এইচএসসি ফেব্রুয়ারি ১৯৬৯ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

February 1969

 ফেব্রুয়ারি ১৯৬৯ 

শামসুর রাহমান

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :ফেব্রুয়ারি ১৯৬৯

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি শহরের কৃষ্ণচূড়ার রংকে একুশের চেতনার রং হিসেবে উপস্থাপন করেছেন।
  • ভাষা আন্দোলনে সালাম, বরকতরা বুকের রক্ত দিয়েছিল বাংলা ভাষাকে ভালোবেসে।
  • ভাষা আন্দোলনে শহিদদের যে রক্ত ঝরেছিল,সে রক্তের রংও কৃষ্ণচূড়ার মতো,তাই কৃষ্ণচূড়াকে কবি চেতনার রং বলেছেন ।
  • ১৯৬৯ সালে বাংলার বুকে জাগে ব্যাপক গণ-অভ্যুত্থান,যা মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেরণা থেকে সৃষ্টি হয়েছে।
  • শামসুর রাহমানের 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ থেকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি সংকলন করা হয়েছে।
  • ১৯৬৯ সালে এদেশের বুকে যে গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, কবিতাটি সে প্রেক্ষাপটেই রচিত।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১.সালামের হাত থেকে কীসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে? 

[ক ২০-২১]

(ক) কৃষ্ণচূড়ার মতো

(খ) রক্তের বুদ্বুদের মতো

(গ) বিপ্লবের মতো

(ঘ) নক্ষত্রের মতো

উ: ঘ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT


২.‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘রক্তের বুদ্বুদ' বলতে বোঝানো হয়েছে-

[খ ২০-২১]

(ক) রক্তের তেজ 

(খ) শহিদের স্মৃতি 

(গ) অবিনাশী বর্ণমালা

(ঘ) কৃষ্ণচূড়া ফুল

উ: ঘ

৩.‘বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যকায়’— কী হয়? 

[খ ১৭-১৮]

(ক) বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে

(খ) দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল'

(গ) ‘শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়'

(ঘ) 'কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া’

উ: খ

৪.“বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের লেখক কে? 

[গ ১৪-১৫] 

(ক) জসীমউদ্দীন

(খ) জীবনানন্দ দাশ

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) শামসুর রাহমান

উ: ঘ

৫.‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাটি কার লেখা? 

[চ ১৪-১৫]

(ক) আল মাহমুদ

(খ) হাসান হাফিজুর রহমান

(গ) শামসুর রাহমান

(ঘ) মহাদেব সাহা

উ: গ

৬.‘সেই ফুল আমাদেরই প্রাণ' কোন কবিতার অন্তর্ভুক্ত? 

[চ ১৯-২০] 

(ক) আঠারো বছর বয়স

(খ) ফেব্রুয়ারি ১৯৬৯

(গ) ঐকতান

(ঘ) সেই অস্ত্র

উ: খ

৭. শামসুর রাহমানের জন্মসাল হচ্ছে— 

[পুন: ঘ ১৮-১৯]

(ক) ১৯২৭ 

(খ) ১৯২৮

(গ) ১৯২৯

(ঘ) ১৯৩১

উ: গ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

[E ১৭-১৮; চবি ১৬-১৭]

(ক) রৌদ্র করোটিতে

(খ) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে

(গ) বন্দী শিবির থেকে

(ঘ) নিজ বাসভূমে

উ: ঘ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৯.‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাত হতে কী ঝরে? 

[F ১৯-২০] 

(ক) নক্ষত্ররাজি 

(খ) বীরের রক্ত

(গ) বর্ণমালা

(ঘ) বিপ্লব ধারা

উ: গ

১০. কোন কবিতাগুচ্ছ শামসুর রাহমানের? 

[C ১৭-১৮]

(ক) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, যে অন্ধ সুন্দরী কাঁদে, রূপসী বাংলা 

(খ) বুক তার বাংলাদেশের হৃদয়, হরিণের হাড়, ঝরা পালক

(গ) স্বপ্নেরা ডুকরে ওঠে বার বার, খুব বেশি ভালো থাকতে নেই, আমি অনাহারী

(ঘ) রূপালি স্নান, আমার মা'কে, কখনো আমার মাকে

উ: গ

১১. ‘এ-রঙের বিপরীত আছে অন্য রং, যে-রং লাগে না ভালো চোখে, যে- রং সন্ত্রাস আনে' কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

[ ১৭-১৮]

(ক) নিজ বাসভূমে

(খ) রৌদ্র করোটিতে

(গ) বিধ্বস্ত নীলিমা

(ঘ) বন্দী শিবির থেকে

উ: ক

১২. কোনটি শামসুর রাহমানের রচনা? 

[গ, সেট ৫, ৮ : ১১-১২]

(ক)  নিনাদ

(খ) কালের পুতুল

(গ) রাজা যায় রাজা আসে

(ঘ) ফিরিয়ে নাও ঘাতক কাঁটা

উ: ঘ

১৩. নিচের কোনটি শামসুর রাহমানের কবিতা? 

[E ১৯-২০]

(ক) ফিরিয়ে নাও ঘাতক কাঁটা

(খ) কেয়ার কাঁটা

(গ) আমার পূর্ব বাংলা

(ঘ) অপরাহ্ণের আলো

উ: ক

১৪. শামসুর রাহমানের লেখা নয়— 

[B ১৯-২০]  

(ক) প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে

(খ) বন্দী শিবির থেকে 

(গ) উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ

(ঘ) বর্জ্যে চেরা আধার আমার

উ: ঘ

১৫. কত সালে কোন পত্রিকায় শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়? 

[E ১৯-২০]

(ক) ১৯৪৯ সাল, ‘সাপ্তাহিক সোনার বাংলা'

(খ) ১৯৪৮ সালে, 'মাসিক মোহাম্মদী'

(গ ১৯৫০ সালে, দৈনিক বাংলা'

(ঘ) ১৯৪৭ সালে, 'মাসিক মাহে নও’

উ: ক

১৬. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার প্রকরণ বিষয়ে নিচের কোনটি যথার্থ ?

[C ১৯-২০]

(ক) অমিল মাত্রাবৃত্ত ও রূপকাত্মক ভাষা

(খ) সামিল প্রবহমান গদ্যছন্দ ও চিত্রাত্মক ভাষা

(গ) অমিত্রাক্ষর ছন্দ ও লোকজ শব্দ

(ঘ) গদ্যছন্দ ও প্রবহমান ভাষা

উ: ঘ

১৭. 'স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে/... আমার অনেক ঋণ আছে।' এ গানের গীতিকার কে? 

[C ১৯-২০]

(ক) আহমেদ ইমতিয়াজ বুলবুল

(খ) সিকান্দার আবু জাফর 

(গ) মোহাম্মদ রফিকুজ্জামান 

(ঘ) শামসুর রাহমান

উ: ঘ

১৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় 'মানবিক বাগান' বলতে কবি কী বুঝিয়েছেন? 

[C ১৯- ২০]

(ক) মানবীয় জগৎ

(খ) মানুষের মিছিল

(গ) বিক্ষুব্ধ জনতা

(ঘ) সুসজ্জিত বাগান

উ: ক

১৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণমালাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?

[F ১৯-২০]

(ক) নক্ষত্ররাজি

(খ) বীরের রক্ত

(গ) বর্ণমালা

(ঘ) বিপ্লবধারা

উ: গ

 রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২০.‘সেই ফুল আমাদেরই প্রাণ' ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় 'ফুল' বলতে কী বোঝানো হয়েছে? 

[B ২০২১; ঢাবি গ ১৬-১৭]

(ক) কৃষ্ণচূড়া ফুল

(খ) বাংলা ভাষা 

(গ) ভাষা আন্দোলন

(ঘ) পদ্মবন

উ: খ

২১.‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণমালাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?

[C ২০-২১]

(ক) নক্ষত্র

(খ) রক্ত

(গ) ফুল

(ঘ) রৌদ্র

উ: ক

২২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং কী? 

[E ১৭-১৮]

(ক) ফুল

(খ) রক্ত

(গ) কৃষ্ণচূড়া 

(ঘ) বুদবুদ

উ: গ

২৩. ‘একটি ফটোগ্রাফ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? 

[০৫-০৬]

(ক) প্রথম গান

(খ) এক ফোঁটা কেমন অনল 

(গ) নিজ বাসভূমে

(ঘ) সময়ের মুখোমুখি

উ: খ

২৪. কোনটি শামসুর রাহমানের কাব্য? 

[A ১৩-১৪; চৰি ঘ ১১-১২; B1 ১৬-১৭]

(ক) বিমুখ প্রান্তর

(গ) রৌদ্র করোটিতে

(খ) কালের কলস

(ঘ) পূর্বাভাস

উ: গ

২৫. 'বন্দী শিবির থেকে' কোন অর্থজ্ঞাপক? 

[A ১৩-১৪] '

(ক) অবরুদ্ধ সময়ের জীবন

(খ) জেলবন্দী

(গ) গৃহবন্দী

(ঘ) পলাতক ঘাঁটি

উ: ক

২৬. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়— 

[A ১৩-১৪]

(ক) পাতালে হাসপাতাল

(খ) উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ 

(গ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে

(ঘ) বন্দী শিবির থেকে 

উ: ক

২৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কতজন ভাষাশহিদের নাম উল্লেখ আছে? 

[A ১৮-১৯]

(ক) ১ জন

(খ) ২ জন 

(গ) ৩ জন 

(ঘ) ৪ জন 

উ: খ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২৮. শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

[B ২০-২১; রাবি C ১৭-১৮; চবি ও ১৬-১৭] 

(ক) রৌদ্র করোটিতে 

(খ) বন্দী শিবির থেকে

(গ) বিধ্বস্ত নীলিমা

(ঘ) প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে

উ: ঘ

২৯. কোনটি শামসুর রাহমানের রচনা? 

[ঙ ০৭-০৮, কুবি গ ১৬-১৭]

(ক) লোক-লোকান্তর

(খ) সহসা সচকিত

(গ) উত্তরাধিকার

(ঘ) উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ

উ: ঘ

৩০. কোন কাব্যগ্রন্থ শামসুর রাহমানের লেখা নয়? 

[B1 ১২-১৩]

(ক) রৌদ্র করোটিতে

(খ) আমি অনাহারী

(গ) বিধ্বস্ত নীলিমা

(ঘ) শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি

উ: ঘ

৩১. কোন কাব্যগ্রন্থখানি শামসুর রাহমানের? 

[C1 ১২-১৩]

(ক) লেলিহান পণ্ডুলিপি

(খ) না প্রেমিক না বিপ্লবী

(গ) কী সুন্দর অন্ধ

(ঘ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে

উ: ঘ

৩২. 'স্মৃতির শহর' কার রচনা? 

[ঘ ১৩-১৪]

(ক) বুদ্ধদেব বসু

(খ) বিষ্ণু দে

(গ) শামসুর রাহমান

(ঘ) সৈয়দ শামসুল হক

উ: গ

৩৩. ‘স্মৃতির শহর' কোন শ্রেণির রচনা? 

[E ১৩-১৪]

(ক) প্যারোডি

(খ) বায়োগ্রাফি

(গ) অটোবায়োগ্রাফি

(ঘ) স্কেচ

উ: গ

৩৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়ার রং কীসের প্রতীক? 

[B ১৬-১৭]

(ক) স্বাধীনতার চেতনা

(খ) একুশের চেতনা

(গ) মনুষ্যত্ববোধ

(ঘ) বিশ্বভ্রাতৃত্ব

উ: খ

৩৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কার রচনা? 

[D3 ১৬-১৭]

(ক) আহসান হাবীব

(খ) শামসুর রাহমান

(গ) সুফিয়া কামাল

(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ

উ: খ

৩৬.‘সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা' 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ঘাতক কথাটি দিয়ে কবি কাদের বুঝিয়েছেন? 

[C3 ১৬-১৭]

(ক) জঙ্গি সন্ত্রাসীদের

(খ) রাজাকারদের

(গ) পাকিস্তানি শাসকদের

(ঘ) আলবদরদের

উ: গ

৩৭. শামসুর রাহমানের গ্রন্থ নয় কোনটি? 

[B ১৯-২০]

(ক) উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ

(খ) বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা

(গ) বুক তার বাংলাদেশের হৃদয়

(ঘ) ফিরিয়ে নাও ঘাতক কাঁটা

উ: খ

খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩৮. ‘আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে” চরণটি আমাদের কোন গৌরবান্বিত অধ্যায়কে ধারণ করে? 

[B ১৭-১৮]

(ক) ভাষা আন্দোলন

(খ) গণআন্দোলন

(গ) অসহযোগ আন্দোলন

(ঘ) স্বাধীনতা আন্দোলন

উ: ক

৩৯.তুমি আসবে বলে, হে স্বাধীনতা,ছাত্রাবাস, বস্তি উজাড় হলো' কবিতাংশটি কোন চিত্র বহন করে? 

[B ১৭-১৮] 

(ক) স্বাধীনতার সুর 

(খ) মুক্তিযুদ্ধের পটভূমি 

(গ) গণআন্দোলনের রূপ

(ঘ) ধ্বংসের ছবি

উ: খ

৪০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর জনতার বীরত্বে কোন কোন ভাষাশহিদের নাম উল্লেখ করা হয়েছে? 

[C ১৯-২০] 

(ক) রফিক ও শফিক

(খ) সারাম ও বরকত

(গ) বরকত ও রফিক

(ঘ) শফিক ও সারাম

উ: খ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪১. 'নাগরিক কবি' বলা হয় কাকে? 

[AL ১৭-১; A ১৩-১৪; রাবি I ১৭-১৮]

(ক) আহসান হাবীব

(খ) হাসান হাফিজুর রহমান

(গ) শামসুর রাহমান

(ঘ) আল মাহমুদ

উ: গ

৪২. গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল কত সালে? 

[AL ১৭-১৮]

(ক) ১৯৫২ 

(খ) ১৯৬৯ 

(গ) ১৯৭১

(ঘ) ১৯৭৫

উ: খ

৪৩.‘এ রঙের বিপরীত আছে অন্য রং' কোন কবিতার অংশ--- 

[D ১৭-১৮] 

(ক) ফেব্রুয়ারি ১৯৬৯

(খ) নবান্ন 

(গ) আলো চাই

(ঘ) ছবি

উ: ক

৪৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাত থেকে কী ঝরে? 

[A ১৯-২০] 

(ক) বর্ণমালা 

(খ) অক্ষর 

(গ) রক্ত

(ঘ) অশ্রু

উ: ক

৪৫. “উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' কাব্যগ্রন্থটি কার রচনা? 

[AL ১৮-১৯] 

(ক) সৈয়দ শামসুল হক

(খ) শহীদ কাদরী

(গ) শামসুর রাহমান

(ঘ) আল মাহমুদ

উ: গ

ইসলামী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪৬.'আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে' চরণটি কোন কবিতার? 

[B ১৭-১৮]

(ক) ফেব্রুয়ারি ১৯৬৯ 

(খ) সেই অস্ত্র 

(গ) আঠারো বছর বয়স

(ঘ) লোক-লোকান্তর

উ: ক

৪৭. '—চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ' কোন কবিতার পঙক্তি? 

[B ১৮-১৯]

(ক) সেই অস্ত্র

(খ) ফেব্রুয়ারি ১৯৬৯

(গ) লোক-লোকান্তর

(ঘ) তোমার আপন পতাকা

উ: খ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪৮. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়াকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

[A ১৭-১৮]

(ক) বর্ণমালা

(খ) গণঅভ্যুত্থান

(গ) শহিদদের ঝলকিত রক্তের বুদ্বুদ 

(ঘ) নক্ষত্র

উ: গ

৪৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখ কী রকম? 

[A ১৭-১৮]

(ক) তরুণ শ্যামল পূর্ববাংলা

(খ) বিমর্ষ 

(গ) উন্মুখিত মেঘনা

(ঘ) আলোকিত ঢাকা

উ: ক

৫০. 'ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে' কোন কবিতার অংশ? 

[A ১৯-২০) 

(ক) এই পৃথিবীতে এক স্থান আছে 

(খ) সেই অস্ত্র

(গ) ফেব্রুয়ারি ১৯৬৯

(ঘ) লোক-লোকান্তর

উ: গ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি. ও প্র. বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫১. নগর জীবনের যন্ত্রণা ও একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি কার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য? 

[F ১৭-১৮]

(ক) দিলওয়ার

(খ) জীবনানন্দ দাশ

(গ) সুফিয়া কামাল

(ঘ) শামসুর রাহমান

উ: ঘ

৫২. নিম্নের কোনটি শামসুর রাহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ? 

[D ১৩-১৪]

(ক) অক্টোপাস

(খ) দুঃসময়ের মুখোমুখি

(গ) কালের ধুলোয় লেখা

(ঘ) অদ্ভুত আঁধার এক

উ: গ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫৩. একুশের কৃষ্ণচূড়াকে কবি কোন রঙের সাথে মেলাতে চান? 

[A ১৯-২০]

(ক) জীবনের রং

(খ) ভালোবাসার রং 

(গ) চেতনার রং

(ঘ) বিজয়ের রং

উ: গ

৫৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় শহরের পথে কী ফুটেছিল? 

[B ১৯-২০] 

(ক) বকুল

(খ) রজনীগন্ধা 

(গ) কৃষ্ণচূড়া 

(ঘ) গোলাপ

উ: গ

৫৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ‘কৃষ্ণচূড়া’ কীসের প্রতীক? 

[B ১৮-১৯]

(ক) স্বপ্নের

(খ) রক্তের 

(গ) বেদনার 

(ঘ) প্রেরণার 

উ: ঘ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রশ্ন ও উত্তর

৫৬. কবি একুশের চেতনার রঙ খুঁজে পান কীসে? 

[মানবিক ২০-২১] 

(ক) রক্তজবায় 

(খ) কৃষ্ণচূড়ায় 

(গ) শিমুলে 

(ঘ) পলাশে

উ: খ

৫৭. ‘একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং'। চরণটি কোন কবিতাভুক্ত?

[১৯-২০]

(ক) ঐকতান

(খ) সেই অস্ত্র 

(গ) লোক-লোকান্তর

(ঘ) ফেব্রুয়ারি ১৯৬৯

উ: ঘ

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url