বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি আবেদন তথ্য- ২০২৫
BMU Admission Notice HSC25
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর আবেদন যোগ্যতা
১. ফ্যাকাল্টি অফ আর্থ এন্ড ওশান সাইন্স + ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিঃ
- বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম GPA 4.0 সহ উত্তীর্ণ হতে হবে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান - এই ৫ টি বিষয়ের মধ্যে যেকোনো ২টি তে A Grade এবংবাকি সকল বিষয়ে নূন্যতম B Grade লাগবে।
২. ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নান্স এন্ড পলিসি + ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন
- যেকোনো শাখা হতে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম GPA 3.50 সহ উত্তীর্ণ হতে হবে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল বিষয়ে নূন্যতম B Grade লাগবে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর কোন ইউনিটে কোন কোন বিষয় দাগাতে হবে
মানবন্টনঃ
1.FET :
- ইংরেজি - ২০
- গণিত - ২০
- পদার্থবিজ্ঞান - ২০
- রসায়ন - ২০
- আইসিটি - ২০
2.FEOS :
- ইংরেজি - ২০
- গণিত - ২০
- পদার্থবিজ্ঞান - ২০
- রসায়ন - ২০
- জীববিজ্ঞান - ২০
3. FSA :
- ইংরেজি - ৪০
- Analytical Ability and Critical Reasoning - ২০
- গণিত - ২৫ (SSC সিলেবাস)
- সাধারণ জ্ঞান - ১৫
4.FMGP :
- ইংরেজি - ৩৫
- আইসিটি - ২৫
- Analytical Ability and Critical Reasoning - ১৫
- সাধারণ জ্ঞান - ২৫
👉প্রত্যেক ইউনিট এ সকল বিষয়-ই দাগাতে হবে
গুরুত্বপূর্ণ তারিখঃ
- আবেদন শুরুঃ ২৮ অক্টোবর
- আবেদন শেষঃ ২৭ নভেম্বর
- এডমিট কার্ড ডাউনলোডঃ ২২-২৯ জানুয়ারী
ভর্তি পরীক্ষাঃ
- FMGP : ৩০ জানুয়ারি (সকাল ১০টা)
- FSA : ৩০ জানুয়ারি (বিকাল ০৩টা)
- FEOS : ৩১ জানুয়ারি (সকাল ১০ টা)
- FET : ৩১ জানুয়ারি (বিকাল ০৩ টা)
সকল ইউনিট এর আবেদন করতে ক্লিক করো
আবেদন ফিঃপ্রতি ইউনিটঃ ৮০০ টাকা
পরীক্ষা কেন্দ্রঃ
- ঢাকা,
- খুলনা,
- রাজশাহী,
- চট্টগ্রাম,
- রংপুর


অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url