢ়
০৩। যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে বলে-
[রা.বো.'২৫]
(ক) মূর্ধন্য ধ্বনি
খ) তালব্য ধ্বনি
(গ) দন্ত্য ধ্বনি
(ঘ) কণ্ঠ্য ধ্বনি
উ:(ক) মূর্ধন্য ধ্বনি
০৪। নিচের কোনটি ‘উষ্ম' ধ্বনির উদাহরণ?
[চ.বো. ২৫]
(ক) স, শ, হ
(খ) য, র, ল
(গ) ড়, ঢ়, ষ
(ঘ) স, হ
উ:(ক) স, শ, হ

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url