বাংলা ১ম পত্র অধ্যায় ১১:তাহারেই পড়ে মনে সাজেশন

 

tahara pora mone-1

তাহারেই পড়ে মনে 

সুফিয়া কামাল

এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৪

HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2024

পেজ সূচিপত্র :অধ্যায় ১১:তাহারেই পড়ে মনে

সৃজনশীল রচনামূলক

১. বাইক্কা বিলের বর্ষার সৌন্দর্য কতই না চমৎকার! কাকের চোখের মতো টলটলে জল, রঙিন শাপলা-শালুক, কলমিলতার মতো নানাবিধ ফুল, পানকৌড়ি, বুনো হাঁসের মতো বিপুলসংখ্যক দেশি-বিদেশি পাখি কার না ভালো লাগে। কিন্তু এমন মনোলোভা সৌন্দর্যের কাছে এসেও সেঁজুতি জামান আজ বিষণ্ন। কারণ, কয়েক বছর আগে নৌকায় করে এ বিল পার হতে গিয়েই তার দশ বছরের ছেলে আবির মারা যায়। 

ক. 'তাহারেই পড়ে মনে' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

খ. 'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের সেঁজুতি জামানের মনোভাব 'তাহারেই পড়ে মনে' কবিতার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়েছে বলে  কি তুমি মনে করো? তোমার মতের পক্ষে যুক্তি দাও

২. রত্না ও রতনের দাম্পত্য জীবন বেশ সুখে-শান্তিতেই কাটছিল । কিন্তু বিনা মেঘে বজ্রপাতের ন্যায় মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল রতন । কালের বিবর্তনে জীবন নামের একজন ভালো মানুষের সাথে রত্নার পুনরায় বিয়ে হলেও প্রথম স্বামীর স্মৃতি একমুহূর্তের জন্যও ভুলতে পারেনি 'সে। কেননা, প্রথম স্বামী ছিল তার সকল কাজের সহযোগী ও প্রেরণাদাতা। ১. প্রতি বসন্তে রত্না তাই প্রথম স্বামীর কথা বিশেষভাবে স্মরণ করে নীরবে কাঁদে। কারণ, তার ভালোবাসার মানুষটি বসন্তকালের পূর্বলগ্নেই তাকে ছেড়ে চিরবিদায় নিয়েছে। 

ক. 'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- কার কথা বলা হয়েছে?

খ. 'পুষ্পশূন্য দিগন্তের পথে' বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তু ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।--- বুঝিয়ে লেখো ।

ঘ. “উদ্দীপকের রত্না আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির কন্ট একসূত্রে গাঁথা” – বিশ্লেষণ করো।

৩. অতীত দিনের স্মৃতি

     কেউ ভোলে না কেউ ভোলে

     কেউ দুঃখ লয়ে কাঁদে

     কেউ ভুলিতে গায় গীতি। 

ক. 'লাবে' অর্থ কী?

খ. ‘অর্ঘ্য বিরচন' বলতে কবি কী বুঝিয়েছেন?

গ. উদ্দীপকের গানটির সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার চেতনাগত সাদৃশ্য তুলে ধরো।

ঘ. “প্রেক্ষাপট ভিন্ন হলেও চিরন্তন সত্যের প্রতিচিত্র উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' 

    কবিতাটি”- উক্তিটির যৌক্তিকা মূল্যায়ন করো।

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১.‘পুষ্পারতি' শব্দটির অর্থ কী?

উত্তর: ‘পুষ্পারতি' শব্দটির অর্থ ফুলেল বন্দনা বা নিবেদন।

প্রশ্ন-২. 'তাহারেই পড়ে মনে' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর:  'তাহারেই পড়ে মনে' কবিতা প্রথম মাসিক মোহাম্মাদী পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন-৩. কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি' – কার কথা বলা হয়েছে?

উত্তর: 'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি' – চরণটির মাধ্যমে বিরহকাতর কবির কথা বলা হয়েছে।

প্রশ্ন-৪. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির নীরবতার কারণ কী?

উত্তর: প্রিয়জনের বিয়োগব্যথায় নিমগ্নচিত্ত থাকাই 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির নীরবতার কারণ।

প্রশ্ন-৫. 'লবে' অর্থ কী?

উত্তর: 'লবে' অর্থ  নিবে বা নেওয়া।

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. ‘বসন্তবন্দনা তব কণ্ঠে শুনি'— এ মোর মিনতি'— চরণটি ব্যাখ্যা করো।

প্রশ্ন-২. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী'—পক্তিটি বুঝিয়ে লেখো। 

প্রশ্ন-৩. 'তাহারেই পড়ে মনে' কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন?

প্রশ্ন-৪. 'কোথা তব নব পুষ্প সাজ?'— উক্তিটি বুঝিয়ে লেখো।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.‘তাহারেই পড়ে মনে' কবিতার কবির কাকে মনে পড়ে?

(ক) ফাগুনকে

(খ) বসন্তকে

(গ) মাঘের সন্ন্যাসীকে

(ঘ) পুষ্পশূন্য দিগন্তকে

উত্তর: গ

২.“তাহারেই পড়ে মনে' কবিতায় কবি শীতকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) অলখের পাথার

(খ) দক্ষিণ দুয়ার 

(গ) মাঘের সন্ন্যাসী

(ঘ) কুহেলি উত্তরী

উত্তর: গ

৩. 'তাহারেই পড়ে মনে' কবিতাটির গঠনরীতি কোন বৈশিষ্ট্যের?

(ক) নাটকীয়

(খ) বর্ণনাত্মক

(গ) মহাকাব্যিক

(ঘ) শোকধর্মী

উত্তর: ক

৪. তাহারেই পড়ে মনে' কবিতায় কোন বিষয়টি চিত্রিত হয়েছে?

(ক) কবির অনুরোগ

(খ) কবির বিরাগ

(গ) কবির অতীতের স্মৃতি

(ঘ) কবির বর্তমান বেদনাবোধ

উত্তর: গ

৫.'তাহারেই পড়ে মনে' কবিতায় কত প্রকার ফুলের নাম উল্লেখ করা হয়েছে। 

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

উত্তর: খ

৬.'মাধবী' শব্দটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি কী অর্থে ব্যবহার করেছেন? 

(ক) সবুজ পাতা

(খ) ফুল

(গ) গুল্মলতা

(ঘ) বাসন্তীলতা

উত্তর: ঘ

৭.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ঋতুকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে? 

(ক) বর্ষা

(খ) হেমন্ত

(গ) শীত

(ঘ) শরৎ

উত্তর: গ

৮.'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রকাশিত হয়— 

(ক) ১৯৩২ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩৩ খ্রিষ্টাব্দে

(গ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দে

উত্তর: গ

৯. তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

(ক) দৈনিক সমকাল

(খ) মাসিক মোহাম্মদ

(গ) মাসিক মোহাম্মদী

(ঘ) দৈনিক মোহাম্মদী

উত্তর: গ

১০. তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যবহৃত 'কুহেলি উত্তরী' কী অর্থ বহন করে?

(ক) মাঘের কুয়াশা

(খ) উত্তরের কুয়াশা

(গ) পৌষের কুয়াশা

(ঘ) কুয়াশার চাদর

উত্তর: ঘ

১১. তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের বুকে গন্ধ নেই? 

(ক) মালতি 

(খ) মাধবী 

(গ) জুঁই

(ঘ) চাঁপা

উত্তর: খ

১২. 'কুহেলি' শব্দটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? 

(ক) সমুদ্র অর্থে

(খ) কুয়াশা অর্থে

(গ) চাদর অর্থে

(ঘ) দক্ষিণের বাতাস অর্থে

উত্তর: খ

১৩. “হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়”- এ চরণটিতে 'নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝায়?

(ক) জীবন সম্পর্কে উদাসীনতা

(খ) ঘুমিয়ে থাকা

(গ) কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া

(ঘ) শীতের চাদর মুড়ি দিয়ে থাকা

উত্তর: গ

১৪. 'তাহারেই পড়ে মনে' কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে?

(ক) কুহেলি উত্তরী

(খ) মাঘের সন্ন্যাসী

(গ) ঋতুর রাজন

(ঘ) দখিনা সমীর

উত্তর: খ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

১৫. বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?” – 'তাহারেই পড়ে মনে' কবিতার এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে—

(ক) প্রকৃতির বর্ণনা

(খ) গাছের বর্ণনা

(গ) কবির হাহাকার

(ঘ) কবির ব্যক্তিগত উচ্ছ্বাস

উত্তর: গ

১৬. 'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্থ বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) ঋতুরাজ বসন্তকে বরণ

(খ) ফুলের বন্দনাগীত

(গ) বসন্তের আগমনী গান

(ঘ) অঞ্জলি বা উপহার রচনা

উত্তর: ঘ 

১৭. 'তাহারেই পড়ে মনে' কবিতায়'—'কোথা তব নব পুষ্পসাজ'—উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে?

(ক) বসন্তের

(খ) ভক্তের  

(গ) কবির

(ঘ) শীতের

উত্তর: গ

১৮. 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যবহৃত 'কুহেলি উত্তরী' শব্দটি কী অর্থ বহন করে? 

(ক) মাঘের কুয়াশা

(খ) উত্তরের কুয়াশা

(গ) কুয়াশার চাদর

(ঘ) পৌষের কুয়াশা

উত্তর: গ

১৯. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে জানতে চাওয়া হয়েছে? 

(ক) আমের মুকুল,

(খ) দক্ষিণ দুয়ার

(গ) দখিনা সমীর

(ঘ) বাতাবি লেবুর ফুল

উত্তর: গ

২০. 'কুহেলী' শব্দের অর্থ কী?

(ক) কুয়াশা

(খ) চাদর

(গ) উত্তরীয়

(ঘ) সন্ন্যাস

উত্তর: ক

২১. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মন বিষণ্ণতায় আচ্ছন্ন যে কারণে—

(ক) কবিভক্তের উদাসীনতায় 

(খ) প্রিয়জন হারানোর শোকে

(গ) বসন্তের আবির্ভাবে

(ঘ) প্রকৃতির বিচিত্র সাজে

উত্তর: খ

২২. তাহারেই পড়ে মনে' কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন?

(ক) ফাল্গুন

(খ) প্রকৃতি

(গ) পাঠক

(ঘ) ঋতুরাজ

উত্তর: ঘ

২৩. তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন ছিল—

i. দুঃখ ভারাক্রান্ত

ii. আবেগ ভারাক্রান্ত

iii. বিষণ্ণতায় আচ্ছন্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ

২৪. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন— 

i. শীতের তীব্রতার জন্য

ii. শীতের রিক্ততার জন্য

iii. কুয়াশার আস্তরণের জন্য 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ

২৫. 'তাহারেই পড়ে মনে' কবিতাটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে—

i. নাটকীয়তা

ii. সংলাপধর্মিতা

iii. ছন্দের বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

জীবনের সবক্ষেত্রে সফল আকাশ কিন্তু তার সাফল্য তার মাকে আলোড়িত করে না। মায়ের সমস্ত অন্তরজুড়ে অকালে হারিয়ে যাওয়া আবির। 

২৬. উদ্দীপকের আবির 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের প্রতিনিধিত্ব করে? 

(ক) বসন্তের

(খ) কবির

(গ) শীতের

(ঘ) প্রকৃতির

উত্তর: গ

২৭. উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতা উভয় ক্ষেত্রেই প্রকাশিত-

i. প্রিয়জন হারানোর বেদনা

ii. ব্যক্তিজীবনের রিক্ততা

iii. সাফল্যের প্রতি উদাসীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

বাতাসে বহিছে প্রেম

নয়নে লাগিল নেশা

কারা যে ডাকিল পিছে,

বসন্ত এসে গেছে 

২৮. উদ্দীপকের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল?

(ক) বিষাদ

(খ) রিক্ততা 

(গ) বৈরিতা

(ঘ) লঘুতা

উত্তর: খ

২৯. উক্ত প্রতিক্রিয়ার কারণ 'তাহারেই পড়ে মনে' কবিতা অনুসারে-

i. ব্যক্তিগত

ii. নৈর্ব্যক্তিক

iii. প্রাকৃতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক

এইচএসসি বাংলা ১ম পত্র সমাধান রাজশাহী বোর্ড 2023



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url