রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন তথ্য- ২০২৫-২৬
Rajshahi University Admission Application Information- 2025
আবেদনের ওয়েবসাইটঃ
https://admission.ru.ac.bd/student/registration
একনজরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন সম্পর্কিত তথ্য- ২০২৫ঃ
- ভর্তির আবেদন শুরুঃ ২০ নভেম্বর ২০২৫
- আবেদন শেষঃ ০৬ ডিসেম্বর ২০২৫
পরীক্ষাঃ
- সি ইউনিট (বিজ্ঞান)- ১৬ জানুয়ারি
- এ ইউনিট (মানবিক)- ১৭ জানুয়ারি
- বি ইউনিট (বানিজ্য)- ২৪ জানুয়ারি
পরীক্ষার সময়ঃ ২টি শিফটে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ১. ১ম শিফটঃ সকাল ১১ টা থেকে ১২ টা
- ২. ২য় শিফটঃ বিকাল ৩ টা থেকে ৪ টা
পরীক্ষার কেন্দ্রঃ
রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল
আবেদন যোগ্যতাঃ
২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই আবেদন করতে পারবে।
সি ইউনিটঃ
SSC ও HSC মিলে নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
এ ও বি ইউনিটঃ
SSC ও HSC মিলে নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
আবেদন ফিঃ
- A (মানবিক) ইউনিটঃ ১৩২০.০০ টাকা
- B (বাণিজ্য) ইউনিটঃ ১১০০.০০ টাকা
- C (বিজ্ঞান) ইউনিটঃ ১৩২০.০০ টাকা
- সকল ফি ১০% সার্ভিস চার্জসহ
পরীক্ষা পদ্ধতিঃ
- MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ১ঘন্টাব্যাপি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- মোট ৮০ টি প্রশ্ন থাকবে
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
- পাসমার্কঃ ৪০
- সিলেকশন নেই
- সেকেন্ড টাইম আছে


অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url