এইচএসসি অপরিচিতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 

oporajita university

অপরিচিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :অপরিচিতা 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • ‘অপরিচিতা' গল্পটি উত্তম পুরুষে বর্ণনা করা হয়েছে।
  • ‘অপরিচিতা' গল্পের প্রধান চরিত্র অনুপম বাল্যকালে বাবাকে হারায়, মায়ের আদরে ও মামার শাসনে বড় হয় ।
  • ‘অপরিচিতা' গল্পের প্রধান নারী চরিত্র কল্যাণী বুদ্ধিদীপ্ত, মেধাবী, শিক্ষিত ও রূপসী ।
  • অনুপমের মামা সংসারের প্রধান কর্তা। তিনি সবসময় জিততে চান এবং লেনদেনের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করেন না। 
  • অনুপম-কল্যাণীর বিয়ে না হওয়ার ক্ষেত্রে তিনিই সবচেয়ে বেশি দায়ী
  • হরিশ অত্যন্ত সদালাপী ও বিবেচক। কল্যাণী ও অনুপমের বিয়ের ঘটকালি তার মাধ্যমেই হয় ।
  • মায়ের তীর্থযাত্রার সময় ট্রেনে অপরিচিত নারীকণ্ঠের ঝংকার অনুপমকে মুগ্ধ করে। সে কণ্ঠ কল্যাণীর ।
  • ট্রেনের সিট রিজার্ভের বিষয়ে গার্ড মিথ্যা বললে অনুপম কোনো প্রতিবাদ করে না, কিন্তু কল্যাণী জোর প্রতিবাদ করে, যা অনুপমের মাকে বিস্মিত করে। 
  • কল্যাণীর সাহস ও সৌন্দর্যে অনুপম এতই আপ্লুত হয় যে, নিজের উদ্যোগে সে কল্যাণীকে বিয়ে করতে চায়। কিন্তু কল্যাণী রাজি হয় না ।
  • অন্নপূর্ণা দেবী বলা হয় দুর্গাকে। গজানন মানে— গজ (হাতি)-এর মতো আনন যার যার । গজানন বলা হয় গণেশকে।
  • ধন ও ঐশ্বর্যের দেবী হলেন লক্ষ্মী, তাঁর প্রতীক হলো মঙ্গলঘট । 
  • ভারতের গয়া অঞ্চলে একটি নদী আছে, যার ওপরের অংশ বালির স্তর, কিন্তু নিচ দিয়ে জল প্রবাহিত হয় । এ নদীর নাম ফল্গু ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১.‘অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ের বিমর্ষ মুখ। কোন রচনার বাক্য? 

[ক ২০-২১]

(ক) রেইনকোট

(খ) অপরিচিতা

(গ) মহাজাগতিক কিউরেটর

(ঘ) চাষার দুক্ষু

উ:খ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২.‘মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল”। “অপরিচিতা' রচনার এ উদ্ধৃতিতে প্রকাশ পেয়েছে অনুপমের মামার —

[ঘ ২০-২১]

(ক) কেতাদুরস্ত ভাব

(খ) অন্তঃসারশূন্য অহংকার

(গ) অর্থলোলুপতা

(ঘ) কৌলীন্য

উ:ঘ

৩.‘কার্তিকেয়' এর অগ্রজ কে? 

[গ ১৭-১৮]

(ক) রাবণ

(খ) বিভীষণ

(গ) গজানন

(ঘ) দুঃশাসন

উ:গ

৪.'রক্তকরবী' কোন ধরনের রচনা? 

[ঘ ১৭-১৮]

(ক) গান

(খ) কবিতা

(গ) উপন্যাস

(ঘ) নাটক

উ:ঘ

৫.'শেষের কবিতা' উপন্যাসের নায়ক কে? 

[চ ১৭-১৮]

(ক) অয়ন

(খ) অমিত রায়

(গ) অজয় কুমার

(ঘ) অনয় রায়

উ:খ

৬.‘অপরিচিতা' গল্পে অনুপমের বন্ধু কে? 

[গ ১৬-১৭]

(ক) শম্ভুনাথ

(খ) বিনুদা

(গ) কল্যাণী

(ঘ) হরিশ

(ঙ) নারদ

উ:ঘ

৭.‘অপরিচিতা' গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? 

[ক ১৬-১৭]

(ক) আঠারো বছর

(খ) উনিশ বছর

(গ) সাতাশ বছর

(ঘ) বত্রিশ বছর

উ:গ

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৮.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের  হাতে আমি কন্যা দিতে পারি না।' উক্তিটি কে করেছিলেন? 

[B ২০-২১]

(ক) শম্ভুনাথ

(খ) হরিশ

(গ) মামা

(ঘ) অনুপম

উ:ক

৯.'অপরিচিতা' গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? 

[C ২০-২১]

(ক) উত্তম পুরুষ

(খ) মধ্যম পুরুষ

(গ) নাম পুরুষ

(ঘ) বীর পুরুষ

উ:ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১০. কে অপরিচিতা' গল্পের চরিত্র নয়? 

[ঘ ১৭-১৮]

(ক) শম্ভুনাথ

(খ) লোকনাথ

(গ) হরিশ

(ঘ) বিনু

উ:খ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম – 

[F ১৯-২০]

(ক) মুসলমানীর গল্প

(খ) মুসলমানের গল্প 

(গ) মুসলমানির গল্প

(ঘ) মুসলিমের গল্প

উ: ক

১২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক - 

[CT ১৮-১৯]

(ক) রাজা ও রানি, বিসর্জন, রাজা, নবান্ন

(খ) মুক্তধারা, মুকুট, সাজাহান, রক্তকরবী

(গ) অচলায়তন, হরগজ, বিসর্জন, নটীর পূজা

(ঘ) মুক্তির উপায়, চিরকুমার সভা, রথের রশি, তাসের দেশ 

উ: ঘ

১৩. রবীন্দ্রনাথের ‘অপরিচিতা' গল্পের মূল বিষয়বস্তু কী? 

[A ১৭-১৮]

(ক) নারী শিক্ষা

(খ) যৌতুক প্রথা

(গ) গ্রাম্য সমাজ

(ঘ) কুসংস্কার

উ: খ

১৪. 'ভিখারিনী' ছোট গল্পটি কার লেখা? 

[B ১৭-১৮]

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উ: খ

১৫. 'শাস্ত্রশিক্ষা, নীতিশিক্ষা একেবারে নাই, কাজেই' উক্তিটি কোন গল্পের?

[B ১৭-১৮]

(ক) বিলাসী

(খ) দেনাপাওনা

(গ) হৈমন্তী

(ঘ) সুভা

উ: খ

১৬. 'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? 

[C ১৭-১৮]

(ক) রক্তকরবী

(খ) ডাকঘর

(গ) বিসর্জন

(ঘ) মুক্তধারা

উ: গ

১৭. কোন প্রবন্ধগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের? 

[C ১৭-১৮]

(ক) পশ্চিম যাত্রীর ডায়েরি, পারস্যে, পথে ও পথের প্রান্তে 

(খ) ব্যথার দান, রিক্তের বেদনা, হেনা

(গ) ঘাটের কথা, রাজপথের কথা, খাতা

(ঘ) সংসার সীমান্তে, সাগর সঙ্গম, তেলেনাপোতা আবিষ্কার

উ: ক

১৮. কোন প্রবন্ধগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের? 

[C ১৭-১৮]

(ক) লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুড়ের জীবনচরিত 

(খ) সভ্যতার সঙ্কট, কালান্তর, স্বদেশ

(গ) বাংলার ইতিহাস, অনুকরণ, ভারতবর্ষের স্বাধীনতা ও পরাধীনতা 

(ঘ) কৃষ্ণচরিত্র, বিজ্ঞানরহস্য, সাম্য

উ: খ

১৯. কোন নাটকগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের? 

[C ১৭-১৮]

(ক) ভানুমতী চিত্তবিলাস, কৌরব বিয়োগ, চারুমুখ চিত্তহরা

(খ) কুলীনকুলসর্বস্ব, কীর্তিবিলাস, ভদ্রার্জুন

(গ) চক্ষুদান, যেমন কর্ম তেমনি ফল, উভয় সঙ্কট

(ঘ) চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, মালিনী

উ: ঘ

২০. কোন উপন্যাসগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের?

[C ১৭-১৮] 

(ক) লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো 

(খ) চোখের বালি, ঘরে বাইরে, গোরা

(গ) বড়দিদি, বিরাজবৌ,শুভদা

(ঘ) অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা, অক্লান্ত কৌরব

উ: খ

২১. কোন কবিতাগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের? 

[C ১৭-১৮]

(ক) সারদামঙ্গল, সাধের আসন, বঙ্গ সুন্দরী

(খ) প্রদীপ, কনকাঞ্জলি, ভুল

(গ) বিরহ বিলাপ, কুসুম কানন, অশ্রুমালা

(ঘ) কল্পনা, খেয়া, চৈতালি, সেঁজুতি

উ: ঘ

২২. নিচের কোন লেখকের জন্ম বাংলা ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে?

(ক) কলিমদ্দি দফাদার

(খ) প্রমথ চৌধুরীর

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উ: গ

২৩. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? 

[E ১৭-১৮।

(ক) পল্লীসমাজ

(খ) ইছামতী

(গ) চার অধ্যায়

(ঘ) দিবারাত্রির কাব্য

উ: গ

২৪. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ? 

[E ১৭-১৮]

(ক) লোকরহস্য

(খ) বাংলা ভাষা পরিচয়

(গ) প্রবন্ধ

(ঘ) সাম্য

উ: খ

২৫. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? 

[F ১৬-১৭]

(ক) অপরিচিতা

(খ) ভুলের মূল্য

(গ) সোনার তরী

(ঘ) ঐকতান

উ: খ

২৬. 'গাড়ি লোহার— তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে শুনিতে শুনিতে চলিলাম।' শূন্যস্থানে কী হবে? 

[C ১৯-২০]

(ক) চাকায়, ঘর্ঘর

(খ) ছন্দে, কবিতা

(গ) শব্দে, কণ্ঠস্বর

(ঘ) মৃদঙ্গে, গান

উ: ঘ

২৭.‘অপরিচিতা' গল্পে একজোড়া এয়ারিং সম্বন্ধে সেকরার মন্তব্য— 

[C ১৯-২০]

(ক) ইহা নিশ্চিত নিখাত

(খ) পিতামহীদের আমলের গহনা

(গ) ইহা বিলাতি মাল

(ঘ) হাল ফ্যাশনের সূক্ষ্ম গহনা

উ: গ

২৮. নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয়? 

[C ১৯-২০]

(ক) অচলায়তন

(খ) রাজা-রানী

(গ) মুক্তধারা

(ঘ) রক্তকরবী

উ: খ

২৯. রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ — 

[C ১৯-২০]

(ক) সিরাজগঞ্জের শাহজাদপুর

(খ) কুষ্টিয়ার শিলাইদহ

(গ) শান্তিনিকেতন

(ঘ) খুলনার দক্ষিণডিহি

উ: খ

৩০. ‘অপরিচিতা' গল্পে বিয়েবাড়ি যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি?

[C ১৯-২০]

(ক) শখের কন্সট

(খ) ব্যান্ড

(গ) বাঁশি

(ঘ) বেহালা

উ: ঘ

৩১.‘অপরিচিতা' গল্পে কথকের বাবার পেশা কী ছিল? 

[C ১৯-২০]

(ক) ওকালতি

(খ) জমিদারি

(গ) ডাক্তারি

(ঘ) তেজারতি

উ: ক

৩২. ‘অপরিচিতা' গল্পে অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটি ঠিক নয়?

[F ১৯-২০]

(ক) তামাক খায় না

(খ) অন্তঃপুরের শাসনে চালিত হতে প্রস্তুত

(গ) নিজস্ব মতামত দিতে অক্ষম

(ঘ) বিবাহ আসরে আহার করেছে

উ: ঘ

৩৩. ‘অপরিচিতা' গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে?

[F ১৯-২০]

(ক) আসর জমানো

(খ) ভাষাটা অত্যন্ত আঁট

(গ) ঘটকালি

(ঘ) বিদ্যা অর্জন

উ: ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৩৪. ‘অপরিচিতা' গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে?

[A সেট: ৩ ২০-২১; ইবি H১৬-১৭]

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয়

(ঘ) চতুর্থ

উ: গ

৩৫. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?

[C ২০-২১]

(ক) ১০ বছর

(খ) ১৫ বছর

(গ) ১৮ বছর

(ঘ) ২০ বছর

উ: খ

৩৬. ‘মুলমানীর গল্প' নামক গল্পটি কে লিখেছেন? 

[A ১৭-১৮]

(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ

(ঘ) শওকত ওসমান

উ: খ

৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী? 

[A ১৭-১৮]

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয়

(ঘ) চতুর্থ

উ: ক

৩৮. ‘মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা? 

[E ১৭-১৮]

(ক) অপরিচিতা

(খ) দেনা-পাওনা

(গ) পোস্টমাস্টার

(ঘ) সমাপ্তি

উ: ঘ

৩৯. ‘এ আর দেখিব কী। ইহাতে খাদ নাই' উক্তিটি কার? 

[E১৭-১৮]

(ক) শম্ভুনাথের

(খ) অনুপমের

(গ) সেকরার

(ঘ) বিনুদাদার

উ: গ

৪০. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি? 

[E ১৭-১৮; ক ১৫-১৬]

(ক) জন্মদিনে

(খ) শেষলেখা

(গ) বনফুল

(ঘ) ক্ষণিকা

উ: গ

৪১. আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারিনা" উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

[F ১৭-১৮]

(ক) আক্ষেপ

(খ) অভিযান 

(গ) একগুয়েমি

(ঘ) আত্মমর্যাদাবোধ

উ: ঘ

৪২. বাংলা সাহিত্যে আধুনিক ছোটগল্পের জনক— 

[I ১৭-১৮; ইবি ১১-১২]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) সত্যেন সেন 

(গ) বঙ্কিমচন্দ্র

(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উ: ক

৪৩. ‘মন্দ নয় হে! খাটি সোনা বটে।' উক্তিটি কার? 

[K ১৭-১৮]

(ক) পিন্টুদা

(খ) বিনুদা

(গ) মিনুদি

(ঘ) ঝন্টুদা

উ: খ

৪৪. কোন জমিদারি শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের ভাগে পড়ে— 

[D ১৫-১৬]

(ক) পতিসর

(খ) শাহজাদপুর

(গ) শিলাইদহ

(ঘ) কনকশর

উ: খ

৪৫. কল্যাণীর পিতার নাম কী? 

[A ১৬-১৭]

(ক) হরিশচন্দ্র সেন

(খ) অনুপম সেন

(গ) শম্ভুনাথ সেন

(ঘ) জগন্নাথ সেন

উ: গ

৪৬. ‘পাকযন্ত্রটাকে সমস্ত অন্নসুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত।' তোমার পঠিত কোন গল্প থেকে নেওয়া হয়েছে ?

[B ১৬-১৭]

(ক) নেকলেস

(খ) মাসি-পিসি

(গ) আহ্বান

(ঘ) অপরিচিতা

উ: ঘ

৪৭. রবীন্দ্রনাথের 'মুক্তধারা’

[A ১৮-১৯]

(ক) একটি কাব্য

(খ) একটি নাটক

(গ) একটি প্রবন্ধ

(ঘ) একটি নৃত্যনাট্য

উ: খ

৪৮. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা' প্রথম প্রকাশিত হয় নিচের কোন পত্রিকায়? 

[C ১৮-১৯]

(ক) ভারতী

(খ) বঙ্গদর্শন

(গ) সবুজপত্র

(ঘ) কল্লোল

উ: গ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪৯. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।' উক্তিটি কার?

[B ২০-২১; ঢাবি খ ১৭-১৮]

(ক) মামার

(খ) শম্ভুনাথের

(গ) অনুপমের

(ঘ) কল্যাণীর

উ: খ

৫০. ‘আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি।' কোন রচনার অংশ?

(ক) নেকলেস

(খ) চাষার দুক্ষু

(গ) অপরিচিতা

(ঘ) আমার পথ

উ: গ

৫১. ‘অপরিচিতা' গল্পের নায়কের নাম কী ছিল? 

[D ১৯-২০]

(ক) হরিশ

(খ) বিনু

(গ) অনুপম

(ঘ) শম্ভুনাথ

উ: গ

৫২. কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়? 

[B ১৭-১৮]

(ক) বিসর্জন

(খ) রক্তকরবী

(গ) রক্তকমল

(ঘ) যোগাযোগ

উ: গ

৫৩. রবীন্দ্রনাথের নাটক কোনটি? 

[ক ১০-১১; ঘ ১১-১২;জাককানইবি AP ১৭-১৮]

(ক) বলাকা

(খ) ঘরে-বাইরে

(গ) শেষের কবিতা

(ঘ) রক্তকরবী

উ: ঘ

৫৪. ‘জীবনস্মৃতি' কার আত্মজীবনী? 

[ঙ ১১-১২]

(ক) বুদ্ধদেব বসু

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) সৈয়দ মুজতবা আলী

(ঘ) তাজউদ্দিন আহমেদ

উ: খ

৫৫. কোন বিদেশি কবি ‘গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদ গ্রন্থের ভূমিকা রচনা করেছিলেন? 

[D ১২-১৩]

(ক) এজরা পাউন্ড

(খ) টি এস এলিয়ট

(গ) রবার্ট লাওয়েল

(ঘ) ডব্লিউ বি ইয়েটস্

উ: ঘ

৫৬. 'সঞ্চয়িতা' গ্রন্থের রচয়িতা কে? 

[B ১৩-১৪]

(ক) শামসুর রাহমান

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উ: ঘ

৫৭. ‘অপরিচিতা' কোন গ্রন্থের অন্তর্গত? 

[G ১৬-১৭]

(ক) গুল্পগুচ্ছ

(খ) শিউলিমালা

(গ) আত্মজা ও একটি করবী গাছ 

(ঘ) বহে না সুবাতাস

উ: ক

৫৮. সে যে আমার চিরজীবনের ধুয়া হইয়া রহিল।' এ বাক্যে সে' কে?

[B ১৬-১৭]

(ক) কল্পনা

(খ) কল্লোলিনী 

(গ) কণিকা

(ঘ) কল্যাণী

উ: ঘ

৫৯. 'অপরিচিতা' গল্পের বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার ঘটনায় কীসের প্রকাশ ঘটেছে? 

[D1 ১৬-১৭]

(ক) চতুরতা

(খ) অহমিকা 

(গ) হীনম্মন্যতা

(ঘ) দায়িত্ববোধ

উ: গ

৬০. অর্থলোভ ত্যাগ করে মানবিক ও উদার হতে হবে।' এ মর্মকথা 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের জীবনদর্শন? 

[C3 ১৬-১৭]

(ক) অনুপম

(খ) কল্যাণী

(গ) হরিশ

(ঘ) অনুপমের মামা

উ: ক

৬১.'অপরিচিতা' গল্পের নায়কের নাম কী ছিল? 

[D ১৯-২০]

(ক) হরিশ

(খ) বিনু 

(গ) অনুপম

(ঘ) শম্ভুনাথ

উ: গ

৬২. রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি? 

[D ১৯-২০]

(ক) কালান্তর

(খ) প্রবন্ধ সংগ্রহ

(গ) পান্থজনের সখা

(ঘ) একদা

উ: ক

৬৩. পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? 

[A ১৮-১৯]

(ক) বিলাসী

(খ) আহ্বান 

(গ) মাসি-পিসি

(ঘ) অপরিচিতা

উ: ঘ

খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৬৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি?

[গ ৯-১০; কুবি ক ১৬-১৭]

(ক) বৌ-ঠাকুরাণীর হাট

(খ) শেষের কবিতা

(গ) গোরা

(ঘ) চোখের বালি

উ: ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৬৫. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্পকার কে? 

[AL ১৮-১৯]

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উ: খ

৬৬. কোনটি রবীন্দ্রনাথ রচিত কাব্যগ্রন্থ নয়? 

[AL ১৭-১৮]

(ক) মানসী

(খ) সোনার তরী

(গ) চিত্রা

(ঘ) শেষের কবিতা

উ: ঘ

৬৭. অমল কোন নাটকের চরিত্র? 

[AP ১৭-১৮]

(ক) ডাকঘর

(খ) রক্তকরবী

(গ) বিসর্জন

(ঘ) তাসের দেশ

উ: ক

৬৮. ‘অপরিচিতা' গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের দিক প্রতিফলিত হয়েছে? 

[D ১৭-১৮]

(ক) অনুপম

(খ) কল্যাণীর পিতার

(গ) অনুপমের মামার

(ঘ) বিনুদাদার

উ: খ

৬৯. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয়? 

[D ১৭-১৮]

(ক) রাজা

(খ) চোখের বালি

(গ) গোরা

(ঘ) চতুরঙ্গ

উ: ক

৭০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? 

[AP ১৭-১৮; হাদাবিপ্রবি C' ১৫-১৬]

(ক) ১৯২৩

(খ) ১৯২১

(গ) ১৯৩১

(ঘ) ১৯১৩

উ: ঘ

৭১. রবীন্দ্রনাথের ‘ডাকঘর' কোন ধরনের রচনা—

[ক ১৬-১৭]

(ক) নাটক

(খ) কবিতা

(গ) প্রবন্ধ

(ঘ) গান

উ: ক

৭২. রবীন্দ্রনাথের ঠাকুরের জন্ম সন— 

[ক ১৬-১৭; হাদাবিপ্রবি G ১৫-১৬,মাবিপ্রবি D ১৬-১৭]

(ক) ১২৬১

(খ) ১২৬৮

(ঘ) ১২৭২

উ: খ

৭৩. 'লোকসাহিত্য' বইটির লেখক কে? 

[ঘ ১৬-১৭]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) শামসুজ্জামান খান

(ঘ) মাযহারুল ইসলাম

উ: ক

৭৪. ‘পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দননগরে গিয়েছিলো। ' ‘অপরিচিতা' গল্পে রামদাসের অনুরূপ চরিত্র হলো—

[A ১৯-২০]

(ক) বিনুদাদা ও হরিশ

(খ) হরিশ ও অনুপমের পিসতুতো ভাই

(গ) অনুপম ও হরিশ

(ঘ) বিনুদাদা; অনুপমের পিসতুতো ভাই

উ: ঘ

৭৫. 'বাংলা শব্দতত্ত্ব' কার লেখা গ্রন্থ? 

[AL ১৮-১৯]

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) হায়াৎ মামুদ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) হুমায়ুন আজাদ

উ: গ

৭৬. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা' গল্পে অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন? 

[AP ১৮-১৯)

(ক)  ওকালতি

(খ) গান

(গ) ব্যবসা

(ঘ) শিক্ষকতা

উ: ক

৭৭. ‘নৌকাডুবি' কী? 

[AP ১৮-১৯]

(ক) গল্পগুচ্ছ

(খ) উপন্যাস

(গ) নাটক

(ঘ) কাব্যগ্রন্থ

উ: খ

৭৮. 'ছিন্নপত্র' রচয়িতার নাম কী?

[AP ১৮-১৯]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) রামপ্রসাদ রায়

(ঘ) অতুল চক্রবর্তী

উ: ক

৭৯. 'অপরিচিতা' গল্পে নায়িকার নাম কী ছিল? 

[A ১৮-১৯]

(ক) কল্যাণী

(খ) অপরিচিতা

(গ) উমা

(ঘ) নিরূপমা

উ: ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৮০. ‘অপরিচিতা' গল্পের চরিত্র কোনগুলো? 

[A ১৭-১৮; A ১৬-১৭]

(ক) কল্যাণী, অনুপম, শম্ভুগুপ্ত

(খ) হরিশ, বিনু, কল্যাণী

(গ) শম্ভুনাথ, নিরূপম, স্টেশন মাস্টার

(ঘ) হরিশ, নিরুপম, কানাই

উ: খ

৮১. 'আজ আমার বয়স সাতাশ মাত্র।' 'আমি' কে? 

[A ১৭-১৮]

(ক) কল্যাণ

(খ) শম্ভুনাথ

(গ) হরিশ

(ঘ) অনুপম

উ: ঘ

৮২. 'মাকাল ফল' বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? 

[A ১৭-১৮]

(ক) অন্তঃসারহীন

(খ) লোভী ব্যক্তি

(গ) সম্ভ্রান্ত ব্যক্তি

(ঘ) ভাগ্যবান

উ: ক

৮৩. 'অপরিচিতা' গল্পের কথক —

[B ১৭-১৮; ঢাবি অধি, ৭টি কলেজ, বিজ্ঞান ১৭-১৮]

(ক) কল্যাণী

(খ) অনুপম

(গ) নিরুপম

(ঘ) শম্ভুনাথ

উ: খ

৮৪. 'অপরিচিতা' গল্প প্রসঙ্গে কোন মন্তব্যটি যথার্থ? 

[A ১৬-১৭]

(ক) এটি একটি নির্দোষ প্রেমের গল্প

(খ) এটি একটি সামাজিক গল্প

(গ) ব্যক্তিত্বহীন পুরুষের বিপরীতে নারী জাগরণের গল্প

(ঘ) যৌতুক-প্রথার কুফল প্রকাশজ্ঞাপক গল্প

উ: গ

৮৫. 'বিনুদার ভাষাটা অত্যন্ত—।' শূন্যস্থানে কোনটি বসবে? 

[A ১৯-২০]

(ক) প্রাণবন্ত

(খ) জটিল

(গ) আঁট

(ঘ) আঁটসাট

উ: গ

৮৬. কোন্নগরেরর অবস্থান কোথায়? 

[A ১৯-২০]

(ক) বিহারের কাছে

(খ) কলকাতার নিকটে

(গ) হুগলিতে

(ঘ) বাঁকুড়ায়

উ: খ

৮৭. 'অপরিচিতা' গল্পটি কার জবানীতে লেখা? 

[B ১৯-২০]

(ক) অনুপমের

(খ) শম্ভুনাথের

(গ) হরিশের

(ঘ) বিনুদাদার

উ: ক

ইসলামী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৮৮. উইলিয়াম রাদিচে একজন — 

[খ ০৫-০৬]

(ক) নজরুল বিশেষজ্ঞ

(খ) রবীন্দ্র বিশেষজ্ঞ

(গ) বঙ্কিম বিশেষজ্ঞ

(ঘ) মধুসূদন বিশেষজ্ঞ

উ:ঘ

৮৯. কোন প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিয়েছিল? 

[B ১৩-১৪]

(ক) ইন্ডিয়ান সোসাইটি

(খ) লন্ডন লিটারেরি সোসাইটি

(গ) সুইডিশ অ্যাকাডেমি

(ঘ) ফ্যারিস অকাডেমি

উ:গ

৯০.কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়? 

[B ১৩-১৪

(ক) কালান্তর

(খ) পঞ্চভূত

(গ) বিসর্জন

(ঘ) গৃহদাহ

উ:ঘ

৯১. সে বলিল 'মাতৃ-আজ্ঞা' উক্তিটি কোন গল্পের? 

[H ১৬-১৭]

(ক) বিড়াল

(খ) অপরিচিতা

(গ) আহ্বান

(ঘ) আমার পথ

উ:খ

৯২. 'আপনারা আমাদের গাড়িতে আসুন না— এখানে জায়গা আছে। ' উক্তিটি কোন গল্পের অন্তর্গত কোন লেখকের? 

[C ১৬-১৭] 

(ক) কাজী নজরুল ইসলামের ‘আমার পথ’ 

(খ) রবীন্দ্রনাথ ঠাকুরের 'অপরিচিতা' 

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'আত্মচরিত' 

(ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের 'আহ্বান'

উ:খ

৯৩. 'রসনচৌকি' হলো- 

[B ১৯-২০)

(ক) সানাই, ঢোল ও কাঁসির কষ্ট ঐকতানবাদন 

(খ) সানাই, ঢোল ও বাঁশির সৃষ্ট ঐকতানবাদন 

(গ) তবলা, ঢোল ও কাঁসির সৃষ্ট ঐক্তানবাদন 

(ঘ) হারমোনিয়াম, ঢোল ও কাঁসির সৃষ্ট ঐকতানবাদন 

উ:ক

৯৪. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই কোনটি? 

[B ১৮-১৯]

(ক) বাংলা বানান

(খ) বাংলা শব্দতত্ত্ব

(গ) ভাষা-জিজ্ঞাসা

(ঘ) শব্দবোধ

উ:খ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৯৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ কোনটি ? 

[B ১৭-১৮]

(ক) ৭ মে ১৮৪১

(খ) ৭ আগস্ট ১৮৪১

(গ) ৭ মে ১৮৬১

(ঘ) ৭ আগস্ট ১৮৬১

উ:গ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৯৬. রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থটি নামকরণ করে যেতে পারেননি? 

 [B 12-13]

(ক) শেষ লেখা

(খ) ইতিকথা

(গ) বিচারক

(ঘ) গীতাঞ্জলি

উ:ক

৯৭. 'রাশিয়ার চিঠি' রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? 

[B12-13]

(ক) আত্মজীবনী

(খ) ভ্রমণকাহিনি

(গ) কাব্যগ্ৰন্থ

(খ) উপন্যাস

উ:খ

৯৮. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম কী? 

[A ১৬-১৭]

(ক)নৌকাডুবি

(খ) যোগাযোগ

(গ) ঘরে-বাইরে

(ঘ) বৌ-ঠাকুরাণীর হাট

উ:ঘ

৯৯. রবীন্দ্রনাথ ঠাকুরের 'অপরিচিতা' গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা ?

(ক) উত্তম পুরুষ

(খ) মধ্যম পুরুষ

(গ) নাম পুরুষ

(ঘ) দ্বিতীয় পুরুষ

উ:ক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১০০. 'অপরিচিতা' গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা?

[C ১৭-১৮ কুবি B 16-17]

(ক) উত্তম

(খ) নাম

(গ) মধ্যম

(ঘ) উত্তম ও মধ্যম

উ:ক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১০১. রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুকের নাটক কোনটি? 

[C ১৫-১৬]

(ক) বসন্ত

(খ) বিসর্জন

(গ) বৈকুণ্ঠের খাতা

(ঘ) তাসের দেশ

উ:গ

১০২ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? 

[C ১৩-১৪; শাবিপ্রবি D ১৬-১৭]

(ক) ২৫ বৈশাখ

(খ) ২২ শ্রাবণ

(গ) ১১ জ্যৈষ্ঠ

(ঘ) ১২ ভাদ্র

উ:ক

১০৩.রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কবে? 

[G ১৫-১৬; চৰি ঘ ০৮-০৯]

(ক) ২৫ বৈশাখ ১৩৪৮

(খ) ২২ শ্রাবণ ১২৬৮

(গ) ২২ শ্রাবণ ১২৬৬

(ঘ) ২৫ বৈশাখ ১২৩৮

উ:ঘ

১০৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক-নাটক কোনটি? 

[C ১৫-১৬]

(ক) বসন্ত

(খ) বিসর্জন

(গ) বৈকুণ্ঠের খাতা

(ঘ) তাসের দেশ

উ:গ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১০৫. ‘অপরিচিতা' গল্পে অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাই' বাক্যাংশ,ব্যবহৃত হয়েছে? 

[ A ১৯-২০]

(ক) নিন্দার্থে

(খ) ব্যঙ্গার্থে

(গ) প্রসংশার্থে

(ঘ) আনন্দার্থে

(ঙ) অবজ্ঞার্থে

উ:খ

১০৬. 'ঘরে-বাইরে' গ্রন্থের রচয়িতা - 

[A ১৯-২০]

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(ঙ) কাজী নজুরুল ইসলাম

উ:গ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি. ও প্র. বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১০৭. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? 

[P ১৯-২০]

(ক) বলাকা 

(খ) বসন্ত

(গ) মালঞ্চ

(ঘ) শেষলেখা

উ:গ

১০৮. 'আমার শরীর মন বসন্ত বাতাসে বকুলবনের নবপল্লবরাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায়া বুনিতে লাগিল।' উক্তিটি কোন গদ্যের অন্তর্গত? 

[D ১৭-১৮]

(ক) আহ্বান

(খ) অপরিচিতা

(গ) জীবন ও বৃক্ষ

(ঘ) আমার পথ

উ:খ

১০৯. ‘মৃদঙ্গ’ শব্দের অর্থ— 

[G ১৭-১৮]

(ক) এক ধরনের বাদ্যযন্ত্র

(খ) অভ্রের তৈরি ঝাড়বাতি

(গ) এক ধরনের খনিজ ধাতু

(ঘ) কিশলয়যুক্ত কচি ডাল

উ:ক

১১০. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? 

[F ১৯-২০]

(ক) বলাকা

(খ) বসন্ত

(গ) মালঞ

(ঘ) শেষ লেখা

উ:গ

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url