অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন তথ্য- ২০২৫
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (Bangladesh Aviation and Aerospace University – BAAU / AAUB) আসলে বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়, যা বিমানচালনা (Aviation) এবং মহাকাশ প্রকৌশল (Aerospace Engineering)-এর উপর বিশেষায়িত শিক্ষা ও গবেষণা দেয়।
সংক্ষিপ্ত পরিচিতি
বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (AAUB)
প্রতিষ্ঠা: ২০১৯ সালে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে
অবস্থান: তেজগাঁও, ঢাকা (প্রধান ক্যাম্পাস) এবং একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণাধীন রয়েছে লালমনিরহাটে
পরিচালনা করে: বাংলাদেশ বিমান বাহিনী (Bangladesh Air Force)
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে🌐:www.aaub.edu.bd
প্রতিষ্ঠা: ২০১৯ সালে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে
অবস্থান: তেজগাঁও, ঢাকা (প্রধান ক্যাম্পাস) এবং একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণাধীন রয়েছে লালমনিরহাটে
পরিচালনা করে: বাংলাদেশ বিমান বাহিনী (Bangladesh Air Force)
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে🌐:www.aaub.edu.bd
লক্ষ্য ও উদ্দেশ্য
বাংলাদেশে বিমান, স্যাটেলাইট, মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা।আন্তর্জাতিক মানের Aerospace, Avionics, Air Traffic Control, Space Science ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া।ভবিষ্যতে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ও এয়ারক্রাফ্ট প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখা।
বিশ্ববিদ্যালয়ের মূল বিভাগসমূহ
১. Faculty of Aviation Engineering and Technology
- Aerospace Engineering
- Avionics Engineering
- Aircraft Maintenance Engineering
২. Faculty of Space and Communication
- Space Systems Engineering
- Satellite Communication
৩. Faculty of Aviation Management and Policy Studies
- Aviation Management
- Air Law and Policy
Aviation and Aerospace University Admission Notice (HSC-25)
গুরুত্বপূর্ণ তারিখঃ
- আবেদন শুরুঃ ৯ নভেম্বর
- আবেদন শেষঃ ১৩ ডিসেম্বর
- যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ১৫ ডিসেম্বর
ভর্তি পরীক্ষাঃ ২৬ ডিসেম্বর
আবেদন যোগ্যতাঃ
এইচএসসি - ২৪ এবং ২৫ ব্যাচ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ ৪.৫০ করে থাকতে হবে।
আবেদন ফিঃ ১০০০ টাকা
আবেদনের লিংকঃ
https://aaub.teletalk.com.bd
🖼 পরীক্ষা কেন্দ্রঃ
- বিএএফ শাহীন কলেজ,
- ঢাকা ও বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে
- সেকেন্ড টাইমঃ আছে
মানবন্টনঃ
- বহুনির্বাচনি - ৬০, লিখিত - ৪০ (সময় - ২ ঘন্টা)
- গণিত - ৪০,
- পদার্থবিজ্ঞান - ৩০,
- রসায়ন - ২০,
- ইংরেজি - ১০


অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url